নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে পাখি আকাশে ওরে আকাশ ছোবার ইচ্ছেয়

আরিয়ানা

আমি লেখক নই, গ্রাফিক ডিজাইনার। লেখালেখির হাত কখনই ছিল না। ১৩/১৪ বছর বয়সে একবার বিচিত্রায় লিখেছিলাম বিচিত্রার প্রতি আমার ভালবাসা নিয়ে। লজ্জায় কাওকে বলা হয়নি। তবে নিজের লেখা নিজেই লুকিয়ে বহুবার পড়ে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম হা হা..............! তারপর আর লেখা হয়নি কোনদিন। এবার দেশে এসে গুটিপোকাগুলোর সাথে আড্ডা দিতে গিয়ে এই বাংলা ব্লগটাকে জানলাম। বেশ মজা লাগলো। তাই ভাবলাম ছুটির কটা দিন এখানে সবার সাথে আড্ডা দিয়ে যাই। ফিরে গেলে জানি এ আড্ডাটা খুব মিস করব।

আরিয়ানা › বিস্তারিত পোস্টঃ

ঢাকা আর আমার কত শত ইচ্ছা!!

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১২

ছোট বেলায় একবার আমার ক্লাস এ Aim in Life রচনা লিখতে বললেন খুব খুব রূপবতী একজন টিচার। আমার সারা জীবনের সবচাইতে রূপবতী টিচার ছিলেন উনি। আমি তখন ক্লাস টু তে পরি। সম্ভবত শহীদ আনওয়ার ক্যান্টনমেন্ট স্কুল। সবাই অনেক মনোযোগ দিয়ে অনেক কিছু হবার কথা লিখল। আমি অনেক ভেবে ভেবে বের করলাম আমি আসলে কি হতে চাই বড় হয়ে। বাস লিখে ফেললাম ........ আমি বড় হয়ে "বড় পাখি" হতে চাই...... আকাশ ছুয়ে ছুয়ে উড়ে বেড়াতে চাই....আমাকে তখন কেউ আর কষ্ট দিতে পারবে না.....আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াতে পারব.......ব্যালকনি থেকে লাফ দিয়ে উড়ে চলে যাব.........।

আরো অনেক কিছুই লিখেছিলাম। আমার রচনাটা টিচার সবাইকে পড়ে শুনিয়েছিলেন ক্লাস এ, আর পরের দিন এসেম্বলি তে পড়ে শুনিয়েছিলে পুরো স্কুল কে. সেদিন উনি আমাকে কোলে নিয়েছিলেন, আমার খুব ঈদ ঈদ মনে হচ্ছিলো......... তার আগে আমাকে অনেক গুলো বছর কেউ কোলে নেই নাই.....খুব খুব রূপবতী একজন টীচার এর কোলে উঠতে বেশ ভালো লাগে কেউ উঠে না থাকলে try করে দেখতে পারেন ...

এখন কেউ কেউ আমাকে "বড় পাখি" বলে ডাকে। এই কাহিনী না জেনেই ডাকে। আমি কিছু বলি নাই কখনো তাদের.... আজ বলছি এই ডাকটাও আমার অনেক প্রিয়, ঠিক তেমনই লাগে যখন দিদিমনি Suronjona Maya আমাকে রাজকন্যা বলে ডাকে.

আমি বড় হয়ে গেলাম একদিন সত্যি সত্যি।.......বড় পাখি হওয়া হলো না তবে অনেক দেশ সত্যিই ঘোরা হলো.... নিজের ডানায় ভর করে না হলেও প্লেনের ডানায় ভর করে অনেকবারই উড়াল দিয়েছি। ব্যালকনি থেকে উড়াল দেবার বদলে এয়ারপোর্ট থেকে।........

ছোটো বেলায় ভেবেছিলাম উড়াল দিয়ে চলে গেলেই আর কেউ কষ্ট দিতে পারেনা। এখন দেখি ঘটনা সত্য না ..... খুব যে একট বোকা বোকা মানুষ বাচ্চা ছিলাম সেটা এখন বুঝি। ছোট বেলায় অনেক কিছুই অনেক অন্য রকম লাগতো। নানা বাড়ির সেই পোর্চের সমানের বাগানটাকে মনে হত তেপান্তরের মাঠ. নানুমনির টমেটো বাগানে মাথার উপর টমেটো ঝুলতে দেখে মনে হত টমেটো জঙ্গলে ঢুকেছি। টমেটো গুলো কে বিশাল বিশাল লালচে জিনিস মনে হত মাথার উপর।

রূপসা নদীতে স্টিমার দেখে মনে হত বিশাল ট্রেনটা পানির মধ্যে ঢুকে যাচ্ছে। বড় হয়ে নানুমনির সাথে একবার দেখা হলে আমি তাকে মনে পুষে রাখা প্রশ্নটা করেই ফেললাম, " নানুমনি রূপসা নদীতে ট্রেন কেমন করে পানিতে ঢুকে যেত? ওখানে কি কোনো আন্ডারগ্রাউন্ড টানেল ছিলো?" নানুমনি আমার কথা শুনে তো হা....."বলেকি এই কন্যা" - ভাবটা এমন............. ছিলামই না হয় আমি একটু বোকা ......কারো তো কিছু যায় আসে নাই কখনো। আমারও আজ আর কিছু যায় আসেনা।

আমি বাড়ি যাচ্ছি এত্ত দিন পরে......বাড়ি ? নাহ বাড়ি না বলি....... বাড়ি বলতে আমার কাছে এখন আমার এই ছোট ঘাসে ঘেরা ঘরটাকে বুঝি আমি, যেখানে বসে বৃষ্টির সময় আমি টিনের চালে রুমঝুম শব্দ শুনি, যেখানে আমি দুপা ছড়িয়ে আকাশে বিশাল চকচকে সদ্য ধুয়ে শুকোতে দেয়া চাঁদ টাকে দেখতে বসি, যার গন্ধে বাড়ি ফিরে আমার মনে হয় - I am home .........।

আমি ঢাকা যাচ্ছি......অবশেষে কত কি প্লান আছে মনে.........জলি'র সাথে বান্দরবান গিয়ে সাঁওতালদের সাথে নাচব, সিলেট গিয়ে দিদিমনির কোলে মাথা রেখে শুবো, শুভোর সাথে আড্ডা দেবো........আমার আরো কতশত ইচ্ছা। সব ইচ্ছা কি পূরণ হয়ে? হোকনা একবার.........অন্তত একবারতো পূরণ হতে পারে একজীবনে ? খুব ইচ্ছা করে সত্যি সত্যি একবারের জন্য হলেও একদিন কিছু জিনিস পেতে ইচ্ছা করি...... অন্তত জীবনে একবার আমার কিছু ইচ্ছা পূরণ হোক। কেউ আমাকে "তিনটে ইচ্ছে করো" বলুক...... আর আমিও আমার সব সাহসের ডানায় ভর করে ঠিক ঠিক তিনটে ইচ্ছে করে ফেলবো.......ঈশ্বর আমাকে বুকে নিয়ে বলবে - তোমার সব ইচ্ছে পূরণ হলো !!

এবার বই মেলা তো থাকবে না আমার চিংড়ির মাথা খাওয়ার কি হবে কে জানে ....... তবু এই আমি ঢাকা যাচ্ছি....... মনের মধ্যে শত শত ইচ্ছেকে বন্দী করে........... ঢাকা আমার ঢাকা

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

রাতমজুর বলেছেন: সাঁওতাল এলাকার ট্রিপের আগে জানায়েন, বৌ আর আমি জুইট্যা যাইতে পারি :)

বড়পাখি একটা কিন্যা ফালান, আর ফ্লাইং কোর্স কৈরা বড়পাখি উড়ান :)

দেশে থাকবেন কয় দিন?

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

আরিয়ানা বলেছেন: জানবো বৌ আসবেন কিন্তু আমাদের সাথে মনে থাকনে যেন ...।।

২| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

রাতুল_শাহ বলেছেন: অনেক দিন পর........

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

আরিয়ানা বলেছেন: হা হা হা নতুন তো নয় :p

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

আজনবী বলেছেন: সবগুলো ইচ্ছেই পূরণ হোক, আর বোকা বোকা মানুষটা সাড়া জীবন এমনিই বোকা বোকা থাকুক।

চিংড়ির মাথা এখনও ঢাকায় কোথাও কোথাও পাওয়া যায়, খোজ নিয়ে জানাবো।

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

আরিয়ানা বলেছেন: পূরণ হোক :)

৪| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

সায়েদা সোহেলী বলেছেন: বাড়ি বলতে আমার কাছে এখন আমার এই ছোট ঘাসে ঘেরা ঘরটাকে বুঝি আমি, যেখানে বসে বৃষ্টির সময় আমি টিনের চালে রুমঝুম শব্দ শুনি, যেখানে আমি দুপা ছড়িয়ে আকাশে বিশাল চকচকে সদ্য ধুয়ে শুকোতে দেয়া চাঁদ টাকে দেখতে বসি, যার গন্ধে বাড়ি ফিরে আমার মনে হয় - I am home .........।

আরিয়ানা কে কি কেউ কখনো বলেছে যে সে খুব সহজে মানুষের হৃদয় এ বসত গড়তে পারে ?? যার চালায় বৃষ্টির রিমঝিম মিষ্টি গুঞ্জন হয় সারা বছর ।

বাড়ি যেতে ইচ্ছে করছে ,দেশের আকাশে উড়তে ইচ্ছে হচ্ছে পাখি হয়ে :(


১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৬

আরিয়ানা বলেছেন: সোহেলী কই আমাকে তো আজো কেউ বোললো না আমি কারো হৃদয় এ বসত গড়েছি :( বললো না কেনো বলুনতো :( ? :প

ভালো থাকবেন কিনতু :)

৫| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২১

ইমতিয়াজ ১৩ বলেছেন: "বড় পাখি" এর উপস্থাপনা সত্যিই খুব সুন্দর।




লেখায় +++++

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

আরিয়ানা বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ :) ভালো থাকবেন

৬| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

অতঃপর জাহিদ বলেছেন: ক্লাস টু তেই রূপবতী বুঝা ভালো আর এখন দেখবেন গুণবতী!

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৮

আরিয়ানা বলেছেন: হা হা হা এখন আর কোনোটাই যে দেখতে ইচ্ছে করে না :প

৭| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৫

নাসরিন চৌধুরী বলেছেন: খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন পোষ্টটি।
ইচ্ছাগুলো পূরণ হোক----সে প্রত্যাশায়

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯

আরিয়ানা বলেছেন: ধন্যবাদ নাসরিন :) হোক ইচ্ছে পূরণ :)

৮| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম!

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

আরিয়ানা বলেছেন: উমমমমমম :)

৯| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬

বোকামানুষ বলেছেন: ভাল লাগলো লিখাটা অন্যরকম

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫২

আরিয়ানা বলেছেন: অন্যরকম !!! ??? তাই?? :) ধন্যবাদ :)

১০| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৫

মনসুর আলী বলেছেন: good apu good

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৪

আরিয়ানা বলেছেন: কি গুড ভাই? :) ধন্যবাদ। ভালো থাকবেন

১১| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৩

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: অনুভূতির প্রকাশগুলো সুন্দর।

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৪

আরিয়ানা বলেছেন: :) ধন্যবাদ :)

১২| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫

সায়েম মুন বলেছেন: ইদানীং আপনার লেখালেখি কমে গেছে। ছবিময় ভ্রমণ পোস্ট মিস করছি। লেখাটা ভাল লেগেছে। মানুষ সত্যি সত্যি পাখি হতে পারলে অনেক মজার হতো। ইচ্ছে গুলো পূরণ হোক আপনার। অনেক শুভকামনা রইলো।

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৫

আরিয়ানা বলেছেন: সায়েম অনেকদিন পর দেখা :) কেমন আছেন?

১৩| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:১১

রাতুল_শাহ বলেছেন: আমি তো প্রায় বলি মানুষ হইয়া জন্ম নিলাম কেন? মানুষ হিসেবে কি পেলাম, দু:খ, কষ্ট, দুশ্চিন্তা...............কেমনে শ্রেষ্ঠ জীব? পাখি হইলে ভালো করতাম।

আপনার পোষ্ট পড়ছিলাম, তারপর মন্তব্য করতে যাবো, হঠাৎ বস এসে হাজির। কি করি, অনেক দিন পর লিখে মন্তব্য প্রকাশ করলাম।

যাইহোক আপনি ব্লগে নতুন পোষ্ট নিয়ে এসেছেন বলে, অনেক ভালো লাগছে।

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৭

আরিয়ানা বলেছেন: রাতুল পড়ার জন্য ধন্যবাদ। আজকাল ঘোরাঘুরি আর বান্দরগিরি করে সময় কাটাই লেখার সময় পাই কেমনে :( ধন্যবাদ রাতুল :)

১৪| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:১২

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: আপনি তো দারুণ মিথ্যেবাদী। ডান পাশের পরিচিতি বা প্রোফাইল অংশে লিখেছেন- "আমি লেখক নই... লেখালেখির হাত আমার কখনওই ছিলো না।" আমি তো দেখতে পাচ্ছি, আপনার লেখালেখির হাত চমৎকার!
শুভ কামনা রইলো...

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯

আরিয়ানা বলেছেন: হা হা হা আমি মিথ্যেবাদি? একে কি লেখা বোলে ? হা হা হা এতো আমার ডায়রি বলা চলে :)

ধন্যবাদ :)

১৫| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৫

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: স্বপ্ন আর অনুভূতির দ্রুপদি আকাঙ্ক্ষা।

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০১

আরিয়ানা বলেছেন: ভাই আমি আত্যন্ত নাদান টাইপের মানুষ। এই দ্রুপদি আকাঙ্ক্ষা জিনিশটা বুঝি নাই :( একটু অনুবাদ করলে ভাল হয় :)

ধন্যবাদ :) ভাল থাকবেন

১৬| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫

ময়নামতি বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম ভাল লাগল।
অনেক সুন্দর উপস্থাপনা, ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন।
ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৯

আরিয়ানা বলেছেন: পড়েছেন যেনে ভাল লাগছে :) ভাল থাকবেন।

১৭| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৬

জাফরুল মবীন বলেছেন: বোন আরিয়ানা আমারতো মনে হয় প্রাপ্তিতে নয় বরং পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকার মধ্যেই সুখ বেশী।কেন জানি মনে হয় প্রাপ্তি যতটা তৃপ্তি দিতে পারে তার চেয়ে অনেক বেশী তৃপ্তিদায়ক প্রাপ্তির অপেক্ষায় স্বপ্ন দেখা।আমাদের অপূর্ণ ইচ্ছেগুলোই আমাদের জীবনের ড্রাইভিং ফোর্স।মৃত্যক্ষণে দেখা যাবে অনেক অপূর্ণতা নিয়েই পরপারে পাড়ি জমাব যেখানে রয়েছে সকল ইচ্ছা পূরণের আরেক হাতছানি।এটা আমার একান্ত ব্যক্তিগত মত।মতান্তর হলে ক্ষমা করবেন।

কামনা করি আপনার ইচ্ছে ভ্রমণ সফল হোক :)

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১

আরিয়ানা বলেছেন: :) আমার কিন্তু প্রাপ্তিতে ভালই লাগে :) ভাল থাকবেন।

১৮| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৪

রাজন আহসান বলেছেন: শুভকামনা রইলো ... ইচ্ছাপূরণের...
সেই সাথে ধন্যবাদ ... অসাধারণ লেখার জন্য...
:)

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩

আরিয়ানা বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৯| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২০

সায়েম মুন বলেছেন: আমি ভাল আছি। আশা রাখি আপনিও ভাল আছেন। শুভকামনা রইলো। :)

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩

আরিয়ানা বলেছেন: :)

২০| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩১

কামরুল হাসান েসাহাগ বলেছেন: হুম! অামারো "বড় পাখি" হতে ইচ্ছা করছে

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩

আরিয়ানা বলেছেন: হয়ে যান :)

২১| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০২

মোতিমহল বলেছেন: ভালো লিখেছেন। শিক্ষিকার কোলে উঠার সৌভাগ্য সবার হয় না।

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৪

আরিয়ানা বলেছেন: তাই নাকি? :) আমি অনেক ভাগ্যবতী

২২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


কেমন আছেন ? অনেক দিন পর...

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৫

আরিয়ানা বলেছেন: ভাল আছি :) আপনি কেমন আছেন?

২৩| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

অতঃপর জাহিদ বলেছেন: কেন রে ভাই এখন কি কোন কিছুতে রূপ খুঁজে পান না।

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০২

আরিয়ানা বলেছেন: রূপ পাই জন্যই তো টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে পাই :)

২৪| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:১০

অন্তরন্তর বলেছেন:

আপনার দেশ ভ্রমন আনন্দময় হউক। লাস্ট যখন গিয়েছিলেন
বাঘ মামার আপনাকে চিংড়ীর মাথা ভাজা খাওয়াবার কথা ছিল।
কিন্তু বাঘ মামা কথা রাখেন নি। এবার আপনার সেই আশা পূর্ণ
হউক।
ভাল থাকুন।

২৫| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৪

মুহিব বলেছেন: কাদালে তুমি মোরে...... গানটা শুনে নিয়েন।

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ছদ্ম নামে নয় যারা পোষ্টে আপনার নাম ব্যবহার করা হয়েছে। যদি আপত্তি থাকে তবে নাম সরিয়ে নিবো। জানাবেন প্লিজ।

২৭| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

রুচি বলেছেন: আমি ও শহীদ আনায়ারা থেকে পাশ করেছি, রূপবতী টিচারের নাম জানতে ইচ্ছা করছে ""

২৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

আমিনুর রহমান বলেছেন:




দেশে এসে আপনার ইচ্ছে গুলো সম্ভবত পুরন হয়েছে। সুরঞ্জনা আপুর সাথে সিলেট, বান্দরবনে কিংবা আড্ডা দেখলাম আপনার ফেবুতে :) তবে একটা দুর্ঘটনাও ঘটেছে দেশে এসেই সেটা দুঃখজনক। যাই হোক সব কিছু মিলে চমৎকার ভালো কিছু হয়েছে আশা করি :)

ভালো থাকবেন।

২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

সাজিদ ঢাকা বলেছেন: আপু কেমন আছেন , ফিরে আসুন আবার ব্লগে , , আপনি কি দেশে না বিদেশে , , কেন জানি মনে হচ্ছে এইবার বই মেলায় আপনার সাথে দেখা হয়ে যাবে , , সম্ভবত ২০১৩ এর মেলায় দেখা হয়েছিল

৩০| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "...তোমার বাস কোথা হে পথিক, দেশে-কি-বিদেশে ............"।

ক্যামন আছেন ?

এবারের বইমেলায় কি আপনি দেশে ছিলেন আরিয়ানা ? আশাকরি সেই হতভাগী আপনি না...........

৩১| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৭

আবদুর রব শরীফ বলেছেন: হাহা আমার এইম ইন লাইফ গল্পকার লেখছিলাম...

৩২| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:৪০

রাজ০০৭ বলেছেন: আরিয়ানা কেমন আছেন ? সবার খবর নিচ্ছি । অনেক দিন যাবত আমি ব্লগে আসিনা .। আপনিও কি আসেন না
না লেখা লেখি বন্ধ করে দিয়েছেন।

৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: প্রায় ২ বছর পর ব্লগে এসে দেখি এখনও আপনি নাই...............

৩৪| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর ঝরঝরে লেখা, পড়ে ভাল লাগলো। + +
আমার তিন বছরের নাতনিটা আমার কোলে ঝাঁপ দিয়ে উঠে অনেকক্ষণ ধরে কাঁধে মাথা গুঁজে থাকে। আর বলে "দাদাকে ভালবাসি"। এতে স্বর্গীয় সুখ অনুভব করি। সে তো আগামী বছর থেকে স্কুলে যাওয়া শুরু করবে। জানিনা, কোন রূপবতী শিক্ষিকার কোলে চড়ে সে দাদার কোলের কথা ভুলে যাবে কিনা। সেও পাখি ভালবাসে, পাখি দেখতে চায়, পাখিদের গল্প শুনতে চায়। আমার কাছে সে নিজেই একটা "ছোট পাখি"।

৩৫| ১১ ই জুন, ২০২০ সকাল ৮:৪৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আরও ৪ বছর পর এসে দেখি এখনও আপনি নেই..............যদিও আমিও ছিলাম না...........ক্যামন আছেন আরিয়ানা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.