নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাংচীল

রংধনু সাদাকালো

রংধনু সাদাকালো › বিস্তারিত পোস্টঃ

মাইয়া আমার, পাটখেত আমার, জরিমানা ও আমার ( গ্রাম্য প্রবাদ)

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪১

বিখ্যাত ফোর্ড কোম্পানীর মালিক বলেছিলেন, পাবলিক যদি অর্থনিতী বুঝতো তাহলে আগামীকাল সকালেই গৃহযুদ্ধ শুরু হয়ে যেত । কথাটা চীরন্তন সত্যি । যে দেশের 50 শতাংশ লোক মুর্খ ও বাকি 25 শতাংশ লোক গ্রাজুয়েট মুর্খ সেখানে অর্থনিতীর সুত্র বোঝানো টা বোকামি ।
স্বাধীনতার পরবর্তি 45 বছরে দেশ থেকে প্রায় 255 লাখ কোটি টাকা আত্মসাত হয়েছে...এই টাকাগুলি সরকারের বা অর্থ মন্তীর বাপের না, এগুলি রহিমার মতো গার্মেন্টস শ্রমিকের, করিমের মতো সারাদিন চায়ের কাপে চামুচ নারানো চা-ওয়ালার টাকা বা কাশেম এর মতো রদে পোড়া কালো চামরার কৃষকের । আমাদের হাগা থেকে শুরু করে কবরের কাফনের কাপরের উপর ও ট্যাক্স দিতে হয় । অথচ আমরাই ধুকতে ধুততে মরি । আমার টাকায় মন্ত্রীর প্রাডো গাড়ী চলে আর আমার এক কেজি লবনের টাকা জোগার করতে কষ্ট হয় ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার টাকায় মন্ত্রীর প্রাডো গাড়ী চলে আর আমার এক কেজি লবনের টাকা জোগার করতে কষ্ট হয় ।

বিপ্লবীর লাল পতাকায়ও আজ স্বার্থ ক্ষমতা আর লোভের লাল!

ফলে জ্যামিতিক হারে বাড়ে প্রাডো..... কমে ক্রয়ক্ষমতা!!

সুশীল কথায় প্রতিবাদ নয়- চাই যুদ্ধ! প্রকৃত মুক্তির যুদ্ধ!

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

রংধনু সাদাকালো বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

গেম চেঞ্জার বলেছেন: বাস্তবতার সাথে যোজন তফাৎ এইসব অনুভুতি।

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

রংধনু সাদাকালো বলেছেন: বাস্তবতা বলতে কিছু নাই, যা হয় তাই ব্স্তবতা......... অনুভূতী বাস্তবতার পরিচালক.... ধন্যবাদ

৩| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

রাজু বলেছেন: ইয়াম্মা!! ইয়াম প্রসেভাল!! আপনে এইড়া কি কন, হামরা আগামী আরো ৪০ বছরের মধ্যে পৃথিবীর উন্নত রাষ্ট্র হিসাবে পরিচয় লাভ করবো... জয় বাংলা স্লোগান হপে!!

৪| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১

বিজন রয় বলেছেন: এই জন্য ধনতন্ত্র বাদ দিতে হবে। সমাজতন্ত্র আনতে হবে।

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

রংধনু সাদাকালো বলেছেন: কোন তন্ত্রেই কাজ হপে না......সবই গরিবরে পুটকিমারার ধান্দা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.