![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
বুক অফ দ্য ডেড
মৃতের বই নামটি প্রাচীন মিশরীয়দের দেওয়া নাম। মিশরীয় এই বইটিতে জাদু, সম্মোহন এবং প্রচলিত বিধিবদ্ধ উপাসনার নির্দেশাবলী সংগৃহিত করা হয়েছে, যা মৃত ব্যক্তির মৃত্যর পরবর্তী জীবন যাপনের জন্য প্রয়োজন হবে। এইটি সাধারণভাবে সূর্য এবং সূর্য দেবতার রাতে যাত্রা গল্পতে মনোনয়ন দেয় এর বিভিন্ন আবির্ভাবে এবং খারাপ শক্তিসমূহের সঙ্গে সাপ আপোফিস সহ তার লড়াই, যারা তাকে রাত্রিতে থামতে চেষ্টা করে, যাতে প্রভাতে উদয় করতে না পারে। মৃতের বই সাধারনত একটি প্যাপিরাস (মিশর দেশীয় নলখাগড়া দিয়ে বিশেষভাবে তৈরি গোটানো কাগজ) এ লেখা হত এবং মৃত ব্যক্তির কফিনে অথবা কবরে লাশের কাধে রাখা হত। এটি মধ্যরাজ্যের কফিনে লেখার মধ্য দিয়ে প্রাচীন রাজ্যের পিরামিডে লেখার সঙ্গে বিবর্তন আরম্ভ করার একটি দীর্ঘ পদ্ধতির সৃষ্টি করে ছিল। বইয়ের প্রায় এক-তৃতীয়াংশ পরিচ্ছেদ কফিনে লেখার আগে থেকে এর উৎপত্তি হয়।
বিশেষভাবে, বইটি প্রয়োজন হবে তার জীবযাপনের নৈতিক আচরণের সাহ্মী প্রস্তুত করতে, যা মৃত ব্যক্তি বিচারক ওসিরিস এর সামনে পেশ করবে। পরে পাপাইরেস কাগজটি মৃত ব্যক্তির কফিনে অথবা কবরের কহ্মে রাখা হত তার ধন-সম্পদের সাথে এবং সাজসজ্জা প্রয়োজনীয় গণ্য করা হতো আত্মা ভ্রমণের জন্য।
প্রাথমিকভাবে লেখাগুলো কবর কক্ষের দেয়ালে আঁকা হয়েছিল। মধ্য রাজ্যেতে ব্যবহার করা হয়েছিল সারকোফাগুসের উপরে হাইআরাগ্লিফ রং করার জন্য এবং অষ্টদশ রাজবংশ থেকে কেবল পাপাইরেসে লিখা শুরু হয়। এই ভাবে, মিশরীয় প্রত্নতত্ত্বরা অনেক সাহ্মী পেয়েছে মমি করণের এবং অনেক রাজবংশের সাধারণ মৃত্যর।
বুক অফ গেটস
বুক অফ গেটস বা দরজারগুলোর বই হল নতুন রাজ্যের সময়কালীন একটি গুরুত্বপূর্ণ প্রাচীন মিশরীয় অন্ত্যোষ্টিক্রিয়ার গ্রন্থ। গ্রন্থটিতে সাধারণভাবে, একটি সম্প্রতিক মৃত আত্মার পরবর্তী জীবনের যাত্রার কথা, কিছু নিয়ম, রাত্রিতে সূর্য দেবতার পাতাল অতিক্রম এবং সেখানে খারাপ শক্তিসমূহ তার মধ্যে রয়েছে আপোপিস সাপ তাকে সকালে উঠে বাধা দেয়, এর বিরুদ্ধে তার লড়াইের কথা বর্ণনা করে।
মৃত আত্মাকে যাত্রাপথে অনেকগুলো দরজা অতিক্রম করতে হয়। প্রত্যেক দরজা একটি ভিন্ন দেবীর সঙ্গে সংযুক্ত করা হয়, এবং মৃত আত্মাকে সেই বিশেষ চরিত্রের দেবীকে চিনতে হবে। গ্রন্থে ইঙ্গিত করে যে, কিছু লোকেরা এই যাত্রায় সহ্মম হয়, কিন্তু যারা সহ্মম না হয় তাদেরকে একটি অগ্নির হ্রদে ফালানো হয়, যেখানে তারা দৈহিক তীব্র যন্ত্রণায় ভুগবে।
আজ "বুক অফ গেটসের" সর্বাপেক্ষা বিখ্যাত প্রসঙ্গটি হচ্ছে মিশরীয়দের মনুষ্যত্বের জাতি ভেদ করণ, তারা রীতিসম্মত চারটি শ্রেণীতে ভাগ করেছে "মিশরীয়", "এশিয়াটিক", "লিবিয়ান" এবং "নুবিয়ান"। এ গুলো ফুটিয়ে তুলে ধরে পরবর্তী জীবনে ঢুকতে।
নতুন রাজ্যের অনেক কবরসহ, হোরেমহেব থেকে রামসেস ফেরাউনদের কবর গুলোতেও গ্রন্থটি এবং চিত্রটি দেখতে পাওয়া যায়। এগুলো সেননেডজেম এর কবরেও দেখতে পাওয়া যায়। সে ছিল দেইর এল-মেদিনা গ্রামের একজন শ্রমিক, চিত্রশিল্পি এবং কারিগর, যে নতুন রাজ্যের ফেরাউনদের কবর গুলো তৈরি করেছে।
বুক অফ দ্য আর্থ
বুক অফ দ্য আর্থ হল নতুন রাজ্য এবং পরের রাজবংশের একটি গুরুত্বপূর্ণ প্রাচীন মিশরীয় অন্ত্যোষ্টিক্রিয়ার গ্রন্থ।এই অন্ত্যোষ্টিক্রিয়া গ্রন্থটির নাম রাখে ছিল প্রাচীন মিশরীয় লোকেরা। বিভিন্ন গবেষকের মাধ্যমে এটি অনেক নামে পরিচিত হয়েছে। হার্টওয়েক আল্টেনম্যালার একে "বুক ডেজ আকার", পিয়নকাফ একে সূর্য গোলকের সৃষ্টি, এরিক হোরনিং একে পৃথিবীর বই বলে পরিচয় দিয়েছেন।
বুক অফ ব্রেথিং
বুক অফ ব্রেথিং বা শ্বাসপ্রশ্বাসের বই পরবর্তী যুগ এবং রোমান যুগের একটি গুরুত্বপূর্ণ প্রাচীন মিশরীয় অন্ত্যোষ্টিক্রিয়ার গ্রন্থ। প্রত্নতত্ত্ববিদরা দুটি বই সনাক্ত করেছে: একটি "বুক অফ রেসপরেইশনস", এটি ইসিস তার ভাই ওসিরিস এর জন্য সম্পাদনা করে এবং এর আরও বেশি আধুনিক সংস্করণ "বুক অফ ব্রেথস" এটি থোথ সম্পাদনা করে। এই বইগুলো পাপিরিতে হায়রাটিক লিপি এবং ডেমোটিক লিপিতে লিখা হয়েছে কিন্তু এটি ওসত্রাকেনেও লিখা খুঁজে পাওয়া গিয়েছে।
শ্বাসপ্রশ্বাসের বই বলা হয় কারণ বইটি শুরু হয় এই ভাবেঃ
"শ্বাসপ্রশ্বাসের বইয়ের শুরুতেই ইসিস তার ভাই ওসিরিসকে পুনোর জীবিত করার চেষ্ঠা করে, আপনার দেহ জ্যোতিময় করা জন্য, পুনরায় আপনার সারবত্তা পুনর্যৌবনতে ..."
এবং আরোঃ
"আপনার স্বতন্ত্র অস্তিত্ব স্থায়ী, আপনার দেহ দীর্ঘস্থায়ী, আপনার মমি উন্মেষিত ... "
একে "শ্বাসপ্রশ্বাসের অনুমতি" ও বলা হয়ে থাকে। জোসেফ স্মিথ পাপিরি তে, এটি করেছে আম্মোনের যাজক, হোর।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আমিনুর ভাই ।
২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
লোপা এসহক বলেছেন:
লেখাটা অন্য কোথাও পড়েছি মনে হচ্ছে।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হতে পারে অসম্ভব কিছু না এই বিষয় নিয়ে অনেকেই জানতে পারেন ।
আপনি আমারটা পড়েছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ ।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
েনহ।ল বলেছেন: অসাধারন লেখা ।। the book of dead এর উপর বাংলায় আগে কোনও লেখা দেখি নাই ।।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
নেহাল ভাই অনেক ধন্যবাদ । নববর্ষের শুভেচ্ছা রইল ।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
ঘুড্ডির পাইলট বলেছেন:
প্রতিটা ধর্মের যেমন একটা ধর্ম গ্রন্থ আছে তেমন শয়তানেরও একটা বই আছে , জানেন ? বুক অফ ডেভিল সেইটা নিয়া কিছু লিখেন।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ঠিক আছে লিখব । কিন্তু আপনার আকাস খালি পরিবর্তন হয়, এর কারন জানতে চাই , ঘুড্ডি তুমি এখন কার আকাসে উড় ?
৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০
এ্যাপোলো৯০ বলেছেন: গ্রীক মিথ আমার খুব পছন্দের বিষয়,মিশরীয় মিথ এত পড়িনাই তবে বুক অফ ডেড নিয়ে অনেক কিছু শুনেছিলাম।
প্রিয়তে রাখলাম
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মিশরীয় মিথ নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে , তুমি কেমন আছ ?
৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
শের শায়রী বলেছেন: আপনি আমার পছন্দের একটা ব্যাপার নিয়ে লিখছেন। পছন্দের মানুষ কে শুভেচ্ছা জানাতে হয়। চমৎকার লিখছেন, আর আপনার কাছ থেকে তো আমরা চমৎকার কিছুই চাই। শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
পছন্দের মানুষ হতে পেরেছি জেনে আমি ধন্য, আপনাকেও অনেক শুভেচ্ছা । মিশরীয় মিথ নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন:
ভাল লাগলো!
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ
৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২
অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা ভ্রাতা ++++++++++++++++++++++
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভ্রাতা শুভ কামনা নিরন্তর
৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
s r jony বলেছেন:
এন্টিনার চিনহ না দেখে ঢুকলাম,
আগে পড়ি তারপর বুঝলে কমেন্ট করুম
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
যেমনে এন্টেনা এন্টেনা করেন চিন্তায় আছি ব্যাপক ।
১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
চিরতার রস বলেছেন: প্রাচীন সব জিনিসই ভাল্লাগে।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
পুরোপুরি আমার মনের কথ বলেছেন
১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
অনীনদিতা বলেছেন: ভাল লাগলো!
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অনীনদিতা
১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
যুবায়ের বলেছেন: চমৎকার পোষ্ট...
পোষ্টে ভালোলাগা...
প্রাচীন মিসর সম্পর্কে বেশ কিছু জানলাম।
এমন লেখা নিয়মিত চাই।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
যুবায়ের ভাই এর পর প্রাচীন মিশরের পুরান নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে । পাশে থেকে অনুপ্রেরনা দেয়ার জন্য অনেক ভালোলাগা আপনার জন্য ।
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
রীতিমত লিয়া বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন:
প্রতিটা ধর্মের যেমন একটা ধর্ম গ্রন্থ আছে তেমন শয়তানেরও একটা বই আছে , জানেন ? বুক অফ ডেভিল সেইটা নিয়া কিছু লিখেন।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
লিখব ইনশাল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ
১৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
রীতিমত লিয়া বলেছেন: পোষ্টে ভাল লাগা!!!
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ
১৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
জিদনী বলেছেন: চমৎকার পোস্ট
অনেক কিছু জানা গেলো
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি ধন্য আপনাকে কিছু জানাতে পেরে
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
আরজু পনি বলেছেন:
পড়ার শুরুতেই ৬ নম্বর লাইকটা দিয়ে রেখেছিলাম....
মিশরীয়দের ব্যাপার স্যাপারই অন্য রকম লাগে।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আরজুপনি আপু এর পর প্রাচীন মিশরের পুরান নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে ।
আপনি লাইক দিয়েছেন জেনে সত্যি খুব খুশি হয়েছি । অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য আপু । ভালো থাকবেন নিরন্তর ।
১৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
মামুন রশিদ বলেছেন: চমৎকার তথ্যপূর্ন আর অজানা ইতিহাস নিয়ে সুপার পোস্ট ।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই । মিশর নিয়ে অনেক পড়েছি আর এই দেশটা নিয়ে আমার সবসময় একটা বড় কৌতূহল কাজ করে ।
১৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভ্রাতা, চমৎকার লিখেচেন ।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভ্রাতা অনেক ধইন্যা
১৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
পেন্সিল চোর বলেছেন: জটিল পোস্ট।মিশরের ইতিহাস সম্পর্কে এক পোস্টে বলে শেষ করা যাবে না ।
খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়ে।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার সাথে পুরোপুরি সহমত আর তাই প্রাচীন মিশরের পুরান নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে । ধন্যবাদ রইল অনেক ।
২০| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
মাহতাব সমুদ্র বলেছেন: তথ্য সমৃদ্ধ পোস্ট
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সমুদ্র ভাই
২১| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
িনহাজ রিমন বলেছেন: পোস্টে প্লাস
আপনার বেশিরভাগ পোস্ট ইতিহাস নিয়ে।
দারুন একটা বিভাগ নিয়ে পোস্ট করছেন।
চালিয়ে জান।
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
রিমন ভাই কেমন আছেন ?
কারন ইতিহাস নিয়েই আমার আগ্রহ বেশী এবং জানার প্রবল আকাঙ্ক্ষা ইতিহাস ঘিরেই ।
২২| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
িনহাজ রিমন বলেছেন: জী ভালো।
আপনি কেমন আছেন ভাইজান?
ইতিহাস সম্পর্কে আমাদের জানানোর জন্য ধন্যবাদ।
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
না তবে ইদানিং কিছু ছোট গল্প ব্লগে দিচ্ছি । আমি ভালই আছি
২৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
সোনালী ডানার চিল বলেছেন: চমৎকার তথ্যময় পোষ্টে ভালোলাগা।
হ্যাপি নিউ ইয়ার ব্রো............ভালো থাকুন সবসময়।।
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
হ্যাপি নিউ ইয়ার
ধন্যবাদ আপনাকে সোনালী ডানার চিল
২৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
মাক্স বলেছেন: চমৎকার পোষ্ট।
১৩সালের ১৩তম ভালোলাগা।
নতুন বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
হায় হায় সবই দেখি আনলাকি তাহলে আমার কি হবে মাক্স ভাই :-&
২৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
মাক্স বলেছেন: আরে মিয়া কিছুই হৈব না। টেনশন লৈয়েন না
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
উকে ঠিক আছে ধইন্যা লন
২৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
এ্যাপোলো৯০ বলেছেন: ভাইয়া তুমি মিশরের টা দিও। আমি ভাবছি গ্রীক কিছু দিবো
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
দেইখ আবার তুমি ভুলে মিশরের টা দিয়ে ফেল না যেন আর যদি গ্রীকের টার জন্য কোন সাহায্য লাগে আমি তথ্য দিতে পারি
তোমাকে ।
২৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
*কুনোব্যাঙ* বলেছেন: নো কমেন্ট!
সোজা প্লাস এবং প্রিয়তে
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে ব্যাঙ ভাই এটা হবেনা আপনার মাথার তাজ কোথায় গেল !!!
২৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
স্বপনবাজ বলেছেন: সালাম ভাই !
আমি কিন্তু আগে পড়ছি , তারপর লাইক বাটনে চাপ দিসি , তারপর কমেন্ট করছি !
সিরাম পোষ্ট !
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সালাম ভাই !
পড়ার জন্য ধন্যবাদ
লাইক বাটনে চাপার জন্য ধন্যবাদ
কমেন্ট করার জন্য ধন্যবাদ
আর সিরাম পোস্ট বলেছেন দেখে আমি লজ্জা পেলাম
:#> :#> :#>
২৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
বাবুরাম সাপুড়ে বলেছেন: সবাই শয়তানের ধর্ম বই নিয়ে ক্যানক্যন করতাছে ক্যান বুঝতাছি না। দারুন তথ্যমুলক পোষ্ট হইসে ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সবার মনে হয় শয়তানরে প্যাদানর মন চাইছে তাই ।
ধন্যবাদ বস
৩০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
আসাদুজ্জামান আসাদ বলেছেন: কিছু অজানা তথ্য জানলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এর পরের পর্বের প্রতি আমন্ত্রন রইল
৩১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: চরম ইন্টারেস্টিং পোস্ট।
+++++++++++++++
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই অনেক ভালো লাগল এতগুল প্লাস পেয়ে
৩২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
শিপু ভাই বলেছেন:
চমৎকার টপিকে চমৎকার পোস্ট!!!
+++++++++++++++
তবে পুরো পোস্টেই বাক্যগঠন ও বানানে প্রচুর সংখ্যক ভুল থাকাটা দৃষ্টিকটু লাগছে ব্রো~
সম্পাদনার দাবী রাখে!!!
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া ক্ষমা করবেন কিন্তু আমি তেমন কোন ভুল বাক্য গঠন অথবা বানান ভুল দেখতে পাচ্ছিনা তবে আপনি সেই ভুলের যথাস্থান দেখিয়ে দিলে হয়ত নজরে আসবে ।
আর আপনার প্লাসের জন্য অনেক ধন্যবাদ ও শুভ কামনা
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আর আমি অভ্র দিয়ে টাইপ করি এবং আমার কিছু টাইপিং গত দুর্বলতা আছে তাই তেমন কিছু ভুলের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমার জন্য মঙ্গল হবে কারন আপনাদের বিশেষ করে আপনার অনুপ্রেরনা আমার ব্লগিং জীবনের পাথেও ।
৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
একজন আরমান বলেছেন:
বরাবরের মতো চমৎকার পোস্ট।
ভালো লাগা লেখায়।
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগা মন্তব্যে
৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
লাবনী আক্তার বলেছেন: পেন্সিল চোর বলেছেন: জটিল পোস্ট।মিশরের ইতিহাস সম্পর্কে এক পোস্টে বলে শেষ করা যাবে না ।
খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু যদি ভরসা দেন তবে আরেকটি পোস্ট দিতে পারি
৩৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
শিপু ভাই বলেছেন:
মিশরীয় এই বইটিতে জাদু, সম্মোহন এবং প্রচলিত বিধিবদ্ধ উপাসনার নির্দেশাবলী সংগ্রহীত (সংকলিত/সংগৃহিত হয়েছে) করা হয়েছে, যা মৃত ব্যক্তির মৃত্যর পরবর্তী জীবযাপনের জন্য প্রয়োজন হবে।
এইটি সাধারণভাবে সূত্র এবং সূর্য দেবতার রাতে যাত্রা গল্পতে মনোনয় দেয় এর বিভিন্ন আবির্ভাবে এবং খারাপ শক্তিসমূহের সঙ্গে সাপ আপোফিস সহ তার লড়াই, যারা তাকে রাত্রিতে থামতে চেষ্টা করে, যাতে প্রভাতে উদয় করতে না পারে। (পুরা মিনিংটা বুঝি নাই। আর বোল্ড করা বানান ভুল)
মৃতের বই সাধারণত একটি পাপাইরেসে মিশরদেশীয় নলখাগড়া বিশেষ গোটানো কাগজ লেখা হত এবং মৃত ব্যক্তির কফিনে অথবা কবরের কহ্মে রাখা হত।এটি মধ্য রাজ্যের কফিনে লেখার মধ্য দিয়ে প্রাচীন রাজ্যের পিরামিড লেখার সঙ্গে বিবর্তন আরম্ভ করার একটি দীর্ঘ পদ্ধতির সৃষ্টি ছিল।
উপরের বাক্যটা এমন হবে মনে হয়- " মৃতের বই সাধারনত একটি পাপাইরাস (প্যাপিরাস) (মিশরদেশীয় নলখাগড়া দিয়ে বিশেষভাবে তৈরি গোটানো কাগজ) এ লেখা হত এবং মৃত ব্যক্তির কফিনে অথবা কবরে লাশের স্কন্ধে/কাধে রাখা হত। এটি মধ্যরাজ্যের কফিনে লেখার মধ্য দিয়ে প্রাচীন রাজ্যের পিরামিডে লেখার সঙ্গে বিবর্তন আরম্ভ করার একটি দীর্ঘ পদ্ধতির সৃষ্টি করে ছিল।
আরো আছে।
মাইন্ড কইরেন না ভাই।
পরের পোস্টের অপেক্ষায়।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শিপু ভাই ভাই আপনি হলেন আমার অনুপ্রেরনা ভুল হলে ধরিয়ে দিবেন এটাই স্বাভাবিক আর যদি তা না করেন তবে ভেবে নিব আপনি আমার ভাল চান না তাই আপনার উপর মাইন্ড করার কোন কারন নাই আর আশা করি এভাবেই সাথে থেকে ভুলগুলো ধরিয়ে দিয়ে এভাবেই অনুপ্রেরনা দিয়ে যাবেন তাহলেই বুঝব আপনি হলেন ভাইয়ের মত ভাই । আর এর পর থেকে আশা করি এ ব্যাপারে আরও সতর্ক হব তবে কি ভাই আপনি জানেন ভীষণ ব্যাস্ততার মাঝেও ব্লগিং করছি আপনাদের মাঝে ভালো কিছু শেয়ার করার জন্য ।
আর আমি অভ্র দিয়ে টাইপ করি এবং আমার কিছু টাইপিং গত দুর্বলতা আছে তাই তেমন কিছু ভুলের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমার জন্য মঙ্গল হবে । তবে আপনাকে আমার অন্য লেখা গুলো পড়ার আমন্ত্রন জানাচ্ছি । আশা করি আপনার মুল্যবান বক্ত্যব্য রেখে যাবেন । ধন্যবাদ শিপু ভাই ভাই।
এটা কিন্তু কোন ভুল নয় কারন আপনার নাম হল শিপু ভাই তাই বললাম
শিপু ভাই ভাই।
৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
শিপু ভাই বলেছেন:
অবশ্যই আপনি আমার ভাই!!!
বানান আমারো অনেক ভুল হয়।
অভ্রতে লিখলে বানান ভুল হওয়া স্বাভাবিক। তবে এই পোস্টে বানানের চেয়ে কিছু কিছু বাক্য আমার চোখে লাগছে যেগুলোকে ভুল/অসম্পূর্ণ/অবোধ্য বাক্য মনে হয়েছে।
তাছাড়া এধরনের আকর্ষনীয় টপিকে পূর্নাংগ পোস্ট দিলে সেটা একটু সময় নিয়ে দেয়াটাই ভাল। এত কষ্ট করে এত বড় একটা তথ্যমূলক পোস্ট শুধু মাত্র বানান বা কিছু বাক্যের জন্য দৃষ্টিকটু হবে তা কাম্য নয়।
অবশ্যই আপনার পোস্টগুলো (যেগুলো আমার অপঠিত) আমি পড়বো। কিছু পোস্ট অফলাইনে পড়েছি অবশ্য।
আমার নাম শিপু....যেহেতু আমি আপনার ভাই...তাই নিক শিপু ভাই!!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি মনে হয় আমার উপর মাইন্ড করলেন ভাইজান !!!
আমি কিন্তু শুধু দুষ্টামি করেছি একটু ।
এধরনের আকর্ষনীয় টপিকে পূর্নাংগ পোস্ট দিলে সেটা একটু সময় নিয়ে দেয়াটাই ভাল। এত কষ্ট করে এত বড় একটা তথ্যমূলক পোস্ট শুধু মাত্র বানান বা কিছু বাক্যের জন্য দৃষ্টিকটু হবে তা কাম্য নয়।
অনেক ধন্যবাদ শিপু ভাই ।
এভাবে সাথে থেকে ভুলগুলো ধরিয়ে দিয়ে আমার ব্লগিং এর পাথেও হয়ে থাকবেন এই আশায় আপনার প্রতি অনেক সন্মান আর ভালোবাসা জানাই ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সম্পাদনা করা হয়েছে ।
৩৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অনেক
৩৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
সুখী চোর বলেছেন: ইয়ে কি হো গায়া .... মিশরে আসতে এত দেরী!!!!
সোজা +++++
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
আশা করি এর বাকি পর্ব গুলো পড়বেন ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য ।
৩৯| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭
ডট কম ০০৯ বলেছেন: অনেকগুলা বইয়ের নাম জানলাম।
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
পুরাতন পোস্ট ঘেঁটে ঘুটে পড়ার জন্য কৃতজ্ঞতা রইল।
৪০| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫২
আলামিন১০৪ বলেছেন: দৃশ্যটা কি পরিচিত লাগে? শিয়ালমুখোরে চিনেন নি?
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
আমিনুর রহমান বলেছেন: চমৎকার পোষ্ট।
১ম ভালো লাগা।