নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দর্শন সবকিছুতেই

আরিফুর রহমান (জয়)

আরিফুর রহমান (জয়) › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর চিন্তা (১)

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৯

প্রতিটা মোবাইল বিক্রেতা কোম্পানি তাদের নতুন ফিচার সম্পূর্ণ মোবাইলগুলো বাজারকৃত করার আগে বেশ কিছু সময় নিয়ে ভালো করে পণ্যটির মান যাচাই বাচাই করে থাকে। সহজ কথাটাকে আরেকটু সহজ করি। ধরি, "নামনাই" নামের একটা স্মার্টফোন নির্মান কোম্পানি চাচ্ছে নতুন কিছু ফিচার সহ "নামনাই ৯০০" নামের একটা স্মার্টফোন বাজারে ছাড়বে । তারা কিন্তু পণ্যটি তৈরি করেই বাজারজাত করবে নাহ। প্রথমে তারা কিছু সংখ্যক লোককে ফোনটি ব্যবহারের জন্যে দিবে, তাদের ব্যবহারের প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তীতে কোন ভুলত্রুটি থাকলে সেটা সংশোধন করেই বাজারে পাঠাবে ।
মুদ্দাকথা হলোঃ পণ্যটি যে বা যারা তৈরি করেছেন তারা একটু পরীক্ষা করে দেখে নেন সেটি মানুষ কতটা কমফোর্ট ভাবে ব্যাবহার করে।

এইবার আসি ধর্মচিন্তায়;

অনেকেই বলে শুনি "পৃথিবীতে আমরা পরীক্ষা দিচ্ছি" । কথাটা শুনলেই কেনো জেনো মনে হয় নাহ ব্যাপারটা এমন নাহ। ব্যাপারটা হয়তো হবে "ঈশ্বর আমাদের পরীক্ষা করছেন" । পরীক্ষা করছেন ঐ নির্মান কোম্পানির প্রতিষ্ঠাতা হয়ে। তার সৃষ্টি মানুষকে সময়ের কাছে পরীক্ষা করার জন্যে পাঠিয়েছেন । পরীক্ষা নিরীক্ষা করে সেও মানুষকে বাজারজাত করবে, তার বাজার হয়তো সেইকাল ।

তবে স্মার্টফোনের প্রতিষ্ঠাতা আর মানুষের প্রতিষ্ঠাতার মধ্যে একটা অমিল আছে।
স্মার্টফোনের প্রতিষ্ঠাতা তার পণ্যটির ভুলত্রুটির জন্য পন্যটিকে চুরমার করে ভেঙ্গে ফেলে নাহ; মানুষের প্রতিষ্ঠাতা চুরমার করার প্রতিজ্ঞাবদ্ব।


ক্ষমা করবেন, আমি শুধুই আমার অনুভূতির কথা শেয়ার করলাম :-)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.