![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারনেই অসাধারণত্ব
কাদের মোল্লার ফাঁসি হয় নি। ভদ্রলোক ( !! ) ১ টি মামলায় যাবতজীবন, এক মামলায় বেকসুর খালাশ এবং বাকিগুলিতে ১৫ বছরের সাজা পেয়েছেন। রায়ের পরে দেখা গেল কেউ সন্তুষ্ট নয়। দেশের ক্ষুদ্র একভাগ মনে করছে সাজা বেশি হয়ে গেছে। ব্যাস পত্রপাঠ হরতাল দিয়ে দেয়া হল। সিংহ ভাগ মানুষ হতাশ হলেন।রায়ে সাজা হয়েছে অনেক কম।
সহজ দৃষ্টিভঙ্গিতেই কিন্তু বোঝা যায়, বলা হচ্ছে সাক্ষপ্রমান দ্বারা তার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত। তবে কেন ক্যাপিটাল পানিশমেন্ট নয়। কেন মৃত্যুদণ্ড নয়।
মানুষ রাজপথে নেমে এসেছে।২ দিন হল শাহাবাগ মোড় লোকে লোকারণ্য । ফেসবুক যোদ্ধারা কলম চালিয়ে যাচ্ছেন সরোষে। এই মুহূর্তে একটা ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে অনেক বেশি। প্রতিবাদ যারা করছেন তারা জানেন তাদের দাবি ন্যায্য। কাজেই এই আন্দোলনে আমাদের উত্তেজনাকে যেন আমরা নিয়ন্ত্রন করতে পারি।আমাদের উত্তেজিত কর্মকাণ্ড যেন এমন পরিস্থিতি তৈরি না করে যে আমাদের ন্যায্য দাবি নিয়ে প্রশ্ন ওঠে । এক মেয়ের স্ট্যাটাস অনেক পেজ এ শেয়ার করা হচ্ছে।মেয়েটির প্রফাইলে গিয়ে আতকে উঠলাম তার ভাষার ব্যাবহার দেখে।নোংরা অরুচিকর শব্দ দিয়ে তার পূর্বতন স্ট্যাটাস ভরপুর।যে মেয়েটি এত সাহসিকতার সাথে দেশ মাতৃকার প্রতি দায় মেটাতে আন্দোলনে শরিক হয়েছে, হাজার মেয়েকে উদ্বুদ্ধ করছে এগিয়ে আসতে তার মুখের ভাষা এমন হবে কেন? একটা নোংরা অপরাধীর জন্য আমরা কেন নোংরা কথা, কুৎসিত গালি দিয়ে নিজের উদ্যোগে কালি ছিটাব ।
একটু আগে শুনলাম কারা শাহাবাগের ইসলামী ব্যাংক এর বুথ ভেঙ্গেছে।আন্দোলনকারীদের ভেতরে এমন অনেক নব্য রাজাকার আছেন যারা এই কাজগুলো করবেন। আমাদের উচিত হবে নিজেদের আবেগ কে নিয়ন্ত্রন করা।আমরা অন্যায় এর প্রতিবাদ করছি। অন্যায় এর প্রতিবাদ করতে গিয়ে আমাদের দিয়ে কোন অন্যায় যেন না হয়। নোংরা শব্দ ব্যাবহার করে কাউকে তখনই কাবু করার প্রয়োজন পরে যখন নিজেদের যুক্তিতে ছিদ্র থাকে। আমাদের যুক্তি অকাট্য। কাজেই জয় লাভের জন্য আমাদের অন্তত এই পন্থার প্রয়োজন নেই।
আবেগপ্রবন মানুষ কে ভুল রাস্তায় চালানো খুব সহজ। ১৯৭১ সালে ভারতের নকশাল আন্দলনে, তরুণদের একটা পর্যায়ের পরে ভুল পথে চালান হচ্ছিল। তার ফল ভোগ করেছে লাখ লাখ পরিবার।
আমরা আন্দোলন করব। এবং আমাদের ভয় পাবার কারন নেই কারন আমরা অনৈতিক দাবিতে আন্দোলন করছি না।কিন্তু আমাদের ভাষা কে পরিশিলিত করা উচিত। কোন নিকৃষ্ট প্রানী কামড় দিতেই পারে। তাকে উপযুক্ত মুগুর দিয়েই শায়েস্তা করা উচিত উল্টে কামড় দিয়ে নয়।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
যেখানে ভুতের ভয় বলেছেন: ধন্যবাদ গজ কচ্ছপ
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
গজ-কচ্ছপ বলেছেন: কোন নিকৃষ্ট প্রানি কামড় দিতেই পারে। তাকে মুগুর দিয়েই শায়েস্তা করা উচিত উল্টে কামড় দিয়ে নয়। ++++++++++