নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাংচীল

রংধনু সাদাকালো

রংধনু সাদাকালো › বিস্তারিত পোস্টঃ

একজন গৌধুলীর গল্প ?????!!!!!

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৭

একা একা নদীর পাড়ে বসে আছি। চারপাশটা সম্পূর্ন নিঃশব্দ। মাঝে মাঝে নৌকার রেখে যাওয়া ঢেউ মর্মড় শব্দে তীড়ে আছড়ে পড়ছে। শেষ বিকেলের সুর্যটা রক্তাক্ত লাল হয়ে বিদায়ের অপেক্ষায় আছে। গৌধূলী মনে হয় দিনের শেষ সৌন্দর্য।অনেকটা সময় পিছনে ফেলে এসেছি।জীবনের এই মধ্য দুপূড়ে এসে মেন হচ্ছে কি যেন নেই।জীবনে হারিয়েছে কতো তার হিসেব কষিনি কখনও। আজি এ বসন্তে চাওয়া পাওয়ার হিসেব কষে মর্মাহত আমি। সময়ের প্রবাহে আমি একা, আমার খোঁজ করেনি কেউ। তারপরেও বেঁচে আছি ইতিহাসের ধারায়। আমি আছি, থাকবো, মরণ নাই যে আমার। আমি সকলের নয় একজনের এ কথাটি বুঝাতে পারিনি তাকে।সময় আমাদের অনেক কিছু দেয় কিন্ত বিনিময়ে সমপরিমান কেড়ে নেয়। দেনাপাওনার হিসেবটা মনে হয় কখনো মেলে না।বিবর্তনের ধারায় হয়ত সবকিছুই বিবর্তিত।মাঝে মাঝে নিজের মধ্যে নিজেকে খুঁজে পাই না। কোথায় হাড়াই তা ও জানি না। এ যেন শুন্যের পথে অবিরাম ছুটে চলা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: বানানের দিকে লক্ষ রাখবেন

২| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

রংধনু সাদাকালো বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.