![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ। বয়সও বেশি না মাত্র ১৯ ,আমি এই ব্লগে পোস্ট করি না তেমন কিন্তু দেখি সবকিছুই। আমি সাত মাস আগে বাংলাদেশের বাইরে উচ্চশিক্ষার জন্য রাশিয়া আসি।আমার এখানে কোন সমস্যা নেই লেখাপড়াও ঠিকঠাক মতো চলছে.....।
কিন্তু ওরকম বন্ধুবান্ধব এখনো হয়নি এখানের কারো সাথে।আর বাংলাদেশীদের পরিমাণ খুবই কম নেই বললেই চলে।
রোবটের মতো চলছে আমার দিনকাল এবং একাকীত্ব বোধহয় খুব।ঠিকমতন কথা বলার মানুষ পর্যন্ত নাই এখন ভালো লাগছে না কিছ.....বিষণ্ণতায়(Depression) ভুগছি.........
এই অবস্থায় কি করতে পারি আমি?
কি করা উচিৎ আমার?
আমাকে একটু উপদেশ দিলে খুশি হতাম।
ধন্যবাদ
©somewhere in net ltd.