![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
জোসনা বেঁচে থাকার তাগিদে অন্ধকারে হারিয়ে যাওয়া একটি নাম, একটি জীবন। বাবা গ্রামের প্রাইমারী স্কুলের একজন শিক্ষক। যে বেতন পান তাতে করে সংসার হয়ত কোন রকম টানাটানি করে চলে যায় কিন্তু ছেলে – মেয়েদের পড়াশোনা করাতে হিমশিম খেতে হয়। স্ত্রী আছে কিন্তু বছর কয়েক হল উন্নত চিকিৎসার অভাবে বিছানায় পরে আছে মরন ব্যাধি নিয়ে। গ্রামের হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা কোন রকম খুড়িয়ে খুড়িয়ে চলে। তিন বোনের সংসারের বড় মেয়ে জোসনা । তার বাবা লোকমান মাস্টার শিক্ষিত হয়েও যে কি করে এমন একটি হীনমন্যতার পরিচয় দিলেন সেটা বোধগম্য নয় তার কাছে। শুধুমাত্র একটি ছেলের আশায় তিনটি মেয়ের জন্মদাতা পিতা হলেন। হয়ত স্ত্রী সুস্থ থাকলে তিনি আবারো একটি ছেলের জন্য চেষ্টা করতেন কিন্তু তার সেই সাধ অপূর্ণ রয়ে গেল। সব ভেবে জোসনা সিদ্ধান্ত নিল এভাবে আর কতদিন চলবে নিজেই এখন কিছু কাজ করে সংসারের হাল ধরবে। অসুস্থ মায়ের চিকিৎসা করাবে। তাদের কয়েক বাড়ি পরেই মালতিদের বাড়ি। মালতি শহরে নাকি একটা গার্মেন্টসে কাজ করে। বেশ ভালই তার রোজগার তাই সে ঠিক করল মালতির সাথে শহরে যেয়ে কাজ করবে গার্মেন্টসে।
শহরে এসে তার সেই স্বপ্ন ভেঙে যায়। একটি গার্মেন্টসে কাজ করার সুযোগ হয়। সেই গার্মেন্টসের ফ্লোর ইনচার্জ বেলাল তাকে প্রেমের প্রস্তাব দেয়। বেশ কিছু দিন ভালই কেটে যায় তার প্রেমের । একসাথে রিক্সায় ঘোরা, পার্কে বসে বাদাম খেতে খেতে প্রেমের কথামালা, ফুচকা – চটপটি কোন কিছুই বাদ যায়নি। চোখে সংসারধর্ম করার রঙিন স্বপ্ন। এরই মাঝে চলেছে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক। কিন্তু যখন বুঝতে পারে জোসনা ততদিনে অনেক দেরী হয়ে যায়। এই সমাজ তার অভিযোগ মেনে নেয় নাই তাই তাকে লজ্জায় আত্মহত্যার পথে এগিয়ে যেতে হয়। কিন্তু সেখানেও ভাগ্য তার জন্য রেখেছিল অন্যরকম এক জীবনের প্রণোদনা । আত্মহত্যার জন্য রেললাইনের উপর শুয়ে ছিল কিন্তু এক ব্যাক্তি তাকে দেখতে পেয়ে সেখান থেকে তুলে নিয়ে আসে। জোসনা প্রথম ভেবেছিল আহারে এমন লোকও আছে কিন্তু সেখানেও জোসনার ভুল ভাঙে । লোকটি তাকে নিয়ে বিক্রি করে দেয় যৌন পল্লীতে। তারপর থেকে একে একে জীবনের দিনগুলো কেটেছে অসীম যন্ত্রণায়। আর জোসনার তার পরিবারের বাবা,মা,বোনদের খবর নেয়া হয়নি। আজ জোসনার বয়স হয়েছে তাই হয়ত তার মূল্য কমে গেছে। বহুদিন কোন কাজ না পেয়ে ধীরে ধীরে খুধার যন্ত্রণা আবারো তাকে আত্মহত্যার পথ বেছে নেয়ার কথা স্মরন করিয়ে দিচ্ছে। এভাবে বেঁচে থাকা যায় না। এভাবে বেঁচে থাকতে নেই।
পুনশ্চ
কিছুদিন আগে আমি একটা পোষ্ট দিয়েছিলাম প্রভু নামে। সেই পোস্টে দেখিয়ে ছিলাম রাস্তায় একজন অভাগী ঘুমিয়ে আছেন। এলাকায় অনেকের ধারনা সে একটা পাগলী। খুব অল্প দিনই নাকি এই পাগলীকে দেখা যায় কিন্তু আজ আবার সেই পাগলীকে দেখলাম ফুটপাতে ঘুমিয়ে থাকতে। এবার আর আমি আমার কৌতূহল ধরে রাখতে পারলাম না। তাকে জাগালাম আর একটি হোটেলে নিয়ে বসিয়ে ভাত খাওয়ালাম। তার কাছ থেকেই জানলাম তার জীবনের এই করুন পরিনতির ইতিহাস। একসময় সে প্রায় পাগলের মতন হয়ে যায় এবং রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষাব্রিত্তি করে জীবন যাপন করা শুরু করে। তবে সে আর আত্মহত্যা করতে চায় না কিন্তু মৃত্যুর অপেক্ষায় তার জীবন নাকি বেশ কেটে যাচ্ছে। কারো প্রতি এখন তার আর কোন ক্ষোভ নাই, এই সমাজের কাছে আর তার কিছু চাওয়ার নেই। আমি তাকে বিদায় দিয়ে শুধু অথর্বের মত কান্না লুকিয়ে রেখে বাসায় চলে এলাম। জানিনা তার দেখা আমি আর পাব কিনা তবে টের পেলাম এক ধরনের নীরব রক্তক্ষরণ হয়ে চলেছে আমার বুকের ভেতর।
---------------------------------------------
আজ নিলাম ঘর শূন্য
---------------------------------------------
প্রণয়ের দাসীরা ফিরেছে প্রভাতে,
কেবল একা জোসনা বসে রয়
নিলাম ঘরের দুয়ারে;
আর একবার নিলামের আশায়।
এখানেই নিলাম হয়েছিলো সে,
কোন এক প্রনয় দেবতার কাছে;
বিস্মৃতি সেসব আজ কলঙ্কের গুহায়।
নিলাম ঘরটিতে একদিন ছিলো
কোলাহল - ব্যাস্ততা,
প্রণয়ের দাসীদের ক্রেতা – বিক্রেতা;
আজ নিলাম ঘর শূন্য,
শূন্য জোসনার বেহুলা জীবন;
কোথায় বেসামাল ঘাতকেরা !
দিয়ে যাও মৃত্যুর স্বপন;
শূন্য নিলাম ঘরের দুয়ারে প্রতীক্ষায়
জোসনা একজন প্রণয়ের দাসী ।
বয়সের রেখাগুলো ফুটেছে শরীরের ভাঁজে,
আজ তাই বেকারত্বের জীবনে প্রচণ্ড ক্ষুধা।
এ কেমন নিঝুম রাত্রির সহবাস ?
বসন্তের দুপুর কোথায় অন্তর্বাস তোমার ?
মরু আকাস – বিষণ্ণ মাটি,
এইতো বিষাদ।
তুমি বিক্রি করেছিলে তোমায় সেদিন,
তবে কি আজ এমনি রাতের জন্য;
অহংকারী আগুন আজ তাতেই ধন্য।
আজ নিলাম ঘর শূন্য;
নষ্ট সমাজ – প্রণয়ের দাসী,
প্রণয় দেবী – নারী রূপসী,
ছাইদানীহীন ছাই – পচাঁ ন্যাপকিন,
নগ্ন জীবিকা – অভিসারী মন,
নিদাঘে উদ্বাস্তু মাছিদের গুঞ্জরন,
প্রবন্ধ – প্রহসন;
আজ নিলাম ঘর শূন্য,
শূন্য জোসনার বেহুলা জীবন।
২৬/০২/২০১৩
( ছবিগুলো প্রতীকী হিসেবে নেট থেকে নেয়া )
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষায় রইলাম কিন্তু।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
স্বপনবাজ বলেছেন: খুব দঃখজনক ভাই , আমাদের সমাজ মানসিকতাই ওদের এমন বানায় !
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমরাই ওদের আমাদের নিজেদের লালসার জন্য গড়ে তুলি আমরাই আবার ওদের এভাবে জীবনের করুন পরিনতির দিকে ঠেলে দেই।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
জাকারিয়া মুবিন বলেছেন: লেখা এবং কবিতা দুটোই হৃদয় ছুঁয়ে গেল।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এভাবে বেঁচে থাকা যায় না। এভাবে বেঁচে থাকতে নেই।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: লেখায় মন ছুঁয়ে গেল!!!!
হায় সমাজ!!!! হায় প্রভু!!!! এদের কি কোথাও মাথা গোঁজার ঠাঁইটুকুও তুমি রাখলে না।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
জানা নাই ভাই তবে একধরনের নীরব রক্তক্ষরণ হয়ে চলেছে বুকের ভেতর।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই দুঃখজনক। বেশ আবেগী লেখা!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমি মানুষটাই খুব আবেগী তাই লেখাতেও সেটার প্রভাব পরেছে।
ধন্যবাদ ভাই ।
মরু আকাস – বিষণ্ণ মাটি,
এইতো বিষাদ।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দুঃখ জনক ......
কবিতাটা ভালো হইছে ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
এ কেমন নিঝুম রাত্রির সহবাস ?
বসন্তের দুপুর কোথায় অন্তর্বাস তোমার ?
মরু আকাস – বিষণ্ণ মাটি,
এইতো বিষাদ।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: +
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এক ধরনের নীরব রক্তক্ষরণ হয়ে চলেছে আমার বুকের ভেতর।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১
রাইসুল নয়ন বলেছেন: কি বলবো ?
কিছুই বলার নাই, আমাদের একতা নেই, এই সব সম্ভবের দেশে গণ ল্যাট্রিন নিয়েও রাজনীতি হয় !!!
এই সভ্য সমাজ জোছনাদের সৃষ্টি করে আর প্রয়োজন শেষে ছুঁড়ে দেয় ।
তবে ভাই আমাদের একটা যোগ্যতা আছে খুব ভাল সমালোচনা করতে পারি ।
পোস্ট পরে বিবেকের দহনে অস্থির লাগছে, কিন্তু এ পর্যন্তই খুব আবেগ নিয়ে পোস্ট লিখলেন আর মোটামুটি আবেগ তাড়িত হয়ে মন্তব্য করলাম, আসলে কবে আমাদের মানসিকতা, আর দেশের ধনাত্মক পরিবর্তন হবে ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও জানতে চাই কবে আমাদের মানসিকতা, আর দেশের ধনাত্মক পরিবর্তন হবে ?
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
না পারভীন বলেছেন: মৃত্যুর জন্য অপেক্ষায়
আরো অনেকে
কিভাবে রক্ষা করা যায় এদের?
জানিনা ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও আমার এই ক্ষুদ্র পরিসরের জীবনে এর উত্তর খুঁজে পাইনা, তবে খুব জানতে ইচ্ছা হয়।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
আমিনুর রহমান বলেছেন: আমাদের মানসিকতা !!!!!
পোষ্টে +++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত আমাদের আমাদের মানসিকতা !!!!!
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন লেখা ! কবিতাটা অসম্ভব রকমের ভালো লেগেছে।
+++++++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কোথায় বেসামাল ঘাতকেরা !
দিয়ে যাও মৃত্যুর স্বপন;
শূন্য নিলাম ঘরের দুয়ারে প্রতীক্ষায়
জোসনা একজন প্রণয়ের দাসী ।
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: কিছু কিছু সত্য মনে হয় না জানলেই ভালো হোত !!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
দুঃখিত ভাইয়া আসলে তখন মনটা এতই অস্থির ছিল যে কিছু করতে না পারার বেদনা থেকে লিখে ফেলি। পোস্ট দেবার ইচ্ছা ছিলনা কিন্তু যেহেতু এর আগে একটা পোস্ট দিয়েছিলাম সেটার একটা ইতি যেহেতু জানতে পেরেছি তাই সবার সাথে শেষ জানাটাও শেয়ার করলাম।
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
অনীনদিতা বলেছেন: net problem
pore comment korbo
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কমেন্ট দেখি করেই ফেললেন।
১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
অনীনদিতা বলেছেন: সমাজের বাস্তব চিত্র দেখতে পেলাম আপনার লেখায়।
অনেক অনেক ভালোলাগা আপনার লেখায়
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
দিন দিন আমার কল্পনা শক্তি কমে এসেছে তাই শুধু কল্পনার উপর ভিত্তি করে আজ আর কিছু লিখতে পারিনা। বাস্তবে যা দেখি তাই নিয়ে এখন আমার লেখালিখি। ধন্যবাদ অজস্র অনীনদিতা ।
১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
িনহাজ রিমন বলেছেন: আমরা কিভাবে রক্ষা করবো এদেরকে?
আমি জানি না ভাইজান।
খুবই দুঃখজনক
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
এই ব্যাপারে আমিও অথর্ব ভাই। আমারও জানা নাই শুধু জানি এভাবে বেঁচে থাকা যায় না। এভাবে বেঁচে থাকতে নেই।
১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
শের শায়রী বলেছেন: এভাবে আর কতদিন ধুকে ধুকে বাঁচা
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
হায় প্রভু!!!! এদের কি কোথাও মাথা গোঁজার ঠাঁইটুকুও তুমি রাখলে না।
১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
একজন আরমান বলেছেন:
গল্পটা অত্যন্ত সাবলীলভাবে লিখেছেন।
তবে আপনার কবিতা অনেক কষ্ট করে পড়তে হয় আমার।
কারণ আমার মগজের স্পীড কচ্ছপ গতি সম্পন্ন !
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তাও ভাল এগুলোকে যে তুমি কবিতা বলে মেনে নিয়েছ , আমিত মনে করি এমন অখাদ্য কোন কবিতার পর্যায় পরে না।
১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
একজন আরমান বলেছেন:
হ্যা এটা ঠিক।
যারা বড় মাপের লেখক তারা নিজেদের লেখাকে তুচ্ছ বলেই মজা পায়। আপনিও তার ব্যাতিক্রম নন !
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে বাপরে !!! !!!!!!!!!!!! আরও কিছু বল আমার সাহিত্যে অস্কার পাওয়া দরকার............
১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০
মোঃ নুর রায়হান বলেছেন: আমাদের চারপাশে এমন হাজার জ্যোৎস্না আসে ভাই। এরা না থাকলে দেশে ধর্ষণের সংখ্যা আরও বেড়ে যাবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখুন দেশের চুরি কমাতে যেয়ে যদি আপনি শুধু আপনার ঘরের দরজা খুলে রাখতে পছন্দ করেন তবে সেটা কোন সমাধান নিশ্চয় হবে না।
২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
পেন্সিল চোর বলেছেন: মোঃ নুর রায়হান ভাইয়ের সাথে একমত পেন্সিল চোর
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
উনাকে দেয়া আমার জবাবটি আশা করি দেখে নিবেন।
২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
মেহেরুন বলেছেন: chokhe pani chole elo...bastobota asolei nirmom.
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আসলে সবই আমাদের মন মানসিকতা যতদিন এই মানুষ আমরা সচেতন না হচ্ছি ততদিন এমনই চলবে।
২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০
একজন আরমান বলেছেন:
বললে তো অনেক কিছুই বলতে হয় !
কবি জীবনানন্দ নাকি ৮৫০+ কবিতা লিখেছিল। কিন্তু প্রকাশ করেছিল মাত্র ২৫০+ আর আপনিও ঠিক সেরকম কাজ করেছেন। আপনার কতো কবিতা লিখা কিন্তু প্রকাশ করেছেন মাত্র ১০/১৫ টা !
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এবার কিন্তু আমি লজ্জা পাচ্ছি ।
২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ফারজানা শিরিন বলেছেন: কৃতজ্ঞ । অসহায় একটা মেয়েকে এক বেলা খাওয়ানোর জন্য ।
কৃতজ্ঞ । সময় করে তার কথা শোনার জন্য ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি ঘৃণা করি ভালবাসতে এবং আমি ভালোবাসি ঘৃণা করতে সেইসব মুখোশ ধারী সুশীল মানুষদেরকে যারা আমাদের জিন্মি করে রেখেছে এক সীমাহীন মহাজগতিক কষ্টে।
২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
তুরাগ হাসান বলেছেন: দোষ আপনার আমার এই সমাজের ভাইয়া। আমারাই নষ্ট মানুষ।
যে সমাজে আমরা আমাদের নারীকে আমরা মুল্যায়ন করতে পারি না। তাদের শুধু নষ্ট করে ফেলি।
ধিক শত ধিক
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধিক আমায় ধিক ।।
২৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৩৪
বাংলার হাসান বলেছেন: জোসনা বেঁচে থাকার তাগিদে অন্ধকারে হারিয়ে যাওয়া একটি নাম, একটি জীবন।
পোষ্টে ++++++++
০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
২৬| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৬
লাবনী আক্তার বলেছেন: লেখাটা পড়ে সত্যি চোখে জল আসল। এমন পরিস্থিতিতে আর যেন কেউ না পড়ে।
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সেটা হয়ত সম্ভব নয়,তবে আশা রাখতে ক্ষতি নেই।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
আশিক মাসুম বলেছেন: +++ দিয়া গেলাম পড়ে কমেন্ট করুম