![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভলোবাসা যদি রাজপ্রসাদ ছেড়ে না আনে কুঞ্জবনে।
চোখে চোখ ছুঁয়ে না হারায় যদি ' অাবেগি অতল মনে।
যদি নাইবা আনে রিক্ত হাতে শূন্য মন্ত্র মালা।
নাইবা জাগায় বিরহী দ্রোহে, তীব্র অনল জ্বালা।
ভেঙে দেয় সব স্বপনের খেলা' গেঁথে করে একাকার।
প্রিয়ার চোখে চোখ রেখে 'জীবনে করে পার।
ভালোবাসা যদি নাইবা আনে ' ভিক্তোরে পথ তরে।
শূন্য জেনেও অনল অধরে ' লুকোয় চোখের ঘরে।
হৃদ খেলায় দেউলিয়া হয় 'ছাড়ে ভব সংসার।
কলঙ্ক, আর বিরহ জ্বেলে, করে দেয় মনিহার।
তব তার মন্দিরে প্রদীপ জ্বেলে,যপে পুষ্প অর্ঘ্য।
বিরহী দ্রোহে পোড়া অনলেও, ভাবায় তৃপ্ত স্বর্গ।
ভালোবাসা যদি নাইবা হারায় জাতি, কুল, বর্ণ।
হাজার ধনের অঢেল সাঁজে' প্রিয়া ই তার স্বর্ণ।
বাহির জুড়ে খুঁজেনা তব, ভেতরেই বসত।
মনের মাঝে মন এনে, পায় সে চলার রসদ।
সব হারিয়ে তার কাকনে, লুকোয় জীবন ভোর।
বুকের পাজবে জমাট দেহে, বাঁধে বাহুডোর।
ভালোবাসা যদি সব থেকে ' শূন্যতায় বাঁধে ঘর।
প্রিয়ার হাতের কোমল ছোঁয়ায় ধরনী কে করে পর।
রাত দিন মিশে একাকার হয়ে,অনল তেজ্বে জ্বলে।
প্রতিক্ষা তার হয় না ভোর, প্রিয়াকে ভাবার ছলে।
ওম কাঁথা ছুড়ে ফেলে, শীত কে করে বরণ।
আলোর ধারাকে তুচ্ছ ভেবে, আপন ভাবে মরণ।
©somewhere in net ltd.