নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফুল ইসলাম অভি

আরিফুল ইসলাম অভি › বিস্তারিত পোস্টঃ

এন্ড্রয়েড এপপ্সঃ জরুরী মোবাইল কোড (সাইজঃ ১.২ এমবি)

২২ শে জুলাই, ২০১৫ রাত ১১:০২

বন্ধুরা আশা করি ভালো আছেন। সবাই ভালো থাকুক সেই কামনাই সব সময়ই করি। যাক বেশী কিছু না বলে আসল কথায় আসি।

আমরা সবাই কম বেশী মোবাইল ব্যাবহার করি কিন্তু আমাদের মোবাইলের অনেক জরুরি কোড আছে যে গুলো আমাদের দরকারি কিন্তু আমরা জানিনা। আর না জানার ফলে মেকারের কাছে যাই। এছাড়া মোবাইলে ব্যবহৃত সিম কোম্পানি অনেক গোপনিয় কড ও বিভিন্ন সার্ভিসের শর্ট কোড আছে যা আমরা জানিনা। এই সমস্ত সকল কোড প্রয়োজনীয় কোড গুলোকে যদি একত্রে পাওয়া যেত কতই না ভালো হতো। হ্যাঁ বন্ধু আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এমনই একটি এন্ড্রয়েড এপপ্স। এই এপপ্সটি সাথে থাকলে আপনাকে আর কোন কোড মুখস্থ রাখতে হবে না। যাস্ট এপপ্সটি মোবাইলে থাকলেই চলবে।

এপপ্সটির সাইজ ও বেশী না ,থ্রিজির যুগে যা ডাউনলোড করে ১-২ মিনিটের লাগবেনা। কথা দিলাম এপপ্সটি আপনাদের অনেক ভালো লাগবে।

এপপ্সটি ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখুন " জরুরী মোবাইল কোড " (যাদের বাংলা লিখতে সমস্যা তারা এখান থেকে " জরুরী মোবাইল কোড " লেখাটি কপি করে নিয়ে সার্চ বক্সে পেষ্ট করে দিন) এবং সার্চ আইকনে ক্লিক দিন আর মূহূর্তেই এপপ্সটি চলে আসবে আপনার সামনে অথবা এই লিঙ্কে https://play.google.com/store/apps/details?id=mobile.code.bd&hl=en যান ।

এক পলকে দেখে নিন কি কি থাকছে এই এপপ্সেঃ

* মোবাইলের যত গোপণীয় কোড - স্যামসাং , আইফোন, নোকিয়া ও সকল এন্ড্রয়েড ভার্সন মোবাইলের কোড


* সকল অপারেটর সিমের যত গোপন কোড - সিম অপারেটর ম্যানুয়েল কোড, সার্ভিস চালু কোড, সার্ভিস অফ করার কোড সমুহ


* সকল মোবাইলে ইন্টারনেট সেটিং সিস্টেম - অটো মেটিক কনফিগারেশন আনা, ম্যানুয়ালী নেট কানেকশান সেট করা


* মোবাইল সম্পর্কিত কিছু টিপস

আশা করি এই এপপ্সটি সকলের উপকারে আসবে। ইনস্টল শেষে দেখে রিভিউ দিতে ভুলবেন না যেন।

শেয়ার করে সবাইকে পাওয়ার সুযোগ করে দিন।

কিছু স্ক্রিনশর্টঃ









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.