নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার দেখা হবে..দূর থেকে কাছে,কাছে থেকে দূরে

এ শহরে আর কোন কিছু খাঁটি নেই...ভেজালে ভরে গেছে সব ।।।

অপেক্ষায়...

দূর আকাশে তাকিয়ে দেখ ভেসে যাওয়া কালো মেঘের মাঝে খুঁজে পাবে আমাকে ।

অপেক্ষায়... › বিস্তারিত পোস্টঃ

মিস করব রফিক ভাইকে

০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৫:২০

আজ মোঃ রফিক বাংলাদেশের হয়ে ১০০উইকেট পাওয়ার গৌরব অর্জন করেন । রফিক ভাইয়ের এ অর্জন দেখে খুব আফসোস করেছি । উনার মত ক্রিকেটারের মর্ম বাংলাদেশ বুঝলো না । আমার সৌভাগ্য যে আমি উনার সাথে এক দুই ঘন্টা কাটিয়েছিলাম । অহংকার একদম নেই । ক্রিকেটকে প্রাণ দিয়ে ভালবাসেন । মাটির মানুষ । অনেক আগে জাতীয় লীগের একটা ম্যাচে থার্ডম্যানে বসে আমি খেলা দেখতেছিলাম । রফিক ভাই থার্ডম্যানে ফিল্ডিং করছিলেন । ঢাকার এক অফ স্পীনার বল করছিল আর মার খাচ্ছিল । রফিক ভাইকে বললাম, ভাই আপনাকে ডাকে না কেন বোলিংয়ে ? রফিক ভাইয়ের জবাব শুনে অবাক হলাম । যে বোলিং করছে তার কথা বললেন । ঐ ছেলেটার ঢাকার হয়ে খেলার কোন যোগ্যতা নেই । তারপরও চান্স পেয়েছে মামার জোড়ে । আমার মামা নেই । ক্রিকেট খেলি পেটের জন্য । এটা না খেললে ছেলেদেরকে পড়াতে পারবো না ।



সেই রফিক ভাইয়ের শেষ টেস্টটা দেখতে স্টেডিয়ামে যেতে পারিনি । তাই সারাদিন বসে ছিলাম টিভির সামনে । অনেক কষ্ট আর ক্ষোভ নিয়ে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন রফিক ভাই । কারো দয়া মায়ায় ক্রিকেট খেলতে চান না রফিক ভাই । স্যালুট রফিক ভাই । আপনাকে অনেক মিস করবো ।

মন্তব্য ১৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৫:২৩

শীমুলতা বলেছেন: স্যালুট রফিক ভাই।+

২| ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৫:২৭

আকাশচুরি বলেছেন: স্যালুট ঘু্র্নির জাদুকর

৩| ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৩

স্করপিয়ন্স বলেছেন:
বুইড়া হয়া গেসে, আর কতো খেলবে?

০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৯

অপেক্ষায়... বলেছেন: অভিজ্ঞতা ক্রিকেটের খুব বড় একটা জিনিস । রফিক ভাইয়ের রিপ্লেসমেন্ট কই ? উনার মতো অলরাউন্ডার আরো এক দুই বছর খেলতে পারতেন । তবে সম্মান নিয়ে বিদায় নিচ্ছেন রফিক ভাই । এটাও অনেক বড় কিছু ।

৪| ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৯

মিরাজ বলেছেন: স্যালুট বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রিকেটারকে ।

৫| ০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

ঠোঁটফাটা ব্লগার বলেছেন: স্যালুট বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রিকেটারকে

৬| ০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

মেহরাব শাহরিয়ার বলেছেন: স্যালুট বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রিকেটারকে ।

৭| ০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: স্যালুট বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রিকেটারকে ।


ক্রিকেট বোর্ড পুরা ফাউল !

৮| ০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০০

শফিউল আলম ইমন বলেছেন: স্যালুট রফিক ভাইকে।
আসলেই মিস করবো।

৯| ০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

স্রোত বলেছেন:
স্যালুট রফিক।
বাঘের বাচ্চা।
কুনো ভেজাল নাই।

১০| ০১ লা মার্চ, ২০০৮ রাত ৮:৪২

অলস বলেছেন: সালাম রফিক ভাই। বসের কপাল খারাপ বাংলাদেশের ব্যাটসম্যাগো লিগা খুব কমি ২য় ইনিংসে বল হাতে পাইসিলো। নাইলে ঐসব ভেট্টরি-মেট্টরি কই যাইতো! বীরের মতই বিদায় নিলেন বস। কারো দয়ামায়ায় উনি খেলতে চাননা।

১১| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:৪৮

অপেক্ষায়... বলেছেন: রফিক ভাইয়ের জন্য খারাপ লাগছে । দ্বিতীয় ইনিংসে বলই করতে পারবেন না মনে হচ্ছে ।

১২| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১১:৪৪

রাশেদ বলেছেন: স্যালুট রফিক ভাইকে।

১৩| ০২ রা মার্চ, ২০০৮ রাত ১২:০৩

ফারহান দাউদ বলেছেন: " বসের কপাল খারাপ বাংলাদেশের ব্যাটসম্যাগো লিগা খুব কমি ২য় ইনিংসে বল হাতে পাইসিলো। নাইলে ঐসব ভেট্টরি-মেট্টরি কই যাইতো! বীরের মতই বিদায় নিলেন বস। কারো দয়ামায়ায় উনি খেলতে চাননা।"
হু রফিক ভাই খেলবো না,উনি বুড়া হয়া গেসে,স্করপিয়নস মাঠে নাইমা খেইলা দিয়া যাইবো আরকি,এই লোকটার সমস্যা কি,বাংলাদেশ নিয়া কথা কইলেই গায়ে জ্বালা ধরে কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.