নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

শুধু লিপষ্টিক, নেইল পলিস আর শাড়ি পরিধান করলে কেবল মাত্র একজন নারীই হওয়া যায়; কিন্তু হতে হবে যে মানুষ !!!

০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১২





“আমার নড়ক চেনা হয়নি সেখানে তবে আমার স্বর্গভূমিতে বসবাস”







তবে কি মেয়েরা মানুষ নয় ? হ্যাঁ এর জবাবে সবাই বলবেন কেন ! মেয়েরাওত মানুষ। কিন্তু এমন দর্শনের সাথে আমার দ্বিমত রয়েছে তাই বোলে আমার কোন দুঃখ বোধ নেই, কারন এর জন্য দায়ী মেয়েরা নিজেরাই। হয়ত এই কথার কারনে মেয়েরা আমার চৌদ্দগুষ্টি উদ্ধার করে ছাড়বেন। আজকে খুব ঘটা করে আমরা নারী দিবস পালন করছি। কেন নিজেদের মানুষ হিসেবে ভাবতে কি খুব আত্মসন্মানে লাগে বোধ করি ? পৃথিবীতে মানুষ দিবস পালন করা হয় এমন ধরনের উদাহরন পাওয়া যায় না কিন্তু পালিত হয় নারী দিবস। তাহলে তারা অবশ্যই ভিন্ন প্রজাতির কিছু একটা হবে হয়ত; আর নাহলে এমন দিবস পালনের কোন যৌক্তিকতা আছে বোলে আমি মনে করিনা, কারন সবাই মানুষ। পালন করলে করতে হবে রয়েল বেঙ্গল টাইগার দিবস অথবা চিত্রা হরিন দিবস কেননা এগুলো ধীরে ধীরে বিলুপ্তির পথে অথবা খুব বেশী দিবস পালনের ইচ্ছা থাকলে পালন করা যেতে পারে ডাইনোসর দিবস কারন এই প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।







নারীর কেন কিভাবে সৃষ্টি আমি সেই আদম-হাওয়া উপাখ্যানের গল্প এখানে বলব না। কিন্তু নারীরা খুব সমঅধিকার চেয়ে আন্দোলন করে অথচ যখন দেখি তাদের জন্য আলাদা ভাবে বাসে, ট্রেনে সিট বরাদ্দ করা হয় প্রতিবন্ধীদের সাথে যুক্ত করে অথবা আলাদা দোতালা বাস দেয়া হয়; আবার বাসে সেই নির্দিষ্ট কমলা রং করা আসনে একজন পুরুষকে বসতে দেখলে প্রতিবাদ করা হয়; আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা নারীরা কি তাহলে প্রতিবন্ধীদের সমগোত্রীয় কিনা ?







নারী এই শব্দটি দিয়ে কি একটি ভিন্ন প্রজাতির কিছু বোঝান হয় কিনা সেটা আমার বুঝতে খুব কষ্ট হয়। কিংবা মানুষ বলতে আসলে আমরা কি বুঝি; পুরুষ ও নারী উভয়কেই নাকি শুধু পুরুষ ? আর পুরুষ ভিন্ন বাকীদের বলতে হবে মেয়ে মানুষ সেই ব্যাপারেও আমার খুব দ্বিধাবোধ রয়েছে। নারী শব্দটি ব্যাবহার করে আমরা খুব সম্ভবত তাদের দুর্বল করে দিয়ে দাবীয়ে রাখতে চেষ্টা করি অথবা তারা নিজেরাই নারী হয়ে থাকতে বেশী সাচ্ছন্দ বোধ করেন; কারন আমরা পুরুষ, আমাদের একটা শিশ্ন আছে; আর সেটার জোড় থাকুক অথবা নাই থাকুক আমাদের নিজেদের আধিপত্ত বজায় রাখতে হবে অথবা নারীরা সেই আধিপত্তের অভয় আশ্রমে থেকে সমঅধিকারের নামে আসলে নিরাপত্তা খুঁজে পায়।







আবার আমরা পুরুষরাই এই নারীদের ঠেলে দিচ্ছি যৌন পেশায় জীবিকা নির্ধারণ করতে আর সেই জীবিকা নির্বাহের স্থানটাকেই বলছি আবার নিষিদ্ধ পল্লী। যেখানে যেয়ে আমাদের কামনা বাসনার একটা পরিতৃপ্তি পাওয়া যায়। বাহরে চমৎকার ঠিক পরক্ষনেই আবার ঘৃণায় নাক ছিটকাই যখন প্রশ্ন ওঠে এইসব অবহেলিত মানুষের অধিকারের ব্যাপারে; বলি এরাত সমাজের ঘৃণিত কাজ করে ওদের আবার ঘরে ঠাই দেব কেন !!! কিন্তু যখন মনের অসৎ বাসনা মিটাতে হয় তখন কোথায় থাকে আমাদের ভদ্র লোকেদের মুখোশ খানা। আবার অনেক মেয়েদের দেখেছি তারা নিজেরাও ঘৃণায় যেন দম বন্ধ হয়ে বমি করে দেয়; আমি তাদের বলি আরে ওরা অনেক ভাল আছে তোমাদের মতন ন্যাকাদের কাছ থেকে যারা ভদ্রতার আড়ালে নিজের অসৎ কর্ম চরিতার্থ করতে যাও একাকী নির্জনে নিরালায়।







আর এইসবের পেছনে দায়ী আমরা পুরুষ যারা নারীকে পন্য হিসেবে গড়ে তুলেছি। নিজেদের স্বার্থ রক্ষায় নিজেদের বাহাদুরি টিকিয়ে রাখতে নারীদের দিয়েছি পায়ের নীচে ঠাই; যেখানেই নাকি তাদের বেহেস্ত। অথচ তাদের স্থান স্বয়ং আল্লাহ দিয়েছেন সবার উপরে স্থান। আবার আমি দেখেছি পৃথিবীর সকল ধর্মে নারীকে কখনো দেবী আবার কোথাও দেয়া হয়েছে অনেক উঁচুতে স্থান তবে আমরা কেন অথবা নারীরা কেন নিজেদের অধিকার নিয়ে এত ব্যাস্ত। আমাদের কোন অধিকার নাই তাদের অধিকার কেড়ে নেয়ার। আমি সমাজের বেশীর ভাগ ঘরের কথাই জানি যেখানে স্ত্রীদেরকে জোড় পূর্বক চাপিয়ে দেয়া হয় স্বামীদের ইচ্ছা অনিচ্ছাগুলোকে অথচ ভেবে দেখা হয় না একজন স্ত্রী কি চায়। কেন ভাই স্ত্রীর কথাকে গুরুত্ত দিলেকি আমরা স্ত্রৈণ হয়ে যাব বলে ? নাহয় তাই হলাম সেখানেও কিন্তু সুখ আছে এক ধরনের।







যখন আমি অবিবাহিত ছিলাম আমার খুব আড্ডা দেয়ার নেশা ছিল আর যার কারনে প্রায় প্রতিদিন অনেক রাত করে বাসায় ফিরতে হত। কিন্তু আজো সেইসব স্মৃতি মনে হলে চোখে পানি চলে আসে, আমার মা প্রচণ্ড ক্ষুধা নিয়েও আমার জন্য অপেক্ষায় বারান্দায় দাড়িয়ে থাকতেন কখন আমি আসব আর কখন আমাকে ভাত খাওয়ানোর পর মা ভাত খাবেন। মাঝে মাঝে বকা ঝকা করতেন কিন্তু পরে আবার ডেকে ঠিকই ভাত খাওয়াতেন। কখনো ধোঁয়া কাপড় অথবা খাবার নিয়ে আমাকে ভাবতে হয়নি। এখন আমি বিবাহিত পুরুষ কিন্তু আজো ঠিক একই ভাবে আমাকে আমার খাবার অথবা ধোঁয়া কাপড় নিয়ে ভাবতে হয়না। অথবা আজ যখন দেখি আমার বাড়ি ফেরার পথের দিকে বারান্দায় দাড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে আমার স্ত্রী প্রচণ্ড ক্ষুধা নিয়ে তখন সত্যি আমি ভাবতে বাধ্য হই যে আমরা পুরুষরা একজন নারী ছাড়া যে কতটা অসহায় জীবনের চলার পথে!







খুব হতাশ হই যখন দেখি পৃথিবীতে খুব ঘটা করে চলে সুন্দরী প্রতিযোগিতা কিংবা পুরুষের জাঙ্গিয়ার, লুঙ্গির অথবা পায়ের মোজার বিজ্ঞাপনগুলোতে উপস্থাপন করান হয় মেয়েদের নগ্নতাকে প্রশ্রয় দিয়ে। আমি বলছিনা যে নারীকে হতে হবে বেগম রোকেয়া সাখাওয়াত কিংবা মাদার তেরেসা অথবা নারীকে পৌছাতে হবে মঙ্গল গ্রহে অথবা এভারেস্ট শৃঙ্গের চূড়ায়। পৃথিবীতে বেশীর ভাগ পুরুষ আছেন যারা শুধু মাত্র জীবন যাপন করে যাচ্ছেন বেঁচে থাকার তাগিদে অথবা অনেকে আছেন যারা কোন প্রকারই কোন কাজের নন কিন্তু তারা কিন্তু মানুষ হিসেবে স্বীকৃত তাদের জন্য ভিন্ন ভাবে কোন দিবস পালিত হয় না। তবে কেন পালিত হবে নারী দিবস। আমি বলছিনা জাগো হে ভগিনী জাগো; কারন নারীরা জেগেই আছে শুধু প্রয়োজন এই নারী শব্দটি থেকে বের হয়ে তাদের মানুষ হিসেবে স্বীকৃত হতে হবে কারন মেয়েরাও যে মানুষ।







--------------------------------------------------------------------

আমি মানুষ।।

--------------------------------------------------------------------



বেঁচে থাকার এক নিদারুন করুনা জেগেছে আমার ভেতর;

আমি একজন সম্পুরনা, আমি একজন নারী।

আমার চোখের ভাষায় পৃথিবী মায়াময়,

আমি শূন্যতাকে আঁধারে হারাতে চাই বোলে;

আমি শূন্য হতেছি আমারই আঁধারে।

যেখানে প্রণয়ের মায়াতিথি,

যেখানে প্রোথিত আমার হিয়ার রূপরেখা,

সেখানে আমি মানুষ ভিন্ন দেবী কিংবা কায়া।

প্রণয় সুতায় বাঁধতে আসিনি,

এসেছি ভালোবাসতে।

উদোম করে দেখলে আমায়,

আমি শুধুই মোহ;

পথের পথে হাটতে গেলে পাবে আলোর দিশা।

বেলাভূমির সেই সাঁঝের মায়ার কথা আজো মনে পরে,

মনে পরে সেই উস্রিংখল যুবকের কথা,

আমি তবে হেনেছি কি অসাধারন হায়া !

আমাকে আমার মতন থাকতে দাও

আমি আজ নারী নয়

তবে মানুষ হয়েই বাঁচতে চাই।

বিমূর্ত কোন স্বত্বা নয়,

নয় কোন জীবন বোধের খোঁজে,

আমার আমি মানুষ রূপেই পেতে চাই

মাটির গন্ধের মতন প্রান ভরে।

এসেছি আমি প্রানের মায়ায় তৃপ্ত হতে নয়,

তোমাদের শূন্যতা আমাকে বড় বেশী কাঁদায়।

হলুদ, নীল, গোলাপি, বেগুনী শাড়িতে কি অপরূপ সেজেছি দেখো,

তোমাকে দেখাব বোলে হে প্রিয়তম;

এভাবে প্রণয় সুতায় বেধনা আমায়।

আমি ভালোবাসা পেতে চাই স্নিগ্ধ সজীবতায়।

অরক্ষিতের হিংস্র বনে আমাকে আর রেখনা,

অযাচিতের সঙ্গোপনে;

আমাকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে,

হায়নার ছোবল হেনে।

আমি তবু মানুষ জেনো,

জীবনের সংঘারামে।

আমি হিমালয় হতে ঝিনুক কুড়ানো কোন দেবী নই জেনো,

আমি কোন পতঙ্গ কিংবা হাওয়া নই যে,

আমাকে নিয়ে ভাবতে হবে সমুদ্রের গহীনের মত।

ভোর হতে আর কত বাকি হে আমার প্রণয় তিথি ?

একবার আমাকে কাণ্ডাড়ী করেছিলে,

তারপর বারবার আমার নগ্নতায় ভীষণ-

কি মিদারুন হেসেছ;

আমি তবু আশা হত হতে পারিনি,

ঝরে পরা পথের শিউলির মত।

আমার দোটানার ঘরে যখন শূন্য হতেছি,

তোমার আদরে, একটু নাহয় চুমুই দিলে,

বিষের যন্ত্রণা আমাকে জেনো একটুকু কাতর করেনি,

আমিত ভালোবাসতেই এসেছি;

তোমার শূন্য পৃথিবী মহান আলোকিত করে।

আবার অবরূপ ধ্বংসলীলা হতে পারি তোমার বিহনে,

তোমার যাতনে, কারনে বেদনার রূপ হয়ে;

বিধাতার নীরব দহন জ্বালায়, ভস্মীভূত আমি এক নারী ঠিক নই,

আমি মানুষ।







ছবি যেন মনের কথাই বলে তাই শুধু শুধু কেন কথা বাড়িয়ে বলা















































































দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলা কালীন সময়ের একটা ঘটনা বলেই শেষ করছি। তখন সমস্ত পোল্যান্ড জুড়ে চলছিলো জার্মানিদের ধ্বংসলীলা আর ইহুদী পেলেই চলছিলো নীধন অথবা তাদের ধরে এনে পাশবিক নির্যাতন চালান হত বন্দী শিবিরগুলোতে। এমনই এক পোল্যান্ডে বসবাসরত সে সময়ের একজন নারী নাম সোফি জার্মান নাগরিক ধর্মে ইহুদী ছিলেন। তার স্বামীকে প্রান দিতে হয়েছিলো জার্মানদের হাতে। তার স্বামীর মৃত্যুর পর একটি মেয়ে ও একটি ছেলেকে নিয়ে সোফিকে পোল্যান্ড ত্যাগ করে জার্মান আসার কথা ভাবতে হচ্ছিল। কিন্তু যখন তিনি ট্রেনে উঠার জন্য গেলেন তার দুই সন্তানকে নিয়ে নজরে পরে গেলেন এক জার্মান সেনাদলের এক সেনাপ্রধানের চোখে। সেই সেনাপ্রধান সোফির অসাধারন রূপে মুগ্ধ হলেন। আসলে ঠিক মুগ্ধ নয় এটাকে বলাযেতে পারে কামুক চাহিদা পুরনের একটা তাগিদ। সেই সেনা অফিসার সোফির কাছে তার পরিচয় জানতে চাইলে সোফি বলে যে সে জার্মান নাগরিক, পোল্যান্ডে এসেছিলেন কাজের জন্য এবং সে খ্রিষ্টান ধর্মের অনুসারী। তাতে করে অফিসারের মনে কিছুটা সদয় ভাবের উদয় হলেও তার কামের বাসনা বিলুপ্ত হলনা। তাই সে বলল তোমাকে দুটি উপায় দিচ্ছি যাতে করে তুমি মুক্তি পেতে পার এবং জার্মান যেতে পার এই ট্রেনে করে। তার একটি হল হয় তোমাকে তোমার দুই সন্তানের মধ্যে একটিকে দিয়ে দিতে হবে বন্দী শিবিরের জন্য অথবা তোমাকে তোমার দুই সন্তান এখানে রেখে আমার সাথে যেতে হবে আমরা তোমার দুই সন্তানকে জার্মান পৌঁছে দিব। কিন্তু মায়ের মমতা এই শর্ত কিছুতেই মেনে নিতে পারলনা। সে শুধু আর্তনাদ আর চিৎকার করে উঠল । সারা আকাস বাতাস কেঁদে উঠল সোফির কান্নার সাথে এক হয়ে। কাঁদছে তার দুটি সন্তান। শেষ পর্যায়ে সন্তানের মায়ায় সোফিকে চলে যেতে হল অভুক্ত হায়নার সাথে রাতের অভিসারের খাদ্য হতে তার দুই সন্তানের মঙ্গলের কথা চিন্তা করে যে অন্তত তার সন্তান দুটি হয়ত বেঁচে যাবে। অঝরে কাঁদছিল বাচ্চা দুটো। শেষ পর্যন্ত বাচ্চা দুটোর কি পরিনতি হয়েছিলো সেটা সোফির জানা হলনা, শুধু তাকে ছিঁড়ে ছিঁড়ে খেল অভুক্ত হায়নার দল।







এই হল নারী রূপ ! এই হল মনুষ্য রূপ !! আর এই হল মানুষ !!!

মন্তব্য ৯৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অসাধারণ! প্রিয়তে!

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

মানুষ হিসেবে জেগে ওঠাটাই কাম্য।

২| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮

ভুল উচ্ছাস বলেছেন: নারী দিবসে আপনারটাই সেরা পোস্ট।



এই পোস্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। অন্তত আজকের দিনের জন্যে হলেও।

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

অরক্ষিতের হিংস্র বনে আমাকে আর রেখনা,
অযাচিতের সঙ্গোপনে;
আমাকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে,
হায়নার ছোবল হেনে।

৩| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০২

পরিবেশ বন্ধু বলেছেন: নর আর নারি
জগতের গড়ি
মিলে মিশে সাজায়
তারা স্বপ্ন বাড়ি
সুন্দর লেখা
শুভকামনা হবে দেখা

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি আশাহত হতে চেয়েও পারলাম না।

৪| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

শিশু বিড়াল বলেছেন: :(( :(( :((
কেন জানি কষ্ট হচ্ছে পোস্ট টা পড়ার পর...

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি আন্তরিক ভাবে দুঃখিত এই পোষ্টটির জন্য।

৫| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

একজন আরমান বলেছেন:
ভাই একটা কথা না বলে পারছি না। ব্লগে আমার এই পর্যন্ত কোন লেখা পড়ে চোখে পানি আসছে কিনা জানি না। তবে আপনার এই লেখার শেষের গল্পটা পড়ে আমার চোখ ভিজে গেলো।


আপনার লেখা ৯৫% পোস্ট ই আমি পড়েছি। তার মধ্যে এইটা সেরাদের সেরা লেগেছে আমার কাছে।

ও তবে আমি একটা ব্যাপারে দ্বিমত পোষণ করছি আপনার সাথে। সেটা হল- বাসে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যাপারে আমি সমর্থন দেই। আপনি যতোই সমঅধিকার বলে গলা ফাটান না কেন, দৈহিক আর শারীরিক দিক থেকে নারী পুরুষের যে পার্থক্য সেটা কখনোই ঘোচাতে পারবেন না।
আর এই কারণেই আমার সমর্থন সংরক্ষিত আসনের প্রতি।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আরে ছেলে গল্পত গল্পই এটা নিয়ে আবেগিত হবার কি আছে ?

বাকি ৫ % না পড়ার জন্য তোমাকে মাইনাস।

আরমান তুমি কি চাইলে পারবে কোন বাসায় ঝি এর কাজ করতে কিংবা তুমি কি বিয়ের পর সারাদিন রান্না বান্না করে বাচ্চা কাচ্চা লালন পালন করতে পারবে ? অথচ দেখ একটি মেয়ে কিন্তু সব পারে তাহলে অবশ্যই মেয়েরাই ছেলেদের চেয়ে বেশী সামর্থ্য রাখে আমিত মনে করি বাসে ছেলেদের জন্য আলাদা ভাবে আসন বরাদ্দ করা উচিৎ। আমার দ্বিমত হল কেন বাসে মেয়েদের জন্য বাসের ৪০ থেকে ৫০ টি আসনের মধ্যে মাত্র ৫ - ৬ টি আসন বরাদ্দ থাকবে তাও আবার প্রতিবন্ধীদের সাথে মিলিয়ে। দেশে কি পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা এতই কম নাকি !!!

৬| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

বোকামানুষ বলেছেন: অনেক ভাল লিখেছেন ভাইয়া

নারীর সম অধিকার হিসেবে আমি বুজি মানুষ হিসেবে যে অধিকার সম্মান তাকে তা দেয়া আর নারী হিসেবে তার প্রকৃতি পুরুষ থেকে ভিন্ন এটা স্বীকার করেই তাকে সম্মান করা তাকে নিজের মত মানুষ ভাবা

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


হুম সেটাই শুধু মানুষ ভাবা নয় তারা মানুষ।

৭| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

শের শায়রী বলেছেন: ভাই সাগরে এসে পড়লাম লেখাটি। মনটা হু হু করে উঠল। আপনার লেখা নিয়ে কোন কথা নেই। শুধু অনুভূতি জানাই অসাধারন। এ ধরনের লেখা আমি সারা জীবনে লিখতে পারব না। সাগরে আসলে মনটা এমনিই খুব খারাপ থাকে কেন যেন। ভাল থাকুন ভাই

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


একজন অসাধারন গুণী লেখকের কাছ থেকে এমন উৎসাহ পেলে ভালই লাগে। তবে আলু পাম দিয়েন না ভাই। পরে বেশী ফুলে গিয়ে রাস্তায় হোঁচট খেতে পারি। দোয়া রইল আল্লাহ যেন আপনার হেফাজত করেন সর্বক্ষণ , কারন তিনি একমাত্র করুনা ময়।

৮| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

একজন আরমান বলেছেন:
আপনার এই কথার সাথে সহমত।
মেয়েরা অনেক দিক থেকেই বেশি পারে ছেলেদের থেকে।

আমার মনে হয় ওই সিটগুলোতে মহিলাদের জন্য সংরক্ষিত না করে শুধু গর্ভবতী আর অসুস্থ মহিলা কথা উল্লেখ করা উচিৎ। তাহলে আর এই সমস্যা থাকবে না।

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


সহমত জানাই। এই প্রস্তাব আমার খুব পছন্দ হয়েছে।

৯| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

িনহাজ রিমন বলেছেন: জটিল পোস্ট !!! ভালো লাগা নাম্বার ৬ :)

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি আরও ভাবলাম পোষ্ট ড্রাফ্‌ট করে ফেলব আর আপনি বলছেন জটিল পোষ্ট !!!

১০| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

মাক্স বলেছেন: নিঃসন্দেহে একটা শক্তিশালী পোস্ট পড়েছি।
আফসুস প্লাস মাত্র একবারই দেয়া যায়।

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

এমন মন্তব্যের কি উত্তর দেয়া যেতে পারে ভাবছি !!!


ভাইয়া কেমন আছেন ?

১১| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩

অনীনদিতা বলেছেন: লেখাটা পড়ে কেমন যেন একটা কষ্ট কষ্ট ভালো লাগায় মনটা ভরে গেলো:)
+++++++++++

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

কষ্ট কষ্ট ভালো লাগা দারুন বলেছেন একটা কবিতা লেখা যেতে পারে এই কষ্ট কষ্ট ভালো লাগা নিয়ে । আজই লিখে ফেলব ভাবছি।

১২| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০

অনীনদিতা বলেছেন: তারাতারি লিখে ফেলেন:)

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

আজকে রাতেই পোষ্ট পাবেন আশা রাখি।

১৩| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

মাক্স বলেছেন: জি ভালো আছি।
আপনিও ভালো থাকুন!

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


কিছুদিন যাবত আপনার তিনটি পোষ্ট পড়ে আমিও মৃত্যু নিয়ে ভাবছি।

১৪| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

রেজোওয়ানা বলেছেন: চমৎকার পোস্ট ভাইয়া!

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

একান্তই আমার কিছু মনের কথা শেয়ার করেছি, অনেক ধন্যবাদ আপু।

১৫| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯

বাংলার হাসান বলেছেন: পৃথিবীতে মানুষ দিবস পালন করা হয় এমন ধরনের উদাহরন পাওয়া যায় না কিন্তু পালিত হয় নারী দিবস। তাহলে তারা অবশ্যই ভিন্ন প্রজাতির কিছু একটা হবে হয়ত; আর নাহলে এমন দিবস পালনের কোন যৌক্তিকতা আছে বোলে আমি মনে করিনা, কারন সবাই মানুষ

এমন একটা সত্য বলেছেন নারীকুলের চক্ষুসূল হয়ে যাবেন।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই এই সত্য টুকু যদি অনুধাবন করা যায় তবে দেখবেন নারীদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

১৬| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

তোমোদাচি বলেছেন: আজ এই পোষ্ট টি স্টিকি হওয়া উচিৎ ছিল!

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

না ভাই আমার এই লেখার চেয়ে যেটা স্টিকি হয়েছে সেটা অনেক বেশী মর্মস্পর্শ কাতর তাই ওইটাই ঠিক আছে।

১৭| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: অসাধারণ , অনেক শক্তিশালী এবং অনেক সুন্দর একটা লেখা পড়লাম ... !!!!!!!





আর কোন মন্তব্য করার স্পর্ধা আমার নেই ...





অনেক ধন্যবাদ ভাই !!!

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

আসলে অনেক দিন ধরেই কথাগুলো আমার মনের ভেতর লুকিয়ে ছিল আজ শুধু প্রকাশ করে দিলাম মাত্র।

ধন্যবাদ অনেক ভাল থাকবেন।

১৮| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

অনেক অনেক ভালোলাগা ।



নারী তুমি বাঁচলে বাঁচো
মানুষ হয়েই বাঁচো।।



সকল নারীদের জন্য শুভ কামনা রইলো।

পোস্টটি স্টিকি করা হোক।


ভালোলাগা রেখে গেলাম।

+++++++++++++

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
নারী তুমি বাঁচলে বাঁচো
মানুষ হয়েই বাঁচো।।


সকল নারীদের জন্য শুভ কামনা রইলো।

১৯| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: দিবস নিয়ে আপনার সাথে মতৈক্য রয়েছে।

তবুও বলব, একটা দিন নারীদের জন্য থাকলে, সাধারন মানুষ বিষয়টা নিয়ে সচেতন হবে, তারপর একসময় সকল মানুষ "মানুষ ভাবতে শিখবে"

আমি বরাবরই আপনার লেখার ভক্ত। ব্যাস্ততার কারনে হয়তো কমেন্টে সব কথা বলতে পারিনা, কোনদিন আড্ডায় কথা হবে ভাই।


আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা নারীরা কি তাহলে প্রতিবন্ধীদের সমগোত্রীয় কিনা ?


এই ব্যাপারে বলবঃ নারী পুরুষ প্রতিবন্ধী অপ্রতিবন্ধী হিজড়া সবাই সমান ভাবে মানুষ। আমার কয়েকটি লেখায় এসব নিয়ে বিস্তারিত বলেছি, যদিও ব্লগে দেওয়া হয়নি। আমার আজকের পোস্টটা দেখতে পারেন।

কান্ডারী ভাই, সোফি'স চয়েজ মুভিটাতেই তো দেখেছি আপনার শেষ কথাটা। আসলে বিপর্যয়ের সময় মানুষ অসহায় যেমন হয়, তেমনি অগ্নেয়গিরির মতো ফুঁসেও ওঠে।

সবকিছু মিলিয়ে চমৎকার লিখেছেন ভাই।

ভাবীর জন্য থাকল সশ্রদ্ধ সালাম। আশা করি ভাবী আপনাকে "টাইট" করতে পারবে, হা হা হা হা


ভালো থাকবেন।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


মতৈক্য থাকতেই পারে, তবে পুরুষ দের নিয়েও একটা দিন থাকুক যেই দিনে আমরা সবাই পুরুষদের নিয়ে সচেতন হব কি বলেন নাকি আবার আঁতে ঘা লেগে গেল !!!

আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা নারীরা কি তাহলে প্রতিবন্ধীদের সমগোত্রীয় কিনা ?

আপনি বলেছেন, এই ব্যাপারে বলবঃ নারী পুরুষ প্রতিবন্ধী অপ্রতিবন্ধী হিজড়া সবাই সমান ভাবে মানুষ। আমার কয়েকটি লেখায় এসব নিয়ে বিস্তারিত বলেছি, যদিও ব্লগে দেওয়া হয়নি। আমার আজকের পোস্টটা দেখতে পারেন।

আমি কি ভিন্ন কিছু বলেছি নাকি !!!!!!

আপনি হয়ত মুল উপন্যাসটি পড়েন নাই

আমি আমার বউকে খুব ভালোবাসি।

ধন্যবাদ ভাল থাকবেন।


২০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট। একই দিনে একই টপিকের দুটি পোষ্ট স্টিকি করার রেয়াজ এখনও চালু হয়নি। হলে হয়ত এই পোষ্টটি স্টিকি হত। :)

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি হিমালয় হতে ঝিনুক কুড়ানো কোন দেবী নই জেনো,
আমি কোন পতঙ্গ কিংবা হাওয়া নই যে,
আমাকে নিয়ে ভাবতে হবে সমুদ্রের গহীনের মত।

২১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০

গ্রাম্যবালিকা বলেছেন: সব মিলিয়ে অ সা ধা র ণ--------------- স্যার :)

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

জী ম্যাডাম ধন্যবাদ।

২২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

লুছিফার বলেছেন: চমত্‍কার।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ লুছিফার ।

২৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০

জাওয়াদ তাহমিদ বলেছেন:
অসাধারন লেগেছে।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

কথাগুলো একান্তই আমার মনের কথা , অনেক ধন্যবাদ।

২৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ পোস্ট কান্ডারী......নারীরা আজও অধিকার বন্চিত .....অনেক..পতিতার জীবন কাহিনি অনেক সেলিব্রেটির চেয়ে আদর্শিক যদিও তাদের ঘৃণার চোখে দেখা হয়...নারীর নিরাপত্তা সবার্গ্রে প্রাধান্য দেয়া উচিত।

পোস্টে ভালো লাগা।কান্ডারী ভালো থাকবেন সবসময়।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক পতিতার জীবন কাহিনী অনেক সেলিব্রেটির চেয়ে আদর্শিক ............

শুধু তাই নয় এই সমাজে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অনেকের চেয়ে আদর্শিক।

ধন্যবাদ সেলিম ভাই ভাল থাকবেন সবসময়।

২৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬

নুসরাতসুলতানা বলেছেন: বেশ কয়েকবার পড়লাম লেখাটা।আপনি বলছেন -মেয়েরাও মানুষ।এ কথাটা যেদিন সব পুরুষ বলবে, সেদিন পৃথকভাবে নারী দিবস পালনের প্রশ্নই উঠেনা।আমিও বলি -নারীরা কেন সমঅধিকারের আন্দোলন করে? মানুষ হিসাবে তাকে তার প্রাপ্য দেয়া হোক।নারীর জন্য কেন আলাদা আসন?সম্পূর্ন একমত।কেন নারী আলাদা আসন চায় ছোট বোনটাকে প্রশ্ন করুন।উত্তর শোনার রুচি হবেনা।যেসমস্ত নারী কাজ করছে তাদের প্রশ্ন করলেই জানবেন একজন নারী কর্মক্ষেত্রে পুরুষের চেয়ে ডাবল যোগ্যতা প্রমান করতে সক্ষম হলে তখনই কেবল তাকে কমপিটেন্ট ধরা হয়।নারীকে শুনতে হয় -তুমি প্রথমে মেয়ে, তারপর অফিসার।তবে সত্যটা হলো শুধু এদেশে নয়, উন্নত দেশুলোতেও অনেকক্ষেত্রে মেয়েরা মেয়ে হিসাবেই প্রথমে বিবেচিত হয়।খুব কাছ হতে দেখার সুযোগ হলে অসংগতিগুলি চোখে পড়বেই। তারপরও বলি- যেদিন সকল পুরষ নারীকে মানুষ রূপে গন্য করবে সেদিন আর নারী দিবস পৃথকভাবে পালনের প্রয়োজন পড়বেনা,সেদিনের অপেক্ষায় থাকুক পৃথিবীর সকল নারী।ধন্যবাদ আপনাকে অন্যরকমভাবে ভাবতে পারেন বলে।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি আমার নিজের গড়া আদর্শে চলার চেষ্টা করি তবে কারো কাছ থেকে ভাল কিছু পেলে সেটা সানন্দে গ্রহন করি আজ আপনার এই কথাগুলো গ্রহন করলাম আর আমি নিজেও অপেক্ষায় রইলাম সেইদিনের জন্য পৃথিবীর সকল নারীর সাথে।

জীবনের প্রতিটি চলার পথ হোক শান্তির শুভ কামনা রইল।

২৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬

বোকামন বলেছেন: সম্মানিত লেখক,

পোষ্ট অসাধারণ হয়, দারুণ হয়, ভালো লাগে কিন্তু তবুও আমাদের মনের দরজা কড়া নাড়তে পারে না !

ভালোলাগার পোষ্টগুলো ভালো লেগে থাকে কিন্তু লেখকের কষ্ট করে তৈরি করা লেখাটির মর্মার্থ আমাদের বিবেক পর্যন্ত পেীছতে দেই না ... !

জীবনের গতিময়তায় আমরা ভুলে যাই আমরা “ মানুষ ”


পুরুষ - নারী আমরা সবাই মানুষ হওয়ার চেষ্টা করি ....

এমন পোষ্ট আপনি বারবার আমাদের উপহার দিয়ে যান যা আমাদের বিবেকে কড়া নাড়বে সেই কামনায়.....

ধন্যবাদ

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
যদি মৃত্যুর সময় আগেই জানা যেত তবে শুধু লেখার মাধ্যমেই যদি কোন পরিবর্তন আনা যেত তবে সত্যি আমি তাই করতাম।

২৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার একটি লেখা পড়লাম কান্ডারী ভাই। খুবই ভালো লাগছে আজ সামু খুলেই অনুসারিততে অসাধারন দুটো ভালো লেখা পেয়ে গেলাম। একটা কা_ভা ভাইয়ের আর একটা এটা।

আপনার লেখাটা পড়ে নিজের চিন্তার লেভেলে কেমন জানি একটা সংশোধন কাজ করছে। সত্যি বলছি "নারী দিবস" পালন সম্পর্কে আগে কখনও এভাবে ভেবে দেখেনি।

অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

যখন মনের পঞ্জিভুত ক্ষোভ গুলো খুব বেশী জমে যায় তখন আর এভাবে লেখা ছাড়া আর কিছুই যে করার থাকেনা ভাই।

২৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

না পারভীন বলেছেন: ডাক্তার হন , ইঞ্জিনিয়ার হন , গার্মেন্টস কর্মি হন যাই হন সবার আগে আপনি একজন অবলা নারী ।
আহারে ,জীবন এ পাঠ দিয়েছে ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

কে বলে অবলা নারীরে আমি বলি তার জন্মেই সমস্যা রয়ে গেছে। আরে আমাদের জন্মই হয় এই নারীর গর্ভে।

২৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

আশিক মাসুম বলেছেন: অসাধারন পোষ্ট ব্রো,

ইদানিং আপনার পোষ্ট -এ কমেন্ট করতে গিয়ে খেই হাড়িয়ে ফেলি। ভালা লাগার অনুভূতি লিখতে গেলে কমেন্ট এর দৈর্ঘ পোষ্ট এর পরিধি ছারিয়ে যাবে। দোয়া করি আপনি শত বছর বেঁচে থাকেন শত বছর বিবেকহীন মানুষ গুলু বিবেকের তারনায় তারিত হতে থাক, আর সেই তারনা থেকে একদিন বদলে যাবে আমাদের চারপাশ।



০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আমারও ইদানীং বিবেক বোধ শূন্যের কোঠায় নেমে গেছে। ক্রমাগত কেমন যেন অনুভূতি গুলো ভোতা হয়ে যাচ্ছে সব।

৩০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩

স্বপনবাজ বলেছেন: বরাবরের মতই অসাধারণ পোষ্ট ভাই !
আমরা সবাই মানুষ হয়ে উঠি !

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

তবে কেবল পশু পাখি ব্যাতিত কারন সমাজে অনেক হায়নাদের বসবাস রয়েছে।

৩১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: দারুণ লাগল কান্ডারী ভাই। সাথে ছবি সংগ্রহও অসাধারণ। নেট স্পিড পাচ্ছিনা। পরে এসে প্রিয়তে নিয়ে যাব।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ কুনোব্যাঙ ভাই । ছবি গুলো সব গুগল মামুর কাছ থেকে ধার নেয়া হয়েছে।

৩২| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০২

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন লিখা, অসাধারন উপস্থাপন


আপনার দৃষ্ঠিভঙ্গির জন্য স্যালুট না দিয়ে পারছি না, একদিন আমরাও তথাকথিত শুশিলতাকে দুরে ঠেলে দিয়ে আপনার মত করে নারীকে দেখব।


সেদিনে অপেক্ষায় রইলাম........

(পুস্ট প্রিয়তে আর আপনি অনুসারিত)


ভাল থাকবেন....

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আশায় আশায় মোর জীবন গেলো
ধন্য কর মোরে হে জীবন আমার
তোমার জন্য না হয়
আর একবার রুখে দাঁড়াব

৩৩| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৩

রাইসুল নয়ন বলেছেন: একজন পুরুষকে বিখ্যাত হবার জন্য জাঙ্গিয়া পরে অভিনয় করতে হয়না তবে তারা কেন ভাবেনা তারা কেন ?

তাদের সঠিক বোধ জাগ্রত হোক ।


১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

দারুন বলেছ ভাই । ++++++++++

৩৪| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

রবি কিরণ বলেছেন: পোস্টের শিরোনামেই প্লাস।
লেখা সম্পর্কে মন্তব্য করতে পারছিনা।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

রাইসুল নয়ন বলেছেন: একজন পুরুষকে বিখ্যাত হবার জন্য জাঙ্গিয়া পরে অভিনয় করতে হয়না তবে তারা কেন ভাবেনা তারা কেন ?

৩৫| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

জাকারিয়া মুবিন বলেছেন:
অসাধারন বললেও কম বলা হবে এই লেখাকে..............

১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


এগুলো একান্তই আমার মনের কথা মুবিন ভাই।

৩৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩

মাহমুদুল হাসান অনিক বলেছেন: চমৎকার এবং সত্য কথা । অনেক সময় পুরুষ হিসেবে অন্য পুরুষের উপর রাগ হয় মেয়েদের অনৈতিকভাবে ব্যবহারের জন্য এর চেয়েও বেশি রাগ হয় মেয়েদের উপর তারা কেন তাদের ভাল বুঝে না ? মেয়েরা তাদের role এর কারণেই best . মা এর যেমন বিকল্প হয় না বোন এরও তেমনি আর স্ত্রী এর কথা বলতে পারছি না কারণ অবিবাহিত।মেয়েদের অন্য কোন role এ যাওয়া কোনদিক দিয়েই সম্মান দেখি না

১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই মেয়েরা যেই role ই থাকুক সেখানেই তাদের প্রয়াস হয় অনেক অনেক বেশী যত্নশীল।

৩৭| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

এ্যাপোলো৯০ বলেছেন: নারী পুরুষ চিত্রা হরিন বা ডাইনোসোর না মানুষ হইতে চাই। আমার মনের কথাটাই কেমনে কপি করলা তুমি?? :)
অনেক ভালো হইছে।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার মনের কথা আমি ছাড়া আর কে ভাল জানবে। ;) ;) ;)

৩৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

অনিক বাংলা বলেছেন: +++++++++++

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ।

৩৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০২

মামুন রশিদ বলেছেন: খুব ভালো পোস্টগুলো কেন যেন আমার প্রথম সুযোগে মিস হয়ে যায়, কিংবা ঐ সময় আমি খুব ব্যস্ত হয়ে পড়ি :(



চমৎকার পোস্ট । লেখার গভীরতা যেমন, তেমনি সুন্দর সব ছবি । ভালো লাগা রইলো । :)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালবাসা রইল মামুন ভাই।

৪০| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

ফারজানা শিরিন বলেছেন: তবে কি মেয়েরা মানুষ নয় ? হ্যাঁ এর জবাবে সবাই বলবেন কেন ! মেয়েরাওত মানুষ। কিন্তু এমন দর্শনের সাথে আমার দ্বিমত রয়েছে তাই বোলে আমার কোন দুঃখ বোধ নেই, কারন এর জন্য দায়ী মেয়েরা নিজেরাই। হয়ত এই কথার কারনে মেয়েরা আমার চৌদ্দগুষ্টি উদ্ধার করে ছাড়বেন। আজকে খুব ঘটা করে আমরা নারী দিবস পালন করছি। কেন নিজেদের মানুষ হিসেবে ভাবতে কি খুব আত্মসন্মানে লাগে বোধ করি ? পৃথিবীতে মানুষ দিবস পালন করা হয় এমন ধরনের উদাহরন পাওয়া যায় না কিন্তু পালিত হয় নারী দিবস। তাহলে তারা অবশ্যই ভিন্ন প্রজাতির কিছু একটা হবে হয়ত; আর নাহলে এমন দিবস পালনের কোন যৌক্তিকতা আছে বোলে আমি মনে করিনা, কারন সবাই মানুষ। পালন করলে করতে হবে রয়েল বেঙ্গল টাইগার দিবস অথবা চিত্রা হরিন দিবস কেননা এগুলো ধীরে ধীরে বিলুপ্তির পথে অথবা খুব বেশী দিবস পালনের ইচ্ছা থাকলে পালন করা যেতে পারে ডাইনোসর দিবস কারন এই প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।
সালাম ভাইয়া ।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ।

৪১| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

ফারজানা শিরিন বলেছেন: তাদের জন্য আলাদা ভাবে বাসে, ট্রেনে সিট বরাদ্দ করা হয় প্রতিবন্ধীদের সাথে যুক্ত করে অথবা আলাদা দোতালা বাস দেয়া হয়; আবার বাসে সেই নির্দিষ্ট কমলা রং করা আসনে একজন পুরুষকে বসতে দেখলে প্রতিবাদ করা হয়; আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা নারীরা কি তাহলে প্রতিবন্ধীদের সমগোত্রীয় কিনা ?

বাসে কোন মেয়ে কোন ছেলের পীঠে কোমরে হাতে ছুঁয়ে দিবে না !!! কিন্তু সত্যি বলতে কি প্রতিদিন এমন ছেলে পেয়েই যাই যারা মেয়েদের ছুঁয়ে দিতে উন্মুখ !!! আমি কিন্তু বলছি না সবাই । আর আমি প্রতিদিন বাসে ৫০ কিমির উপর যাতায়াত করি । একসাথে ৪/৫ জন মেনে হলে দাঁড়ায় যাতায়াত করতে মজাই লাগে। কিন্তু একা হইলেই খারাপ লাগা শুরু হয়। এদিক ওদিক হাত এসে লাগে। সিট না চেয়ে কি করবো ভাইয়া ???

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন: আপনি জানতে চাইলেন,
বাসে কোন মেয়ে কোন ছেলের পীঠে কোমরে হাতে ছুঁয়ে দিবে না !!! কিন্তু সত্যি বলতে কি প্রতিদিন এমন ছেলে পেয়েই যাই যারা মেয়েদের ছুঁয়ে দিতে উন্মুখ !!! আমি কিন্তু বলছি না সবাই । আর আমি প্রতিদিন বাসে ৫০ কিমির উপর যাতায়াত করি । একসাথে ৪/৫ জন মেনে হলে দাঁড়ায় যাতায়াত করতে মজাই লাগে। কিন্তু একা হইলেই খারাপ লাগা শুরু হয়। এদিক ওদিক হাত এসে লাগে। সিট না চেয়ে কি করবো ভাইয়া ???

আমি বলব,
নারী শব্দটি ব্যাবহার করে আমরা খুব সম্ভবত তাদের দুর্বল করে দিয়ে দাবীয়ে রাখতে চেষ্টা করি অথবা তারা নিজেরাই নারী হয়ে থাকতে বেশী সাচ্ছন্দ বোধ করেন; কারন আমরা পুরুষ, আমাদের একটা শিশ্ন আছে; আর সেটার জোড় থাকুক অথবা নাই থাকুক আমাদের নিজেদের আধিপত্ত বজায় রাখতে হবে অথবা নারীরা সেই আধিপত্তের অভয় আশ্রমে থেকে সমঅধিকারের নামে আসলে নিরাপত্তা খুঁজে পায়।

যদিও আমি পুরুষ তবে বলব এমন হলে শিশ্নে একটা লাথি দিবেন দেখবেন সব ঠিক।

৪২| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ফারজানা শিরিন বলেছেন:
যদিও আমি পুরুষ তবে বলব এমন হলে শিশ্নে একটা লাথি দিবেন দেখবেন সব ঠিক।

হাহাহাহহাহা। সাভারের মালগাড়ি গুলোতে পা রাখতে পারিনা !!! আর লাথি ????????!!!

তবে কথাগুলো ভালো লাগছে ।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি দুঃখিত এবং লজ্জিত

৪৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা নারীরা কি তাহলে প্রতিবন্ধীদের সমগোত্রীয় কিনা ?

এই ব্যাপারে আমি বলেছি "প্রতিবন্ধী যতোটা মানুষ, পুরুষ নারীও ততোটাই মানুষ। আমি আপনার পুরো লেখাটা পড়েই মন্তব্য করেছি। নারীদের কে যদি প্রশ্ন করা হয় প্রতিবন্ধীদের সমগোত্রীয় তারা কি না। প্রতিবন্ধী আবার কি দোষ করলো? নানা মানুষের নানা সমস্যা থাকতে পারে, শারীরিক অক্ষমতা নিয়ে মানুষকে ছোট করে দেখার কিছু নেই। প্রতিবন্ধী শব্দটাও বিশ্রী একটা শব্দ, এই শব্দটা মানুষকে ছোট করে তুলে ধরে। যে লোকটির জ্বর হয়েছে জন্য বিছানা ছেড়ে উঠতে পারছে না, সে কি "প্রতিবন্ধী"? স্টিফেন হকিং, যে নড়া-চড়া করতে পারে না (তবু দেখুন কি কাজ করছে!) সে কি প্রতিবন্ধী? শারীরিক সক্ষমতা অক্ষমতা কোন মানুষ মাপার মাপকাঠি হতে পারে না"


এখনি বাসে নারীদের সংরক্ষিত আসন বাদ দেওয়ার সময় হয় নি। এই পুরুষ-শাসিত সমাজে মানি আর না মানি নারীরা নানা ভাবে নির্যাতিত হচ্ছে নানা সময়ে, নানা স্থানে।

আমি ব্লগে নতুন লিখি। ব্লগ পড়লেই বোঝা যায়, মানুষ অনেকটাই সচেতন। নির্যাতন বলতে আমরা যা বুঝি তারমধ্যে যৌন নির্যাতনকেই বেশী প্রাধান্য দেই কেন? মানসিক ভাবে, শব্দে, গানে, কবিতায়, গল্পে, বিজ্ঞাপনে, সিনেমায় ইত্যাদিতে কি নারী নির্যাতন চলছে না?

এখন নারী-পুরুষ নিয়ে আলোচনা করাটাও আমাদের প্রগতিশীলতার পরিচায়ক হয়ে দাঁড়িয়েছে!! অথচ এসব কথা বাংলায় রোকেয়া, হুমায়ূন আজাদ, তসলিমা নানা ভাবে বলে গেছে। আরো আলোচনা হওয়া উচিৎ, একথা সত্য। ইউরোপ-আমেরিকার তথাকথিত সভ্য দেশগুলিতেও নারী নানা ক্ষেত্রে মানুষ মর্যাদা পায়নি। একসময় হয়তো এই ভেবে আমরা আনন্দিত হব যে পৃথিবীতে মানুষের শুধু একটি পরিচয় থাকবে, আর তা হল মানুষ।

এই ব্লগের এডিটর কে তাও আমি জানি না। এরকম একটা লেখা কমপক্ষে সাতদিন স্টিকি করে রাখা উচিৎ ছিল, তাহলে
আরো বিস্তারিত আলোচনা করা যেতো, আরো নতুন মন্তব্য জানতে পারতাম। এডিটররা সব ব্লগারের লেখা মনযোগ দিয়ে পড়েন কি না আমার সন্দেহ আছে।


আমি সামনা-সামনি কথা কম বলি, লিখতে আমার সমস্যা নেই। আমি পড়ার সময় অনেক মনযোগ দিয়েই পড়ি। হা হা হা।


আমার আগের মন্তব্যে বলেছিলাম "ভাবী আপনাকে টাইট করবে!!" হা হা হাঃ ভাই মজা করছিলাম! (যা-ই হোক, এই সুবাদে সবাই আরেকবার জানতে পারল আপনি ভাবীকে অনেক ভালবাসেন)


কথা চলবে..

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই আপনার এত লম্বা ভাষণ পড়ে মনে হল আপনি আমার সাথে একমত আছেন তবে আমি শুধু আপনাকে এইটুকু বলি আসুন আমরা পুরুষরা আগে ভাল হই নারীদের মানুষ ভেবে সন্মান করি তারপর দেখবেন আপনা আপনি সব ঠিক হয়ে গেছে।

৪৪| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

এম হুসাইন বলেছেন: বোকামন বলেছেন: সম্মানিত লেখক,

পোষ্ট অসাধারণ হয়, দারুণ হয়, ভালো লাগে কিন্তু তবুও আমাদের মনের দরজা কড়া নাড়তে পারে না !

ভালোলাগার পোষ্টগুলো ভালো লেগে থাকে কিন্তু লেখকের কষ্ট করে তৈরি করা লেখাটির মর্মার্থ আমাদের বিবেক পর্যন্ত পেীছতে দেই না ... !

জীবনের গতিময়তায় আমরা ভুলে যাই আমরা “ মানুষ ”


পুরুষ - নারী আমরা সবাই মানুষ হওয়ার চেষ্টা করি ....

এমন পোষ্ট আপনি বারবার আমাদের উপহার দিয়ে যান যা আমাদের বিবেকে কড়া নাড়বে সেই কামনায়.....

ধন্যবাদ


সহমত।

এই পোস্টটা আগে ক্যান যে দেখি নাই।

কিছু বলার নাই।
অসাধারণ।
++++++++++++++

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


এইত এখন দেখলেন ভাই। অনেক খুসি হয়েছি।

৪৫| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

একজন ঘূণপোকা বলেছেন: +++++++্

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

প্লাসের জন্য ধন্যবাদ।

৪৬| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৪

কলম.বিডি বলেছেন: +,shared

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

৪৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: লেখক বলেছেন:

ভাই আপনার এত লম্বা ভাষণ পড়ে মনে হল আপনি আমার সাথে একমত আছেন তবে আমি শুধু আপনাকে এইটুকু বলি আসুন আমরা পুরুষরা আগে ভাল হই নারীদের মানুষ ভেবে সন্মান করি তারপর দেখবেন আপনা আপনি সব ঠিক হয়ে গেছে।

:)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


:) :) :)

৪৮| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৯

শ্রাবণ জল বলেছেন: লেখক বলেছেন:

ভাই আমি শুধু আপনাকে এইটুকু বলি আসুন আমরা পুরুষরা আগে ভাল হই নারীদের মানুষ ভেবে সন্মান করি তারপর দেখবেন আপনা আপনি সব ঠিক হয়ে গেছে।


লেখায় প্লাস। আপনার চিন্তায় ও প্লাস।

পোস্ট অবশ্যই প্রিয়তে।

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ শ্রাবণ জল এভাবে একদিন আমরা সব মানুষ মিলে পৃথিবীর সুন্দর টাকে অসুন্দর হওয়া থেকে বাঁচাতে পারব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.