![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
বৈদ্যনাথপুরের সুনাম রহিয়াছে হরেক রকম গাছ গাছালিতে পরিপূর্ণ একটি গ্রাম হিসেবে। এইখানে প্রচণ্ড গরমের দিনেও শীত অনুভূত হয় আর এখন চলিতেছেও শীতকাল। শীতকাল আসিলেই রীতি অনুযায়ী গ্রামে বিবাহের ধূম পরিয়া যায়। কুয়াশায় আচ্ছাদিত হইয়া রহিয়াছে চারিদিক। উঠানে বসিয়া লজ্জাবতী ঘোষ ভাবিতেছে এখনো ভোর হইতে আর কত বাকি রহিয়াছে। এরই মাঝে সরাই খানায় দাঁ আর খুন্তির উপর আরম্ভ হইয়া গিয়াছে ব্যাঞ্জনা। আজ সারাদিন পেঁয়াজ আর মরিচ এর অত্যাধিক পরিমান যন্ত্রণা ভোগ করিতে হইবে ভাবিয়া দাঁ এর প্রান একবার দেহ হইতে বাহির হইয়া আবার দেহের ভেতর প্রবেশ করিতে লাগিল। এইসব দেখিয়া ডাল ঘুটনি বেচারি বড়ই আনন্দিত হইতে থাকিল কারন আজ সারাদিন তাহার অলস সময় কাটিবে।এরই মাঝে হাক ডাক করিতে লাগিলেন বাড়ির কর্তা নিতাই ঘোষ। আজ তাহার বড় কন্যা লজ্জাবতীকে দেখিতে আসিবে পাত্র পক্ষ। উত্তর পারার বিমল ঘোষের একমাত্র পুত্র রবি ঘোষ এর সহিত বিবাহের কথা চলিতেছে। পাত্র অল্প কিছু দিন হইল বিলেত হইতে ফিরিয়াছে কম্পিউটার বিজ্ঞানী হইয়া। তাহার ইচ্ছা জাগিয়াছে দেশের মানুষকে কম্পিউটার জ্ঞানের সাগরে শিক্ষিত করিয়া তুলিবে। নিতাই ঘোষের এহেন ভাবনার প্রতি ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করিতে লাগিল। এতে তাহার দেশ প্রেম যেন নতুন করিয়া জাগিয়া উঠিল। তিনি তাহার কন্যার জন্য এমন একটি সুযোগ্য পাত্র কিছুতেই হাতছাড়া করিতে দ্বিধা করিলেন না। তাই কন্যার মতের কোন ভাবাবেগ না শুনিয়াই বিবাহ স্থির করিয়া লইলেন এবং তাহার হবু জামাইয়ের কম্পিউটার শিক্ষা কেন্দ্রের জন্য নগদ ত্রিশ লক্ষ টাকা দান করিবেন বলিয়া কথা পাকাপাকি করিয়া ফেলিলেন। লোকে ইহাকে যৌতুক বলিয়া কটাক্ষ করিলেও তিনি উহাকে কিছুতেই যৌতুক বলিয়া মানিয়া লইলেন না। এই রকম সাহায্য প্রদানের জন্য লজ্জাবতী বার কয়েক পিতার সহিত বাক্য বিনিময় করিলেও যখন কোন রকম আর ফল লাভ হইলনা তখন আশা ত্যাগ করিয়া বিবাহের দিন গুনিতে লাগিল। তারই ধারাবাহিকতায় আজ তাহাকে দেখিতে আসিবে পাত্র পক্ষ। কন্যা পছন্দ হইলে পণ্ডিত ডাকিয়া বিবাহের লগ্ন নির্ণয় করিবার ইচ্ছা আছে নিতাই ঘোষের আজই তাই তিনি পণ্ডিতকে সংবাদ দিয়া রাখিতে ভুল করিলেননা।
দুইটি লাল রঙের পদ্মফুল ফুটিয়া রহিয়াছে দীঘির জলে। পারে বেড়ে ওঠা নিমগাছের ছায়ায় বসিয়া কোমলরানী ঘোষ উদাস বসিয়া একদৃষ্টিতে দীঘি পানে চাহিয়া রহিয়াছে। মাঝে মাঝে সেইখানে ঢিল ছুড়িলে জলের মাঝে তরঙ্গ সৃষ্টি হইয়া ধীরে ধীরে পারে জমিতে লাগিল। তাহার জীবন যেন এই তরঙ্গের মতই ধীরে ধীরে মরনের পারে আসিয়া জমিয়া গিয়াছে। একসময় বিলীন হইয়া যাইতে হইবে ওই জলের মতই। তাহারা দুটি বোন ছিল। সে ছোট কিন্তু বড় বোনের বর্ণ শ্রীকৃষ্ণের সহিত মিলিয়া যায় তথাপি তার বর্ণ দুধে আলতা বলিয়া বড় বোনের পূর্বেই তাহার বিবাহ হইয়া গিয়াছিল। বড় বোনের বিবাহের পূর্বেই তাহার বিবাহ হইয়া গিয়াছিল বলিয়া একধরনের হতাশা আর পাপ বোধ আজো তাহাকে তাড়া করিয়া বেড়ায়। ওই সময়ে তাহার পিতা কোনরূপ যৌতুক ব্যাতিতই কন্যার বিবাহ দান করিতে পারিয়াছিলেন বলিয়া ধন্য হইয়া খুব অল্প বয়সেই তাহার বিবাহ সম্পাদন করিয়া ফেলেন গ্রামের সত্তর বছর বয়সের বুড়ো জমিদার দেবনাথ নারায়ণের সহিত। তাহার আজো মনে পরিয়া যায় বিবাহের মধুচন্দ্রিমার সেই ক্ষণের স্মৃতি। শীতের রাতে বুড়ো স্বামীর আদর সোহাগ পাওয়া বহু দূরের কথা হাঁপানি উঠিয়া যখন তাহার স্বামী মৃত্যু যন্ত্রণায় কাতর হইতেছিল তখন ঘোমটা ছাড়িয়া কোমরে রেশমি শাড়ির আঁচল পেচাইয়া লইয়া স্বামীর বুকে তেল মালিশ করিতে করিতে সারারাত পার করিয়া ভোরের অপেক্ষা করিতে ব্যাস্ত থাকে শীতে কাঁপিতে কাঁপিতে। স্বামীর আদর সোহাগ হইতে বঞ্চিত থাকিয়াই তাহার জীবন কাটিতে লাগিল। এইক্ষনে রীতি অনুসারে তাহার স্বামী আজ যখন মৃত্যু পথ যাত্রী তখন তাহাকেও তার স্বামীর সহিত সহমরণে যাইতে হইবে বিধায় মনের ভেতর তীব্র ব্যাঞ্জনা অনুভূত হইতে লাগিয়াছে। চন্দ্র বাবু মরিয়া গিয়া অমর হইয়াছেন কিন্তু আধুনিক কালের এমন সোনালী সময়েও সহমরণে স্ত্রীকে বরন করিতে হইবে এমন ধরনের স্বামী প্রীতি। ভাবিতে ভাবিতে কখন যে নয়নে জল চলিয়া আসিয়াছে কোমলরানী আঁচলে অশ্রু মুছিয়া লইয়া ঘরে ফিরিল। স্বামীর স্নানের সময় হইয়া আসিয়াছে। তাহার কেবলই মনে হইতে লাগিল তাহারা দুইটি বোন যেন দীঘির জলে ভাসিয়া থাকা পদ্মফুল দুইটির মতই ভাসিয়া রহিয়াছে একসময় জলেই পচিয়া মরিবার ত্বরে।
বিবাহের উপযুক্ত হইয়াছে বলিয়া যে প্রথম দর্শনেই প্রণয় হইয়া গিয়াছে তাহা নয় অর্থের কল্যানেই বিবাহের লগ্ন স্থির হইল। লজ্জাবতীর কেবলই মনে হইতে লাগিল একজন কন্যা দ্বায়গ্রস্ত পিতার মুক্তি মিলিল তাই সে বাতাসের বহমানতায় স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া নিজেকে স্বামী সেবার নিমিত্তে মনে মনে তৈরি করিয়া লইতে লাগিল। এই খুসিতে নিতাই ঘোষ সদর হইতে একটি নাট্যদল ডাকিয়া আনিলেন গ্রামের মানুষের মনোরঞ্জন করিবার নিমিত্তে। নাট্যদলের সমাচার লইয়া নিতাই ঘোষ নিমন্ত্রন দিয়া আসিলেন তাহার হবু জামাই বাবুকে নাটক দেখিয়া যাইতে। যথাসময়ে নাটক মঞ্চস্থ হইল। রবি বাবু নাটক দেখিতে আসিয়াছেন বিলেতি বাবু সাজিয়া। হাজার হোক শ্বশুর বাড়ি বলিয়া কথা নিজের অহমিকা জ্ঞান তাহাকে এই ব্যাপারে আরও একধাপ উৎসাহিত করিয়া তুলিয়াছে। নাটক শেষে নৃত্য পরিবেশিত হইল। নৃত্যের মূর্ছনায় মোহিত না হইবার কোন কারন নাই। কারন নৃত্য পরিবেশন করিয়াছে সুমিতা দেবী। নৃত্যের মাদকতার সহিত দেহের পোশাক উন্মুক্ত করিতে তাহার খ্যাতি রহিয়াছে। জলপরীর মত সুমিতা দেবীর অনন্ত যৌবনা দেহের ভাঁজে ভাঁজে রবির চরিত্রের দোষ ফুটিয়া উঠিতে লাগিল। বাড়িতে ফিরিয়া স্ত্রীর ছবির দিকে অশ্রু ভেজা নয়নে তাকাইয়া থাকিয়া নিতাই ঘোষ জীবনের অযুত নিযুত হিসাব কষিতে কষিতে ভাবিলেন কন্যার বিদায়ের পর তাহাকে শূন্য জীবন কাটাইতে হইবে তাই তাহার জন্য একটি বিবাহ করিয়া লওয়া উত্তম হইবে। সুমিতা দেবীর মুখশ্রী যেন তাহাকে মৃত স্ত্রীর রূপের স্মৃতি স্মরন করাইয়া দিতে লাগিল।
অমিয় সাধারনত রাতে বাড়িতে না ফিরিয়া বাহিরে বন্ধু মহলে ব্যাস্ত থাকিতে সুখ অনুভব করিয়া জীবন কাটাইয়া চলিতেছে। কিন্তু আজ রাতে তাহার আর বাহিরে মন টিকিল না তাই বাড়িতে ফিরিয়া আসিল। তাহার নিকটে থালাতে করিয়া ভাত নিয়া আসিয়া পাশে বসিল কোমলরানী। কিন্তু কিছুতেই ভাত খাইতে মন স্থির করিতে না পারায় অগ্যতা অনেক মমতার সহিত আজ তাহার একমাত্র এই বয়জেষ্ট পুত্রটিকে নিজ হস্তে মুখে তুলিয়া ভাত খাওয়াইয়া দিতে লাগিল সে। ইহার পূর্বে কখনো অমিয় তাহার মুখ পানে চাহিয়া দেখিবার অবকাশ পায় নাই। আজ যেন মমতার এমন বাঁধনে নিজেকে নতুন করিয়া আবিষ্কার করিল সে। সারারাত আর ঘুমাতে পারিলনা সে। বারংবার ফিরিয়া আসিয়া দেখিয়া যাইতে থাকিল তাহার এই কুমারী মাতার ঘুমন্ত দেহপানে। যতই দেখিতে থাকিল ততই মন্ত্রমুগ্ধে মোহিত হইয়া পরিল তাহার দুই নয়ন। তাহার কেবলই মনে হইতে লাগিল কোমলরানীর এই মেদহীন দেহ যেন তাহাদের গ্রামের মৃত্তিকার দেহ চীরে বহিয়া চলা সরু খালের ন্যায়। শাড়ির আঁচল নিজের অবস্থান ভুলিয়া উন্মুক্ত করিয়া রাখিল রক্ষিতার আমানত। অমিয়র পক্ষে বিচার করিবার যুক্তি মিলিলনা। ইহার নাম যদি মমতাই হইয়া থাকে তবে তাহার বুকের ভেতর জ্বলন সৃষ্টি হইত না। কোমলরানীর ঘুম ভাঙ্গিয়া গেল বাতাসে দুয়ারে কাড়া নাড়িবার শব্দে। এতক্ষনে সে টের পাইল একটি দৃষ্টি যেন তাহার দেহকে উপভোগ করিয়া লইতেছে আপন মোহে। বাতি নিভিয়া দিয়া পুনরায় ঘুমের আয়োজন করিতে ব্যাস্ত হইয়া পরিল সে।
বাহিরে শীতের আবেশ তীব্র আকার ধারন করিয়াছে। পথের ঘাসগুলো শিশির সিক্ত হইয়া মনের ভেতরে অবগাহনের চাহিদা জাগাইতেছে অনুভব করিতে পারিয়া রবি আসিয়াছে সেই আবেশে উষ্ণ হইবার নিমিত্তে সুমিতা দেবীর ঘরে। বাহিরে জমিয়াছে মহাকালের আঁধার আর ঘরের ভেতর খেলিতে লাগিল আলো ছায়ার আদিম মাদকতা। অপরদিকে নিতাই ঘোষের মনোকণিকায় রঙিন স্বপ্ন এমনভাবে খেলিতে লাগিল যে সে সিদ্ধান্ত নিয়া ফেলিল সকালের প্রথম প্রহরেই সুমিতা দেবীকে বিবাহের প্রস্তাব দিয়া মনের সকল জঞ্জাল দূর করিয়া লইবে। ভোরের কিছু পূর্বেই রবি চলিয়া গেল ভবের যত রঙ্গলীলা আছে সকল সাঙ্গ করিয়া। দীঘির জলে স্নান করিতে বাহির হইল সুমিতা দেবী। এমন শীতের সকালেও তাহাকে স্নান করিতে দেখিয়া নিতাই ঘোষের মনে পবিত্রতার চেতনা আসিয়া ঠেকিল। ভাবিলেন আহা এমন একজন নৃত্য দেবীর মাঝেও ভগবানের নিকট পূজা অর্চনা করিবার যেমন মহিমা বিদ্যমান এমন নারীকেই তাহার স্ত্রী হিসেবে পাইবার আর কোন বাঁধা থাকিবেনা। সকালের প্রথম প্রহরে এমন একজন দেবীর দর্শন পাইয়া তাহার মনের মাঝে বহুকাল পরে আনন্দের ঝড় উঠিল। তাই মনের বাসনাকে সংবরণ করিতে না পারিয়া ছুটিয়া দীঘির নিকট আসিয়া উপস্থিত হইল নিতাই ঘোষ। জলের সকল রং যেন তাহার দেহে শিশির কণার মত জমিয়া থাকিয়া উন্মুক্ত করিয়া তুলিয়া ধরিয়াছে বিশ্বের সকল সজীবতা। সুমিতা দেবী ইহাতে ছল করিতে ভুল করিল না এক পলকের ব্যবধানেও। পিছলিয়ে যাইবার ছলে নিতাইকে জড়িয়া ধরিল আর লাজুক হাসিয়া কহিল ঠাকুর না থাকিলে আজ এই সুমিতার নৃত্যগুনের ইতি হইয়া যাইত। নিতাই সেই ছলের মোহে নিজেকে স্বমর্পন করিয়া বাহুর বন্ধনে আবদ্ধ করিয়া ধরিল সুমিতা দেবীকে। বিবাহের প্রস্তাব তুলিতেই অশ্রু সিক্ত নয়নে সুমিতা দেবী কহিল ঠাকুর আমি আপনার দৃষ্টিতে প্রথম দিন হইতেই আমার প্রতি আপনার বিচার বুঝিতে পারিয়াছিলাম। আমাকে তবে এইবার ঠাকুর আপনার চরনে পুজো দেবার ঠাই দিন পুন্য হইবার সুযোগ করিয়া দিয়া ধন্য করুন।
অমিয়র মনের আকুতি বুঝিতে পারিয়া কোমলরানী বিচলিত হইয়া উঠিল। স্বামীর প্রতি বিশ্বাস ভাঙিবার স্ত্রী সে নয়। ধর্মের নিকট সাত পাকের সেই প্রতিজ্ঞা তাহাকে বারংবার তাড়া করিয়া ফিরিতে লাগিল। অবশেষে রাত্রি দ্বিপ্রহরে স্বামীর চরনে মাথা স্পর্শ করিয়া ঘর ছাড়িয়া নিরুদ্দেশ হইতে হইল তাহাকে। অপরদিকে বিমল ঘোষের পরিবার হইতে বিবাহের প্রস্তাব বাতিল করিয়া লওয়া হইল। লজ্জাবতীর দোষ তুলিয়া ধরা হইল একাত্তুরের মুক্তিযুদ্ধের স্বাধীনতায় জন্ম লওয়া একজন জারজ সন্তান হিসেবে। লজ্জাবতীর নয়নে কোন ভাবাবেগ ফুটিয়া উঠিল না। একজন কন্যা দ্বায়গ্রস্ত পিতার বিলাপ ধ্বনিতে ভরিয়া উঠিল আকাস বাতাস। সরাই খানা হইতে ডাল ঘুটনি হস্তে বাহির হইয়া আসিল সুমিতা দেবী। অলস সময়ের অবকাশ ভুলিয়া ডাল ঘুটনির উপরে আজ ব্যাঞ্জনা চলিতেছিল। লজ্জাবতী পথ চলিতে লাগিল নিরুদ্দেশের পথে। সাঁঝের কিছু প্রহর পরে দুই বোনের লাশ ভাসিয়া উঠিল দীঘির জলে ফুটিয়া থাকা লাল রঙের পদ্মফুল দুইটির সহিত।
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা ভাই।
শুভ কামনা ছাড়া আর কিবা দেবার সামর্থ্য রয়েছে এই অথর্বের।
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩
রাফা বলেছেন: আমি কি শরৎ যুগে ফিরে গেলাম নাকি? যেভাবে খুন্তি ,কড়াইর লড়াইয়ের বর্ণনা করিলেন ,অসাধারণ।
নব বর্ষের শুভেচ্ছা,অথর্ব কান্ডারি।
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এই আধুনিক কালের লেখার ভিড়ে নিজের অস্তিত্ব খুঁজে ফিরি ভাইয়া।
নববর্ষের সালাম ও শুভেচ্ছা রইল রাফা ভাইয়া।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৫
বোকামন বলেছেন: ভাবাবেগের ব্যাঞ্জনা ঘুমের আয়োজনে ব্যাস্ত ....
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ঘুম হইতে উঠিয়া আপনার প্রতীক্ষায় চঞ্চল হইয়া উঠিবে আমার দুই নয়ন।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১২
মিশুক৩১ বলেছেন: মাথা নষ্ট মামা !!!!!!!
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি আবার মামা হইলাম কবেরে ভাই
৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪
বটবৃক্ষ~ বলেছেন: ওরে আল্লারে!!আমারে একটা এন্টেনা দাও কেউ!!!
কিনতু তবুও লাভ হইবো বইলা মনে হয় না!!
ব্যাপক ধৈর্যের সাথে পাঠোদ্ধারের চেষ্টা নিলাম! বাট নো লাভ!! :-& :-&
যেহেতু আমি ব্যার্থ! নিঃসন্দেহে ইহা অতি উচ্চমার্গীয় সাহিত্য হইসে!!
কিসু মনে নিয়েননা ! একটু মজা নিলাম...
লিখায় ++++++++
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এন্টেনা দিলাম দেখেন কাজ হয় কিনা
কৃতজ্ঞতা জানবেন।
৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৬
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লেগেছে।
১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫২
এম হুসাইন বলেছেন: অনেক অনেক ভালোলাগলো ভাই।
++++++++
শুভেচ্ছা নিবেন।
১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন ও শুভেচ্ছা রইল অনেক।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৬
বাংলাদেশী দালাল বলেছেন: কান্ডারী ভাই
এইটা আপনার লেখা শ্রেষ্ঠ লেখা না।
ব্লগে পরা আমার শ্রেষ্ঠ লেখা ।
এক কথায় অসাধারণ।
১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
এমন করে বলবেন না ভাই। পরে আবেগে আপ্লুত হয়ে চোখে পানি চলে আসবে।
ভালোবাসা রইল নিরন্তর।
৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩১
মুক্ত বিহঙ্গ আমি বলেছেন: আমার খুব ভালো লেগেছে ।
১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও মুক্ত বিহঙ্গ হতে চাই। ভালথাকবেন জীবনের প্রতিটি পথ চলায়।
১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৯
লাবনী আক্তার বলেছেন: কান্ডারী ভাই অসাধারন লিখেছেন।
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ছাড়া অন্য আর কি দেয়া যেতে পারে সেটাই ভাবছি।
১১| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০
লাবনী আক্তার বলেছেন: আচ্ছা ভেবে কি পেলেন জানায়েন।
আপনার এমন সুন্দর গল্পের জন্য কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা রইল।
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈশ দিলেনত সব আউল ঝাউল লাগাইয়া আমি এমনিতেই কৃষ্ণচূড়া ফুলের প্রতি আসক্ত।
আপনাকে এই রকম শুভেচ্ছার জন্য আমার প্রিয় আরও একটি ফুলের শুভেচ্ছা জানালাম সেটি হল শিউলি ফুলের শুভেচ্ছা।
১২| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪
মনিরা সুলতানা বলেছেন: পাঠে মুগ্ধতা গুল ঝরে পরল ফুল হয়ে .........।।
এভেবে লিখে ধাক্কা দিতে থাকেন ।। একটা না একটা তো কাজে আসবেই ।
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
যেদিন চলে যাব না ফেরার দেশে সেইদিন হয়ত আর কেউ মনে রাখবেনা আমিও চাইনা আমাকে কেউ মনে রাখুক আমাকে কেউ আপন ভাবুক। তবু লিখব কাজে লাগুক অথবা না লাগুক।
১৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: উফরে আপনি এত্ত ভালো লিখা নিয়মিতো ভাবে লিখেন ক্যাম্নে!
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
লেখা লিখি করি নিজের আত্ম তৃপ্তির জন্য কিংবা বলতে পারেন গান শোনা এবং লেখা লিখি করা আমার হবি তাই হয়ত মৃত্যু পর্যন্ত লিখে যাব । তবে কিছু মানুষের মন্তব্য পেলে খুসি হই তার মধ্যে আপনি অন্যতম।
১৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
ডানাহীন বলেছেন: কান্ডারী অথর্ব ফিচারিং আগত, অনাগত, দুরাগত সময় .. সন্দেহ নেই দারুন একটা প্রচেষ্টা চালিয়েছেন ।
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনাকে অনেকদিন যাবত ব্লগে খুব মিস করেছি। নিয়মিত পাব আশা করি। আপনার লেখা পড়ার জন্য উন্মুখ হয়ে বসে থাকি।
এই আধুনিক কালের লেখার ভিড়ে নিজের অস্তিত্ব খুঁজে ফেরার প্রচেষ্টা করছি।
১৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
বাংলাদেশী দালাল বলেছেন: "তিনি তাহার কন্যার জন্য এমন একটি সুযোগ্য পাত্র কিছুতেই হাতছাড়া করিতে দ্বিধা করিলেন না। "
এই বাক্যটা ঠিক আছে না কি আমার বুঝার ভুল?
পাত্র হাত ছারা করার ইচ্ছা টাই প্রতিষ্ঠিত হইল নয় কি?
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
না ভাইয়া ঠিকই আছে " না" শব্দটি শেষে লেখা আছে । যদি এই " না " শব্দটি ব্যবহার না করতাম তাহলে পাত্র হাত ছারা করার ইচ্ছা টাই প্রতিষ্ঠিত হত।
বঙ্কিমচন্দ্র কিংবা শরৎচন্দ্র এই দুই মহান লেখকদের লেখনির ধারাটি ঠিক এমনই ছিল। আমি কেবল মাত্র তাঁদের লেখনির ধারাটিকে আমাদের নতুন যুগের লেখকদের ধারার মাঝে বাঁচিয়ে রাখার একটি প্রচেষ্টা করেছি ।
১৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩
লুবনা ইয়াসমিন বলেছেন: এমন খুব কমই হয়েছে লেখা না পড়ে কমেণ্টস পড়ে কমেন্টস দেওয়া। আমার কাজ হচ্ছে যখন আমি সময় পাই ভাল লেখা গুলো খুঁজে বের করে রাখা, আরো সময় পেলে সেগুলো পড়া। আজকের মতন পড়ার কোটা শেষ। আপনার লেখার কমেণ্টস গুলো আমাকে এত মজা দিয়েছে যে লেখাটি প্রিয়তে রাখলাম। লেখাটি পড়ে আবারো ফিরব মন্তব্য দিতে। ভাল থাকবেন।
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার একটি দোষ আছে বলতে পারেন সেটা হল কারো যে কোন একটি পোস্ট একবার ভাল লেগে গেলে তাকে আমি নিয়মিত অনুসরন করি সেই হিসেবে আপনি আমার অনুসরনের ভাললাগায় রয়ে গেলেন। আপনার জন্য অপেক্ষায় থাকব।
১৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২
রাইসুল সাগর বলেছেন: ভাই চমৎকার হইছে।+++
শুভকামনা সব সময়ের জন্য। ভালো থাকুন প্রতিটি মূহুর্তে।
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সাগর ভাই।
শুভকামনা ও শুভ বাসনা।
১৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ১১ তম +++ভাল লাগলো কান্ডারী।
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ঠা ঠা ঠা
১৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
কাউসার রানা বলেছেন: janina vasa ta ki hobe ! tobe bepok hoyche.
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা জানবেন।
২০| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২
মামুন রশিদ বলেছেন: সাধু ! সাধু !!
দিঘীর জলে ফুটিয়া থাকা লাল রঙের পদ্ম ফুল দুইটির সহিত দুই ভগিনির লাশ ভাসিয়া উঠা- গল্পের লাইনিংয়ে একটা দৃঢ় এবং নান্দনিক বিষাদের ভিত্তি গড়িয়া দিয়াছে ।
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু কিছু শব্দে সাধু ভাষার ব্যবহারে কিঞ্চিত পরিমান ভুল হইয়া থাকিলে নিজ গুনে ক্ষমা করিবেন আশা করিতেছি।
২১| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
s r jony বলেছেন: নেন, আপনাকে আমার পক্ষ থেকে
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আমার ব্লগিং জীবন সার্থক হল আজ এবং সেই সাথে লেখা লিখি করে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে।
কিন্তু এখন দেখছি আরও সচেতন হতে হবে লেখা লেখিতে। দায়িত্ত বেড়ে গেল।
যাই চোখ ভিজে গেল মুছে আসি।
২২| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: নেটে স্পিড পাচ্ছিনা তাই প্লাস দিতে পারলাম না
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
হুর মিয়া ভাই প্লাস দিয়া কি হয় এইযে মন্তব্য করছেন এতেই অথর্ব গর্বিত
২৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: লেখাটা নিরবাচিত পাতায় গেলে কদর পাইত
অসাধারন
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
২৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬
s r jony বলেছেন: তখন প্লাস দিতে পারি নাই। তাই আবার আইলাম।
প্রথমে আমি গল্প পড়ে ভাবছি এইটা কোনো বড় লেখকের সাহিত্য পাতা থেকে কপি করা।
কিন্তু ফিনিশিং এ এসে বুঝলাম এটা আপনারই অমর কৃত্তি । ভাই আসলে গল্পটা দারুন হইছে, এর মর্মার্থ বা মেসেজ'টাও জটিল হইছে, এক কথায় অসাধারন।
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আমার ব্লগিং জীবন সার্থক হল আজ এবং সেই সাথে লেখা লিখি করে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে।
কিন্তু এখন দেখছি আরও সচেতন হতে হবে লেখা লেখিতে। দায়িত্ত বেড়ে গেল।
জনি ভাই দোয়া করি ভাল থাকেন সবসময়।
হুম মর্মার্থ বা মেসেজ'টা যদি কারো উপকারে আসে তবেই সার্থকতা।
২৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩
ফারজানা শিরিন বলেছেন: ভাইয়া ৫মিনিট ধরে ভাব্লাম কিন্তু কিছু কইতে পারলাম না !!!
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মাঝে মাঝে কিছু না বললেও বুঝে নিতে পারি মনের ভাব টুকু।
২৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
লিংকন১১৫ বলেছেন: অসাধারণ ,
আমিও আশা করি কারর না কারর কাজে লাগবেই আপনার দেয়া মেসেজ'টা
তাছারা হয়তো কারর জীবন পালটেও জেতেপারে
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ রইল ভাই।
পালটে যেতে হবেই হবে ।
২৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
ফারিয়া বলেছেন: এরকম করে লেখাগুলোই অনেক আকৃষ্ট করে! ওয়েল ডান! আশা করি এমন আরো ভালো লেখা পাবো!
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি এমন ভাবে না লিখে অন্যভাবে লিখি তবে কি আর পড়বেন না।
পাঠে কৃতজ্ঞতা জানবেন।
২৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
ফারিয়া বলেছেন: নাহ নাহ, সেটা হবে কেন? তাহলে আমার পড়া অধিকাংশ লেখাই তাহলে আমার কখনই পড়া হত না। আমি লেখার ধরনটাকে বলেছি, বর্তমানকালের লেখকরা তেমন আর এভাবে লেখে না। এই যা। তবে মজার কথা হল, আমি পুরাতন দিনের লেখা পড়ে পাঠক হয়েছিলাম, তাই তখনকার মত পড়িতে, চলিতে, আসিতে, পড়তে চলতে আসতে'র চেয়ে শুনতে বেশি ভালো লাগে। খুব আপন লাগে শব্দগুলো, সেইজন্যই বলেছিলাম।
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এইত খুঁজে পেলাম একজনকে যে অন্তত এই আধুনিক কালের লেখার ভিড়ে নিজের অস্তিত্ব খুঁজে ফিরে আমারই মতন।সত্যি বঙ্কিমচন্দ্র অথবা শরৎচন্দ্রের সেই লেখার ধরন আজ আর খুঁজে পাওয়া যায়না।
ভাল থাকবেন জীবনের প্রতিটি পথ চলায়।
২৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫
বাংলাদেশী দালাল বলেছেন: ভাই যতো বার ব্লগে আশি মনে হয় আরেক বার পরি।
তিন বার হইল।
কিন্তু এই বাক্যটিতে খালি আটকাইয়া যাই মনে হয় আরেকটা "না" দরকার ছিল।
তিনি তাহার কন্যার জন্য এমন একটি সুযোগ্য পাত্র কিছুতেই হাতছাড়া (না)করিতে দ্বিধা করিলেন না"
ও আরেকটা সাধু ভাসায় কি "দুটি" হয় না দুইটি হয় ?????
বিয়াদবি হয়ে থাকলে ক্ষমা করবেন
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু কিছু শব্দে সাধু ভাষার ব্যবহারে কিঞ্চিত পরিমান ভুল হইয়া থাকিলে নিজ গুনে ক্ষমা করিবেন আশা করিতেছি।
৩০| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বাপরে!! এ যে সাক্ষাৎ শরত চন্দ্র!!!! লেখায় প্লাস+++++
শুভ নববর্ষ কাণ্ডারি ভাই।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
চেষ্টা করে দেখলাম পারি কিনা এমন ভাবে লিখতে।
সালাম ও শুভেচ্ছা রইল
শুভ নববর্ষ
৩১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩
জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার।
শুভ নববর্ষ।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সালাম ও শুভেচ্ছা রইল
শুভ নববর্ষ
৩২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪
মৃন্ময় বলেছেন: ভাই ক্যামনে লিখেন.......?
বেসম্ভব ভালো লাগছে...
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অভ্র দারা লিখিয়াছি ভ্রাতা
সালাম ও শুভেচ্ছা রইল
শুভ নববর্ষ
৩৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯
একজন আরমান বলেছেন:
আপনার এই লেখায় আমি মুগ্ধ।
বিশেষ কারণ হল আপনার সাধু ভাষার ব্যাবহার দেখে।
আমি আমার রম্যে যদিও চেস্টা করেছিলাম ২ বার। কিন্তু মনঃপুত হয় নি। আপনার থেকে অনেক শেখার বাকি আছে আমার। তাই বার বার বলছি আমার কোন ভুলেও আমাকে ছেড়ে যাবেন না।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এইসব কিতা কও ভ্রাতা তুমারে ছাড়িয়া আমি কোথায় যাইব
৩৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
পেন্সিল চোর বলেছেন: ভাইয়া একটু আইডিয়া দেননা কিভাবে এইরকম লিখা যায়!!
প্লিজ আমিও লিখতে চাই...
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এইযে আমি যেই ভাবে লিখিয়াছি
৩৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
আশিক মাসুম বলেছেন: লেট করে ফেললাম !! বাংলা লিন্ক জালাচ্ছে খুব। কমেন্ট করলাম এখন পড়ব।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু থেঙ্কু
৩৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২
শিশু বিড়াল বলেছেন: ভাইয়া আপনি লিখেছেন ভাল কিন্তু পুরোটা পড়ার পর মেজাজ খারাপ হয়ে গেল... কিছু মনে করবেন না সত্যি কথা বললাম
+++++++++++++
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মেজাজা খারাপ করে দেয়ার জন্য ক্ষমা চাইছি
৩৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২
বাংলার হাসান বলেছেন: চমৎকার । ++++++++
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই
৩৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩
দ্য েস্লভ বলেছেন: আপনার সাহিত্য রস এবং গুন দুটোই প্রবল। এভাবে লেখা বেশ কষ্টকর অথচ অবলীলায় লিখে গেছেন। আমি ভাল সমালোচক নই কিন্তু পড়ে বুঝতে কষ্ট হয়না যে এটি সাহিত্যের মান উত্তীর্ণ হয়েছে যথাযোগ্য মর্যাদা নিয়ে। আপনার ভেতরে গুন রয়েছে
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া এমন কমপ্লিমেন্টের পর শুধু ধন্যবাদ দিলে কাজ হবে না।
শুধু আপনার জন্য দোয়া রইল প্রান খুলে
৩৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: দাগ দিয়ে গেলাম, পরে এসে পড়ব।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষা করছি
৪০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০
রেজোওয়ানা বলেছেন: খুব চমৎকার লাগলো পড়তে!
শুভ নববর্ষ!
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু সালাম ও শুভেচ্ছা রইল
শুভ নববর্ষ!
ভাল থাকুন জীবনের প্রতিটি চলার পথে
৪১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬
ফারজুল আরেফিন বলেছেন:
পরে পড়ব
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া অপেক্ষায় থাকলাম কেমন হয়েছে জানালে খুসি হব
৪২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১২
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ভালোলাগা।
+++++++
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার মন্তব্যে প্রান ভরে গেল ধন্যবাদ অনেক অনেক
৪৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯
যুবায়ের বলেছেন: চমৎকার গল্প .....
মুগ্ধ হয়ে গেলুম!!
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
যুবায়ের ভাই
৪৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৩
এরিস বলেছেন: অদ্বিতীয় , ভাষা এবং বিন্যাসে।
কমেন্ট করার মতো উপযুক্ত কোন ভাষা পাইনি।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু বলতে হবে না বুঝে নিলাম
৪৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭
মেলবোর্ন বলেছেন: কবি থুক্কু পাঠক এখানেই নীরব, কিচ্ছু কহিবার ভাষা নাই যে ! ব্লগীয় ভাষায় পিলাসটাই দিলাম। পুরোটা পড়িয়া কি বুঝিলাম ভাবতেই.......পরোক্ষনেই অস্ফুট স্বরে.... ঞঁ
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার এহেন ভাল লাগায় আমার হৃদয় বড়ই প্রিত হইয়াছে ভ্রাতা।
ভাল থাকিবেন দোয়া করিলাম।
৪৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০
লুবনা ইয়াসমিন বলেছেন: “জলপরীর মত সুমিতা দেবীর অনন্ত যৌবনা দেহের ভাঁজে ভাঁজে রবির চরিত্রের দোষ ফুটিয়া উঠিতে লাগিল।“
এত সুন্দর ভাবে লেখার মাধ্যমে কারো চরত্রের বর্ননা আমি তেমন একটা পড়িনি। বেশ কয়েক জায়গায় কিছু লাইন অসাধারন লেগেছে।
দুই বোনের গল্প এবং পরিনতি আমাকে অনেক কষ্ট দিয়েছে বইকি । আমরাও দুই বোন। দুজনেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই জীবন যুদ্ধে টিকে থাকবার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। আপনার বাকী লেখাগুলো সময়ে পড়ে ফেলব। ফিরব কমেন্ট সহ।
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনাদের দুই বোনের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন
জীবনের প্রতিটি যুদ্ধ জয় করতে পারেন অসীম সাহসিকতার সাথে।
জীবনের যুদ্ধে যারা টিকে থাকতে পারে তাঁদের স্মৃতি গুলো সুখের হয় এবং না পাওয়ার বেদনা কখনো তাঁদের কাঁদাতে পারেনা।
৪৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬
মাহতাব সমুদ্র বলেছেন: শরত বাবুর প্রত্যাবর্তন
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
একটি গান আছে না শরৎ বাবু খোলা চিঠি দিলাম তোমায়
৪৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
স্পাইসিস্পাই001 বলেছেন: সময় নিয়ে পড়ব .... এখন পড়লে মজা পাবো না কারন মুড অফ আছে....
ধন্যবাদ...
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কেনরে ভাই কি হয়েছে মুড অফ কেন ?
৪৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোষ্ট, ভাল লাগল।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ এবং ধন্যবাদ ও ধন্যবাদ অনেক অনেক।
৫০| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪
বাংলাদেশী দালাল বলেছেন: অবনত মস্তকে আমার ব্লগে আসিবার আমন্ত্রন জানাইতেছি ।
আপনার এই শিল্প কার্যে বিন্দু মাত্র ত্রুটি থাকিতে পারিবে না।
শেষ কথা। হাহাহা
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
আসছি গুরু অপেক্ষা মার্জনীয়
দেখুন মানুষ মাত্রই ত্রুটিশীল।
৫১| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭
bakta বলেছেন: বহুদিন বাদ একখানি সুন্দর মনোরম ছোট্ট উপন্যাস পাঠ করিয়া বড়োই প্রীত হইলাম । সুন্দর বাক্যাল্ংকারে সজ্জিত, যথাযথ উপমার ব্যবহারে কাহিনী খানিকে চরম উৎকর্ষ প্রদান করিয়াছেন । একথা বলিতে আলস্য আসে না যে - বর্তমান কালে এমন লেখা পাওয়া খ্ুব দ্ুষ্কর ।
শেষাংশে আর নিজের অশ্রু সংবরন করিতে পারিলাম না।
আপনার এই ধরনের লেখা পড়িবার মানস রাখি।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার মানস পটের এহেন আদর দেখিয়া আমার মনের অঙ্গনে ইহাই খেলিতেছে যে আমি এমন আরও কতিপয় গল্প লিখিয়া ফেলি।
আপনার পাঠে আমি প্রান ভরিয়া কৃতজ্ঞতা নিবেদন করিলাম যদি আপনার কৃপা হয় তবেই আমি খুসি।
৫২| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০
এন এফ এস বলেছেন: একটু মজা করলাম আর একটু হিংসা কারন এমন ভাল লেখা আমি লেখতে পারি না
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
বড়ই খুসিত হইলাম এহেন মজায়।
৫৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: দেহদানে ধন্যবাদ পূর্বক অসংখ্য প্লাস।
দারুন।
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা জানিবেন
৫৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
স্পাইসিস্পাই001 বলেছেন: কান্ডারী ভাই কোন কথা হবে না ..... মন্তব্য করার ভাষা আমার জানা নেই ....+++++ লন .......নতুন বছরটা শুরুই হয়েছে অনেক আনন্দের মধ্য দিয়ে আর আপনার লেখাটা তাতে নতুন মাত্রা যোগ করে দিল...।
অনেক ধন্যবাদ ..... ভাল থাকবেন.....শুভকামনা রইলো
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া কিছু আনন্দ আমাকেও ধার দেন না। একটু বেঁচে থাকার নতুন প্রেরনা পাই তবে।
৫৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
ঘুড্ডির পাইলট বলেছেন: শড়ত উপন্যাস ।
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
না ভাইয়া ইহা কান্ডারী অথর্ব উপন্যাস।
৫৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
সায়েম মুন বলেছেন: চমৎকার লিখেছেন। অনেকদিন পর শরৎ বাবুর লেখা পড়লাম যেন।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
চেষ্টা করেছি সেই ভাবধারাটিকে বজায় রাখতে
আসলে এই ভাবধারাটি আমাদের সাহিত্যকে করে রেখেছে সমৃদ্ধশালী
এখন আর এমন লেখা খুঁজে পাওয়া যায়না নতুনদের মাঝে।
৫৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লিখেছেন। ভালো লাগা রইল। আগেই পড়েছিলাম, এখন মন্তব্য করলাম। শুভেচ্ছা রইল। একটা পুরাতন ভাব আছে।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বিলম্বিত মন্তব্যের জন্য আপনাকে মাইনাচ
৫৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০
এহসান সাবির বলেছেন: ভাই আমি আর মন্তব্যে করতে চাই না। অনেকে অনেক কথা লিখেছে.. আমি না হয় ....................................... দিয়ে গেলাম।
ভালো থাকবেন। আরো অনেক অনেক লেখা চাই।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আপনি আমাকে প্রথম থেকেই যেভাবে অনুপ্রানিত করে গেছেন আমি আপনার কাছে চির কৃতজ্ঞ।
৫৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২
হামজা কানাল মোস্তফা বলেছেন: মচৎকারিস্ট
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
বাদধন্য
৬০| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪
অদ্বিতীয়া আমি বলেছেন: এমনি তেই সাধু ভাষায় লেখা খুব ভাল লাগে ।
আর আপনার লেখা পড়ে মনে হচ্ছিল লিজেন্ড শরত , বঙ্কিম উনাদের কোন লেখা যেন । খুবি ভাল লাগল ।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
বাপরে এত বড় কমপ্লিমেন্ট আমি পাবার যোগ্য নই। তবু মনে গেঁথে নিলাম।
৬১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
স্বপনবাজ বলেছেন: চমৎকার ++++
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানবে।
৬২| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১২
সোহাগ+দৃষ্টি =০ বলেছেন: লেখাটি খুব ভালো লাগলো ধন্যবাদ
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ গ্রহন করলাম শুভেচ্ছা রইল।
৬৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০
শিব্বির আহমেদ বলেছেন: লেখাটি খুব ভালো লাগলো
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চেষ্টা করেছি তবে খুব দুঃসাহসিক একটি কাজ।
৬৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮
সোহাগ সকাল বলেছেন: চ্রম লিখেছেন।
শুভ কামনা।
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ছবি আঁকার হাত অসাধারন। ধন্যবাদ লেখাটি কষ্ট করে পড়ার জন্য। ভাল থাকবেন শুভকামনা রইল।
৬৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯
একজন আরমান বলেছেন:
মনে থাকে যেন ।
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
কি মনে থাকবেরে ভাই
৬৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪
কালো পাখি বলেছেন: কথা ছাড়া প্রিয়তে .................
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই খুব খুব খুব ধন্য হলাম। দোয়া করি আপনার জীবনটা খুব সুন্দর হোক সুখে থাকেন জীবনের পথ চলায়।
ভাষা ছারাই হৃদয়ে।
৬৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: শরতের উপন্যাস পড়লে কেমন লাগে জানেনই তো- ঠিক হৃদয়ের এইখানটাতে এসে লাগে। কাঠফাটা রোদেও আকাশ মেঘলা মেঘলা লাগে। চিত হয়ে বুকের ওপর বইটা রেখে অন্যমনস্ক হয়ে তাকিয়ে থাকতে ভাল লাগে। 'শরমে শরমে মরমে মরমে পশিল বাণ' টাইপ।
আপনার লেখা ঠিক বুলস আই-এ লাগে নি, তবে বুকের ছাতিতে বড়সড় একটা ধাক্কা দিয়েছে বটে!
পোস্ট তাই প্লাসায়িত করা হইল।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি কোথায় আর শরৎচন্দ্র কোথায়।
আমি শুধু অনুকরনের চেষ্টা করেছি। আমি বাঁচিয়ে রাখতে চাই সেইসব মহান লেখকদের ধারাটিকে আমাদের নতুনদের মাঝে।
ভাইয়া অনেক কৃতজ্ঞতা জানবেন। শুভ কামনা রইল।
'শরমে শরমে মরমে মরমে পশিল বাণ' ++++++
৬৮| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১:১৫
সানফ্লাওয়ার বলেছেন: বহুকাল পড়ে চমৎকার একটা লেখা পড়িলাম
০৯ ই মে, ২০১৩ দুপুর ১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম জানাইলাম। তাই ধন্যবাদ না দিয়া আপনার জন্য শুভকামনা করিলাম।
৬৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: দারুণ দারুণ নিদারুণ। ঐ যে বললাম টুইষ্ট। সেটা এখানে পেলাম।
আমাদের সাধু চলিত দুটি ভাবধারার দুটি স্রোতের মতো অন্য আরো অনেক ভাষায় আছে কি??
ইংরেজীতে ? যদি শেক্সপিয়ারের ভাষা আর তার পরের ভাষা ধরি তবে দুই রকম পাওয়া যাবে। তবুও আমাদের ভাষারীতির মতো দুটোই আলাদাভাবে স্বয়ংসম্পূর্ণ নয়।
অথচ আমরা আমাদের এই গীতিময় ভাষাকে কতই না অবহেলা করি।
টলস্তয় আর তুর্গেইনেভ পাশাপাশি পড়লে একই রাশিয়ান ভাষার দুই ফ্লেবার পাবেন। তবে রুশ সাহিত্য রাংকিংয়ে আমাদের চেয়ে অনেক উপরে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথম যে গল্পটা পড়ে টুইষ্ট চাইছিলেন সেটা আসলে খুব সাধারন একটি সংসার জীবনের অনুরাগ, অভিযোগ নিয়ে লেখা গল্প তাই হয়ত টুইষ্ট রাখতে পারিনি বা এটা আমার ব্যর্থতা বলতে পারেন কিংবা লেখার সীমাবদ্ধতা।
আর সাধু ভাষার ব্যাপারে আপনার সাথে পুরোপুরি সহমত। পছন্দের দিক থেকে আমি বড় বেশি সেকেলে। এখনত সাধু ভাষার চল প্রায় উঠে গেছে কিন্তু আমার মনন থেকে সাধু ভাষা উঠে যায়নি। সাধু ভাষার প্রতি আমার বরাবরই দুর্বলতা রয়েছে। আপনার অনুপ্রেরণা পেয়ে আরও কিছু সাধু ভাষায় গল্প লেখার প্রতি অনুপ্রেরণা পেলাম।
যেহেতু দুটি মাধ্যম আমাদের ভাষাকে সমৃদ্ধশালী করেছে তাই আমি মনে করি সাধু ভাষা যেন সাহিত্য চর্চা থেকে একেবারে বিলুপ্ত না হয়ে যায় সেদিকে আমাদের সচেষ্ট থাকা উচিত।
৭০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৯
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ধন্যবাদ। আপনার ফিডব্যাক পেয়ে খুব খুশী হলাম।
ফিডব্যাক কিন্তু লেখকের দায়। এটা অনেকেই জানে না, পালনও করে না।
আপনি করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি অনেকদূর যাবেন।
আল্লাহ্ আপনার সহায় হোন, আমীন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু এতটুকু বলি আমার কৃতজ্ঞতা জানবেন ভাই। আপনার জন্য দোয়া রইল।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
পাঠে মুগ্ধ!!!!
সম্ভব সুন্দর!!!!!!!!
অনেক অনেক ভালোলাগা।
+++++++