![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
মৃদু বাতাসে খেলছে ঝলমলে রোদ
বিকেলের এই সুন্দরে একলা ভাবছি কৃত পাপের কথা,
ভাবছি বেদনাঘন ভালোবাসার কথা,
কতটা তলিয়ে গেছি এই আমি ভাবছি সেটাও !
অনুশোচনায় আর অনুতাপে দগ্ধ
ক্লান্ত আমি খুঁজি নতুন ভোর – নতুন জীবন।
সে জীবনে থাকবে না কোন পাপ,
থাকবে না ভালোবাসা মন খারাপের অভিশাপ,
শুধু থাকবে পুণ্যবান একজন –
মৃত্যুঞ্জয়ী।
ভালোবাসার সৌরভে ভরে থাকবে হৃদয়,
কল্পনায় অসীম আকাশ;
সে আকাশের শুভ্রতায় প্রিয় প্রেম।
পৃথিবীর জন্য ,মানুষের জন্য প্রেম;
সমগ্র পৃথিবী জুড়ে শুধুই প্রেম আর ।
এই প্রেমের মাঝেই খুঁজে পেয়েছি –
নতুন ভোরে আমার নতুন জীবন।
এই জীবনে পাপ নেই ,
নেই ভালোবাসার অভিশাপ,
শুধু আছে পুণ্যবান একজন –
মৃত্যুঞ্জয়ী।
সেই প্রেমে বর্ণালী রাঙানো আকাশ পানে তাকিয়ে ভাবছি এই আমি –
নর বেঁচে আছে নরত্বের মাঝেই,
নারী বেঁচে আছে নারীত্বে ,
পৃথিবী ঠিক ঘুরে বেড়ায় নিজ অক্ষে ,
নিহিত কর্মের ব্যস্ততায় সীমাবদ্ধ সব ,
সময় চলে যায় নিয়তিকে অতীত করে;
বদলে যেতে থাকে পৃথিবীর দৃশ্যপট।
নগরিনী, -
অতীতের স্মরণে – অতীত বর্তমানের মাঝে;
খুঁজে পাবো বহু তফাৎ।
অবিশ্বাস জিতে যায় ;
সত্যের আড়ালে ঢাকা পড়ে মিথ্যের নির্মম পরিহাস।
এই মহিমায় মহিমান্বিত – সমাজ ইতিহাস;
জীবন - জীবিকার সংগ্রামে , সংগ্রামী মানুষ।
নগরিনী ,তোমাকে বলছি -
বলতে পার, তোমরা কতটা সুখী ?
দুঃখ কি তোমাদের বিষাদে ছেয়ে রাখেনি ?
তোমাদের মাঝেই হয়তবা কিছু কিছু মানুষ সুখী !!
তাদের জীবন বয়ে যায় অগোচরে ,অনিয়মে
আর কিছু বাঁধা নিয়মের শিকলে বন্দী জীবনে –
নিস্তার নেই তোমাদের ।
ভ্রান্ত সংস্কারের শাসনে তোমাদের আবেগ আজ নিস্তব্ধ।
নগরিনী শোন -
রাতের আকাশে পূর্ণিমার চাঁদ;
প্রেমিক হৃদয়ে বীজ বুনেছে প্রেমের সাধ।
বিরহে প্রেমিক হৃদয়ে কখনো উদয় হয়নি প্রেমের ভোর ।
তোমরা এই প্রেমিক হৃদয়ে জ্বেলে দাও
প্রেমের অনির্বাণ শিখা।
তোমাদের জীবনও যদি প্রেমহীন হয়;
আজো তবে জানেনি কেউ , জীবন কি কয় !
নগরিনী, -
জীবনটা বিরহ সাগর নয়,
হৃদয়টা নয় কষ্টের বালুচর ,
মনটা বিষাদের আকাশ নয়,
দেহটা নয় ব্যথার পাহাড় ;
তাই ইচ্ছে করলেই ভালোবাসার অভিশাপকে
সঙ্গী করতে পারিনা।
আবার ভালোবাসা ছাড়া মৃত্যুঞ্জয়ী হওয়া যায় না।
তাই সকলেরই অর্জন করতে হয় ভালোবাসার বর্ণালী।
যেখানে জীবনের সব রং জেগে উঠে,
মনের সব ইচ্ছেগুলো অসীমে হারায় ,
সব কষ্ট তলিয়ে যায় সুখের সাগরে ;
পৃথিবী সুন্দরের চেয়েও সুন্দর মনে হয়।
ভালোবাসার এই বর্ণালীতে নিঃসীম আকাশে পথ খুঁজে ফিরে বহুকাল ;
অবশেষে অনেক আশাতে হৃদয় পাহাড় হয়,
অনেক বেদনায় অশ্রু ঝরে,
অনেক তৃষ্ণায় বুক হয় মরুভূমি ,
ভালোবাসার অপূর্ণতায় মানুষকে একা হয়ে যায় ;
পৃথিবীটাকে হয়ে যায় অসুন্দরের চেয়েও অসুন্দর ।
তবু প্রিয়জনকে ভোলা বড় দায় ;
তাইতো তোমরা ছুটে চলো মিথ্যে ভালোবাসার আশায়।
নগরিনী বলছি তোমায় , -
ভালোবাসার বর্ণালী তোমাদের হৃদয়ে সৃষ্টি করে –
নতুন প্রেম।
এই প্রেমের মাঝেই খুঁজে পাও নতুন ভোর – নতুন জীবন।
দৃঢ় প্রত্যয়ী আর প্রতিশ্রুতি বদ্ধ সংগ্রামী জীবন
পৃথিবীতে এঁকে দেবে শুধু প্রেম –ভালোবাসার বর্ণালী।
নগরিনী,
প্রতিদিন ঘুমের প্রহর কাটিয়ে জেগে উঠ দুঃস্বপ্ন নিয়ে;
নতুন নতুন দুর্ঘটনার সংবাদ থাকবে পত্রিকার পাতা জুড়ে ।
পৃথিবীর কল্যানে আশীর্বাদ নিয়ে এসেছিলো যে বিজ্ঞান
যার বিজ্ঞানেরই আপ্যায়নে তোমরা ক্রমশ পঙ্গু ।
পৃথিবী জুড়ে হত্যা আর যুদ্ধের বিভীষিকা।
তাইতো চলে যেতে ইচ্ছে হয় দূরে বহু দূরে –
ভালোবাসার বর্ণালী আঁকা পৃথিবীতে।
যেখানে থাকবেনা কলহ – মিছিলের ভিড়;
শুধু থাকবো আমি আর তুমি
আমার শান্তি প্রিয় নগরের নগরিনী।।
সবসময় উৎসর্গ করতে নেই মাঝে মাঝে বুঝে নিতে হয়।
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া অসংখ্য ভালোলাগা এই দীর্ঘ কবিতা কষ্ট করে পড়েছেন। ভালোবাসা জানবেন নিরন্তর।
২| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:০৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতাটা পড়লাম তয় শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে বেশ বেগ পেতে হয়েছে!
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই লেখার পর আমারও মনে হয়েছে এত দীর্ঘ কবিতা প্রকাশ করা ঠিক হবে কিনা !!! বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে।
৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:০৩
মামুন রশিদ বলেছেন: ৮৯ লাইনের কবিতা আমি ৮৯ দিনেও লিখতে পারবোনা
তাইতো চলে যেতে ইচ্ছে হয় দূরে বহু দূরে –
ভালোবাসার বর্ণালী আঁকা পৃথিবীতে।
হুম, আমারও ইচ্ছে হয় । প্রথম ভালোলাগা
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া গুরু যদি এই কথা বলে তাহলে স্টুডেন্ট এর লজ্জার সীমা থাকেনা।
আমার সাথে আর কাউকে নেব না। আপনি অন্য পৃথিবী বানিয়ে নেন।
৪| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:১৬
নাজিম-উদ-দৌলা বলেছেন: বেদনাঘন ভালোবাসা, পুণ্যবান একজন মৃত্যুঞ্জয়ী, ভালোবাসার বর্ণালী আঁকা পৃথিবী উপমাগুলো ভাল লেগেছে। ভালোবাসার বর্ণালী শব্দটা বেশ কয়েকবার ব্যবহার করেছেন দেখলাম। কথাটার ওপর আপনার বিশেষ কোনও দুর্বলতা আছে বলে মনে হচ্ছে।
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা সাধারনত মনের দহন থেকেই আসে তাই বলতে পারেন এই কবিতায় অনেক কিছুই আছে যা আমার মনের ভেতরের দহনের প্রতিফলন হিসেবেই রয়েছে।
৫| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২৪
রাজীব হোসাইন সরকার বলেছেন: এখানে জীবন হাসে বৃত্তের ডানপাশে,
মনের গভীরে বাধে খেলাঘর!!!
নচীদা বলেছেন।
ভালো লাগল ভাই
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
নচীদা উনাকে ঠিক চিনলাম না ভাই। ধন্যবাদ।
৬| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা ভ্রাতা
++++++++++++++
ভালো থাকবেন সবসময়
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভ্রাতা আপনাকে স্মরণ করেছিলাম। নিশ্চয় ভাল আছেন।
৭| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৪২
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: কবিতা লিখার সাধ জাগে মনের মাঝে,
কিন্তু
যখন ই লিখি হয়ে যায় তা একটা ছড়া ।
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত ভাই বহু চেষ্টা করেও ছড়া লিখতে পারিনা। ছড়া লিখতে পারা খুব কঠিন একটি কাজ। আপনার ছড়ার অপেক্ষায় রইলাম।
৮| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৩
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: কবিতা বুঝি না, কিন্তু মনে হয় ভাল হইছে। প্লাস..
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা হা অসংখ্য ধন্যবাদ ভাই।
৯| ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:১৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চাচ্চু , ++++++++++++++++++++++++++ লন ।
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
হায় হায় ভাতিজী যখন সার্টিফিকেট দিছে তাইলে কবিতা কি যে হইছে বুঝতেই পারতাছি। ধইন্যা ভাতিজী।
১০| ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:২২
রহস্যময়ী কন্যা বলেছেন: এত্তবড় কবিতা পইড়া আমি হয়রান হয়ে গেছি ভাইয়া। :-< :-< আপনার লিখতে কয়দিন লাগসে লিখতে??
তয় কবিতা অনেক ভালা পাইলাম
ভাইয়া আপনাকে এত্তগুলা পিলাচ
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
এখন দরকার একটু গ্লুকোজ ।
আমিত এক রাতেই লিখেছি। তবে আপনি লিখলে আরও কম সময় লাগবে। বলেন দেখি কেমনে
আপু আপনাকে এতগুলো ধন্যবাদ ও এতোগুলো শুভকামনা।
১১| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৭
ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন:
আংকেল +++++++ লন
১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
উফ লেডিস তোমার প্লাস পেয়ে আমি ধন্য।
১২| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৮
প্যাপিলন বলেছেন: নগরকে বিশেষ করে এই নগরকে পুরুষ বলেই মনে হয়, খুবই কেয়ারলেস, যেমন ইচ্ছে তেমন কবি শামসুর রহমানের লেখার খাতার মতো। কবিতায় উঠে এসেছে অনেকরে চেনা দীর্ঘশ্বস, সুখ কিংবা দুখের অনুভুতি।
ভাস্কর্যটা ২৭ নম্বরে না!
১১ ই জুন, ২০১৩ দুপুর ১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
হলনা এটা পুরান ঢাকায় অবস্থিত একটি ভাস্কর্য।
শুভকামনা রইল।
১৩| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:১২
রেজোওয়ানা বলেছেন: "নগরিনী" শব্দটা সুন্দর!
১১ ই জুন, ২০১৩ দুপুর ১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু কৃতজ্ঞতা জানবেন। শব্দটা কেন যে মাথায় এলো আমি নিজেও বুঝি নাই।
১৪| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩১
অপর্ণা মম্ময় বলেছেন: উফ কত বড় কবিতা ! কবিতা লেখার সময় আপনি কবিতার ভাবে ডুবে ছিলেন বলেই কবিতা যে দীর্ঘ হচ্ছে খেয়াল করেন নাই।
কবি মনে হয় বেশ নরম মনের মানুষ যে কিনা পৃথিবীর নির্মমতা দেখতে চায় না, হানাহানি দেখতে চায় না । দেখতে চাই না আমরা কেউই । কিন্তু কবি ভালোবাসা আর প্রেমের পৃথিবীতে চলে যেতে চাই , ডুবে যেতে চায় দেখে মনে হয় কবি একজন এস্কেপিস্ট। কিন্তু শুধু " কবি আর সে " ঐ পৃথিবীতে থাকবে আর কাউকে রাখবে না এটা কেমন কথা ! সে হিসেবে বলা যায় কবি স্বার্থপরও বটে।
বরাবর শুনে এসছি - নগর ।
কবিতা পড়ে মনে হলো কবি নগর এর মাঝে মায়াময় নারীর তুলনা করে তাকে ' নগরিনী ' বলেছেন। পরিবর্তন যা গতানুগতিক না সেটা চোখে লাগবেই । তাই নগরিনী শব্দও চোখে লাগলো ।
যেমন করে স্বাভাবিক লাগে নারীর নারীত্ব । কিন্তু নর ( পুরুষের ) এর নরত্ব শুনতে অদ্ভুত লাগে । পুরুষের পুরুষত্ব আবার স্বাভাবিক শব্দ ।
এখন আমাকে যদি এর বিকল্প শব্দ বলতে বলা হয় আমি পারব না বলতে। কারণ -- এই শব্দ বদলাতে গেলে কবিতার অনেক শব্দ বদলাতে হবে, লাইনের মানে বদলাতে হবে।
কবি বেশ ভাবুক মনের কবিতা পড়ে বুঝেছি । তাই কবির কাছে অনুরোধ থাকবে ভাবের মাঝে ডুবেই লেখালেখি করুন কিন্তু আগের , পরের প্যারার সাথে সামঞ্জস্য রেখে করুন যাতে পাঠকের ভাবনা ছুটে না যায় ।
হয়ত বলবেন - আমি তো শখে লিখি । শখেই লিখুন আর অভ্যাসেই লিখুন -- যেহেতু লিখছেন ব্লগে এবং আমরা অনেক পাঠক সেটা পড়ছি তাই পাঠকের প্রতি দায়বদ্ধতা তৈরি হয় লেখকের । সেজন্য লেখা যাতে হোক সেটা কবিতা বা পড়ার মতো গল্প , মুক্তগদ্য সেটা যেন অপেক্ষাকৃত নির্ভুল বানানে হয় , সামঞ্জস্য পূর্ণ হয় ।
আমি যা লেখি সেটার মাঝেও ভুল থাকে। ব্লগে দেয়ার অর্থ সে লেখার গ্রহণযোগ্যতা কেমন , লেখার কমতি গুলো কোথায় সেটা শুধরে নেয়া।
মন খুলে মন্তব্য করলাম , জানি আপনি রেগে যাবেন না , বিরক্ত হবেন না বলেই করলাম।
তবে লেখার প্রতি আপনার আন্তরিকতা আছে বলেই এত কিছু বলা।
শুভকামনা কাণ্ডারি ভাই।
১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি কোন মন্তব্য প্রিয়তে নেয়া যেত তবে আমি এই মন্তব্যটি প্রিয়তে নিয়ে রাখতাম। হয়ত ব্লগে একেই বলে মন্তব্য। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।
সত্যি আমি সখে লিখি তবে অবশ্যই যারা পড়বেন তাদের প্রতি আমার আরও দায়িত্বশীলতা থেকেই যাই লিখি যত্ন বান হওয়া উচিত এ ব্যাপারে আপনার সাথে একমত।
যখন এই কবিতা টি লিখছিলাম সত্যি আমি নিজের মাঝে উপস্থিত ছিলাম না। আমি যেখানে যে মায়াবতীর রাজ্যে নিমগ্ন ছিলাম সেখান থেকে ফেরা খুব কঠিন ছিল সে সময়।হয়ত তাই কিছু অপ্রত্যাশিত ভাবের সামঞ্জস্যহীনতা রয়ে গেছে। সে জন্য আমি ক্ষমা প্রার্থী।
কবিতায় অনেক শব্দ অনেক সময় নির্বাচিত হয় কবির একান্তই নিজের ভাবনা থেকে যেগুলো বাংলা কিংবা ইংরেজি কোন অভিধানে পাওয়া যাবেনা সেগুলো দূষণীয় নয় আর এক কারনেই কবিতা গল্প হতে ভিন্ন এবং ভাবের হয়ে থাকে। তাই নরত্ব এবং নগরিনী হচ্ছে আমার বিশেষ ভাবনার দুটি শব্দ।
হুম ভাবের জগতে থেকে কবিতা বেশ বড় হয়ে গেছে। এত বড় কবিতা ব্লগে দেয়ার জন্য দুঃখিত।
আপনি আমাকে যে বিবেচনায় এনেছেন তাতে আমি নীরব থেকেই আমার সম্মতি জানিয়ে যাচ্ছি।
পুরো কবিতা সম্পাদিত হল। নিমন্ত্রণ রইল এমন একজন সত্যিকারের ভাল পাঠকের আমার ব্লগে চিরদিনের জন্য।
১৫| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: থাকবে না ভালোবাসা মন খারাপের অভিশাপ
অংশটুকু ভাল লাগে নাই কান্ডারী।বাকীটুকু ভাল হয়েছে।ভালবাসা না থাকলে জীবনের মানে কি? তাহলে কবিতাই বা লিখি কেণ?
১১ ই জুন, ২০১৩ দুপুর ১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এখানে ভালোবাসা নিয়ে নিজের সাথেই নিজে ডিবেট করেছি পুরো কবিতায় এবং পাশাপাশি নগরের প্রতি অস্থিরতা প্রকাশ করতে চেয়েছি যেটা আমার এই কবিতার মুল প্রতিপাদ্য সব শেষে দেখুন সিধ্যান্ত নিয়েছি যে,
যেখানে থাকবেনা কলহ – মিছিলের ভিড়;
শুধু থাকবো আমি আর তুমি
আমার শান্তি প্রিয় নগরের নগরিনী।।
এখানে কিন্তু ভালাবাসার সাথেই ঘর করতে চেয়েছি। ধন্যবাদ।
১৬| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:২৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম.................
১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম্মম্মম্মম্মম্মম
১৭| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:২৮
সমানুপাতিক বলেছেন: ভাল লাগা থাকল ।
১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই শুভকামনা নিরন্তর।
১৮| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাপ্রে!!!!! রবীন্দ্রপরবর্তী সময়ে এত বড় কবিতা লেখার মত শক্তি খুব কবিদেরই হয়েছিল। বুঝতেই পারছি ভাবি অনেক পুষ্টিকর রান্না বান্না করছেন। ফলে কাব্যের মাধ্যমেই শক্তির বিনাস!!!
এই বড় কবিতায় ভালো মন্দ বলার যোগ্যতা আমার নেই ভাই। তবে নামটা বেশ ভালো লেগেছে।
১১ ই জুন, ২০১৩ দুপুর ২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
না না ভাই শক্তি আরও অনেক দিকেই সঠিক বিন্যাস হচ্ছে। সবই আপনার ভাবির প্রেরনা পেয়েই লেখা। ওর কাছে আমি কৃতজ্ঞ।
ভাই নিচে হামা ভাই তিনটি প্লাস দিয়ে গেছেন অতএব কবিতা আশা করি একেবারে খারাপ হয়নি। অপেক্ষা করেন হামা ভাইকে ভালোবাসা জানিয়ে আসি।
১৯| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০
হাসান মাহবুব বলেছেন: +++
১১ ই জুন, ২০১৩ দুপুর ২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
হামা ভাই একজন ভাল পাঠক হিসেবে আপনাকে মন্তব্যের ঘরে পেলে নিজের লেখার মান যাচাই করে নেয়া যায়। ধন্যবাদ আপনার প্রতি রইল কৃতজ্ঞতা।
২০| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৩
সিয়ন খান বলেছেন: +++
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ বস। ভাল থাকবেন জীবনের প্রতিটি পথ চলায়।
২১| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৪০
অপর্ণা মম্ময় বলেছেন: যাই হোক আবার উঁকি দিতে আসলাম প্রতি মন্তব্য দেখতে। নির্ভার হইলাম রাগ বা বিরক্ত হননি দেখে।
ভালো থাকবেন কাণ্ডারি ভাই ।
আপনাদের জন্য সবসময়ের শুভকামনা থাকলো।
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার কাছে এমন মন্তব্য আরও আশা করি কারন এই ধরনের মন্তব্য পেতে চাতকের মত অপেক্ষা করি।
শুভকামনা আপনার জন্য নিরন্তর।
২২| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৬
বোকামন বলেছেন:
অনুশোচনা - ভালোবাসা -অভিশাপ -পুণ্য -নারীত্ব -পূর্ণিমা -মরুভূমি -সংগ্রামী -বিজ্ঞান -যুদ্ধ অত:পর প্রিয় নগরের নগরিনী ।
বাহ্ বাহ্ বাহ্ খুব সুন্দর খুব সুন্দর ।।।
আমার কাছে কিন্তু একদমই দীর্ঘ কবিতা মনে হয়নি, হারিয়ে গিয়েছিলাম। স্বপ্ন যতই বড় হোক, সময়কাল তো কয়েক সেকেন্ড তাই না :-)
কবির একান্তই নিজের ভাবনাগুলো ব্যক্ত হোক নিজের মত করেই।
যেন কবিতা ভাবনায় নতুন জগতের সন্ধান পাওয়া যায় .........
বাস্তবতা, প্রেম এবং স্বপ্ন একাকার হয়ে বোকামন ভালোলাগায় নিস্তব্ধ হলো। জীবন - জীবিকার সংগ্রামে , সংগ্রামী মানুষদের প্রতিটি ভোর সুন্দর স্বপ্ন নিয়ে, আশা নিয়ে জেগে উঠুক।
প্রিয় ভাইকে আমার সালাম জানাচ্ছি।
ভালোলাগা ভাইকে জড়িয়ে থাকুক সর্বদা ........
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া এই কবিতাটি লেখার সময় আমি এই পৃথিবীতে ছিলাম না বলেই আমার ধারনা। কিছুটা নিজের সাথে তর্ক হয়েছে এই কবিতায়।
একটি ফ্যান্টাসি নির্ভর কবিতা।
ইদানীং জীবনটা বড় বেশী ফ্যান্টাসি নির্ভর হয়ে যাচ্ছে।
বাস্তবতার এমন করুন দৃশ্য হয়ত আর সহ্য হচ্ছে না
তবে যে ভয়টা ছিল কবিতা লেখা আমার দ্বারা হবে কিনা সেটা কেটে গেছে। মনে হচ্ছে চর্চা করলে আর যাই হোক কবিতা না হলেও গদ্য টাইপ কিছু একটা হবে।
তবে আপনার মন্তব্য পেয়ে সাহস আরও কয়েক গুন বেড়ে গেলরে ভাই। ধন্যবাদ সাহস দেয়ার জন্য।
২৩| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: তাইতো চলে যেতে ইচ্ছে হয় দূরে বহু দূরে –
ভালোবাসার বর্ণালী আঁকা পৃথিবীতে।
সুন্দর!!!
কবিতা ছোট বা বড় এইটা নিয়ে মন্তব্য করছিনা, আমি নিজেই অতিকায় একখানি কবিতা দিসি! আপনাকে দলে পেয়ে আমি খুশী!
উপরে অপর্ণা মম্ময় এর মন্তব্য ভালো লেগেছে, তার জন্যও একটা প্লাস!
শুভকামনা রইলো ভাই কান্ডারী!
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার কবিতার জন্য অপর্ণা মন্ময়ের করা মন্তব্য মনে হয় পারফেক্ট।
যাই হোক আমাকে আপনার দলে গ্রহণ করুন। আমি খুব ধন্য হব মুচলেকা যা নিবেন তাই দিব। আমিও এখন হতে কবিতা লিখব ভেবেছি।
২৪| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৮
বাংলাদেশী দালাল বলেছেন:
প্রথম ২ প্যারা আর শেষের টা বেশি ভালো লাগছে মাঝখানে মনে হয় মন সংযোগ ছিলোনা। আগেটো কবিটাই পড়তাম না। ডোস বিশি হয়ে গেলে আবার বদ হজম হবে।
তো শক্তির সঠিক প্রয়গ চালিয়ে যান। শুভ কামনা।
আমার রিকয়েস্টের লিংটা এডকরছিলেন কিনা দেইখা আসি।
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
বদ হজম হইলে কেমনে হবে আমিত এখন খালি কবিতা পোস্ট দিব ভাবছি। আমার খুব কবি হবার সখ জাগছে। ইনো খাইয়া নিয়েন।
করছি মানে আবার জিগায় :!>
২৫| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৭
আশিক মাসুম বলেছেন: মনে করে নিলাম,
জড়ের তারনায় লিখছেন কিনা যানিনা তবে, অন্যমাত্রার একটা কবিতা হয়েছে গুরু। পাঙ্খা আর কারেকয়।
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
ও ভাই কি মনে করে নিলা
শেষে কিনা এমনই এক কবিতা লিখলাম জ্বরের তাড়নায় পুরা পাঙ্খা বানায়া দিলা।
২৬| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: নগরিনী আমাদের বুঝেনা !
উৎসর্গ বুঝে নিছি গুরু !
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
উৎসর্গ বুঝে নিছ তা তোমার কি এই কবিতায় কোন অবদান আছে নাকি আমি মনে করতে পারছিনা
২৭| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: ভাইয়া, অসাধারন। ++
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অরে রে অনেক দিন পর এটা আমি কাকে দেখলাম ? স্বাগতম ফিরে আসায়।
২৮| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ছি ছি কি সব বলেন , নগরে যাদের সাথে আপনার দেখা হয় তারা সবাই এই কবিতার অংশ !
১২ ই জুন, ২০১৩ রাত ২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
এইভাবে বলতে নেই, ব্লগেরও কান আছে।
২৯| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:১০
তন্দ্রা বিলাস বলেছেন: দারুন কবিতা।
এত বড় সাইজের কবিতা লেখেন কিভাবে? আমি অনেক চেস্টা করেও ৪ লাইনের বেশি লিখতে পারিনি!
১৩ তম ভাল লাগা।
১২ ই জুন, ২০১৩ রাত ২:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও লিখতে পেরে অবাক হয়েছিলাম ভাই।
কৃতজ্ঞতা জানবেন।
৩০| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬
এহসান সাবির বলেছেন: ভালো লাগা....
কথা আছে ভাই...................
১২ ই জুন, ২০১৩ রাত ২:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষায় রইলাম।
৩১| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:৩৮
ভিয়েনাস বলেছেন: মেগা কবিতা লিখে ফেলেছেন ভাইজান
কবিতার সাথে মন্তব্যগুলোও পড়তে ভালো লাগলো।
প্লাস রইলো।
১২ ই জুন, ২০১৩ রাত ২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম মন্তব্য ধীরে ধীরে ব্লগে প্রাণবন্ত হচ্ছে। এটা খুব দরকার।
ভাইয়া অসংখ্য ভালোবাসা জানবেন।
৩২| ১২ ই জুন, ২০১৩ রাত ২:৪১
রাইসুল নয়ন বলেছেন: ভাই,
আপনি এভাবে কবিতা পোস্ট করলে পাবলিক আমার লেখা অকবিতা পড়বে না
আগে থেকেই জানি আপনি কবিতা লেখেন,আর অসাধারণ হয়েছে, চমৎকার হয়েছে এগুলা ব্লগে বহুল ব্যবহৃত ডায়লগ
শুধু বলতে চাই মাঝে মাঝে আমরা যারা কবিতা পছন্দ করি তাদের জন্য কবিতা পোস্ট কইরেন।
ভালো থাকুন।
১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হায় হায় ভাই কি কও আমি আরও তোমাদের দেখে কবিতা পোস্ট দেয়ার জন্য আগ্রহী হলাম।
নিয়মিত কবিতা পোস্ট দেয়ার ইচ্ছে আছে যদি লিখতে পারি তবেই।
আমিও এখন আর নিয়ম মাফিক ধন্যবাদ দিয়ে ছোট করছিনা।
৩৩| ১২ ই জুন, ২০১৩ ভোর ৪:০৯
ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো লাগলো ।
১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা পাইলট ভাই। আছেন কেমন ?
৩৪| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:০০
এরিস বলেছেন: জীবনটা বিরহ সাগর নয়,
হৃদয়টা নয় কষ্টের বালুচর ,
মনটা বিষাদের আকাশ নয়,
দেহটা নয় ব্যথার পাহাড় ;
তাই ইচ্ছে করলেই ভালোবাসার অভিশাপকে
সঙ্গী করতে পারিনা।
আবার ভালোবাসা ছাড়া মৃত্যুঞ্জয়ী হওয়া যায় না।
কবিতা সবময়েই কম বুঝি। আসলে এটা বুঝার বিষয়ও না। কি মাথায় নিয়ে, কোন দৃষ্টিকোণ থেকে সৃষ্টি করা, সেটা একমাত্র কবিই জানেন। সাহিত্যে পড়াশোনা করি। কমবেশি কবিতা পড়তে হয়। যখনই কোন কবিতার সারমর্ম, ক্রিটিকাল অ্যাপরিসিয়েশন পড়ি, মনে হয়, ভুল লেখা। সব ভুল। কবি শুধু কবিতা লিখে গিয়েছেন, অর্থ বাতলে যাননি। কে কেমন অর্থ করে নেবে সেটা নিতান্তই পাঠকের ব্যাপার। তাই কবিতার অর্থ খুঁজি কম। বরং বুঝতে চাই কবিকে। কবি কেমন করে বসে কবিতা লিখেছে?? কবি কি টেবিলে ছিল?? নাকি বারান্দায় রেলিঙে বসে লিখেছে? নাকি খাতায় লিখেনি, চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে মনে কবিতা বলে গেছে! কবির চোখে কি উদাস দৃষ্টি ছিল? কবির চোখে জল ছিল? নাকি প্রচণ্ড মনখারাপ নিয়ে কালো হওয়া আকাশটার দিকে চেয়ে ছিল?? কবিতা যতখানি ভাবায়, কবিতার কথাগুলো পড়তে পড়তে তার চেয়ে বেশী খুঁজতে চাই কবির মন আর চাওয়াকে। অনেক কথা ইতোমধ্যে বলে ফেলেছি। আর বাড়ানো ঠিক হবেনা। কবিতা বুঝিনি। এইটুকু বুঝেছি কবিতা সৃষ্টির সময় কবি নিজের মনে সকল গলিতে ঘুরে বেড়িয়েছেন। কখনো হ্যাঁ গলি, কখনো না গলি, যেখানে যাবার আছে, সেখানে; যেখানে যেতে নেই, সেখানেও। লেখার সাথে সাথে আমিও ঘুরে বেড়িয়েছি, ভালবাসার অস্তিত্বের প্রয়োজনীয়তার পক্ষে, আর বিপক্ষে, কবির সাথে সাথে।
১২ ই জুন, ২০১৩ দুপুর ২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মানুষ আমি হতাম যদি তোমাদের মত
তবে আমিও লিখতাম কবিতা;
কিন্তু আমি এক পাখি
উড়ে চলি শব্দ হীন
এই মেঘ হতে ওই মেঘ
তোমরা জান কি আমার আকাশ কত বড় ?
সে আকাশ তোমাদের আকাশের মত নয়
পাখি আমি একলা পাখি
মানুষ হতে চাই
আমাকে কি একটু মানুষ হবার যন্ত্রণা দেবে কেউ ?
৩৫| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:১৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা আমার কাছে বড় লাগে নি।
'মনের ভাব প্রগাঢ় হলে সামান্য শব্দ তার ভার সইতে পারে না, তখন কলমের মুখে লাইন ধরে সুশৃঙ্খল ভাবে কবিতা আসে না। কিছু কিছু কবিতা স্রেফ দেখে যাওয়া বা অনুভব করা কিছু স্মৃতির বলে যাওয়া কথা মাত্র। স্মৃতি ব্যাপ্ত, বিরাটকায় হলে তার প্রকাশটাও তেমনটা হওয়াই স্বাভাবিক, কখনো কখন বাঞ্ছনীয়।'
উপরের প্যারাটা কোলরিজের 'কুবলা খান' কবিতার প্রসঙ্গে বলা হয়েছিল। কিন্তু লক্ষ্য করুন, আপনার কবিতার প্রসঙ্গে এই একই কথা কেমন মানিয়ে যাচ্ছে। অদ্ভুত, তাই না?
ভালো লেগেছে।
১২ ই জুন, ২০১৩ দুপুর ২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি খুবই লজ্জিত যে কোলরিজের 'কুবলা খান' কবিতাটি আমার পড়া হয়নি। তবে আপনার কমপ্লিমেন্ট পড়ে কবিতাটি খুব পড়তে ইচ্ছে করছে। আপনি একজন খুব ভাল কবিতা বোদ্ধা সেটা বুঝতেই পারছি। কবিতা নিয়ে আপনার সাথে বেশ আড্ডা জমবে। আড্ডার নিমন্ত্রন রইল।
৩৬| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯
এরিস বলেছেন: মানুষ আমি হতাম যদি তোমাদের মত
তবে আমিও লিখতাম কবিতা;
কিন্তু আমি এক পাখি
উড়ে চলি শব্দ হীন
এই মেঘ হতে ওই মেঘ
তোমরা জানো কি আমার আকাশ কত বড় ?
কথাগুলো আমারও।
এস. টি. কোলরিজের কুবলা খান কবিতাটি তার স্বপ্নের ঘোরে লেখা কবিতা। কিছু একটা স্বপ্ন দেখে লিখছিলেন। কিছুদূর লেখার মাঝে কোন একটা কারণে ছেদ পড়ে ( এই মুহূর্তে মনে পড়ছেনা) । এরপর তিনি এই কবিতাটি আর সামনে এগিয়ে নিতে পারেননি। স্বপ্নের ঘটনাগুলো ঝাপসা লাগছিলো, শেষ করার জন্যে মনের মতো শব্দ পাচ্ছিলেন না।
( আমি সাধারণত একটা পোস্টে দুইবার মন্তব্য করিনা। ভুলেই প্রেস করে আবার চলে এসেছি। রিপ্লাইটা চোখে পড়লো, আপনার কবিতা আবার মন্তব্য লিখতে বাধ্য করলো। ক্ষমাপ্রার্থী)
১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার ভাবনার সাথে মিলে যাওয়া আপনার ভাবনাকে আবার আমার আঙ্গিনায় ফিরিয়ে আনুক এভাবেই বার বার।
কবিতাটি পড়ব একসময় ।
৩৭| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
একজনা বলেছেন: শিরোনাম টা বেশ চমৎকার। 'তিলোত্তমা'-র মত। কবিতা নিয়ে কিচ্ছু বলব না দহন থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দহনই ভালো
আর ভাস্কর্য টা কিন্তু ধানমন্ডি ২৭-এই। রাপা প্লাজার সাম্নের রাস্তার মোড়ে।
অঃ টঃ কান্ডারী ভাই ইদানীং বড্ড বেশি কবিতা লিখছেন-তা কাহিনী কি?
১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ শুভকামনা রইল। হুম কবিতা লেখার চেষ্টা করছি।
৩৮| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:২৫
সায়েম মুন বলেছেন: আপনার কবিতা আগে পড়েছি কিনা জানি না। এটা ভাল লাগলো। লিখতে থাকুন হাত খুলে।
১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা লিখতে পারিনা মাঝে মাঝে চেষ্টা করতে ভাল লাগে সেই প্রচেষ্টা থেকেই এই কবিতা। সাহস দিলে সামনে এগুবে কবিতা প্রচেষ্টা। কৃতজ্ঞতা ভাই।
৩৯| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৪৯
একজন আরমান বলেছেন:
ভালোবাসার বর্ণালী তোমাদের হৃদয়ে সৃষ্টি করে –
নতুন প্রেম।
এই প্রেমের মাঝেই খুঁজে পাও নতুন ভোর – নতুন জীবন।
দৃঢ় প্রত্যয়ী আর প্রতিশ্রুতি বদ্ধ সংগ্রামী জীবন
পৃথিবীতে এঁকে দেবে শুধু প্রেম –ভালোবাসার বর্ণালী।
নগরিনী বিশেষণটা ভালো লাগলো।
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম আমার ফ্যান্টাসি।
৪০| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:০৫
মনিরা সুলতানা বলেছেন: অনেক গুলো পোস্ট মিস হয়ে গেছে ...
এটা তে ++++ দিয়ে শুরু করলাম ।।
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
এত পোস্ট দিয়ে ফেলেছি এখন নিজের কাছেই অবাক লাগছে। অনেকটা জেদের বসেই এত পোস্ট প্রসব করা হয়েছে। আমি কিছুতেই লেখালিখিতে প্রান খুঁজে পাচ্ছিনা তাই নানা ভাবে লিখে চেষ্টা করছি প্রান ফিরে পেতে।
ভালো থাকবেন। যদিও খোঁজ নেয়া হয়না অনেকদিন। শুভকামনা থাকেই সবসময়।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৭
শ।মসীর বলেছেন: পৃথিবী ঠিক ঘুরে বেড়ায় নিজ অক্ষে ,
নিহীত কর্মের ব্যস্ততায় সীমাবদ্ধ সব ,
সময় চলে যায় নিয়তীকে অতীত করে;
বদলে যেতে থাকে পৃথিবীর দৃশ্যপট।