নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ আরাফাত রুশো

[email protected]

আরিফ আরাফাত রুশো › বিস্তারিত পোস্টঃ

কানাডা নাকি অস্ট্রেলিয়া- কোনটা বেটার??? ভোট.।

২৩ শে মে, ২০১২ রাত ১২:১৪













সারা দুনিয়ায় ধনী দেশের সংখ্যা আছে অনেক, সেই সাথে আছে দরিদ্র দেশ যাদের বিশাল তরুণ জনগোষ্ঠী উন্নত জীবনের আশায় সেই সব উন্নত দেশে পাড়ি দিতে চায়, ইউরোপ,আমেরিকা,অস্ট্রেলিয়া আর এশিয়ার গুটিকয়েক দেশ। তবে যেদেশে যত সুবিধাই থাকুক না কেন, অভিবাসীদের জন্য সবচেয়ে আপন হতে পারে চারটি দেশ- অস্ট্রেলিয়া/নিউজি ল্যান্ড/ কানাডা আর আমেরিকা। কারন সহজ – এই চারটী দেশ গড়েই উঠেছে অভিবাসীদের দিয়ে, এখানে একমাত্র গুটীকয়েক আদিবাসী ছাড়া আর সবাই অভিবাসী। আর পক্ষান্তরে ইউরোপ বা জাপান আমাদের বাংলাদেশের মত প্রাচীন বাসিন্দা দের, অখানে জনসংখ্যার নিম্মহার আর বিপুল শ্রমিকচাহিদার কারনে ওরা বহিরাগতদের গ্রহন করে নিলেও আপন করে নেই নি কখনই। সেটা কে না জানে।



তবে ইউএস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর কানাদার মধ্যে কানাডা আর অস্ট্রেলিয়া হচ্ছে হালের ক্রেজ।কারণ তুলনামুলক ভাবে যাওয়া সহজ, দ্রুত নাগরিকত্ত পাওয়া যায়। তবে কানাডা আর অউস্ট্রেলিয়ার মধ্যে কোনটা বেটার??





আবহাওয়াঃ কানাডা অনেক ঠান্ডা আর বরফ পড়ে, অস্ট্রেলিয়া উষ্ণ আর রোদ্রজ্জল।কানাডার ঠান্ডা আবহাওয়া শরীরের জনয় ভাল,রোগজীবানু বাসা বাধে কম,অদিকে অস্ট্রেলিয়ার উষ্ণতা আর সূর্যালোক পর্যটনের জনইয় দারুন।

নাগরিক সুবিধাঃ কানাডায় মেডিকাল ফ্রি, কিন্তু ট্যাক্স থেকে কেটে রাখে, অস্ট্রেলিয়া ফি দেয়া লাগে।



ইকনমিঃ কানাডার টা বেশী আমেরিকা নির্ভর আর অস্ট্রেলিয়ার টা এশিয়া।

যোগাযোগঃ কানাডা গেলে একটা কথা মনে রাখেতে হবে তিন কি চার বছরে একবার দেশে আস্তে পারবেন। কারন কানাডা বাংলাদেশ থেকে একেবারে অপর প্রান্তে।আর অস্ট্রেলিয়া একেবারে এশিয়ার পাশেই।



পর্যটনঃ অনেকেই মুভি দেখে অস্ট্রেলিয়াকে কানাডার থেকে সুন্দর মনে করেন। কিন্তু মনে রাখবেন কানাডাও কম সুন্দর নয়। অস্ট্রেলিয়ার আসল সৌন্দর্য এর সী বিচ গুলা। কিন্তু কানাডায় আছে অগণিত লেক, নদী আর ফরেস্ট যা খুব ই স্নিগ্ধ আর মনোমুগ্ধকর।

খাবারঃ অস্ট্রেলিয়ায় দাম একটু কম,তবে শোনাকথা, অস্ট্রেলিয়া তে টেস্ট ও বেশী।

নাগরিকত্তঃ আপনি যদি এখন ই ইমিগ্রান্ট হয়ে কানাডা যান, তবে আজ থেকে তিন ইয়ার পর কানাডিয়ান পাসপোর্ট পাবেন।আর অস্ট্রেলিয়া গেলে থাকা লাগবে পাচবছর, তারপর পাবেন পাসপোর্ট।

আরো অনেক কিছুই আছে। এবার আপ্নারাই বলুন কোনটা বেটার।

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১২ রাত ১২:১৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অস্ট্রেলিয়া

২| ২৩ শে মে, ২০১২ রাত ১২:১৮

প্রজন্ম৮৬ বলেছেন: বিরাট কনফিউজিং ব্যাপার স্যাপার। আবহাওয়া একটা বড় ফ্যাক্টর, সেই হিসাবে অস্ট্রেলিয়া কিন্তু সমাজ আরো বড় ফ্যাক্টর, সেই হিসাবে কানাডা!

এমনই হিসাব নিকাশ শেষে যা মনে হয়, কানাডাই ভাল!

৩| ২৩ শে মে, ২০১২ রাত ১২:২১

সাহোশি৬ বলেছেন: "এবার আপ্নারাই বলুন কোনটা বেটার"


বাংলাদেশ। মায়ের হাতের রান্না, বোনের মমতা, আত্মীয়-স্বজন, নিজের ভাষায় কথা বলা, আনন্দ-বেদনা মিলিয়ে জীবণের রঙ বুঝতে চাইলে বাংলাদেশ শুধু বেটার না, বেস্ট। বলতে পারেন এর সাথে অন্য কোন অপশনই যায় না।

২৩ শে মে, ২০১২ রাত ১২:২৬

আরিফ আরাফাত রুশো বলেছেন: প্লিজ ঢং এর কথা বলেন না ধুর( আসলে আপনি কিছুটা ঠিক ই বলছেন।)

৪| ২৩ শে মে, ২০১২ রাত ১২:২২

রিফাত হোসেন বলেছেন: আবহাওয়ার কারনে অস্ট্রেলিয়া আর সমানের কারনে কানাডা একমত প্রজন্ম সাহেবের সাথে কিন্তু...........

কারচুপি করিয়া আমি অস্ট্রেলিয়াকেই জয়ী করিব । ;)

২৩ শে মে, ২০১২ রাত ১২:২৬

আরিফ আরাফাত রুশো বলেছেন: কেন? অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় লাভ হল এটা কাছে

৫| ২৩ শে মে, ২০১২ রাত ১২:২৫

সাঈফ শেরিফ বলেছেন: আন্দাজে না, অভিজ্ঞতা থেকে বলবো। অস্ট্রেলিয়া।

২০১০ থেকে কানাডার ইমিগ্রেশন নিয়মকানুন ভয়াবহ রকমের কড়াকড়ি করার খবরটা এখনও অনেকের কানে পৌছায়নি। ভ্যানকুভার ছাড়া বাকি দেশ প্রায় ৪-৬ মাস বরফে ঢাকা থাকে, যেটা অমানবিক ব্যাপার। ক্যানাডিয়ান ডিগ্রি না থাকলে জাপান থেকে পি এইচ ডি করেও জব পাওয়া কঠিন।

অস্ট্রেলিয়া চাকুরি, ইমিগ্রেশন, ভাল অঙ্কের বৃত্তি দেয়ার ব্যাপারে এখনও অনেক উদার। বর্ণবাদটা চোখে পড়তে পারে, কিন্তু দ্রুত প্রতিষ্ঠা লাভ সম্ভব, অন্তত ক্যানাডার তুলনায়। তবে ইংরেজিটা যথেষ্ঠ ভাল জানতে হবে।আবহাওয়ার সুদিক তো আছেই।

২৩ শে মে, ২০১২ রাত ১২:২৮

আরিফ আরাফাত রুশো বলেছেন: কিন্তু অস্ট্রেলিয়ার সিটিজেন হওয়া এখন অনেক কঠিন

৬| ২৩ শে মে, ২০১২ রাত ১২:২৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অষ্ট্রেলিয়া রেসিষ্ট দেশ! সিডনী শহড়ের বাইরে গেলে বুঝা যায় রেসিজম কি জিনিস! আর ঠান্ডার সাথে খাপ খাইয়ে নিলে কানাডাই বেটার। আর কানাডার নাগরিক হওয়া গেলে আমেরিকায় ভাল জব পেতে ওয়ার্ক পারমিটটা পেতে কিছুটা সহজ হয়। তখন ভাল বেতন মিলে!

২৩ শে মে, ২০১২ রাত ১২:৩০

আরিফ আরাফাত রুশো বলেছেন: ঠিক

৭| ২৩ শে মে, ২০১২ রাত ১২:২৮

সাঈফ শেরিফ বলেছেন: @বাংলাদেশ জিন্দাবাদ, আপনি কীভাবে কানাডার নাগরিক হতে চান/হবার বুদ্ধি দিচ্ছেন?

২৩ শে মে, ২০১২ রাত ১২:৩১

আরিফ আরাফাত রুশো বলেছেন: net ঘাটেন

৮| ২৩ শে মে, ২০১২ রাত ১২:৩০

সাঈফ শেরিফ বলেছেন: @লেখক, অস্ট্রেলিয়ার নাগরিক হওয়া কীভাবে কঠিন? ব্যাখ্যা করেন?

২৩ শে মে, ২০১২ রাত ১:১১

আরিফ আরাফাত রুশো বলেছেন: আই মিন কানাডার তুলনায়

৯| ২৩ শে মে, ২০১২ রাত ১২:৩১

নতুন বলেছেন: হুম দুই দেশেই লাইন লাগামু... যেই খানে হয় সেইখানেই যামু...

২৩ শে মে, ২০১২ রাত ১:১১

আরিফ আরাফাত রুশো বলেছেন: গুড আইডীয়া বাট কেন জানি হয়ে উঠেনা

১০| ২৩ শে মে, ২০১২ রাত ১২:৩২

মনে নাই বলেছেন: অস্ট্রেলিয়াতে মনে হয় বেশরকম রেসিজম আছে, হয়তো নিচের লেভেলগুলাতে বুঝা যায় না, কিন্তু যতদূর শুনেছি অবস্থা খুব একটা সুবিধার না কানাডার সাথে তুলনা করলে।

কানাডাতে আরেকটা সুবিধা আছে: খুন-টুন করে ফেললে ভয় নাই, ফাসি দিবেনা।

২৩ শে মে, ২০১২ রাত ৮:১৪

আরিফ আরাফাত রুশো বলেছেন: ফাসি না দিলেও যে কয় ইয়ার জেলে পুরে রাখবে তাতে আর বের হয়ে বাচা লাগবেনা

১১| ২৩ শে মে, ২০১২ রাত ১২:৩৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: @ সাঈফ শেরিফ, ভাই যাদের শিক্ষাগত ও কর্মদক্ষতা কানাডা ও অষ্ট্রেলিয়া উভয় দেশেই মাইগ্রেট হওয়ার যোগ্য সেই হিসেবে বললাম। যদি এই বিষয়ে কেউ আমাকে জিজ্ঞাসা করে অষ্ট্রেলিয়া/কানাডা কোন দেশে যাবে! আমার উত্তর হবে কানাডা।

১২| ২৩ শে মে, ২০১২ রাত ১২:৩৬

নতুন বলেছেন: hospitality industry এর কামলার জন্য কোন দেশে ভাল হইবো??

(৫ তারা হটেলের কামলা আরকি... )

২৩ শে মে, ২০১২ রাত ৮:১৩

আরিফ আরাফাত রুশো বলেছেন: দুই টাতেই মনে হয়

১৩| ২৩ শে মে, ২০১২ রাত ১২:৪১

সাঈফ শেরিফ বলেছেন: @ বাংলাদেশ জিন্দাবাদ, আপনি ডাক্তার, ডেন্টিস্ট, আর্কিটেক্ট, ফার্মাসিস্ট বিবিধ পেশায় ৪ বছরের কাজের অভিজ্ঞতা না থাকলে ক্যানাডাতে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন না। প্রকৌশলী, কম্পু বিজ্ঞানী, শিক্ষক কোটা ২০১০ থেকে তুলে দেয়া হয়েছে। সেক্ষেত্রে শর্ত হল ক্যানাডাতে ১ বছর পূর্ণ মেয়াদে চাকুরি করতে হবে, যেটার জন্য ক্যানাডিয়ান ডিগ্রি প্রায় আবশ্যক। আর ডেন্টিস্ট/ডাক্তারদের পড়াশোনা বা রেজিস্ট্রেশনের ঝামেলা কেমন হতে পারে তা আর না বলি।

অস্ট্রেলিয়াতে আশা করি এই ভেজাল নেই।

২৩ শে মে, ২০১২ রাত ৮:১৩

আরিফ আরাফাত রুশো বলেছেন: কপাল এ থাকলে ভেজাল কি পারে ঠেকাতে>?

১৪| ২৩ শে মে, ২০১২ রাত ১:১৪

রিফাত হোসেন বলেছেন: লোল । :) চোর বাটপার অস্ট্রেলিয়ানদের বংশধরদের আবার রেসিস্ট ভাব ! =p~ =p~ =p~ =p~

২৩ শে মে, ২০১২ রাত ৮:১২

আরিফ আরাফাত রুশো বলেছেন: কি আর করা?!~! অদের বাপ দাদাদের ডিসকভারি, আমাদের তো না

১৫| ২৩ শে মে, ২০১২ রাত ১:৩০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: @ সাঈফ শেরিফ, ভাই অষ্ট্রেলিয়ার ক্ষেত্রেও মনে হয় ৩ বছরের কর্মঅভিজ্ঞতা লাগে।

২৩ শে মে, ২০১২ রাত ৮:১১

আরিফ আরাফাত রুশো বলেছেন: ঊহ ধুর

১৬| ২৩ শে মে, ২০১২ রাত ২:১৯

ছেড়া পলিথিন বলেছেন: কানাডা

১৭| ২৩ শে মে, ২০১২ রাত ২:৩৬

অবস্‌িকউর বলেছেন: canada

১৮| ২৩ শে মে, ২০১২ সকাল ৭:৫৪

বিডি আইডল বলেছেন: কানাডার ইমিগ্রেশন সিস্টেম মোটামুটি এখন বন্ধ...

অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন এবং জব মার্কেট যত ভালো মনে হয়...ততটা নয়...গতবছর অস্ট্রেলিয়া থেকে উড়ে আসা এক পরিবারের কাছ থেকেই শোনা...তারা টরেন্টোতে স্হায়ী এখন

তবে যদি সুযেগা থাকে কানাডাকে আমি সাজেষ্ট করবো..নর্থ আমেরিকা ইজ নর্থ আমেরিকা

২৩ শে মে, ২০১২ রাত ৮:১১

আরিফ আরাফাত রুশো বলেছেন: আসলেই

১৯| ২৩ শে মে, ২০১২ রাত ৮:১৭

লিন্‌কিন পার্ক বলেছেন: অস্ট্রেলিয়া

২০| ২৩ শে মে, ২০১২ রাত ৮:২১

বাদ দেন বলেছেন: নোয়াখালী লোক কোন দেশে কম?
ওই খানে যামু

২৩ শে মে, ২০১২ রাত ৯:২৮

আরিফ আরাফাত রুশো বলেছেন: নোয়াখলি বিদেশে সবসময় ই বেশি, বিশেষ করে কানাডা আমেরিকা অস্ট্রেলিয়ার মত ভ্ল দেশ গুলাতে

২১| ২৪ শে মে, ২০১২ ভোর ৪:২৭

আবার তোরা মানুষ হও বলেছেন: বিডি আইডল @চটি আইডল বিচি আইডল ব্লক করলি কেন? X(

বাদ দেন @ধরা খাইছেন নাকি হেগো কাছে? ;)

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অস্ট্রেলিয়াই ভালো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আরিফ আরাফাত রুশো বলেছেন: ধন্যবাদ

২৩| ০৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

কাজলভোমোরা বলেছেন: কানাডাতে সবচেয়ে কম শীত কোথায় লাগে, কেউ কি বলতে পারবেন?

২৪| ৩০ শে জুন, ২০২২ সকাল ৮:২৪

তৌফিকঅভি বলেছেন: কানাডা এবং অস্ট্রেলিয়া, কোনোটাই এখন র সহজ না। ইমিগ্রেশন নিয়ন এখন অনেক কঠিন। শুধুমাত্র লিস্টেড অকুপেশনের মানুষরাই পারে আবেদন করতে। এই পরিস্থিতিতে আমার মনে হয় কোনটা ভালো র কোনটা ভালো না তা ভাবার কোনো কারণ নাই। অস্ট্রেলিয়ার কিছু নিয়ম এখানে পাবেন - Skilled Migration to Australia

২৫| ৩০ শে জুন, ২০২২ সকাল ৮:২৬

তৌফিকঅভি বলেছেন: ব্রিটিশ কলোমবিয়া - সব চেয়ে কম ঠান্ডা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.