নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাংচীল

রংধনু সাদাকালো

রংধনু সাদাকালো › বিস্তারিত পোস্টঃ

একটা ভেজাল ঔষধ ও কিছু আজাইরা প্যাচাল.......

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০১

কানে হেডফোন লাগিয়ে ভন জভির “It’s my life” গানটা শুনছি ।নিজেকে গানের মিউজিক ভিডিওর ছেলেটার মত মনে হচ্ছে যদিও গার্লফ্রেন্ড ফোন করে কিছু বলে নি ।কিছুর প্রতিক্ষায় তিব্র গতীতে ছুটে যাচ্ছি। কানের মধ্যে যেন মেটালিকা ব্যান্ড এর কনসার্ট চলছে ।হঠাৎ কেউ একজন ধাক্কা দিল । পিছন ফিরে দেখি স্কুর ফেরত একটা ছেলে । কিছু বলতে গিয়েও আটকে গেলাম। ছুটির আনন্দটা মনে হয় এমন বাধন হারাই হয় ।জীবনের গতি মনে হয় আলোর গতীর চাইতেও বেশি । একসময় আমিও স্কুল ছুটির পর এভাবে দৌড় দিতাম ।লাঠিম, ঘুড়ী,কাগজের নৌকা, শুপারী গাছের খোল, রোবোকপ এর পুতুল,ট্রেন, স্পইডারম্যান এর রেপ্লিকা আরো হাজারো দুষ্টোমি গুলি ঘড়ের এক কোনে মৃতের মত পরে থাকত আমার প্রতিক্ষায় ।স্কুল থেকে বিদায় নিয়েছি সেই সু-প্রাচীন কালে । কলেজ জীবনের সোনালী দিনগুলি সাদাকালো ফ্রেমে ডায়রীর পাতায় বন্দি হয়ে গেছে ।বিশ্ববিদ্যালয় জীবনের ক্যাম্পাসের অসমাপ্ত হিজিবিজি আড্ডা,অপরিনিত প্রেম, আর পাগলামিগুলী কনভেকেশান অনুষ্ঠানে গ্রাজুয়েশান ক্যাপ এর সাথে নীল আকাশে উড়িয়ে দিয়েছি । মহাকর্ষ শক্তির বলে ক্যাপটা হয়ত ফিরে এসেছিল কিন্তু আর কিছুই ফিরে আসে নি । শৈশবের দুরন্তপনা,কৈশোরের চাপা আবেগ, যৌবনের প্রথম ভালোলাগা, ভালোলাগা থেকে ভালোবাসা , কাউকে দেখার অপেক্ষায় রাস্তার মোড়ে বসে থাকা, বর্ষায় জানালার পাশে বসে হেমন্ত মুখোপাধ্যায় এর গানের সুর, কিছুই ফিরে আসে নি ।হারিয়ে যাওয়া মানুষগুলো ও উচু টিবি হয়ে পরে আছে কোন এক নির্জন জঙ্গলে । দিন দিন শেষ চিহ্ন গুলিও নিঃশেষিত হয়ে যাচ্ছে । প্রার্থনা করতে গেলে কারো সমাধী খুজে পাই না
ইদানিং ঘুমের ট্যাবলেটেও ভেজাল.. ঘুম আসতে চায় না তাই আজাইরা প্যাচাল পারলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.