নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

ডোম অফ দ্যা রক

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩







৬৩৮ খ্রিস্টাব্দে যখন খলিফা উমর (রা) জেরুজালেম সফরে গিয়েছিলেন তিনি তখন মরীয়া পাহাড়ের উপর কাঠের তৈরি একটা মসজিদ নির্মাণ করেন। একসময় এখানে ছিল নবী সুলাইমান (আঃ) এর মসজিদ এবং পরে একটি বারবারদের ধর্মস্থান এবং একটি খ্রিস্টান গির্জা স্থাপিত হয়। যখন আবদ-আল-মালিক এমন এক ধর্মস্থান স্থাপনার প্রয়োজনীয়তা অনুভব করলেন যা পবিত্র সমাধির গির্জার মহিমাকে অনুজ্জ্বল করে দেবে, তখন তিনি এই মসজিদ নির্মাণ করেন।







তখন মক্কার মসজিদটি ছিল খলিফা বিরোধী আবদুল্লাহ ইবন আল জুবাইরের দখলে। তাই আবদ আল মালিক তীর্থযাত্রীদের টানতে জেরুজালেমে ৬৯১ খ্রিস্টাব্দে নির্মাণ করেন ডোম অফ দ্যা রক। ভুল করে এই মসজিদকে অনেকে উমারের তৈরি মসজিদ ভাবেন। পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানে এটি নির্মিত হয়। কারন এখানে ইহুদী, বারবার, খ্রিস্টান এবং মুসলমানদের সম্মিলন ঘটে। নবী হযরত ইব্রাহীম (আঃ) এখানে তার নিজের পুত্রকে কোরবানি করতে চেয়েছিলেন।







এই গম্বুজের চারপাসে কুফিক লিপি উৎকীর্ণ রয়েছে। এটা ইসলামি ঘরানার সাবেক লিপিগুলোর অন্যতম। আবদ আল মালিক পাথরের গম্বুজ দিয়ে মসজিদ সাঁজাতে যে মিস্ত্রি নিয়োগ করেন তাদের কয়েকজন ছিল বাইজানটাইনের অধিবাসী। মসজিদের মেঝেতে মজাইক্করে তারা সাবেক কাঠামোর চাল বদলেছেন। মুসলমানদের কাছে ডোম অফ দ্যা রক স্থাপত্য গর্ব এবং শিল্প সুষমা শক্তি পুরাকীর্তির চেয়ে বেশী কিছু। এটা তাদের বিশ্বাসের জীবন্ত প্রতীক। পরে অবশ্য অনেকবার এর পরিবর্তন হয়, মেরামত হয়। বিশেষত ১০১৬ খ্রিস্টাব্দে মারাত্মক ভূমিকম্পের পর অনেক কিছু বদলাতে হয়।তবু এখনো এই গম্বুজের বেশীরভাগই সাবেক আকৃতির। তাই প্রাচীনকালের যেসব মসজিদ আজও রয়েছে এটা তার মধ্যে সবচেয়ে পুরানো।







এই পাথরের গম্বুজ ছিল এক ধর্মস্থান যার পবিত্র মসজিদ ছিল আকসা মসজিদ। আল মসজিদ আল আকসা এর মধ্যে গম্বুজ, কবরস্থানের সৌধ, ইমাম দের খানকাহ এবং আবদ আল মালিক থেকে শুরু করে অটোমন সুলতান মহানুভব সুলাইমানের আমল পর্যন্ত একাধিক খলিফার জনসাধারনের জন্য নির্মিত ঝরনা এসবই অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৪ একর জমির উপর এই মসজিদের ক্ষেত্র বিস্তৃত ছিল। নিখুঁতভাবে দেখলে আকসা শব্দটি আবদ আল মালিকের তৈরি যে মসজিদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় টা গম্বুজ থেকে দূরে নয়। ভূমিকম্পের পর আবার ৭৭১ খ্রিস্টাব্দে এই মসজিদ পুনর্নির্মিত হয় আব্বাসিয় খলিফা আল মনসুরের আমলে। পরে ক্রুসেড কারীরা এই মসজিদ সংস্কার করেন। ফের ১১৮৭ খ্রিস্টাব্দে সালাহ –আল দিন মসজিদটি মুসলিমদের দখলে আনেন। গম্বুজের মতই ইবন আল ফকিহ এবং আল মাকদিসির সময় থেকেই এই মসজিদ চালু ছিল।







ইসলামের প্রথম কিবলাহ হিসেবে পরিচিত হওয়ায় এবং নবী হযরত মোহাম্মদ (সঃ) মিরাজের সময় যেহেতু এই অঞ্চলটি ছিল তার বিশ্রামস্থল তাই জেরুজালেমের গোঁড়া থেকেই সমস্ত মুসলমানের চোখেই আলাদা পবিত্রতার প্রতিমূর্তি হিসেবে প্রতিভাত হয়।





মন্তব্য ৬৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

যুবায়ের বলেছেন: প্রথম ভালোলাগা+

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ যুবায়ের ভাই।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

যুবায়ের বলেছেন: অসাধারন বর্ননায় ডোম অব দ্যা রকের (মসজিদটির)
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন।
চালিয়ে যান ভাই। সাথে আছি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
সাথে থেকে এভাবে অনুপ্রেরনা দেয়ার জন্য কিছু লেখার সাহস পাই ভাই।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

বোকামন বলেছেন: সুবহানা-আল্লাহ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:
সুবহানা-আল্লাহ

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ওফফ আমার এক অতি প্রিয় বিষয় নিয়ে লিখেছেন। খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

কান্ডারি অথর্ব বলেছেন:
চেষ্টা করব এমন আরও কিছু প্রিয় লেখা উপহার দেয়ার।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

কালোপরী বলেছেন: +++++++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

আমড়া কাঠের ঢেকি বলেছেন: অনেক সুন্দরভাবে ঐতিহাসিক একটি বিষয়কে হাইলাইটস করেছেন।
ভালো লাগলো++

অনুসারিত করলাম যাতে এমন লেখা পড়তে পারি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আমার লেখার দায়িত্ত আরও বেশী বেড়ে গেল। ধন্যবাদ অনেক।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

তারছেড়া লিমন বলেছেন: ভালোলাগা++++++++++++++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক ধন্যবাদ ভাই।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

শূন্য পথিক বলেছেন: অনেক ভালো লাগা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ পথিক ভাই। কেমন আছেন ?

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

স্বপনবাজ বলেছেন: আপনার লেখা গুলো পড়লে কিছুক্ষনের জন্য হলেও পবিত্র হবার বাসনা জাগে !
চালিয়ে যান বীরদর্পে ! ++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:
দেখুন ভাই আমরা প্রতিটা মানুষ সৃষ্টি থেকেই পবিত্র। অপবিত্র থাকে শয়তান। কাজেই আপনিও পবিত্র শুধু শুধু নিজেকে অপবিত্র বলে কেন শয়তানের হাসির পাত্র হবেন ?

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন:
খুবই চমৎকার পোষ্ট । এখানেই মনে হয় আছে সেই পবিত্র পাথর খন্ড যার উপ্রে নবিজী মেরাজে যাওয়ার আগে ওযু করেছিলেন । এই স্থান সম্পর্কে আরও কিছু পোষ্ট দেন যদি তথ্য থাকে আপ্নার কাছে ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্টে দেয়া দ্বিতীয় ছবিটা ভাল করে খেয়াল করেন । এটাই হয়ত সেই পাথর। যার উপর বর্তমানে পূর্ণ নিয়ন্ত্রন রয়েছে ইসরাইল এর। ইনশাল্লাহ আরও কিছু পোষ্ট সামনে পাবেন।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

লোনলিফাইটার বলেছেন: +++++ দিলাম ব্রো :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ ব্রো

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

আমি বাঁধনহারা বলেছেন:
অনেক কিছু হল জানা
যা ছিল এতদিন অজানা।

শেয়ার করার জন্য ধন্যবাদ মিতা???
কেমন আছেন??


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক জ্বর ভাই। জ্বর নিয়েই পোষ্ট দিলাম। ভালো থাকবেন।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

এক্সপেরিয়া বলেছেন: ভাল লাগল । +++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক ধন্যবাদ এক্সপেরিয়া ।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

মামুন রশিদ বলেছেন: ডোম অফ দ্য রক সম্পর্কে জেনে ভালো লাগলো ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

আমিনুর রহমান বলেছেন: অসাধারণ পোষ্ট +++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ আমিনুর ভাই।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

আশিক মাসুম বলেছেন: সরি ফর লেইট। +++++++


পোস্ট প্রিয়তে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক। ভাল থাকবেন নিরন্তর।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার ইনফরমেটিভ পোস্টের জন‍্য ধন‍্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অন্তর থেকে গ্রহন করলাম।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

কিংবদন্তী হাসিব বলেছেন: ভালো লাগল। প্লাসাইলাম +

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

প্লাস পেয়ে ভাল লাগল ধন্যবাদ দিলাম।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

এহসান সাবির বলেছেন: কেন জানি আপনার লেখা আমার খুব ভালো লাগে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই ঠিক একই কথা আমিও আপনাকে বলতে চাই। আপনার লেখাও আমার খুব ভাল লাগে। ধন্যবাদ ভাই। সবসময় চেষ্টা করব এই ভাল লাগা যেন টিকিয়ে রাখতে পারি। দোয়া করবেন।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

বোকা ডাকু বলেছেন: ্রতিটি মসজিদ এক একটি ইতিহাস। এক একটি কালের সাক্ষী। কজনেই বা জানি আমরা? অসংখ্য ধন্যবাদ কাণ্ডারি ভাই। আমদের ইতিহাস অথচ আমরাই জানিনা। পোষ্টে অসম্ভব ভাল লাগা রইলো। প্রিয়তে নিয়ে রাখলাম।

++++++++++++++++++++++++++++++++ তো অবশ্যই

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

সব মসজিদ এর কথা হয়ত জানিনা কিন্তু আল-আকসা আমাদের আদি কাবা ছিল বিধায় আমারও জানার আগ্রহ বেশী ছিল তাই পোষ্ট দিলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই।

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

মাক্স বলেছেন: নাইস পোস্ট++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মাক্স ভাই।

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৭

শের শায়রী বলেছেন: ব্রো আপনার পোষ্টগুলো পড়ি আর ভাবি আমি মনে হয় এত সুন্দর তথ্য দিয়ে কোন দিন পোষ্ট দিতে পারব না। খুব ভাল লাগল জগতে আমার প্রিয় মানুষ মহানবীর মেরাজের সেই পাথ টির দেখতে পাবার জন্য। ভাল লাগা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমি হলাম জগা খিচুড়ি টাইপ লেখা লিখি কিন্তু আপনার পোষ্টগুলো আরও বেশী তথ্য সমৃদ্ধ পূর্ণ আর আমি হলাম আপনার লেখার ভক্ত। ধন্যবাদ এবং শুভকামনা ।

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

চয়নিকা আহমেদ বলেছেন: শের শায়রী বলেছেন: ব্রো আপনার পোষ্টগুলো পড়ি আর ভাবি আমি মনে হয় এত সুন্দর তথ্য দিয়ে কোন দিন পোষ্ট দিতে পারব না। খুব ভাল লাগল জগতে আমার প্রিয় মানুষ মহানবীর মেরাজের সেই পাথ টির দেখতে পাবার জন্য। ভাল লাগা।------------------------

এই কথাগুলোই বলতে চেয়েছিলাম।
আমিও পারব না।
কিভাবে পারো তুমি???

অনেক সুন্দর ভাইয়া!!!
পোস্টে প্লাস!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি হলাম জগা খিচুড়ি টাইপ লেখা লিখি আপু । আপনার দেয়া অনুপ্রেরনা আমার ব্লগিং এর পাথেও।

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

s r jony বলেছেন: ভাল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অনেক।

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

পেন্সিল চোর বলেছেন: প্লাস এবং প্রিয়তে।
shroud of turin নিয়ে কিছু লিখেন।আমার অনেক জানার ইচ্ছা এই বিষয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ । আপনার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব ।

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

একজন আরমান বলেছেন:
আবারও তথ্যবহুল পোস্ট।
+++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
:) :) :) অনেক ধন্যবাদ আরমান ভাই।

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

ভিয়েনাস বলেছেন: ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ পোস্ট। কিছু অজানা জিনিস জানা হলো। এমন পোস্ট রেগুলার আসলে মন্দ হয়না।

আশা রাখছি সামনে আরো তথ্যবহুল পোস্ট আসবে।

পোস্টে প্লাস

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, আশা করি আসবে এমনি আরও কিছু পোষ্ট। ভালথাকবেন নিরন্তর ।

২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

আমি মুখতার বলেছেন: ক্রুসেডাররা ওই মসজিদ সংস্কার করেছিল!!! এটা কি সালাহ আদ দিনের জেরুজালাম দখলের পুর্বে যে সম্রাট লিপাস রোগে মারা গিয়েছিলো, সে নাকি??

আর পোষ্টে পিলাচ দিলাম। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:
এই মসজিদ ঘিরে পৃথিবীর অনেক রহস্য লুকিয়ে আছে। তবে আমি যতটুকু জানি এটা সালাহ আদ দিনের সময় পুনরায় নির্মিত হয়।

২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

উথালপাতাল বলেছেন:
অনেক সুন্দর উপস্থাপনা, সাথে চমৎকার ছবি। আসলেই আপনাদের পোস্টের জন্য ব্লগে পরে থাকি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইরে লজ্জা দিচ্ছেন।

৩০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

িনহাজ রিমন বলেছেন: সত্যি আপনি অনেক জানেন ভাইজান।
পোস্টে প্লাস।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা কেমন আছেন ? অনেক দিন পর পেলাম।

৩১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

বটবৃক্ষ~ বলেছেন: ভিজিট করেছেন নাকি!!

নাইস পোস্ট... :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
নারে ভাই সেই সৌভাগ্য হয় নাই আমার

৩২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

এস এম ইসমাঈল বলেছেন: ভাল একটা লেখা বহুদিন পর পড়লাম। ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

অজস্র ধন্যবাদ ভাই।

৩৩| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:২০

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর !!

১২ ই মে, ২০১৪ রাত ৯:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় মুদ্‌দাকির ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.