নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি......মো: আরিফুর রহমান........

আমি মুসলিম, আমার হাতেই তো থাকবে কোরআন, সুন্নাহ ও জিহাদী বই...

দেখি তো পারি কিনা.....

আমার আগে অনেকেই চলে গেছে...আমি ও যাবো... হয়তো আমার পরে আরো অনেকেই যাবে ..কিন্তু আমরা কতটুকু প্রস্তুত সে যাওয়ার জন্য.....

দেখি তো পারি কিনা..... › বিস্তারিত পোস্টঃ

আমরা অবহেলিত পুরুষ (কিঞ্চিত ১৮ ++)

২৭ শে জুলাই, ২০১১ সকাল ১১:৪৪

ইদানিং পত্রিকার পাতায় কিছু নিউজ কমন হয়ে পড়ছে। পত্রিকা খুললেই চোখে পড়ে ..মোবাইলে মেয়ের নগ্ন ভিডিও প্রকাশ হয়ে পড়ছে.... :P :P এতে মেয়ে টা আত্বহত্যার মতো জগন্য কাজ করতেছে :(( :(( :(( আর না হয় সমাজে লোক লজ্জার ভয়ে গৃহবন্দী হয়ে আছে। আর আমাদের সাংবাদিক ভাইয়েরা এই ধরনের ঘটনা গুলোর সর্ম্পূন দায় ছেলের উপর চাপিয়ে দিয়ে নিউজ প্রচার করতেছে। ওই ঘটনায় নাকি মেয়েটার কোন দোষ ছিল না ছেলেটা মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মোবাইলে ভিডিও টা ধারন করেছে..

আমাদের দেশে মাসাআল্লাহ শিক্ষিতের হার অনেক গুন বৃদ্ধি পাইছে, আর মেয়ে শিক্ষার হার তো যতটুকু আশা করে তার দ্বিগুন। তো এই শিক্ষিত মেয়ে গুলোকে ভুলিয়ে ভালিয়ে যখন একটা ছেলে সেক্স করতে আসে বা প্রেম করতে আসে ওই শিক্ষিত মেয়ে গুলো কি বুঝে না তার এই ভিডিওটা পাবলিক প্লেসে চলে আসতে পারে। নাকি ওরা বুঝে ও না বুঝার ভান করে দেহ সুখ পাওয়ার জন্য। :P :P আর ওরা চিন্তা করতে পারে..আমাদের পক্ষে তো মিড়িয়া আছে, সাংবাদিক আছে, মানবাধিকার কমিঠি আছে।

প্রযুক্তির কল্যানে আমি ও মাঝে মাঝে কিছু এই রকম ভিডিও দেখার দূর্ভাগ্য পেয়েছি। ওই ভিডিও গুলোতে দেখেছি .. মেয়েটা স্বতর্স্ফূত ভাবে ছেলের আহ্ববানে সাড়া দিতাছে, এবং দুইজনের সম্মতিতে তাদের চাহিদা মিটাইতাছে কোন জোর জবরদুস্তি ছাড়া। (অবশ্য বাংলা সিনেমার কথা আলাদা),

যদি একটা ছেলে জোর করে প্রেম নিবেদন করতো তাহলে ধানমন্ডি লেক...জিয়া উধ্যান..বোটানিক্যাল গার্ডেন...সংসদ ভবন এরিয়া ...এইসব জায়গায় শত শত কপোত কপোতী শরীর এর সাথে শরীর লাগিয়ে সারা সন্ধ্যা কাটিয়ে দিতাছে ওই খানে কি সব গুলো মেয়ে কে ছেলেরা ছলছাতুরী করে নিয়ে আসছে নাকি জোর করে নিয়ে আসছে।

তাই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ এই ধরনের কোন ঘটনার নিউজ লিখার আগে একা ছেলেটার দোষ না দিয়ে সত্য ঘটনা টা লিখুন..কারন মেয়েরা ও জানে কোন টা কাঁচকলা আর কোন টা পাকা কলা...

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১১ দুপুর ১২:০৯

জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: মেয়েটা স্বতর্স্ফূত ভাবে ছেলের আহ্ববানে সাড়া দিতাছে, এবং দুইজনের সম্মতিতে তাদের চাহিদা মিটাইতাছে কোন জোর জবরদুস্তি ছাড়া


তাহলে ছেলের একার কেন জেল হবে????????????????????

কয়েকদিন যাবত ভাবতাছিলাম এইটা নিয়া লিখবো।

২৭ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৩২

দেখি তো পারি কিনা..... বলেছেন: লিখেন বস ..আমাদের কে ও সোচ্চার হতে হবে...

২| ২৭ শে জুলাই, ২০১১ দুপুর ১২:১২

রোম্যান্টিক ভালোবাসার গল্প বলেছেন: আপনি দরজা জানালা খোলা রেখে ঘুমাবেন আর চোর এসে চুরি করবে। তাই দোষ টা চোরের হবে এটাই সাভাবিক। :P আবার বুঝে শুনে দরজা জানালা খোলা রেখে ঘুমানোটাও বোকামী।

২৫ শে জুলাই, ২০১২ রাত ১১:৩১

দেখি তো পারি কিনা..... বলেছেন: সুন্দর বলছেন।

৩| ২৭ শে জুলাই, ২০১১ দুপুর ১২:২৯

ভাবসাধক বলেছেন: আমাদের দেশে মাসাআল্লাহ শিক্ষিতের হার অনেক গুন বৃদ্ধি পাইছে, আর মেয়ে শিক্ষার হার তো যতটুকু আশা করে তার দ্বিগুন। তো এই শিক্ষিত মেয়ে গুলোকে ভুলিয়ে ভালিয়ে যখন একটা ছেলে সেক্স করতে আসে বা প্রেম করতে আসে ওই শিক্ষিত মেয়ে গুলো কি বুঝে না তার এই ভিডিওটা পাবলিক প্লেসে চলে আসতে পারে। নাকি ওরা বুঝে ও না বুঝার ভান করে দেহ সুখ পাওয়ার জন্য। আর ওরা চিন্তা করতে পারে..আমাদের পক্ষে তো মিড়িয়া আছে, সাংবাদিক আছে, মানবাধিকার কমিঠি আছে।

ঠিক ! ঠিক ! ঠিক !

২৭ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৩৮

দেখি তো পারি কিনা..... বলেছেন: আরো জোরে...ঠি....ক....ঠি...ক..... !:#P !:#P

৪| ২৭ শে জুলাই, ২০১১ দুপুর ১:৩৩

রাখালছেলে বলেছেন: কথা সত্য। তবে পক্ষের বিপক্ষের সত্য হচ্ছে , মেয়েরা বিশ্বাস করে ঠকতে রাজি আছে । B:-) B:-) B:-) B:-) B:-) যেমন প্রভা। ঐ মেয়ে কি জানত তার ভিডিওটা এই রকম ভাবে পাবলিকলি শো হবে। মনে হয় বুঝতে পারে নাই ।

অন্য রকম ব্যাপার হল অরুন চৌধরীর টা । ব্যাপারটা এক তরফা না দুই তরফা । মেয়েটার কিছু চাওয়া পাওয়া ছিল আর অরুন তো আগের থেকেই লুইচ্চা । এই ব্যাপারে আপনি আমি কেউই শুধু একপক্ষকে দোষ দিতে পারি না । দুই পক্ষই দোষী।
আপনারা সাথে আমি সহমত পোষন করছি । এই ধরনের পোষ্ট আরও আসা উচিত ।

২৭ শে জুলাই, ২০১১ দুপুর ১:৫৫

দেখি তো পারি কিনা..... বলেছেন: বস আপনার সাথে আমি ও এক মত। এখন তথ্য প্রযুক্তির যুগ এটা আমি আপনি এবং মেয়েরা ও জানে। কিছু ছেলেরা মেয়েদের সরলতার সুযোগ নেয়, কিন্তু আমার কথা হলো ছেলে মেয়ে প্রেম করবে ভালো কথা যখন একটা ছেলে প্রেম করার এক পর্যয়ে মেয়ের সাথে সেক্স করতে চায় তখনই মেয়ে টার বুঝা উচিত ..তাকে অনেক এর্লাট হতে হবে ওই ছেলে টা সর্ম্পকে....কিন্তু তারা তা না করে কিছু সময় সুখের আশায় ছেলের আহ্ববানে সাড়া দেয়, আবার তা ভিডিও করে রাখে....পরে যখন কোন কারনে সর্ম্পক টা ব্রেক আপ হয়ে যায় বা অন্য কোন কারনে ভিডিও টা প্রকাশ পেয়ে যায় তখন সব দোষ এসে পড়ে ছেলের উপর, মেয়েটার কোন দোষ থাকে না ....এটা হবে কেন..
আরে বাবা সেক্স করবি তো বিয়ে করে কর, বিয়ের আগে প্রেম করে যে ছেলেটা সেক্স এর কথা বলে তাকে জুতা দিয়ে পিটা তাতে কোন আপসোস নাই..কিন্তু সেক্স করবা পরে ছেলের একার দোষ দিবা তা তো হতে পারে না...

৫| ২৭ শে জুলাই, ২০১১ দুপুর ১:৪১

কান্না হাসি বলেছেন: রাজিব, অরুন চৌধুরীর মূরিদ

২৭ শে জুলাই, ২০১১ দুপুর ১:৫৭

দেখি তো পারি কিনা..... বলেছেন: ভাইরে বাজে কথা বলে মেজাজ খারাপ কইরেন না.... X( X( X(

৬| ২৭ শে জুলাই, ২০১১ দুপুর ১:৫০

েছাট বালক বলেছেন: জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: মেয়েটা স্বতর্স্ফূত ভাবে ছেলের আহ্ববানে সাড়া দিতাছে, এবং দুইজনের সম্মতিতে তাদের চাহিদা মিটাইতাছে কোন জোর জবরদুস্তি ছাড়া


তাহলে ছেলের একার কেন জেল হবে????????????????????

কয়েকদিন যাবত ভাবতাছিলাম এইটা নিয়া লিখবো।

২৭ শে জুলাই, ২০১১ দুপুর ১:৫৯

দেখি তো পারি কিনা..... বলেছেন: লিখেন বস....

৭| ২৭ শে জুলাই, ২০১১ দুপুর ২:০৫

জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: কান্না হাসি বলেছেন: রাজিব, অরুন চৌধুরীর মূরিদ ।

মুরিদ না বস, বাস্তবতাই আসেন। সব সময় কি ছেলেরা ফুসলি্যে সেক্স করে।আমি ওনেক কেস শুনছি মেয়ের ইচ্ছাতে ছেলে সেক্স করতে বাধ্য হইছে।

সম্প্রতি আমার এক ফ্রেন্ড মেয়ের জুরাজুরিতে তাকে বিয়ে করতে বাধ্য হইছে, কারন ও হুজুর টাইপের মানুষ, বিয়ে না করে কিছু করবে না।

আচ্ছা, আমাদের আইন কি বলে? আইনগ্গ কেউ কি আছেন?

৮| ২৭ শে জুলাই, ২০১১ দুপুর ২:৩০

দেখি তো পারি কিনা..... বলেছেন: ভাই কিছু মানুষ আছে ওরা সবসময় নেগেটিভ....অন্যের ভালো কিছুর উপর উনারা খারাপ কিছু বোলবেই....

৯| ২৮ শে জুলাই, ২০১১ রাত ১:৫৬

অরিত্রো বলেছেন: একখান সুশীল আইছিল পোস্টে মনে কয়। ল্যাদাও বিসর্জন করছে দেখতে পাচ্ছি

২৫ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৪

দেখি তো পারি কিনা..... বলেছেন: ভয় পাইলেন নাকি।

১০| ২৮ শে জুলাই, ২০১১ রাত ২:১৮

মিজভী বাপ্পা বলেছেন: সব কথার এক কথা এক হাতে তালি বাজে না।

২৮ শে জুলাই, ২০১১ সকাল ১০:৩০

দেখি তো পারি কিনা..... বলেছেন: সহমত..

১১| ২৮ শে জুলাই, ২০১১ বিকাল ৪:০১

সািকল খান বলেছেন: হাতে গোনা জোরপূর্বক কিছু বাদ দিলে বেশীর ভাগ মেয়েইতো ইচ্ছায় সেক্স করে আর খুব মজা লুটে।
ফুটেজ আসলেই সমস্যা আমাদের পুরুষজাতির

২৮ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৮

দেখি তো পারি কিনা..... বলেছেন: ঠিক বলছেন বস... মজা লুটে ২ জনে কিন্তু দোষ হয় আমাদের..

১২| ২৮ শে জুলাই, ২০১১ বিকাল ৪:১৬

হাওড়ার যোগী বলেছেন:
আপনার সাথে একমত। আমারও এ জাতীয় যতগুলো ভিডিও দেখার দুর্ভাগ্য হয়েছে সব গুলোতেই দেখিছি সবাই স্বতস্ফুর্ত এবং সাবলিল। প্রেস করা খারাপ বলি না কিন্তি প্রেম করলেই যে সেক্স করতে হবে এবং তা আবার ক্যামেরায় ধরে রাখতে হবে....................কোনটা জোড় করে আর কোনটা স্বেচ্ছায় দেখলেই বুঝা যায়..............অতএব দোষ হলে দুজনার হতে হবে

২৮ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৯

দেখি তো পারি কিনা..... বলেছেন: সহমত....

১৩| ২৮ শে জুলাই, ২০১১ বিকাল ৪:২৯

নদ বলেছেন: মিডিয়া সবসময় ভাবে কোনটাতে ওদের লাভ । কোনটাতে পাবলিক বেশি পেপার খাবে । এটা মোটেও উচিত নয় ।

২৮ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২০

দেখি তো পারি কিনা..... বলেছেন: এটা একদম খাঁটি কথা বলছেন...

১৪| ২৮ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৩৪

রাজুরনি বলেছেন: ভাই একটু অন্য কথা বলি সামুতে লিঙ্ক কিভাবে করেন।

২৮ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৭

দেখি তো পারি কিনা..... বলেছেন: আপনার ব্লগে লিখার অপশনে গিয়ে উপরের দিকে কিছু অপশন আছে যেমন...বি..আই..ইউ...এই লাইন টার মধ্যে লিংক এর অপশন আছে..

১৫| ২৮ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৩৮

নীলতারা বলেছেন: যেই দেশের প্রধানমন্ত্রীর নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, স্বররাষ্ট্রমন্ত্রী নারী- সে দেশে পুরুষদের জন্মই তো অপরাধ! আপনি আইছেন আবার অপরাধ কইরা সেইটার ছাফাই গাইতে... আপনেরে মাইনাস।

পোষ্টে প্লাস!

২৮ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৯

দেখি তো পারি কিনা..... বলেছেন: :( :( :( :(( :(( :(( :(( =p~ =p~ =p~ =p~ =p~

১৬| ২৫ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৬

তামিম ইবনে আমান বলেছেন: ১০০% সহমত জানালাম ।

আপনি CSE কোন ইয়ার? ;)

২৬ শে জুলাই, ২০১২ বিকাল ৪:১০

দেখি তো পারি কিনা..... বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমি CSE লাষ্ট সেমিষ্টারে আছি।
ভাইড়ি কি কম্পু নিয়ে পড়াশুনা করেন নাকি ?? আর বুঝলেন কেম্তে আমি সি.এস,ই তে পড়ি...??

১৭| ২৬ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৪৭

মুদ্‌দাকির বলেছেন: আংশিক, প্রবল ভাবে একমত

২৬ শে জুলাই, ২০১২ রাত ১০:০৪

দেখি তো পারি কিনা..... বলেছেন: মুদদাকির ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.