নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ আবেদিন

আমি জিলেপীর মত সহজ সরল প্রকৃতির একজন মানুষ

আরিফ আবেদিন

আরিফ আবেদিন › বিস্তারিত পোস্টঃ

এই কোন রাবিশ কালচারে বাস করছি আমরা !!!

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪

অনেক বন্ধুকেই আমি দেখেছি, তারা

হোটেল রেস্তোরায় খেয়ে ওয়েটারকে

৫০/১০০ টাকা বকশিশ দেয়। এটা বিরাট

প্রেস্টিজের ব্যাপার!

রেস্টুরেন্ট থেকে বের হবার পর মুহূর্তেই

কোন কঙ্কালসার ভিখারিনী ২ টাকা চাইলে,

তাদের মুখেই "ভাংতি নাই" বলে ধমক

দিতে শুনেছি।



অনেক প্রবাসী ভাই/ বন্ধুকে দেখেছি,

তার বাবা মায়ের ঘামের টাকায় বিদেশ যায়।

তারপর শালীর জন্য দামী ঘড়ি, মেকাপ

বক্স, সেন্ট পাঠায়। কিন্তু নিজ বোনের

খোঁজ নেবার সময় তাদের হাতে নেই।

মডার্ন ফ্যামিলির অনেক পিতামাতাকে দেখেছি,

তারা হাজার টাকা খরচ করে তাদের

ননীর পুতুল সন্তানের জন্য খেলনা কিনেন।

সন্তান যখন এই খেলনা ভাঙ্গে, তারা খুব

মজা পান। অথচ তাদের বাসার ছোট্ট

কাজের মেয়েটা যদি অসতর্কতাবশত

একটা গ্লাস ভেঙ্গে ফেলে, তার উপর

নেমে আসে অত্ত্যাচারের স্টীম রুলার।



মায়ের অতি আদরের একমাত্র সন্তান

প্রতিদিন গার্লফ্রেন্ডের সাথে ৩-৪ ঘন্টা

কথা বলে। অথচ তার মা একবারের

বেশি ২ বার ফোন করলেই সে বিরক্তি

প্রকাশ করে। কি আর বলবো!



বাবা মায়ের অতি আধুনিক ছেলে মেয়ে

সারাদিন ফোনে কথা বলে, গার্লফ্রেন্ড / বয়ফ্রেন্ড

নিয়া বাসায় অথবা আনন্দোদ্যানে ডেটিং

করে তখন ছেলে মেয়ে মডার্ন !!

২ দিন পর প্রেগন্যান্ট হয়ে গেলে

বাচ্চা কাচ্চা এখনও বোঝে না !!



অথচ কোন মেয়ে ধর্ষিত হলে সমাজ

এর মানুষ গুলোর কাছে ধর্ষিতা যেন

যেন সমাজের নোংরা হয়ে যায় !!



# ফিলিংসঃ পুরা তব্দা খাওয়া রাবিশ

কালচারে আমিও একটা রাবিশ !!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪

দালাল০০৭০০৭ বলেছেন: আপনার কথাগুলো চিরতার পাতার মত তিতা বাট সত্য

২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৬

নীল জোসনা বলেছেন: সহমত ।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৪

আজীব ০০৭ বলেছেন: সহমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.