![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি ভীষণ অসুখে পুড়ে যাচ্ছে চোখ,
পলেস্তার জুড়ে কালোর মেলায় একফোটা জল।
কালোয় মিশে গেছে বলে দেখা যায়না,
দেখা যায়না অসুখও!
পুড়ে যাওয়ার উত্তাপে গন্ধ নেই, নেই কোন ধোঁয়া
অসুখে কেবল চোখ পুড়ে, বুক পুড়ে
রাত শেষে খানিকটা ঘুম, ছটফট
আধখাওয়া সিগারেট নিভে গেছে, থেমে গেছে সব।
হাসিমুখে দিন পার, রাত মানে মাইলের পর মাইল
পেরুলেই মুক্তি, ছেড়ে যাবে এ অসুখ!
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৯ রাত ১:২৫
মাহমুদুর রহমান বলেছেন: আত্মহত্যা মহাপাপ।