![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি এত কাঁদছ কেন,
ঝড়ছো অঝোর ধাড়ায়,
হাসবে বলে এসেছিলেও,
মুখ লুকালে কোথায়?
কিসের এত দুঃখ তোমার,
কান্না কেন চোখে,
অভিমান কি রাগ বনেছে,
কষ্ট হৃদে মেখে?
অনেক হল এবার থামো,
একটু না হয় হাসো,
আমার চোখে চোখটি রেখে,
রোদের ভেলায় ভাসো!
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৮
আরিয়ান আরাফ বলেছেন:
২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:২২
ভ্রমরের ডানা বলেছেন: দারুন কবিতা! ভাল লেগেছে!
১৩ ই জুলাই, ২০১৬ রাত ২:১৬
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৮
বিজন রয় বলেছেন: বৃষ্টি নিয়ে কবিতা আমার সবসময় ভাললাগে।
এই কবিতায় বৃষ্টি তো আছেই, আরো আছে ভালবাসাবাসি।
সুন্দর।