![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত!!
তোমার বাসন্তী রূপ,
পূবের উষ্ণ হাওয়া ;
বসন্ত তাই চলে গেল বুঝি,
খুঁজতে তোমার মায়া!
চৈত্র এলেই হয়ে উঠো তুমি,
রাবণের দাবানল!
খেলে গেলে মোর নিয়তির সাথে,
তুমি পারো বটে! আমি শুধু বিহ্বল!
অদ্ভুত তুমি!
অদ্ভুত তোমার মায়ার বাজার দর!
এই বসন্তেও হলো না যে তাই,
মিলল না উত্তর!
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫
আরিয়ান আরাফ বলেছেন: মানে ?
২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১
পূবাল হাওয়া বলেছেন: আমার এক প্রিয় ছোট বাবুর নাম, আরাফ তাই, মনে কিছু নিবেন না। লিখতে গিয়েও থমকে গেলাম কিনা তাই ডট ডট দিয়ে গেছি। ক্ষমা করবেন।
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪২
আরিয়ান আরাফ বলেছেন: আরাফ নামটা আমার কলিজার টুকরোগুলার একটা
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০
পূবাল হাওয়া বলেছেন: আপনার নামটা ......।।