নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

হাইপেশিয়া

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

হাইপেশিয়া বিখ্যাত মিশরীয় প্লেটোবাদী দার্শনিক এবং গণিতজ্ঞ। মহিলাদের মধ্যে তিনিই প্রথম উল্লেখযোগ্য গণিতজ্ঞ। তিনি সবচেয়ে প্রসিদ্ধ আলেক্সান্দ্রিয়ান প্যাগান ও ছিলেন। শিক্ষক হিসেবে তার সাফল্য উল্লেখ করার মত।







হাইপেশিয়ার পিতার নাম থিওন। তিনিও একজন খ্যাতিমান গণিতজ্ঞ এবং দার্শনিক ছিলেন এবং হাইপেশিয়াকে মৌলিক শিক্ষায় শিক্ষিতকরণে তার ভূমিকাই ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ। যাহোক ৪০০ সালের দিকে হাইপেশিয়া আলেক্সান্দ্রিয়ার নব্য প্লেটোবাদী দর্শনধারার মূল ব্যক্তিত্বে পরিণত হন এবং খ্যাতির চরম শিখরে আরোহণ করেন। তার মধ্যে অসাধারণ বাগ্মীতা, বিনয় এবং সৌন্দর্য্যের সার্থক সম্মিলন ঘটেছিল। এজন্য তিনি অসংখ্য শিক্ষার্থীর আকর্ষণ লাভ করতে সমর্থ হন। তাদের মধ্যে একজন হলেন সিরিনের সাইনেসিয়াস যিনি পরবর্তীতে ৪১০ খৃস্টাব্দে টলেমাইস নামক অঞ্চলের বিশপ হন। হাইপেশিয়ার কাছে সাইনেসিয়াসের লেখা কিছু চিঠি এখনও বর্তমান রয়েছে। তার কোন ছবি পাওয়া যায়নি, তবে উনবিংশ শতাব্দীর লেখক ওসাহিত্যিকেরা তাকে সৌন্দর্য্যে দেবী এথেনের সঙ্গে তুলনা করেছেন।



তার মৃত্যুর সঠিক তাৎপর্য উপলব্ধি করতে হলে ইতিহাসের বেশকিছু ঘটনার ব্যাখ্যা প্রয়োজন। সম্রাট থিওডোসিয়াস ১ ৩৮০ সালে প্যাগানবাদ এবংঅরিয়ানবাদের বিরুদ্ধে একটি অসহিষ্ণুতা নীতির সূচনা ঘটান। তিনি ৩৭৯ থেকে ৩৯২ সাল পর্যন্ত পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্যের রাজা ছিলেন এবং এরপর থেকে ৩৯৫ সাল পর্যন্ত রোমান সাম্রাজ্যের পূর্ব এবং পশ্চিম উভয় অঞ্চলের অধিপতি ছিলেন। ৩৯১ সালে তিনি আলেক্সান্দ্রিয়ার বিশপ থিওফিলাসের পত্রের জবাবে মিশরের ধর্মীয় সংস্থানসমূহকে ধ্বংস করে দেয়ার অনুমতি প্রদান করেন। এর পরপরই খৃস্টান জনতা সম্মিলিত আক্রমণের মাধ্যমে আলেক্সান্দ্রিয়া গ্রন্থাগার এবং সারাপিস মন্দির সহ অন্যান্য প্যাগান সৌধগুলো ধ্বংস করে দেয়।



৩৯৩ সালে আইনসভার আইনের মাধ্যমে এ ধরণের স্থাপনা বিশেষ করে ইহুদী মন্দির ধ্বংসে আক্রমনাত্মক কার্যাবলির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু ৪১২ সালে আলেক্সান্দ্রিয়ার উর্ধ্বতন যাজক হিসেবে সিরিলের ক্ষমতায় আসার পর আবার সেই ধ্বংসাত্মক কাজগুলো শুরু হয়। ৪১৪ সালে আলেক্সান্দ্রিয়ায় ইহুদী বিতারণের সূচনার মাধ্যমে বিপর্যয়ের ঘনঘটা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় ৪১৫ সালে একদল ধর্মোন্মাদ খৃস্টান জনতার হাতে হাইপেশিয়া নিহত হন। বর্ণনামতে রথে করে ফেরার পথে উন্মত্ত জনতা তার উপর হামলা করে এবং হত্যার পর তার লাশ কেটে টুকরো টুকরো করে রাস্তায় ছড়িয়ে দেয়া হয়। অনেক বিশেষজ্ঞই তার মৃত্যুকে প্রাচীন আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র আলেক্সান্দ্রিয়ার পতনের সূচনাকাল হিসেবে চিহ্নিত করেছেন।



অবদান




গণিত




· তিনি শিক্ষা এবং বিজ্ঞানকে সঠিক উপমার মাধ্যমে প্রতিকায়িত করেন। তৎকালীন সময়ে এ ধরণের শিক্ষাকে প্যাগান রীতিনীতি ও সংস্কৃতির সাথে একীভূত মনে করা হত এবং এর ফলে জ্ঞানের বিকাশের পথে বাঁধার সৃষ্টি হয়, আর এ কারণেই তাকে অনেক প্রতিরোধের সম্মুখীন হতে হয়।

· সুডা লেক্সিকন নামক দশম শতাব্দীর একটি বিশ্বকোষের বর্ণনামতে তিনি কয়েকটি পুস্তকের উপর ভাষ্য রচনা করেন। এর মধ্যে রয়েছে:

o আলেক্সান্দ্রিয়ার ডায়োফ্যান্টাস রচিত এরিথমেটিকা।

o পার্গার অযপোলোনিয়াস রচিত কনিক্স।

এই বইগুলো পরে আর পাওয়া যায়নি। তবে এরিথমেটিকা বইটির বর্ধিত আরবি সংস্করণে তার ভাষ্য সম্বন্ধে কিছু তথ্য পাওয়া যায়।



জ্যোতির্বিজ্ঞান



· জ্যোতির্বিজ্ঞান বিষয়ক একটি সারগ্রন্থের উপর তিনি ভাষ্য রচনা করেন। অনেকের মতে এটি ছিল টলেমি রচিত আলমাজেস্ট। যেমন তার পিতা থিওনের সূত্রে জানা যায় যে, হাইপেশিয়া আলমাজেস্টের উপর তার লেখা ভাষ্যটির পুনঃপরীক্ষণ করেছিলেন।

· তার অধিকাংশ কীর্তি সম্বন্ধে যা জানা যায় তার প্রায় পুরো অংশেরই দলিল গৃহীত হয়েছে সাইনেসিয়াসের পত্রাবলী থেকে। সাইনেসিয়াস উল্লেখ করেন যে হাইপেশিয়া একটি অ্যাস্ট্রোল্যাব এবং একটি হাইড্রোস্কোপ তৈরিতে মনোনিবেশ করেছিলেন। উল্লেখ্য সপ্তদশ শতাব্দীতে পিয়েরে ডি ফার্মি হাইড্রোস্কোপকে হাইড্রোমিটার নামে নামাঙ্কিত করেন। যাহোক এ থেকে বুঝা যায় যে আইপেশিয়া নিজেকে জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের চর্চায় উৎসর্গ করেছিলেন।



দর্শন



· হাইপেশিয়া দুজন বিখ্যাত নব্য প্লেটোবাদী ব্যক্তিত্বের গণিতজ্ঞ এবং দার্শনিক শিক্ষা ও পদ্ধতির উপর ভাষণ প্রদান করতেন। এই দুজন হলেন প্লোটিনাস যিনি নব্য প্লেটোবাদের জনক হিসেবে খ্যাত এবং ল্যাম্বলিকাস যিনি নব্য প্লেটোবাদের সিরিয় ধারায় উদ্ভাবক।

· তার দর্শন ছিল তৎকালীন যুগের সাপেক্ষে অনেক পরিপক্ক ও বৈজ্ঞানিক এবং তার মাঝে পৌরাণিকতা ছিলনা বললেই চলে যদিও তার দর্শন সম্বন্ধে কোন সুস্পষ্ট দলিল বর্তমানে অবশিষ্ট নেই। দর্শনের ব্যাপারে তিনি আপোষহীনভাবে প্যাগান মতবাদের অনুসারী ছিলেন এবং তার এই চিন্তাধারার প্রকৃতি তৎকালীন অন্যান্য নব্য প্লেটোবাদী দর্শনধারা হতে স্বতন্ত্র ছিল।

· তার দুটি বিখ্যাত উক্তি থেকে তার দর্শনের অকাট্যতা প্রতিভাত হয়:

o তোমার চিন্তা করার অধিকার সংরক্ষণ কর। এমনকি ভুলভাবে চিন্তা করা একেবারে চিন্তা না করা থেকে উত্তম।

o কুসংস্কারকে সত্য হিসেবে শিক্ষা দেয়া একটি ভয়ংকরতম বিষয়।



তার এই সকল চিন্তাধারাই হয়তোবা সিরিলকে এতোটা উত্তেজিত করে থাকবে যে সে খৃস্টান জনতাকে এতোটা উন্মত্ত করতে সমর্থ হয়েছিল। আর এরই পরিণতিতে নিহত হতে হয় হাইপেশিয়াকে।



হাইপেশিয়ার রূপ-সৌন্দর্য্য তার দার্শনিক ও বৈজ্ঞানিক জ্ঞানের সাথে একীভূত হয়ে তাকে আপূর্ব মহিমা দান করেছিল। তাই তৎকালীন যুগে এতোটা বিখ্যাত হয়েছিলেন। এর সাথে তার করুণ মৃত্যু যোগ হয়ে তাকে অমরত্ব দান করেছে। তার জীবন তাই অনেক লেখককেই উৎসাহিত করেছে। তার জীবনী নিয়ে একটি উল্লেখযোগ্য উপন্যাস হল চার্লস কিংসলির লেখা "হাইপেশিয়া"।



মন্তব্য ৫৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

যাযাবরমন বলেছেন: +

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভাই ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

শরীফ উদ্দিন সবুজ বলেছেন: আলেক্সান্দ্রিয়া গ্রন্থাগারের বিজ্ঞানী , দার্শনিক ও সাহিত্যিকদের সমস্যা ছিলো সেইখানে তারা দূরের নক্ষত্রের প্রজ্জ্বলন নিয়ে প্রশ্ন তোলেন কিন্তু সমাজের দাস সমস্যাসহ বিভিন্ন সমস্যা নিয়ে কোন প্রশ্ন তোলেননি। সমাজ থেকে তারা ছিলেন বিচ্ছিন্ন। ফলে যখন একদল মৌলবাদি আলেক্সান্দ্রিয়াকে ধ্বংস করতে এগিয়ে এলো তখন তাদের রক্ষা করার জন্য কেউ দাড়ালো না। জ্ঞানীদের শুধু জ্ঞানচর্চা করলেই হয়না। সমাজের সাথে সম্পর্কও থাকতে হয়। নইলে এর পরিণতি হতে পারে ভয়াবহ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল বলেছেনত ভাই ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

আশিক মাসুম বলেছেন: ভাই আপনার পোষ্ট দিয়েত পুরু সোকেস বইরা যাবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

হা হা হা হা কিন্তু ভাই তাহলে মাঝে মাঝে সোকেস ফরমেট দিয়েন

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রিয় তে নিয়ে রাখলাম। রাতে পড়বো। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, ভালথাকবেন জীবনের প্রতিটি চলার পথে ।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

s r jony বলেছেন: ++++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

যুবায়ের বলেছেন: চমৎকার পোষ্ট...
২য় ভালোলাগা++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ যুবায়ের ভাই, ভাল থাকবেন।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

যুবায়ের বলেছেন: হাইপেশিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।
এধরনের পোষ্টের অপেক্ষায় থাকি।
আশা করি চালিয়ে যাবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
যুবায়ের ভাই আমার গতকালের একটা পোস্ট দেখতে পারেন।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

বাংলার হাসান বলেছেন: তথ্য বহুল পোষ্ট

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

একজন আরমান বলেছেন:
হাইপেশিয়া কি একজন নারী?

একজন মানুষের এতো গুন !
আমার কেন মাল্টি গুন নাই ! :| :| :|

এক চিল্লানি বার বার ভালো লাগে না।
আপনার পোস্ট যে বরাবরের মতো ভালো হয় সেই কথা আর কমু না। খালি আমু, পরমু আর প্লাস দিয়া যামুগা। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:
নারী ছিলেন ,ভাবছি এমন নারীদের নিয়া আরও একটা পোস্ট দিব। আমাদের যেসব নারী এখনও তাদের শুধু রুপ নিয়ে বসে থাকেন অহংকারে গুনের জন্য কি হতে পারে তাই নারীদের প্রতি আসলে শ্রদ্ধাশীল মূলক এমন পোস্ট দেয়া দরকার ।


খালি আমু, পরমু আর প্লাস দিয়া যামুগা। +++++++++

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

একজন আরমান বলেছেন:
চমৎকার চিন্তা। :)
চালিয়ে যান। বেগম রোকেয়াকে নিয়ে লেইখেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:
আশা করি লিখব

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

কালোপরী বলেছেন: অনেক কিছু জানলাম, এবং জানার পর অবশ্যই নিজেকে মূর্খ বলে মনে হচ্ছে :( :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

কেন কেন মূর্খ বলে মনে হবার কি আছে ?!

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

স্বপনবাজ বলেছেন: নাম টা আগেই শুনেছি , আজ অনেক জানলাম ! ধন্যবাদ নেন মিনিমাম এক ট্রাক !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

খাইছে এত ধন্যবাদ রাখব কোথায় !!!!!

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

এহসান সাবির বলেছেন: ওহ দারুন ভাইয়া! ভালো লাগা দিলাম। আমি লগইন হলেই কিন্তু আপনার এখনে ঢু মেরে যাই নতুন কিছু পাবার আশায়.. পেয়েও যাই.. শুভ কামনা..

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার কৃতজ্ঞতা জানবেন ।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

মামুন রশিদ বলেছেন: হাইপেশিয়া'র দর্শন চিন্তা আগ্রহ উদ্দীপক । পোস্টে ভালো লাগা রইলো ভাই ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:
হাইপেশিয়া'র দর্শন চিন্তা আগ্রহ উদ্দীপক । কিন্তু মৃত্যু আমাকে খুব মর্মাহত করেছে।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হাইপেশিয়া সম্পর্কে আমার আগ্রহ ছিল। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ এমন তথ্য বহুল পোস্টের জন্যে। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

হাইপেশিয়ার দর্শন আমাকে খুব নাড়া দেয়। ধন্যবাদ আপনাকে অজস্র।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

shfikul বলেছেন: কান্ডারী অথর্ব ভাই,একটা ইনফো দিতে পারবেন?মোবাইল দিয়ে কি কোনো পোস্ট প্রিয়তে নেয়া যায়?আমি অপসন পাচ্ছিনা।আপনার এবং অনেকের কিছু পোস্ট আমার প্রিয়তে রাখতে চাই।এটিও অনেক ভালো লাগল।অনেক কিছু জানতে পারলাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া আমাকে ক্ষমা করবেন আমার ঠিক জানা নাই তবে মোবাইল দিয়ে প্রিয়তে নেয়ার কোন সমস্যা থাকার কথা নয়। আমি কখনো মোবাইল দিয়ে চেষ্টা করিনি।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

আশিক মাসুম বলেছেন: হ ভাবতা ছি পুরা লাইফটাই ফরমেট দিয়া দিমু, কি কন??

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

ফরমেট দেবার আগে ডাটা গুলো আরেকটা লাইফে রাইখা নিয়েন।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

মেহেরুন বলেছেন: নতুন কিছু জানা হল, ধন্যবাদ শেয়ার করার জন্য। ++++

কেমন আছেন??

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ অজস্র। ভাল থাকার চেষ্টা করছি কিন্তু প্রচণ্ড মানসিক যন্ত্রণায় আছি।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আপ্নেরে মাইনাচ, মাইনাচ। হাইপেশিয়ারে নিয়া আপ্নে ক্যান লেখলেন?? X(( X(( আমি লেখতে চাইসিলাম!! :( :(

একটা মুভি লিঙ্ক দিলাম, ' এগোরা', যারা হাইপেসিয়ার প্রেমে পড়লেন তাদের ভালো লাগবে! :)

http://www.imdb.com/title/tt1186830/

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

থাক আই আমি ছরি আপনিও একটা পোস্ট দেন। কি করব বলেন আমি হাইপেসিয়াকে ভালোবেসে ফেলেছি।

আপনার লিঙ্ক দেখলাম ভাল লাগল পরে ছবিটা নামিয়ে ফেলব ।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: হাইপোশিয়া কে জানলাম। অনেক ধন্যবাদ :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক দিনপর আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগল।

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমার প্রিয় একজন নায়িকাকে নিয়ে চমৎকার লেখায় +।

আগোরা মুভিটা দেখতে পারেন। অসাধারন মুভি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভাই। দেখব এইমাত্র নামাতে দিয়েছি।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার পোস্ট। +++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ মুবিন ভাই।

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

মেহেরুন বলেছেন: চেষ্টা করে ভালো থাকা অনেক কঠিন ভাইয়া। চেষ্টা করা বাদ দেন, শুধু সময়ের সাথে চলেন। দেখবেন সব ভালো ভাবে চলছে। দোয়া করি আপনার কঠিন সময় সুন্দর সময় এ পরিণত হোক।

শুভকামনা রইলো। ভালো থাকবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার এই পরামর্শ গুলো আজীবন মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ ।

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

মেহেরুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। একসময় ভালো থাকার অনেক চেষ্টা করে দেখেছি, আশেপাশের মানুষদের দেখেছি, কেউ পারে নি। বরং চেষ্টা করাটা একটা কষ্টের কারন হয়ে দাড়ায়। তাই চেষ্টা না করে যেটা যেমন তাকে সে ভাবেই উপভোগ করাই ভালো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম সেটাই তবে আমারও চেষ্টা করা উচিত বলেই মনে হচ্ছে। জানিনা পারব কিনা !!!

২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

শের শায়রী বলেছেন: কি ভাবে আপনার এই লেখাটা আমার দৃষ্টি এড়াইয়া গেল? ক্ষমা প্রার্থনীয়। আমি কিছুদিন আগে একটা পোষ্ট দিছিলাম হয়ত আপানার খেয়াল আছে। চলেন দু ভাই মিল্লা একটা ব্যাপার নিয়া সিরিজ লিখা শুরু করি। যদি এ আমার অতি চাওয়া হয়ে থাকে ক্ষমা করবেন। ২৩ তারিখ দেশে আসব অনুমতি দেন তো দেখা হবে।
হাইপেশিয়া

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:
আসলে আমি হাইপেসিয়াকে খুব ভালবাসি তাই ভাই আপনার লেখাটা আমি আগেই পড়েছিলাম। তাই চেষ্টা করেছি অন্যভাবে দিতে । ক্ষমা চেয়ে নিচ্ছি একই বিষয় নিয়ে লেখার জন্য তবে আমি চেষ্টা করেছি তার দর্শন গুলো তুলে ধরতে। আর কি বিষয় নিয়ে লিখবেন বলেন আমি সাথে আছি সবসময় আপনার।

২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

বুলবুল সরওয়ার বলেছেন: নতুন পাঠক হিসেবে আপনাকে ধন্যবাদ। খুব তথ্যপূর্ণ। সালাম!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভাই।

২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

বুলবুল সরওয়ার বলেছেন: আপনিার এ বিষয়টি নিয়ে আমি একটি লেখা লিখেছিলাম। পোস্ট করার চেষ্টা করছি, দেখবেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ইনশাল্লাহ দেখব। কবে দিচ্ছেন পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.