নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

The Dirty Dhaka – 01

১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৫









ঢাকা, মনে হয় যেন এর সবকিছুই ঢাকা। কিন্তু পথ চলতে গেলেই বোঝা যায় নামের সাথে এর কোন সার্থকতা নেই। সবটাই এর উন্মুক্ত। বাংলাদেশের রাজধানী হিসেবে পরিচিত এই ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। কথিত আছে যে, সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ঐ এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিলো, তাই রাজা, মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে।



আবার অনেক ঐতিহাসিকের মতে, মোঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন; তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ শহরে 'ঢাক' বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায়। এখানে উল্লেখ্য যে, মোঘল সাম্রাজ্যের বেশ কিছু সময় ঢাকা সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিলো।



আবার অনেকের মতে, একসময় এই অঞ্চলটিতে ঢাক নামের প্রচুর গাছ বিদ্যমান ছিল। সেই ঢাক গাছের নাম অনুসারেই এই অঞ্চলের নাম করন করা হয়েছে। ঢাক গাছ বলতে আসলে পলাশ ফুলের গাছকেই বঝানো হয়ে থাকে। সে যাই হোক,



ঢাকা নগরীকে বর্তমানে দুইভাগে বিভক্ত করা হয়েছে - ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর। ঢাকা দক্ষিণই মূলতঃ মূল নগরী। ঢাকা উত্তর ঢাকার নবীন বর্ধিত উপশহরগুলো নিয়ে গঠিত।







ঢাকা একটি মেগাসিটি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শহরও বটে। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহর বাংলাদেশের বৃহত্তম শহর। ঢাকার মহানগর এলাকার জনসংখ্যা প্রায় ১ কোটি ২০ লক্ষ। এটি বিশ্বের নবম বৃহত্তম এবং সর্বাপেক্ষা ঘন জনবহুল শহরগুলির অন্যতম। ঢাকা শহরটি মসজিদ শহর নামেও পরিচিত। এখানে বিশ্বের সেরা মসলিন উৎপাদিত হত। এছাড়া ঢাকা বিশ্বের রিকশা রাজধানী নামেও পরিচিত। এই শহরে রোজ প্রায় ৪০০,০০০টি সাইকেল রিকশা চলাচল করে। বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্যকেন্দ্র।



সপ্তদশ শতাব্দীতে মুঘল শাসকদের অধীনে এই শহর জাহাঙ্গীর নগর নামে পরিচিত ছিল। সে যুগে ঢাকা ছিল প্রাদেশিক রাজধানী এবং বিশ্বব্যাপী মসলিন বাণিজ্যের একটি কেন্দ্র। যদিও আধুনিক ঢাকা শহরের বিকাশ ঘটে ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনে। এই সময় কলকাতার পরেই ঢাকা বাংলা প্রেসিডেন্সির দ্বিতীয় বৃহত্তম নগরী হয়ে ওঠে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পর ঢাকা নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয়। তবে ১৯১১ সালে বঙ্গভঙ্গ প্রত্যাহৃত হলে ঢাকা তার প্রাদেশিক রাজধানীর মর্যাদাটি হারায়। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয়। পরে ১৯৭১ সালে ঢাকা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঘোষিত হয়। ইতিপূর্বে সামরিক আইন বলবৎ, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, সামরিক দমন, যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডবলীলার মতো একাধিক অস্থির ঘটনার সাক্ষী থাকে এই শহর।



আধুনিক ঢাকা বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের প্রধান কেন্দ্র। এই শহরের নগরাঞ্চলীয় অবকাঠামোটি বিশ্বে সর্বোন্নত হলেও দূষণ, যানজট এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে যথেষ্ট পরিষেবার অভাব ইত্যাদি শহুরে সমস্যাগুলি এখানে প্রকট। সাম্প্রতিক দশকগুলিতে ঢাকার পরিবহন, যোগাযোগ ব্যবস্থা ও গণপূর্ত ব্যবস্থায় যে আধুনিকীকরণ হয়েছে, তা বিশেষভাবে লক্ষণীয়। বর্তমানে এই শহর প্রচুর বিদেশী বিনিয়োগ টানতে এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়াতে সক্ষম হয়েছে। সারা দেশ থেকে প্রচুর মানুষ ঢাকায় আসেন জীবন ও জীবিকার সন্ধানে। এই কারণে ঢাকাও হয়ে উঠেছে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান নগরী।







আমার এই পোস্টটি মূলত ঢাকার ইতিহাস নিয়ে জ্ঞানগর্ভ আলোচনার জন্য নয়, যদিও জ্ঞানগর্ভ পোস্ট নিয়ে আমার অনেক দুর্নাম রয়েছে। আমি ঢাকার একজন সন্তান হিসেবেই আমার ক্যামেরায় তোলা ঢাকার কিছু অসঙ্গতি নিয়ে এই পোস্টের আয়োজন করেছি। যেখানে ছবির সাথে আমার দৃষ্টিতে উঠে আসা অসঙ্গতিগুলো নিয়ে কিছুটা আলোচনা করব।



ঢাকার প্রধান সড়ক গুলোর যেদিকটি প্রথমেই নজরে আসে আর তা হল নানা প্রকার দোকান দিয়ে ফুটপাথের অবৈধ দখল, ভ্রাম্যমান দরিদ্র জনগোষ্ঠীর সংসার, ময়লার ডাস্টবিন, বারবার করে খোঁড়া রাজপথ, অলি-গলি কখনো ডেসকো, কখনো টি এন্ড টি কিংবা কখনো তিতাসের মেরামতের প্রয়োজনে। হায় একবারেই যে কেন এ দেশে এমন মেরামত সম্ভব হয়ে উঠে না নাকি সব পকেট ভর্তি করার উপায় সেটা বোঝা বড় দ্বায়। তাইত পথ চলতে গিয়ে নাক চেপে ধরা দুর্গন্ধ হতে বাঁচতে গিয়ে। তবে এসব কিছুর মাঝেও রিক্সায় ভ্রমন বেশ উপভোগ করার মতই একটি বিষয়।







কোটি টাকা দিয়ে নির্মাণ করে রাখা হয়েছে ফুট ওভার ব্রিজ নামক নিছক যন্ত্রণা। যেখানে আছে সেই একই অবস্থা। হকার আর ছিনতাইকারীদের জ্বালাতন তাইত সময় বাঁচানর নামে অনেকেই মৃত্যু ভয় উপেক্ষা করেই রাস্তা পার হয় ব্যাস্ত সড়কের মাঝেই। আর মৃত্যু হলে দোষ হয় বেপরোয়া গতির গাড়ির ড্রাইভারের উপর। এরপর গাড়ি ভাঙা, হরতাল, আন্দোলন, মিছিল, সমাবেশ আরও কত কি তাই নিয়ে ঘটে যায়।







যেখানে গন্তব্যে পৌঁছানোর কথা আধা ঘণ্টায় সেখানে দুই থেকে টিন ঘণ্টা শুধু জ্যামেই বসে থাকা। এত গাড়ি আর এত জনগণ। পুরো জ্যামেই বসে থেকে কেটে যায় আসা আর যাওয়াতেই চার ঘণ্টা অর্থাৎ জীবন থেকে একে একে নষ্ট হয় চারটি করে ঘণ্টা। এভাবে জ্যামে বসে না থেকে উপায় কি? অথচ একটু উন্নত ট্রাফিক ব্যাবস্থা আর ভোগবিলাসের গণ্ডি হতে বের হতে পারলেই জ্যাম কমে যেতে পারে কারন এই শহরে বিকল্প সড়কের কোন অভাব চোখে পরার মত নেই।







তবে একেবারেই যে অপরিকল্পিত ট্রাফিক ব্যাবস্থা সেটা ঠিক বলা যাবেনা। অনেক সময় সুন্দর লেন মেনেও গাড়ি চলতে দেখা যায় সড়কগুলোতে।











সবচেয়ে সুন্দর লাগে দুটি ঈদের সময়। মনে হয় যেন অতি পরিচিত এই ঢাকা নগরী যেন হঠাত করেই কোন এক রূপকথার দেশের রূপ ধারন করে। কোথাও কোন জ্যাম নেই। যেখানে পৌঁছে যাবার কথা আধা ঘণ্টায় সেখানে পৌছাতে সময় লাগে পনের মিনিট। ঈশ ! যদি এমনই থাকত বছরের বাকি দিনগুলোতে। এটা তখনই সম্ভব যখন ঢাকা কেন্দ্রিক একক অফিস, আদালত, ব্যাবসা প্রতিষ্ঠান, বিদ্যালয়গুলো বিকেন্দ্রিকরন করা হবে।







কখনো সাস্থ সচেতন এমন প্রেমিক যুগল দেখতেও ভীষণ ভাল লাগে। মনে হয় যেন এইত বেঁচে থাকার নির্মল আনন্দ।







একটুকরো মাটি কোথাও ফাঁকা পাওয়া যাবেনা যেখানে নতুন আবাসস্থল হতে পারে। তবু চলছে বাড়ি নির্মাণের মহাধুম। ঢাকা কিংবা ঢাকার অদূরে যেখানেই একটু মাটির সন্ধান মিলছে সেখানেই রিয়েল এস্টেট নামক ভূমি খেকোরা খেয়ে নিচ্ছে বাড়ি বানিয়ে মাটি। আর সবুজের সন্ধান শুধু এ, বি অথবা পামকিন, রজনীগন্ধা নামক ফ্ল্যাটের বারান্দায় লাগান টবে ফুলের গাছেই শোভা পায় আর ততটুকুই আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন মিটিয়ে নানা রকম রোগের সন্মুখিন করে তুলছে। মাঝখান দিয়ে পকেট গরম হচ্ছে প্রাইভেট হাসপাতালগুলোর।











খোলা মাঠে গিয়ে কোথায় একটু গোধূলি আকাশটাকে একটু মায়া ভরা চোখে দেখে নিয়ে প্রেমের কবিতা লিখব তা নয় বাড়ির ছাঁদেই বসে থেকে দুধের সাধ ঘোলে মেটাতে হয়। আর বাচ্চারা খেলার মাঠের অভাবে ভুলেই গেছে গোল্লাছুট কিংবা দাড়িয়াবান্ধা খেলা নামের কোন খেলা এই দেশে আছে। তারা শুধু কম্পিউটারে গেমস খেলেই অকালে পরছে চোখে চশমা।







ঢাকার কোথাও কোন নির্দিষ্ট বাস স্টপেজ তেমন চোখে পরেনা। পরলেও সেখানে গাড়ি থামতে দেখা যায় কদাচিৎ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত একই চিত্র সর্বত্র। মানুষ তার গন্তব্যে পৌছাতে অধীর আগ্রহ নিয়ে দাড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। কখন একটি বাস এসে সামনে দাঁড়াবে আর ওমনি মারামারি করে হলেও গাড়িতে চড়তে হবে। তবু গাড়ি থামে কখনো লোকের ভিড় নিয়েই, কখনো থামেনা আবার হয়ত কখনো থামে কিছু খালি সিট নিয়ে। এমন অবস্থার পরিবর্তন তখনই সম্ভব যখন পর্যাপ্ত পরিমান গাড়ি থাকবে আর থাকবে নির্দিষ্ট স্টপেজ। মানুষ সেখান থেকেই গাড়িতে উঠবে যত্রতত্র যেখান থেকে খুসি সেখান থেকে নয়।















ছোট বেলায় একটি কবিতা পড়েছিলাম যে,

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে

বৈশাখ মাসে তার হাটু জল থাকে

পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি

দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি



এই কবিতাটির সাথে বর্তমান ঢাকার দারুন মিল খুঁজে পাই। পুরো ঢাকার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজ একই চিহ্ন। বৃষ্টি হলেই কোমর পানিতে ডুবে যায় ঢাকার সড়কগুলো অপরিকল্পিত পয়নিষ্কাশনের কারনে।







যেখানে বিদ্যুৎ সমস্যা আজ সারা দেশ জুড়েই, সেখানে ঢাকা বিদ্যুৎ বিহীন ঘণ্টায়-ঘণ্টায় এটা নতুন কিছুই নয়; তবে এমন সুন্দর আলোক ঝলমলে ঢাকা দেখে নতুন করে স্বপ্ন দেখি একটু সুন্দর করে বেঁচে থাকার। আমাদের এই তিলোত্তমা ঢাকায় আমাদের যাপিত জীবনের আলোকিত স্বপ্ন নিয়ে প্রতিদিনের মতই রাত হয় রঙিন আশা নিয়ে।











একটি ধারাবাহিক আয়োজন।

মন্তব্য ৭৬ টি রেটিং +২২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৪৫

একজন আরমান বলেছেন:
আসলে আন প্ল্যানড শহরে যা হবার কথা আর কি !

সুন্দর সূচনা।

আপনার মোবাইল ক্যামেরায় তোলা ছবি দেখে মনে হল শুধু ডিএসএলআর এর অভাবে আমরা আমাদের প্রতিভা দেখাতে পারি না !

১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আন প্ল্যান্ড শহর হলেও এরই মাঝে একটু স্বদিচ্ছা থাকলেই প্ল্যান করে সুন্দর ঢাকা শহর গড়ে তোলা সম্ভব। শুধু স্বদিচ্ছার অভাব রয়েছে।

আরমান গরীবের দুঃখ কেউ বঝেনা।

২| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৩

ক্ষণিকের আগুন্তক বলেছেন: ছবি গুলো কার তোলা? বেশ ভাল।

১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ছবিগুলো এই অধমই তুলেছে। ধন্যবাদ ভাই।

৩| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৭

মাহবু১৫৪ বলেছেন: ভাল লেগেছে খুব

+++

মূলত সঠিক পরিকল্পনার অভাবে নানারকম সমস্যার সম্মুখীণ হতে হচ্ছে নগরবাসীর।

১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

নগর উন্নয়নের নামে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে বহুবার। কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। তবে যা হয়েছে কিছু মানুষের পকেট গরম হয়েছে এই যা।

ধন্যবাদ ভাই।

৪| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে খুব। পর্ব গুলো নিয়মিতো দিবেন আশা করি।
:)

১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

পর্ব গুলো নিয়মিত নাও হতে পারে। সবটাই নির্ভর করছে ছবি তোলার উপরে। তবে প্রতি পর্বেই থাকবে নতুন আকর্ষণ।

৫| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:০৪

কালোপরী বলেছেন: :)

১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
:)

৬| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:০৮

লিঙ্কনহুসাইন বলেছেন: অপরিকল্পিত নগরী :|| :||
আমিও কিছু তথ্য যোগ দিলাম , অনেক দিন আগে ফেইস বুকে পোষ্ট দিছিলাম ।

ঢাকার শহরে জনসংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ তাও ২০১২ হিসাবে । পৃথিবির মধ্যে সব চাইতে ঘনবসতিপূর্ণ শহর আমাদের ঢাকা । ঢাকার আয়তন অনুযায়ী ৫০ থেকে ৬০লাখ মানুষ বসবাস করার উপযোগী , কিন্তু আমরা বসবাস করছি প্রায় ২ কোটি মানুষ , প্রায় চার গুণ বেশি

রাজধানী ঢাকা বাড়ছে মানুষ, বাড়ছে পানির চাহিদা। বর্তমানে এই চাহিদা প্রতিদিন গড়ে ২৪০ কোটি লিটার । ওয়াসা তার চারটি পানি শোধনাগার এবং প্রায় ৫০০টি গভীর নলকূপের সাহায্যে প্রতদিন সরবরাহ করে ২০০ কোটি লিটারের মতো। দৈনিক ঘাটতির পরিমাণ প্রায় ৪০ কোটি লিটার।

সিটি করপোরেশন সূত্রমতে, রাজধানীতে প্রতিদিন ৪ হাজার থেকে ৫ হাজার মেট্রিক টন আবর্জনা উৎপাদন হয়, যার ৫০ থেকে ৬০ ভাগ ডাম্পিং করা হয়। ২০ ভাগ স্থানীয়ভাবে বেসরকারি উদ্যোগে বিশেষ করে টোকাইদের মাধ্যমে সংগ্রহ করে রিসাইক্লিং হয়। আর বাকিটা পথে-ঘাটে থেকে যায় ছড়িয়ে-ছিটিয়ে।
২০১২ সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় দেখা যায়, ঢাকা শহরে প্রতিদিন আবর্জনা উৎপাদিত হচ্ছে প্রায় ৭ হাজার মেট্রিক টন। এর মধ্যে ডাম্পিং হয় ৩ হাজার ৮শ মেট্রিক টন। এছাড়া মেডিকেলসহ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে প্রতিদিন ১ হাজার ৫০ মেট্রিক টন এবং রাস্তাঘাট থেকে ৪শ মেট্রিক টন আবর্জনা উৎপাদিত হয়।
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৯০টি ওয়ার্ডে প্রায় ৮ হাজার পরিছন্নতাকর্মী কাজ করছে , ডিসিসি’র ৪০০টি বর্জ্য অপসারণ ট্রাক রয়েছে। এসব গাড়ি চালানোর জন্য আছে ৩০০ জন চালক (ড্রাইভার) তার পরেও সম্ভব হচ্ছেনা ঢাকা কে পরিস্কার পরিছন্ন রাখার !!!
কারণ একটাই , আর তায় বলতে গিয়ে হাসি এসে গেলো ঢাকার শহরে পরিস্কার করার জন্য ৮ হাজার পরিছন্নতাকর্মী কাজ করে , আর প্রতিদিন আবর্জনা উৎপাদিত হচ্ছে প্রায় ৭ হাজার মেট্রিক টন ! তাহলে একজন পরিছন্নতাকর্মী ভাগে প্রায় ১ টন আবর্জনা !!!:D কি করে সম্ভব একজনের পক্ষে ? ২৭ মোন ময়লা :|| একজনের পক্ষে পরিস্কার করা কি সম্ভব ?

আরো অনেক লেখা বাকি আছে কিন্তু এই সব নিয়া চিন্তা করলে মাথায় কাজ করেনা

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার তথ্য। কষ্ট করে হলেও লিখে ফেলুন। অপেক্ষায় রইলাম।

৭| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:০০

মামুন রশিদ বলেছেন: এনাদার ব্লক-বাস্টার বাই কান্ডারী,
:) ;) B-)

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

এখনো হাউস ফুল হল নাত :P

৮| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্লাস......................



অস্থির পোস্ট!!!!

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ বর্ষণ । আমাদের নিজেদের সচেতন হতে হবে।

৯| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৪

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল পোষ্ট। পোষ্টে ++++++++++

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ধাকাবাসী আপনার কাছে দ্বায়বদ্ধতা অনেক বেশী।

১০| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: নামকরণের ইতিহাস টা প্রথম বার জানলাম । পরিকল্পনার অভাবেই ঢাকায় এত অসঙ্গতি ! চলতে থাকুক এই ধারাবাহিক প্রযোজনা !

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

চলবে তবে সবটাই নির্ভর করছে ছবি তোলার উপর। প্রথম পর্ব তাই পোস্টে কিছু দুর্বলতা থাকতে পারে।

১১| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর পোস্ট...প্রিয়তে

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর পরিকল্পিত একটি ঢাকা চাই।

১২| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:১৬

বটবৃক্ষ~ বলেছেন: ওয়াও!! পুরোটা টাইম নিয়ে পড়বো!! :) ++++ রেখে গেলাম...

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

প্লাস রেখে দিলাম আর অপেক্ষায় থাকলাম।

১৩| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:০৭

ছাসা ডোনার বলেছেন: আসলে শহর কিভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হ্য় এইটাইতো কর্মরত ভাইজানরা জানেন না,তা হলে কি করে আশা করা যাবে যে শহরটা পরিস্কার থাকবে। ঢাকা ছিটি কর্পোরেশনের লোকজনদের বাসায় চেক করলে দেখা যাবে সেখানেও নোংড়া পরিবেশ। হকার্সদের জ্বালায় তো রাস্তায় বের হওয়া যায় না। বাসচালকরা তো জানেই না ট্রাফিক নিয়ম কানুন। সারা রাস্তার যে কোন জায়গায় গাড়ী থামাবে, এমনকি রাস্তার মাঝখানে। যদি এরা নির্দিষ্ট স্টপেজে গাড়ী থামাতো তবে জানজট হতো না। যদি রাস্তায় ময়লার কন্টেইনারের ব্যবস্তা করে প্রতিদিন ভোরে গাড়ী দিয়ে কন্টেইনারগুলো নির্দিষ্ট যায়গায় ফেলার ব্যবস্তা করতো তা হলে পরিস্কার থাকতো আমাদের শহর। তাছাড়া প্রতিদিন সকালে বিকালে রাস্তাঘােট পানি (গাড়ী ব্যবহার করে) ছিটালে পরিবেশ বেশ স্বচ্ছ থাকবে।

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

পুরোপুরি সহমত।

১৪| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ একটা পোস্ট কান্ডারী ।তবে হেডিং পড়ে চান্দি গরম হয়েছে। তুমি আমার ঢাকারে ডার্টি বললা কেন? দুই কোটি মানুষের ভারেএবং ব্যাপক অপরিকল্পিত পরিকল্পনায় ওটা যে টিকে আছে তাইতো বেশি। কথাগুলো যৌক্তিক তাই ভাল লাগা দিলাম।উদ্যোগের অভাব্ ।ভালউদ্যোগ নিলে ঢাকা স্বপ্নের শহর হতে কতদিন লাগবে?

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি সত্য প্রকাশে নির্ভীক। ভালোবাসার বহিঃপ্রকাশ থেকেই ঢাকাকে ডার্টি বলা।

উদ্যোগ নয় অভাব সুন্দর কিছু পরিকল্পনার।

১৫| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
পরে এসে জানবো।

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

অপেক্ষায় রইলাম।

১৬| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

মিজানুর রহমান মিলন বলেছেন: এত সুন্দর একটা পোস্ট ! ১১তম ভাল লাগা দিলাম ।

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ মিলন ভাই। অসুন্দরের প্রকাশে লাইক সত্যি আমি খুব আনন্দিত।

আচ্ছা আমরা কি কখনই একটি সুন্দর ঢাকা শহর পেতে পারিনা ?

১৭| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৬

আমিনুর রহমান বলেছেন:


ভান্ডারী গ্রেট জব +++

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

এভাবে প্রেরনা দিয়ে দিয়ে আমাকে যেভাবে বাচিয়ে রেখেছেন আমি কৃতজ্ঞ। তবে একটি ভাল ক্যামেরা হলে ছবিগুলো সুন্দর হত আরও বেশী।

১৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৪

হাসান মাহবুব বলেছেন: ইতিহাস, ছবি, প্রাত্যহিক জীবনের রোজনামচা, শহর পর্যবেক্ষণ সব মিলিয়ে চমৎকার একটি পোস্ট।

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

হাসান ভাই এই সিরিজটি মনের মত করে সাজাতে চেয়েছি কিন্তু ভাল ক্যামেরার অভাবে ছবি গুলো সুন্দর হয় নি। যেভাবে চেয়েছি সেভাবে ছবি গুলো তোলা হয়নি। তবে আগামী পর্বে যেন ভাল ক্যামেরা দিয়ে ছবি তুলে পোস্ট দিতে পারি দোয়া করবেন।

১৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কঠিন পোস্টে হলুদ তারা !

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

এই নিয়ে তিনটি তারা করছে ঝিকিমিকি।

কৃতজ্ঞতা চিরদিনের।

২০| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৪০

আখাউরা পূলা বলেছেন: ালো লাগল! :)
একটু পড়ে দেখতেন...
Click This Link

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ। পোস্ট দেখে এলাম।

২১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত একটা পোষ্ট!!!!

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ নয় কাল্পনিক_ভালোবাসা ভাই। চলুন সবাই মিলে সুন্দর একটি ঢাকা গড়ে তুলি।

২২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৫০

বৃতি বলেছেন: পুরনো শহরকে আধুনিকীকরণ একটা জটিল বিষয় । তারপরও ঢাকা আমার ভীষণ প্রিয় । বিষয়বস্তু, ছবিগুলো চমৎকার!! ভাল লাগা থাকল অনেক ।

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ঢাকা আমার জন্ম স্থান সেই কারনে ভালোবাসা থেকেই এই পোস্টের জন্ম দেয়া। আপনার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রইল সেই সাথে ঢাকার সুন্দর হয়ে ওঠার জন্য স্বপ্ন রইল দুচোখে।

২৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন পোস্ট।

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ দুর্জয় ভাই।

২৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ২:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় নগরীর কিছু ছবি বেশ কিছুক্ষণ মুগ্ধ করে রাখলো.......
চমৎকার পোষ্টে +++++++++++

শুভকামনা কান্ডারী ভাই।।

১৫ ই জুন, ২০১৩ রাত ৩:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি জানি আপনার জন্য ছবি গুলোর গুরুত্ব অন্যরকম। তাই হয়ত আমার চেয়ে আপনার মায়াটা এই মুহূর্তে অনেক বেশী কাজ করছে।

প্রিয় নগর থেকে একরাশ ভালোবাসা রইল।

শুভকামনা চিল ভাই।

২৫| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৩

সিয়ন খান বলেছেন: ছবি গুলো দারুন হইছে। পোস্টে +++

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

অসংখ্য ধন্যবাদ সিয়ন ভাই। শুভকামনা রইল।

২৬| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: একটি ধারাবাহিক আয়োজন --- মানে !!!!

আপনি আবারো ইতিহাস শিখাইবেন !!! :||

জ্যামের নগরী, রাস্তাঘাট এর বেহাল দশা , অপরিকল্পিত নগরায়ন ইত্যাদি অনেক খারাপ কিছুই আছে ঢাকাতে। কিন্তু সব কিছুর পরেও ঢাকাতে না থেকেও ঢাকা শহরটা আমার খুব পছন্দের।

চলুক ইতিহাস ক্লাস । :P
ঢাকার নামকরণের ইতিহাস আবার ঝালাই হয়ে গেলো এই সুযোগে। ছবি গুলো ভালো হয়েছে।

শুভেচ্ছা কাণ্ডারি ভাই ।

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

এবার আর ইতিহাস ক্লাস নয় এবার থাকছে ঢাকার কিছু অসঙ্গতি নিজের তোলা ছবি ব্লগ দিয়ে তুলে ধরার ধারাবাহিক আয়োজন।

আশা করি বোর হবেন না এবারের আয়োজনে।

সাথে থেকে অনুপ্রেরনা দেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন।

২৭| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:০০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: তোর পোস্টে হলুদ তারা না দিলে ক্যেম্নে কি ?

১৫ ই জুন, ২০১৩ রাত ১১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আজ কদিন যাবত ভাবছি আমি লেখালিখি ভুলে গেছি। তাই কিছুটা বিক্ষিপ্ত। এর মাঝেও হলুদ তারা দেখলে অবাক হচ্ছি।

২৮| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২০

~মাইনাচ~ বলেছেন: ঢাকা শহর দেইখা আামার পরান জুড়াইছে

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মাইনাচ শুধু পরান জুড়াইলেই হইব না পরান পাখিরে ঠিক রাখতে হইব।

২৯| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: নামকরণের ইতিহাস জানা হল !

সুন্দর পোস্ট - লেখা চলুক

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ইনশাল্লাহ চলবে। শুভকামনা রইল।

৩০| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: না রে । তুই এসব লেখায় অনেক অনেক ভালো ।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। থেঙ্কু।

৩১| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো বলেছেন ।

১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ পাইলট ভাই।

৩২| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

বাংলার হাসান বলেছেন: ভাল লেগেছে খুব +++++

১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই।

৩৩| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:১৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: মাঝে মাঝে যখন ঢাকায় ঈদ করি তখন ফিলিংসটাই অন্যরকম হয় ! ঢাকা শহররে আর চিনাই যায়না। ফাকা রস্তাঘাট, জ্যাম নাই, চিল্লাচিল্লি নাই- ইস! সবসময় অমন থাকলেই ভাল লাগত!

১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

সহমত। এর জন্য চাই ঢাকার বিকেন্দ্রিকরন।

৩৪| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৪

এহসান সাবির বলেছেন: ভালো আয়োজন। সিরিজ চলুক।

১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:১২

কান্ডারি অথর্ব বলেছেন:
ইনশাল্লাহ চলবে।

৩৫| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:১৪

প‌্যাপিলন বলেছেন: সিগনালে লাল বাতি জ্বললে থামেন কেন?
'না থামলে সবদিক থেকে একসাথে গাড়ি চলব আর ধাক্কা লাগব'
' জ্যাম আরো বাড়বো'
'সার্জেন্ট আইসা জরিমানা করবো নয়তো কেস ধরাইয়া দিব'
এরকমই মন্তব্য ঢাকার গাড়ি চালকদের। একই প্রশ্ন যখন লন্ডনের ক্যাব চালকদের করা হয় তাদের উত্তর
' লাল বাতি জ্বললে থামতে হয়, কারণ এটা আইন' (গল্পটি অধ্যাপক মোজাফ্ফর আহমেদের কাছ থেকে শোনা)

আইনের শাসন না থাকাটাই আমাদের অনেক সমস্যার পেছনে প্রধান কারণ। ঢাকায় এমন লোক কম পাওয়া যাবে যারা বিল্ডিং কোড বা পরিবেশ কোড বা পাশকৃত ডিজাইন অনুযায়ী বাড়ি বানায়। খুব ধার্মিক ব্যবসায়ী যে কোন ধরনের লোক ঠকায়না সেও সকালে তার দোকানের সামনের অংশটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো মাঝ রাস্তায় ঠেলে দেয়। চরম সচেতন ব্যক্তিটাও পথ চলতে চলতে দলা দলা থুথু ফেলে রাস্তায়.............

যাই হোক লেখায় ভালো লাগা

২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার কথার সাথে ১০০ % সহমত। তবে একটু ভালোবাসা আর সচেতনতা ঢাকাকে একটি সুন্দর নগরীতে পরিণত করতে পারে।

৩৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১২

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল।

আমি একবার জীবনের নানা রঙ নামে একটা সিরিজ ছবি ব্লগ করেছিলাম। ওটাতে শহর নিয়ে একটা পর্ব ছিল

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আপনার পোস্টটি নজর এড়িয়ে গেছে সময় করে অবশ্যই পড়ে ফেলব। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৩৭| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

নাঈম_নাজিউর বলেছেন: সেই হৈসে পোষ্ট :)

চরম বিরক্ত লাগে মাঝে মাঝে। ঈদে কখনো কখনো মনে হয় যে যারা ঢাকার বাইরে গেছে ইসস তারা যদি আর না আসত! কিন্তু বাস্তবতা তা হতে দেয় না। মূল সমস্যা ঢাকার - বেশি মানুষ!

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম ভাইয়া আমার মনের কথা বলেছেন আমিও আপনার সাথে সহমত।

৩৮| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ পোষ্ট +++++
২য় পর্বের আশায় রইলাম।




জানাতে অনেক দেরি হয়ে গেল /:)

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

দেরিতে হলেও জানলামতো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.