![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
একটি অশনি সংকেত
চলো চলো শাহবাগ চল....
চলো চলো শাহবাগ চল.....
চলো চলো শাহবাগ চল.....
যে যে যার যার অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন।
বাংলার ব্লগার- এক হও!!! দ্রোহের আগুন- ছড়িয়ে দাও!!! - ব্লগার শিপু ভাই
Click This Link
শুক্রবার জুমার নামাজে পর কয়েকটি ইসলামী দল ও সংগঠনের মিছিল থেকে রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন ও কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। হামলা-সংঘর্ষ হয় চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায়।
চাঁদপুরে জামাত -শিবির বাংলাদেশের জাতীয় পতাকা ও বাংলা বর্ণমালা সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলেছে এবং পুলিশের উপর হামলা চালিয়েছে।
শাহবাগে ‘ফিরছেন’ আন্দোলনকারীরা
সিলেটে শহীদ মিনারে ‘জামায়াতের’ হামলা
চট্টগ্রামে গণমঞ্চ ও প্রেসক্লাবে হামলা, প্রতিরোধে জনতা
‘শাহবাগবিরোধীদের’ তাণ্ডব
বড় ধরনের নাশকতার শঙ্কা
একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা দিবস, নাকি শুধুই উদ্দাম উদযাপন - ব্লগার আধখানা চাঁদ
Click This Link
আপডেট
সকাল ৭ টা থেকেই ধীরে ধীরে কয়েকজন করে ব্লগার আসতে থাকেন ছবির হাটে। তারপর আরও কিছুক্ষন অপেক্ষার পর সকাল ৮ টার মধ্যে আমরা একত্রে হয়ে যাই সামহোয়্যার ইন ব্লগের বেশ কয়েকজন ব্লগার । তারপর সবাই মিলে প্রত্যেকের হাতে ফুলের ছোট ছোট তোরা নিয়ে একযোগে রওনা হই পুরোটা পথ নগ্ন পায়ে হেটে সেই ছবির হাট থেকে নীলক্ষেতের মোড় পার হয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে । লাখো মানুষের ভিড়ের মাঝে আমরাও সমস্বরে গাইতে থাকি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
সেই ভিড়ের মাঝে গুটি গুটি পায়ে হেটে আমরা পৌঁছে যাই শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে। দেখলাম ছোট ছোট শিশুরা থেকে শুরু করে সকল বয়সের মানুষ এসে বেদীতে ফুল দিয়ে যাচ্ছে। আমরা ব্লগাররাও শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে আবার নগ্ন পায়ে ফিরে আসি পথ হেটে। আজ প্রচণ্ড রোদ ছিল সেই সাথে বসন্তের মিষ্টি বাতাস তবু দীর্ঘ পথ পায়ে পায়ে হাটার জন্য অনেকের দেখলাম মুখ লাল হয়ে ঘাম ঝরছে। প্রচণ্ড তৃষ্ণার কারনে হয়ত সবাই ঠাণ্ডা পানির জন্য উতলা হয়ে উঠল। তারপর প্রান ভরে ঠাণ্ডা পানি খেয়ে সবাই মিলে আমরা ভাষা শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করে পথের মাঝে দাড়িয়েই দোয়া করে ফিরে এলাম যে যার গন্তব্যে। ফিরে আসার সময় মনটা কিছুটা ব্যাকুল ছিল তাই হয়ত আবার গেয়ে উঠলাম মনের অজান্তে
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
সকল ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছিঃ
সামহোয়্যার ইন এর ব্লগারদের প্রভাত ফেরীঃ
আগামী কাল সকাল ৭ টায় ছবির হাট হতে হেটে আমরা সবাই কেন্দ্রীয় শহিদ মিনারে যেয়ে পুস্পস্তবক অর্পণ করব।
তাই সবাইকে সকল ৭ টার মধ্যে ছবির হাটে থাকার অনুরোধ করা যাচ্ছে।
ফেবু ইভেন্ট Click This Link
ছোট বেলায় প্রতি বছর অমর একুশে এলেই সারা রাত জেগে থেকে ইট দিয়ে বাড়ির উঠানে শহীদ মিনার বানাতাম । তারপর রঙিন কাগজ নানা আকারে কেটে চারিদিকে চিকন দড়ির সাথে আঠা দিয়ে লাগিয়ে বেঁধে দিতাম। তারপর গোলাপ ফুল, রজনীগন্ধা আর গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাতাম। একটি লাল রঙের কাগজ গোল করে কেটে সেই শহীদ মিনারের মাঝে লাগিয়ে দিতাম। আর সেই লাল রঙের কাগজে যেটাকে বোঝাতাম সূর্য তার মাঝে লিখে দিতাম
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
তারপর সকাল হতেই বাড়ির সবাইকে ডেকে আনতাম ফুল দেবার জন্য আমার বানান শহীদ মিনারে। সবাই এসে ফুল দিয়ে যেত। তারপর বাবার সাথে যেতাম কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে হেটে ফুল দিতে। বয়স হওয়ার সাথে সাথে সেই সব ছেলে মানুষী গুলো কোথায় যেন হারিয়ে গেল। এখন আর নিজে নিজে শহীদ মিনার বানান হয় না । তবে শহীদ মিনার ঠিকই যাওয়া হয় খালি পায়ে হেটে ফুল দিতে আর সত্যি আজো নিজের অজান্তে গেয়ে উঠি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আবার ভাবি সত্যি কি আমরা আজ একুশের চেতনাকে বুকে লালন করে রাখতে পেরেছি?
বাংলা ভাষাকে সত্যি কি আমরা আমাদের মায়ের ভাষা হিসাবে সঠিক মর্যাদা দিতে পেরেছি?
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।
সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একটি বাংলা গান, যে গানের কথায় ১৯৫২ সালের ফেব্রুয়ারি ২১ তারিখে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের করুণ ইতিহাস ফুটে উঠেছে।
গানটি একটি খবরের কাগজের শেষের পাতায় একুশের গান শিরোনামে প্রথম প্রকাশিত হয়। তখন গীতিকারের নাম ছাপা হয়নি। পরবর্তীতে অবশ্য গীতিকারের নাম ছাপা হয়। ১৯৫৪ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে সংকলনে প্রকাশিত হয় গানটি। তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
শুরুতে এটি কবিতা হিসেবে লেখা হয়েছিল। তৎকালীন যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কবিতাটি আব্দুল লতিফকে দিলে তিনি এতে সুরারোপ করেন। পরবর্তীতে, লতিফ আতিকুল ইসলাম প্রথম গানটি গান। ঢাকা কলেজের কিছু ছাত্র কলেজ প্রাঙ্গনে শহীদ মিনার স্থাপনের চেষ্টা করার সময়ও গানটি গেয়েছিল। একারণে তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করা হয়।
পরবর্তীতে আলতাফ মাহমুদ, যিনি সেসময়কার একজন নামকরা সুরকার এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক বীর মুক্তিযোদ্ধা ছিলেন, গানটিতে পুনরায় সুরারোপ করেন। বর্তমানে এটিই গানটির প্রাতিষ্ঠানিক সুর হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। প্রতিবছর ২১শে ফেব্রুয়ারিতে বাংলাদেশের সব অঞ্চল থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শত শত মানুষ এই গান গেয়ে শহীদ মিনার অভিমুখে খালি পায়ে হেঁটে যান।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরীতে এই গান গেয়ে সবাই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যায়। বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় এটি তৃতীয় স্থান লাভ করেছে।
বাংলাদেশের প্রথম শহীদ মিনার
ভাষা আন্দোলন বিশ্বের এক নজীর বিহীন ঘটনা। যার অন্তরনিহিতে আছে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। রক্তক্ষরণে বিশ্বের এই অদ্বিতীয় ঘটনাটি বিংশ শতাব্দীর শেষার্ধ জুড়ে শুধু মাত্র বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে ছিল। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান সাংস্কৃতিক সংঘ (ইউনেস্কো) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর মহান একুশে ফেব্রুয়ারীকে আন্তজাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করার পর বিশ্ববাসীর ইতিহাসে রূপান্তরিত হয়েছে। এই আন্দোলনের প্রাণ বিসর্জন শুধুমাত্র ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও মরণপণ আন্দোলন হয়েছিল দেশব্যাপী। তার মধ্যে রাজশাহী ছিল আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ ক্ষেত্র। আন্দোলরে সূচনা থেকেই রাজশাহীর বুদ্ধিজীবী, রাজনীতিক, ছাত্র ও বিভিন্ন পেশার মানুষ এর সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন।
২১ ফেব্রুয়ারি রাতে রাজশাহীতে ভাষাসৈনিকরা যে, শহীদ মিনার গড়েছিলেন সেটিই দেশের প্রথম শহীদ মিনার। ‘রাজশাহীতে ভাষা আন্দোলন’ গ্রন্থে এ্যাডভোকেট মহসীন প্রামাণিক তার প্রবন্ধে লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি দিনগত সারারাত রাত ধরে আমরা ইট ও কাদা দিয়ে রাজশাহী কলেজের নিউ মুসলিম হোস্টেলের মেইন গেটের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করি এবং সকাল ৭টার দিকে এটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশের প্রথম শহীদ মিনারটি ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে পুলিশ এসে গুঁড়িয়ে দেয়।
Click This Link
অমর একুশে (ভাস্কর্য)
অমর একুশে ভাস্কর্যটি বাংলাদেশের ভাষা আন্দোলনের স্মৃতিতর্পণমূলক ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম একটি ভাস্কর্য। এই ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর স্থপতি শিল্পী জাহানার ইমাম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২ নং গেইট এর সামনে অবস্থিত এই ভাস্কর্যটি। ১৯৯১ খ্রিস্টাব্দের ২০ ফেব্রুয়ারি সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ এই ভাস্কর্যটি উদ্বোধন করেন।
ভাস্কর্যটির স্তম্ভসহ ফিগারের মোট উচ্চতা ৩৪ ফুট। এটি নির্মাণ করা হয়েছে চুনাপাথর, সিমেন্ট, ব্ল্যাক আইড, বালি, মডেলিং ক্লে প্রভৃতি দিয়ে।
অমর একুশে মনে করিয়ে দেয় ত্যাগ আর অগণিত প্রাণের বিনিময়ে বাঙালির প্রাপ্তি। বিশ্বে বাঙালিরা একমাত্র জাতি যাদের ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে।'অমর একুশে' নিয়ে যায় ৫২'র একুশে ফেব্রুয়ারিতে যেই দিনে-ভাষার জন্য ছাত্ররা মিছিল করেছিল। পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার প্রমুখের তাজা প্রাণের লাল রক্তে বাঙালিরা নিজের ভাষায় কথা বলার অধিকার অর্জন করে। 'অমর একুশে' মা-বাবার কোলে সন্তানের লাশকে দেখায়।মহান ভাষা আন্দোলনের চেতনাকে কংক্রীটের শরীরে জীবন্ত করেছেন শিল্পী জাহানারা ইমাম। শিল্পী ‘অমর একুশ’ ভাস্কর্য কর্মে তাঁর লালিত স্বপ্ন এবং জাতীয় চেতনাকে স্থায়ীরূপ দেওয়ার চেষ্টা করেছেন। ‘অমর একুশে’ নামের মধ্যে বায়ান্নের সেই উত্তাল সময়কে যেমন ধরে রাখা হয়েছে তেমনি একটি শাণিত চেতনাকেও শরীরী করা হয়েছে। এই ভাস্কর্যে একজন মায়ের কোলে শায়িত ছেলের পথিকৃতী দেখা যায় এবং এর পেছনে শ্লোগানরত অবস্থায় একজনের প্রতিকৃতি দেওয়া হয়েছে।
মোদের গরব (ভাস্কর্য)
মোদের গরব বা আমাদের গর্ব হল বাংলাদেশের রাজধানী ঢাকার বাংলা একাডেমী ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য। ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়। এই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদের সম্মানে এই ভাষ্কর্যটি তৈরী করা হয়।
২০০৭ সালের পহেলা ফেব্রুয়ারীতে সেই সময়ের তত্ত্ববধায়ক সরকার প্রধান ড: ফখরুদ্দীন আহমদ অমর একুশে গ্রন্থমেলায় এটি উদ্বোধন করেন।
এখানে ভাষা শহীদ আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, শফিউর রহমান, এবং আবুল বরকত এর ধাতব মুর্তি রয়েছে। এগুলো মূল ভিত্তিটির উপর রয়েছে এবং এর পেছনের একটি উচু দেয়াল রয়েছে। এই দেয়ালটির উভয় পাশে টেরাকোরা নকশা করা আছে। এখানে ভাষা আন্দলনের ঘটনার সাথে সম্পর্কিত বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
ভাস্কর্যটি তৈরী করতে মোট ১৩ লক্ষ টাকা খরচ হয় এতর থেকে স্পন্সর হিসাবে গ্রামীনফোন নামের একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান ১০ লক্ষ টাকা দেয়, অবশিষ্ট টাকা সংগ্রহ করা হয় বাংলা একাডেমীর নিজেস্ব ফান্ড থেকে।
কেন্দ্রীয় শহীদ মিনার
শহীদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত।
প্রথম শহীদ মিনার যেটি ১৯৫২ সালের তৈরি করা হয়েছিল কিন্তু পাকিস্তান পুলিশ ও আর্মি সেটা ভেঙে ফেলে।
প্রথম শহীদ মিনার যেটি ১৯৫২ সালের তৈরি করা হয়েছিল কিন্তু পাকিস্তান পুলিশ ও আর্মি সেটা ভেঙে ফেলে।
প্রথম শহীদ মিনার নির্মাণ হয়েছিল অতিদ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে। ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করে। শহীদ মিনারের খবর কাগজে পাঠানো হয় ঐ দিনই। শহীদ বীরের স্মৃতিতে - এই শিরোনামে দৈনিক আজাদ পত্রিকায় ছাপা হয় শহীদ মিনারের খবর।
মিনারটি তৈরি হয় মেডিকেলের ছাত্র হোস্টেলের (ব্যারাক) বার নম্বর শেডের পূর্ব প্রান্তে। কোণাকুণিভাবে হোস্টেলের মধ্যবর্তী রাস্তার গা-ঘেঁষে। উদ্দেশ্য বাইরের রাস্তা থেকে যেন সহজেই চোখে পড়ে এবং যে কোনো শেড থেক বেরিয়ে এসে ভেতরের লম্বা টানা রাস্তাতে দাঁড়ালেই চোখে পড়ে। শহীদ মিনারটি ছিল ১০ ফুট উচ্চ ও ৬ ফুট চওড়া। মিনার তৈরির তদারকিতে ছিলেন জিএস শরফুদ্দিন (ইঞ্জিনিয়ার শরফুদ্দিন নামে পরিচিত), ডিজাইন করেছিলেন বদরুল আলম। সাথে ছিলেন সাঈদ হায়দার। তাদের সহযোগিতা করেন দুইজন রাজমিস্ত্রী। মেডিকেল কলেজের সম্প্রসারণের জন্য জমিয়ে রাখা ইট, বালি এবং পুরান ঢাকার পিয়ারু সর্দারের গুদাম থেকে সিমেন্ট আনা হয়। ভোর হবার পর একটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মিনারটি। ঐ দিনই অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি সকালে, ২২ ফেব্রুয়ারির শহীদ শফিউরের পিতা অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন। ২৬ ফেব্রুয়ারি সকালে দশটার দিকে শহীদ মিনার উদ্বোধন করেন আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। উদ্বোধনের দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙ্গে ফেলে। এরপর ঢাকা কলেজেও একটি শহীদ মিনার তৈরি করা হয়, এটিও একসময় সরকারের নির্দেশে ভেঙ্গে ফেলা হয়।
অবশেষে, বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়। এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে।
১৯৫৬ সালে আবু হোসেন সরকারের মুখ্যমন্ত্রীত্বের আমলে কেন্দ্রীয় শহীদ মিনারের বর্তমান স্থান নির্বাচন এবং ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। তৎকালীন পূর্ত সচিব (মন্ত্রী) জনাব আবদুস সালাম খান মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গণে 'শহীদ মিনারের' ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য চূড়ান্তভাবে একটি স্থান নির্বাচন করেন।
১৯৫৬ সালের ২১শে ফ্রেব্রুয়ারি তারিখে জনৈক মন্ত্রীর হাতে 'শহীদ মিনারের' ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা থাকলেও তাতে উপস্থিত জনতা প্রবল আপত্তি জানায় এবং ভাষা আন্দোলনের অন্যতম শহীদ রিক্সাচালক আওয়ালের ৬ বছরের মেয়ে বসিরণকে দিয়ে এ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
শেরেবাংলা এ.কে. ফজলুল হক এবং আওয়ামী লীগের উদ্যোগে যুক্তফ্রন্ট সরকার কর্তৃক ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের সর্বত্র স্বতঃস্ফূর্তভাবে একুশে ফেব্রুয়ারি পালিত হয়।এরফলেই শহীদ মিনারের নতুন স্থাপনা নির্মাণ করা সহজতর হয়ে ওঠে। বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তাঁরই রূপকল্পনা অনুসারে নভেম্বর, ১৯৫৭ সালে তিনি ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়। এ নকশায় ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেলের সম্মুখভাগের বিস্তৃত এলাকা এর অন্তর্ভূক্ত ছিল। ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।
ভাষা অন্দোলনের ধারাবাহিক ক্রমপঞ্জী এবং কিছু ঐতিহাসিক ছবি - ব্লগার শের শায়রী
Click This Link
মোদের গরব মোদের আশা আ -মরি বাংলাভাষা - ব্লগার মনিরা সুলতানা
Click This Link
বড় অভিমানে দুঃখি মন নিয়ে হারিয়ে যাওয়া বাংলার এক রহস্যময়ী কিংবদন্তি- ব্লগার খেয়া ঘাট
Click This Link
কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা ও মর্যাদা ও আমারি বাংলা ভাষা
১৯৫৩ সাল থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি তারিখে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ দিন প্রত্যুষে সর্বস্তরের মানুষ নগ্ন পায়ে প্রভাতফেরীতে অংশগ্রহণ করে এবং শহীদ মিনারে গিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে। সারাদিন মানুষ শোকের চিহ্নস্বরূপ কালো ব্যাজ ধারণ করে। এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে ভাষা আন্দোলনের স্মৃতি তর্পণ করা হয় এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দিনটা কখনো জাতীয় শোক দিবস, কখনোবা জাতীয় শহীদ দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়ে আসছে। ২০০১ সাল থেকে দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপিত ।
অথচ আফসোস শহীদ মিনার এলাকায় ২১ ফেব্রুয়ারী ব্যতীত শহীদ মিনার অবহেলিত অবস্থায় পড়ে থাকে। এ সময় শহীদ মিনার এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকান্ড পরিচালিত হয়। মাদক সেবন থেকে শুরু করে ভাসমান মানুষের বর্জ্য ত্যাগের স্থানে পরিণত হয় এই ঐতিহাসিক এলাকা। ফলে শহীদ মিনার এলাকার পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তাছাড়া ঐতিহাসিক এই স্থাপনার পাশে কয়েকটি কথিত মাজার গড়ে উঠেছে। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ২০ কাঠা জায়গা দখলকারীরা দখল করে রেখেছে। যদিও শহীদ মিনারের সামনেই একটি ফলকের গাঁয়ে লেখা রয়েছে মূল বেদীতে জুতা পায়ে প্রবেশ নিষেধ এবং আমরা কেবল একুশে এলেই দেখা যায় যে কয়েক মেইল দূর থেকে খালি পায়ে শহীদ মিনারে আসি ভাষা শহীদদের প্রতি সন্মানদেখাতে কিন্তু বাকি সময়ে দেখা যায় মূল বেদীতে দিব্যি জুতা পায়ে ঘুরে বেড়াই। হয়ত অসচেতনতা অথবা অজ্ঞতা থেকে করে থাকি কিন্তু যেটা মোটেও কাম্য নয়। তাই এই ব্যাপারে আন্তরিক হওয়ার জন্য কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আর আমাদের নিজেদেরকেও এই ব্যাপারে সচেতন হতে হবে। একটু কি সচেতনতা আমাদের মনের মাঝে আমরা স্থান দিতে পারিনা আমাদের এই পবিত্র শহীদ মিনার এবং প্রিয় মায়ের ভাষা এই বাংলা ভাষার ব্যাবহারের প্রতি । আর কোন ভাষাতে হয়ত ইতিহাসে নাই যে ভাষার জন্য সংগ্রাম করে একটি জাতি প্রান দিয়েছে। তাই আসুন বাংলা ভাষা ব্যাবহারের ক্ষেত্রে আরও বেশী অগ্রসর এবং সচেতন করে নিজেদের গড়ে তুলি। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলা ভাষার ব্যাবহার হোক সর্বত্র ও সার্বক্ষণিক।
এই বিষয়ে ব্লগার মোহামমদ মশিউর রহমান তার দেয়া একটি পোষ্টে বলেছেন
Click This Link
ব্লগার মেলবোর্ন তার দেয়া একটি পোষ্টে বলেছেন
Click This Link
আন্তর্জাতিক ভাষা দিবসে আমার অক্ষম ক্ষোভ প্রকাশ - ব্লগার শের শায়রী
Click This Link
মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা!!!
মাগো তোমার কোলে তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা
আমারি বাংলা ভাষা!!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
একটাই চাওয়া বাংলা ভাষার ব্যাবহার হোক সর্বত্র ও সার্বক্ষণিক।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
অনীনদিতা বলেছেন: ওয়াও নাইস পোস্ট+++++++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
অজস্র ধন্যবাদ আপু । আসুন একুশের চেতনায় নিজেকে গড়ে তুলি।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার।
এইধরনের পোষ্টই কাম্য ছিল আপনার কাছে।
++++++++++++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আসুন বাংলা ভাষা ব্যাবহারের ক্ষেত্রে আরও বেশী অগ্রসর এবং সচেতন করে নিজেদের গড়ে তুলি। বাংলা ভাষার ব্যাবহার হোক সর্বত্র ও সার্বক্ষণিক।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
শিপু ভাই বলেছেন:
মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা!!!
মাগো তোমার কোলে তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা
আমারি বাংলা ভাষা!!!
চমতকার পোস্ট ভাই!!!++++++++++++++
স্টিকি করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।
"সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে!!!"
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
একটাই চাওয়া বাংলা ভাষার ব্যাবহার হোক সর্বত্র ও সার্বক্ষণিক।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++ সুন্দর পোস্ট ভ্রাতা ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অপূর্ণ ভাই ।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারন পোস্ট! প্রিয়তে ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমরা যেন শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করতে পারি।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
সত্যবাদী বোকা বলেছেন: সরাসরি প্রিয়তে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
যে মায়ের মুখের ভাষার জন্য এত রক্তপাত তার জন্য আসুন সবাই সচেতন হই।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
আফিফা মারজানা বলেছেন: তথ্যমুলক অসাধারণ পোস্ট ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
যে মায়ের মুখের ভাষার জন্য এত রক্তপাত তার জন্য আসুন সবাই সচেতন হই।
আমরা যেন শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করতে পারি।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
jotejoy বলেছেন: ভাল লাগল।প্রিয়তে নিলাম।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই ।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
আশিক মাসুম বলেছেন: খাইছে আমারে ??? এহা আমি কি দেখিয়াছি??? মাথা পুরাই হাঙ!!! এই পোষ্ট কর্তৃপক্ষ স্টিকি করছে ???? কেমনে কি??? মনে হয় তিনারা আস্তে আস্তে লাইনে আস্তাছে
পোষ্ট অনেক ভাল হইছে ভাই। আপনাকে অনেক ধন্যবাদ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
যে মায়ের মুখের ভাষার জন্য এত রক্তপাত তার জন্য আসুন সবাই সচেতন হই।
আমরা যেন শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করতে পারি।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
আমিনুর রহমান বলেছেন: অসাধারণ পোষ্ট ++++
"২১ ফেব্রুয়ারি রাতে রাজশাহীতে ভাষাসৈনিকরা যে, শহীদ মিনার গড়েছিলেন সেটিই দেশের প্রথম শহীদ মিনার। ‘রাজশাহীতে ভাষা আন্দোলন’ গ্রন্থে এ্যাডভোকেট মহসীন প্রামাণিক তার প্রবন্ধে লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি দিনগত সারারাত রাত ধরে আমরা ইট ও কাদা দিয়ে রাজশাহী কলেজের নিউ মুসলিম হোস্টেলের মেইন গেটের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করি এবং সকাল ৭টার দিকে এটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশের প্রথম শহীদ মিনারটি ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে পুলিশ এসে গুঁড়িয়ে দেয়।"
এই বিষয়ে ব্লগার ইউসুফ আলী রিংকূ এর ''আমাদের রাজশাহীর'' জানা অজানা তথ্য এবারের পর্ব ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদান পোষ্টে বিস্তারিত আছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আপডেট করে দিয়েছি আমার মূল পোস্টের সাথে অনেক অনেক ধন্যবাদ।
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন পোষ্ট !
২১ এ ফেব্রুয়ারী দ্বিধাবিভক্ত বাংলাদেশীদের আবারও একতাবদ্ধ করুক এ কামনাই করি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত।
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
বিডি আমিনুর বলেছেন: ভাল লাগলো ++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু ভাল লাগলেই হবেনা। একুশের চেতনায় সবাইকে জাগাতে হবে এক হয়ে।
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
মেহেরুন বলেছেন: অনেক অনেক ভালোলাগা আপনার এতো সুন্দর পোস্ট এর জন্য। +++++
প্রিয় তে নিয়ে রাখলাম।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো একুশে ফেব্রুয়ারি।।
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
যে মায়ের মুখের ভাষার জন্য এত রক্তপাত তার জন্য আসুন সবাই সচেতন হই।
আমরা যেন শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করতে পারি।
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
লাবনী আক্তার বলেছেন: মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা!!!
মাগো তোমার কোলে তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা
আমারি বাংলা ভাষ
পোস্টে +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
যেটুকু রয়ে গেছে বাকি সেটুকু যেন নষ্ট না হয়ে যায়
বুকের গহীন থেকে জীবনের চলার পথে বাংলাই হোক মূল ভাষা।
১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
shfikul বলেছেন: বরাবরের মতো অসাধারণ।পোস্টে অনেক ভালো লাগা।+++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো একুশে ফেব্রুয়ারি।।
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা!!!
মাগো তোমার কোলে তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা
আমারি বাংলা ভাষা!!!
চমৎকার পোস্ট। অনেক অনেক তথ্যবহুল। ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
অচিন.... বলেছেন: অসাধারন লিখেছেন ভাই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো একুশে ফেব্রুয়ারি।।
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
বোকামন বলেছেন: সম্মানিত লেখক,
বাংলা ভাষায় আপনি লেখলেন
আমি বাংলা ভাষায় মন্তব্য করলাম.....
আমদের এই মাতৃভাষার গুরুত্বটি আমরা যেন সবাই আরো গভীরভাবে বুঝতে পারি।
এই কামনায় ......
আপনাকে ধন্যবাদ
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু আমি আপনি লিখলেই হবেনা পুরো বাংলাদেশের সর্বত্র বাংলা ভাষা র ব্যাবহার সঠিক ভাবে হতে হবে।
২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
ইয়াংিক বলেছেন: দেশের সর্বত্র বাংলা ভাষা চালু হক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো একুশে ফেব্রুয়ারি।।
২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
অন্তহীন বালক বলেছেন:
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো একুশে ফেব্রুয়ারি।।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
বাংলাদেশের সর্বত্র বাংলা ভাষা র ব্যাবহার সঠিক ভাবে হতে হবে।
২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুন একটি পোস্ট স্টিকি করায় কতৃপক্ষকে ধন্যবাদ! +++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
বাংলাদেশের সর্বত্র বাংলা ভাষা র ব্যাবহার সঠিক ভাবে হতে হবে।
২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
ডানাহীন বলেছেন: লেখাটি দৃষ্টি আকর্ষণ করার মতই হইছে ..
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো একুশে ফেব্রুয়ারি।।
২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
অদৃশ্য বলেছেন:
দারুন ব্যপার.... দারুন পোষ্ট..... অনেক কিছুই জানলাম আপনার এখানে এসে....
আপনার কথা ঠিক.... বছরে একটি মাত্র দিনই আমরা শহীদ মিনারের ঠিকঠাক খোঁজ খবর রাখি.... এরপর আর মনে থাকেনা তেমন...
আমরা আরও সতর্ক হই ...
________________
আমার প্রানের ভাষা.... অথচ কিছুই শিখি নাই... কতকিছুই না শিখা বাদ পড়ে আছে...
শুভকামনা....
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
যে মায়ের মুখের ভাষার জন্য এত রক্তপাত তার জন্য আসুন সবাই সচেতন হই।
আমরা যেন শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করতে পারি।
২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
মেলবোর্ন বলেছেন: দারুন লিখেছেন
আমার ক্ষুদ্র প্রচেস্টা : আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস- অমর একুশে এবং বিশ্ব
Click This Link
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার খুদ্র প্রচেষ্টা আমার পোষ্টে যুক্ত করে দিয়েছি।
২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
রুদ্র মানব বলেছেন: চমৎকার পোস্ট ব্রো
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আসুন একুশের চেতনায় জীবনকে দীপ্তময় করে গড়ে তুলি।
২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
এসএমফারুক৮৮ বলেছেন: চমৎকার +++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
শিপু ভাই বলেছেন:
Click This Link
উপরের লিংক্টা মূল পোস্টে এড করে দিন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ শিপু ভাই একটু আগেই যুক্ত করে দিয়েছি ।
৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
আমিনুর রহমান বলেছেন: এই পোষ্টের লিঙ্ক ও টাও এ্যাড করে দিতে পারেন। একটা সংকলন করে ফেলেন ভাষা দিবসের ভালো ভালো পোষ্ট নিয়ে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আমিন ভাই যুক্ত করে দিয়েছি ।
৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
একজন আরমান বলেছেন:
এক কথায় ওয়াও !
আপনার এই পোস্ট যে এতো তথ্য সমৃদ্ধ হবে আপনার কথা শুনে বুঝিনি। পড়ে বুঝলাম।
পোস্ট প্রিয়তে।
সামুর মডুদের ধন্যবাদ পোস্ট স্টিকি করার জন্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আস একুশের চেতনায় জীবনকে দীপ্তময় করে গড়ে তুলি।
৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার পোষ্টের জন্য কান্ডারী ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
স্টিকি করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।
ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
যে মায়ের মুখের ভাষার জন্য এত রক্তপাত তার জন্য আসুন সবাই সচেতন হই।
আমরা যেন শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করতে পারি।
৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
শের শায়রী বলেছেন: ভাই আমি গর্বিত এমন একটা পোষ্টে মন্তব্য করতে পারছি দেখে। কি অসাধারন। ভাস্বর নভেরা কে নিয়ে খেয়া ঘাটের পোষ্টটা শুধু এ্যাড করে দিন। অসাধারন একটা পোষ্ট ওটাও। শুধু এই টুকু অনুরোধ। পোষ্ট প্রিয়তে।
Click This Link
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে ভাই আপনার অনুরোধ মাথা পেতে নিলাম যুক্ত করে দিয়েছি ।
৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
ভুল উচ্ছাস বলেছেন: কন্ট্যাক্ট নাম্বার দেন নইলে ওখানে গিয়ে কারে ফুনামু?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি ফেবুর ইভেন্টে এর দেয়া লিঙ্কে গেলে বিস্তারিত পাবেন আশা করি । অথবা সকাল ৭ টায় চলে আসুন আমাদের পেয়ে যাবেন।
৩৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপু ।
৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
পেন্সিল চোর বলেছেন: এইরকম একটা পোস্ট দরকার ছিল ভাষার মাসের জন্য।
প্লাস এবং প্রিয়তে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
সকাল ৭ টায় চলে আসুন ছবির হাটে । আমরা শহীদ মিনারে যাব ইনশাল্লাহ এক সাথে সবাই।
৩৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার পোষ্ট। মডুদের ধন্যবাদ স্টিকি করার জন্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
যে মায়ের মুখের ভাষার জন্য এত রক্তপাত তার জন্য আসুন সবাই সচেতন হই।
আমরা যেন শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করতে পারি।
৩৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
আমি বাঁধনহারা বলেছেন:
ভাষার জন্য করেছে যাঁরা অমূল্য জীবন বলিদান
আমরা কখনো ভুলতে পারব না তাঁদের অবদান।
সর্বত্র বাংলা ভাষার জয় হোক।
ভালো লাগল:
++++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাষার জন্য করেছে যাঁরা অমূল্য জীবন বলিদান
আমরা কখনো ভুলতে পারব না তাঁদের অবদান।
৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
ঘুড্ডির-পাইলট বলেছেন:
চমৎকার পোষ্ট । ভাষার মাসে ভাষা শহীদ দের সালাম ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
সর্বত্র বাংলা ভাষার জয় হোক।
৪০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
বাংলার হাসান বলেছেন: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
না কখনো ভোলা যাবেনা।
৪১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
*কুনোব্যাঙ* বলেছেন: অসাধারণ লাগল।
++++++++++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
"সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে!!!"
৪২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
ইখতামিন বলেছেন:
++++++++++++++
আই এম গোয়িং
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখা হবে তাহলে ।
৪৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
আমিভূত বলেছেন: চমৎকার সময়পোযোগী পোস্ট প্রিয়তে নিলাম । শুভ কামনা ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
"সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে!!!"
৪৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
নুসরাতসুলতানা বলেছেন: ২০০৮ হতে ব্লগ পড়া শুরু।এইব্লগে কিছু ভাল পোষ্ট আর গানের অসাধারন কিছু পোষ্ট হতে হঠাৎ মনে হলো .....এতসব তথ্য সংগ্রহে রাখা দরকার,নতুবা সময়ের সাথে সাথে অনেক তথ্য আবারও ভুলে যাবো, প্রায় হারিয়ে যাওয়া অসাধারন গানগুলি আর পাবোনা।মূলত এ অনুভূতি হতে একাউন্ট খোলা।এ পোষ্ট হতে মনে হল একাউন্ট খুলেছি বলে অসাধারন অনেক তথ্য সংগ্রহে রাখা সম্ভব হলো।এ জন্য লেখক আর সাথে সামুকে ধন্যবাদ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সামু এই ব্যাপারে সবসময় সচেতন ছিল এবং থাকবে ইনশাল্লাহ। এমন একটা উন্মুক্ত ব্লগের সুস্থ ও সুন্দর পরিবেশ করে দেয়ার জন্য সামু কর্তৃপক্ষ কে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। ধন্যবাদ সামুতে থাকার জন্য আপনাকে। আশা করি থাকবেন সবসময়।
৪৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
মো কবির বলেছেন: যে দেশের সরকার অন্যদেশের অন্যভাষার ছায়াছবিকে চালানোর অনুমতি দেয়া সে দেশে আমরা কিভাবে চাই
"লেখক বলেছেন:
একটাই চাওয়া বাংলা ভাষার ব্যাবহার হোক সর্বত্র ও সার্বক্ষণিক। " ???
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখুন সবার আগে নিজেকে বদলাতে হবে। দেখবেন আপনার, আমার এবং আমাদের চারিদিক ও বাংলাদেশ হয়ে উঠেছে একটা সুন্দর দেশ।
৪৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
নিয়েল ( হিমু ) বলেছেন: অসাধারন আরো একটা তথ্য বহুল পোষ্ট । অনেক ভাল লাগছে ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ হিমু ভাই।
৪৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
পলাতক আসামী বলেছেন: জয় বাংলা।অসাধারন পস্ত।লেখক কে শুভেচ্ছা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার ভাইয়ের রক্তে পাওয়া যে বাংলা ভাষা আমরা যেন কখনো ভুলে না যাই।
৪৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
অন্তহীন বালক বলেছেন: সুন্দর তথ্যবহুল একটা পোস্ট!!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ।
৪৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
মামুন রশিদ বলেছেন: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
হয়ত এই জীবন চলে যাবে কিন্তু ভাষা শহীদদের মুল্য কখনো শোধ হতে পারেনা।
৫০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
দূর্যোধন বলেছেন: সুনিপুণ শ্রদ্ধাঞ্জলি ।
খুবই গোছানো পোস্টের জন্য ধন্যবাদ ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
যে মায়ের মুখের ভাষার জন্য এত রক্তপাত তার জন্য আসুন সবাই সচেতন হই।
আমরা যেন শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করতে পারি।
৫১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
ফারজুল আরেফিন বলেছেন: শুভকামনা +++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
যে মায়ের মুখের ভাষার জন্য এত রক্তপাত তার জন্য আসুন সবাই সচেতন হই।
৫২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
চমৎকার তথ্যবহুল পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ কান্ডারী ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা!!!
মাগো তোমার কোলে তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা
আমারি বাংলা ভাষা!!!
৫৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
মোহামমদ মশিউর রহমান বলেছেন: খুব ভাল হয়েছে ভাই। ভাল লাগা জানিয়ে গেলাম।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার পোস্টের পরামর্শ গুলো যদি আমরা পালন করতে পারি তবে সত্যি পৃথিবীতে আমাদের বাংলা ভাষা নিয়ে গর্ব করার মত অনেক কিছু আছে।
৫৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
মনিরা সুলতানা বলেছেন: মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা!!!
মাগো তোমার কোলে তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা
আমারি বাংলা ভাষা!!!
অসম্ভব ভাললাগাময় তথ্য বহুল পোস্ট
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ।যে মায়ের মুখের ভাষার জন্য এত রক্তপাত তার জন্য আসুন সবাই সচেতন হই।
৫৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অসাধারন সুন্দর এবং তথ্যবহুল পোস্ট। অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটির জন্য এবং সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
৫৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
যুবায়ের বলেছেন: চমৎকার এবং সময়োপযোগী পোষ্ট....
পোষ্টে+++++++++++++++
সত্যি আজো নিজের অজান্তে গেয়ে উঠি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমারও এমন অভিজ্ঞতা আছে তবে প্রেক্ষাপট ভিন্ন।
বাড়িতে শহীদ মিনার বানাতাম সোলা (পাট খড়ি) দিয়ে
তারপর কাগজ দিয়ে মুড়িয়ে দিতাম...
সেখানে ফুল দিতাম আমরা গুটি কয়েক বাল্যবন্ধুরা....
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
বাল্যবেলার সেই দিন গুলো কেন ফিরে আসেনারে ভাই !!! এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই আবেগ খুঁজে পাওয়া যায় না।
৫৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
িনহাজ রিমন বলেছেন: +++++ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইজান।
কেমন আছেন?
অনেক দিন পর এসে আপনার পোস্টটা খুব ভালো লাগলো।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল খারাপ মিলিয়ে একরকম আছি ভাই।
কাল শহীদ মিনারে আসছেনত ?
৫৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
একজনা বলেছেন: দারুণ। খুব ভালো লাগল।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ।যে মায়ের মুখের ভাষার জন্য এত রক্তপাত তার জন্য আসুন সবাই সচেতন হই।
৫৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
মাগুর বলেছেন: সকাল ৭টায় ছবির হাট। আমি আসছি
ধন্যবাদ সুন্দর একটি পোস্টের জন্য।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে দেখা হবে ভাই ইনশাল্লাহ ।
৬০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক/ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ,
সবাইকে শুভেচ্ছা
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মাতৃভাষা দিবসে সব ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।
৬১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
শিপন মোল্লা বলেছেন: আমার ভাইয়ের রক্তে
রাঙ্গানো একুশে ফ্রেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি.........
আন্তজাতিক মাতৃভাষা দিবসে সব ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।
পোসটে +++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
না আমরা সেই ঋণ কখনো শোধ করতে পারবনা বলে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই এই বাংলা ভাষার মান আমরা ধরে রাখব যতদিন আমাদের প্রান আছে।
৬২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
ইউসুফ আলী রিংকূ বলেছেন: প্রিয় মানুষের কাছ থেকে এমন অসাধারণ তথ্যবহুল পোষ্টই কাম্য ছিল
প্রিয়তে + ভালোলাগা জানিয়ে গেলাম
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই। ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।
৬৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০০
মোঃ নুর রায়হান বলেছেন: অনেক সময় নিয়ে পড়লাম।
যদিও অনেক কিছুই আগে থেকে জানতাম।
আজ তথ্যভাণ্ডার সমৃদ্ধ হল ।
তবে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, যা কিনা একুশের প্রথম কবিতা, এই বিষয়ে আলোকপাত করলে ভালো হতো।
প্রিয়তে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।
৬৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১২
শামীম আরা সনি বলেছেন: পরিশ্রমী পোস্ট
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপু।
৬৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২১
পরিবেশ বন্ধু বলেছেন: একুশ আমার মায়ের মুখের
১ম শেখা অ,আ,ক,১,২ বুলি
শহীদ স্মৃতি স্মরণে
শ্রদ্ধাঞ্জলি / শহীদের রক্ত বৃথা যেতে দেবনা ।
রাখব এ সোনার বর্ণমালা হৃদয়ে জ্বালি ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
৬৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
না পারভীন বলেছেন: অনেকদিন পর একটি পরিশ্রমী, ভাল পোস্ট পেলাম ।
ধন্যবাদ কান্ডারী ভাই ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ। ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।
৬৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
আতিফ আসলাম বলেছেন: দারুণ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ।
৬৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: khub valo laglo kandari.........ekushey februaryr suvechchha...banglai na ditey parai dukkhito
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
না দুঃখিত হলে কি করে হবে !!
৬৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
হারিয়ে যাওয়া কেউ বলেছেন: পিলাচ লন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ।
৭০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
তানিয়া হাসান খান বলেছেন: চমৎকার তথ্যবহুল পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ কান্ডারী । +++++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।
৭১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
নায়করাজ বলেছেন: যত দিন শহীদ মিনার জেগে থাকবে, এ দেশে ধর্ম ব্যবসায়ীরা তাদের বদমায়েশি করতে পারবে না।
ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন।
Click This Link
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ । ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।
৭২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: আজ আমরা সামুর লক্ষাধিক ব্লগার মিলে শহীদ মিনারে ফুল দিয়ে এসেছি। সামুর ব্লগারদের চাপে শহীদ মিনারে অবস্থাঙ্কারী পুলিশদের হিমশিম খাবার মতো অবস্থা। জয়তু সামু, এবং তার ব্লগার গণ। মডু মরুক গিয়া। ওরে দিয়া আমার কাম নাই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার উপস্থিতি সত্যি আমাকে অনুপ্রাণিত করেছে। ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি। সবার সাথে পরিচয় হওয়ার সৌভাগ্য আমার হয় নাই। তবে যাদের সাথে পরিচয় হয়েছে সত্যি আমাদের সবার মন ভরে গেছে এক অন্যরকম আবেগে ও ভালোবাসায়।
৭৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬
নিয়েল ( হিমু ) বলেছেন: আপডেট দেখে নিলাম । এখন ছবি আপলোডের অপেক্ষায় রইলাম ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবি পেয়ে যাবেন খুব শীঘ্রই কিছু ব্লগার চলমান ঘটনার পরিপ্রেক্ষিতে ছবি দিতে বারণ করায় কিছুটা সমস্যায় পরেছি। তবে কয়েকটা ছবি দিব আশা করি।
৭৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
একজন আরমান বলেছেন:
ছবি কই?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
৭৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
সাজিদ ইমরান বলেছেন: ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।
৭৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
মাক্স বলেছেন: নাইস পোস্ট!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।
৭৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
মাক্স বলেছেন: নাইস পোস্ট!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ।
৭৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
স্বপনবাজ বলেছেন: ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।
৭৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
যাদব সূত্রধর বলেছেন: ভাল লাগা জানালাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
৮০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
না পারভীন বলেছেন: অনেক কয়েক বার পড়তে আসলাম । আপনার পোস্ট এর প্রশংসা আবারো করে যাই ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমাদের ছবি গুলো যুক্ত করতে সাময়িক সমস্যার কারনে দুঃখিত আশা করি ছবি গুলো দেয়া হলে আবার আসবেন ।
৮১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
তারছেড়া লিমন বলেছেন: সারা বছর তোমাদের ভুলে থাকি .......... শুধু একদিন এর জন্য মনেকরি আবার ভুলে যাই........... শুধু পড়ে থাকে যেই লাউ সেই কদু...............শুধু একদিনের জন্য বাঙ্গালী সাজি..........আর একদিন তোমাদের স্মরন করি.........সারা বছর কেউ খোঁজ নিইনা শুধু একদিন................ভা্বতে কষ্ট হয় এই একদিন মনে করার জন্য তোমরা নিজেদের জীবন দিয়েছ..............তবুও ভালথেক ওপারে......মহান স্রষ্ঠা তোমাদের ভাল রাখুন .......শুধু এতটুকু চাইবার আছে.......এর বেশিকিছু নয়।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
সেটাই ভাই হক কথা বলেছেন।
৮২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪
আব্দুল মোমেন বলেছেন: সকল চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে গণমানুষকে একতাবদ্ব হয়ে দাবি আদায় করতে হবে। রাজাকারের ফাঁসির রায় কার্যকর করতে হবে। এতে যদি কোন দুষ্ট চক্র আন্দোলনের নেতৃত্বে এসে আন্দোলনকে বিপথগামী করতে চায় তাহলে তাকে মানা যাবে না। আন্দোলন চালিয়ে যেতে হবে দাবী আদায় না হওয়া পর্যন্ত। জয় হউক বিপ্লবের।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
জয় হউক বিপ্লবের।
৮৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭
কাউসার রুশো বলেছেন:
...একুশে ফেব্রুয়ারি
বাংলা গানের কসম বলছি
আমিই কি ভুলতে পারি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
না ভাই কখনো ভোলা যাবেনা ।
৮৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
আধখানা চাঁদ বলেছেন: ২০ তারিখেই পড়েছি লেখা। লগইন করতে পারছিলাম না দেখে মন্তব্য করতে পারি নাই।
অসাধারণ পোস্ট।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ।জয় হউক বিপ্লবের।
৮৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
সাবু ছেেল বলেছেন: ব্রেকিং নিউজঃসাংবাদিক ও ক্যামেরাম্যানদের উপড় জামাত-শিবিরের অচিন্তনীয় হামলা!স্মরণকালের সেরা শক্তি দিয়ে এই জানোয়ারদের প্রতিহত করুন!!!
Click This Link
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু বলার ভাষা নাই। জয় হউক বিপ্লবের।
৮৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
তাসজিদ বলেছেন: বর্তমানে প্রায় ১ লাখ ব্লগার আছে সামুতে। যার মধ্যে ম্যাক্সিমাম ৫ জন নাস্তিক। অথচ জামাত শিবির বলছে সব ব্লগার নাকি নাস্তিক। প্রজন্ম চত্বর এর আন্দোলন নাকি ধর্মের বিরুদ্ধে। কতটা নির্লজ্জ এরা। আমাদের পবিত্র ইসলাম ধর্মকে এরা অপমান করছে। এদের শাস্তি আল্লাহ দিবে, ইনশাল্লাহ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
আল্লাহ আমাদের সহায় আছেন ইনশাল্লাহ জয় হবে সত্যের নিশ্চয়ই।
৮৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আরে ভাই কেন বিদায় করা হয়, আবার কেন ডাকা হয়? জনগণ তো গতকাল শাহবাগ ছাড়তে চায় নি। তাদেরকে বলে-কয়ে বিদায় করা হয়েছে। এখন আর শিঘ্রই ঘরে ফেরা নয়।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
আল্লাহ আমাদের সহায় আছেন ইনশাল্লাহ জয় হবে সত্যের নিশ্চয়ই।
৮৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
গাজী আলআমিন বলেছেন: জামায়াত শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আল্লাহ আমাদের সহায় আছেন ইনশাল্লাহ জয় হবে সত্যের নিশ্চয়ই।
৮৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬
ঢাকা থেকে বলেছেন: জামায়াত শিবির নিষিদ্ধ এখন সময়ের দাবী।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আল্লাহ আমাদের সহায় আছেন ইনশাল্লাহ জয় হবে সত্যের নিশ্চয়ই।
৯০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০
বহুরুপি জীবন বলেছেন: আপনি লিখেছেন- সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার ।
আচ্ছা শফিক না শফিউর ?
অনেক থাঙ্কস সুন্দর একটা পোস্ট এর জন্য ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ
৯১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৮
হাবিব০৪২০০২ বলেছেন: আজই দাবি তুলুন ৭১ এ মুক্তিযুদ্ধের সময় যে ১৯টা জেলা ছিল ঐগুলির নামে পৃথক পৃথক ট্রাইবুনাল গঠন করা হোক। আর সাক্ষী প্রমাণ নিয়ে অত গবেষণার কিছু নাই, কেননা দেশে এমন ইউনিয়ন খুব কমই আছে যেখানে কমপক্ষে একজন মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না। রণাঙ্গনের মুক্তিসেনারাই সবচেয়ে বড় সাক্ষী। অবশ্য হাতে সীলমোহর লাগানো সার্টিফিকেট থাকলেই তাকে মুক্তিযোদ্ধা বলা যাবে না কেননা মন্ত্রণালয়ের লিস্টে এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এক সময় ছিল ১ লক্ষের উপরে পরে সেটা হয়েছে আড়াই লক্ষ; লিস্টে থাকা কারো কারো নাম আবার বাদও পড়েছে। সে যাই হোক রণাঙ্গনের মুক্তিসেনারা যেমন জানেন তেমনি মুক্তিযোদ্ধাদের যারা একবেলা খাওয়াইছে কিংবা একরাত থাকতে দিছে তারাও ভাল করেই জানে কারা ৭১ এ পাক হানাদারদের সহযোগিতা করেছিল।
সত্যিকার বিচারের উদ্দেশ্যে ট্রাইবুনাল সংশ্লিষ্ট জেলাগুলিতে গিয়ে বিশেষ আদালত বসিয়ে প্রত্যেকটা ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা এবং তাদের সহযোগিদের ডাক দিবে, তারাই সাক্ষী দিবে যুদ্ধকালীন সময় তাদের এলাকায় কারা কারা মানুষরুপী পশু ছিল। এরপর উনাদের সাক্ষীর ভিত্তিতে রাজাকারদের গ্রেফতার অভিযান শুরু করেন। আইনের মারপ্যাঁচের কথা কইয়া শুধু শুধু তেনা প্যাঁচানোর কিছু নাই। কালকেই এইটা শুরু করেন দেখবেন ৩ মাসের মধ্যে ফায়সালা হয়ে গেছে। আর যদি ঘুটুর মুটুর করতে থাকেন তাহলে বলতে হয় প্রত্যক্ষ সাক্ষীদের বয়স তো আর থেমে নাই অলরেডি এই ৪২ বছরে অধিকাংশ সাক্ষীই মরে গেছেন। আরও যদি সময়ক্ষেপন করেন তাহলে ভবিষ্যতে সাক্ষীদের জবানবন্দী হবে এরকম আমি আমার দাদা, তালই কিংবা অমুক পাড়ার অমুকের কাছে শুনছি অমুক নাকি রাজাকার ছিল !!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত
৯২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭
হান্নান বলেছেন: ভাল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ
৯৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
এহসান সাবির বলেছেন: অনলাইনে একটু অনিয়মিত... আপনার সাথে আছি সবসময়..
আল্লাহ আমাদের সহায় আছেন ইনশাল্লাহ জয় হবে সত্যের নিশ্চয়ই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আল্লাহ আমাদের সহায় আছেন ইনশাল্লাহ জয় হবে সত্যের নিশ্চয়ই।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
অনীনদিতা বলেছেন: আগে কমেন্টস দিলাম
এখন পড়বো