![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখক নই, গ্রাফিক ডিজাইনার। লেখালেখির হাত কখনই ছিল না। ১৩/১৪ বছর বয়সে একবার বিচিত্রায় লিখেছিলাম বিচিত্রার প্রতি আমার ভালবাসা নিয়ে। লজ্জায় কাওকে বলা হয়নি। তবে নিজের লেখা নিজেই লুকিয়ে বহুবার পড়ে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম হা হা..............! তারপর আর লেখা হয়নি কোনদিন। এবার দেশে এসে গুটিপোকাগুলোর সাথে আড্ডা দিতে গিয়ে এই বাংলা ব্লগটাকে জানলাম। বেশ মজা লাগলো। তাই ভাবলাম ছুটির কটা দিন এখানে সবার সাথে আড্ডা দিয়ে যাই। ফিরে গেলে জানি এ আড্ডাটা খুব মিস করব।
যখন দুরের পৃথিবীতে সাদা তুলো তুলো শীত পরে পাখিগুলো কে কষ্ট দেয়......বিধাতার দেয়া ওদের পশমি শরীরে যখন শীত ঢুকে যায় বেশি বেশি করে.....ওরা পথ খোঁজে উড়াল দেবার জন্য....পরিবেশ যখন পুরো প্রতিকুলে চলে যায় ওরা তখন দল বেধে সময় খোঁজে অনুকুলতার দিকে উড়াল দেবার জন্য। এক সময় শিতের ছোবল আর সইতে না পেরে সত্যি উড়াল দেয় সেই চির পরিচিত পরিবেশ আর যত্নে গড়ে তোলা নিশ্চিত আশ্রয় ছেরে একটু অনুকুল অবহাওয়া আর পরিবেশের খোঁজে। উড়তে উড়তে এক সময় ঠিক পেয়েও যায় অনুকুল পরিবেশ নতুন করে ঘর বাঁধবার জন্য। সবাই তাই পায়.......উষ্ণতায় গা ছড়িয়ে আরাম করে বসে, বাসা বাঁধে, খাবার খোঁজে, প্রেম করে বাচ্চা দেয়......।
শুধু পাখি নয়, এই পৃথিবীতে যারই প্রান আছে সে'ই প্রতিকুলতা খোঁজে বেঁচে থাকবার জন্য। ছোট্ট একটা পোকাও ঠিক এমনি করেই নতুন করে অনুকুলতার ঠিকানা খোঁজে, নতুন করে বাসা বাঁধে, চলতি পথে বাধা পায়, হোচোট খায়, আবার উঠে দাড়ায়....। জীবনের পথে আবার চলতে শুরু করে মাথা সোজা করে। সেদিন ব্লু মাউন্টেন এ বেড়াতে গিয়ে দেখলাম একটা গাছের গোড়া ইংরেজি L এর মত করে বেড়ে উঠেছে। নিশ্চই কোনো কারণে সে বাধা পেয়েছিল সোজা বেড়ে উঠতে তাই ফাঁক ফোকর গলে বেরিয়ে গিয়ে সে বাঁকা হয়েই বেড়ে উঠেছে। ব্যাপারটা যেন এমন - "আমায় তুমি আমার পথে বাড়তে দেবেনা তো? ঠিক আছে আমি ঠিকই পথ খুঁজে আমার মত করে বেড়ে উঠবই"
মানুষও কিন্তু এর বাইরে নয়। মানুষও প্রতিকুলতা খোঁজে বাঁচবার তাগিদে। না তাকে কেউ তাগিদ দেয় না। সে নিজেই বাঁচে নিজের জন্য.....আর বাঁচবার জন্য তারও চাই প্রতিকুল পরিবেশ। আমি অনেক'কেই বলতে শুনেছি "আমি নিজের জন্য বাঁচি না" বা "আমরা নিজের জন্য বাঁচিনা"......হা হা হা আসলেই ভাল করে ভেবে দেখুন ত কথাটা কি ঠিক? কার জন্য কবে কার জীবন থেমে থেকেছে, নাকি থাকবে? আমরা যারা বেঁচে থাকি তারা আসলে কিন্তু সবাই নিজের জন্যই বাঁচি। নিজে বাঁচতে চাই তাই বাঁচি। শুধু মানুষ নয়, প্রতিটা প্রানীই নিজেকে খুব ভালবাসে, ভালবাসে নিজে নিজের প্রিয়জনকে নিয়ে একটু প্রতিকুলতায় বেঁচে থাকতে। কেন প্রিয়জনদের নিয়ে থাকতে ভালবাসে? কারন সেটা তাকে ভাললাগা দেয়.....নিজেকে ভাল লাগাতে মানুষ সব কিছুই করে, এটাই সব প্রানীর জন্মগত ধর্ম।
যতই সোনায় বাঁধানো ঘর বেঁধে দাও না কেন সে ঘরে যদি উষ্ণতা না থাকে তবে মানুষ একটু রোদের আলোর উষ্ণতা পাবার জন্য পথে নেমে আসে, পথেই সে পায় বেঁচে থাকার আনন্দ। আবার এমনও হতে পারে - কেউ যখন কাউকে অনবরত আঘাত করেই যায়......সেই আঘাত সইতে সইতে একদিন আর সইতে না পেরে সে মাথা তুলে দাড়ায়, হয় আঘাত এড়িয়ে যায় অথবা আঘাতের পালটা আঘাত দেয়। এক এক জন এক এক ভাবে রিএ্যাক্ট করে। যেমন আমি এরিয়ে যাবার মানুষ। আমাকে আঘাত করলে আমি সইব....সইব.....সইব.....সইব.........একদিন যখন আর পারব না তখন এরিয়ে যাবো। গিভআপ করব, সরে দাড়াব.....নিজেকে তুলে দাড় করিয়ে আবার এগিয়ে যাবো অনুকুলতার পথে, যেখানে কোন মন খরাপ করা করা থাকবে না, কোনো আঘাত থাকবে না, অবহেলায় ফেলে যাব তাকে যে আঘাত করলো ।
আমি মানুষটা বেশিদিন মন খারাপ করা ব্যাপার নিয়ে থাকতে পছন্দ করিনা। তাব'লে তো বিধাতা তা মানবেন না! উনি তো প্রতুকুলতা দিয়েই যাবেন.....আমিও তেমনি একদিন সেই প্রতিকুলতাকে এড়িয়ে বেরিয়ে পরি অনুকুলতার পথে। এ হলো বিধাতার খেলা আর আমার স্বভাব। আবার অনেকই সেই প্রতুকলতাকে এড়িয়ে অনুকুলতার খোঁজে বেরিয়ে পরতে ভয় পান। সারা জীবন সে ঐ প্রতিকুলতাতেই জীবন কাটিয়ে দেন। তবে তারাও নানান পথ খোঁজেন সেই প্রতিকুলতায় নিজেকে একটু খুশি রাখতে সেটা যেভাবেই হোক......। আমি একে বলি জোড়া তালি দিয়ে চলা । আমার জোড়া তালি দিয়ে চলতে ভাল লাগে না। জীবনতো আমার একটাই.......! একে জোড়াতালি দিয়ে অপমান করতে ভাললাগে না। তুমি আমার মনকে গলা চিপে দেবে? তুমি তা দিতে পারবে একবার, দুই বার, তিনবার, চারবার, পাঁচবার........তুমি কি জানো তুমি তা পারছ কারন আমি তোমাকে পারতে দিচ্ছি তাই......তবে তোমার দৌড় সেই পাঁচবার পর্যন্তই! এর পরে তুমি আর তা করতে পারবে না। কারন আমি তোমাকে আর পারতে দেবনা। সেই শীত পাখিদের মতন আমি ঠিক একদিন উষনতার দিকে নিজেকে বাঁচাবার জন্য উড়াল দেব। সবাই তাই করে। মানুষ থেকে শুরু করে প্রানী, উদ্ভীদ যা কিছুর প্রান আছে সবই এমনি করেই রিএ্যাক্ট করে, বেঁচে থাকে। এটাই বেঁচে থাকবার ধর্ম।
শাহবাগ আন্দোলনের সময় অনেক বছর পরে মনে হয়েছিল বাঙালী এবার জেগেছে সব প্রতিকুলতাকে ডিঙিয়ে এবার অনুকুলতার দিকে উড়াল দেবার জন্য তৈরী হয়েছে। আমরা যারা সাতসাগর তেরো নদী পারে দেশকে ফেলে আশার কষ্ট বুকে নিয়ে, বেঁচে থাকবার জন্য প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছি, তারা একসাথে একই মুহুর্তে যে যেখানে আছি সেখান থেকেই শাহাবাগের সাথে হেসেছি, শাহাবাগের সাথে কেঁদেছি, আলো জালিয়েছি, গান করেছি, শ্লোগান দিয়েছি। নতুন দিনের নতুন আশায় স্বপ্ন দেখা শুরু করেছিলাম। স্বপ্ন দেখেছিলাম নিজের দেশে এক প্রতিকুল পরিবেশের।. যে দেশ একদিন আঘাত দিয়ে দিয়ে আমাদের বাধ্য করেছিল অনুকুলতার দিকে উড়াল দিতে সেই দেশে একদিন ফিরে যাবার স্বপ্ন! কত গুলো প্রাণ চলে গেল সেই স্বপ্ন বুনতে গিয়ে লড়াই করতে গিয়ে।
অবশেষে আবার সেই স্বপ্ন ভঙ্গ হলো। বাঙালী নিজেদের প্রতিকূলতায় বাঁচিয়ে রাখতে আবার অভস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঝিমিয়ে পরেছে শাহবাগ। খুব গ্রাম দেশে যেমন লেখা পড়া না জানা গরিব ঘরের অসহায় মেয়েরা স্বামী বা পরিবেশের অকথ্য অত্যাচার মেনে নিয়ে সেই প্রতিকুল পরিবেশেই একদিন নিজেকে বেঁচে থাকতে অভ্যস্ত করে ফেলে ........... আজ বাঙালী জাতিটাকে সেই মেয়েটার সাথে তুলনা করতে ইচ্ছা করে হতাশায়। অনেকেই হয়তো বলবেন দেশের বাইরে বসে এমন কথা খুব বলা যায়। কোথায় ছিলাম শাহবাগ আন্দোলনের সময় ......... তাই তো! আমরা যখন দেশ ছেড়েছি তখন কিন্তু এই দেশ, দেশের মানুষ আমাদের দেশ ছাড়তে বাধ্য করেছিল। আমাদের পিঠ ঠেকে গেছিল দেয়ালে, আমাদের পেছনে তখন শাহবাগ ছিল না। আমরা লড়াই করেছি একা একা, কেউ আমাদের পাশে দাড়ানোর ছিলনা কাঁদবার জন্য কাঁধ বারিয়ে দিতে...... শাহাবাগের পেছনে ছিল প্রতিটি দেশ প্রেমী বাঙালী, আর ছিলাম আমরা সবাই, যে যার অবস্থানে বসে আমরা এক হয়ে কাধ বাড়িয়েছিলাম, প্রতি মুহুর্তে আমরা ছিলাম সাথে .......তবু শাহবাগ পারল না আমাদের জন্য অনুকুল পরিবেশ আনতে।
খুব মনটা ভেঙ্গে গেছে। আজ আমাকে যদি কেউ দিনের পর দিন মন খারাপ করা মুহূর্ত দিতে থাকে বা একের পরে এক আঘাত করতে থাকে, তাকে আমি একসময় এড়িয়ে যাব, ঠিক খুঁজে বের করব অন্য কোনো পথ অন্য কোনো জায়গা যেখানে আমাকে কেউ মন খারাপ করা অনুভুতি আর দিতে পারবে না, আমি আমাকে ভালবাসি, আমাকে ভালো রাখতে চাই, কারণ আমি নিজেকে ভালো না বাসলে, ভালো না রাখলে কাউকে ভালবাসতে পারব না, ভালো রাখতে পারব না, এই আমার ভাবনা ........ আমি একা একটা মানুষ হয়ে যদি প্রতিকুল পরিবেশের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে একটা সুন্দর দিন খুঁজে বের করতে পারি এত গুলো বাঙালী কেন একসাথে ২/৩ মাসের বেশি এক হয়ে একটা দেশকে বদলে দিতে পারে না, কেউ কি ভেবেছেন কারণ টা ? আমার কেন যেন মনে হয় বাঙালী খুব স্বার্থপর জাতী। আমরা শুধু নিজেকে নিয়ে ভাবি, নিজে ভাল থাকলে উচ্ছন্নে যাক আর সবাই। বিদেশে দেখেছি অন্য যেকোনো দেশের মানুষ তার নিজের দেশের চেনা অচেনা মানুষকে প্রানটা দিয়ে সাহায্য করে একমাত্র বাঙালী ছাড়া। আমাদের মনে যেন.... "আগে নিজে বাঁচিতো পরে বাপের নাম", আবার কেউ যদি সাহায্য করলো তো তার মাথাতেই কাঁঠাল ভেঙ্গে খাই।
তবু আশায় থাকি একদিন সব বদলাবে, একদিন এখানকার অনুকুলোতাকে লাথি মেরে নিজের দেশের অনুকুলোতে ফিরে যেতে পারব। আর একা লড়াই করতে হবে না পাশে থাকবে শাহবাগ, পাশে থাকবে সারা দেশ, পাশে থাকবে সারা দেশের মানুষ। আমাদের আর এড়িয়ে যেতে হবে না, ফেলে আসতে হবে না খুব খুব প্রিয় মাটিকে, মা'কে, মানুষদেরকে
একটা কথা আছে The Alchemist বইটাতে, যারা বইটা পড়েছেন তারা জানবেন। যারা পড়েন নাই তাদের জন্য -
"When you want something, all the universe conspires to help you achieve it" - The Alchemist
১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:২৭
আরিয়ানা বলেছেন: আবেগী হয়ে শুধু নয় সুস্থ মাথাতেও দেশে ফেরার মতো অনুকুলতা এখনো তো তৈরী হয় নাই। যে দেশ আমাকে আপনাকে বের হয়ে আসতর বাদ্ধ করেছে সেই দেশকেই দেশের মানুষকেই সেই পরিবেশ তৈরী করতে হবে আমাদের ফেরাবার জন্য। কেউ কি দেশ ছারতে চায় আপনা থেকে? না চায়না। আমাদের পাশে কেউ ছিল না সেদিন। কিন্তু আজো দেশের পাশে আমরা আছি। তবু যদি দেশে দেশের মানুষ না বদলায় তবে আর কি করার আছে?
২| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
শ।মসীর বলেছেন: চলমান জীবনের কথা...।
১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:২৮
আরিয়ানা বলেছেন: ঠিক তা না দেশ আর দেশের মানুষদের আচরনে হতাশার কথা এটা। কেমন আছেন শামসীর?
৩| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
আজনবী বলেছেন:
অনেক সুন্দর করে গুছিয়ে লেখা।
ভীষন ভাল লাগল।
অনেক অনেক শুভ কামনা রইল।
ভাল থাকুন সবসময়, সব সুন্দরকে সাথে নিয়ে।
১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:২৯
আরিয়ানা বলেছেন: ধন্যবাদ আজনবী। কিছুটা তো অগোছালো ভাবেই লিখলাম হতাশা কখনও ভাল কিছু উপস্থাপন করেনা
৪| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
আমিনুর রহমান বলেছেন:
তবু আশায় বুক বাঁধি একদিন এদেশে শান্তিতে বসবাসযোগ্য অনুকুল পরিবেশ ফিরে আসবে। আর অনেক ব্যর্থতার পরেও শাহবাগ আমাদের নতুন করে আশা জাগিয়েছে ...
অনেকদিন পর ব্লগে আপনাকে দেখে ভালো লাগলো।
১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৩০
আরিয়ানা বলেছেন: আপনি আশার আলো এখনও দেখছেন?
খুব ব্যস্ততা গেল কয়েক মাস। কেমন আছেন আপনারা?
৫| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
মুনসী১৬১২ বলেছেন: আমার কেন যেন মনে হয় বাঙালী খুব স্বার্থপর জাতী।......
আমিও প্রায়ই দিধান্বিত হয়ে যাই
১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৩০
আরিয়ানা বলেছেন: বাঙালীর মত স্বারর্থপর জাতী খুব কমই দেখা যায়।
৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:১১
রাফসান আরিফ বলেছেন: অনেকদিন পরে লিখলেন.... স্বাগতম
১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৩১
আরিয়ানা বলেছেন: ধন্যবাদ রাফসান। ভাল থাকবেন
৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:২৯
রেজোওয়ানা বলেছেন: হেই আরিয়ানা আপু!!
কতদিন পরে!!!!
১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৩২
আরিয়ানা বলেছেন: হাই রেজু! উমম অনেকদিন তা ঠিক। সময়টা আমারও কিছুটা প্রতিকুল ছিল
৮| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৪০
সাজিদ ঢাকা বলেছেন: এত দিন পর পোস্ট দিলেন , , , ভ্রমন পোস্ট চাই , ,
১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৩
আরিয়ানা বলেছেন: উমম ভ্রমন পোস্ট? দেখা যাক...ব্যাস্ততায় আসলে কোথাও তেমন যাওয়া হয় নাই। তবু দেখি ছোট খাটো কিছু লেখা যায় কিনা । ভাল থাকবেন সাজিদ
৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বেশ ভালো লাগলো।
১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৪
আরিয়ানা বলেছেন: এলোমেলো হতাশা ভাল লাগলো? অনেক ধন্যবাদ! ভাল থাকবেন।
১০| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৪১
নাহুয়াল মিথ বলেছেন:
১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৪
আরিয়ানা বলেছেন:
১১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমরা প্রতিনিয়ত বেঁচে থাকি নানা প্রতিকুলতার মাঝে। এই বেঁচে থাকাটা একটি যুদ্ধের মত। এই জীবন যুদ্ধে যারা জয়ী হতে পারে তারাই সুখি। যদিও সুখ খুব আপেক্ষিক তবু সুখের সন্ধানেই আমাদের সকল যাপিত জীবনের পথ পরিক্রমা। পাখিদের মাঝে এই জীবন বোধ দারুন ভাবে পরিলক্ষিত হয়। শীতের তীব্রতা যেসব পাখির বেঁচে থাকার প্রধান অবলম্বন তাদেরকেই দেখা যায় আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আপন বেঁচে থাকার পথ ঠিকই চিনে নিয়ে অতিথি পাখির বেশে চলে আসে নতুন কোন আশ্রয়ে।
জীবন বোধের এমন অসাধারন উপমা এবং বিশ্লেষণ ধর্মী লেখায় শত প্লাস রইল।
শুধু পাখি নয়, এই পৃথিবীতে যারই প্রান আছে সে'ই প্রতিকুলতা খোঁজে বেঁচে থাকবার জন্য। ছোট্ট একটা পোকাও ঠিক এমনি করেই নতুন করে অনুকুলতার ঠিকানা খোঁজে, নতুন করে বাসা বাঁধে, চলতি পথে বাধা পায়, হোচোট খায়, আবার উঠে দাড়ায়....।
এখানে হয়ত কিছুটা মুল ভাবধারার সাথে অমিল রয়ে গেছে।
ভুল হলে ক্ষমা প্রার্থী।
১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৮
আরিয়ানা বলেছেন: আসলে বলতে চেয়েছিলাম একটা পোকা যেটা করে বা একটা ছোট্ট প্রানী যেটা করতে পারে সুন্দর ভাবে বেঁচে থাকবার জন্য আমাদের এত বড় দেশের এত বড় বড় মানুষরা সেটা করতে পারছে না। হতাশা থেকে কথা গুলো বলা। আমার গুছিয়ে লেখার খুব ভাল দক্ষতা নেই। হয়ত তাই এমন মনে হয়েছে। আপনার মনে হওয়া টা ঠিক আছে। আমরাই গুছিয়ে বলা হয়নি
ভাল থাকবেন।
১২| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৭
খেয়া ঘাট বলেছেন: তবু আশায় থাকি একদিন সব বদলাবে, একদিন এখানকার অনুকুলোতাকে লাথি মেরে নিজের দেশের অনুকুলোতে ফিরে যেতে পারব। আর একা লড়াই করতে হবে না পাশে থাকবে শাহবাগ, পাশে থাকবে সারা দেশ, পাশে থাকবে সারা দেশের মানুষ। আমাদের আর এড়িয়ে যেতে হবে না, ফেলে আসতে হবে না খুব খুব প্রিয় মাটিকে, মা'কে, মানুষদেরকে -
দুখি পরবাসী মন, দুখি পরবাসী জীবন।
When you want something, all the universe conspires to help you achieve it" - The Alchemist
দারুন একটা কথা।
১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৯
আরিয়ানা বলেছেন: ধন্যবাদ খেয়া। ভাল থাকবেন
১৩| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
তাসজিদ বলেছেন: সব কিছ কি অনন্তকাল টিকে থাকে।
শাহবাগে চেতনা কিন্তু হারিয়ে যায় নি, টিকে আছে সবার অন্তরের অন্তঃস্থলে
ভাল থাকবেন।
১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮
আরিয়ানা বলেছেন: ভাল থাকবেন আপনিও
১৪| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
তাসজিদ বলেছেন: ব্লগে এত বেশি কেন অনিয়মিত।
১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:১০
আরিয়ানা বলেছেন: জীবিকার সন্ধানে তো দৌড়াতে হয় বাঁচতে হলে তাইনা ? সময় পাওয়া তাই খুব কঠিন হয়ে ওঠে। আর আমি এমন কিছু ভাল লিখি না তাই কি নিয়ে লিখব সেটা ভাবতে ভাবতেই চলে যায় কিছু সময়
১৫| ১৫ ই জুন, ২০১৩ রাত ৩:১৮
সোনালী ডানার চিল বলেছেন:
যাপিত জীবনের এ কথপোকথন খুব ভালোলাগলো।
শুভকামনা আপনার জন্যে......
১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:১১
আরিয়ানা বলেছেন: সোনালী চিল ভাল থাকবেন ধন্যবাদ পড়বার জন্য
১৬| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৭
শ।মসীর বলেছেন: দেশ আর দেশের মানুষদের আচরনে হতাশার কথা এটা - এটাকে জীবনের অংশ ভেবে নেয়াই ভাল না হলে কস্ট কেবল বেড়ে চলবে । মানুষতো, কত যে রং বদলাতে পারে সে.....দেখা আর মেনে নেয়া ছাড়া বদলানোর ক্ষমতাই বা কতটুকু আমাদের।
এইত চলে যাচ্ছে দিনকাল।
১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:১১
আরিয়ানা বলেছেন: ঠিক বলেছেন। তবে দিন বদলাতে চাইলে যে বদলানো যায় না তা আমি আমার জীবনে কখনও মানি নাই আজো মানি না
১৭| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৪
আমিনুর রহমান বলেছেন:
আমি আশাবাদী মানুষ, আশা আছে বলেই তো ভালো আছি জানি কিচ্ছু হবে না তবু বলে একটা কথা আছে না
আমরা ভালো আছি। এখন আর ব্যস্ততা নেই, যখন তখন দৌড় ঝাপ দিয়ে শাহবাগ যাই না।
১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:১৪
আরিয়ানা বলেছেন: আশাই তো একজন মানুষকে বাঁচিয়ে রাখে। আপনার ব্যস্ততা নেই ?? আমরা খেটে খাওয়া মানুষ ভাই খাটতে খাটতে জীবন শেষ
সময়ের খুবই টানাটানি
১৮| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:১৭
রোজেল০০৭ বলেছেন: "আমরা নিজের জন্য বাঁচিনা"......হা হা হা আসলেই ভাল করে ভেবে দেখুন ত কথাটা কি ঠিক? কার জন্য কবে কার জীবন থেমে থেকেছে, নাকি থাকবে? আমরা যারা বেঁচে থাকি তারা আসলে কিন্তু সবাই নিজের জন্যই বাঁচি। নিজে বাঁচতে চাই তাই বাঁচি ।
বহমান জীবনের এই এক চিরচারিত রুপ।
ভালো থাকুন।
১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:১০
আরিয়ানা বলেছেন: কেমন আছেন রোজেল? ধন্যবাদ পড়ার জন্য
১৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:৩৪
বাঘ মামা বলেছেন: আপনার জীবন দর্শন পড়লাম।হুম ভালো লাগলো আপনার আত্মবিশ্বাস,আত্মমর্যাদা ও মুল্যবোধ দেখে।এমনি হওয়া উচিৎ এই পৃথিবীতে বাঁচতে হলে।
জীবনের শুরুটা এমন.............
আমি মানুষ,একা একটা মানুষ।মানুষ হিসেবে আমার কিছু দায় আছে,সেগুলোর প্রতি আমার জ্ঞান ও নজর থাকতে হবে।বিনিময় প্রথা আমাকে মেনে নিতে হবে।ভালোবাসার বিনিমিয়ে ভালোবাসা।সহযোগীতা পাবার আশায় সহযোগীতা না করে এখানে শুধুই সহযোগীতাই হোক,এর বিনিময়ে ভালোবাসা পেলে মন্দ নয়।নিজেকে চিনতে চেনাতে অন্যকে মুল্যায়ন।এইভাবে সব কিছু পুরণে প্রত্যয়েই মানুষ হয়ে বেঁচে থাকা।
এরপর যদি কারো কর্তৃক কোন আঘাৎ আসে আমি পাল্টা আঘাৎ করতে পারি,না করে ক্ষমা করে দেয়া অতি মানবীয় গুন হবে।আঘাৎ না করে এড়িয়ে যাওয়া কিংবা স্থান পরিবর্তন আমার অধিকার।
আমাকে একাই পৃথিবী ত্যাগ করতে হবে,শরীরে যে কোন আঘাৎ শুধু আমার মস্তিষ্কেই উপলব্ধি হবে,অন্য কারো নয়।আমার রাত জাগা যন্ত্রণা শুধু আমারি।আমার শূন্যতাও শুধু আমারি।আমাকে ছেড়ে যে যাবে সে যখন পিছু ফিরে দেখবেনা আমার তার পথ চেয়ে যন্ত্রণা নেওয়া বোকামি।
আমার জীবনটাকে আমি আমার মত করেই টানবো,আমার ভালো থাকার অধিকার আমার আছে।ভালোবাসা পেতে আমার সব করার অধিকার আছে।ঘুরে দাড়ানোর দুটো পা আছে,ঘুরে তাকানোর দুটো চোখ।সব কিছু নতুন করে সাজানোর জন্য দুটো হাত।আমি অন্যের বাঁকা চোখ সোজা রাখতে বুকে শূল বিদ্ধ হাটবোনা।আমি ওভাবে বাঁচবোনা।
জীবনতো একটাই।
জীবনের শেষ বলে শুধু একটা শব্দই হোক-মৃত্যু।আর কিছুর শেষ আমি মানিনা।
উপরের কথা গুলো বিক্ষিপ্ত মনের বলে এলোমেলো হয়ে গেলো।
যা বুঝাতে চেয়েছি তা বলা হলো কিনা বুঝতে পারছিনা।
শুভ কামনা সব সময়
১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০২
আরিয়ানা বলেছেন: অনেক দিন পরে দেখলাম বাঘ মামা। কেমন আছেন? আচ্ছা এই "আমি" টা কে?
২০| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:৩১
রাতুল_শাহ বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
"When you want something, all the universe conspires to help you achieve it" - The Alchemist
সহমত
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
আরিয়ানা বলেছেন: কেমন আছেন রাতুল?
২১| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: "When you want something, all the universe conspires to help you achieve it..সুন্দর লিখেছেন।
২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৩
আরিয়ানা বলেছেন: কথাটা আমার না, লেখা আছে The Alchemist বইতে
২২| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:২৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++
সুন্দর লিখেছেন।
০১ লা জুলাই, ২০১৩ ভোর ৫:০০
আরিয়ানা বলেছেন: ধন্যবাদ
২৩| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৫:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
শাহাবাগ আন্দলনের প্রথম দুইহপ্তা আন্দলনের মুল অর্জন টি হয়ে গেছে।
শাহাবাগ ফুরিয়ে যায় নি, যেতে পারে না। কৌশলগত কারনেই আপাতত সমাবেশ বন্ধ রাখা হয়েছে।
এর মানে এইনা যে আমরা ভুলে যাব ফাঁসির দাবির কথা।
আবার উল্টা পাল্টা রায় আসলে আরেকটা শাহবাগ তৈরী হতে ১ ঘন্টার বেশি লাগবে না।
আমার এই লেখাটি কি পড়বেন কষ্টকরে ..
Click This Link
২৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০
চিরতার রস বলেছেন: আপনার আবেগ অনুভূতিগুলি একটু হলেও ধরতে পেরেছি। এদেশে অনুকূল পরিবেশ তৈরি করতে আপনাকে আমাকে সবাইকে আরো অনেক কিছু করতে হবে।
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৯
আরিয়ানা বলেছেন:
২৫| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৯
ভাস্কর চৌধুরী বলেছেন:
২৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকে আমি অনেক দিন থেকেই চিনি জানি। কারণ আমি ৩/৪ বছরেরও বেশী সময় এই ব্লগে ঢুঁ মারি বাট লেখার সাধ হয়েছে ইদানীং তয় কিছু দিন হল একটা একাউন্ট খুলেছি এবং সবে জেনারেল হয়েছি।
সেই জন্য অবশ্যই আমার ব্লগে আপনি ঢুঁ মারবেন। ভুল হয়না যেন!
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৮
আরিয়ানা বলেছেন: ধন্যবাদ
২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৭
অন্ধ দাঁড়কাক বলেছেন: আশা করে যাচ্ছি..দেশ বদলাবে, মানুষগুলো বদলাবে
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৮
আরিয়ানা বলেছেন: নিশ্চই বদলাবে
২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৮
রাতুল_শাহ বলেছেন: আপনার নতুন লেখা কবে লিখবেন আর কবেই বা পোষ্ট করবেন?
১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২২
আরিয়ানা বলেছেন: আমার এখন মরার সময় নাই রে ভাই
২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
চতুষ্কোণ বলেছেন: আমারও মাঝে মাঝে এমনটাই মনে হয়। মাঝে মাঝে হতাশা খুবি জাঁকিয়ে ধরে।
১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২২
আরিয়ানা বলেছেন: নাহ হতাশ হবেন না।
৩০| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৬
ভাস্কর চৌধুরী বলেছেন:
পুরাতন গ্লানি
যত জরা ব্যাধি
নিঃশেষ হউক তারা
নববর্ষে আসি।
-/////শুভ নববর্ষ/////-
৩১| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৩২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি আর লিখছেন না কেন?
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
আরিয়ানা বলেছেন: লিখলাম তো দেখেন নাই?? :প
৩২| ০৮ ই মে, ২০১৪ সকাল ১০:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি তো দেখছি আসলেই মজার মানুষ!
১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৩১
আরিয়ানা বলেছেন: কেন? কিসে সেটা মোন হলো আপনার ?
৩৩| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:০৬
শাখাওয়াৎ বলেছেন: ভাল লেগেছে লেখাটি।
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৭
আরিয়ানা বলেছেন: ধন্যবাদ
৩৪| ০২ রা মে, ২০১৬ রাত ৯:৪২
রাঙা মীয়া বলেছেন: আপনার মত অনেকেই আশাহত হয়েছি স্বার্থান্বেষী গোষ্ঠী ও কতিপয় সুযোগসন্ধানী ব্যাক্তি নিয়েছে ফায়দা । হয়েছে সেলিব্রেটী
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
যোগী বলেছেন:
আমি স্বার্থপরেরমত বাঁচি
আবেগী হয়ে দেশে ফেরার চিন্তা মাথায় রাখা কি কোন ভাবে মঙ্গলজনক? নাকি সেটা বর্তমানের মঙ্গলকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করে?
কনফিউশান থেকে প্রশ্ন করা ।