![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছয় বছর আগে পরিচালকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘খেলে হাম জি জান সে’৷ এরপর আশুতোষ গোয়ারিকর একটা ছবি তৈরির জন্য প্রস্ত্ততি নিচ্ছিলেন৷ কী তার বিষয়? সিন্ধু সভ্যতার ইতিহাস পড়তে গিয়ে ছোটবেলায় বইতে পড়েছি যে ‘মহেঞ্জোদারো’-‘হরোপ্পা’ সভ্যতার কথা সেই বিষয় নিয়ে তিনি ছবি তৈরি করবেন৷ কিন্ত্ত দেশ ভাগের সময় এই দুই সভ্যতা চলে গিয়েছে পাকিস্তানে৷ যার ফলে ইচ্ছে থাকলেও খুব একটা সহজ নয় এই ঐতিহাসিক জায়গা দর্শন৷
আমার মতো ইতিহাসপ্রিয় মানুষ এমন একটা বিষয়ের ছবি দেখার জন্য আগ্রহে থাকবে সেটা বড় কথা কী! বহু প্রতীক্ষিত এই ছবির বিষয় কী? কোথা থেকে পেলেন আশুতোষ এর বিষয়? কোন কোন তথ্য থেকে তিনি তাঁর ছবির চিত্রনাট্য তৈরি করলেন? এমন নানা প্রশ্ন মাথায় ঘুরত, বিশেষ করে যখনই ছবির কথা কানে এলেই৷ তারপর মুক্তি পেল ছবির ট্রেলার৷ নানা চমক, সঙ্গে শুরু নানা বিতর্ক৷ এবার প্রথমদিন না দেখে কি থাকা যায় এই ছবি?
তাই অলিম্পিকের খেলা রাতজেগে দেখার মধ্যেও ভোরবেলা উঠে বেরিয়ে পরা সিনেমা দেখতে৷ ছবির শুরু ২০১৬ বিসি দিয়ে৷ আমরি নামে একটি গ্রামের ছেলে তার গ্রামকে বাঁচাতে কুমীরের সঙ্গে লড়ছে৷ দৃশ্যটা যেখানে দেখানো হচ্ছে দেখেই মনে হবে অন্তত যাঁরা মধ্যপ্রদেশের ভেদাঘাটে গিয়েছেন, তাঁদের যে আরে এটা তো সেই জায়গা-ই৷ ব্যস ওই পর্যন্ত৷ তারপর গল্প নিজের মতো করে বলে গেলেন আশুতোষ৷ না, সেটা ইতিহাসে যা পড়েছি, তা নয়৷ ছবি যতো এগোলো বোঝা গেল এ গল্প তো আশুতোষের কল্পনার পাখা মেলে তৈরি৷ এর সত্য-মিথ্যে, তত্ত্ব-তালাশ নিয়ে লিখতে বসলে গল্পের দৌঁড় কোথায় থামবে জানা নেই৷ আর আমি তো ব্লগ লিখতে বসেছি, ছবির রিভিউ নয়৷ তাই কেন এই সিনেমাটা দেখে ব্লগ লিখতে বসা সেটায় আসা যাক৷ ছোটবেলায় ইতিহাস পড়তে একদম ভালো লাগত না৷ মা তাই গল্পের মতো করে ইতিহাস পড়াতেন৷ আর বলতেন আমি শ্রুতি যুগের মানুষ৷ শুনে মনে রাখতে পারি, পড়ে নয়৷ কথা যে একেবারে মিথ্যে তা-ও নয়৷ আর মায়ের মুখে শোনা নানা ইতিহাসের গল্প কবে যে ইতিহাসের প্রতি ভালোবাসা এনে দেয় নিজেও জানি না৷ পুরনো দিনের ঘটনা বরাবরই আমায় টানে৷ সব সময় এমন সব ঐতিহাসিক জায়গায় যেতে ইচ্ছেও করে৷ তবে সিনেমাপ্রেম আমায় ইতিহাস নিয়ে পড়তে দেয়নি৷ মাঝে-মধ্যে তা নিয়ে আক্ষেপও করি৷ কিন্ত্ত তাই বলে আমার নিজের জানার জন্য ইতিহাসবিষয়ক বই পড়তে পিছপা হই না৷ আমার এক সহকর্মীর বাড়িতে বেশ কিছু ভালো ইতিহাসবিষয়ক বই রয়েছে৷ যা তাকে গত চার বছর ধরে চেয়েও পড়ার জন্য পাই না৷ এই ছবি দেখতে বসে আবার সেই কথা মনে পড়ে গেল৷ আবার তাকে বলতে হবে বই দিতে৷ আর মা ছোটবেলায় মহেঞ্জোদারোর বিষয় পড়াতে গিয়ে গল্পের মতো বর্ণনা করতেন, ফলে আমি মাঝে-মাঝে চলে যেতাম সেই যুগে৷ কখনও কখনও স্বপ্নেও নিজেকে পেতাম এমন ইতিহাসমিশ্র জায়গাতেও৷ আশুতোষও কি এমন স্বপ্ন দেখতেন? যার ফল মহেঞ্জোদারো৷ মৃত্যের স্ত্তপের (মহেঞ্জোদারোর মানে তো তাই৷ আসল নাম তো আজও অজানা) উপর দাঁড়িয়ে গল্পের শেষদৃশ্যটায় হলিউডিমিশ্রণ আমায় আবার কল্পনার জগতে নিয়ে যাবে৷ হয়তো বহুদিন পর স্বপ্নও দেখে ফেলতে পারি আমি অমন মহেঞ্জোদারোর কোথাও দাঁড়িয়ে আছি৷ আশুতোষের ‘মহেঞ্জোদারো’ ছবি কম, কল্পনা বেশি, অন্তত আমার কাছে৷
২| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫
অরিন্দম চক্রবত্রী বলেছেন: Sob movie barite bhalo Lage Na.
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩০
ফয়েজ উল্লাহ্ রবি বলেছেন: গত কাল রাতে দেখেছি আমার মোটেও ভাল লাগেনি, ঠিকই বলেছে ১৫০ কোটি রুপি খরচ করে আশুতোষ শুধু নিজের কল্পনাকেই চিত্রায়ন করেছেন। অনেক গুলো ভুল দিয়ে সাজানো
লাগান, যোধা আকবর এর তুলনায় একেবারে বাজে মুভি লাগলো।
দেখি কতো টাকা উঠাতে পারে ?