নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাংচীল

রংধনু সাদাকালো

রংধনু সাদাকালো › বিস্তারিত পোস্টঃ

বড় দিনের ছোট আবেগ

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮

শুভ বড় দিন । যদিও সান্তাক্লস এসে ইনভাইট করে নাই তার পরেও চলে আসলাম সেইন্ট পলস্ চার্চে । অনন্য সুন্দর আলোক সজ্জার সাথে মেরীর মায়াভরা মুখখানি দেখতে ভালোই লাগছিল । চারদিকে সুনসান নিরবতা। খ্রিস্চান রা মনে হয় সভ্যতার সবচাইতে সভ্য জাতী । জিশুর প্রতিকৃতির সামনে দাড়িয়ে নিরবতা পালন করলাম । নিজেকে খ্রিস্চান মনে হচ্ছিল । বের হওয়ার সময় একজন সুন্দরী মেরীর সাথে ব্যপক ধাক্কা খেলাম। ভাবলাম ফালতু ছেলে ভেবে শাষনভরা চোখে তাকিয়ে Are u blind..... or stupid বলবে । কিন্তু না...... একটা লজ্জিত হাসি দিয়ে চলে গেল। আজকে মনে হয় খ্রিস্চানদের না রাগার দিন যদিও ভুলটা বালিকারই ছিল । পৃথিবীর সব মহামানবকে পাঠানো হয়েছিল মানব সভ্যতার উন্নতি ও সুখের জন্য । তাদের ত্যাগের কারনেই আমরা আজ মানুষ । পৃথিবীর সব ধর্মই রচিত হয়েছে মানব জীবনের সুখের জন্য । মানুষ হয়ে জন্ম নিয়েও মানুষ হওয়ার জন্য জীবনের বেশি অর্ধেক ব্যয় করতে হয় । বিষয় টা অনেক মজার ।
মানুষকে ভালোবাসলেই সৃষ্টিকর্তাকে ভালোবাসা হয় কারন মানুষের মধ্যেই সৃষ্টিকর্তার বসবাস---- জিশু

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.