![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
১৯৭১ সনের আগস্ট মাস; একটি গ্রামের কিছু ঘর - বাড়ি জ্বালিয়ে দিয়েছে পাকিস্তানী হানাদার বাহিনী। সেই সাথে জ্বলছে সামাদ সাহেবের কাঁচা – পাকা বাড়িটি। তার স্ত্রী সহ ছয় ছেলে আর চার মেয়ের পরিবার নিয়ে গ্রামের অন্যান্য মানুষের সাথে শুরু হল যাযাবর জীবনের শুরু। আজ এই গ্রাম তারপর দিন আবার অন্য গ্রাম এভাবেই পালিয়ে বেড়াতে হল তাদের। একদিন তার মেজ মেয়েটিকে ধরে নিয়ে গেল হানাদারের কিছু অভুক্ত কুকুর সেই গ্রামেরই এক রাজাকারের সহায়তায়। সাথে সাথে খবর পেয়ে ছুটে গেল সামাদ সাহেবের বড় ছেলে। সে তখন অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে একের পর এক যুদ্ধ করে যাচ্ছিল বীর দর্পে। কিন্তু ভাগ্যের নির্মম কষাঘাত তাদের রক্ষা করতে পারলনা। মেয়েটি ততক্ষনে তার সম্ভ্রম হারিয়ে পাগল প্রায় একজন বীরঙ্গনা আর ছোট বোনটিকে বাঁচাতে গিয়ে শহীদ হলেন তার বড় ভাই। এরপর ত্রিশ বছর পুরোপুরি বদ্ধ উন্মাদ অবস্থায় বন্দী থেকে অবশেষে এই বীরঙ্গনা পৃথিবীর অযাচিত মায়া ত্যাগ করে চলে গেলেন পরপারে। যুদ্ধ শেষ, বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হল। সামাদ সাহেবের পরিবারটি আবার নিজ বাড়িতে ফিরে এসে যা পেল সবই ধ্বংস স্তূপ। পুনরায় সব কিছু গুছিয়ে নিয়ে আবার শুরু হল জীবনের নতুন উদ্যমে যাত্রা।
একে – একে সামাদ সাহেবের সব ছেলেমেয়েদের তিনি বিয়ে দিলেন । তাদের সন্তান – সন্ততি হতে থাকল। পরিবারটি ধীরে ধীরে অনেক বড় হতে লাগল। কয়েক বছর পর তার অন্যান্য ছেলেমেয়েদের মতই মেজ ছেলের ঘরেও জন্ম নিল একটি ফুটফুটে ছেলে সন্তান । আর সেই ছেলেটিই আজকের এই আমি। আমার জীবনের প্রথম তিনটি বছর গ্রামেই বেড়ে ওঠা। তারপর তিন বছর পর আমার দাদা মৃত্যু বরন করলেন। তারপর একেক করে আমার বড় চাচা এবং সেই পাগল ফুফু ছাড়া বাকি সবাই শহরে পাড়ি জমাল নিতান্তই পেটের তাগিদে। আমিও আমার বাব - মায়ের সাথে শহরে চলে আসি। শুনেছি আমার দাদা তার সব ছেলে মেয়েকেই শহরে রেখে পড়িয়ে উচ্চ শিক্ষিত করে গড়ে তুলেছিলেন। শুধু পারেন নাই আমার সেই পাগল ফুফুটিকে সুস্থ করে তুলতে। আমরা কেউ পারিনি। যতদিন তিনি বেঁচে ছিলেন শুধু সেই বিভীষিকাময় স্মৃতি স্মরন করেই উন্মাদ ছিলেন বন্দী অবস্থায়।
আমি কাণ্ডাড়ী অথর্ব। নামটি আমার আমি নিজে বেছে নেই নি; চেতনায় দগ্ধ হয়েই আমি কাণ্ডাড়ী অথর্ব। আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু স্বাধীন বাংলাদেশে জন্ম আমার অথচ আজ আমি ভাবছি সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি নাকি পরাধীনতার শিকল আজো আমাদের পায়ে বাঁধা ! আর তাইত সকল ছাগু, ভাদা, পাদা আর লুল ও যেকোনো ধরনের ভণ্ডামি এবং সমাজের সব ধরনের অসঙ্গতির বিরুদ্ধে আমার বিদ্রোহ করার ব্যর্থ প্রয়াস অব্যাহত রয়েছে। শহরে যদিও বেড়ে ওঠা কিন্তু আমি আমার আদি নিবাস কখনই ভুলতে পারিনা। তাইত নাড়ির টানে মাঝে মাঝেই ফিরে যাই আমার সেই গ্রামে।
আমার গ্রামের সেই বাড়িটির বর্তমান প্রবেশদ্বার
বাড়ির পেছনের দিকে যাবার পথ
যে ঘরটিতে আমার বেড়ে ওঠা সেটি আজো তেমনি আছে শুধু সেখানে আজ বাস করছে আমার দাদার ছোট ভাইয়ের এক ছেলের পরিবার মানে আমারই একজন চাচা
আমার দাদার সেই ঘর যেখানে এখন আমার আরেক বড় চাচা থাকছেন
এই ঘরটিতেই বন্দী ছিলেন আমার সেই ফুফু; ঘরটি আজো ফাঁকা আছে শুধু বাইরে দিয়ে দরজায় তালা ঝুলছে
একটু দূর থেকে তোলা মাঝারি আকারের দেয়ালে ঘেরা পারিবারিক একটি কবরস্থান যেখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন আমার দুই চাচার মধ্যে একজন যিনি শহীদ হয়েছিলেন এবং পাশে যে ঘরটি দেখা যাচ্ছে সেখানে একসময় তিনি এবং তার আরও দুই ভাই বাস করতেন; সেই ঘরটিতে এখন অবশ্য আমার সবচেয়ে ছোট চাচা তার ফ্যাক্টরি দিয়েছেন
আমার দাদার নিজ হাতে গড়া ফলের বাগান কিন্তু তার অধিকাংশ গাছই আজ আর অবশিষ্ট নেই; বেশিরভাগই অর্থের প্রয়োজনে কেটে ফেলা হয়েছে
এটির ব্যবহার এখনো বেশ ভালভাবেই হচ্ছে
দাদার প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয় যার পরিচালনায় রয়েছেন এখন আমার সবচেয়ে ছোট চাচা; তার সামনেই একটি মৃত প্রায় পুকুর একসময় যেখানে মাছের চাষ হত
আরেকটি পুকুর ঘাট পরিচর্যার অভাবে জড়াজীর্ণ অবস্থা
পুকুরে জমে থাকা কচুরিপানা
আদি সেই শৌচাগার যেটা আজো ব্যাবহার করা হয়ে আসছে
আরেকটি পুকুরের পাশে সরিষা ক্ষেত যেখানে আজো আমার বড় চাচা তার নিরলস শ্রম দিয়ে কৃষি কাজ করে যাচ্ছেন; যে পেশা তিনি আজো ছাড়তে পারেন নাই
সরিষা ক্ষেতের সোনালী রং এর মায়া ভরা সরিষা ফুল
অতি সাম্প্রতিক আমার বাবার হাতে গড়া স্বপ্ন একটি মসজিদ যার কাজ অর্থের অভাবে অসম্পূর্ণ রয়ে গেছে
আমার এক ভাইগ্না ও চাচাত বোন যারা আগামী দিনের প্রজন্ম যাদের দিকে তাকিয়ে আমি নতুন একটি সুখি – সমৃদ্ধশালী, সুন্দর সম্পূর্ণ স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি
যখন সাঙ্গ হবে আমার সব রঙ্গলীলা তখন এরাই হয়ত আমার দেখা স্বপ্নগুলো আগামীতে পূরণ করবে
২০০০ সনে এই গ্রামের বাড়িতে একবার বেড়াতে যেয়ে সেখানেই আমাদের পুকুরপাড়ে বসে কবিতাটি লিখেছিলাম
সমীকরনিক
-----------------------------------------
ঘুমহীন রাত কাটায়েছে অনেকে,
শয্যায় জেগে থেকেছে পুরোটা রাত
মিছে ঘুমের অভিনয় করে।
জেগে – জেগেই শুনেছে অনেকে,
বাহিরে কুকুরের কান্না –
কুকুরের অবিরাম চিৎকার।
গতিশীল সময়ের চক্রাকার পরিক্রমায়
তারা সৃষ্টি করেনি মহাকালের
স্মরণীয় ধ্রুপদী ইতিহাস।
আর এভাবেই একদিন সৃষ্টি হবে তাদের
এসব সমীকরনিক অবিস্মরণীয়
চিরধারার বহুপদী ইতিহাস।
বুকের পাঁজরে সমাধিস্ত হয় কত – শত
বর্ণালী বসন্তের কবর বারংবার,
মনকনায় বিরহের ধুলো হয়ে
সৌখিন প্রলেপ আঁকে স্মৃতিরা;
শৈশব – কৈশোর – যৌবন – বৃদ্ধ বয়সের
বিস্তর সময় অতিক্রম করে,
অথবা তার অনেক বছর পরে;
কোন এক অদমনীয় সময়ের শোঁক ছায়ায়
মৃত্যুরে চির আপন করে অবশেষে তারা
মানুষের বাস্তব পদচালনায়
চিরকালের মত কবরে ঘুমাতে যায়।
যোয়ান বিড়াল শেষকালে ইঁদুর না পেয়ে
তেলাপোকা শিকারে নিজেই নিয়োজিত হয়
রাতের অন্ধকারে মিহি আলোকের ছায়ায়।
এমনও কত রুঢ় স্বচ্ছ বাস্তবতা বায়ুতে – বায়ুতে
বিষাক্ত গ্যাসের সাথেই মিশে যায়।
অনেকে যাপিত জীবনের কারাগারে এবং
অনেকে ভালোবাসার আদালতে,
ফরিয়াদের দেয়ালে মাথা ঠুকে – ঠুকে
উন্মাদের মতন আচরণ করে।
একজন মহিলা বুদ্ধিজীবী একদা বলেছিলেন এক বানী চিরন্তন –
“চির ছলনাময়ী নারী যত ছলনাই করুক,
নরের হৃদয়ে সে চির অবলা হয়েই সদা জাগ্রুক”
“যাহা বলিব সত্য বলিব
সত্য ব্যতীত মিথ্যা বলিব না”
এই শপথ বাক্য পাঠ করে;
একজন অপ্সুরি ফরিয়াদীনি
বলতে চায় তার করুন আত্মজীবনী,
“বিষাদের মরুকরন স্পর্শকাতর জীবনকে
দেয়নি আনন্দ বেদনার বিষণ্ণ প্রহর।
ভালোবাসার অপেক্ষায় আজো,
কালপুরুষ মানবতা
আমায় অবিরাম কাদায়নি
মরুভূমির ক্যাকটাসের আঘাতে”
নদী সেওত সময়ের কোন এক রোমাঞ্চকর সন্ধিক্ষণে
আপন চলার পথে বৈচিত্র্যতা আনে;
কখনবা নদ তার সখারে খুঁজে না পেয়ে সখী নদীর
বহমান শরীরে ঝাপিয়ে পরে; নতুন কোন
স্রোত ধারার সন্ধান খোঁজে।
আমি মানুষ, আমি কি পেরেছিলাম সেদিনের সেই
রোমাঞ্চকর সন্ধিক্ষণে আপন চলার পথে বৈচিত্র্যতা আনতে ?
অতি সহজেই বলতে পারি উত্তরটা।
তবু সেদিনের মতন আজকেও ভাবতে ইচ্ছে হয়।
রাতের আকাসের মেঘগুলোকে চিড়ে গিয়েছিলো
যে ধূমকেতুগুলো, সেগুলো কি সত্যিই
আমার বার্তা পৌঁছে দিয়েছিলো ?
দৃষ্টির আড়ালে অসীমতার মাঝে
যেখানে গ্রহদের সমাজ।
হতে পারে পৃথিবীর সমাজের মতন সে সমাজ নয়।
আমি জীবনের গোলাবারুদের সামনে পরাজয়
বরন করে নিয়েছিলাম বলেই
পারিনি বৈচিত্র্যতা আনতে
সেদিনের সেই সে সন্ধিক্ষণে।
আজ আধুনিকা পৃথিবী ও মানুষের মিলন সন্ধিক্ষণে,
আমি পরাজয়ের কলঙ্কগুলোকে মুছে ফেলতে,
নির্লজ্জ নির্জন এই সব দিন – রাতে।
অথচ বৈচিত্র্যতার মাঝেই বেঁচে আছে ধূমকেতুর বংশধরেরা।
পুরাতন পুরানোরা পেছনেই পরে রয়,
নতুন প্রজন্মরা কেবল সামনেই এগিয়ে যায়।
কার্বনের মতনই বহুপদী যেন নেশার উপাদানগুলো।
স্বীয় গুণগত মান সম্পন্ন উপযুক্ত মানুষটিকেই বেছে নিয়ে
আপন – আপন বসত গড়ে নেশার এক – একটি উপাদান।
তারপর ক্রমান্বয়ে শরীরের বাহির থেকে শরীরের অভ্যন্তরে
শুরু হয় ফিউশান বিক্রিয়া।
যেন আলোর বেগে মৃত্যুর দিনগুলো এগিয়ে আসে জীবনের কাছে।
বর্ণালী জীবন অতিক্রম করে
জীবনের শেষ প্রান্তে পৌঁছে,
নিজের কাছেই নিজেকে মর্ত্যের ঘৃণ্য পাপী মনে হয়।
গ্রীষ্মের খড় তাপে চূর্ণ – বিচূর্ণ মাটির
মতন শরীরের চামড়ার প্রতিটি কোষ যেন
মৃত্যুর সাথে করমর্দন করে।
লাশ পচা উৎকট গন্ধ শরীর থেকে
ছড়িয়ে যায় শরীরের চারিপাশে।
অনুতপ্ত অশ্রুজলে ভিজে যায় পুরোটা চোখ,
অনুশোচনায় পোড়া জীবনে শুরু হয় তপস্যা।
তবু মৃত্যুর চাদর শরীরে জড়িয়ে
চির শয্যায় যেতে হয় – যেখানে
জীবনের জন্য রয়েছে কবর – ওপারে
অন্য ভুবন – অন্য জীবন ।।
০৯/০৩/২০০০
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
তথাস্ত
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
তামিম ইবনে আমান বলেছেন: নাইস কবিতা ! আপনি তো অনেক সুন্দর কবিতা লিখেন!
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ তামিম ভাই ।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
এহসান সাবির বলেছেন: ১৩ বছর আগের লেখা কবিতা কিন্তু আমার কাছে মধ্য রাতে সদ্য পাওয়া গরম কবিতা, অসম্ভব ভালো লেগেছে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এহসান সাবির ভাই আমার অন্তরের ভালাবাসা জানবেন নিরন্তর আপনার প্রতি।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
অনির্বাণ তন্ময় বলেছেন:
আমার কাছে মনে হয় স্মৃতিকাতরতা একমাত্র জিনিস যা মনকে একই সঙ্গে প্রশান্ত ও বিষ্বন্ন করে তোলে
প্লাস
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই মনের ভেতর লুকিয়ে থাকা অনেক কষ্টের পরিনাম আমার এই পোষ্টটি । ভালো থাকবেন নিরন্তর।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
ফারজুল আরেফিন বলেছেন: দুঃখ-সুখ-স্বপ্ন-স্মৃতির মিল বন্ধনে অনন্য একটি পোস্ট।
ভালো থাকুন, শুভকামনা সবসময়.....।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আমার এই ছোট্ট জীবনে আমার উপর অনেক দ্বায় কিন্তু আমি অনেকটা নিরুপায় হয়ে এইসব দ্বায় এড়াতে পারিনা ।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: নস্টালজিক হয়ে গেলাম। পোষ্টে প্লাস!
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি আমার অনুপ্রেরনায় সদা জাগ্রত তাই আপনার প্রতি আমার শুভকামনা নিরন্তর।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
লোনলিফাইটার বলেছেন: ভালো লাগা রইলো ব্রো।+++
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভ্রাতা আমি আপনার ভালোলাগা পেয়ে সত্যি খুব ধন্য। অনেক অনেক অনেক শুভকামনা রইল আমার এই ভাইটির জন্য ।
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
আশিক মাসুম বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: নস্টালজিক হয়ে গেলাম। পোষ্টে প্লাস!
আমিও।
লেখক বলেছেন: আর তাইত সকল ছাগু, ভাদা, পাদা আর লুল ও যেকোনো ধরনের ভণ্ডামি এবং সমাজের সব ধরনের অসঙ্গতির বিরুদ্ধে আমার বিদ্রোহ করার ব্যর্থ প্রয়াস অব্যাহত রয়েছে।
পাশে আছি ভাই , এবং থাকব।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মাসুম ভাই কেন জানিনা আমার মনটা আজ ভীষণ রকম খারাপ। আপনি আমার পাশে আছেন জেনে আমি আপনার কাছে আজ ঋণী হয়ে গেলাম। তবে জানবেন আজ থেকে চিরকাল আপনিও আমাকে আপনার পাশে পাবেন।
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০১
আশিক মাসুম বলেছেন: ইনসাল্লাহ্ পাসাপাসি পথ চলা হবে যতদিন বেঁচে থাকব। আপনার পুরা পরিবারের জন্য অনেক সম্মান আর শুভ কামনা থাকলো।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ইনশাল্লাহ মাসুম ভাই ভালথাকবেন এবং আপনার ও আপনার পরিবারের প্রতিও রইল আমার দোয়া।
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩
শান্তা273 বলেছেন: ভালো লাগলো আপনার পরিচয় পর্ব সাথে কবিতা ও।
আসলেই পরাধীনতার শিকল আজো আমাদের পায়ে বাঁধা!
পোস্টে+++
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
পরিচয় আমার আমি নিজে বেছে নেই নি; চেতনায় দগ্ধ হয়েই আমি আজ অথর্ব।
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
পরিবেশ বন্ধু বলেছেন: বিচিত্র জীবন সংগ্রামী বাংলার বুকে
অজেয় যারা তারি স্বপ্ন ছায়া মেখে
পড়ে রয় মা আর মাটির মায়ায়
ধন্য জীবন সুদ্ধ স্বার্থকথায় ।
খুব অন্তরে দাগ কেটে গেল
হে প্রিয়জন
৩০ লক্ষ মানুষের রক্ত চিৎকারে
আজও গুমরে কাদে এ মাটি সাক্ষি নিরব লগন ।
ভাল থাকুন দোয়া রাখি
সবসময় ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
স্যালুট আপনাকে এবং আপনার কবিতাকে ।
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯
প্রিন্স হেক্টর বলেছেন: ভাল লেগেছে ++++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অনেক প্রিন্স হেক্টর ভাই।
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪
অপু তানভীর বলেছেন: পোষ্ট পড়ে ভাল লাগলো !
ভাল থাকবেন
++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অপু ভাই আপনার মন্ত্যব্য এবং আপনার লেখা গল্পগুলো সবসময় আমাকে অনুপ্রেরনা দেয় ।
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
ঘুড্ডির পাইলট বলেছেন: বীর যোদ্ধা ও বীরাঙ্গনা পরিবারের সদস্য হতে পেরে আপ্নার গর্ব করা উচিৎ। আপ্নার পুর্বের কিছু লেখা ও দেশ মাতৃকার বেপারে চেতনা দেখে আমি ধারনা করছিলাম।
বীর যোদ্ধা ও বীরাঙ্গনার প্রতি স্যালুট জানাচ্ছি।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
পাইলট ভাই আজ বাড়ি থেকে ফেরার পর আমার খুব বেশী ফুফুর কথা খুব মনে পড়ে কাঁদছিলাম । তাই এই পোষ্ট দিলাম।
তবে কি জানেন বর্তমান কালের কিছু ভয়াবহ অভিজ্ঞতা আবার আমার পরিবারে আঘাত হেনেছে । সেই ঘটনা হয়ত আমার পক্ষে প্রকাশ করা সম্ভব না কিন্তু জানি এর ফলাফল আমাদের আবারো কয়েক যুগ বয়ে বেড়াতে হতে পারে।
সর্ব প্রকার সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে।
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৯
মনে নাই বলেছেন: আপনার পরিবারের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
গ্রামের সেই রাজাকার শুয়রের বাচ্চাটার কি কোন বিচার হয়েছিল?
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শুনেছি ওই রাজাকার একসময় শহরে চলে আসে কিন্তু এর বেশী কিছু আমার আর জানা নাই।
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৫
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: অসাধারণ!!!! ভালো লাগা সহ প্রিয়তে, আপনাকে জানতে পেরে ভালো লাগলো, কিন্তু জানেন কি, মানুষ যা দেখায় তা তার মিথ্যা, আর যা লুকায় তা তার সত্য ..... ভালো থাকবেন, একশত ++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি আমাকে চিনতে তবে কিঞ্চিৎ ভুল করে ফেললেন কারন এই ব্লগে আমার অনেক পরিচিত জন আছেন যারা আমার সবই জানেন তাই লুকাবার মতন মানসিকতা আমার নাই। আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ । আশা করি আমার সাথে থাকলে আমার সম্পর্কে ধারনা আরও পরিষ্কার হয়ে যাবে আপনার।
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪০
এম এম ইসলাম বলেছেন: সুন্দর পোস্ট। একান্ত নিজস্ব কাহানী হলেও গ্রাম বাংলার অনেক পরিবারের জীবন চিত্র প্রতিফলিত হয়েছে।
আপনার ফুপুর জন্য খারাপ লাগল। আমরা বীরঙ্গনাদের প্রাপ্য সন্মান ও মর্যাদা দিতে পারিনি।সমাজ তাদেরকে শুধু অসন্মান,অবহেলাই করেছে।কেবল মৃত্যুর মাধ্যমে এক এক জন মুক্তি পেয়েছে।
ভাল থাকবেন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমরা বীরঙ্গনাদের প্রাপ্য সন্মান ও মর্যাদা দিতে পারিনি।সমাজ তাদেরকে শুধু অসন্মান,অবহেলাই করেছে।কেবল মৃত্যুর মাধ্যমে এক এক জন মুক্তি পেয়েছে।
সহমত
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯
তোমোদাচি বলেছেন: চমতকার লাগল আপনার লেখা, খুব সাধারন ভাবে লেখা কিন্তু মুক্তিযুদ্ধের বিভিষিকা সুন্দর ভাবে উঠে এসেছে আপনার বর্ণনায়।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো থাকবেন নিরন্তর এই শুভকামনা রইল আপনার জন্য।
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৪
আহসান২০২০ বলেছেন: আপনার লেখাটা পড়লাম; একেবারে মর্মস্পর্শী লেখা। কবিতাটি পড়িনি। দোয়া করি বেচে থাকুক আপনার পরিবার, ভবিষ্যৎ প্রজন্ম। ভালোভাবে গড়ে উঠুক মসজিদটি। সেই রাজাকারের নেড়ি কুত্তাকে মেরে ফেলুন। বাচিয়ে রেখেছেন কোন প্রলয় দেখার জন্য।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ওই রাজাকারের কোন খবর আমার জানা নাই , কারন শুনেছি যুদ্ধের পর সে নাকি পুরপরিবার সহ শহরে চলে আসে এবং এরপর আর কখনো তাকে আর গ্রামে দেখা যায় নাই।
২০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬
নানাভাই বলেছেন: আপনের লিখাটা পইড়্যা লগ ইন না কইর্যা আর পারলাম না!
বড় কঠিন আর সত্য লিখছেন!
আমি একজন মুক্তিযোদ্ধা।৭১ এ ৯নং সেক্টরে ছিলাম।
দুঃখ লাগে যে, পাকিগো শিকল কাইট্যা আইজ আরেক শিকল আমাগো পায়ে
আটকানো।
তবে, রাতের পর কিন্তু দিন আসবেই।
সাথে আছি।
ভালোলাগা রইলো।
ভালো থাকবেন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
স্যালুট জানাই আপনাকে নানাভাই।
২১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫
রাইসুল নয়ন বলেছেন: রিতীমত অসাধারণ কবিতা !!
আমি মুগ্ধ কবি ।।
সত্যি আপনি দারুণ লেখেন ।।
শুভকামনা জানিবেন নিরন্তর ।।
ভালো থাকুন কবি, অনেক ভলো কবিতার মত ।।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
২২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬
রাইসুল নয়ন বলেছেন: *ভালো
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
লাবনী আক্তার বলেছেন: আপনার পরিবারের প্রতি শ্রদ্ধা রইল।
কবিতা টা বেশ ভালো লেগেছে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভকামনা রইল নিরন্তর।
২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
ইউসুফ আলী রিংকূ বলেছেন: আপনার পরিবারের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা
সাথে আছি।
ভালোলাগা রইলো।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালথাকবেন জীবনের প্রতিটি পথ চলায়।
২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ।
২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯
তারান্নুম বলেছেন: আপনার পরিবারের প্রতি শ্রদ্ধা রইল।
সুন্দর পোস্ট।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভকামনা রইল নিরন্তর।
২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১
প্রিয়তমেষূ বলেছেন: খুব সুন্দর!!!! অসাধারণ!!!!
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো থাকবেন নিরন্তর এই শুভকামনা রইল আপনার জন্য।
২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ইউসুফ আলী রিংকূ বলেছেন: আপনার পরিবারের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা
সাথে আছি।
ভালোলাগা রইলো।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আশা করি এভাবেই সাথে থেকে অনুপ্রানিত করে যাবেন ।
২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
১১স্টার বলেছেন: অসম্ভব ভাল লাগা রইল
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালথাকবেন জীবনের প্রতিটি পথ চলায়।
৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
ইখতামিন বলেছেন:
দশম ভালো লাগা.
কিছু মনে নেবেন না- শিরোনামটি দেখুন- পরিচয় আমার, আমি কাণ্ডাড়ী অথর্ব।
কাণ্ডারী বানানটা সম্ভবত ঘুমের চোখে খেয়াল করতে পারেননি। ঠিক করে নিন।
মন্তব্য মুছে ফেলতে পারেন.
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ।
৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
ঝটিকা বলেছেন: লেখাটা পড়ে মনটা কেদে উঠল।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনাকে কাঁদানর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
নীলপদ্ম বলেছেন: কিভাবে যে দেশটা স্বাধীন হয়, তা... চোখে পানি এসে যায়,গল্পের ন্যায় জীবন কাহিনী পড়ে খারাপ লাগল।ধন্যবাদ এমন একটি লেখার জন্য।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো থাকবেন বেলা অবেলার প্রতিটি মুহূর্তে ।
৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
মামুন রশিদ বলেছেন: ভালো লাগলো ভাই । স্বাধীনতা যুদ্ধে আপনাদের পরিবারের ত্যাগ, আপনাদের গ্রামের বাড়ি আর আপনার কবিতা ।
শুভ কামনা নিরন্তর ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই আমার ভালোবাসা জানবেন নিরন্তর।
৩৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার পড়া আপনার অন্যতম সেরা পোষ্ট। কবিতাটা অনেক ভালো হয়েছে।
আমিও শহীদ পরিবারের ছেলে। আপনার পরিবারের সকল শহীদ এবং সদস্যদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালবাসা।
শুভ কামনা নিরন্তন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
স্যালুট এবং অনেক শ্রদ্ধা জানাই আপনার পরিবারকে ভাই। আমার ভালোবাসা জানবেন নিরন্তর।
৩৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
s r jony বলেছেন:
মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাকে প্রায়ই অনেক বীরাঙ্গনা/ কিশোর মুক্তিযোদ্ধা/ পঙ্গু-আহত মুক্তিযোদ্ধাদের সাথে পরিচয় হয়, তখন আমিও উপলব্দধি করেছি ও শুনেছি অনেক অনেক টুকরো টুকরো নির্মম ইতিহাস, যা কিনা গল্প/ছিনেমাকেও হার মানায়। তাই মাঝে মাঝে খুন করতে ইচ্ছে হয় সেই সব ভাদা-পাদা ও তাদের দোসরদের, কিন্তু পারি না। কারন আমিও যে একজন অথর্ব।
আপনাদের পরিবারের প্রত্যেকটি সদেস্যকে জানাই স্যালুট
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
স্যালুট জনি ভাই আপনাকে এবং আপনার পরিবারকে। আমার ভালোবাসা জানবেন নিরন্তর।
সেই সাথে আমার সব ভাই আর বোনকে যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদের পরিবারকে জানাই স্যালুট।
৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
শের শায়রী বলেছেন: আপনার লেখা পড়ে আমার সব সময় মনে হয় এই লেখাটা যদি আমি লিখতে পারতাম! আমার অভিনন্দন নিন ব্রো
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আমার অনেক অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানবেন নিরন্তর।
৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
তন্ময় ফেরদৌস বলেছেন: ভালো লেগেছে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাইয়া, আপনার মন্তব্য কিছু লেখার অনুপ্রেরনা হয়ে থাকে আমার, আমার ব্লগিং জীবনের পাথেও । অনেক অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
৩৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
আমিনুর রহমান বলেছেন: আপনার পরিবারের প্রতি রইল আমার অনেক শ্রদ্ধা।
পোষ্টে +++
১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানবেন নিরন্তর।
৩৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
যুবায়ের বলেছেন: আজ এই গ্রাম তারপর দিন আবার অন্য গ্রাম এভাবেই পালিয়ে বেড়াতে হল তাদের। একদিন তার মেজ মেয়েটিকে ধরে নিয়ে গেল হানাদারের কিছু অভুক্ত কুকুর সেই গ্রামেরই এক রাজাকারের সহায়তায়। সাথে সাথে খবর পেয়ে ছুটে গেল সামাদ সাহেবের বড় ছেলে। সে তখন অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে একের পর এক যুদ্ধ করে যাচ্ছিল বীর দর্পে। কিন্তু ভাগ্যের নির্মম কষাঘাত তাদের রক্ষা করতে পারলনা। মেয়েটি ততক্ষনে তার সম্ভ্রম হারিয়ে পাগল প্রায় একজন বীরঙ্গনা আর ছোট বোনটিকে বাঁচাতে গিয়ে শহীদ হলেন তার বড় ভাই। পাকি জারজগুলোর দোসর রাজাকার ,আল বদর , আল শামস এরা নর্দমার কীট!!! যদি ৭১ এ জন্ম হতো আমার তাহলে এইসব কুলাঙ্গারদের একটা একটা করে মারতাম!!..
সেই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার কার্যকর করার।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত যুবায়ের ভাই। ভালথাকবেন নিরন্তর।
৪০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
একজন আরমান বলেছেন:
বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আপনার পরিবারের প্রতি।
আর আমার জন্মদিনে লেখা কবিতাটা অনেক সুন্দর হয়েছে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা । আশা করি এবার তোমার জন্মদিনে আবার একটি কবিতা লিখে তোমাকে উৎসর্গ করব।
৪১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
যুবায়ের বলেছেন: ভাই আপনি একজন শহীদ পরিবারের সন্তান!!..
আপনার পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
দোয়া করি যুবায়ের ভাই আপনার জীবনের প্রতিটি চলার পথ শুভ হোক।
৪২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :!> :!> :#> :#>
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
৪৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
নীলঞ্জন বলেছেন: ভালোলাগা রইল।+++
শুভ কামনা।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো থাকবেন বেলা অবেলার প্রতিটি মুহূর্তে ।
৪৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ১৩ তম ++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই। কেমন আছেন ?
৪৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮
অনীনদিতা বলেছেন: চমতকার লাগল আপনার লেখা
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অনীনদিতা । ভালথাকুন জীবনের প্রতিটি চলার পথে।
৪৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
মেহেরুন বলেছেন: এতো আগের লেখা কিন্তু মনে হল যেন এইমাত্র লিখেছেন
+++++++++
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
লেখাটা নতুন শুধু কবিতাটা পুরাতন । ভালথাকুন জীবনের প্রতিটি চলার পথে।
৪৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
~ অপরাজিতা ~ বলেছেন: কিছু কথা বুঝে নিতে হয়
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কি বুঝে নিব সেটাই বুঝলাম না
৪৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
~ অপরাজিতা ~ বলেছেন: আপনাকে শ্রদ্ধা জানানোর ভাষা
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখুন আপনি ভুল করছেন আমার মতন একজন অথর্ব কে শ্রদ্ধা না জানানটাই উত্তম হবে।
৪৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
ফারাহ দিবা জামান বলেছেন:
কোনো কোনো লেখা পড়ে হাত জমে যায়।
লেখা যায় না, হাত পুড়ে যায়।
জীবনের কোনাতে কোনাতে আগুনের স্ফুলিঙ্গ থাকে।
আগে পড়েছিলাম।
আত্মানত শ্রদ্ধা সেই সব বীরশহীদদের।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আপনার সাথে সহমত জানিয়ে বলছি আত্মানত শ্রদ্ধা সেই সব বীরশহীদদের।
ভালথাকুন এবং জয়ী হন জীবনের প্রতিটি চলার পথে এই শুভকামনা রইল।
৫০| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার পরিবারের এই গর্ব মাখানো আত্মত্যাগ আর বীরত্ব, অসাধারন লেখায় তুলে ধরেছেন। আপনাদের পরিবারের প্রতিটি সদস্যকে জানাই সালাম।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
নারে ভাই প্রতিটি সদস্যরে সালাম দিয়েন না কারন কেউ কেউ আবার আমার মতন অথর্ব ।
৫১| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
উথালপাতাল বলেছেন: অথর্বের ইতিহাস জেনে ভালোই লাগলো। ছবিগুলো আর একটু ক্লিয়ার হলে ভালো লাগত।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
বস আমার মোবাইল থেকে তোলা তাই ছবিগুলো বাজে এসেছে , আশা করি যদি কখনো টাকা হয় আবার একটা ভালো ক্যামেরা কিনব। আমার একটা ক্যামেরা ছিল সেটা ছিনতাই হয়ে গেছে।
৫২| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
নস্টালজিক বলেছেন: আপনার ফুপুর কথা জেনে খুব খারাপ লাগলো!
গ্রাম দেখলাম। পুরোনো কথা জানলাম!
শুভেচ্ছা, কান্ডারী!
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
৫৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
রীতিমত লিয়া বলেছেন: আপনার পরিবার মুক্তিযুদ্ধকে অনেক কাছ থেকে দেখেছেন এবং স্বয়ং দুজন জীবন দিয়ে দেখেছেন।আপনার পুরো পরিবারের প্রতি শ্রদ্ধা।
কান্ডারী অর্থব কবিতা খুব ভাল লেগেছে। ছবিগুলোও।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
বুকের পাঁজরে সমাধিস্ত হয় কত – শত
বর্ণালী বসন্তের কবর বারংবার,
মনকনায় বিরহের ধুলো হয়ে
সৌখিন প্রলেপ আঁকে স্মৃতিরা;
৫৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
আরজু পনি বলেছেন:
এক মুক্তিযোদ্ধা পরিবারের কথা শুনলাম। কৃতজ্ঞবোধ করছি।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
দৃষ্টির আড়ালে অসীমতার মাঝে
যেখানে গ্রহদের সমাজ।
হতে পারে পৃথিবীর সমাজের মতন সে সমাজ নয়।
আমি জীবনের গোলাবারুদের সামনে পরাজয়
বরন করে নিয়েছিলাম বলেই
পারিনি বৈচিত্র্যতা আনতে
সেদিনের সেই সে সন্ধিক্ষণে।
৫৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
ভিয়েনাস বলেছেন: আপনার পারিবারিক ইতিহাস জেনে ভালো লাগলো। আপনার চাচা ও ফুফুর জন্য অনেক শ্রদ্ধা । মহান মুক্তিযুদ্ধ আমাদের অনেক কিছু দিয়েছে আবার নিয়েও গেছে অনেক কিছু।
গ্রামের ছবি গুলো চমৎকার লাগলো। নাড়ির টানে বারে বারে আমরা গ্রামে ফিরে যায়।
চমৎকার লেখায় প্লাস রইলো।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
কোন এক অদমনীয় সময়ের শোঁক ছায়ায়
মৃত্যুরে চির আপন করে অবশেষে তারা
মানুষের বাস্তব পদচালনায়
চিরকালের মত কবরে ঘুমাতে যায়।
৫৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
রাইসুল সাগর বলেছেন: ভাই অসম্ভব সুন্দর লেখনিতে ফুটিয়ে তুলেছেন আপনার গৌরবময় অতীত ইতিহাস ।
কবিতায় ++
তয় ভাই আফনের গ্রামের বাড়ী কবে যামু কন । ভালো লাগছে । অনেকদিন গ্রামে যাইনা জীবন যুদ্ধে ব্যাস্ততা আর সময়ের অভাবে।
অনেক অনেক শুভকামনা জানিবেন । ভালো থাকুন সব সময়।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
সাগর ভাই যে কোন ছুটির দিনে চাইলেই যেতে পারেন ।
অনেক অনেক ধন্যবাদ। ভালথাকবেন এবং শুভকামনা নিরন্তর ।
৫৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬
ফারজানা শিরিন বলেছেন: শ্রদ্ধা ।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
বুকের পাঁজরে সমাধিস্ত হয় কত – শত
বর্ণালী বসন্তের কবর বারংবার,
মনকনায় বিরহের ধুলো হয়ে
সৌখিন প্রলেপ আঁকে স্মৃতিরা;
৫৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
ইখতামিন বলেছেন: কেমন আছেন আরজান ভাই.
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমার নাম আরজান না, আমার নাম আগে জেনে নিন তারপর না হয় ডাকবেন । ইউ আর এল দেখে ধোঁকা না খাওয়ার জন্য অনুরোধ রইল । ধন্যবাদ অনেক।
৫৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
ডানাহীন বলেছেন: এরকম পোষ্টে কি বলতে হয় এই নিয়ে বিভ্রান্ত তবে আমাদের মাঝে অনেকেই আপনার অনুভুতি বুঝতে পারবে এটা জানি ।
ভালো থাকবেন ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
নিজের কাছেই নিজেকে মর্ত্যের ঘৃণ্য পাপী মনে হয়।
গ্রীষ্মের খড় তাপে চূর্ণ – বিচূর্ণ মাটির
মতন শরীরের চামড়ার প্রতিটি কোষ যেন
মৃত্যুর সাথে করমর্দন করে।
৬০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
শিপু ভাই বলেছেন:
আপনার পরিবারের প্রতি শ্রদ্ধা!!!
গ্রামের সাথে সম্পর্ক রেখেছেন জেনে খুব ভাল লাগলো!!!
কবিতাটা অসাধারন হয়েছে।+++++++++++++++++
নতুন প্রজন্মের মাঝেই স্বপ্নের বীজ বুনি!!!
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন প্রজন্মের মাঝেই স্বপ্নের বীজ বুনি!!!
পুরাতন পুরানোরা পেছনেই পরে রয়,
নতুন প্রজন্মরা কেবল সামনেই এগিয়ে যায়।
মাঝে মাঝে মনে হয় কি জানেন শিপু ভাই এইযে এত ত্যাগ এর বিনিময়ে বর্তমানে বাংলাদেশ কতটা সার্থক হতে পেরছে, আমরা কি কিছুই করতে পারিনা ।
৬১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
দেবদাস. বলেছেন: কান্ডারী ভাই +++++++++
খুব ভাল লাগলো পোস্টটি , আপনাকে যেনে আরো খুশি হইলাম ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
আজ আধুনিকা পৃথিবী ও মানুষের মিলন সন্ধিক্ষণে,
আমি পরাজয়ের কলঙ্কগুলোকে মুছে ফেলতে,
নির্লজ্জ নির্জন এই সব দিন – রাতে।
৬২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
শিপু ভাই বলেছেন:
বাংলাদেশ কিন্তু থেমে নেই। পর্যাপ্ত না হলেও আমরা কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছি।
২ আনা সের চাউল যখন ছিল তখন অনেক মানুষ না খেয়ে থাকতো। এখন অনাহারে থাকা লোকের সংখ্যা অনুল্লেখ্য। আগে সারাদিন কাজ করে দুই বেলা খাবার জুটতো না। এখন আধা বেলা রিক্সা চালালে ১০ কেজি চাউলের পয়সা উপার্জন কয়রা যায়!!!
আশা ছাড়তে রাজি না। আগের চেয়ে বর্তমান প্রজন্ম দেশ, মানুষ, রাজনীতি, অর্থনীতি, বহিঃবিশ্ব ইত্যাদি নিয়ে অনেক সচেতন ও ওয়াকিবহাল।
তরুনেরাই পারবে একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। এজন্য প্রয়োজন একতা, সততা, মেধার চর্চা আর পরিশ্রম!!!
ইনশাল্লাহ আমরা পারবো।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ইনশাল্লাহ আমরা পারব, আমাদের পারতেই হবে যে শিপু ভাই ।
৬৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮
তারান্নুম বলেছেন:
ভাই,একটা সমস্যায় পড়েছি,মনে হল আপনারা কেউ যদি হেল্প করতে পারেন...
আমার পোষ্ট প্রথম পাতায় যাচ্ছেনা।নিজের ব্লগে লেখা আসে ,কিন্তু প্রথম পাতায় আসছেনা।আমি তাই বারবার ড্রাফ্টে নিয়ে আবার পোষ্ট দেবার চেষ্টা করছি,কাজ হচ্ছেনা।ব্লগে আমি নতুন,তাই জানিনা কি করতে হবে।ফিডব্যাক অংশে মেসেজ দিয়েছি,কেউ আনসার দিচ্ছেনা।আমাকে কি সামু নিরাপদ ব্লগার বলেও অনিরাপদ ঘোষণা করল নাকি??
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি এখনও সেফ থেকে থাকেন অন্য একটি পোস্ট দিয়ে দেখেন । একই সমস্যা হয় নাকি । আর যদি দেখেন একই সমস্যা তবে আপনি হয়তবা আর সেফ নন অথবা সামুর টেকনিক্যাল সমস্যাও হতে পারে ঠিক হয়ে যাবে।
৬৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
জাকারিয়া মুবিন বলেছেন: মুক্তিযোদ্ধার নাতির মুখে পারিবারিক ইতিহাস শুনে ভাল লাগছে।
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
নাতি হবেনা বলুন ভাতিজা
৬৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২
মহামহোপাধ্যায় বলেছেন: "...যারা আগামী দিনের প্রজন্ম যাদের দিকে তাকিয়ে আমি নতুন একটি সুখি – সমৃদ্ধশালী, সুন্দর সম্পূর্ণ স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি"
আশায় আছি ভাই, আমি; আমরা যা পারি নাই। হয়তো তারা করে দেখাবে।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও সেই স্বপ্নই দেখি ভাই।
৬৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
আমিভূত বলেছেন: শিউরে উঠি যখন শুনি কোন ধর্ষণের কথা ! অতীতে যা করে গিয়েছিল হায়েনারা এখন তার কম কি হচ্ছে !
পোস্টে ভালোলাগা ,শ্রদ্ধা ।
অনেকে যাপিত জীবনের কারাগারে এবং
অনেকে ভালোবাসার আদালতে,
ফরিয়াদের দেয়ালে মাথা ঠুকে – ঠুকে
উন্মাদের মতন আচরণ করে।
একজন মহিলা বুদ্ধিজীবী একদা বলেছিলেন এক বানী চিরন্তন –
“চির ছলনাময়ী নারী যত ছলনাই করুক,
নরের হৃদয়ে সে চির অবলা হয়েই সদা জাগ্রুক” বেশি মনে ধরেছে ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
দৃষ্টির আড়ালে অসীমতার মাঝে
যেখানে গ্রহদের সমাজ।
হতে পারে পৃথিবীর সমাজের মতন সে সমাজ নয়।
আমি জীবনের গোলাবারুদের সামনে পরাজয়
বরন করে নিয়েছিলাম বলেই
পারিনি বৈচিত্র্যতা আনতে
সেদিনের সেই সে সন্ধিক্ষণে।
আজ আধুনিকা পৃথিবী ও মানুষের মিলন সন্ধিক্ষণে,
আমি পরাজয়ের কলঙ্কগুলোকে মুছে ফেলতে,
নির্লজ্জ নির্জন এই সব দিন – রাতে।
অথচ বৈচিত্র্যতার মাঝেই বেঁচে আছে ধূমকেতুর বংশধরেরা।
৬৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
নেক্সাস বলেছেন: মুক্তিযোদ্ধা পরিবারের কথা শুনে ভাল লাগলো। মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আজ আধুনিকা পৃথিবী ও মানুষের মিলন সন্ধিক্ষণে,
আমি পরাজয়ের কলঙ্কগুলোকে মুছে ফেলতে,
নির্লজ্জ নির্জন এই সব দিন – রাতে।
৬৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
কালোপরী বলেছেন: কি যে লিখব ভাষা খুজে পাচ্ছি না
আল্লাহ শহিদদের আত্মত্যাগ কবুল করে নিন
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিন ।
৬৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
রুদ্র মানব বলেছেন: আপনার পুরো ফ্যামিলি ইতিহাসই জানলাম কান্ডারী ভাই ।
স্বাধীন বাঙ্গলাদেশ এগিয়ে যাচ্ছে , ভবিষ্যতে আরো এগিয়ে যাবে ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
ইনশাল্লাহ ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২০
এহসান সাবির বলেছেন: আর সেই ছেলেটিই আপনি।