![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানের একটি ছেলে। আমার নিজেকে ঘিরেই এখন আমার জীবন। আমার চাওয়া-পাওয়ার হিসাবটা একটু অন্যরকম। জীবনে অনেক চাওয়ার স্বাদ থাকলেও পাওয়ার স্বাদটা তেমন উপভোগ করতে পারলাম না। তবে এখন ভাল আছি, বেচে আছি, এটাই সবচেয়ে বড় কথা।
আজ হতে ১৬ বছর আগে এই দিনে বেলা ২.৩০ এ আমার মা আমাদেরকে, আমারদের সবাইকে এবং এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। আমরা তাকে ধরে রাখতে পারি নাই। এমনকি তার কোন চিকিৎসাও করতে পারি নাই। তার চিকিৎসা করার মত অবস্থাও আমাদের ছিলনা। সারা রাত তিনি ব্যথায়, যন্ত্রনায় অস্থির হয়েছিলেন। তাকে আমরা হাসপাতালে নিতে পারিনি। আমার নানা বাড়ী, তথা আমার মা তার বাবার বাড়ীতে তার বাবা-মা তথা আমার নানা-নানীর চোখের সামনেই মৃত্যু বরন করে।
তবে যাহাই হোক, এখন আমরা অনেক ভাল আছি, সেই সাথে আমার মায়ের রুহের মাগফিরাত কামনা করছি। আমার মা খুবই ধার্মিক ছিলেন। অনেক অসুস্থতার মাঝেও তিনি আল্লাহর ইবাদত করেছেন।
আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে বেহেস্ত নসিব করেন।
০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:১৯
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: ধন্যবাদ। তার জন্য দোয়া করবেন। আল্লাহ কার উদ্দেশ্যে কাকে ক্ষমা করে দিবেন, কার হাতকে আল্লাহ পছন্দ করবেন তাতো বলতে পারি না। তাই সবাই দোয়া করবেন।
০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২০
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: ধন্যবাদ। তার জন্য দোয়া করবেন। আল্লাহ কার উদ্দেশ্যে কাকে ক্ষমা করে দিবেন, কার হাতকে আল্লাহ পছন্দ করবেন তাতো বলতে পারি না। তাই সবাই দোয়া করবেন।
২| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ৯:১৮
শআজহার বলেছেন: ভাই বেশীর ভাগ ক্ষেত্রেই ভাল মানুষরা এ দুনিয়াতে কষ্ট করে। দোয়া করি আপনের আম্মাকে মহান আল্লহ্ উত্তম বদলা দান করুক।আমিন।
০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২০
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: আমিন।
৩| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ৯:১৯
মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: উনার কি অসুখ হয়েছিলো? আর কেন চিকিতসা করাতে পারেন নি? সবাইকেই চলে যেতে হবে, তবে অকাল প্রয়ান সত্যই মর্মান্তিক।
আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আপনার মা কে বেহেস্তে নসিব করেন।
০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২১
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: আমার মা এপেন্ডিসাইড এ মারা গেছেন। কিন্তু তখন চিকিৎসা ব্যবস্থা এত ভাল ছিলনা। আর হাসপাতালে নেয়াও সম্ভব ছিল না। তাই আমরা কিছুই করতে পারিনি।
৪| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ৯:৩১
রাইসুল জুহালা বলেছেন: মুল পেইজে প্রিভিউ হিসেবে যতটুকু পড়া যায়, ততটুকুই পড়লাম। প্রিভিউটা শেষ হয়েছে "সারা রাত তিনি ব্যথায়, যন্ত্রনায় অস্থির হয়েছিলেন। তাকে.." এইখানে এসে। এর বেশি পড়ার আর সামর্থ্য হল না। নিজেকে খুব একটা বিশ্বাস করি না, হয়ত কান্না ধরে রাখতে পারব না। আমি নিজেও অনেক বছর আগে এরকম অসহায় অবস্থার মধ্যে দিয়ে গেছি। আপনার লেখা পড়ে আমার সেই দিনগুলি চোখের সামনে আবার ভেসে আসুক, সেটা চাই না।
আল্লাহ আপনার মায়ের বেহেস্ত নসীব করুন। আমিন।
০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২৩
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: তার কষ্টটা আমি আমার নিজ চোখে দেখেছি। আমি আমার এই দুই হাতে তাকে প্রথম মাটি দিয়েছি। যদিও কান্না ধরে রাখতে কষ্ট হচ্ছে। কিন্তু অফিসে বসে আছি তাই কাদতে পারছি না। শুধু তার জন্য আল্লাহর কাছে প্রার্থণা করা ছাড়া আর কিছুই করার নাই।
৫| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ৯:৩৭
পৈতাল বলেছেন: আপনার মায়ের জন্য দোয়া রইল।ভাল থাকুন।
৬| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ৯:৩৯
রমিত বলেছেন: আমাদের দেশে বিনা চিকিৎসায় প্রতিদিনই প্রচুর লোক মারা যাচ্ছে। আজ যদি আমি কোন ভয়াবহ অসুখে পরি, আমিও বিনা চিকিৎসায় মারা যাব। আমাদের গুনধর রাজনীতিবিদরা কেবল বক্তৃতা দিতেই ব্যস্ত, হেলথকেয়ার নিয়ে তাদের কোনই ভাবনা নেই। থাকবেই বা কেন? তারা অসুস্হ হলে সাথে সাথে সিংগাপুর বা আমেরিকা রাস্ট্রের টাকায় চিকিৎসা করিয়ে আসবেন। আর তাদের পরিবারগুলো তো বিদেশেই থাকে।
ভাই আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আপনার মা কে বেহেস্তে নসিব করেন।
৭| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ৯:৪৭
১১স্টার বলেছেন: আল্লাহ আপনার মাকে বেহেস্ত নসীব করুক।
৮| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ৯:৫৪
মরুর পাখি বলেছেন: কষ্ট পেলাম। আল্লাহ আপনার মাকে বেহেস্ত নসীব করুক।
০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২৫
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: ধন্যবাদ। তার জন্য দোয়া করবেন।
৯| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ৯:৫৮
নীরব দর্শক্ বলেছেন: দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই। দোয়া করি আল্লাহ আপনাকে এবং আপনার মা কে (ঐ জগতে) যেন ভাল রাখেন। আমিন।
০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২৫
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: আমিন।
১০| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ১০:০১
আরিফইসলাম বলেছেন: আল্লাহ আপনার মাকে বেহেস্ত নসীব করুন। উনার রুহের মাগফিরাত কামনা করছি।
০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২৭
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: আমিন।
১১| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ১০:০১
েরজা , বলেছেন:
কস্ট পেলাম ।
দুর আকাশে আপনার মা ভাল থাকুক ।
০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২৮
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: আমার মায়ের মত অনেক মা-ই আজ দূর আকাশে আছে। চলুন সবাই নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি।
১২| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ১০:১০
সজল শর্মা বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করি।
১৩| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ১১:১৪
বিডিআর বলেছেন: আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন।
১৪| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ১১:১৫
এক রাশ তরঙ্গ বলেছেন: সজল শর্মা বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করি।
১৫| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ১১:৩৮
পাখা বলেছেন: আল্লাহ আপনার মাকে বেহেস্ত নসীব করুক.. আমিন..
০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২৮
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: আমিন।
১৬| ০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩০
মানবী বলেছেন: ছোট্ট অথচ হৃদয় ছোঁয়া কষ্টের লেখা।
আপনার মা'র আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ্ যেন তাঁকে জান্নাতবাসী করেন এই প্রার্থনা।
আপনারা ভালো থাকুন।
১৭| ০৬ ই মার্চ, ২০১১ দুপুর ২:২৪
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: ধন্যবাদ।
১৮| ০৭ ই মার্চ, ২০১১ সকাল ৯:৩৫
মান্ুষ মরণশীল বলেছেন: আমার মাও আমাকে ছেড়ে গেছে আমার দুই বছর বয়সে ।আল্লাহ আপনার মাকে বেহেস্ত নসীব করুন। উনার রুহের মাগফিরাত কামনা রইল। আমার মায়ের জন্যও দোয়া কইরেন...........
০৭ ই মার্চ, ২০১১ দুপুর ২:২১
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: অবশ্যই করবো। সবার মায়ের জন্যই দোয়া করা উচিত।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১১ সকাল ৯:১৫
কক বলেছেন: আপনার মায়ের জন্য দোয়া রইলো। আল্লাহ উনাকে অবশ্যই বেহেস্ত নসিব করবেন।