![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত-মার্কিন সখ্যতার মাত্রা আরও এক ধাপ বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ খোলাখুলি তিনি জানিয়ে দিলেন, ভারত ও হিন্দুদের তিনি সম্মান করেন৷
মোদি-ওবামা বন্ধুতা আন্তর্জাতিক মহলে সুবিদিত৷ কিন্তু ওবামা পরবর্তী অধ্যায়ে এই সখ্যতার বাতাবরণ আদৌ থাকবে কি না, তা নিয়ে নানা জল্পনা চলছিল৷ তবে ডোনাল্ডের কথায় সে জল্পনায় ইতি পড়ল৷ তিনি খোলাখুলিই জানালেন, ভারতের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা আছে৷ বিশেষত হিন্দুদের প্রতি৷ সন্ত্রাস বিরোধিতার প্রশ্নেই ভারত ও মার্কিন বন্ধুতা যে টিকে থাকবে সে ইঙ্গিত মিলল ট্রাম্পের কথায়৷ এমনকী তিনি প্রেসিডেন্ট হলে হোয়াইট হাউসের তরফে যে এই বন্ধুতা নতুন করে এগিয়ে নিয়ে যাওয়া হবে সে কথাও এখনই ঘোষণা করে দিলেন ট্রাম্প৷
প্রসঙ্গত, মুসলিম দেশগুলির সন্ত্রাস বিরোধিতার কারণে ভারতেও ট্রাম্পের গুণমুগ্ধের সংখ্যা কম নয়৷ বিভিন্ন নারী তাঁর বিরুদ্ধে যতই যৌন হেনস্তার অভিযোগ আনুন না কেন, দেশের কট্টরবাদী হিন্দু সংগঠনের একাংশ ট্রাম্পকে পুরোমাত্রায় সমর্থন করে৷ রাজনৈতিক মহলের ধারণা, সেই সমর্থনকে ভিত্তি করেই ভারতে আগেভাগেই নিজের প্রভাব বিস্তারের ভবিষ্যৎটি গুছিয়ে রাখলেন ট্রাম্প৷
২| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৬
হাবিবুর রাহমান বাদল বলেছেন: গ্রামে একটা কথা আছে রতনে রতন চেনে। তেমনি ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদিদের পিরিত থাকবে, মোদির ফ্যান হবেন এটাই স্বাভাবিক। চরিত্রের দিক থেকে অপূব মিল বলে কথা।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৭
অরিন্দম চক্রবত্রী বলেছেন: রোতোনে রোতোন চেনে আর কৈলা চেনে কৈলা।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২০
নোমান প্রধান বলেছেন: লও ঠ্যালা
৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা কোন খবর হলো? ট্রাম্প মুসলিম বিরোধী। তাহলে একটা হিন্দু অধ্যূষিত দেশের পক্ষে থাকবে সেটাই স্বাভাবিক...
৬| ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৩
নির্ঝরের_স্বপ্ন বলেছেন: হিন্দুরা ইহুদীদের চেয়েও বেশি মুসলিম বিদ্বেষী, মোদী গুজরাটের কসাই হিসেব পরিচিতি পেয়ে হিন্দুদের তথা ইন্ডিয়ানদের কাছে হিরো হয়ে উঠেছেন - ট্রাম্পও মনে হচ্ছে মোদীর দেখানো পথেই এগুচ্ছে
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২১
হাবিবুর রাহমান বাদল বলেছেন: গ্রাম একটা কথা আছে রতনে রতন চেনে। তেমনি ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদিদের পিরিত থাকবে, মোদির ফ্যান হবেন এটাই স্বাভাবিক। চরিত্রের দিক থেকে অপূব মিল বলে কথা।