![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম ডেলোনিখ রেজিয়া (Delonix regia)। এই গাছ চমৎকার পত্র-পল্লব এবং আগুনলাল কৃষ্ণচূড়া ফুলের জন্য প্রসিদ্ধ। এটি ফাবাসিয়ি পরিবারের অন্তর্গত একটি বৃক্ষ যা গুলমোহর নামেও পরিচিত।
কৃষ্ণচূড়া গাছের লাল, কমলা, হলুদ ফুল এবং উজ্জল সবুজ পাতা একে অন্যরকম দৃষ্টিনন্দন করে তোলে। কৃষ্ণচূড়া মাদাগাস্কারের শুষ্ক পত্রঝরা বৃক্ষের জঙ্গলে পাওয়া যায়। যদিও জঙ্গলে এটি বিলুপ্ত প্রায়, বিভিন্ন বিশ্বের অঞ্চলে এটি জন্মানো সম্ভব হয়েছে। সৌন্দর্য বর্ধক গুণ ছাড়াও, এই গাছ উষ্ণ আবহাওয়ায় ছায়া দিতে বিশেষভাবে উপযুক্ত। কৃষ্ণচূড়া উদ্ভিদ উচ্চতায় কম (সর্বোচ্চ ১২ মিটার) হলেও শাকা-পল্লবে এটি বেশি অঞ্চল ব্যাপি ছড়ায়। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।
স্থানীয় নামঃ অপরাজিতা
ভেষজ নাম /বৈজ্ঞানিক নামঃ Clitoria ternatia Linn, এটি Popilionaceae এর পরিবার ভূক্ত
ব্যবহার্য অংশঃ ফুল, পাপড়ি, মূল ও গাছের লতা
রোপণের সময়ঃ বর্ষাকাল
উত্তোলণের সময়ঃ বছরের যে কোন সময় সংগ্রহ করা যায়।
চাষাবাদের ধরণঃ গাছের ডাল বর্ষা কালে স্যাঁত স্যাঁতে মাটিতে রোপন করতে হয়, ছোট ছোট ধূসর ও কালো বর্ণের বিচি রোদে শুকিয়ে নরম মাটিতে রোপন করতে হয়।
আবাদী / অনাবাদী / বনজঃ আবাদী ও অনাবাদী বনজ সব ধরণের হয়ে থাকে। তবে সাধারণতঃ বসত বাড়ির শোভা বর্ধনে বাড়ির আঙ্গিনায় এ গাছ রোপন করা হয়।
উদ্ভিদের ধরণঃ এটি একটি লতা জাতীয় গাছ। অনেক লম্বা হয়ে থাকে। এর ফুল দুই রঙ্গের-সাদা এবং নীল হয়ে থাকে।কোনো অবলম্বন পেলে এটি বেড়ে উঠে।
ঔষধি গুণাগুণঃ অপরাজিতার ফুল, পাপড়ি, মূল ও গাছের লতায় নানান ঔষধি গুনাগুণ রয়েছে। মুর্ছা, হিস্টিরিয়া, বয়:সন্ধি কালীন উন্মাদ রোগ, গলগন্ড রোগ, ফুলা রোগ, আধকপালে ব্যথা শুষ্ক কাশি, স্বরভঙ্গ, ঘন ঘন প্রস্রাব, ইত্যাদি রোগে ঔষধি গুনাগুণ রয়েছে।
স্থানীয় নামঃ জবা
ভেষজ নাম /বৈজ্ঞানিক নামঃ Hibiscus rosa-Sinensis Linn (হিবিসকাস রোজা-সিনেনসিস লিন)
ব্যবহার্য অংশঃ ফুল, পাপড়ি ও গাছের ছাল
রোপণের সময়ঃ বর্ষাকাল
উত্তোলণের সময়ঃ বছরের যে কোন সময় সংগ্রহ করা যায়।
চাষাবাদের ধরণঃ গাছের ডাল বর্ষা কালে স্যাঁত স্যাঁতে মাটিতে রোপন করতে হয়।
আবাদী/ অনাবাদী/ বনজঃ আবাদী ও অনাবাদী বনজ সব ধরনের হয়ে থাক। তবে বসত বাড়ির শোভা বর্ধনে গাছ রোপন করা হয়।
উদ্ভিদের ধরণঃ এটি একটি ঝোপ জাতীয় গাছ। সাধারণত: সাত আট ফুট উচ্চতায় হয়ে থাকে। এর ফুল নানা রঙ্গের হয়ে থাকে । জবা ফুল ঠোঙ্গা আকৃতি, পঞ্চমুখি ও থোকা আকারের হয়ে থাকে।
ঔষধি গুণাগুণঃ জবা ফুলে নানা ঔষধি গুনাগুণ রয়েছে। বমনের প্রয়োজনে, অনিয়মিত মাসিকের স্রাব, মাসিক ঋতুর অতিস্রাবে, চোখ উঠা, মাথায় টাক পোকা, হাতের তালুতে চামড়া উঠা ইত্যাদি রোগে ঔষধি গুনাগুণ রয়েছে
১৯ শে মে, ২০১৩ রাত ১১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখি ভাই গবেষণা করে কিছু বের করতে পারি কিনা । কেমন আছেন ?
২| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গ্রামে অপরাজিতা ফুল অনেক দেখেছি শৈশবে।
দেখতেই অনেক সুন্দর ছিল।
এখন ফুটে কিনা জানি না।
ফুল নিয়ে সিরিজ হলে দারুন হয়।
১৯ শে মে, ২০১৩ রাত ১১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার খুব প্রিয় ফুল গুলোর মধ্যে একটি। গ্রামে এখন তেমন একটা দেখা যায় না এই ফুলটি।
ভাই সিরিজ হয়ত হবেনা তবে চেষ্টা করব আরও কিছু আমার প্রিয় ফুল নিয়ে লিখতে।
৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৩৯
তারছেড়া লিমন বলেছেন: দারুন পোষ্ট । ভাললাগা রইল ভাই।++++++++++++++++++++
১৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
লিমন ভাই এত এত প্লাসের জন্য ভীষণ খুসি খুসি লাগছে
৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৪০
স্বপনবাজ বলেছেন: একজন পরিপূর্ণ, অলরাউন্ডার ব্লগার
SIR কান্ডারী অথর্ব!
১৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ওহে ছাত্র তুমি আমার গত মাসের বেতন না দিয়ে কোথায় গেলে
৫| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৩
কালোপরী বলেছেন: স্কুলে আমার ব্যাচ ছিল দোলনচাঁপা ( বাকিগুলা হল কৃষ্ণচূড়া, অপরাজিতা, কনকচাঁপা)
আমার ফুলের উপর পোস্ট চাই
তারপর এই পোস্ট পড়তে আবার আসব
১৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু আমি যে ভেবে ছিলাম শুধু আমার কিছু প্রিয় ফুল নিয়ে পোস্ট দিব এখন তাহলে দেখছি মহা বিপদে পরা গেল। প্লিজ রাগ করবেন না দোহাই আপনার পোস্ট পড়ুন। আচ্ছা আমি চেষ্টা করব আপনার ফুল নিয়ে পোস্ট দিতে।
৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ লাগলো!!!!!
১৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ম্যানসন নট টু থেঙ্কু
৭| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৪
প্রিন্স হেক্টর বলেছেন: ছবি দেখলেই কান্না আসে। তবে ব্লগার জুনের সব ছবি ক্লিয়ার। সামুর ব্যাপার স্যাপার বুঝিনা কিছু
১৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
৮| ২০ শে মে, ২০১৩ রাত ১২:০২
বাংলাদেশী দালাল বলেছেন:
ধুর মিয়ে কোন ফুল কোন টাইপ মাইয়ারা বেশি পছন্দ করে হেইতা লেখবেন না?
কিছু অজানা তথ্য ছিল প্লাস দিলাম।
২০ শে মে, ২০১৩ রাত ১২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মেয়েরা পছন্দ করে কোন ফুল আমি কেম্বা কইতাম
তয় আমার মনে লয় পেলাষ্টিকের ফুল হইলেও হইতাম পারে
৯| ২০ শে মে, ২০১৩ রাত ১২:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
পোস্টে ++++
ভাই আমি কোন ছবি আপলোড করতে পারিনা।
২০ শে মে, ২০১৩ রাত ১২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সামু কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এমন সমস্যা প্রায় অনেকেরই হচ্ছে। আর ছবি আপলোড করার পর ঘোলা দেখায়।
১০| ২০ শে মে, ২০১৩ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: ভালো।
২১ শে মে, ২০১৩ রাত ২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই
১১| ২০ শে মে, ২০১৩ রাত ১২:৪২
আমিভূত বলেছেন: আচ্ছা কৃষ্ণচূড়া লাল ,রাধাচূড়া হলুদ ,আর গোলাপি টার নাম কি বলতে পারেন ?
২১ শে মে, ২০১৩ রাত ২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
নাত জেনে বলতে হবে !!!!
১২| ২০ শে মে, ২০১৩ রাত ১২:৫০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: নতুন সিরিজ শুরু করলেন নাকি ???
অল দ্যা বেস্ট ।
২১ শে মে, ২০১৩ রাত ২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা ঠিক তাই এবার একটু ভিন্ন ধারায় যেতে চাইছি।
১৩| ২০ শে মে, ২০১৩ রাত ১২:৫৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: অপরাজিতার নাম অনেক শুনছি বাট কোনদিন দেখিনি আজ দেখলাম
নাইস পোস্টি
২১ শে মে, ২০১৩ রাত ২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার খুব প্রিয় একটি ফুল। ধন্যবাদ ভাই।
১৪| ২০ শে মে, ২০১৩ রাত ১:২১
বটবৃক্ষ~ বলেছেন: স্বপনবাজ wrote: একজন পরিপূর্ণ, অলরাউন্ডার ব্লগার
SIR কান্ডারী অথর্ব! একমত....
উফফফ কৃষ্ণচূড়া!!!!মাথাই নষ্ট....আমি বোশেখের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি সবসময়...আগুন লাগা রক্তচূড়ার গাছ দেখে চোখ ধাধানোর জন্যে...!
আর ঘ্রানের দিক থেকে দোলনচাপা, শিউলি , বকুল ,হাস্নাহেনা.....আমি ভেবে রেখেছিলাম এই নিয়ে একটা পোস্ট দেবোই....!আপনি ফার্স্ট হয়ে গেলেন....!
অভিনন্দন!!
২১ শে মে, ২০১৩ রাত ২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি একটি পোস্ট দিলে আমার কষ্ট কমে যায় কিছু পোস্ট দেয়াও কমে যায় প্লিজ পোস্ট দিয়ে ফেলুন
১৫| ২০ শে মে, ২০১৩ রাত ১:৪৫
বটবৃক্ষ~ বলেছেন: ওহ একটা কথা নেটে বুঝি এরচে সুন্দর কোন ছবি পাননি??
অন্তত আমার কৃষ্ণচূড়ার?? এই নেন আমার তরফ থেকে>>
২১ শে মে, ২০১৩ রাত ২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার আমার সবচেয়ে প্রিয় ফুলটি আমাকে উপহার দেয়ার জন্য। আমার ব্যাক্তি গত কালেকশনে রেখে দিলাম
১৬| ২০ শে মে, ২০১৩ রাত ১:৪৮
বটবৃক্ষ~ বলেছেন: হুম বুঝলাম আপনার কুনু দুষ নাই.....সামুতেএখন ভালো ছবিকেও পচা দেখায়.... আমার পচা ছবিগুলো মুছে দিয়েন। ব্যাফুক কষ্ট পাইলাম.....
২১ শে মে, ২০১৩ রাত ৩:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে না আমার খুব পছন্দ হয়েছে ছবি। এতে আপনার দোষ কোথায় ?
১৭| ২০ শে মে, ২০১৩ ভোর ৪:০২
একজনা বলেছেন: আইলা
বড়ই সৌন্দর্য! আহা মধু মধু
জবা ফুলটার যায়গায় কদম ফুল থাকলেই আমার প্রিয় তিনটা খাটি দেশী ফুল নিয়ে পোষ্টটা হয়ে যেত
কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে......... :!> :!>
মনডা উচাটন হয়্যা গেল
পোষ্টের লেইগ্যা পিলাচ আর ফোডুর লেইগ্যা মাইনাচ আপনেরে
২১ শে মে, ২০১৩ রাত ৩:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু কদম ফুল যে আমার পছন্দ না।
পিলাচের জন্য ধন্যবাদ কিন্তু ছবি ঘোলা দেখালে আমার কি দোষ।
১৮| ২০ শে মে, ২০১৩ সকাল ১০:৫৯
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই
এর ভেতরে কৃষ্ণচূড়া আমার খুবই প্রিয়... অন্য ফুলগুলোও ভালো লাগার... পোষ্টে ভালো লাগা...
শুভকামনা...
২১ শে মে, ২০১৩ রাত ৩:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
চিমটি কাটেন কৃষ্ণচূড়া আমার সবচেয়ে প্রিয় একটি ফুল
১৯| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:৪০
s r jony বলেছেন:
তুমিতো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
আমিতো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমিতো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
চলে গেছো কোথায় আমায় ফেলে বহুদূর।।
২১ শে মে, ২০১৩ রাত ৩:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ বাহ বাহ অসাম অসাম জনি ভাই তা আফা মুনি কে আমাগের ভাবি নাকি
২০| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:০৩
লাবনী আক্তার বলেছেন: ইন্টারের কথা মনে পড়ল। উদ্ভিদ বিজ্ঞান আর প্রানী বিজ্ঞান পড়ার সময় বৈজ্ঞানিক নাম কত যে মুখস্ত করেছি।
আর কৃষ্ণচূড়াতো আমার খুব প্রিয়।
২১ শে মে, ২০১৩ রাত ৩:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত সেখান থেকেই খুঁজে পেলাম নামগুলো
কিরে সবার দেখি আমার প্রিয় ফুলের সাথে প্রিয় মিলে যায় এটা কিন্তু ঠিক না
২১| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সুন্দর পোস্ট
২১ শে মে, ২০১৩ রাত ৩:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার কৃতজ্ঞতা জানবেন
২২| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৫
অপর্ণা মম্ময় বলেছেন: অপরাজিতা ফুল দেখি নাই কখনো !
তবে বাসার সামনে একটা কৃষ্ণচূড়া আছে। যখন ফুল আসে চমৎকার লাগে দেখতে !!!
২১ শে মে, ২০১৩ রাত ৩:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার বাসায় আমাকে খুব শীঘ্রই দাওয়াত দেন আমার কৃষ্ণচূড়া ফুল খুব পছন্দ যেহেতু আপনার বাসায় এই গাছ আছে অতএব আজ হতে আপনিও আমার খুব পছন্দের
২৩| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:০০
রাইসুল সাগর বলেছেন: চমৎকার পোষ্ট ভাই। ++ এর মহসেন দিয়ে গেলাম। ভালো থাকুন সব সময়।
২১ শে মে, ২০১৩ রাত ৩:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
খাইছেরে ভাই পরে না আবার পোস্ট উইরা যায়
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই। দোয়া করি খুব শীঘ্রই আপনি সুস্থ হয়ে উঠেন আমিন।
২৪| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:০১
মেহেরুন বলেছেন: darun laglo....
২১ শে মে, ২০১৩ রাত ৩:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপু
২৫| ২০ শে মে, ২০১৩ বিকাল ৪:০৬
স্বপনবাজ বলেছেন: ফুল না তবে ফুলের রং ও এর মানে এবং কিভাবে কি অর্থ রাখে তা নিয়ে ফেসবুকে আমার ফুল বিষয়ক পেজে লিখেছিলাম আগে! আমার এখন সিরিজ লিখার ইচ্ছে জেগেছে কিন্তু ছবি তো পচা আসে!
২১ শে মে, ২০১৩ রাত ৩:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মুল নিকে সিরিজ না দিয়ে কোন প্রকার মাল্টিবাজী আমি মেনে নিতে পারবনা
২৬| ২০ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৫
বাংলার হাসান বলেছেন: স্বপনবাজ বলেছেন: একজন পরিপূর্ণ, অলরাউন্ডার ব্লগার
SIR কান্ডারী অথর্ব!
২১ শে মে, ২০১৩ রাত ৩:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এইযে ছাত্র মহাশয় পড়তে বসুন এবার
২৭| ২১ শে মে, ২০১৩ রাত ১:৩১
রাইসুল নয়ন বলেছেন: আমার প্রিয় ফুল !
তার জন্য ছিঁড়তে গিয়ে হাত ভেঙেছিলাম (নিজের)।
আজ মনে পড়ে গেলো ।
আপনাকে কৃষ্ণচূড়ার শুভেচ্ছা ।
পোস্ট অসাধারণ ।
২১ শে মে, ২০১৩ রাত ৩:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমারও কৃষ্ণচূড়া পছন্দ। ভাই তোমাকেও তাহলে কৃষ্ণচূড়া , অপরাজিতা আর জবা ফুলের ফুলেল শুভেচ্ছা জানাই।
২৮| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৪৩
ঘুড্ডির পাইলট বলেছেন: গাছ পালার পোষ্ট ভালো লাগলো।
২১ শে মে, ২০১৩ সকাল ৯:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
গাছ পালার পোস্ট সামনে আরও আসবে কিন্তু
২৯| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৫১
সায়েদা সোহেলী বলেছেন: ঐটা অপরাজিতা! !
আমি জানতাম নীলকন্ঠ :!>
+++
২১ শে মে, ২০১৩ সকাল ৯:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
হ্যাঁ এটাই অপরাজিতা নীলকণ্ঠ ফুল আছে অন্য আরেকটি। দুঃখিত কেন জানি ছবি আপলোড করতে পারছিনা না হলে দেখাতে পারতাম।
৩০| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:৩০
নাজিম-উদ-দৌলা বলেছেন: হঠাৎ ফুল নিয়ে গবেষণা শুরু করলেন মনে হয়! ভাল ভাল চালিয়ে জান!
২১ শে মে, ২০১৩ সকাল ১০:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
আসলে ফুল না বলতে পারেন উদ্ভিদ প্রীতি জেগে উঠেছে মনের মাঝে
৩১| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:৪০
এহসান সাবির বলেছেন: ভাই লজ্বাবতি, কদম আর কাঁঠালী চাপা নিয়ে একটা পোস্ট দিয়েন।
২১ শে মে, ২০১৩ সকাল ১০:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
হায় হায় আমিত ভাবলাম পরের পোস্ট দিব আম নিয়ে
৩২| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:১৩
অপর্ণা মম্ময় বলেছেন: হাহহাহা , ভালো বলছেন। কৃষ্ণচূড়া গাছ পাশের বাসার মামাদের, আমাদের না। তবুও আমার এলাকায় দাওয়াত দিলাম।
আইসেন।
২১ শে মে, ২০১৩ সকাল ১০:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এলাকায় চায়ের দোকান থাকলেই হবে। এক কাপ চা আর বন খাওয়ালেই চলবে।
৩৩| ২১ শে মে, ২০১৩ সকাল ১১:৫০
লাবনী আক্তার বলেছেন:
ভাইয়া কৃষ্ণচূড়া আমার খুব প্রিয় ফুল। কৃষ্ণচূড়া নামে আমার একটা কবিতাও আছে।
Click This Link
২১ শে মে, ২০১৩ দুপুর ১২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনিও এই ফুলের ভক্ত কাহিনী কি ?
আপনার কবিতা দেখি ড্রাফ্ট করে ফেলেছেন
৩৪| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১১
লাবনী আক্তার বলেছেন: সর্বনাশ! ড্রাফ্ট কিভাবে হল?
২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
৩৫| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৯
স্বপনবাজ বলেছেন:
২১ শে মে, ২০১৩ দুপুর ১২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
৩৬| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আমি সাদা অপরাজিতা দেখেছিলাম ।পোস্টে+++++++++++++++++++++++++
২১ শে মে, ২০১৩ দুপুর ১২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম কিন্তু নীল অপরাজিতাই বেশী সুন্দর আমার দুঃখ গুলোর সাথি হয়ে থাকে।
৩৭| ২২ শে মে, ২০১৩ ভোর ৪:০০
একজন আরমান বলেছেন:
মিয়া আপনার নামে যদি সংশোধন না আনেন তাইলে আপনার খবর আছে।
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
হায় হায় তাহলে আবার আকিকা দেয়া লাগবে
৩৮| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৩৭
আমিনুর রহমান বলেছেন:
SIR কান্ডারী, পোষ্টে প্লাস ।
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ গুরু।
৩৯| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৮
এরিস বলেছেন: ফাবাসিয়ি?? আমি ফ্যাবিসি পড়তাম। :``>> গুলমোহর নামটি নতুন জানলাম। অপরাজিতার ঔষধি গুণ আছে জানতাম। তবে ব্যবহারের নিয়ম জানিনা। সেটা বললে ভালো হতো। জবা ফুলটা এরকম কেন? এরকম জবা দেখিনি আগে। ভালো লাগা জানবেন। কিন্তু, কেন ছবি আপলোডের ঝামেলা নিয়ে কোন সাড়া নেই কে??? এতো সুন্দর একটা পোস্ট, কিন্তু ছবিগুলো কেমন দেখাচ্ছে দেখুন। ছবি পোস্টে সামু তিক্ততা এনেই ছাড়বে মনে হয়।
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত ছবির কারনে পোস্ট দিয়ে তৃপ্তি পাচ্ছিনা। তবে আশা করি শীঘ্রই সামু ঠিক হয়ে আসবে।
ব্যবহারের নিয়ম দেখি পাওয়া যায় কিনা পেলেই আপনাকে জানাব।
৪০| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৯
এরিস বলেছেন: ফাবাসিয়ি?? আমি ফ্যাবিসি পড়তাম। গুলমোহর নামটি নতুন জানলাম। অপরাজিতার ঔষধি গুণ আছে জানতাম। তবে ব্যবহারের নিয়ম জানিনা। সেটা বললে ভালো হতো। জবা ফুলটা এরকম কেন? এরকম জবা দেখিনি আগে। ভালো লাগা জানবেন। কিন্তু,ছবি আপলোডের ঝামেলা নিয়ে কোন সাড়া নেই কেন??? এতো সুন্দর একটা পোস্ট, কিন্তু ছবিগুলো কেমন দেখাচ্ছে দেখুন। ছবি পোস্টে সামু তিক্ততা এনেই ছাড়বে মনে হয়।
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ।
৪১| ২৩ শে মে, ২০১৩ রাত ৩:৩২
ভিয়েনাস বলেছেন: কৃষ্নচূড়া অনেক পছন্দের ফুল। আমাদের এলাকায় কৃষ্নচুড়া ফুলটা খুব কম দেখা যায় সেই জন্য হয়তো ফুলটা এতো ভালো লাগে।
সুন্দর পোষ্ট। ভালো লাগলো
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত বলতে পারেন এই ফুলের দারুন ভক্ত।
শুভকামনা থাকল নিরন্তর।
৪২| ২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৯
এহসান সাবির বলেছেন: কই আমের পোস্ট..? আমও পচ্ছন্দের ফল। কিন্তু ফুল দিলে আমার অনুরোধ টা বিবেচনা করবেন।
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি নিয়ে পোস্ট দিব সময় পাচ্ছিনা সাবির ভাই। আর ফুল নিয়ে পোস্ট দিলে আপনার প্রিয় ফুল সেখানে অবশ্যই থাকবে।
৪৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩৮
ফারজানা শিরিন বলেছেন: এইরাম পোস্ট আমি দিতে চেয়েছিলাম তবে আমার কাছে থাকা গাছগুলো নিয়ে ।
ভাইয়া, কদম গাছ নিয়ে এ্কটা সুন্দর গল্প লিখেন ।
২৫ শে মে, ২০১৩ দুপুর ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কদম গাছ নিয়ে গল্প লিখতে বলছেন ঠিক আছে দেখি চেষ্টা করে পারি কিনা।
৪৪| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫৪
ফারজানা শিরিন বলেছেন:
২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
হাসছেন কেন ?
৪৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:১০
ফারজানা শিরিন বলেছেন: চেষ্টা করবেন পড়েই আনন্দ লাগলো ।
২৮ শে মে, ২০১৩ রাত ১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
চেষ্টা অবশ্যই করব ।
৪৬| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫
প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ কিছু জিনিস নতুন করে জানা হল ।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন কিছু জানাতে পেরে খুশি হলাম।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ রাত ১১:৩৬
মাক্স বলেছেন: গাছ বিষয়ক গবেষণা?