নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফুল ইসলাম অভি

আরিফুল ইসলাম অভি › বিস্তারিত পোস্টঃ

এন্ড্রয়েড এপপ্সঃ লিওনেল মেসি - Lionel Messi (সাইজঃ ১.৫ এমবি)

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৫

বন্ধুরা সবাই কেমন আছো। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে অসাধারণ একটি অ্যাপ নিয়ে হাজির হলাম।

ফুটবল সম্রাট মেসিকে চিনেনা এমন লোক পৃথিবিতে পাওয়া যায় কিনা সন্দেহ আছে। এই ফুটবল সম্রাটকে নিয়ে এই এপপ্সটি তৈরি করা হয়েছে যাতে করে মেসি সম্পর্কে তার অগণিত ভক্তরা বিস্তারিত ভাবে জানতে পারে। মেসির জীবনি, কর্মজীবন, ক্যারিয়ার ইত্যাদি বিস্তারিত থাকছে এই অ্যাপে। যা ইতিমধ্যে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপে কি কি থাকছে বিস্তারিত নিচে দেখে নিন।

এপপ্সটির সাইজ ও বেশী না মাত্র ১.৫ অর্থাৎ দেড় এমবি, যা থ্রিজির যুগে ডাউনলোড করতে ১-২ মিনিটের লাগবেনা। কথা দিলাম এপপ্সটি আপনাদের অনেক ভালো লাগবে।

এপপ্সটি ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখুন " মেসি " (যাদের বাংলা লিখতে সমস্যা তারা এখান থেকে " মেসি " লেখাটি কপি করে নিয়ে সার্চ বক্সে পেষ্ট করে দিন) এবং সার্চ আইকনে ক্লিক দিন আর মূহূর্তেই এপপ্সটি চলে আসবে আপনার সামনে অথবা এই লিঙ্কে https://play.google.com/store/apps/details?id=lionel.messi.bd&hl=en যান ।

এক পলকে দেখে নিন কি কি থাকছে এই এপপ্সেঃ

* শুভ জন্মদিন
* পরিচয়
* মাঠের বাহিরে মেসি
* আর্জেন্টিনা টিম রেকর্ড সমূহ
* মেসি সম্পর্কে অজানা তথ্য
* মেসির জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা
* অভিষেক
* ক্লাব ইতিহাস
* ক্লাব ক্যারিয়ার (প্রতিপক্ষ, কত ম্যাচ , গোল ইত্যাদি বিবরণ সহ)

* আর্ন্তজাতিক ক্যারিয়ার (প্রতিপক্ষ, কত ম্যাচ , গোল ইত্যাদি বিবরণ সহ)

* আর্জেন্টিনার হয়ে মেসির গোল সমূহ (প্রতিপক্ষ, কত ম্যাচ , গোল ইত্যাদি বিবরণ সহ)

* সম্মান ও অর্জন
* রেকর্ড সমূহ
* মেসির ১৩১ টি রেকর্ড
* কর্মজিবন

আরো অনেক কিছু সহ বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। এই এপপ্সটি প্রতি মাসে একবার আপডেট করা হবে। তাই নতুন নতুন তথ্য পেতে মাস শেষে আপডেট করে নিতে পারেন।

আশা করি এই এপপ্সটি সকলের ভালো লাগবে। ইনস্টল শেষে দেখে রিভিউ দিতে ভুলবেন না যেন।

শেয়ার করে সবাইকে পাওয়ার সুযোগ করে দিন।

কিছু স্ক্রিনশর্টঃ













মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.