![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একঘেয়ে জীবন যখন মানে না আর মন৷ তখনই বাঙালি খোঁজে নির্জনতার শান্তি৷ ব্যস্ত শহরকে পিছনে ফেলে ছোটে পাহাড়ের নেশায়৷ বাঙালির এই চাহিদা পূরণের আদর্শ ঠিকানা সিকিপ৷ সিকিমের দক্ষিণে এই ছোট্ট পাহাড়ি গ্রাম আপনার অশান্ত মনকে দেবে ক্ষণিকের শান্তির ঠাঁই৷
কী দেখবেন –
গ্রামের পাশেই একেবেঁকে চলেছে খরস্রোতা রংগিত নদী৷ রয়েছে ‘রিভার রাফ্টিং’-এর ব্যবস্থা৷
অলস সময় কাটাতে চাইলে ‘রাফ্টিং’ বাদ দিয়ে ক্যাম্প খাটিয়ে পাহাড়ি নদীতে মাছ ধরার সাধপূরণ করতে পারেন৷
চাইলে বেড়িয়ে আসতে পারেন কাছের টেমি টি গার্ডেনে৷
জনপ্রিয় জোরেথাং-এর দূরত্বও সিকিপ থেকে এমন কিছু দূরে নয়৷
আর রংগিত নদীর উপরে সুন্দর ব্রিজটি দেখতে ভুলবেন না৷
চাইলে পাহাড়ি গ্রামটিও ঘুরে দেখে আসতে পারেন৷ ছোট-ছোট ঝরনা, বৌদ্ধ নিদর্শন, অর্কিডের সারি আপনার মনে ধরতে বাধ্য৷
কীভাবে যাবেন –
গ্যাংটক থেকে সিকিপ যেতে ৫ ঘণ্টা সময় লাগে৷ সেখান থেকেই গাড়ি ভাড়া পাওয়া যায়৷
দার্জিলিং কিংবা শিলিগুড়ি থেকে যেতে চাইলে জোরেথাং হয়ে ঘুরে যেতে হয়৷
কোথায় থাকবেন –
পর্যটকদের কাছে এখনও অনেকটাই অজানা সিকিমের দক্ষিণ প্রান্তের এই সৌন্দর্য৷ তাই সেভাবে হোটেল বা বাংলো গড়ে ওঠেনি৷ থাকতে হলে ক্যাম্প ও হোম স্টেই ভরসা৷
২| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৫
সানজিদা আয়েশা শিফা বলেছেন: ভাল লাগলো, সব স্মৃতি হারিয়ে যায়, ভ্রমণের স্মৃতিই বেঁচে থাকে কালান্তরে।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৭
সুমন কর বলেছেন: গুড পোস্ট।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৮
কালীদাস বলেছেন: ছবিগুলো সুন্দর
৫| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ছবিগুলো দেইখা মনে হইলো আপনি আমাগো ফাঁকি দিছেন। এই রকম সুন্দর জায়গার এই কয়েকটা ছবি তুলছে সেইটা কেমনে বিশ্বাস করি?
পোষ্টে পিলাচ আপনারে মাইনাচ
৬| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৬
সাহসী সন্তান বলেছেন: চমৎকার ছবি! তবে এত কম কেন? আরো কয়েকটা থাকলে ভাল হতো! মানে ঠিক-ঠাক মন ভরলো না আরকি!
৭| ২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৭
অন্তু নীল বলেছেন: হুম।
ভালো।
ছবি আরো কিছু দিতে পারতেন ।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বর্ণনা আর ছবি --- দারুন ------- তবে ছবি আরো দিলে আমরা দেখতে পারতাম
৯| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০২
রা কি ব বলেছেন: লেখাটা পড়ে ভাবছি এই বছরের শেষে যাব, ধন্যবাদ ভাই লেকাটা পোস্ট করার জন্য
১০| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০৪
রা কি ব বলেছেন: লেখাটা*
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৬
পবন সরকার বলেছেন: ভালো লাগল।