নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ বুলবুল

সত্য সর্বদাই রাজনৈতিক

আরিফ-বুলবুল

আরিফ বুলবুল

আরিফ-বুলবুল › বিস্তারিত পোস্টঃ

সহজ গান

০৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪২



সেই পথে যেতে হবে

যেতে হবে সেই পথে

যেই পথে জেগে থাকে পথ

যেই পথ জানে সব পথিকের ভাষা

যেই পথে জেগে থাকে পথের পিপাসা।

সেই পথে যেতে হবে



যেতে হবে সেই পথে

যেই পথে জেগে থাকে ভিটা

যেই পথে জেগে থাকে ঘর

প্রাচীন গ্রামের সাথে নবীন নগর

কবির বুকেতে জাগে উড়ানীর চর।

সেই পথে যেতে হবে



যেতে হবে সেই পথে

যে পথে জাগিছে মাতা পাতিয়া আঁচল

জাগিছে প্রেয়সী জাগে প্রেমের কাজল

পূর্ব-পুরুষ জাগে মাটির মায়ায়

পিতার দু’চোখ জাগে বটের ছায়ায়

মমতার রাখী হাতে জাগে ভাইবোন

জাগিছে অচেনা-চেনা বন্ধু-স্বজন।

সেই পথে যেতে হবে



যেতে হবে সেই পথে

যেই পথে জাগে ছেলেবেলা

যেই পথে উড়ু উড়ু মন

যেই পথে কিশোরের ভেলা

যেই পথে জাগিছে স্বপন।

সেই পথে যেতে হবে



যেতে হবে সেই পথে

যেই পথে জাগে নদী, ফসলের মাঠ

জাগে মাঝি খেয়াতরী, জাগে খেয়াঘাট

ভাওয়াইয়া জাগে আর জাগে ভাটিয়ালি

গাজীর গীতের সাথে জাগিছে পাঁচালী।

যেই পথে জাগিছে অচেনা

যেই পথে জাগিছেন সাঁই

যেই পথে দেখি অদেখারে

যেই পথে হাঁটিছে নিমাই।

সেই পথে যেতে হবে



যেতে হবে সেই পথে

যেই পথে নাই ভেদাভেদ

যেই পথ মন-দর্পণ

যেই পথে নাই বেচা-কেনা

যেই পথে জাগিছে লালন।

যেই পথে সুখে-দুখে জাগে মেঠো সুর

বাঁশিতে বাঁশিতে জাগে রাধার নুপূর

জাগে পালা-পার্বণে জীবনের রং

নবান্ন জাগে আর জাগিছে আড়ং।

সেই পথে যেতে হবে



যেতে হবে সেই পথে

যেই পথে জাগে প্রতিবাদ

যেই পথে জাগে প্রতিরোধ

যেই পথে জাগে মেহনতী

জনতার ধূমায়িত ক্রোধ।

যে পথে শ্লোগান জাগে মিছিলে মশালে

কাস্তে হাতুড়ী জাগে চেতনার পালে

রক্ত-শপথে জাগে তার সম্মান

জাগে মহাজীবনের চির-আহবান।



সেই পথে যেতে হবে

সেই পথে যেতে হবে

যেতে হবে সেই পথে

যেই পথে জেগে থাকে পথ

যেই পথ জানে সব পথিকের ভাষা

যেই পথে জেগে থাকে পথের পিপাসা।

সেই পথে যেতে হবে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

সারওয়ার জামান চন্দন বলেছেন: visit >>>>> http://www.chapaisamity.com

২| ০৮ ই জুন, ২০১০ দুপুর ১:১৯

কাঠফুল বলেছেন: পথের মাঝে পথ হারায় .. তবুও খোজেঁ নিতে হবে সেই পথ .. যে পথে জাগে মহা জীবনের চির-আহ্বান ...

ধন্যবাদ কবি। অনেক ভালো লাগা একটি কবিতা। সমাজের প্রতি দায়বদ্ধতা প্রতিটি বাক্যে স্পষ্ট ... +++++++++

১০ ই জুন, ২০১০ বিকাল ৫:২৪

আরিফ-বুলবুল বলেছেন: ধন্যবাদ!

৩| ০৮ ই জুন, ২০১০ দুপুর ১:৪৭

হাফিজুর রহমান মাসুম বলেছেন: চমৎকার লাগল কবি। সমাজ বিচ্ছিন্ন চিন্তার এই কালে এমন সমাজঘনিষ্ট কবিতা আশা জাগায় বটে।

..আমার গানটি পাইনি কিন্তু! কেউ দিতে পারল না। আপনার কাছে কি আছে? থাকলে ইউটিউবে বা অন্য কোথাও আপলোড করে আমাকে একটা লিংক দিলে কৃতজ্ঞ থাকব। সেই ছোটকাল থেকে ক্যাসেটে শুনেছি। ফিতাটি আমার সংগ্রহেও ছিল কয়েক বছর ধরে। কিন্তু কয়েকমাস আগে নষ্ট হয়ে গিয়েছে।

আমার ই-মেইল[email protected]

১০ ই জুন, ২০১০ বিকাল ৫:২৭

আরিফ-বুলবুল বলেছেন:
আমার জিপি লাইন দিয়ে সামুতে ঢুকতে পারছি না। দুএকদিনের মধ্যে পাঠিয়ে দেব। মন্তব্যের জন্য ধন্যবাদ!

৪| ১৩ ই জুন, ২০১০ দুপুর ২:৫৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লেগেছে, কবি।

২৫ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৫

আরিফ-বুলবুল বলেছেন: ধন্যবাদ মোস্তফা কামাল। আপনার ভালোলাগা আমাকে প্রেরণা যোগাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.