![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
একটি বিশেষ হারানো বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশের বীরঙ্গনা মায়েরা হারিয়ে গেছেন। তাঁদের অনুসন্ধান চলছে। যদি সত্যিকারের কোন দেশপ্রেমিক সেই সব মায়েদের সন্তান থেকে থাকেন তবে তাঁদের বীরঙ্গনা মায়েদের সন্ধান দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
আমাদের একাত্তুরের বীর-বীরঙ্গনা পৃথিবীর বুকে বাংলাদেশ নামটি লিখে দিয়ে আমাদের দিয়েগেছেন আত্মপরিচয় ও আত্মমর্যাদার নিশ্চয়তা । তাঁরা আমাদের স্বাধীনতার বীর সৈনিক। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীর সময় অনেক মা / বোন পাকিস্তানী হায়নাদের জুলুম নির্যাতনে তাদের সম্ভ্রমের বিনিময়ে দেশ স্বাধীন করেছিলেন। লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি।লক্ষ বীরঙ্গনা রয়েছেন আজো এই বাংলাদেশের মাটিতে একটু সুন্দর ভাবে বেঁচে থাকার করুন আকুতি নিয়ে। আজ এ স্বাধীন দেশ আমরা কতটুকু দিতে পেয়েছি সেইসব বেঁচে থাকা বীরঙ্গনাদের?
দেখতে পুতুলের মতই ছিলো ১০/১১ বছর বয়সেই পুরো ৯ মাস পাকিস্তানীদের পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। এমন কোন রাত নেই যে বর্বর পশুগুলো তাকে ভোগ করেনি। সেদিনের সেই বিভীষিকাময় ১৯৭১ এর মার্চের শেষের দিকে শহরের এক পাকিস্তানী সেনাদের দোসর তাকে বাড়ী থেকে তুলে নিয়ে যায় রেলষ্টেশনে পূর্ব পার্শ্বে পানি উন্নয়ন বোর্ডের একটি দ্বিতল ভবনে। সেখানে নিয়ে অবস্থানরত পাকিস্তানী হায়েনাদের হাতে তুলে দিয়ে বাহাবা নিয়ে সটকে পরে রাজাকার। প্রথম দিনে ৯ জন হায়েনা পশুর মত ঝাপিয়ে পরে পুতুলের উপর। সারা রাত ধরে সম্ভ্রম হানি করে। অল্প বয়েসে পাশাবিক নির্যাতন সহ্য করতে না পেয়ে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে পুতুল দেখে তাকে নিয়ে আসা হয়েছে ক্যান্টনমেন্টে। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর প্রতিদিন রাতেই ভোগ্যপণ্যের মত পুতুলকে ভোগ করেছে খান সেনারা। সম্ভ্রম হানি শেষ হলে হাফফ্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে হাত পায়ে শিকল বেঁধে তাকে তালাবন্ধ করে রাখা হতো বড় একটি কাঠের আলমারীতে। গভীর রাতে তাকে নিয়ে যাওয়া হতো বন্ধভূমিতে। সেনারা হত্যাযঞ্জ চালার পর গাড়ীতেই পুতুলকে নিয়ে উল্লাসে মেতে উঠত। এক সাগর রক্তের বিনিময় দেশ স্বাধীন হয়েছে। ডানহাতে বেয়নেটের আঘাত সহ শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন আর মানষিক যন্ত্রনা নিয়ে আজও বেঁচে আছেন একজন বীরঙ্গনা নারী পুতুল। শহরে রেলষ্টেশন সংলগ্ন একটি বস্তিতে কোন রকমে মাথা গুজার ঠাই হয়েছে এই বীরঙ্গনার।
আমাদের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে তাঁদের পায়ে পরতে দেয়া যায় তবু তাঁদের ঋণ শোধ হবার নয়। তবু যদি তাঁদের জন্য কিছু করে যেতে পারি তবে নিজের আত্মার কাছে পরিতৃপ্তি নিয়ে বাংলাদেশের মাটিতে চিরতরে ঘুমাতে পারব এই আশা নিয়ে স্বপ্ন দেখছি। কথায় কথায় আমরা মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব বোধ করি। মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযোদ্ধাদের সন্মান জানাই চালিয়ে যাচ্ছি সংগ্রাম একাত্তুরের ঘাতকদের বিচারের দাবীতে কিন্তু ঠিক একই সময় আজ বেয়াল্লিশ বছর পরেও অবহেলিত থেকে গেলেন আমাদের বীরঙ্গনা মায়েরা। আমরা কি তাঁদের চোখের পানিটুকু মুছে দেয়ার মত মন নিয়ে এগিয়ে আসতে পারিনা? এর জন্য দরকার হবে না কোন সংগ্রাম কিংবা অনশন শুধু দরকার আমাদের ভেতরকার মানুষটির জাগরন। আসুন আমরা এবার সত্যি জেগে উঠি আমাদের মায়েদের চোখের পানি মুছে দেয়ার গণজাগরণে দিক্ষিত হয়ে।
এই কার্যক্রমের তিনটি লক্ষঃ
১. আর্থিক অনুদান প্রদান
২. মানসিক সংহতি প্রকাশ
৩. সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা
এই কার্যক্রম পরিচালনার তিনটি ধাপঃ
১. আমরা প্রথমে নিজ নিজ স্থান থেকে নিজেদের এলাকার কিংবা যে কোন উৎস হতে সেই সব বীরঙ্গনা মায়েদের নাম, ঠিকানা, ত্যাগ এবং বর্তমান জীবন যাপন সম্পর্কে তথ্য সংগ্রহ করে একটি তালিকা তৈরি করব।
২. আমরা যে যার সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে অর্থ সংগ্রহ করে একটি তহবিল গঠন করব। যে তহবিল থেকে তাঁদের জন্য পরিচালিত হতে থাকা আমাদের কার্যক্রম এর জন্য স্থির করা তিনটি লক্ষ বাস্তবায়িত হতে থাকবে।
৩. আমরা তাঁদের সামাজিক মর্যাদা ফিরিয়ে দেয়ার জন্য কিংবা তাঁদের মধ্যে থেকে যাদের সাথে সামাজিক ভাবে অন্যায় করা হচ্ছে আমরা প্রয়োজনেআইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের জন্য লড়াই করব।
এই কার্যক্রমটি কারো একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় তাই আপনাদের সাহায্য সহযোগিতা একান্ত কাম্য। কারন আমরা মনে করি আমরা সবাই বীরঙ্গনামায়েরই সন্তান। আর সন্তান হিসেবে আমাদের কর্তব্য আমরা পালন করবই যত বাঁধাই আসুক আমরা লড়াই করে যাব।
ফেসবুক ইভেন্ট
Click This Link
যোগাযোগ করুনঃ
আমিনুর রহমান- ০১৭৫৫৩০৬০২১
[email protected]
কান্ডারী অথর্ব- ০১৯৩০০৭৪৯০১
[email protected]
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
একটি মিটিং ডাকব পারলে অংশগ্রহণ করবেন।
২| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮
আমিনুর রহমান বলেছেন: সাথে আছি ...
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আমিনুর ভাই।
৩| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন: মহান উদ্যোগ !!!
সাথে আছি ...
পোস্টে +++++++++++++
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে এখন থেকেই কাজে লেগে পরুন। আমাদের সাহায্য করুন।
৪| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: সাথে আছি ভাইয়া
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে এখন থেকেই কাজে লেগে পরুন। আমাদের সাহায্য করুন।
৫| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭
পেন্সিল চোর বলেছেন: ঠিক আছে আছি আমিও
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে দেখা হচ্ছে
৬| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬
লাবনী আক্তার বলেছেন: খুব ভালো উদ্যোগ।
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমাদের সাথে থেকে সাহায্যে এগিয়ে আসুন
৭| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০১
ছটিক মাহমুদ বলেছেন: উদ্যোগটি ভাল। সঙ্গে থাকতে পারলে ধন্য হতাম। তবে আমি 'বীরঙ্গনা' প্রপঞ্চটি ব্যবহারের বিপক্ষে। আসলে তাদের সভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এ স্বাধীনতা। কেন তাদরেকে মুক্তেযোদ্ধার মর্যাদা দেয়া হচ্ছে না? যুদ্ধ ও যুদ্ধ পরবর্র্তী সময়ে 'বীরঙ্গনা' হওয়ার দায়ে যেভাবে তারা পারিবারিক ও সমাজিকভাবে অপমানিত, বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন তা পুনঃনির্যাতনের পর্যায়ভূক্ত। Societal Treatment of Sexual Violence against Women during the Liberation War of Bangladesh in 1971 বিষয়ক জার্নালে প্রকাশিত আমার প্রবন্ধ রয়েছে। দেখতে পারেন অনান্য বই-পুস্তক। ধন্যবাদ।
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার এই প্রস্তাবটি বিশেষ ভাবে বিবেচনায় এনে তবেই সামনে এগিয়ে যাব তবে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের সাথে যোগ দেয়ার আপনার সাহায্য একান্ত কাম্য।
তাদের সভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এ স্বাধীনতা। কেন তাদরেকে মুক্তেযোদ্ধার মর্যাদা দেয়া হচ্ছে না? যুদ্ধ ও যুদ্ধ পরবর্র্তী সময়ে 'বীরঙ্গনা' হওয়ার দায়ে যেভাবে তারা পারিবারিক ও সমাজিকভাবে অপমানিত, বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন তা পুনঃনির্যাতনের পর্যায়ভূক্ত।
৮| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
ছটিক মাহমুদ বলেছেন: উপরে 'মুক্তিযোদ্ধার' মর্যাদা পড়ুন
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তাদের সভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এ স্বাধীনতা। কেন তাদরেকে মুক্তেযোদ্ধার মর্যাদা দেয়া হচ্ছে না? যুদ্ধ ও যুদ্ধ পরবর্র্তী সময়ে 'বীরঙ্গনা' হওয়ার দায়ে যেভাবে তারা পারিবারিক ও সমাজিকভাবে অপমানিত, বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন তা পুনঃনির্যাতনের পর্যায়ভূক্ত।
৯| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
যুবায়ের বলেছেন: চমৎকার উদ্যেগ...
সফলতা কামনা করছি..
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনাদের সাহায্য একান্ত দরকার
১০| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৭
মামুন রশিদ বলেছেন: 'বীরঙ্গনা মা' সম্পর্কে আগে তেমন একটা ধারনা ছিলনা । নব্বইয়ের দশকে যখন প্রয়াত এস.এম. সোলায়মানের 'কোর্টমার্শাল' নাটকটা দেখি তখন থেকেই একাত্তরের বীরঙ্গনা মায়েদের প্রতি শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আছে ।
প্রশংসনীয় উদ্যোগ । সাথে আছি ভাই ।
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই সাহায্য করেন দয়া করে।
১১| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩
জনি_ইংলিশ বলেছেন:
ব্লগার s r jony এর সাথে যোগাযোগ করেন। উনি ৫ জন বীরাঙ্গনা ও তাদের পরিবারকে নিয়মিত সাহায্য করে থাকে, উনার কাছে অনেক বীরাঙ্গনার নাম ঠিকানা পাবেন আশাকরি।
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগার s r jony আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
১২| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
ঘুড্ডির পাইলট বলেছেন: খুব সুন্দর পাশে আছি ।
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ঘুড্ডির পাইলট ভাই আপনার সাহায্য বিশেষ ভাবে দরকার।
১৩| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: স্যালুট আপনাদের!
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
একটু সাহায্য দরকার যে।
১৪| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
জাকারিয়া মুবিন বলেছেন:
সাথে আছি।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই সাথে আছেন জেনে সাহস পাচ্ছি আশা করি অবশ্যই সাহায্য করবেন
১৫| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১১
সোনালী ডানার চিল বলেছেন:
পোষ্টে+++++++++++++++
সাথে আছি সবসময়; শুভকামনা........
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপাতত একটি লিস্ট করতে হবে।
১৬| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫
আমি বাঁধনহারা বলেছেন:
পোস্টে শত প্লাস:++++++
চালিয়ে যান...পাশে আছি।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই প্লাস দিয়ে কি করব পারলে একটু সাহায্য করেন।
১৭| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আপনি ভাল থাকবেন। বিশ্বাস রাখেন, আপনি সর্বতো ভাল থাকবেন। অনশন করতে করতে অফিস করা- এক অনন্য নিদর্শন রাখলেন কান্ডারী ভাই।
আপনাকে যদি আমাদের আত্মবিশ্বাসের এক কান্ডারী বলি তবে ভুল হবে না কোথাও।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি লজ্জিত ভাই। তবে দোয়া করবেন।
১৮| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: মহতী উদ্যোগ। সাথে আছি
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই কিছু একটা করেন
১৯| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
রাইসুল সাগর বলেছেন: চমৎকার।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই কিছু একটা করেন
২০| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
বাংলাদেশী দালাল বলেছেন: "গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আপনি ভাল থাকবেন। বিশ্বাস রাখেন, আপনি সর্বতো ভাল থাকবেন। অনশন করতে করতে অফিস করা- এক অনন্য নিদর্শন রাখলেন কান্ডারী ভাই।
আপনাকে যদি আমাদের আত্মবিশ্বাসের এক কান্ডারী বলি তবে ভুল হবে না কোথাও।"
সাথে আছি। ভাল থাকবেন।শুভ কামনায়।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে বাবা !!!
২১| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
রেজোওয়ানা বলেছেন: এটা যদি সফল হয় তবে অসাধারণ একটা কাজ হবে, কিছুটা ঋণমুক্তি হবে..
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আপনাদের সাহায্য একান্ত কাম্য
২২| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
অজানাবন্ধু বলেছেন: সাথে আছি। ভাল থাকবেন।শুভ কামনায়।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
জী ধন্যবাদ তবে আসুন কাজে লেগে পরি।
২৩| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: আর কয়েক বছর পর ৭১এর মুক্তি যোদ্ধারা এই পৃথিবীতে থাকবেননা, থাকবেন না বীর নারী যোদ্ধারাও।
আমি তারামন বিবির (বীর প্রতীক) বাড়িতে গিয়েছিলাম। তারামন বিবিতো অনেকের চে্না। বাংলার গ্রামে গঞ্জে এমন বীরাংগনা, এমন নারী যোদ্ধা আছেন যাদের দিন অনেক কষ্টে কাটছে, শত শত মুক্তি যোদ্ধা মানবেতর জীবন যাপন করছে। আমার, আমাদের "বাতিঘর" নামক একটা সংগঠন আছে। আমরা কাজ করতে গিয়ে বুঝি "কাজগুলো" কতটা কঠিন। মানুষ ওয়াজ মাহফিলের জন্য অকাতরে সাহায্য করে, মসজিদ মাদ্রাসা বানাতে রাশি রাশি টাকা চাঁদা দেয়, লাইব্রেরী ইত্যাদি প্রতিষ্ঠানের মহৎ কাজের বেলায় তারা স্বতস্ফূর্ত নয়। তারপরও আমাদের এগিয়ে যেতে হবে। একটু হলেও ঋন শোধ করার চেষ্টা করতে হবে (যদিও এ ঋন শোধ হবার নয়)
কান্ডারী ভাই, অনেক ভালো লাগল ভাই। গত পরশু আপনাকে, জনী ভাইকে অনশন করতে দেখে শক্তি বেড়ে গেছে। অনেক দৌড়াদৌড়ির মাঝে আছি ভাই। স্কুল গুলোতে, গ্রামের স্কুল কলেজ গুলোর জন্য কাজের চেষ্টা করছি।
ভালো থাকবেন ভাই। পাশে আছি।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
আসুন কাজে লেগে পরি অনেক কাজ করতে হবে।
২৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫
মুশাসি বলেছেন: সাথে আছি, প্রতি থানায় মুক্তিযোদ্ধা সাংসদে যোগাযোগ করলে অনেকের খোজ পাবেন।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
ওদের সাথে যোগাযোগ না করে নিজেরা যদি খুঁজে বের করতে পারি তবে সেটা বেশী ভাল হয়। ভাই এই ব্যাপারে সাহায্য করেন দয়া করে।
২৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০
একজন আরমান বলেছেন:
ভাই সাথে পাবেন সব সময়ের মতো।
আমাদের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে তাঁদের পায়ে পরতে দেয়া যায় তবু তাঁদের ঋণ শোধ হবার নয়।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
জানি আমি
২৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
আশিক মাসুম বলেছেন: একজন আরমান বলেছেন:
ভাই সাথে পাবেন সব সময়ের মতো।
আমাদের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে তাঁদের পায়ে পরতে দেয়া যায় তবু তাঁদের ঋণ শোধ হবার নয়।
মনের কথা বলে দিয়েছে আরমান।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
জানি সেটা
২৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩
শান্তা273 বলেছেন: খুব ভালো উদ্যেগ।
সফলতা কামনা করছি।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সাহায্য না করলে সফল হতে পারবনা
২৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮
তারছেড়া লিমন বলেছেন: মহান উদ্যোগ !!!
সাথে আছি ...
পোস্টে +++++++++
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সাথে থাকার জন্য ধন্যবাদ লিমন ভাই।
২৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০২
রোমেন রুমি বলেছেন: এই মাটিতে ; বিশুদ্ধ বাতাসে
আমার- আমাদের
মায়েদের
সম্মানের শিখর ছাড়িয়ে যাক
হিমালয় ।
এই মিছিলে আমিও আছি ।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এই মাটিতে ; বিশুদ্ধ বাতাসে
আমার- আমাদের
মায়েদের
সম্মানের শিখর ছাড়িয়ে যাক
হিমালয় ।
৩০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১৮
বোকামন বলেছেন: আপনার পোস্ট পেলাম ....
“ছটিক মাহমুদ” মন্তব্য পেলাম ......
আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই
“সন্তান হিসেবে আমাদের কর্তব্য আমরা পালন করবই যত বাঁধাই আসুক আমরা লড়াই করে যাব।” একই ভাষায় বলতে চেয়েছি
স্বাধীনতা আমি তোমায় খুঁজি
আস সালামু আলাইকুম ....
জয় বাংলা
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
“সন্তান হিসেবে আমাদের কর্তব্য আমরা পালন করবই যত বাঁধাই আসুক আমরা লড়াই করে যাব।”
৩১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪
রুদ্র মানব বলেছেন: মহৎ উদ্যেগ , শুভকামনা রইলো ।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
“সন্তান হিসেবে আমাদের কর্তব্য আমরা পালন করবই যত বাঁধাই আসুক আমরা লড়াই করে যাব।”
৩২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮
এম হুসাইন বলেছেন: হয়তো সশরীরে উপস্থিত হতে পারবো না, তবে অন্য যে কোন ধরণের সাহায্যের জন্যে সর্বদা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ।
আর কিছু বলার নেই। আপনার অফিস আর অনশন......... কি বলবো ভাষা পাচ্ছি না ভাই......
ভালো থাকুন আপনি/ আপনারা এই কামনা করি।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
চোখে কি যেন একটা এসে পরল রে ভাই।
৩৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯
*কুনোব্যাঙ* বলেছেন: শুভ কামনা। সাথে আছি ভাই
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
“সন্তান হিসেবে আমাদের কর্তব্য আমরা পালন করবই যত বাঁধাই আসুক আমরা লড়াই করে যাব।”
৩৪| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
মাক্স বলেছেন: মহৎ উদ্যেগ , শুভকামনা!
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
“সন্তান হিসেবে আমাদের কর্তব্য আমরা পালন করবই যত বাঁধাই আসুক আমরা লড়াই করে যাব।”
৩৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
িনহাজ রিমন বলেছেন: সাথে আছি আপনার।
কাজের টাইমে আওয়াজ দিয়েন। থাকবো পাশে।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
“সন্তান হিসেবে আমাদের কর্তব্য আমরা পালন করবই যত বাঁধাই আসুক আমরা লড়াই করে যাব।”
৩৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩
মেহেরুন বলেছেন: Click This Link
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
জী দেখছি
৩৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
এ্যাপোলো৯০ বলেছেন: আমাকে দিয়ে কোনো কাজ হৈলে ডাইকো
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমাকেও দরকার হবে এই কাজে।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮
মনিরা সুলতানা বলেছেন: সাথে আছি ভাইয়া ...