![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের অপমৃত্য
আজ আমার পদার্থবিজ্ঞান ২পত্র পরীক্ষা ছিলো,হলে ঢুকে এমসিকিউ প্রশ্ন পাওয়ার পর মনে হচ্ছিলো পদার্থবিজ্ঞানে এ+ টা চলে আসবে।অংকগুলো করতে করতে ১৮ মিনিট শেষ,১৬ টা দাগিয়েছি।বাকিগুলো আন্দাজে দাগিয়ে জমা দিলাম।
স্বপ্নছিলো ঢাবিতে পদার্থবিজ্ঞানে অনার্স করবো।অন্য সাবজেক্ট গুলো তেমন কিছু না পারলেও পদার্থবিজ্ঞানে আমি যথেস্ট ভালো ছিলাম।সবথেকে বেশি পড়তাম এই সাবজেক্টই।কিন্তু আজ মাত্র ২.৩০ মিনিটে সব ওলোটপালট হয়ে গেলো!মৃত্য ঘটলো স্বপ্নটার।
সিকিউ প্রশ্ন পাওয়ার পর ২৫ মিনিট খালি ভাবছিলাম।আমি দুইবছর কি করলাম?আমার বাপের কস্টের টাকা গুলোর শ্রাদ্ধ্য!!বার বার ভেসে আসছিল আম্মু,আব্বু,ছোটোভাই,চাচা দাদীর মুখ।ওরা আমার জন্য কতো আশা করে আছে!আমি ভালো কিছু হবো?বারবার মনে হচ্ছিলো আসলে আমি কি সবভুলে গেলাম!নাকি বর্তমান মেরুদন্ডহীন শিক্ষাব্যবস্থা আমাকে ভুলিয়ে দিয়েছে।ভাবতে ভাবতেই সামনের বেঞ্চ থেকে রাশেদ,পিছনের থেকে ফাহিম,কমল চাপা আর্তনাদের মতো বলছে কোনডা লিখবি?
ওদের কথায় সংগা ফিরে পেলাম।কিছু না ভেবেই খাতায় লিখতে শুরু করলাম "১ নং প্রশ্নের উত্তর " একটা করে প্রশ্ন দেখছি আর ভাবছি এগুলা কি প্রশ্ন?নাকি রিমান্ডে নেওয়ার জন্য প্রাথমিক সাক্ষাতকার!এভাবেই ২.৩০ ঘন্টা বাকপ্রতিবন্ধী,বুদ্ধি প্রতিবন্ধী, অনুভূতিহীন হয়ে কাটিয়ে দিলাম।
আসলেই কি শিক্ষাব্যবস্থা মেরুদণ্ড ভেঙ্গে গেছে?নাকি এর আড়ালে জাতির মেরুদণ্ড ভাঙ্গার কাজ চলছে?হয়তো শিক্ষামন্ত্রীকে গালি দিবো,কিন্তু দোষটা কি শিক্ষামন্ত্রীর! প্রশ্ন কি শিক্ষামন্ত্রী করে?সিলেক্ট কি তিনি করেন?নাহ!করে কিছু কন্ডম বিস্ফোরণে জন্ম নেওয়া নর্দমার পচাঁ কীট!যাদের কাজই হচ্ছে দেশকে ধ্বংস্ব করা।
যায়হোক,এক্ষেত্রে সরকারের কোনো দোষ আছে বলে মনে হয় না।সবকিছুতে সরকারের দোষ না খুজি।আবারও প্রশ্নকর্তাকে স্যালুট,স্বপ্নগুলোকে কবর দেওয়ার জন্য কবর খোড়ার কাজটা করে দেওয়ায়।
সবশেষে সবার প্রতি আগামী পরীক্ষার জন্য শুভকামনা।
#সবার_স্বপ্ন_বেচে_থাকুক
#হোক_বাস্তবায়ন
#collected
©somewhere in net ltd.