নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

সংকলনঃ স্মৃতির পাতায় সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের দেয়া প্রথম পোষ্ট

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

ইমরান ব্লগ স্রষ্ট া – ব্লগার দেবরা



১৫ ই ডিসেম্বর, ২০০৫ দুপুর ২:২৬ |



ইমরান তুমি একটা ভাল কাজ করেছ, হাসিন ভাই আপনাকেও ধন্যবাদ। আপনাদের জানাই আমাদের শুভু কামনা।



http://www.somewhereinblog.net/blog/deborah/9



আমার অভিবাদন – ব্লগার সমকালের গান




১৬ ই ডিসেম্বর, ২০০৫ রাত ১:৩১ |







খুবই চমৎকার লাগছে যে, অবশেষে আমরা আমাদের মাতৃভাষায় অনলাইনে লিখতে পারছি। এই অনুভূতি ব্যাক্ত করার মত নয়। সবাইকে অভিনন্দন।



করতালি উঠুক সব প্রান্তর থেকে।



http://www.somewhereinblog.net/blog/didar/5



আড্ডা এবার বাংলায়!! – ব্লগার আড্ডাবাজ



১৬ ই ডিসেম্বর, ২০০৫ রাত ৮:০৬ |



আড্ডা আমি নিবেদন করছি এদেশের সেই অদম্য সাহসী নতন প্রজন্মের জন্য। মুক্তিযুদ্ধের চেতনাকে সংগী করে যারা এদেশকে এগিয়ে নিয়ে যাবে নতুন মিলেনিয়ামে। অপেক্ষা করুন নতুন লেখার জন্য। ধন্যবাদ।



http://www.somewhereinblog.net/blog/Adda/21



আমি এবং আমরা – ব্লগার হাসিন



১৬ ই ডিসেম্বর, ২০০৫ রাত ৮:১৪ |



আমি একজন স্বপ্নচারী । আমি পছন্দ করি স্বপ্ন দেখতে এবং স্বপ্ন দেখাতে। আমি বেসিক্যালি একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু সেটা আমি চুকিয়ে এসেছি অনেক আগেই। আমি এখন কাজ করছি পুরোপুরি ভিন্ন ট্র্যাকে, আমি এখন একজন পিএইচপি ডেভেলপার। বর্তমানে কাজ করছি সামহোয়্যার ইন নামে একটি নরওয়েজিয়ান অফশোর ডেভেলপমেন্ট কোম্পানীতে।



Click This Link



অভিনন্দন ইমরান !!!! – ব্লগার ফয়সাল আহমেদ



১৭ ই ডিসেম্বর, ২০০৫ সকাল ১০:০০ |



ইমরান তোর করা ব।লগে লিখতে পেরে খুবই মজা পেলাম। অবশেষে বুজলাম ধৈয্য কতটা জরুরী ;-)। দেথতে দারুন লাগতেছে। সাবাস!!!



http://www.somewhereinblog.net/blog/faisal/17



প্রথম – ব্লগার পথিক



১৮ ই ডিসেম্বর, ২০০৫ দুপুর ১:০০ |



্রটেষট



http://www.somewhereinblog.net/blog/pothik/38



ওয়েবলগের জগৎ - ব্লগার রেজওয়ান



১৮ ই ডিসেম্বর, ২০০৫ দুপুর ১:০০ |







সেটি ছিলো 2003 সালের এপ্রিল মাসের কোন এক দিন । তখন ইরাক যুদ্ধের গরম খবরে পূর্ন পত্রিকাগুলো । হঠাৎ দেখলাম সালাম পাকশ এর ওয়েবলগ সম্পর্কে একটি লেখা । ওটি ছিলো বলগার এ হোস্ট করা । সালাম এবং অন্যান্যদের লেখা পড়ে আমার অন্য একটি জগৎ উন্মোচন হলো ।আমার মনে হলো আমারও অনেক কিছু বলার আছে । উৎসাহী আমি নিজেই একটি ওয়েবলগ শুরু করলাম 'তৃতিয় বিশ্বের চোখে' (পছন্দের লিংক দেখুন) ।



প্রথম দিকে আমার যাত্রা ছিল উদ্দেশ্যবিহীন । তারপর লক্ষ্য করলাম যে বাংলাদেশ সম্প র্কে বিদেশীদের তেমন একটা ধারনা নৈই । শুধু হেডলাইনে পড়া খারাপ খবরগুলো (বন্যা, দারিদ্র্য, মৌলবাদ) দিয়েই দেশের পরিচয় । এদেশের মানুষদের তো আর সেই ভুল ভাঙানোর তেমন সুযোগ নেই । তখন মনে হলো ওয়েবলগ হতে পারে বাংলাদেশীদের সেই কনঠস্ব র । আমি তাই সবসময়ই বাংলাদেশীদের ওয়েবলগকে স্বাগত জানাই এবং প্রমোট করার চেস্টা করি ।



আমি বাংলাদেশীদের ওয়েবল্লগের একটি সাম্প্রতিক তালিকাও রেখেছি আমার ওয়েবল্লগে । এর আগেও বাংলা ওয়েবলগ এর চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে (পছন্দের লিংক দেখুন) । কিনতু সেগুলো তেমন আগায়নি ।



আমি সামহোয়্যার ইন এর এই উদ্দ্যোগকে স্বাগত জানাই । আমি আশা করি এটি অনেক বাংলা কনঠস্বরের কলকাকলিতে অচিরেই মুখরিত হবে ।



http://www.somewhereinblog.net/blog/pata/39



অনুভুতি – ব্লগার রাজু



১৯ শে ডিসেম্বর, ২০০৫ দুপুর ১:০০ |



গত কয়েকদিন আগেই আমি হাসিন ভাই এর কাছ থেকে বাংলা ব্লগ সম্পর্কে শুনেছি। সত্যিই এটি বাংলার একটি নতুন অধ্যায়।



বাংলায় নিজের ব্লগ শুরু করতে পেরে আমার সত্যিই খুব খুব ভাল লাগছে।



বাংলা লিখতে গিয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। মাকে দেখিনা প্রায় দেড় মাস। আশা করছি আগামি কাল মায়ের সাথে দেখা করতে ঢাকা যাব। ইমরান ও হাসিন ভাই, আমার শুভেচ্ছা নিবেন।



http://www.somewhereinblog.net/blog/raju/42



টাকা জালিয়াতদের জামিন – ব্লগার শামীম ফেরদৌস



১৯ শে ডিসেম্বর, ২০০৫ দুপুর ১:০০ |



পল্ললবীতে ধরা টাকা জালিয়াতদের জামিনে ছাড়া কি ঠিক হয়েছে?



Click This Link



কি করি – ব্লগার শাহানা



১৯ শে ডিসেম্বর, ২০০৫ দুপুর ১:০০ |







আমি বাংলায় ভালো টাইপ করতে পারিনা । তাও নিজের ভাষায় লিখতে খুব ভালো লাগছে। খুব ভালো হত, যদি আমার বনধুরাও নিয়মিতএখানে লিখতো।



http://www.somewhereinblog.net/blog/shahana/46



প্রতিচ্ছবি – ব্লগার পিন্টু



২০ শে ডিসেম্বর, ২০০৫ রাত ৯:০২ |







একটি সম্পুর্ন ব্যক্তিগত পাতা, নিজের বিশ্বাস এবং ভালবাসা অন্যের সাথে মিশিয়ে এর আত্নপ্রকাশ।

প্রতিচ্ছবি দৃষ্টিকে তার উৎস এর দিকে নিয়ে যায়।

আমাদের গুণিদের জানতে, আমাদের সংস্কৃতিতে ডুবে থাকতে, বিশ্বকে জানতে এবং জানাতেই এর যাত্রা।



Click This Link



ধন্যবাদ – ব্লগার মুহিব



২১ শে ডিসেম্বর, ২০০৫ ভোর ৬:১৪ |



আমি ভা



http://www.somewhereinblog.net/blog/muhibb/67



এডসেনস – ব্লগার সুমন



২২ শে ডিসেম্বর, ২০০৫ রাত ৩:০৫ |



এডসেনস গুগলের একটি পি পি সি সুবিধা অথবা সার্ভিস ।এডসেনস মানে এমন একটা এড ব্যবস্থা যার সেনস বা অনুভুতি আছে ।





সুমন হালদার লিখছে আরো আসছে ...



http://www.somewhereinblog.net/blog/aanchol/79



একটি স্বপ্নের শুরু – ব্লগার রিফাত



২৩ শে ডিসেম্বর, ২০০৫ সকাল ৮:১৩ |



আজ একটি নতুন স্বপ্নের শুরু। কখনো ভাবতেও পারিনি বাংলায় এত সহজে ব্লগ লেখা যাবে। "সামহোয়ার ইন" কে অসংখ্য ধন্যবাদ এমন একটি চমৎকার সাইট বানানোর জন্য।



যে সব বিষয় উন্নত করতে হবে-

1. বাংলা লেখা ভেঙে যাওয়ার সমস্যা দূর।

2. বাংলার মাঝে মাঝে ইংরেজী লেখার ব্যবস্থা।

3. কোন লেখাকে অন্য সাইটের সাথে লিংক করার ব্যবস্থা।



http://www.somewhereinblog.net/blog/iurifat/93



ওয়াপ সাইট – ব্লগার আর ইউ বি ডি ডট নেট



২৩ শে ডিসেম্বর, ২০০৫ বিকাল ৩:০৩ |







এই কিছুক্ষন আগে আর ইউ বি ডি ডট নেটের ওয়াপ সাইটের কাজ মোটামুটি ভাবে শেষ করলাম। বেশ কষ্ট হল গত কয়েক দিন। সবই ঠিক ছিল কিন্তু কেন যেন এরর দেখাচ্ছিল। কিছুতেই বুঝতেই পারছিলাম না কোথায় সমস্যা। কিন্তু, অবশেষে খুজে পেলাম। এম্পারসেন্ড ক্যারাকটার ব্যবহার করার ফলেই সমস্যা হয়েছে। সেটি মুছে দিলেই সব ঠিক। কিন্তু শুধু এর জন্যই আমার দুটি রাত নষ্ট হল। ওহ, সোয়া ছয়টা বাজে, আমাকে ঘুমাতে যেতে হবে। খুব ঘুম পাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ



http://www.somewhereinblog.net/blog/rubd/98



ব্লগার সৌমিক



২৫ শে ডিসেম্বর, ২০০৫ বিকাল ৪:২৫ |







দেখাই যাক তবে।



http://www.somewhereinblog.net/blog/soumik/107



খুব ভালো – ব্লগার কনক



২৬ শে ডিসেম্বর, ২০০৫ রাত ১:১৯ |



আজ থেকে আমার কাজের ছুটি, তাই সামনের রবিবার অবধি আমার খুব আনন্দ। সামনেই নতুন বছর, তাই নলেন গুড়,আর কেক এর সাথে সবাইকে শুভেচ্ছা জানাই।



http://www.somewhereinblog.net/blog/kanak/110



নতুন আমি – ব্লগার টুম্পা



২৭ শে ডিসেম্বর, ২০০৫ সকাল ৮:৩২ |



আমি নতুন সদস্য হিসেবে এখানে আজ এলাম। আমার এই ওয়েব সাইটটা খুব ভালো লেগেছে যে এখানে সব বাংলা কথা লেখা ও পড়া যায়। আর এখানে নিয়মিত কিছুনা কিছু লিখলে আমার বাংলা লেখার স্পিডও বাড়বে।তাই "আজাইরা" কিছু কথা দিয়ে আমার কথা শুরু করলাম।----



Click This Link



জঙ্গিবাদ ও এর শক্তির উৎস – ব্লগার ওপেন সোর্স



২৮ শে ডিসেম্বর, ২০০৫ ভোর ৬:০১ |







শাইখ রহমান বাংলাভাইয়ের পৃষ্ঠপোষক মন্ত্রী-এমপিরা গ্রেপ্তার হচ্ছে না কেন? : সব ফাঁস করার হুমকি দিয়ে পুলিশকে লুৎফরের প্রশ্ন--- উৎস: দৈনিক ভোরের কাগজ, ডিসেম্বর 28, 2005, বুধবার : পৌষ 14, 1412





নিষিদ্ধ ঘোষিত জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ-জেএমজেবির প্রধান উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান গ্রেপ্তারের পর পুলিশকে নানা প্রশ্নবাণে জর্জরিত করছেন। তিনি বাগমারা থানা পুলিশের কাছে জানতে চেয়েছেন, 'তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে? তার তো কোনো অপরাধ নেই। 2004 সালের এপ্রিল থেকে শুর" হওয়া সর্বহারাবিরোধী অভিযানকালে সরকারের একাধিক মন্ত্রী, এমপি তখন শাইখ আব্দুর রহমান ও বাংলাভাইকে প্রকাশ্যে পৃষ্ঠপোষকতা করেছে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই পুলিশ তাদের প্রকাশ্য আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। সর্বাত্দক নিরাপত্তাও দিয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও জনগণের সমর্থন থাকার কারণেই আমি শাইখ আব্দুর রহমান ও বাংলাভাইয়ের সঙ্গে সর্বহারাবিরোধী অভিযানে সহযোগিতা দিয়েছি। তাদের পরিবর্তে এখন আমাকে গ্রেপ্তার, হয়রানি করা হচ্ছে কেন? আমার ফাঁসি হয় হোক, আর আমাকে ক্রসফায়ারেই মেরে ফেলা হোক আমি সত্য কথা বলবোই। প্রয়োজনে আমি সব সত্য কথা ফাঁস করে দেবো। প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে অধ্যাপক লুৎফর রহমানের এসব পাল্টা প্রশ্নে পুলিশের পদস্থ কর্মকর্তারা বিব্রত বোধ করেন। এসব তথ্য বাগমারা থানা পুলিশের সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের। এদিকে গতকাল মঙ্গলবার কড়া পুলিশ পাহারায় অধ্যাপক লুৎফর রহমানকে রাজশাহীর 'গ' অঞ্চলের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গোলাম রাব্বানী মুকুল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। একই সঙ্গে তার পক্ষে জামিনের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ দিনই তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে পুনরায় বাগমারা থানা হেফাজতে নেওয়া হয়েছে। সূত্র জানায়, অধ্যাপক লুৎফর রহমান শাইখ আব্দুর রহমান ও বাংলাভাইয়ের সঙ্গে সর্বহারা বিরোধী অভিযানে নিষিদ্ধ জেএমবির ক্যাডারদের নেতৃত্ব দেওয়ার সত্যতা স্বীকার করে পুলিশকে জানান, সর্বহারারা তার এবং এলাকার জনসাধারণের প্রতি অবিচার করেছিল। এ কারণে বাগমারা থানার সাবেক ওসি শামসুল আলম সর্বহারাবিরোধী যে কমিটি করেছিলেন ওই কমিটিতে তাকে অনত্দভুক্ত করা হয়েছিল। সর্বশেষ শাইখ আব্দুর রহমান ও বাংলা ভাইর সঙ্গে সর্বহারাবিরোধী অভিযানে নেতৃত্ব দেন। তিনি আরো জানান, জেএমবির 4/5টি বড়ো সভায় বক্তব্য রেখেছেন। হাদিস-কুরআনের আলোকে জনগণকে উদ্বুদ্ধ করেছেন। সর্বহারাবিরোধী অভিযান ব্যতীত অন্য কোনো কাজ তিনি করেননি। তিনি জোর দিয়ে পুলিশকে বলেছেন, ওই অভিযানে নেতৃত্ব দিয়ে তো দোষের কিছু করেননি। তিনি জেএমবির এখনকার কর্মকাণ্ড-বোমাবাজি সমর্থন করেন না। প্রচণ্ডভাবে ঘৃণা করেন। বাংলাভাই পরবতর্ীকালে যেসব নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন সেটাও তিনি সমর্থন করেননি বলে দাবি করেছেন। সূত্রমতে, অধ্যাপক লুৎফর রহমানের নেতৃত্বে বাংলা ভাইর ক্যাডাররা গত বছরের 23 মে রাজশাহী মহানগরি এলাকায় প্রবেশ করে। তারা পুলিশ প্রটেকশনে 53টি মাইক্রোবাস, মিনিবাস, ট্রাক ও 100 মোটরসাইকেলের বহর নিয়ে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, গৌরহাঙ্গা রেলগেটে সশস্ত্র শোডাউন শেষে গাড়িবহর নিয়ে রাজশাহী আদালত চত্বরে যায়। সেখানে তারা বাংলা ভাই জেএমবির কর্মকাণ্ডের বির"দ্ধে অপপ্রচারের' অভিযোগে সাংবাদিকদের বির"দ্ধে রাজশাহী রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। শোডাউন শেষে পুনরায় পুলিশ প্রটেকশনে রাজশাহী মহানগরি এলাকা ত্যাগ করেন। সূত্র জানায়, দেশব্যাপী 17 আগস্টের ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণের পর নিষিদ্ধ জেএমবির ক্যাডারদের সঙ্গে অধ্যাপক লুৎফর রহমানও গা-ঢাকা দিয়েছিলেন। তখন সরকারের গোয়েন্দা সংস্থাগুলো বাগমারায় বাংলাভাইয়ের নিষিদ্ধ জেএমজেবির 300 জনের একটি তালিকা সরকারের উচ্চ পর্যায়ে প্রেরণ করে। ওই তালিকায় অধ্যাপক লুৎফর, সাত্তার মাস্টার, মাহাতাব খামার" ও আবুল মেম্বারসহ জামাত-বিএনপির বেশ কিছু নেতাকর্মীর নাম ওঠে। এসব নাম তালিকায় অনত্দভর্ুক্ত করার কারণে সরকারের উচ্চ পর্যায় থেকে তালিকাটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে উলি্লখিতদের নাম বাদ দিয়ে পুনরায় তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়। তখন অধ্যাপক লুৎফর রহমান বগুড়ার আদমদীঘিতে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ ও বাংলা ভাইর জেএমজেবির সঙ্গে জড়িত নয় মর্মে দাবি করেন। এক মাস পর তাকে র্যাব-5 রাজশাহীর সদর দপ্তরে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। এদিকে এলাকাবাসীর সূত্রে জানা গেছে, অধ্যাপক লুৎফর রহমান বাংলা ভাইয়ের আগমনের আগে আত্রাই এলাকায় একটি সভায় বক্তব্যে বলেছিলেন 2004 সালের মধ্যেই সর্বহারাদের বির"দ্ধে জনতার অভিযান শুর" হবে। সভায় তিনি আরো বলেন, অচিরেই এমন একটি দল আসবে যারা সন্ত্রাসকবলিত বাগমারা, রানীনগর ও আত্রাই এলাকা থেকে সর্বহারাদের মূলাৎপাটন করবে। এর কয়েকদিন পরেই বাগমারাতে বাংলাভাই তার বাহিনী নিয়ে সর্বহারাবিরোধী অভিযান শুরু করেন।



Click This Link



প্রথম – ব্লগার মলি





২৮ শে ডিসেম্বর, ২০০৫ সকাল ১০:১৬ |



আমার ভাইয়া প্রায় বছর দুয়েক আগে বিজয় কিবোর্ড লে-আউট এনে আমাকে বলল-"কম্পিউটারে শুধু স্পাইডার সলিটর না খেলে বাংলা টাইপ শিখ,পরে কাজে লাগবে।"কিন্তু আলসেমি,পড়াশুনা,ইজি কাজে বিজি থাকার কারনে বাংলা টাইপিং এখনো শিখে উঠতে পারলাম না।এই যেএখন এই ব্লগ লিখছি সামনে কিন্তু বিজয়ের লে-আউট রয়েছে।সেখান থেকে প্রতিটি অক্ষর,আকার আমাকে খুঁজে বের করতে হচ্ছে।আর শুধু এই কারনে 4/5লাইন লিখতে আধ-ঘন্টা সময় লাগল।কষ্ট হলেও আমি এটা সী্বকার করব যে,বাংলায় ব্লগ লিখতে পেরে আমার খুউব খুউব খুউব ভাল লাগছে।আর আজ আমি ওয়ামি ভাইকে ধন্যবাদ না বলে পারছি না,কারন সেই আমাকে এই ব্লগ খুলতে সাহায্য করেছে।ধন্যবাদ ওয়ামি ভাইয়া....



http://www.somewhereinblog.net/blog/moly/134



নতুনের কাব্য চর্চা – ব্লগার ডানপিটে



২৮ শে ডিসেম্বর, ২০০৫ সকাল ১১:৪২ |







আমি নতুন



Click This Link



প্রাক-কথন – ব্লগার আফতাব



২৮ শে ডিসেম্বর, ২০০৫ বিকাল ৩:০২ |



নাটকীয় ভাবে শুরু করাটাই বোধ করি রেয়াজ।



অতএব, আমাদের যাএা হল শুরু, ইত্যাদী, ইত্যাদী। অ্যান্ড ড্রাম রোলস . . .



কি নিয়ে লিখবো এখনো ঠিক করে উঠিনি। সম্ভবত সব কিছুই। তবে পাঠকের (ক্ষমা করবেন, পাঠিকাদেরও) মনোকষ্টের কারণ না হবার চেষ্টা করবো আপ্রাণ।



লোকে বলে শেষ কথা বলে কিছু নেই . . . তাই যা-ই লিখি না কেন, আপনি যা মনে করবেন, যা ভেবে নেটের অন্য পাতায় চোখ সরিয়ে নেবেন, সেটাই শেষ কথা। তবু, আশা রাখি, মাঝে মধ্যে অনুরণন হয়তো থেকে যাবে হৃদয়ে . . .

Click This Link



কি করি – ব্লগার তাসফীন



২৯ শে ডিসেম্বর, ২০০৫ সকাল ৮:১০ |



আজ 29 তারিখ। কিনতু আগের বছরের মত সবার ভেতর উওেজনা দেখছিনা। জংগীদের কাছে সবাই কি বিপন্ন হয়ে গেল।



Click This Link



ব্লগ আপডেট – ব্লগার ইমরান হাসান



২৯ শে ডিসেম্বর, ২০০৫ সকাল ১১:৩৮ |







সামহোয়্যার ইন এর ব্লগ এর সকল ব্যবহারকারীদের শুভেচ্ছা । আপনারা ব্লগ ব্যবহারকালে যেসব সমস্যায় পড়ছেন, সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করে যাচ্ছি। আজকে কয়েকটি আপডেট করা হল, আস্তে আস্তে আরো আপডেট আসবে । আপনাদের জন্য সাইটটি সহজতম করে তোলাই আমাদের ইচ্ছা ।



আজকের আপডেটগুলো হল:



1. ইন্টারনেট এক্সপ্লোরার এ পোস্ট এডিট করলে তা নতুন পোস্ট হিসেবে চলে আসতো । এটা ঠিক করা হয়েছে।



2. ব্যক্তিগত পেজ থেকে মূল সাইট এ ফেরার জন্য কোন লিংক ছিলো না । এখন ব্লগের টাইটেলের পাশে তা পাবেন (ইমেজ হিসেবে) ।



3. ব্যক্তিগত পেজ এর মূল লেখা এবং প্রোফাইল সেকশন এর মাঝে প্রয়োজনীয় গ্যাপ ছিলো না, এখন কিছুটা আছে



4. লগইন করার পর ব্যক্তিগত পেজ এর উপরে যে বাটনগুলো দেখা যেত, সেগুলোর সাধারণ চেহারা একটু পরিবর্তন করা হয়েছে ।



5. ইমেজ আপলোড এ কিছু সমস্যা ছিলো (তাই নাকি ???), ঠিক করা হয়েছে



6. ব্যক্তিগত পেজএর টাইটেলে ব্লগের শিরোনাম ভেঙে যেত, এখন ঠিকমত দেখা যাচ্ছে ।



এই তো গেল কি কি আপডেট হয়েছে, এবার বলি সামনে কি কি আসছে:



1. পিকচার গ্যালারী



2. আরো সহজভাবে বাংলা টাইপ করার ব্যবস্থা (পরীক্ষা-নিরীক্ষা চলছে)



3. আমাদের অন্যান্য সাইট থেকে গরম গরম খবর



4. সুন্দর সুন্দর টেমপ্লেট (ব্যক্তিগত পেজ এর জন্য)



5. কোন পোস্ট কে মডারেশন করার জন্য রিকোয়েস্ট করার ব্যবস্থা



আমরা চেষ্টা করে যাবো যত তারাতারি সম্ভব এগুলো যোগ করতে, কিন্তু আপনাদের সুবিধার্থেই আমরা সময় বেশি নিচ্ছি ভালো করে টেস্ট করার জন্য । তাই এগুলো আপনাদের সামনে কবে আসছে সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে চোখ রাখুন, দেখবেন একদিন সকালে উঠে বলে উঠেছেন: "আরি !! এটা তো আগে ছিল না !! "



সবশেষে আপনাদের বলবো, আপনাদের জন্যই আমাদের এই সাইট । তাই এর ভালো মন্দ আপনারাই দেখবেন, আমাদের জানাবেন । আমরা যথাসাধ্য চেস্টা করব আপনাদের চাহিদা পূরণ করতে ।



আজ এখানেই শেষ করছি । আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম ।



(এই অংশটি এডিট করার পর যোগ করছি, দেখি পোস্ট এডিট এর সমস্যা ঠিক হলো কিনা)



ওহ, আমার পরিচয়ই দেয়া হয়নি । আমি ইমরান, সামহোয়্যার ইন এর পিএইপপি ডেস্কের সদস্য । এই সাইট এর লিড ডেভেলপার । তবে তাই বলে এটা পুরো আমার তৈরী না কিন্তু। হাসিন ভাই, হাসান, মিশো ভাই - ওনাদের বিশাল অবদান আছে । আপনাদের একদিন এই সাইট তৈরীর গল্পটা শোনবো, তাহলেই বুঝতে পারবেন ।



এখন আসলেই বিদায় । ভালো থাকুন ।



http://www.somewhereinblog.net/blog/emran/153



ফেরা / অলোকরঞ্জন দাশগুপ্ত – ব্লগার আফতাব



৩০ শে ডিসেম্বর, ২০০৫ বিকাল ৩:৫৮ |



তুমি ভাবলে ফিরে-আসার পরেও

সব-কিছু তার নিজের জায়গায়

রইবে অটুট; চিত্রদারুধেনু

চরিয়ে গোঠে সুরদাসের আঁকা

বালকৃষ্ণ দাড়িয়ে থাকবেন;



আবহমান কৃষ্ণচূড়ার নিচে

বোষ্টমী তার গান গাইতে গিয়ে

কন্ঠিবদল করবে থির বিজুরী

আগের মতো তোমার সঙ্গে! তুমি

নিজেই কি এক ফিরে-আসার পরেও?



Click This Link



লস্করের বিলাত আবিষ্কার – ব্লগার হীরক লস্কর



৩০ শে ডিসেম্বর, ২০০৫ রাত ৮:০২ |



বিলাত সাত সাগর পাড়ের দেশ হলেও শাসক আর শাসিতের সম্পর্কেআমার তো তেমন দূরের কিছু নয়। পিতামহ বা মাতামহরা তো রাণীর শাসনেই মানুষ। তবু জাহাজ চেপে রাণী অব্দি তারা পেঁৗছাতে পারেননি। হাজার হোক তাদের সূত্র তো আমি অস্বীকার করতে পারিনা। তাদের আশাকেও অসম্পূর্ণ রাখতে পারি না। সুতরাং উড়াল জাহাজে সওয়ার হয়ে আমি একদিন হাজির হয়ে গেলাম দাদা-নানার স্বপ্নশহর লন্ডনে।



ঐতিহ্যের ইঁট গাঁথা শহরে হাঁটি। মনে কোনো জোর পাই না। প্রাক্তন প্রভুদের বংশধররা এখনও যে পুড়িয়ে ছাই করে দেবো চোখে তাকায় - তা আমাশয় ঘটিয়ে দেয়ার মত। কিন্তু লন্ডন এসে জানতে পারলাম আমিই একমাত্র লস্কর নই। আরো আগে সত্যিকার লস্কররা এসেছিল এই দেশে। তাদের রক্তে এদেশের মাটিও ভিজেছে। আমাদের ইতিহাস থেকে আমরা এমনিই চোখ ফিরিয়ে রাখি।অতীত খুঁড়ে দেখার তো প্রশ্নই ওঠে না। প্রতিবছর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স পাশ করে বের হচ্ছে হাজার হাজার ছাত্র-ছাত্রী। তারা কি নিয়ে গবেষণা করে?



Click This Link



আমার দেখা বাংলাদেশ – ব্লগার ইসরাক



৩১ শে ডিসেম্বর, ২০০৫ সকাল ১১:৫৯ |







আমি এখনো বাংলাদেশ ভালোমতো দেখা হয়নি। আমার ছোট দুই ভাই্যের ছবি দিয়ে ব্লগটি পরীক্ষামূলক উদ্ভোদন করলাম।



http://www.somewhereinblog.net/blog/ishrak/174



সূচনা – ব্লগার অপ বাক



৩১ শে ডিসেম্বর, ২০০৫ দুপুর ১২:৫৭ |



প্রথম সমস্যা বাংলায় লিখা............. আমার হাতেখড়ি হলো



http://www.somewhereinblog.net/blog/kkk/178



ওয়েব ডিজাইন সার্ভে ২০০৭ - ব্লগার ইমরান হাসান



২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:৪২ |







যারা ওয়েব ডেভেলপমেন্ট/ডিজাইন এর সাথে জড়িত আছেন, তাদের মধ্যে বেশির ভাগই এ লিস্ট এ্যাপার্ট এর সাইট ভিজিট করে থাকেন বিভিন্ন ওয়েব রিলেটেড আর্টিকেল পড়ার জন্য । এই এ লিস্ট এ্যাপার্ট -ই তাদের প্রথম ওয়েব ডিজাইন সার্ভে শুরু করেছে । এই সার্ভের মাধ্যমে তারা বিশ্বব্যাপি ওয়েব ডেভেলপমেন্ট/ডিজাইন এর মার্কেট, এই রিলেটেড জবের অবস্থা, ইত্যাদি বের করার চেষ্টা করবে । তো যারা এখনো অংশগ্রহণ করেননি, তারা শিগগিরই চলে যান এই লিংক এ ।



Click This Link







(চলবে ...............)

মন্তব্য ১১৮ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট ভাল লাগলো।জানাআপু সহ সামুর প্রতিষ্ঠলগ্ন থেকে যারা এই প্লাট ফরম এতদূর নিয়েএসেছেন তাদের সশ্রদ্ধ সালাম।কান্ডারী সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সেলিম দোয়া করবেন যেন কাজটি চালিয়ে নিয়ে যেতে পারি।

২| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

আমিনুর রহমান বলেছেন:

চমৎকার উদ্যোগ নতুন রা সামু'র ইতিহাস জানতে পারবে +++

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

নতুন ব্লগারদের যদি এতে কিছুটা হলেও অনুপ্রেরনা জাগে তবেই আমি ধন্যহব আমার কষ্ট সার্থক হবে।

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

সমকালের গান বলেছেন: ধন্যবাদ।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
এই মন্তব্য গুলো দেখেনঃ =p~ =p~ =p~ ;) ;) ;)







৪| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

সোহাগ সকাল বলেছেন: সুন্দর এবং মান সম্পন্ন একটা পোষ্ট।

অনেক ভালো লাগলো। নতুনেরা জানতে পারবে কিছু।

শুভ কামনা অথর্ব ভাই।।

(আপনার আসল নামটা কি? 8-| 8-|)

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন

ধন্যবাদ অনেক অনেক

আমার আসল নাম কাণ্ডারী অথর্ব

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: পোষ্ট স্টিকি হলে উত্তম হতো
সুন্দর পোষ্টে ধন্যবাদ

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ।

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

s r jony বলেছেন: আমিনুর রহমান বলেছেন:

চমৎকার উদ্যোগ নতুন রা সামু'র ইতিহাস জানতে পারবে +++

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন ব্লগারদের যদি এতে কিছুটা হলেও অনুপ্রেরনা জাগে তবেই আমি ধন্যহব আমার কষ্ট সার্থক হবে।

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

ফারজুল আরেফিন বলেছেন: শেষ থেকে ২০০৭ পর্যন্ত দেখেছিলাম, ২০০৫ পর্যন্ত যাওয়া হয়নি।

বর্তমান অতীতের মতো ভালো থাকলে বেশ হতো!

৪++++

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:
বর্তমান অতীতের মতো ভালো থাকলে বেশ হতো!

সহমত ভাই

৮| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

এম হুসাইন বলেছেন: ৫ম + ভাই।
চমৎকার উদ্যোগ!

চালিয়ে যান।

শুভেচ্ছা ও শুভকামনা।
ভালো থাকুন।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
যদি তেমন ভয়াবহ কিছু না ঘটে তাহলে চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।

৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

পথ-হারা এক পথিক বলেছেন: ৬স্ট + ভাই।
নতুন কিছু অ্যাড করলে এই পোস্টেই কইরেন। তাহলে একটা সুপার কালেকশান হয়ে থাকবে।
শুভেচ্ছা ও শুভ কামনা। :) :)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

এই পোস্টে লিঙ্ক গুলো যুক্ত করে দিব

দোয়া করবেন যেন চালিয়ে নিতে পারি

১০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অসাম পোস্ট! ++++++++++++++++

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

বাহ বাহ এত প্লাস রাখব কোথায়

১১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

ফারজানা শিরিন বলেছেন: মিয়া ভাই আপনে কাম কাজ করেন না ??? !!!!!!!!!!!!!!

নাকি ঘুমান না ????????!!!!!!!!!!!!!!!!!!!!!!


(সালাম ভাইয়া)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:
বেকার মানুষের আর কাজ কি বলেন ????!!!!!!!!!!

ওয়ালাইকুম সালাম

১২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ। কেমন আছেন ?

১৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

স্বপনবাজ বলেছেন: চলুক !

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
পোষ্ট বেশী বড় হয়ে যাচ্ছে দেখি চালিয়ে নিতে পারি কিনা :)

১৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

মামুন রশিদ বলেছেন: এটাতো হৃদয় খুড়ে তুলে আনা হীরে-মানিক । একেতো উনারা বাংলাভাষায় ব্লগিংয়ের পথিকৃত, তার উপর আবেগ মাখা প্রথম পোস্ট ।


এই রকম একটা সংকলনের আইডিয়ার জন্য হৃদয় থেকে ভালোবাসা জানবেন কান্ডারী ভাই । সংকলনের ধারাবাহিকতা চাইছি । আর চাই 'জানা' আপুর লেখা, এই পোস্টেই আসলে ভালো হতো । কারন বাংলা ব্লগিস্ফায়ারের উনিই পথ-প্রদর্শক ।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই ইচ্ছে আছে এই পর্যন্ত সকল ব্লগারদের দেয়া প্রথম পোষ্ট গুলো ধারাবাহিক ভাবে নিয়মিত প্রকাশ করে যাওয়ার কিন্তু জানিনা তত দিন বেঁচে থাকব কিনা।

মামুন ভাই আপনার সিরিয়াল আসতে অনেক সময় লেগে যাবে।

কৃতজ্ঞতা জানবেন

১৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

সুপান্থ সুরাহী বলেছেন:
প্ররশ্রিমী পোস্ট...

স্যালুট লইন ভাই...

++++

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
স্যালুট নিলাম ভাই আমিও স্যালুট দিলাম।

১৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

মামুন রশিদ বলেছেন: ততদিন আমিও বেঁচে থাকি কিনা, জানা নেই । তাই এখানে আমার প্রথম পোস্ট শেয়ার করে নিলাম । ;) :P


০৯ই মে ২০১২, সকাল ১১.৩৫ ।

কবিগুরুর ১৫১তম জন্মবার্ষিকী : রবিরাগের এক করুন রস ।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই আপনার পোস্টটি আর কষ্ট করে খোঁজা লাগবেনা

১৭| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

বাংলার হাসান বলেছেন: আমিনুর ভাইয়ের সাথে একমত। চমৎকার উদ্যোগ নতুন রা সামু'র ইতিহাস জানতে পারবে +++

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও তেমনটাই ভেবে এই উদ্যোগ নিয়েছিলাম

১৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০২

বটবৃক্ষ~ বলেছেন: হুম! ! বেশ পরিশ্রমী ...কষ্টসাধ্য...সময়সাপেক্ষ পোস্ট!
তবে চমতকার উদ্দোগ নিয়েছেন!আমার মতো নতুন দের জন্য মেলা কিসু জানার সুযোগ ঘটবে!:)

অভিনন্দন~~

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্টটি অনেক সুন্দর করে গুছান যেত অনেক বেশী ইনফরমেশন দিয়ে তাতে আরও সুন্দর হত পোস্টটি।

১৯| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬

একজন আরমান বলেছেন:
চমৎকার উদ্যোগ ! চালিয়ে যান।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আবার দেখিস না চালালে হরতাল ডাকিস না যেন

২০| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার সংকলন।


প্রিয়তে রাখলাম।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
খুসি হলাম। ভালো থাকবেন ভাই।

২১| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৪

ইউসুফ আলী রিংকূ বলেছেন: পোস্টে ++++++

প্রিয়তে নিলাম

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
খুসি হলাম। ভাল থেক ভাই ।

২২| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১২

আরজু পনি বলেছেন:

কমেন্ট বা লাইক দেবার আগে প্রিয়তে নিয়ে নিলাম। মাশআল্লাহ্ দারুণ কাজ!

দেবরা ম্যাম গত ব্লগ ডেতে এসেছিল।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই।

আমিও ম্যামকে দেখেছিলাম ব্লগ ডেতে ।

২৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫০

বাংলাদেশী দালাল বলেছেন:

কম্পিউটার পেশা। কখনও নেশা বানায়নি। গেমস, চ্যাট, ফেবু থেকে দুরে থাকতাম। জীবনের কাউন্ট ডাউনে এসে আফসোস সামু তে কেন আসিনি।

ভাল থাকবেন। পোস্ট প্রিয়তে ।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও ভাবি সামুতে বেশ দেরী করে ফেলেছি আসতে

২৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: লেখক বলেছে চলবে !

পাঠক বলেছে চলুক !

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

বড় পোস্ট হয়ে গেছে বেশী

২৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

মেহেরুন বলেছেন: চলতে থাকুক ++++++

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ

২৬| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

মেহেরুন বলেছেন: চলতে থাকুক ++++++

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপু চলবে যদি বেঁচে থাকি

২৭| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

লাবনী আক্তার বলেছেন: দারুণ একটা উদ্যোগ! পোস্টে ++++++++++++++++++++++++++++++++্


আর আপনাকে অনেক ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
জানিনা শেষ পর্যন্ত আমি বেঁচে থাকব কিনা

২৮| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

শ্রাবণ জল বলেছেন: কষ্টের- ধৈর্যের এবং দীর্ঘ সময়ের কাজ।

দোয়া- শুভকামনা এবং শুভেচ্ছা থাকল, ভাইয়া।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

কান্ডারি অথর্ব বলেছেন:
এই প্রজেক্টের উপর আজ প্রায় কয়েক মাস ধরেই কাজ করছি। অনেক কিছু শিখতে পেরেছি পুরানো ব্লগারদের ব্লগিং থেকে আর বুঝলাম তারা অনেক ভাল ছিলেন।

২৯| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

লাবনী আক্তার বলেছেন: বেঁচে থাকুন অনেকদিন!!

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
বেঁচে থাকতে ইদানীং বেশ কষ্ট হয় অযথা এমন বদ দোয়া দিয়েন না শুধু যেন মরার আগে ভাল কিছু করতে পারি সেই দোয়া করলেই চলবে

৩০| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭

আশিক মাসুম বলেছেন: পোস্ট আগেই পড়েছিলাম কিন্তু নেট সমস্যার জন্য কমেন্ট করতে পারছিনা, এখন প্রক্সিতে আছি ++++++ বাটন কাজ করেনা ।


ভাল থাইকেন গুরু ।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
আমি ভাল থাকতে ভুলে গেছি এবং ভুলে যেতে চাই চিরতরে

এইসব গুরুটুরু বোলে আমাকে হেয় করা কেনরে ভাই।

৩১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

ফারজানা শিরিন বলেছেন: এহ !!! আপনি এত এত গুছায় লেখেন কিভাবে ??? আমার তো খালি ঘুম পায় !!! :((

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত জেগে থাকতে পছন্দ করি। তাই ঘুম পায়না । লেখালিখি করি।

৩২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩১

একজন নিশাচর বলেছেন: ভাইইইইইইইইইইইইইইইইইইইইই,

বুকে আসেন।

সামুর ব্যাপারে অনেক কিছুই জানা হয়ে গেল আপনার পোস্টের সুবাদে।

ধন্যবাদ দিয়া ছোট করতে চাই না। তবে প্লাস দিয়া প্লাসের সংখ্যা সংখ্যা বাড়ায়া দিয়া গেলাম। :)

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ঈদ আসলে কোলাকুলি করবনে।

জানবে আরও যদি বেঁচে থাকি।

ধন্যবাদ আমিই তোমাকে দিলাম ভাই।

৩৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১

অচিন.... বলেছেন: nice post

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অচিন ভাই।

৩৪| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

মাহতাব সমুদ্র বলেছেন: আশা করি আমার পোস্ট দিয়ে দেবেন.।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
অবশ্যই আমার নিজের পোস্টও থাকবে :)

৩৫| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা পোষ্ট। অনেক কিছুই জানছি ইদানিং কান্ডারী ভাই আপনার কল্যানে। ভালো থাকবেন। শুভ কামনা। :)

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
লজ্জা দিচ্ছেন কাল্পনিক ভাই । আমি নিজের জন্য কখনো ভাবিনা। চেষ্টা করি ভাল কিছু উপহার দেয়ার।

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

আমি বাঁধনহারা বলেছেন:




ভালো লাগলো।অনেক কিছু জানা হলো।
শেয়ার করার জন্য ধন্যবাদ।



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনাদের ভাল লাগাতেই আমার সার্থকতা

৩৭| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: কষ্টকর এবং কঠিন উদ্যোগ !!

সহস্র প্লাস।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি ভাই ভীষণ কষ্টের একটি কাজ। তবে দোয়া করবেন যেন চালিয়ে যেতে পারি।

৩৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

সোনালী ডানার চিল বলেছেন:
কান্ডারী ভাই; খুব সাধুবাদ আপনার উদ্যোগকে.............
+++++++++++++++++++++++++++++++

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
এইটা করতে যেয়ে বল্গ সম্পর্কে অনেক অভিজ্ঞতা হচ্ছে। বেশ ভাল লাগছে অনেক কিছু শেখার আছে পুরাতনদের কাছ থেকে

৩৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০০

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা ......

++++ লন :)

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:
আপু তুই আমাকে প্লাস দিবি সেটা আমি জানতাম। :)

৪০| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৬

একজন আরমান বলেছেন:
আপনার সাথে কথা নাই।
আমি এতো অনুরোধ করার পরও সিরিজটা চালালেন না। :(

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
কোন সিরিজ আরমান B:-)

৪১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই পোস্ট তো সামু'র প্রথম পেইজের কোথাও সব সময় ঝুলাইয়া রাখা উচিত :)

পরিশ্রমি একটা পোষ্ট +++

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা অস্থির বলেছেন।

না থাক ভাই অনেক ধন্যবাদ এমনিতেই থাক পোস্ট ঝুলালে লজ্জা লাগে।

৪২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

একজন আরমান বলেছেন:
কান্ডারী আর রেশমি'র সিরিজ !

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:
X( X( X(( X((

৪৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৮

একজন আরমান বলেছেন:
কি হইলো ? :| :| :|

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
দিমুরে ভাই একটু অপেক্ষা কর।

৪৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাই প্রথমে যেই ইমরানের কথা লিখসেন এইডা কি ডাঃ ইমরান নাকি!!

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
নাউজুবিল্লাহ, নারে ভাই। উনি সামুর একজন অন্যতম স্রষ্টা বলতে পারেন। যাদের হাত ধরে সামুর পথ চলা শুরু সেই ইমরান ভাই । তার সাথে এই ইমরানের কোন যোগসূত্র বা মিল নেই।

৪৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

নীল-দর্পণ বলেছেন: বাহ! দারুনতো

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি দারুন :) :)

৪৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৩

আমি তুমি আমরা বলেছেন: জাকারিয়া মুবিন বলেছেন: ভাই প্রথমে যেই ইমরানের কথা লিখসেন এইডা কি ডাঃ ইমরান নাকি!!

=p~ =p~

২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:
নাউজুবিল্লাহ, নারে ভাই। উনি সামুর একজন অন্যতম স্রষ্টা বলতে পারেন। যাদের হাত ধরে সামুর পথ চলা শুরু সেই ইমরান ভাই । তার সাথে এই ইমরানের কোন যোগসূত্র বা মিল নেই।

৪৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

মেহেরুন বলেছেন: Click This Link

০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ

৪৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

মেহেরুন বলেছেন: কেমন আছেন ভাই??? আমার ব্লগ এ ঘুরে যাবেন।

০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল আছি

অবশ্যই

৪৯| ০১ লা মে, ২০১৩ রাত ৯:৪০

কালোপরী বলেছেন: :)

০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

:)

৫০| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: অনেক সুন্দর পোস্ট। সেই অগ্রজ ব্লগারদের প্রতি শ্রদ্ধা জানাই বাংলা ব্লগের যাত্রালগ্নে যারা হাল ধরেছিলেন!

আপনাকে অনুসরনে নিলাম।

০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ অবশ্যই আর আপনি বহু আগেই আমার অনুসরনে ছিলেন

৫১| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:২৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: টাইম মেশিনে করে ঘুরে এলাম মনে হচ্ছে ।

চমৎকার কস্টসাধ্য পোস্টের জন্য ধন্যবাদ ।

১৪ ই মে, ২০১৩ সকাল ১০:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনাকে অতীত থেকে ঘুরিয়ে আনতে পেরে আমি ধন্য মন্ত্রী মহোদয়

৫২| ০১ লা জুন, ২০১৩ রাত ২:১২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: +++++++++++++++++++++++++
বেশ ঝামেলার কাম কইচ্ছেন। 8-| #:-S

চুপি চুপি আমার পরথম পোস্টের লিংকটাও আপনারে দিয়া গেলাম। খালি আপ্নেই পইড়েন। কাঊরে দিয়েন না। =p~ =p~ =p~ ;) :P :P

০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া আপনাদের আমি স্যালুট জানাই যে আপনারা একটি দুর্দান্ত সংকলনের কাজ হাতে নিয়েছেন (গল্প সংকলন)। আমি আপনাদের ঐ সংকলনের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি।

৫৩| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২

অন্তহীন বালক বলেছেন: পুরো ইতিহাস ঘেটে এলাম।।
ভালো লাগলো।।

০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

এই পোস্ট একটি সিরিজ পোস্ট এটি চলবে।

৫৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:০৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: জেনুইন ওয়ার্ক

খুব ভাল লাগল এই পোস্ট দেখে

০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ করিম ভাই। এটি একটি সিরিজ পোস্ট চলবে।

৫৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৭

আমিনুর রহমান বলেছেন:


সামু'র প্রথম ব্লগারের প্রথম পোষ্ট যদি ড্রাফট বা ডিলিট না করে থাকেনঃ ওয়েব ডিজাইন সার্ভে ২০০৭

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা সীমাহীন ভাইয়া। পোস্ট আপডেট করে দিয়েছি।

৫৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ পোষ্ট।



মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: টাইম মেশিনে করে ঘুরে এলাম মনে হচ্ছে ।

আমারও সেইম অবস্থা।




কষ্টকর পোষ্টে+++++++++++++++++++++++++++++++++

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


এবার ভ্রমনের ভাড়া দাও। :) :) :)

৫৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
:P ইয়ে মানে ...... পোষ্টের উপর এই ধরনের কোন ক্যাপশন নাই। থাকলে ঐ প্রস্তুতি নিয়ে উঠতাম। #:-S


;)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

আচ্ছা এখনতো জানলে এখন দাও :P

৫৮| ২২ শে জুলাই, ২০১৩ রাত ২:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমিতো প্রস্তুতি নিয়েই উঠিনি । কেমতে দিমু । :(

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
আইচ্ছা এইবারের মত মাফ দিলাম :)

৫৯| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ বর্ষণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.