![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
বৃশ্চিক তুমি হারিয়ে যাও
রাতের অদ্ভুত আঁধারে;
মাটির কান্নার স্বরে।
নীল পোশাকের দেশে,
পানের সাথে চুন – জর্দা – সুপাড়ি খেয়ে;
সবহারা সবশেষে,
এলিয়েন ধর্ষণের লিপ্সা
মনের মাঝে পুষে;
বিলুপ্ত হয়ে মিশে গিয়ে মাটিতে।
তেলাপোকার বিশ্রাম তেলাপোকা নিতেছে
বুক সেলফের আড়ালে আঁধারে;
বৃশ্চিক তুমি লিখে চলো
মৃত্যু অবধি তোমার কবিতা,
ঘুমের মাঝেও এমন শান্তি পাবেনা।
তুমি তাকিয়ে দেখো
হিমোগ্লোবিনহীন টিকটিকির
অবিরাম কীট শিকার;
তীক্ষ্ণ ব্জ্রপাতের এই কালো রাতে।
ট্রাপিজিয়ামের নিয়মে এই জ্যামিতি নয়,
জীবনের প্রসপেক্টাস খানা হাতেই রেখো;
নচেৎ বৃশ্চিক ভীতির আরও হবে ক্ষয়,
অবিরাম – অবিরাম হবে সে ক্ষয়।
কোথায় তোমার আজ নীল বৈকালী শিকার ?
ডাব গাছের ছায়ায় বসে ডাবের অমৃত রসে
তৃষ্ণা মেটাও তুমি; তুমি বৃশ্চিক,
সেথায় কি তোমার নীল বৈকালী শিকার ?
২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এইতো অল্প কিছুক্ষন আগেই মাত্র দশ মিনিট চিন্তা করে পুরোপুরি তাড়াহুড়া করেই কবিতাটি লেখা ও প্রকাশ করা। তাই বাজে একটি কবিতা হওয়াটাই স্বাভাবিক। ধন্যবাদ কালোপরী আর ভাল লাগলো যে আপনিও বৃশ্চিক জেনে।
২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বৃশ্চিক না.......
২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমিও বৃশ্চিক!!!
ভাই কবিতাটি সকল বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের উৎসর্গ করা হোক।
ট্রাপিজিয়ামের নিয়মে এই জ্যামিতি নয়,
জীবনের প্রসপেক্টাস খানা হাতেই রেখো;
নচেৎ বৃশ্চিক ভীতির আরও হবে ক্ষয়,
অবিরাম – অবিরাম হবে সে ক্ষয়।
সুন্দর একটি কবিতা।
২৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
নারে ভাই আমার মত অভাগা রাশির মানুষ যেন আর কেউ না হয় সেই কামনা রইল।
৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত !
২৯ শে জুন, ২০১৩ রাত ১২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
একবুক হতাশা নিয়ে মাত্র দশ মিনিটে লেখা একটি কবিতাকে দুর্দান্ত বলছ ভাই। খুসি হলাম।
কিছু কথা থেকে যায় জানাবার সময় কি হয়ত পাওয়া হয়ে উঠেনা।
৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:১৪
কালোপরী বলেছেন: প্রথম প্লাস কিন্তু আমি দিয়েছি কবিতা বাজে হয়নি
২৯ শে জুন, ২০১৩ রাত ১২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
হৃদয়ের ক্ষতগুলো অচেনা অচেনা লাগে
যেন কভু মুগ্ধতা এসে আমায় না গ্রাস করে।
ভালো থাকুন। বৃশ্চিক হওয়ার যন্ত্রণা অনেক।
৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৪
বটবৃক্ষ~ বলেছেন: +++++
কিছুদিন এবসেন্ট ছিলাম!! আর আপনার এত্তো গুলা পোস্ট মিস করলাম!!
২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি আপনাকে ব্লগে এই কিছুদিন খুব মিস করেছি। ধন্যবাদ ও শুভকামনা ফিরে এসেছেন।
৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
বৃশ্চিকরা যদি অভাগা হয় তবে আমিও অভাগা
কারণ আমিও বৃশ্চিক।
২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
বৃশ্চিক রাশি নিয়ে একটি পোস্ট দেয়ার ইচ্ছে জেগেছে আপনার কথায় ।
৮| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৯
মামুন রশিদ বলেছেন: আমি বৃশ্চিক নই, তুলা দন্ডে মাপার কাজ আমার ।
মেপে মেপেই বলছি, কবিতা খুব চমৎকার ।
+++
২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে আমার স্ত্রী তুলা রাশির জাতিকা। বৃশ্চিক রাশির সাথে তুলা রাশির চমৎকার সম্পর্ক হয়। আপনার রাশি জেনে আনন্দিত হতেই হচ্ছে মামুন ভাই।
৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫০
*কুনোব্যাঙ* বলেছেন: আমি বৃশ্চিক
২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
খাইছেরে বৃশ্চিকের দেখি অভাব নাই। ভাই আমার বন্ধু হবেন ?
১০| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমি কর্কট !
কবিতা ভালো হইছে ।
২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্ত্রী ভাই এই কারনেই অনেক সুখে আছেন নাইলে আমার মতন দুঃখের সীমা থাকতনা আপনারও।
১১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৯
একজন আরমান বলেছেন:
আমি আরমান।
আমাকে লেখা শিখাবেন?
২৯ শে জুন, ২০১৩ রাত ১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আরমান ভাইয়া তোমার সাথে পরিচিত হতে পেরে ভাল লাগল আরমান ভাইয়া।
আর আমি এক অধম আমার কাছ থেকে লেখা না শেখাই উত্তম যারা ভালো লেখেন তাদের কাছ থেকে নিলেই উপকৃত হবে। আর সবচেয়ে বড় কথা আমি নিজেই তোমার কাছ থেকে লেখা শিখতে চাই।
১২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:১৭
রেজোওয়ানা বলেছেন: বৃশ্চিক মানে তো কাকড়াবিছা!!
এই ভয়ানক জিনিস নিয়া কবিতা
২৯ শে জুন, ২০১৩ রাত ১:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
কি আর করব আপু। দিন দিন পৃথিবীটা ভয়ানক থেকে ভয়ানক হয়ে যাচ্ছে সেই সাথে এখানে বসবাসরত মানুষগুলোর কথা আরও ভয়াবহ। তাই ভাবলাম নাহয় বৃশ্চিক নিয়েই কিছু একটা লিখে ফেলি।
কৃতজ্ঞতা জানবেন।
১৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:২২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বোকতে স্যরি কোবতে ভালু হৈছে
২৯ শে জুন, ২০১৩ রাত ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার মন্তব্য পড়ে একটু হলেও মনটা ভাল হয়ে গেলো।
বোকতে
১৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:৪১
মর্তুজা হাসান সৈকত বলেছেন: চমৎকার লিখেছেন ভাই ।
২৯ শে জুন, ২০১৩ রাত ১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
কি দারুন রক্তের বন্যায় প্রবাহিত হয় আমার হৃদয় সেটা যদি জানানো যেত ঘোষণা দিয়ে তবে বুঝতো এই পৃথিবী আমিও একজন কাণ্ডারী অথর্ব ।
১৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
তো হয়ে যাক বৃশ্চিক নিয়ে একটি পোস্টিয় আড্ডা।
২৯ শে জুন, ২০১৩ রাত ১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম হবে ক্যাচাল না বাঁধলেই হয়।
১৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:৫৯
পেন্সিল চোর বলেছেন: ভাইয়া আমি কুম্ভ রাশির জাতক...... আমারে নিয়া কিছু কন না!!
২৯ শে জুন, ২০১৩ রাত ২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
আগে বলেন এত দিন কোথায় ছিলেন ?
১৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ২:০৯
ডি মুন বলেছেন: বৃশ্চিক তুমি লিখে চলো
মৃত্যু অবধি তোমার কবিতা,
আমিও বৃশ্চিক
২৯ শে জুন, ২০১৩ রাত ২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে সর্বনাশ ভাই বন্ধুত্ব গ্রহণ করুন।
১৮| ২৯ শে জুন, ২০১৩ রাত ২:১৫
পেন্সিল চোর বলেছেন: লাস্ট সেমিস্টার ভাইয়া অনেক কাজ। প্রোজেক্ট এন্ড থিসিস নয়া বিজি। সময় খুবই কম পাই নেটে বসার ।আজকে মিড এক্সাম শেষ করলাম। কেমন আছেন?
২৯ শে জুন, ২০১৩ রাত ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে বলব ভাই যদি পারেন পুরো শেষ করে তবেই ব্লগে ফেরেন। সবার আগে নিজের মেরুদণ্ড শক্ত করে তবেই অন্যকিছু।
দোয়া করি ভালো একটি রেজাল্ট নিয়ে যেন শেষ করতে পারেন। আমিন।
ভালো থাকুন শুভকামনা জানবেন নিরন্তর।
১৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ২:২০
বাংলাদেশী দালাল বলেছেন:
এলিয়েন ধর্ষণের লিপ্সা
মনের মাঝে পুষে;
ভাইকি বছরে ১৫০০ এর পাল্লায় পরছেন নাকি?
+++
২৯ শে জুন, ২০১৩ রাত ২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এখানে এলিয়েন মানে হল মানুষ নামের যেসব কীটগুলো আমাকে ক্ষত বিক্ষত করছে তাদের কথা আর ধর্ষণ মানে এখানে বোঝাতে চেয়েছি তাদের উপর আমার ঘৃণা আর শোধ নেয়ার বাসনার রূপক হিসেবে কিছু ভাবাবেগ।
ভাইকি বছরে ১৫০০ এর পাল্লায় পরছেন নাকি?
প্লাসের জন্য ধইন্যা।
২০| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:১৫
একজন আরমান বলেছেন:
সবাই বলল আমি কুম্ভ, আমি কর্কট, তাই আমি বললাম আমি আরমান !
আপনার এই লেখাটা নাকি অগোছালো ! অথচ আমি খেয়াল করলাম এই লেখার মাঝে আপনার চোখ আর চিন্তার গভীরতা কতোটা !
২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি জানি আরমান। তুমি মজা করেছো তাই আমিও একটু মজা করেছি।
ভাইয়া ভাবছি বাকিটা জীবন কবিতা লিখে কাটিয়ে দিলে মন্দ হয় না কি বল তুমি ? নির্মল সাহিত্য চর্চার যে মূল্য বুঝেছি এতদিন পর এসে বাকি সব মেকি। আমাদের জ্ঞানের সীমা সেগুলোকে গ্রহন করতে চায় না।
২১| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:২১
চাঁদ ~ মামা বলেছেন: আরমান মিয়ার সাথে একমত
আমিও কুম্ভ কিংবা কর্কন না, আমি চাঁদ ~ মামা
++++++++++
২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আচ্ছা চাঁদ মামাই কেন হয় ? চাঁদ চাচা হয় না কেন ?
কৃতজ্ঞতা চাঁদ মামা । কপালে টিপ দিয়ে যাবেন কি ?
২২| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৫
চাঁদ ~ মামা বলেছেন: না, বড় বাবুদের আমি টিপ দেইনা
২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার দুটো ছোট ছোট ছেলে আছে অন্তত ওদের কে দিয়ে যান
২৩| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:০০
সায়েম মুন বলেছেন: ভয়ংকর বিছাকে আরো অভয় দিতেছেন।
কবিতা ভাল হয়েছে। কিছু জায়গায় কিছুটা নড়বড়ে লাগলো।
২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম ভয়ংকর বিছা কিছুটা ঘুমিয়ে পরেছিলো তাকে একটু অভয় দিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলার চেষ্টা করলাম।
আমিও লিখেই বুঝেছি কিছুটা নয় পুরোই নড়বড়ে অবস্থা কবিতা জাস্ট কিছু না ভেবেই লেখা।
২৪| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪১
অপরাজিতা নীল বলেছেন: আমিও বৃশ্চিক।
কবিতাটা ব্যাপক হইছে ভাইয়া।
++++++++++
২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে পুরাই দেখি বৃশ্চিক সিন্ডিকেট । ব্যাপক ভালোবাসা জানবেন আর যেহেতু বৃশ্চিক আপনিও তাই আমরা সবাই বন্ধু।
২৫| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ১১তম ভাল লাগা
কান্ডারী ভা্ইয়া আপনি অনেক অনেক ভাল লিখেন।
শুভ কামনা
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কি বলব বুঝতে পারতেছিনা। শুধু আপনার জন্য দোয়া রইল। আল্লাহ আপনার ভালো করুক। আমিন।
২৬| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: চমৎকার হৈসে লেখাটা।
আমিও বৃশ্চিক!
'নিতেছে' শব্দটা বেখাপ্পা লাগলো।
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ হাসান মাহবুব ভাই। মাত্র দশ মিনিটে লিখেই পোস্ট দিয়েছি। কিছুটা বিক্ষপ্ত ছিলাম সেই সময়টাতে। নিতেছে, পেতেছে এই জাতীয় শব্দ গুলো সাধারনত জীবনানন্দ দাশের কবিতায় ব্যবহৃত হয়েছে তাই আমিও কবিতা লেখার ক্ষেত্রে ভেবেছি শব্দগুলো দারুন লাগে কবিতায় ব্যবহার করলে তবে হয়ত সঠিক প্রয়োগ হয়নাই এই ক্ষেত্রে।
২৭| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২২
নেক্সাস বলেছেন: অনেক পরিণত কবিতা।
বেশ ছন্দের ঝংকার পেলাম।
ভাল লাগা জানিয়ে গেলাম।
ডাব গাছের ছায়ায় বসে ডাবের অমৃত রসে। ডাবের শব্দটা বাদ দিলেো মূলভাবে কোন সমস্যা হেবনা বরং ছন্দ ঠিক থাকবে বলে মনে করি।
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ নেক্সাস ভাই এভাবে সমালোচনা করলে লেখার আগ্রহ বাড়ে নতুবা লেখালিখি মাঝে মাঝে ছেড়ে দেয়াই ভাল বলে মনে হয়।
২৮| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৭
নাজিম-উদ-দৌলা বলেছেন: আমি তো বৃশ্চিক রে ভাই! :!> :#>
কবিতা ভাল হইছে।
কিন্তু কয়েকটা উপমা ভাল পাইলাম না। কবিতায় ডাব গাছ, নীল বৈকালী শিকার, ট্রাপিজিয়ামের নিয়ম, তেলাপোকার বিশ্রাম এই উপমাগুলো পুরোপুরি সঠিক প্রয়োগ হয়েছে বলে মনে হয়নি। যায়গা গুলো আরও একটু সময় নিয়ে লিখলে ভাল করতেন।
এলিয়েন ধর্ষণের উপমাটা দেইখা মজা পাইছি।
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
বৃশ্চিক বৃশ্চিক ভাই ভাই।
যে স্থানগুলোতে উপমা ঠিক বলে মনে হয়নি একটু বলে দিলে ভাল করতেন। তবে বুঝতে সুবিধে হত কোথায় সমস্যা রয়ে গেছে।
ওইটাই কবিতার চুম্বক অংশ যে কারনে কবিতাটি লেখা।
২৯| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৩
মেহেদী হাসান '' বলেছেন: আমিও বৃশ্চিক!
তবে আমি খুব ভাগ্যবান। খুবই সুখী মানুষ, কারন দুঃখ আমায় স্পর্শ করতে পারে না।
তবে কিছু কিছু দুঃখ আমাকে স্পর্শ করে, আর এই দুঃখের উৎপাদক আপনার কবিতার এলিয়েনগুলো।
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া ঠিক তাই দুঃখের উৎপাদক এলিয়েনগুলোই। সকল এলিয়েন নিপাত যাক।
৩০| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
জ্যোস্নার ফুল বলেছেন: "কুম্ভ" তুমি হারিয়ে যাও
রাতের অদ্ভুত আঁধারে;
মাটির কান্নার স্বরে।
নীল পোশাকের দেশে,
পানের সাথে চুন – জর্দা – সুপাড়ি খেয়ে;
সবহারা সবশেষে,
আর যাহাই কর এলিয়েন করিওনা ধর্ষন।
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ হলাম ভাই অসাধারন ++++++
৩১| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রিয়তে।
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনিও কি বৃশ্চিক নাকি ?
৩২| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৮
অরুদ্ধ সকাল বলেছেন:
শব্দকল্পময়
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
লেখায় অনুপ্রেরনা পেলাম ভাই।
৩৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৪৪
সোনালী ডানার চিল বলেছেন:
খুব চমৎকার!!!
++++++++++++++
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগছে প্লাস পেয়ে চিল ভাই। শুভ কামনা রইল।
৩৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৪৮
রাইসুল নয়ন বলেছেন:
এতো জটিল করে ভাবেন বলেই আপনার লেখা ভালো লাগে ভাইয়া!
কবিতার মূল স্বাদ যন্ত্রণাময় (আমার কাছে)।
এমন আরও দশ মিনিটের অপেক্ষায়।
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল নয়ন তবে তুমি কি চাও এমন কষ্ট আমি আরও পাই।
৩৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৫০
~মাইনাচ~ বলেছেন: হ, মাইনাচ
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
আবারও মাইনাচ। নাহ ভাই আপনারে নিয়া আর পারিনা
৩৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০০
মাক্স বলেছেন: ১৮+ মানে ১৮তম প্লাস
২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া কৃতজ্ঞতা জানবেন কবিতাটির জন্য একদম সঠিক ট্যাগ দিয়ে আমাকে বরং উপকারই করে গেলেন।
৩৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ১৯ তম +।সুন্দর কবিতা ভাল লাগলো ।
৩০ শে জুন, ২০১৩ রাত ১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ না এবার দেখা করে মিষ্টি খাওয়াব সেলিম ভাই।
৩৮| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: তেলাপোকার বিশ্রাম তেলাপোকা নিতেছে
বুক সেলফের আড়ালে আঁধারে;
বৃশ্চিক তুমি লিখে চলো
মৃত্যু অবধি তোমার কবিতা,
ঘুমের মাঝেও এমন শান্তি পাবেনা।++
ভালো থাকবেন ভ্রাতা
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি কোন রাশির জাতক ?
৩৯| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১৩
এহসান সাবির বলেছেন: আমি বৃশ্চিক না। কবিতায় ++++
০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কেন ভাই আপনি আমি দুইজনে বৃশ্চিক হলে ভাল হত।
৪০| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪
বোকামানুষ বলেছেন: আমি কিন্তু বৃশ্চিক
০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে আপনি আর আমি দেখি একই রাশির জাতক। আপনি আমার মিতা।
৪১| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:১২
রহস্যময়ী কন্যা বলেছেন: বৃশ্চিক না
০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনাকে মাইনাচ বৃশ্চিক না হবার কারণে কিন্তু আপনি কোন রাশির জাতিকা সেটা বলেন।
৪২| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০০
এরিস বলেছেন: কঠিন লেগেছে। ভাবার্থ ধরতে পারিনি।
বৃশ্চিক এর কি নিজস্ব কোন বৈশিষ্ট্য রয়েছে? এতবার বৃশ্চিক কথাটি উল্লেখ করার তাৎপর্য বুঝতে পারছিনা।
ভাই, রাশি কিভাবে বের করে?? আমারটা আমি জানি না।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম এরা সাংঘাতিক জেদি, আবেগি ও প্রেমিক মনের অধিকারী হয়ে থাকে।
আপনার জন্ম তারিখ আর মাস বলে দিলে আমি বলে দিতে পারব আপনার রাশি কি। দিন তারিখ ও মাস দিয়ে রাশি নির্ণয় কুরা হয়ে থাকে।
৪৩| ০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫২
বোকামন বলেছেন:
চমৎকার একটি কবিতা :-)
নচেৎ বৃশ্চিক ভীতির আরও হবে ক্ষয়,
অবিরাম – অবিরাম হবে সে ক্ষয়।
যেন পুরো কবিতার মমার্থ বলে দিচ্ছে এই দুটি লাইন !!
ভালোলাগা রইলো .....।
(আপনার “দেউড়ি” গল্পটি পড়তে এসেছিলাম পেলাম না)
০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। আমার ব্লগের কিছু পরিচর্যা মূলক কাজ চলছে। সাথে থাকার জন্য কৃতজ্ঞতা রইল।
৪৪| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫
আদম_ বলেছেন: বৃশ্চিক
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
বৃশ্চিক
৪৫| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২০
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই
লিখাটা ভালো লাগছে আমার...
শুভকামনা...
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল জেনে খুশি হয়েছি ভীষণ
৪৬| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৫
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা কিছুই মনে হয় বুঝতে পারনি। কবিতা বুঝার জিনিস না যদিও , শুধুই অনুভবের ব্যাপার। ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে।
নীল বৈকালী শিকার -- আসলে কি ? বিশেষ কিছুকে গ্রাস করা কি ?
আমি তুলা রাশির জাতক।
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
নীল বৈকালী শিকার - আমার দুঃখ গুলো নিয়ে যারা প্রহসন করে তাদের গ্রাস করা।
আপনার সাথে জমবে ভালো কারন বৃশ্চিক আর তুলা জমে ভালো
এটা একটি স্যাটায়ার মূলক কবিতা তাই হয়ত বোঝা একটু কষ্টকর ।
৪৭| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: আমিও বৃশ্চিক!
কবিতা অর্থপূর্ণ লেগেছে।
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার আপনাকেও বন্ধু হিসেবে পাওয়া গেলো।
৪৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৫১
প্রত্যাবর্তন@ বলেছেন: আমি বৃশ্চিক । কবিতাটা পুরোপুরি বুঝতে পারি নাই অবশ্য ।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
নিজেকে নিজেই সান্তনা ও উৎসাহ দেয়াই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। ধন্যবাদ প্রত্যাবর্তন ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ রাত ১১:০৭
কালোপরী বলেছেন: আমি কিন্তু বৃশ্চিক
কবিতা ভালু হয় নাই