![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারনেই অসাধারণত্ব
১০৩ ডিগ্রি জ্বর। নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু এই বিষয়টি নিয়ে এখনি লিখে ফেলা দরকার।না লেখা পর্যন্ত কেন যেন ভাল লাগছে না। গত পরশু শুনলাম বাংলাদেশের হাজারও মানুষের বিনোদনের খোরাক , আড্ডার হাসাহাসির অনুষঙ্গ অনন্ত ও বর্ষা শাহাবাগ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তারা শাহাবাগ এসেছিলেন লাখ মানুষের কাতারে দাড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে।
এই ভদ্রলোককে কোন আলোচনায় নিয়ে আসলে নিতান্ত রস-কস হীন আলোচনাও জমে ওঠে। ভদ্রলোকের উচ্চারণ, তার কর্মকাণ্ড সবকিছুই হাসির খোরাক। পম গানা কথাটি তো গত বছরের সর্বাধিক আলোচ্য লাইন। এই ভদ্রলোককে নিয়ে যারা হাসাহাসি করেন তাদের মধ্যে আমিও একজন। কিন্তু যখন শুনলাম তিনি শাহাবাগ গেছেন সেই ঠিক মুহুরতেই মনে পড়লো পম গানা কথাটি তিনি কি প্রসঙ্গে বলেছিলেন। খুব সম্ভবত এই পম গানা কথাটির সাথে তিনি এটিও বলেছিলেন - " এটা আমাদের দেশ। নিজের দেশের প্রতি স্রদ্ধা রাখো।তুমি এই দেশেরই মানুষ" কিন্তু আমরা এই কথা গুলো ভুলে গেছি। ( আমি নিজেই ভুলে গেছি। ঠিক ভাবে মনেও পরছে না ঠিক কোন লাইন গুলো তিনি বলেছেন। যে কথাটি লিখলাম সেটি “নিয়ারেস্ট ফ্যাক্ট” ) আমরা তার দেশের প্রতি ভালবাসার জায়গাটা না দেখে পম গানা কে ধরলাম। এবং আসল কথা ভুলে গেলাম। আমাদেরই কয়েকজন একটি রেস্টুরেন্ট এ তাদের এতই বিরক্ত করলাম যে বর্ষাকে প্লেট ছুড়ে মারতে হল।
এই ভদ্রলোককে আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করি না। কেন যেন মনে হয় তার অহঙ্কার অত্যন্ত বেশি। তার উচ্চারনের সমসসার ব্যাপারটিও অতিরঞ্জিত নয়। যেহেতু তিনি একজন সেলিব্রেটি তাকে নিয়ে মজা করা যেতেই পারে । তাতে দোষের কিছু নেই কিন্তু তার দেশের প্রতি ভালবাসার দৃষ্টান্তে নিজে থেকেই মাথা ঝুকে আসে। করুর ভুল নিয়ে, ত্রুটি নিয়ে যখন আমরা রসিকতা করি সেটি তার কতটা প্রাপ্য জানা নেই। কিন্তু কারুর ভাল গুন কে সমর্থন করা আমাদের নৈতিক দায়িত্ত।
ভদ্রলোক বলেন তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। কথাটি যদি সত্য হয় তবে বিদেশ থেকে নিজের দেশে ফিরে আসা এবং একটি ভগ্নপ্রায় ইন্ডাস্ট্রিকে তুলে ধরার চেষ্টা করার জন্য সাধুবাদ অবশ্যই তার প্রাপ্য। অনন্তের পরদা উপস্থিতি বাদ দিলে তার ছবির বাকি সব কিছুই যে বিশ্বমানের এটি কি আমরা অস্বীকার করতে পারব?
অনন্তের ভুল উচ্চারন, তার অদ্ভুত কথা, অভিনয় এসব নিয়ে যেভাবে পেজে পেজে ছবি, ব্যাঙ্গচিত্র শেয়ার হয়েছে সেভাবে তার শাহাবাগে উপস্থিতির বিষয়টি আসে নি। এটি দুঃখজনক। অথচ আমার জানা মতে বাংলাদেশের চলচ্চিত্র জগতের পরিচিত মুখ গুলির মদ্ধে একমাত্র তারাই আন্দলনে শরিক হয়েছেন। সাধুবাদ তাদের।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
ফোকাস-০০৭ বলেছেন: ভাই আপনারা পারেন ও বটে , কাউকে ইচ্ছে করলে মাথায় তুলেন আবার ইচ্ছে করলে পায়ে নামিয়ে রাখেন ।বাংলাদেশের চলচিত্রে বিপ্লব আনার কারনে ওনার প্রতি আলেদা দূর্বলতা আছে আমার, অনেক শুভ কামনা রইল অনন্ত
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
চ।ন্দু বলেছেন: হু, ধন্যবাদ অনন্তকে ,
উচ্চারণ বুঝতে সমস্যা হলেও আন্দোলন ও তার ধরণ বুঝতে তার কোন সমস্যা না হবার কারনে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
ফোকাস-০০৭ বলেছেন: ভাই আপনারা পারেন ও বটে , কাউকে ইচ্ছে করলে মাথায় তুলেন আবার ইচ্ছে করলে পায়ে নামিয়ে রাখেন ।বাংলাদেশের চলচিত্রে বিপ্লব আনার কারনে ওনার প্রতি আলেদা দূর্বলতা আছে আমার, অনেক শুভ কামনা রইল অনন্ত