![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
এই আমার বাংলাদেশ। আমাদের আসলে গর্ব করা ছেড়ে দেয়া উচিৎ। কারন এই দেশে গরীব আজীবন আরও গরীব হবে এবং বিত্তবানেরা আরও বিত্তশালী হয়ে উঠবে। আর বুদ্ধিজীবীগণ থাকবেন তাদের বুদ্ধিদিপ্তি নিয়ে আর তারা চলবেন লেজুড় ব্রিত্তি করে গাঁ বাঁচিয়ে। তবে কি এরই নাম স্বাধীনতা। আমরা প্রতি শীত আসলেই ব্যাস্ত হয়ে উঠি শীত বস্ত্র বিতরনের জন্য কিন্তু একটিবারও এই দেশের দারিদ্রতা বিমোচনের জন্য কোন পদক্ষেপ নেই না। ভাবি শুধু আরে ভাই নিজে বাঁচলেই বাপের নাম। দেশের সরকার এবং বিরোধী দল ঠিক যেন তাই। কখনও ট্রাকের পেছনে কখনোবা খোলা ময়দানে লম্বা ভাষণ দিয়ে গরীব মানুষগুলোকে লাইনে দাড় করিয়ে ত্রান বিতরন করে বাহ বাহ কুরাচ্ছেন। তারপর সেই মহান দানশীলতা অনেক ঘটা করে প্রচার করছেন নির্বাচনে জয়ী হবার জন্য। আর আমরা শালা বাংলাদেশী এইসব ভণ্ডামির লেজুড় ব্রিত্তি করে ঘরের ভেতর লেপ কাঁথা মুরি দিয়ে আরামাদায়ক লুঙ্গি পরিধান করে ঘুমিয়ে থাকছি। আর ঘুমের মাঝে কখন যে লুঙ্গি হারিয়ে গেছে সেই হুশ নাই কারন এরই নাম স্বাধীনতা , স্বাধীন দেশের সামাজিক দ্বায়বদ্ধতা। যখন আমার ঘরে অন্ধকার , টাকার অভাবে কেরোসিন কিনতে পারছিনা তখন কিন্তু আমার ঘরে ঝার বাতি লাগিয়ে রাখা মানায় না। ঠিক তেমনি যখন আমার দেশের অধিকাংশ মানুষই দারিদ্রসীমার নীচে বাস করছে , তখন আমাদের দামী দামী গাড়িতে করে ঘোড়া মানায় না। আর মানাবে তখনই যখন আমরা আমাদের দেশ থেকে দারিদ্রতা পুরোপুরি দূর করতে পারব। অথচ আমরা ব্যাস্ত রয়েছি লুটপাট করে ভোগের ধান্দায়। আমি যখন ঘরে এসির বাতাস খেতে খেতে কাচ্চি বিরিয়ানি খাই ঠিক সেই সময় হাজারো মানুষ না খেয়ে ফুটপাতে জীবন যাপন করছে প্রতিটা মুহূর্ত মৃত্যুর সাথে লড়াই করে। আবার সেই ফুটপাথের পাশ দিয়ে আমি যখন হেটে যাচ্ছি তখন আবার নাক বন্ধ করে বমি করে দিচ্ছি। তাই আজ আমার নিজেকে কুলাঙ্গার বলে মনে হয়। আমার মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।
প্রভু
---------------------------------------
উদ্ভ্রান্ত উদ্বাস্তু আমি একজন যাযাবর,
আমাকে করেছি আমি পর,
আমি নইত আমার।
আমাকে দিয়েছি তুলে পৃথিবীর অমাবস্যায়,
বৃক্ষ কর্তনে বৃক্ষের যন্ত্রণায়।
শীতের শৈত্য প্রবাহে
পথের ধারে যে মানুষ
কেঁপে – কেঁপে; মৃত্যুর প্রতীক্ষায়,
মৃত্যুর যন্ত্রণায়, পথেই পরে রয়;
আমি তাকে পারিনি দিতে;
বেঁচে থাকার ঠাই।
মৃত্যুর পরেও পারিনি দিতে;
আমি তাকে মৃত্যুর ঠাই।
ক্ষমা করে দিও আমায়, “প্রভু”
উৎসর্গ হে মানুষ তোমাকে যে তুমি শুয়ে আছো ওইভাবে ফুটপাথে
১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
নারে ভাই আমার প্রিয় ভাই হলে কখন তারে নিয়ে লক্ষ টাকা খরচ করে ফেলতাম আপনি যে কি বলেন না ।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
s r jony বলেছেন:
২য় ভালোলাগা, আর কিছু বলার
১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মিয়া ভাই খালি ভালো লাগলেই হইব না আমার সাথে বইসা খালি কিবোর্ড ফাটাইলেই চলব আর কিছুই করন লাগবনা, কি কিছু বুঝলেন ??????????
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
ডানাহীন বলেছেন: আপনি আমি কেন লজ্জিত হই .. লজ্জা হওয়া উচিত তাদের যারা জনগনের টাকায় বেতন বাড়ায়, এসি গাড়িতে ঘোড়ে, ৩০ হাজারের ল্যাপি ৭০ হাজারে কিনে শাসন ব্যবস্থা ডিজিটাল বানাতে চায় । জ্বালানি তেলে ভর্তুকি দিতে এরা অর্থনীতি কপচায় .. আরে তোরা কি বাপের ঘর থেকে এনে ভর্তুকি দিস
১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
লজ্জ্যা পাবার ছাড়া আর কি করার আছে বলেন ? আজ আমার মনটা ভীষণ খারাপ ফুটপাথের ওই অসহায় মুখটা দেখে কিছু করতে না পেরে । তাই নিজেকে নিজেই গালি দিচ্ছি ।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
মাহিরাহি বলেছেন: এ লজ্জার দায়ভার সবার
১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
একজন নিশাচর বলেছেন: +++
১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
মিয়া ভাই খালি প্লাস দিলেই হইব না আমার সাথে বইসা খালি কিবোর্ড ফাটাইলেই চলব আর কিছুই করন লাগবনা, কি কিছু বুঝলেন ??????????
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
আল ইফরান বলেছেন: মনটা ভয়ানকভাবে খারাপ হয়া গেলো ছবিটা দেইখা।
রাস্তার পাশে তো আসলে ঐ মানুষটা ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে আমাদের তথাকথিত জাগ্রত বিবেক।
১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমাদের কি কিছুই করার নাই ????????????
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
সান্তনু অাহেমদ বলেছেন: পুঁজিবাদ যে গণতন্ত্রের প্রধান চালিকাশক্তি, সে গণতন্ত্রের চেহারা এর চেয়ে ভালো আর কি হবে।
নাগরিক অধিকার এখানে শ্লোগানে মুখর বাক্য শুধু। শীতে যারা কাঁপে এটা তাদের ব্যর্থতা; আমার রেস্টরুমে হাত ধোয়ার পানিটাও গরম থাকলেই হবে। আপাদমস্তক শীতের পোশাক পরে বক্তুতা মঞ্চ কাঁপাতে তো কোন সমস্যা হয় না।
মানুষ একদিন জেগে উঠবে। তেড়ে আসবে নাঙ্গাবেশে। ফুটো থালিতে আগুন জ্বলবে। একটু দেরী হতে পারে; তবে আসবে সে দিন যেদিন - রাজনৈতিক নেতাদের চর্বি কাটবে সবাই ভাঙ্গা থাল দিয়েই।
পোস্টে অনেক ভালোলাগা রইল।
১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
গণতন্ত্রের সংজ্ঞা নাকি অনেকটা এই রকম গণতন্ত্র হইল মানুষের জন্য, মানুষের দ্বারা , মানুষের অধিকার । কিন্তু এখন মনে হয় এই সংজ্ঞার পরিবর্তনের দরকার হয়ে পরেছে । এখন বলতে হবে পুঁজিবাদ গণতন্ত্রের প্রধান চালিকাশক্তি।
আপনি বলেছেন, "মানুষ একদিন জেগে উঠবে। তেড়ে আসবে নাঙ্গাবেশে। ফুটো থালিতে আগুন জ্বলবে। একটু দেরী হতে পারে; তবে আসবে সে দিন যেদিন - রাজনৈতিক নেতাদের চর্বি কাটবে সবাই ভাঙ্গা থাল দিয়েই।"
কিন্তু আমি এরকম কোন আশাই এই দেশে দেখিনা । কারন লেজুড় ব্রিত্তি করতে করতে আমরা সবাই এখন গোলামে পরিনত হয়ে গেছি। আমরা ১৯৭১ সনে গোলামি করার হাত থেকে মুক্তি পেতে মুক্তিযুদ্ধ করে অজস্র রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিলাম কি আজকে আবার সেই গোলামে পরিনত হতে ? তবে এই স্বাধীনতার মুল্য কোথায় ? শুধু এই প্রশ্ন গুলোই আমার হৃদয়ে কুড়ে কুড়ে খাচ্ছে । মনে হয় আরও একবার পরিপূর্ণ স্বাধীন হবার জন্য যুদ্ধের প্রয়োজন রয়েছে।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
এ্যাপোলো৯০ বলেছেন: ভালো লাগা দিবো না। সত্য সবসময় অপ্রিয় হয়। নিজেদের ব্যার্থতা প্রকাশ করে দিছো। ভাগ্য ভালো আমার গাড়ী নাই। নইলে আরো বেশি লজ্জ্বা পেতাম।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাগ্য ভালো আমার গাড়ী নাই। নইলে আরো বেশি লজ্জ্বা পেতাম।
ভালই বলেছ
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১
ঘুড্ডির পাইলট বলেছেন: ছবিটা ভালো করে দেখুন । কয়েকটা গাড়ি পাশ কাটিয়ে চলে গেলো , কেউ থামলো না গরীবটাকে সাহায্য করতে।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
পাইলট ভাই ছবির মর্ম বুঝতে পেরেছেন দেখে খুবই ভাল লাগল আরও দেখেছেন লোকজন পাশ দিয়ে হেটে যাচ্ছে কিন্তু কিছুই যেন বলার নাই কিছুই যেন করার নাই।
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! আহারে !!
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
নিয়েল ( হিমু ) বলেছেন: একটা দীর্ঘনিঃশ্বাস ছাড়া আর কোন অনুভুতিও হয় না আমাদের ।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত
১২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
আমি মুখতার বলেছেন: সবচেয়ে নিকৃষ্ট জিহাদ হল শুধু মুখে প্রতিবাদ করা, আমরা সেই নিকৃষ্ট জিহাদই করছি, সামনা-সামনি কেউ জেতে পারি না। আমার পক্ষে তো এখন অসম্ভব!! এসব দেখতে দেখতে গা সয়ে গেছে, এখন আর লজ্জা করে না বা কষ্ট লাগে না। নিজের মৃত্যুর খবর শুনলেও মনে হয় এখন আর খারাপ লাগবে না।
তবে আমরা এই নিকৃষ্ট জিহাদ টা করতে পারলেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো তাও মনে হয় না করবে। আজকাল মানুষের জীবনে ব্যাক্তি স্বার্থই গুরুত্তপুর্ন।
ছোট বেলায় ( এখনো ছোট) যখন রাস্তায় কোন ভিক্কুক দেখতাম, মনে হত বড় হলে আমার এত টাকা থাকবে যেন কেউ আমার কাছ থেকে খালি হাতে ফিরবে না। এখন স্বপ্ন দেখি আমার এত টাকা থাকবে যেন মেয়ের বাবাকে কনভিন্স করতে সমস্যা না হয়। :/
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত ভাই দারুন কিছু কথা বলেছেন
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
বোকা ডাকু বলেছেন: হ্যা এমন একটা দেশের জন্যেই তো আমাদের পূর্বপুরুষগণ জীবন বাজী রেখে মরণপণ লড়েছিল। আর তাদের সেই অর্জন আজ ব্যবসায়ের মূলধন বলে বিবেচিত হচ্ছে তথাকথিত "মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদের" কাছে। সাধারণ মানুষের জীবন কখনও চেঞ্জ হবেনা।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
"মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদের" দারুন বলেছেন ভাই ।
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
এ্যাপোলো৯০ বলেছেন: যারা গাড়ীতে করে গেলো ওরা না হয় কালো কাচ দিয়ে নিজেদের চোখ ঢেকে রাখে, কিন্তু পাশ দিয়ে যারা পায়ে হেটে যায় তারা কি করে ?
অন্যদের দোষ দিয়ে কি লাভ ? বাসস্ট্যান্ডে যখন দাড়িয়ে থাকি তখন আমিও দেখি এমন অনেকেই কিন্তু ভাবার সময় কই???? কালকেও হয়তো দেখবো কাউকে না কাউকে, কিন্তু তখন না মনে পড়বে কান্ডারি ভাইয়ের এই পোস্ট, না মনে পড়বে আমার এই দরদী এবং ভুয়া কমেন্টের কথা
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু তোমার সাথে আমি পুরোপুরি সহমত জানাই । তবু মাঝে মাঝে নিজের বিবেক কে একটু ঝালিয়ে দেখি না হলে আমিও যে কবে ওইভাবে ফুটপাথে শুয়ে থাকব তা কেবল প্রভু ই জানেন
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
বোকা ডাকু বলেছেন: মনে আছে আহসান হাবীবের কথা? মেঘনা পাড়ের ছেলে অনেক আগেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন--
ধন্যবাদ
আহসান হাবীব
আসি তবে ধন্যবাদ ।
না না সেকি প্রচুর খেয়েছি
আপ্যায়ন সমাদর যতটা পেয়েছি
ধারনাই ছিলো না আমার ।
ধন্যবাদ ।
রাতবেশী এইবার চলি তবে স্যার?
আসবো না ?
কী বলেন ।
হুজুরের সামান্য কেরানি
দয়া করে ডেকেছেন
এতো আমি ভাগ্য বলে মানি ।
খেটে খুটে ?
সে কি কথা ।
নিজের বাড়ির কাজ, আর
খাটবো না ? চুপ
করে খেয়ে যাবো স্যার ?
চলি তবে । কী যে মজা,
সত্যি স্যার মজার ব্যাপার ।
এমন মজার কথা এর আগে শুনি নাই আর ।
চিঠি পড়ে ভেবেছি
তাহলে
ডলি বুঝি আপনার মেয়েদের
কারো ডাক নাম ।
তাইতো সামান্য কিছু চকোলেটও
কিনে আনলাম ।
এসে দেখি -
তাই নাকি ?
চকোলেটও খায় নাকি ডলি ?
হতে পারে, সে যাকগে,
সত্যি কথা বলি -
ডলি নাম কুকুরছানার
আজ তার জন্মোত্সব,
সত্যি এক ইউনিক ব্যাপার ।
সত্যি নাকি ,
ও দেশের ঘরে ঘরে ঘটে থাকে এটা ?
তাহলেও বলুন তো এমন
নিঁখুতভাবে সেটা
এদেশে আপনি ছাড়া কে আর দেখালো ?
অনেকেই ?
হবেও বা সেসব কি জানি ?
আপনার অধীনস্থ জনৈক কেরাণী।
দয়া করে ডেকেছেন বলে
তবেই না জানা গেলো, তেমনা হলে
এওতো আমার পক্ষে জানা
সম্ভব হতো না স্যার ।
সত্যি স্যার কুকুরের ছানা,
তার জন্মদিনে এত খরচের হাত-
দু হাজার ? তা হবে না ?
ও ব্যাটার বাদশাহী বরাত !
হাসবো না ?
সে কি স্যার, এমন খুশির দিন আর
আমাদের এ জীবনে বলুন
তো আসে কতবার ?
চোখে পানি ?
না না স্যার ও কিছু না,
কী জানেন? খেয়েছি এমন শ্বাস
নিতে কষ্ট হয়-
তা হলে এখন
রাতও হলো আপনার বিশ্রাম নেবার সময় হয়েছে ,
আজ আসি তবে স্যার ।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই
১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
রাইসুল নয়ন বলেছেন: ভাই কি কমু ?
কওনের কিছুই নাই!!
সামর্থ্য ও নাই এদের জন্য কিছু করমু !!
ল্যাপটপ টা কমদামী তাই কি বোর্ডে প্রেসার দিতে সাহস পাই না !!
সালারা আমাগো টাকায় (ব্লগ তাই গালি দিলাম না)
আসেন ঘড়ে বইয়া মুড়ি খাই, আর নইলে কন কোথায় আমু সব সালার মুখোস খুইল্লা দিমু, সালারা দেশ বেইচা ফ্যাশন.....।
আর একটা মুক্তিযুদ্ধ করমু্,
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আর একটা মুক্তিযুদ্ধ করমু্
১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
রাইসুল নয়ন বলেছেন: হ ভাই, আর একটা মুক্তিযুদ্ধ করমু !!
আর ভালো লাগে না !
একটা পরিবর্তন দরকার,এইভাবে সম্ভব না !!
আমি কিছু না পাইররা শেষে নিজেরে গালাগালি করি, আফসোস হয় !
কি করমু কন?
বাসা থেকে টাকা না দিলে এক কাপ চা ও খাইতে পারিনা !!
কেমনে যে কি করি ?
যে সালাগো টাকা আছে ওরা তো এগুলা খেয়াল ই করেনা, যখন ডুপ্লেক্স এর বারান্দায় দাড়ায় তখন নিজের পাছার আন্দাজ পায় না,
জুতা মারতে মন চায় ,
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা হা ভালই বলছ
১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
মেহেরুন বলেছেন: এ লজ্জার দায়ভার সবার- একমত
আমরা শুধু বসে বসে কিবোর্ড এর কি চাপতেই ক্ষান্ত। কাজের কাজ কিছুই করতে পারি না। এ লজ্জা আর কারো নয়, আমাদের ই।
ধন্যবাদ ভাই আমদের দায়ভার চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য
১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ এইভাবে সাথে থেকে উৎসাহ দিয়ে যাবেন সবসময় আশা করি । ভালো থাকবেন নিরন্তর ।
১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
অনীনদিতা বলেছেন: কি বলবো,ভেবে পাচ্ছিনা।হয়তো প্রতিদিনই এরকম কিছু দেখছি অথবা দেখেও না দেখার ভান করছি।
আসলে আমরা এক রকম অভ্যস্ত হয়ে গেছি।
চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য ধন্যবাদ।
১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমাকে দিয়েছি তুলে পৃথিবীর অমাবস্যায়,
বৃক্ষ কর্তনে বৃক্ষের যন্ত্রণায়।
ভালো থাকবেন নিরন্তর এই শুভ কামনায়
২০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
যুবায়ের বলেছেন: পোষ্টে ভালোলাগা.....
ছবিগুলি দেখার পড় বলার কিছু নেই
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
যুবায়ের ভাই এই অবহেলিতদের নিয়ে একটা বিস্তারিত পোস্ট দেয়ার ইচ্ছা আছে , কাজ করছি দোয়া করবেন ।
২১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
সালমাহ্যাপী বলেছেন: কিছুই বলার নাই
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছুত একটা বলেন
২২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
উথালপাতাল বলেছেন:
আপনে ভুলিতে আমি আজও করি দান
হে প্রভু জ্ঞান দাও আমায়, রেখনা আর অজ্ঞান।
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হে প্রভু জ্ঞান দাও আমায়, রেখনা আর অজ্ঞান
সহমত
২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
একজন আবির বলেছেন:
আমার মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।
ভাইয়া কবিতা খুব সুন্দর হয়েছে।
১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আবির । কেমন আছ ভাইয়া তুমি ? তোমাকে অনেক দিন পরে দেখে ভালো লাগল ।
২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
একজন আবির বলেছেন:
বেশী ভালো না ভাইয়া। পড়াশোনার অনেক চাপে আছি।
আপনি কেমন আছেন?
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
একটা কাজ কর কিছু চাপ মাস্টার মশাইদের কাঁধে দিয়ে আস উনারা এত চাপ দেয় কেন আমি আজো বুঝিনা !!!!
২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
ইখতামিন বলেছেন:
১০ম ভালো লাগা.
প্রিয়তে স্টিকি করা.
আমি আমার মৃত্যুদণ্ড চাই। মনে পড়ছে না- গাড়ীটায় কি আমিই ছিলাম?
আরজান ভাই. আপনার প্রো. পিক যতবার দেখি- ততোই হাসি.
কেন. জানি না.
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই প্রথম কথা আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভ কামনা জানাই ।
দ্বিতীয় কথা জী হ্যাঁ গীটারটায় আপনিই ছিলেন
তৃতীয় কথা আমার নাম আরজান নারে ভাই এইখানেই আপনি একটা ধোঁকা খেয়ে গেলেন
আর আমার প্রো. পিক এর চেহেরা দেখতে কি খুব কমেডি কিছু নাকি আশা করি এর তর্জমা বললে আর হাসি আসবেনা ।
ভাল করে খেয়াল করুন দেখতে পাবেন একটা সাম্রাজ্য ( বাংলাদেশ ধরে নিন ) কিভাবে একটা দানব তেড়ে এসে গ্রাস করে নিচ্ছে আর একটি সরীসৃপ কিভাবে তার লেজ গুটিয়ে পাল্লাছে (মানে আমরা বাংলাদেশীরা অথর্ব)।
আর সেই জন্যই আমার নাম কান্ডারী অথর্ব । এবার কি আমার নামের সাথে আমার প্রো. পিক এর কন মিল খুঁজে পেলেন ?
আশা করি এভাবেই আমার সাথে থেকে অনুপ্রেরনা জুগিয়ে যাবেন আজ হতে আপনি আমার অনুসরনে রইলেন । ধন্যবাদ ভালো থাকবেন নিরন্তর।
২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: চেষ্টা করতে গেলেও খাবি খাওয়ার অবস্থা!!!
এনজিও রেজিষ্ট্রেশনে গেলাম ঢাকা অফিস। সেকি অবস্থা...
লাইনে, দাড়ি কমায় ভুল ধরে নাস্তানাবুদ!!!!
অবশেষে মুক্তির পথ- প্যাকেজ ডিল!!!!
আর কোন ভুল হয় নি। আর কোন জঞ্ঝাট হয় নি!!
এইবার আসেন- ডোনেশন পাবেন কই?
দেশীয় আয়োজনে করতে যাবেন- পাশের রাজনীতির কথিত ভাইরা ভ্রু কুচকে তাকাবে!
ম্যানেজ করে এগিয়ে যান- নানান চান্দা, মিষ্টি খাবার পয়সা.....
ফরেন ডোনেশন আনবেন। ভাল কথা। খেটেখুটে আনলেন- ভাগ না দিলে জেএমবি বানায়া ফাসায় দিব!!!!
পরিবর্তনে যাদের স্বার্থহানি হয়-তাদের নির্মুল করতে হবে আগে। নইলে
সুবিধাবাদী এনজিওর সংখ্যা দারিদ্রের আনুপাতিক হারে বাড়তেই থাকবে।
তারা আবার প্যাকেজ ডিলে উস্তাদ!!
হাই কানেকশন-প্রশাসন থেকে সুশীল সমাজ! মিডিয়া থেকে সবক্ষেত্রে...
তাদের ভিড়ে প্রকৃত সমাজ সেবক যারা- কিছুদিন চেষ্টা করে -বাস্তবতার কাছে নত হয়ে একসময় শুধু বেঁচে থাকার চেষ্টা করে যায় অসীম যন্ত্রনা বুকে চেপে!!!
চাই জাতিগত পরিবর্তন। বোধের চেতনার।
আর যারা এই ভুমিকা পালনে সক্ষম তারাই যে ডিলের বাক্সবন্দি!!!
অক্ষমের আক্রোশ ছাড়া থাকে কি????
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
চাই জাতিগত পরিবর্তন। বোধের চেতনার।
আর যারা এই ভুমিকা পালনে সক্ষম তারাই যে ডিলের বাক্সবন্দি!!!
অক্ষমের আক্রোশ ছাড়া থাকে কি????
পুরোপুরি সহমত ভাই । আমি আজ এসব দেখে দেখে ক্লান্ত ।
২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
আমি ইহতিব বলেছেন: মাঝে মাঝে রাগ হয় ঐ প্রভুর প্রতি মনে হয় প্রশ্ন করি - তুমি না দয়াময়, তুমি কেন এই অসহায় মানুষগুলোকে এতো কষ্টের জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছো?
সাথে আছি ভাইয়া, কোন পরিকল্পনা থাকলে জানাবেন।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
হে প্রভু জ্ঞান দাও আমায়, রেখনা আর অজ্ঞান।
এই অবহেলিতদের নিয়ে একটা বিস্তারিত পোস্ট দেয়ার ইচ্ছা আছে , কাজ করছি দোয়া করবেন ।
আমার একটা পরিকল্পনা আছে তবে শুরু করলে আপনি অবশ্যই সাথে থাকবেন আমি জানি।
২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
একজন আবির বলেছেন:
আমিও বুঝি না
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম ছোট বেলায় পড়ার জন্য কত মাইর যে খাইছি তার কোন হিসাব নাই কিন্তু তারপরেও আমি পড়াশোনা করিনাই । আমি কিন্তু আন্ডার কেলাস ফাইভ পাস।
২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩
তারান্নুম বলেছেন: মৃত্যুর পরেও পারিনি দিতে;
আমি তাকে মৃত্যুর ঠাই।
ক্ষমা করে দিও আমায়, “প্রভু” ...অসাধারণ লাগলো আর সাথে লজ্জাও।
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমাকে দিয়েছি তুলে পৃথিবীর অমাবস্যায়,
বৃক্ষ কর্তনে বৃক্ষের যন্ত্রণায়।
৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মন খারাপ করে কি আর লাভ বলেন !
আচ্ছা আপনার একটা পোস্ট পড়লাম কিন্তু কোন কমেন্ট করতে পারলাম না সম্ভবত কমেন্ট অপশন আপনি বন্ধ করে রেখেছেন মনে হয়।
৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
অনীনদিতা বলেছেন:
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মন খারাপ করে দেয়ার জন্য দুঃখিত
৩২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
ফারাহ দিবা জামান বলেছেন:
আমার দড়িতে,
সে তো কত আগেই চরেছি আমি,
ভুখা পেটে,
উদোম গায়ে,
কবেই মরে গেছি
শুধু অপেক্ষায়--
রক্ত চর্বি থেঁতলে যাবার জন্য
একটি গাড়ির ধাক্কার!
সেই অপেক্ষায় হয়ত আছে ওই লোকটি।
প্রাণের মায়া কি আছে তার?
আমার মতন ভণ্ড আর কজনে আছে!
কবিতার রসদ তো আমার খাতার,
এই সমস্ত অনাহারী শরীর।
আহ!
শত ধিক এই নিজেকে।
আর কাউকে নয়।
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আপনার কবিতা পড়লে আমি অনেকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যাই কিছু বলার সাহস হারিয়ে ফেলি কারন আপনার কবিতায় মন্তব্য করার মত দুঃসাহস আমার নাই। শুধু বলি জীবনের প্রতি আপনার যে বোধ আমাকে সত্যি ভাবিয়ে তুলে । এমন জীবনবোধ খুব কম মানুষের ভেতরই থাকে ।
আমি তারে দেখিনি বিধাতা
তবু বলি তুমি আমাকে মুগ্ধ করেছ
ঢেলেছ অমৃত সুধা আমার গোপন বিহনে
যেখানে জ্বলে পুড়ে ছারখার হয় আমার মস্তিষ্ক
সেখানে আমি আশাহত বেজাতির বেশে
কি দিয়েছি
আর কি পেয়েছি
হিসাব চাইনি তোমার কাছে
তবু তুমি কেন আমাকে জাগালে
আমার মতন ভণ্ড আর কজনে আছে!
কবিতার রসদ তো আমার খাতার,
এই সমস্ত অনাহারী শরীর।
আহ!
শত ধিক এই নিজেকে।
আর কাউকে নয়।
৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++
খুব খারাপ লাগে ভাই
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইরে খুব খারাপ লাগে যখন ওই শুঁয়োপোকাগুলোর গায়ে দেখি দামী জামা, দামী গাড়ি আর মুখে লজ্জাহীন হাসি ।
৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন:
আমি কিন্তু আন্ডার কেলাস ফাইভ পাস।
আন্ডার কেলাস ফাইভ পাস স্টুডেন্ট ব্যাঙ্কে চাকরি করে কিভাবে?
আমার তো মাথায়ই ঢুকতেছে না।
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুর জোর থাকলে এই দেশে কিনা সম্ভব বল দেখি আরমান ভাই
৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
একজন আরমান বলেছেন:
কবিতা সম্পর্কে আর আপনার এই লেখা সম্পর্কে কিছু বললাম না।
কিছু মনে করবেন না।
বললাম না কারণ আমি বলার কিছু খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না বললে ভুল হবে। কিছু বলতে ইচ্ছে করছে না।
ধিক আমায় !
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই অনেক দিন পর একটা কবিতা লিখেছি সেটাও আবার ফুটপাথের এক চায়ের দোকানে বসে থেকে । আসলে আমি যখন সেখানে বসে চা খাচ্ছিলাম তখনই ওই মহিলাটিকে দেখি অইভাবে রাস্তায় পরে আছে কেউ যেন দেখার নাই। পরে আমি তাকে তুলে নিয়ে কিছু খেতে দিয়ে বিদায় করি।
৩৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
শায়মা বলেছেন: মন খারাপ করা!!!
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
মন খারাপ করে কি আর লাভ বলেন !
আপনে ভুলিতে আমি আজও করি দান
হে প্রভু জ্ঞান দাও আমায়, রেখনা আর অজ্ঞান।
৩৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
একজন আরমান বলেছেন:
স্যালুট আপনাকে ভাই।
আল্লাহ আপনার মঙ্গল করুক।
আপনারা কি আড্ডা মারেন আজকাল?
আমি কিন্তু গতকাল ঢাকা এসেছি।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি যে কোন সময় চলে আসেন আড্ডা প্রতিদিনই হয়
৩৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: ভাবি শুধু আরে ভাই নিজে বাঁচলেই বাপের নাম। দেশের সরকার এবং বিরোধী দল ঠিক যেন তাই। কখনও ট্রাকের পেছনে কখনোবা খোলা ময়দানে লম্বা ভাষণ দিয়ে গরীব মানুষগুলোকে লাইনে দাড় করিয়ে ত্রান বিতরন করে বাহ বাহ কুরাচ্ছেন। তারপর সেই মহান দানশীলতা অনেক ঘটা করে প্রচার করছেন নির্বাচনে জয়ী হবার জন্য। আর আমরা শালা বাংলাদেশী এইসব ভণ্ডামির লেজুড় ব্রিত্তি করে ঘরের ভেতর লেপ কাঁথা মুরি দিয়ে আরামাদায়ক লুঙ্গি পরিধান করে ঘুমিয়ে থাকছি। আর ঘুমের মাঝে কখন যে লুঙ্গি হারিয়ে গেছে সেই হুশ নাই কারন এরই নাম স্বাধীনতা , স্বাধীন দেশের সামাজিক দ্বায়বদ্ধতা।
এত কঠিন সত্য কথা, হজম করতে আমাগের মতো সুবিধাভোগী মানুষের বড় কষ্ট অয়। হা হাহ হা......।।
অনেক অনেক ভাললাগা। ++++++++++স্যালুট আপনাকে।
আমারা কবে যে এই মানুশিকতা থেকে বের হয়ে আসতে পারবো, কে জানে??
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আসলেইরে ভাই কঠিন কথা হজম হয়না । খালি নিজে বাঁচলে বাপের নাম । তবে পরিবর্তন আসবে , আসতে বাধ্য।
৩৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
একজন আরমান বলেছেন:
কখন কোথায় আসবো? জানালে চলে আসবো নে। আমার তো কোন কাজ নেই ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ঠিক আছে , নেই কাজ তো খৈ ভাজ
৪০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
একজন নিশাচর বলেছেন: কান্ডারি অথর্ব ভাই,
ভাই তখন মোবাইল থেকে ব্রাউজ করতেছিলাম। তাই শুধু প্লাস দিয়েই চলে গেছি।
ভার্চুয়াল জগতে কি বোর্ড চালানোর পাশাপাশি আমি মাঠেও আছি। ইতিমধ্যেই দেখেছেন হয়ত। আপনাদের মত সহযোদ্ধা পেয়ে আমি সত্যিই গর্বিত।
শুধু আওয়াজ দিয়েন। ইনশআল্লাহ পাবেন আমাকে।
[আগামী ২৫ তারিখ পর্যন্ত একটু ব্যস্ত থাকব ভাই। তারপর আবার নিয়মিত পাবেন। এখন শুধু ঘুমানোর আগে আর পাবলিক বাসে বসে মোবাইল থেকে ব্রাউজ করছি।]
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি জানি নিশাচর ভাই তাই আপনাকে আমি আমার অন্তর থেকে স্যালুট জানাই।
৪১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুধুই দীর্ঘশ্বাস!!!!! আজ বড়ই দরকার ওদের পাশে দাঁড়ানোর!!!
২৫ নং কমেন্টে ইখতামিনের আপনার নাম গেস করা দেখে সেই হাসি পাইছে। URL নেইম দেখে বলছে মনে হয়। ভাই আপনার আসল নাম কি???? (স্যরি সিরিয়াস পোস্টে ফান করার জন্যে)
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
খুবই অবাক করা বিষয় আমি আমার আসল নাম কেন জানি মনে করতে পারছিনা। ভাই যদি পারেন আমাকে একটু মনে করিয়ে দিন প্লিজ লাগে আপনার। ( ভাই দেখেন মজাক করা ভালু পাই কিন্তু মাগার ফান করা কিন্তু ভালু পাইনা )
৪২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: অক্ষমতায় নীরব থাকি আমরা, শুধু দেখে যাই।
মন ছুঁয়ে গেল লেখা, যদিও বিষয়বস্তু নতুন নয় আমাদের অভ্যস্ত চোখে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া চোখের সামনে যাই দেখি হোক পুরাতন অথবা নতুন (সবই জীবন থেকে নেয়া ) তাই নিয়ে আমার লেখালিখি। আমি অথর্ব ঠিক এ কারনেই ,
যে আমি অক্ষমতায় নীরব থাকি আমরা, শুধু দেখে যাই।
৪৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: সাহসী লেখা ।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
শের শায়রী বলেছেন: সে যদি তোমার প্রিয় ভাই হত পারতে কি চেয়ে চেয়ে দেখতে? সব সময়ের জন্যই যেমন ভাল লাগে আপনার লেখা