![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত নিয়ে কাটাছেঁড়ায় কতগুলো 'কমন' ইস্যু কাজ করে বিদেশিদের মধ্যে। বেশিরভাগ বিদেশির কাছে ভারত মানেই রাস্তায় রাস্তায় ভোজবাজির খেলা, ঘুম থেকে উঠেই গঙ্গাস্নান, যেকোনও সময় ধর্ষিত হওয়ার আশঙ্কা, কল সেন্টারের কর্মী মানেই ভারতীয়, ইত্যাদি ইত্যাদি। ভারতে আসার আগে বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ নির্দেশিকাও। তাতে লেখা থাকে - ভারতে গিয়ে কী করবেন, কী করবেন না।
বিদেশিদের বলছি...এধরনের উন্নাসিক স্টিরিয়োটাইপ ভাবনা-চিন্তার দিন শেষ। ভারতে আসার আগে, ভারত সম্পর্কে জেনে নিন এমন কিছু তথ্য, যার সঙ্গে আপনাদের প্রচলিত ভাবনা চিন্তার কোনও মিল নেই।
১) আমাদের দেশে ২২টি জাতীয় ভাষা রয়েছে। তবে, জানিয়ে রাখি, এগুলির মধ্যে কিন্তু 'ভারতীয়' বলে কোনও ভাষা নেই।
২) আমরা হাতিতে চেপে স্কুলে বা অফিসে যাই না। আমাদের যানবাহন ব্যবস্থা যথেষ্ট ভালো এবং উন্নত।
৩) ভারতের প্রতিটি মহিলাই ধর্ষণ বা গার্হস্থ-হিংসার স্বীকার নয়। এই স্টিরিয়োটাইপ ভাবনা চিন্তা বন্ধ করুন।
৪) আমার বাবা-কাকারা সাপুড়ে নন। তাই আপনার ঘরে যদি সাপ ঢুকে পড়ে, তাহলে আমাদের ডাকবেন না। আমরাও ওগুলিকে ভয় পাই।
৫) ভারতের গোটা যুব সম্প্রদায়ই কল সেন্টারে কাজ করে না। আমাদেরও বিজ্ঞানি, ডাক্তার, ব্যবসায়ী, পরিশ্রমী ইঞ্জিনিয়ার, ফ্যাশন ডিজাইনার প্রভৃতি রয়েছে।
৬) আমরা সবাই ফুটপাথে বা রেললাইনে মলত্যাগ করি না। আমাদের বেশ বড়সড় বাড়িও আছে। রয়েছে বিলাসবহুল শৌচাগারও।
কাজেই 'স্লামডগ মিলিয়নেয়ার' বা 'ইট প্রে লাভ'-এর মতো মুভি দেখে ভারতের সম্পর্কে ভ্রান্ত ধারণা নিয়ে এ দেশে আসবেন না। কারণ এ দেশ রবীন্দ্রনাথ-নজরুলের দেশ, এ দেশ সত্যজিত্-মৃণালের, এ দেশ আবদুল কালাম-টেসি টমাসের, এ দেশ শচিন তেন্ডুলকর-মেরি কমের.... থাক, আর এগোলাম না। কারণ শুরু করলে সহজে শেষ হবে না। ভারতের ঐতিহ্য ও বৈচিত্র্য এতটাই। আশা করি, এরপর থেকে আর ভুল করবেন না।
২| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গাঁয়ে মানে না আপনি মোড়ল। সামান্য কয়েকটা স্টেট বাদে পুরো ভারতের অবস্থা কী রকম সেটা সবাই জানে...
৩| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
অরিন্দম চক্রবত্রী বলেছেন: Those who do not agree ,I don't care.plz don't visit.fullstop.
৪| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
ইকরাম উল হক বলেছেন: দুরে গিয়া মর
৫| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৯
মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: দাদা,
প্রথমে ভাবুন বাঙালী । তারপর ভারতীয়। এখন ভারতের একটি ভাষা তা হল ঃ এক এবং একমাত্র হিন্দি।
ভারতের জাতীয় সংগীত ঃ "জন গন মণ অধি "। কিন্তু কলকাতা এবং শহরতলির অনেক হিন্দি ও ইংলিশ মিডিয়াম
স্কুলে রবীন্দ্রনাথের জন্মদিনে ছুটি ও দেয় না, জানেন কি তারা জানেও না রবীন্দ্রনাথ কে? আর সব মনিষীর কথা
না হয় বাদই দিলাম। । ভারতের একতাই মহাপুরুষ তা হল
গান্ধী। পারলে " গান্ধীজীর অপকর্ম " বইটি একবার পড়ে নেবেন । আর টিভির অনুষ্ঠান সম্বন্ধে নাই বা বললাম। জানেন কি পশ্চিম বাংলার এখনও বহু মানুষ তাদের মধ্যে অনেক (নব্য আধুনিক) ও আছে, যারা বাংলাদেশকে এখনো ভীষন ভাবে ভালোবাসেন ?
কলকাতার কোন অচেনা রাস্তায় কাউকে বাংলায় কোন ঠিকানা জিজ্ঞাসা করবেন, কোন উত্তর দেবে না, দিলেও ভুল দেবে,
কিন্তু সেই ঠিকানা হিন্দিতে জিজ্ঞাসা করবেন, একবারে সঠিক উত্তর পেয়ে যাবেন।
দাদা হয়ত আর খুব অল্পই সময় আছে, এখনো শুধুমাত্র বাংলা , বাংলা গান, বাংলা সংস্কৃতি, বাংলা মানসিকতা, নিয়ে ভাবুন।
নাহলে আর হয়ত বছর দশেক পর নিজেকেও বাঙালী বলা যাবে না।
৬| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৭
বুবলা বলেছেন: আমি এই প্রসংগে কত গুলো কথা বলি।
আমার গ্রাম থেকে কলকাতা ৫০ কিলোমিটার দুরে লোকাল ট্রেনে ১ ঘন্টা ৩০মিনিট মত লাগে । আমি কলকাতা তে গেলে হিন্দী তে কথা শুরু করতে হয় কারন এটা কমন ভাষা হয়ে গেছে, কলকাতা তে বাঙালী দের থেকে অবাঙালী দের প্রধান্য বেশি দেখা যায়। সেজন্য হিন্দি বলা সেফ সট, -- এটা কেন? কি জন্য ভাল কি খারাপ ?, এই বিতর্ক এখানে করব না আমি পরিস্থিতি টা বলছি ।আসলে আমরা সবাই কেউ মারাঠী, বিহারী পান্জাবী বাঙালী এই ভাবে ভেবে নি,
@ লেখক আপনি কি জানেন বিদেশী দের একটা সতর্ক বার্তা সেই দেশের সরকার দিয়ে দেয় কোনো ভারতীয় মহিলা কে লিগালি বিয়ে করার জন্য সাবধানতা নিতে??? ভাবছেন কেন?? ভারতে পুরুষদের বিনা দোষে ফাসানোর কিছু মহিলা কানুন আছে (যেমন ৪৯৮ এ ১২৫ সি আর পি সি )সেটা তে যাতে কেউ না ফাসে তার জন্য বিদেশী পুরুষদের তাদের দেশের সরকার এই সতর্কবার্তা দিয়ে থাকে।
@ বাংলাদেসী রা প্রতেক দেশবাসীর কাছে তার দেশটা জান্মাত এর সমান সেটা আপনার কাছেও আমাদের কাছেও। ভারতের অবস্থা কেমন সারা বিশ্ব তার বিচার করবে, আপনাদের দেশে টেরারিস্ট হামলা হল বলে আপনার দেশের সবাই কি টেরারিস্ট??
আপনি কোনো বিষয়ে দ্বিমত পোষন করতেই পারেন এভাবে কাউকে খিস্তি দিলে আপনি তো ছোট হোলেন সন্গে আপনার দেশকেও ছোট করলেন।
আজকে অনেকে রবীন্দনাথ কে চেনে না জানে না লজ্জাটা কার?? সারা দেশবাসীর। আমার ব্যক্তিগতে মত বলে এই সমস্ত বাংলা চ্যনেল গুলোতে দেখানো বালের সিরিয়াল গুলো কে বন্ধ করে দিতে হবে কিংবা চ্যনেল গুলো কেলিয়ে সিরিয়াল গুলো টেলিকাস্ট করা বন্ধ করে দিতে হবে, দেখবেন অনেক সমস্যার এমনি সমাধান হয়ে যাবে
৭| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩
সুমন কর বলেছেন: পোস্ট ২বার এসেছে। ঠিক করে দিয়েন।
৮| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২০
প্রণব দেবনাথ বলেছেন: আপনার সাথে একমত. আর যারা বিরুদ্ধ মন্তব্য করছেন তাদের বলছি , খবরে আমরাও দেখি বাংলাদেশের অনেক ঘটনা বিদেশী খুন, জঙ্গি হামলা. সংখ্যালঘুদের উপর হামলা , ধর্ষণ. এবার আমরাও যদি ভেবেনিই যে বাংলাদেশে এসব সারাক্ষণ ঘটছে ওখানকার লোকজন ভালো না ওদের কাজই হচ্ছে এসব করা তাহলে কি সেটা সত্যি হবে! যদি সত্যি হয়ে থাকে(আমার নিজের বিশ্বাস এসব হতে পারেনা) তাহলে ভারত সমন্ধে আপনাদের ভাবনাটাও সত্যি.
৯| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৯
অরিন্দম চক্রবত্রী বলেছেন: নিজের দেশ,ভাষা যাই হোক।my child second lang Hindi,but speaks Beng fluently,does'nt matter.i don't her to stay in Kolkata and perish,more opportunities in MBA,bangalore etc.
১০| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৮
এ কে এম রেজাউল করিম বলেছেন:
বালছাল পোষ্ট।
১১| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জওহরলাল নেহরু যখন ভারতের প্রধানমন্ত্রী তখন ক্রুশ্চেভ এসেছিলেনন ভারত সফরে।নেহেরু ক্রশ্চেভকে নিয়ে পার্টি অফিসে সংবধর্নায় যোগদান করতে বের হলেন।হঠাৎ দূর থেকে রাস্তার পাশে এক ব্যাক্তিকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে ক্রুশ্চেভ মন্তব্য করলেন,“ইন্ডিয়ানরা দেখি একেবারে অসভ্য,রাস্তায় দাঁড়িয়েই প্রকৃতির সাড়া দিচ্ছে”।নেহেরু এতে দারুণ অপ্রস্তুত হলেন এবং প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজতে লাগলেন।কিন্তু সেবার আর সে সুযোগ এল না।
এরপর নেহেরু গেলেন মস্কোয়।ক্রুশ্চেভ তাঁকে নিয়ে “মস্কো বেল” দেখাতে বের হলেন।অপ্রত্যাশিত ভাবে এবার নেহেরু সুযোগ পেয়ে গেলেন।রাস্তার পাশে দাঁড়িয়ে এক ব্যাক্তি প্রস্রাব করছিলো।কিছু না বলে নেহেরু শুধু ক্রুশ্চেভের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলেন।ক্রুশ্চেভ অত্যন্ত বিরক্ত হলেন।লোকটি কে ডেকে জিজ্ঞেস করলেন কে তুমি?লোকটা বিনীতভাবে বলল, “স্যার,আমি ইন্ডিয়ান এম্বেসীর একজন কর্মচারী!” (সংগৃহীত)
১২| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২০
জুন বলেছেন: ভাই অরিন্দম আপনার ভ্রমন নিয়ে লেখা আমার ভালোই লাগে । তবে আজকের পোষ্ট নিয়ে একটা ঘটনা শেয়ার না করে পারলাম না । আমার এক আত্মীয় একটি আন্তর্জাতিক ইন্সটিটিউটে পড়ালেখা করতো । সে সময় হিন্দী ভাষা অঞ্চলের দুজন কি একটি ওয়ার্কশপে কোন কোন দেশের পার্টিসিপেন্ট অংশগ্রহন করবে তার একটা লিষ্ট করছে । লিষ্ট পড়ে শোনালো , ইন্ডিয়া , বাংলাদেশ , থাইল্যন্ড , চীন , লাওস, জাপান আর কলকাতা
আত্মীয়র খুব ক্লোজ বন্ধু কলকাতার ছেলেটি দুঃখ করে বল্লো " দেখেছিস কলকাতাকে ওরা ইন্ডিয়া ভাবে না "
১৩| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৫
ফেরারি তুমি বলেছেন: কত কি যে বলবেন দাদা!
১৪| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০২
শেয়াল বলেছেন: ভারত অনেক বড় দেশ । এইসব হাগামুতার ঝামেলা হইতেই পারে । ভারতের শিল্পকারখানা অনেক বেশি আগাইছে । বিশাল বিশাল সেনাবাহিনী আছে । পারমানবিক বোমা আছে । বিশ্বের কুখ্যাত বিখ্যাত গোয়েন্দা বাহিনী র আছে । আমেরিকার যেইটা এফবিআই/সিআইএ আছে । তাজমহল আছে , , , ,
বলা শেষ করা কঠিন ।
কিন্তু এইটাও সত্য ভারত আমাগো লগে চিটিং করতাছে । ঠগ-বাটপারি করতাছে । ফারাক্কা বাঁন মাইরা বাংলার পানির স্তর নষ্ট করি ফেলছে । ট্রানযিট নিছে পয়সা ছাড়া । রোড করতে টিয়া দিছে(ঋণ) আবার সেই রোড নিজে নিজে ইউজ করবো । আবার সেই টিয়া বাংলার জনগণের ঘামের পয়সা থি ব্যাক করবো । ডেইলি ডেইলি গুল্লি করি মানুষ মারি ফালাইতাছে , , ,
এইসব কইয়াও শেষ করা কঠিন । অনেক অনেক আছে শেষ করন যাবি না ।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০
নকশা মাকড়সা বলেছেন: ধুর বাল