নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী পরে আগে আমি ভারতীয়

অরিন্দম চক্রবত্রী

কলকাতায় থাকি

অরিন্দম চক্রবত্রী › বিস্তারিত পোস্টঃ

গাড়োয়ালের শ্রীনগর

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৭



অলকানন্দার তীরে গাড়োয়াল হিমালয়ের আর এক শৈল শহর শ্রীনগর। কাশ্মীরের শ্রীনগরের মতো জনপ্রিয়তা না থাকলেও, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে তেহরি গাড়োয়ালের এই শহর কোনও অংশে কম নয়। এক সময় গাড়োয়াল রাজাদের রাজধানী ছিল। পরবর্তীকালে গাড়োয়াল দ্বিখণ্ডিত হলে শ্রীনগর তেহরি গাড়োয়ালের অন্তর্গত হয় এবং রাজধানী স্থানান্তরিত হয় তেহরিতে। হৃষীকেশ থেকে ১০৬ কিমি দূরে ৫৭৯ মিটার উচ্চতায় অবস্থিত শ্রীনগর গাড়োয়ালের সবচেয়ে বড় বাণিজ্য শহর। একসময় এখানে শ্রিক্সান্ত্রা পাথরে নরবলি হত দেবতার উদ্দেশ্যে। ৮ম শতকে আদিগুরু শঙ্করাচার্য এই প্রথার বিলোপ করেন এবং পাথরটি ফেলে দেন অলকানন্দার জলে। কিংবদন্তি আছে, প্রাচীন যুগে রাজা সত্যেন্দ্র কলাসুর নিধনের জন্য এখানেই তপস্যায় বসেন। মহাভারতের যুগে রাজা সুবাহুর রাজধানীও ছিল এখানে। ১৯ শতকের মধ্যভাগে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয় এই শহর। রাজধানী স্থানান্তরিত হলেও গাড়োয়াল বিশ্ববিদ্যালয়টি এখনও শ্রীনগরেই আছে। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই শৈল শহরের দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য কমলেশ্বর ও কল্যাণেশ্বর মন্দির, অলকানন্দার তীরে কেশব রায়ের মন্দির। রাজ রাজেশ্বর মন্দির, কেশোরাই মঠ এবং ৩ কিমি দূরে শঙ্করাচার্য মঠ। জনশ্রুতি, কমলেশ্বর মন্দিরেই শ্রীরামচন্দ্র সহস্র পদ্মের অর্ঘ্য দেন দেবতা শিবকে। এছাড়াও শ্রীনগরকে কেন্দ্র করে ঘুরে দেখে নিতে পারেন ১৯ কিমি দূরে দেবলগড়ে কাংড়া বংশীয় রাজা দেবল নির্মিত লক্ষ্মী–নারায়ণ মন্দির–সহ আরও অন্যান্য অসংখ্য মন্দির। ঘুরে আসতে পারেন ২৭ কিমি দূরে গাড়োয়ালের আর এক সুন্দরী কন্যা খিরসু থেকে। খিরসু থেকে গাড়োয়ালের অসংখ্য নামী–অনামী শৃঙ্গ চোখে পড়বে। সূর্যোদয় এবং সূর্যাস্তেও খিরসুর সুনাম আছে।

ব্যাকপ্যাক
কীভাবে যাবেন?‌
হরিদ্বার কিংবা হৃষীকেশ থেকে শ্রীনগর, যোশিমঠ কিংবা বদ্রীগামী যে কোনও বাসে, শেয়ার জিপে অথবা গাড়ি রিজার্ভ করে শ্রীনগর যাওয়া যায়। হৃষীকেশ থেকে শ্রীনগরের দূরত্ব মাত্র ১০৬ কিমি।
কোথায় থাকবেন?‌
শ্রীনগরে থাকার জন্য রয়েছে GMVN‌–এর ট্যুরিস্ট রেস্ট হাউস। এছাড়াও বিভিন্ন মানের এবং দামের বেসরকারি হোটেল ও লজ।
কখন যাবেন?‌
বর্ষাকাল বাদে যে কোনও সময়।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন:‌ জেনারেল ম্যানেজার (‌টি)‌, জি এম ভি এন, মুনি-‌কি-‌রেতি, হৃষীকেশ-‌ ২৪৯ ২০১, উত্তরাঞ্চল। ফোন:‌ (‌০১৩৫)‌ ২৪৩-‌০৭৯৯। ‌অথবা, কলকাতায় উত্তরাঞ্চল পর্যটন দপ্তরের কার্যালয়ে। ফোন:‌ (‌০৩৩)‌ ২২৬১-‌০৫৫৪‌।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.