![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
জলে - স্থলে- অগ্নিকুন্ডে,
নিশাচর প্রহরী নেশার ঘোরে ঘুমাতে পারেনি
সভ্যতাকে চিনবে বলে নতুন করে ।
আজকের এই প্রভাতে,
স্বপ্নগুলো ফেরি করে সূর্য মাখা ক্লান্তি নিয়ে
তবেই ঘুমাবে ।
আর নিশাচর মানুষগুলো ঠিক এভাবেই ঘুমিয়ে থাকে
অন্ধকারে মাথা গুঁজে দিয়ে,
গলিত বরফের মতো হিমশীতল প্রদাহে,
চিরদিনের শান্তি নিয়ে ঘুমায় তারা,
কোন দিন আর জেগে ওঠা হবেনা জেনে।
বোধহীন, জ্ঞানহীন প্রাণী নই,
আমি একজন মানুষ,
তবু কেন অন্ধকারেই খুঁজে ফেরা এই আমাকে ?
যখন মাটির সকল কান্না মাটি নিয়েছে বুঝে,
ধানের শীষে লেগেছে সোনালী রং,
আমি তখন বুঝতে পেরেছি জীবনের যত ঢং।
মৃত্যুর মায়া জাগে;
যাপিত জীবনের ক্লান্তির অনুরাগে,
আমি তাকে কিছুতেই পারিনা এড়াতে।
গোধূলি অস্তগামী হলে পরে
যখন আমার কফির মগে বিষবাষ্প উড়তে থাকে,
আমি তখন টের পাই
হৃদপিণ্ডের প্রতিটি গরম অনুভূতিগুলো;
কফির প্রতিটি চুমুকে।
আজ এত বছর যুদ্ধ করে যে জেনেছে তার রণকৌশলই ছিলো ভুল,
তাকে আর কি সভ্যতা চেনাবে ?
জানি আমার সভ্যতার মতো তোমাদের সভ্যতাগুলো নয়,
আমার সভ্যতাটি বড্ড বেশী আনাড়ি হাতে গড়ে তোলা ।
মৃত্যুরা খুশি হয়, আনন্দিত হয়;
আমিতো পারিনা মৃত্যুকে ভালোবাসতে,
আমি ওই পথের ক্লান্তি নিয়ে
মৃত্যুর সাধ খুঁজে মেঘ কিনে নেবো;
ঝরবো বৃষ্টি হয়ে তোমাদেরই উন্মাদনায়,
তোমরা তখন না হয় আমাকে একটু ছুঁয়ে দেখো।
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
শেষ বিকেলের মায়ারোদে ঘাসের বুকে যখন শুয়ে থেকে ক্লান্তি জুড়ায়
পিপড়ার দল, আমিও কান পেতে রই
আজ হয়তবা যদি বৃষ্টি নামে
আমাকে কে দেবে মাথা গোঁজার ঠাই ?
২| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৫
সঞ্জয় নিপু বলেছেন: কঠিন কবিতা ভাই ।
সুন্দর হয়েছে । প্রথম ভাল্লাগা রইলো
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
উত্তপ্ত কোন শরীরের কাছে আর্তনাদ করিনি,
আমি সে ভাষাও বুঝিনা,
শেখা হয়নি কখনও, কোন কালে;
তোমরা যাকে কালো বল,
আমি আমার চোখে সাদাই দেখি,
বর্ণান্ধ মানুষেরা এমনই হয়।
৩| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪০
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: বোধহীন, জ্ঞানহীন প্রাণী নই,
আমি একজন মানুষ,
সুন্দর কবিতা।
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আশাহত স্বপ্নের ফেরিওয়ালা তার বিকিকিনি শেষ করার সুখে কাঁদছে
এইবার তবে সাঙ্গ হবে যত রঙ্গলীলা এই ভবের বাজারে।
৪| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: মৃত্যুরা ‘ খুসি’ হয়, আনন্দিত হয়;..খুশি ,
সভ্যতাকে চিনবে বোলে নতুন করে, ...আমি এখানটা বলে লিখতাম....
ক্লান্তিরঅনুরাগে,তবেই ঘুমাবে .....ঘুমোবে লিখতাম......খুব সুন্দর লিখেছো কবিতা ভাল লাগলো।
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
বোলে, ঘুমাবে লেখা যায়। এতে খুব যে কবিতায় শ্লীলতাহানী হয় তেমন নয় কারন কবি যা লিখছেন সেটাকে শব্দকর বলা হয়। কারন কবিরাই শব্দ নির্বাচন করে থাকে তার আপন অভিব্যক্তি থেকে। এক একজন একেক ভাবে কবিতায় শব্দ চয়ন করবে এটাই স্বাভাবিক।
খুশি বানান এটা আপনার সাথে একমত। টাইপ করার সময় খেয়াল করিনি।
৫| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ তো।
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
শুনেছিলাম ওইসব মৃত পেগানদের মাঝেও নাকি আড্ডা হতো
তারাও ঝিনুকের বুক কেটে মুক্তো খুঁজে মালা গেঁথে নিতো
তবে আমি কেন সেখানে অসহায় বোধ করি
মহাশূন্য আমার হারিয়ে যাবার তবে কি শেষ বাস ?
৬| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
প্লাস দিয়ে চলে গিয়েছিলাম
মন্তব্য করতে চাইনি !
ক্ষুদ্র মানুষ ...
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মৃতদের স্তূপে নিজেকে পাবার বাসনা জেগেছে
আমিও শূন্য করে রেখে যাবো আমার যত কলঙ্ক
যদি কেউ আমার বুকের উপর জমে থাকা ঘাস হতো
তবে আমি শিশির বিন্দু হয়ে লীন হোতাম রংধনুকের রঙে।
৭| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪
সায়েম মুন বলেছেন: বেশ ভাল লাগলো।
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
জানিনা সেখানে সর্বনাশের রং কেমন হয়
যদি কখনো হাতছানি দিয়ে ডাকে
ওই দূরালাপনি মেঘেরা কবরের মত মায়া নিয়ে
তবু কি আচলের বুণনে আমি আর কখনো সজীব হব
নাকি সুধা পানে ঋষি হব
জানিনা, জানার আর কোন আগ্রহ নাই
আমাকে শূন্য করে হিসাব কষেছে মরু যাত্রীরা
৮| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার স্বপ্নের ফেরিওয়ালা কবিতাটি পড়া হল
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অবিশ্বাসের মাঝে গড়ে ওঠা আদর্শগুলো
আজ অতি ভোরে বিলুপ্ত হলো,
আমাকে চেনার মাঝে দিয়ে বোঝেনি যারা
তাদেরই একজন নিজেই আমি।
সুমহান মর্যাদা আমার ছিলো যত;
উপহাস আর পরাজয়ের তাড়নে
সেসব ক্ষয়ে – ক্ষয়ে যায় শত ।
ধরণীতে মানুষ – মানুষীর প্রতিটি কলঙ্ক
যেদিন নরকের দহনে জ্বলবে,
সেদিন আমি মিলিয়ে দেবো জীবনের যত গনিত;
তোমরা সবে তোমাদের জ্ঞান নগ্ন করে রেখো,
অনন্তের অশালীন ধরণীতে।
৯| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
নিদারুন শিশির জমেছে স্মৃতির পথে,
দেহ দিয়ে মরন পাবো
তার পরিনামে হৃদয়ে অজানা হাহাকার।
পৃথিবী নয়তো সুখের স্বর্গভূমি,
কে জানে কখন যে মরন এসে জানাবে স্বাগতম !
নগ্ন পাপ নিয়ে যেতে হবে অন্তিম পুরে।
বিদায় পৃথিবী আমার,
চলে যেতেছি আজ আমি এই মরন প্রভাতে,
আমার শান্তির শেষ স্বপ্ন কবর ভূমিতে।
১০| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই
লিখাটি খুব ভালো লাগলো...
শুভকামনা...
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
পৃথিবীর এই ভূমিতে দাড়িয়ে দেখেছি আমি,
কেউবা শূন্য হতে পাতালে লুটায়,
কেউবা পাতাল হতে শূন্যে চলে যায়;
নিজ - নিজ কর্মগুণে।
আর কোন ব্যথা বাকি নেই পৃথিবীর আঁধারে,
সবটাই নিয়েছি গোপন করে আমার এই দেহে।
১১| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩
আমিনুর রহমান বলেছেন:
বোধহীন, জ্ঞানহীন প্রাণী নই,
আমি একজন মানুষ তাই প্লাস দিয়া গেলাম শুধু
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক কাজ রয়ে গেলো বাকি পৃথিবীর ত্বরে;
অনেক সময়ের পরে অন্য কোন কবির
জীবন মনন নিয়ে আসবো ফিরে
আমি হয়তোবা পৃথিবীর ভূমির ‘পরে।
বাকি কবিতাগুলো লিখে যাবো
যখন এমন করেই অনেক রাত পেরুবে অনেক সময়ের ভিড়ে।
বিদায় আমার শান্তির শেষ স্বপ্ন যে আজ কবর ভূমিতে।
১২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: কবিতা ভাল হয়েছে ইভান ভাই।
প্লাস লন
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অনন্তের অশালীন ধরণীতে
দুঃস্বপ্নের আঁধার ঘনিয়ে আসে সোনালী গগনে;
শয়তান আজন্মা কাঁদে ধরণীর অশালীন দহনে।
আমরা সীমাবদ্ধ অভিজ্ঞতার মাঝেই বাস্তব রয়েছি চিরকাল;
বিশালতার মাঝে জীবনকে খুঁজতে চাইনা বোলেই
সাগরের জল নোনা থেকে যাবে অনন্ত অবধি চিরকাল।
এখন ধরণীর কেবল মাত্র যৌবন কাল;
অথচ এরই মাঝে ক্ষয়ে গেছে
সহস্র শুভ্র প্রান।
১৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯
অপর্ণা মম্ময় বলেছেন: শেষ লাইনের আকুতি ভালো লাগলো -- আমাক একটু ছুঁয়ে দেখো !!!
মনের দহন নিভে যাক। শুভকামনা রইলো
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আজ এই রাতে আমি শুনতে পাই
মরন প্রভাতের ডাক;
দেহের নরকে যখন মিশে যায়
ক্ষণিকের কোমল বিষ,
তখন যেন মরন ডাকে আমায়
রাতের চাদর তুলে রেখে
অন্তিম বিছানায়।
১৪| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০১
শফিক১৯৪৮ বলেছেন: চমৎকার!
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আজ এই পৌষের রাতে,
দেহে মরনের গ্রহন চলে;
দেহ লুটালো কোমল বিষে,
এই বিষে যে নেশার যন্ত্রণা,
তাতো আর মরন বোঝেনা;
সেতো আসে আঁধার হয়ে
এই দেহ ক্ষয়ের রাতে।
১৫| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৫
হাসান মাহবুব বলেছেন: পুরাটাই সুন্দর! জীবনের যত ঢং লাইনটা ভালো লাগে নাই।
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আজ এই ক্ষয়ের রাতে,
দেহে মরনের গ্রহন চলে;
দেহ লুটায় যেন প্রতি রাতে কোমল বিষে,
এই বিষে যে নেশার যন্ত্রণা,
তাতো আর মরন বোঝেনা;
সেতো আসে আঁধার হয়ে,
এই দেহতে ক্ষয়ের যন্ত্রণা পোহাতে।
১৬| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩
সিয়ন খান বলেছেন: অসম্ভব সুন্দর
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিতো রাখিনি তোমার কোন চিঠি,
আমিতো রাখিনি তোমার কোন ছবি।
দূর হতে বহু দূরে –
দূর নক্ষত্রের আড়ালে;
তুমি চলে যাবে, গোলাপি মেঘের ভেলায় চড়ে।
আমিতো রাখিনি তোমার কোন স্পর্শ,
আমিতো রাখিনি তোমার কোন উপহার।
দৃষ্টির সীমানা পেড়িয়ে –
দৃষ্টির গহীন অন্তরালে;
তুমি চলে যাবে, শঙ্খচিলকে চিরসাথি করে।
আমি সবুজ ঘাসের পরে বসে রবো –
নীরব দর্শকের বেশে;
কিছু বিস্মৃতি নিয়ে হেটে যাব,
অজানা পথের ভাঙ্গা প্রান্ত দিয়ে
১৭| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: ১৩ তম ভালোলাগা ভ্রাতা +++++
এক কুচি বরফের শুভেচ্ছা
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মিথ্যের মৃত্তিকায়
স্বপ্নের ছবি আঁকা।
বন্ধুহীনা জীবন একা।
বন্ধুর সাথে বন্ধুর বিরোধ,
জীবনের সাথে জীবনের বিরোধ।
এভাবে – এভাবে চলছে জীবন,
নির্জন যুদ্ধে মত্য জীবন,
হারিয়ে জেতেছি বার - বার;
কষ্ট নিয়ে খেলা চলছে আমার।
১৮| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩
মেহেদী হাসান '' বলেছেন: 'মনের দহনে লেখা কবিতা' পড়ে দহন শুরু হল।
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমায় এনে দাও লাল গোলাপের একটি ফুল,
আমি সেই ফুল দিয়ে, আমার শূন্য ফুলদানীটি সাজাবো।
তুমি আনলে লাল গোলাপের একটি বাগান;
আমি সেই বাগান দিয়ে, আমার শূন্য ফুলদানীটি সাঁজাতে পারিনাই।
আমার শূন্য ফুলদানীটি, শূন্যই রয়ে যায়।
আমায় এনে দাও এক ফোঁটা জল;
আমি সেই জল দিয়ে, আমার তৃষ্ণা মেটাবো।
তুমি আনলে এক মহাসমুদ্র;
আমি সেই মহাসমুদ্রের জল দিয়ে, আমার তৃষ্ণা মেটাতে পারিনাই।
আমার তৃষ্ণা, তৃষ্ণাই রয়ে যায়।
আমি রয়ে যাই আমার নির্জনতায়।
১৯| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫
টুম্পা মনি বলেছেন: অসাধারণ।
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কোথায় যেন শুনেছিলাম
একটি মনের মতন নাম;
আজতা আর মনে পরেনা।
কোথায় যেন দেখেছিলাম
একটি মনের মতন মুখ;
আজতা আর মনে পরেনা।
যখন তোমাকে পেয়েছি
অনন্ত প্রণয়ের ভিড়ে;
তুমি আর আমি
আজ একই সুখের নীড়ে
বন্দী দুজনে।
আজ এই ছয়টি বছর পরে
যখন ক্ষয়ে গেছে অনেক
কেঁচোর মাটির ঘর,
হারিয়েছে চড়ুই তার নীড়,
মিশে গেছে মাটিতে সুরমা নদী –
সুরমার ঐতিহ্য ভরা মান;
তখন তুমি এলে
বধূ হয়ে আমার নীড়ে,
অনন্ত প্রনয়ের ভিড়ে।
স্মৃতি থেকে মুছে দিলে তুমি
সেই নাম – সেই মুখ
যা আমি কোথায় যেন পেয়েছিলাম,
হৃদয়ের মোহনায়;
আজতা আর মনে পরেনা।
২০| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
মেহেদী হাসান '' বলেছেন: আমার শূন্য ফুলদানীটি, শূন্যই রয়ে যায়।
আমার তৃষ্ণা, তৃষ্ণাই রয়ে যায়।
মারহাবা! মারহাবা!!
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
শ্রমিকেরা কাজ শেষে শ্রমের বিনিময়ে মজুরী পায় অতি স্বল্প;
তবু তাদের জীবনে শ্রমের নেই কোন বিকল্প।
আবদ্ধ গৃহ কোনে বসে কবিতা লিখেছে যে কবি;
দেখেনি সে কভু অজস্র অশ্রু রবি।
এই চোখ জানে শুধু কাঁদতে,
এই ঠোঁট জানে শুধু হাঁসতে।
ভালোনাবেসেই যদি ভালোবাসা যেত;
তবে আমায় সে ঢেড় ভালোবাসত।
তিন আর তিন মিলে ছয় না হয়ে যদি হতো চার;
তবে দেখতাম হিসাব করে পৃথিবীটা কটটুকু হয়েছে আমার।
২১| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: +++++++++++++++++
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
দৃষ্টির সীমানা যতোটুকু
আকাশের দিকে তাকাও , সুদূর !
তারপর ,আকাশের ওপারের আকাশ দেখো,
মানুষের চেহারা তো খুব দেখো ;
একটিবার মন দেখে যাও।
প্রেমিকের দুচোখ ভরা অভিমানে ঢাকা স্পর্শের আকুতি -
তোমার চোখ কেন ছুঁয়ে যায় না !
কতখানি দৃষ্টি প্রখর হলে তোমার মন দেখবো ?
আর কতটুকু চোখ পাতলে হাসিতে লুকোনো অশ্রুতে ভিজবো ?
তোমার ফিরে এসে চলে যাওয়া সব দেখি ।
আমার বারণ না শুনেই , মনের চোখ যে দেখে নেয় সব ।
তুমি ভালোবাসো ,
দেখবে আকাশের ওপারে ওই আকাশটাও কেমন উদাস !
সাগরের নীল জলে গম্ভীর অন্ধকার !
দেখবে ,
আমার অভিমানের আড়ালে চুপটি করে বসে থাকা এক কণা ইচ্ছে ;
আসবে তুমি ।
২২| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২০
নেক্সাস বলেছেন: নাহ বেশ সুন্দর কবিতা
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কতশত পোকাদের গিলছে জীবিত;
ওই হিমোগ্লোবিন হীন টিকটিকিটি;
জেনেছে তার সবই বাড়ির শিশুটি।
পিতা – মাতার সংসার কেন্দ্রিক আলাপের ফাঁকে
হামাগুড়ি দিয়ে শিশুটি ছোটে ওই টিকটিকিটির পেছনে;
হঠাৎ তেলাপোকার তাড়নে ফিরে এসে,
মায়ের কোলে – একটু কাঁদে আলতো আদর পেয়ে শিশুটি।
২৩| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর! সকালেই পড়েছিলাম! প্লাস!
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার মনের মাঝে আজ কোন লুকানো সত্য নেই
সবই আমি বেনোজলে করে দিয়েছি পার
নগ্ন রাজপথে প্রাণের মেলা এখন আর
সেই আগের মতো খোঁজা হয়না
খুজিনা আর; কারণ আমি জানি
কেউ আমার দেবতা নয়,
আমিও নই কারও সজন
আর্তনাদ যা ছিলো
ধোঁয়ায় উড়িয়েছি
নোনতা বিষে।
২৪| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯
চিরতার রস বলেছেন: কবিতা খান আমি আবৃত্তি করতে চাই। পারমিশান দেন যদি।
অডিও ফাইন আপলোডাইয়া দিমুনি।
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এটা আমার পরম পাওয়া হবে ভ্রাতা। পারমিশন কেন চাইছেন ?
জলদি আপ্লোডান আর এইখানে লিঙ্কু দিয়া যান। এর বিনিময়ে আপনার জন্য রইল কাচ্চির দাওয়াত।
আমার জন্য বেদনারা দরজা খুলে দাড়িয়ে থাকে; আমি ভেতরে ঢুকতেই ওরা আমাকে জড়িয়ে ধরে, আমাকে নিয়ে খেলা করে,আদর করে,চুমু খায়, আর আমি নীরবে কেঁদে উঠি; আজ কোথায় তুমি,ও আমার সুখ গৃহিণী।
২৫| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩
আমি ইহতিব বলেছেন: গতকাল মনে হয় আরেকটি পোস্ট দেখেছিলাম আপনার দেউড়ি, সময় স্বল্পতার কারনে পড়া হয়নি, ঐ পোস্টটা কই গেলো ভাইয়া?
কবিতা ও কবিতার ঢং এ মন্তব্যের উত্তর ভালো লাগলো।
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
গতকাল রাতের বেলা কোন এক অজ্ঞ্যাত কারণ বশত আমার কিছু পোস্ট ডিলিট হয়ে যায়। যাই হোক সেসব পোস্ট আর কখনো ফিরে পাবার ইচ্ছে নেই। আমাকে এই অনাকাঙ্ক্ষিত এক্সিডেন্টির জন্য ক্ষমা করবেন আসা করি।
থেমে থাকা যায়না এমন এক পথে হেটে চলা
রাত্রি বেলা তোমার জন্য জেগে থাকা
এই সব বুঝি চেয়েছিলাম আমি
আমি তবু আজো শূন্যতায়
মহান তুমি
আমাকে করেছ একাকী
আমি যানজটের মাঝে বসে থেকে ক্লান্ত
বড় বেশী অস্থির সময় কাটে
আর রোদও বুঝি আজ পণ করেছে
আর যাবেনা ফিরে
আজো পথের ধারে দাড়িয়ে থাকা সময়গুলোর কথা মনে পরে
মনে পরে তোমার চুলে উড়ে আসা ধুলোর খেলা
কি ছিল সেই মায়া
আমি তবু আজো পথ হেটে চলি
পথের বাঁকে বাঁকে ঘুরি
তবু আমি তোমাকে ভুলতে পারিনা
বল তুমি মেয়ে
আজ কোথায় তুমি
যারে তুমি ভালোবেসেছ
সে তবু আজো শূন্যতায় ডুবে আছে
ওরা পথ শিশু
পথেই ওরা খেলছে তাই খেলা পথের সাথে
আমাকে নিবেনাত ওরা
আমি যে ওদের মতনও নই
থেমে থাকা যায়না বোলে তাই আমি পথে হেটে চলি
আমি পথ হেটে চলি
যদি কখনো দেখা হয় আবার
দেখা হয় তোমার সাথে
কোন এক রাত্রিবেলা
মুখোমুখি বসে থাকার
কিছু আদর
কিছু ভালোবাসার সময়
কিছু কথা
কোন এক রাত্রিবেলা
যদি দেখা হয়ে যায় তোমার সাথে আবার
আমি পথ হেটে চলি তাই
আমি পথ হেটে চলি
আমি তবু আজো পথ হেটে চলি
পথের বাঁকে বাঁকে ঘুরি
তবু আমি তোমাকে ভুলতে পারিনা
বল তুমি মেয়ে
আজ কোথায় তুমি
যারে তুমি ভালোবেসেছ
সে তবু আজো শূন্যতায় ডুবে আছে
২৬| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন:
০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আকাশের রুদ্ধ বৈঠকখানায় মেঘেদের সভা বসেছে,
সেখানে ফাঁসির আয়োজন করেছে অবকাশ।
জল্লাদ প্রস্তুত, একটু পরেই সদ্য ফোঁটা ফুলের
দেহদান কর্মসূচী পালিত হবে,
এমন লাবণ্য প্রভা কোন এক স্বপ্ন শিশিরের পুঁজ ঝরা
ঘৃণা নিয়ে তবু বেঁচে থাকে ঈশ্বর লীন হয়ে
আমার বুকে; আমি তারে পারিনা এড়াতে ।
এই বুঝি বুড়ো সূর্যের গলিত লালা
তেলাপোকার থেঁতলে যাওয়া মৃত দেহটাকে
পিঁপড়ে ধরেছে; যেমনটা ধরেছে ওই মেহগনিতে গড়া ওই ফার্নিচারে
কোন ঘুণ পোকা, আমি এসব পারিনা এড়াতে।
২৭| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
সাদেকুর বলেছেন: গোধূলি অস্তগামী হলে পরে
যখন আমার কফির মগে বিষবাষ্প উড়তে থাকে,
আমি তখন টের পাই
হৃদপিণ্ডের প্রতিটি গরম অনুভূতিগুলো;
কফির প্রতিটি চুমুকে।
আজ এত বছর যুদ্ধ করে যে জেনেছে তার রণকৌশলই ছিলো ভুল,
তাকে আর কি সভ্যতা চেনাবে ?
জানি আমার সভ্যতার মতো তোমাদের সভ্যতাগুলো নয়,
আমার সভ্যতাটি বড্ড বেশী আনাড়ি হাতে গড়ে তোলা ।
সহমত সহ +++++++++++++++++++++++++++++
০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মৃত্যুরা খুশি হয়, আনন্দিত হয়;
আমিতো পারিনা মৃত্যুকে ভালোবাসতে,
আমি ওই পথের ক্লান্তি নিয়ে
মৃত্যুর সাধ খুঁজে মেঘ কিনে নেবো;
ঝরবো বৃষ্টি হয়ে তোমাদেরই উন্মাদনায়,
তোমরা তখন না হয় আমাকে একটু ছুঁয়ে দেখো।
২৮| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
বটবৃক্ষ~ বলেছেন: আমি ওই পথের ক্লান্তি নিয়ে
মৃত্যুর সাধ খুঁজে মেঘ কিনে নেবো;
ঝরবো বৃষ্টি হয়ে তোমাদেরই উন্মাদনায়,
তোমরা তখন না হয় আমাকে একটু ছুঁয়ে দেখো।
অস্থির কবিতা......
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
অতপর বোঝাগেলো তার মনের কথা,
অন্ধকারে বিলাপ করে ওঠা কোন মায়াবিনী সে
নতুবা রাতের আকাশে ঝরেপরা নক্ষত্র কোন এক;
আমি তাকে কিছুতেই পারিনা এড়াতে।
২৯| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২০
শাহজাহান মুনির বলেছেন: জানি আমার সভ্যতার মতো তোমাদের সভ্যতাগুলো নয়,
আমার সভ্যতাটি বড্ড বেশী আনাড়ি হাতে গড়ে তোলা ।
ফাটাফাটি বস। অনেক সুন্দর হয়েছে।
++++++++++++++++++++
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রেম নয়, উষ্ণতা নয়,
তবু কি যেন এক অনুভূতি জাগে,
যেন এক কষ্ট-কষ্ট ভালোলাগায়
বুকের ভেতর বাঁশি বাজে।
৩০| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী মাইন্ড করিয়োনা। ওগুলো যে টাইপো জানি।আর কবিতাটিআমার দারুণ ভাললেগেছে বলেই প্রত্যেকটা শব্দআমি পড়েছি ।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
হুর কি যে কন না বড় ভাই আপনার উপর মাইন্ড করুম কেন। আপনি আমার ভুল ধরায় না দিলে কে দিবো কন ?
বাহিরে এসিড দগ্ধ আরো কিছু
নাজুক লজ্জ্যাবতী,
রূপ আর রূপবতী
অহংকার ভুলে ছুটে আসে
ময়দানে,
যুদ্ধের বিভীষিকায় মেতে;
অসভ্য নষ্ট শেকড়ের সন্ধানে
প্রতিবাদী বেজাতের বেশে
কামান চালিয়ে,
জিঘাংসার উন্মাদনায় কেঁপে;
ছুটে আসে তারা
রক্তফেনা সিক্ত মুখে
বিজয়ী বেজাতের বেশে;
তারা নাজুক লজ্জ্যাবতী।
৩১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৮
সকাল রয় বলেছেন:
তোমরা তখন না হয় আমাকে একটু ছুঁয়ে দেখো
একটু ছুয়ে দেখো
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি তবু আজো পথ হেটে চলি
পথের বাঁকে বাঁকে ঘুরি
তবু আমি তোমাকে ভুলতে পারিনা
বল তুমি মেয়ে
আজ কোথায় তুমি
যারে তুমি ভালোবেসেছ
সে তবু আজো শূন্যতায় ডুবে আছে
৩২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জানি আমার সভ্যতার মতো তোমাদের সভ্যতাগুলো নয়,
আমার সভ্যতাটি বড্ড বেশী আনাড়ি হাতে গড়ে তোলা ।
চমৎকার !!!!!!
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি পথ হেটে চলি
যদি কখনো দেখা হয় আবার
দেখা হয় তোমার সাথে
কোন এক রাত্রিবেলা
মুখোমুখি বসে থাকার
কিছু আদর
কিছু ভালোবাসার সময়
কিছু কথা
কোন এক রাত্রিবেলা
যদি দেখা হয়ে যায় তোমার সাথে আবার
৩৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৬
মাক্স বলেছেন: ভালো লাগলো!
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
একরাতে জোছনায় ;আলো আর আঁধারের খেলায় ,
তোমায় আমি দেখেছিলাম অপরূপ মায়ায় ,
তুমি দাড়িয়ে ছিলে তোমাদের বারান্দায় ।
বলনা আমায় তুমিকি আজো দাড়িয়ে থাক তেমনি করে !
তোমার কথা ভাবতে গেলে চোখে নেমে আসে অশ্রু ধারা ,
বলনা আমায় তুমিকি আজো দাড়িয়ে থেকে দেবে সাড়া ?
৩৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬
তন্দ্রা বিলাস বলেছেন: ভাল লাগল। +++
আশাকরি মন্তব্যের উত্তর দেয়ার এই ধরনটা সবসময় বজায় রাখবেন
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
কথা শুধু তোমারই জন্য ,আমার সব কথা ।
বেলায় বেলায় সময় বয়ে যায় ,
আমার কথাগুলো শুধু আমার মাঝেই রয়ে যায় ।
তোমাকে আমি দেখেছিলাম সেই অপরূপ জোছনায় ;
তারপর কত স্বপ্ন দেখেছি ,আর কত কবিতা লিখেছি ,
শুধু তোমার জন্য শুধু তোমাকে নিয়ে ।
৩৫| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৬
মামুন রশিদ বলেছেন: আজ কবিতায় পেয়েছে প্রিয় কান্ডারীকে..
গোধূলি অস্তগামী হলে পরে
যখন আমার কফির মগে বিষবাষ্প উড়তে থাকে,
আমি তখন টের পাই
হৃদপিণ্ডের প্রতিটি গরম অনুভূতিগুলো;
কফির প্রতিটি চুমুকে।
অনেক অনেক অনেক সুন্দর ।
++++++++++++++++
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সমুদ্র বিলাসী জলদেবী কোন,
তবু তোমাকেই বলছি শোন,
আমি ওই পথের ক্লান্তি নিয়ে
মৃত্যুর সাধ খুঁজে মেঘ কিনে নেবো;
ঝরবো বৃষ্টি হয়ে তোমারই উন্মাদনায়,
তুমি তখন না হয় আমাকে একটু ছুঁয়ে দেখো।
৩৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫১
একজন আরমান বলেছেন:
বোধহীন, জ্ঞানহীন প্রাণী নই,
আমি একজন মানুষ,
তবু কেন অন্ধকারেই খুঁজে ফেরা এই আমাকে ?
কঠিন প্রশ্ন !!!
অঃ টঃ
কিছু জরুরি কথা ছিল।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
টেকনাফ থেকে তেতুলিয়া;
মদন এখন দেউলিয়া,
করতে যেত সে প্রেমলীলা।
মদন এখন করে ব্যাবসা,
ফার্মগেট ওভার ব্রিজের উপর বইসা,
খালি – “বিশ, একশ বিশ”
একদিন দেখা সখিনার সাথে,
বিয়ে হয়েছে তার এক দালালের সাথে।
মনে পরে আজ মধুর ক্যান্টিন,
মদনের এখন বড়ই দুঃখের দিন।
মদনকে সে দিয়েছে কিনে লটারি টিকেট,
“যদি লাইগ্যা যায়”
তারপর.........
মদনের এখন অনেক টাকা,
পিছে ঘুরে কত সখিনার বাবা;
মদনের প্রিয়ার নাম কাননবালা।
৩৭| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:২৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: আমার পড়া আপনার লেখা সেরা কবিতাগুলোর মধ্যে একটা এটা। খুবই ভাল লেগেছে আমার। +++++++++++++++++++
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
কত রক্তে ভিজে আজ আমার বেলাভূমি ,
কত কষ্ট বুকে চেপে আজ আমি শূন্য মরুভূমি ,
তুমিতা জানবেনা ;জানবেনা কখনো অজানার মায়াডোরে ।
যাকে তুমি ভালোবেসে আপন করেছো ,
সেকি তোমার জন্য কখনো করেছে ,
একশ একটা রক্তে ভেজা গোলাপের বাগান ?
সেকি পুকুরে ডুবে থেকে স্বপ্ন কুড়িয়েছে তোমার জন্য ?
আমার চোখে তবু তোমার জন্য এই পথ চেয়ে থাকা ,
আমার জীবনে তবু তোমার জন্য এই ভালোবাসা ।
৩৮| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩১
অচিন্ত্য বলেছেন: হাজার কুর্নিশ আপনাকে ! আপনার অন্তর বাহির কবি'র। মন্তব্যেও কবি। পড়তে পড়তে কেন যেন জীবনানন্দ দাশকে মনে পড়ে।
ভাল থাকুন নিরন্তর
++++++++++++
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অতপর বোঝাগেলো তার মনের কথা,
অন্ধকারে বিলাপ করে ওঠা কোন মায়াবিনী সে
নতুবা রাতের আকাশে ঝরেপরা নক্ষত্র কোন এক;
আমি তাকে কিছুতেই পারিনা এড়াতে।
বোধহীন, জ্ঞানহীন প্রাণী নই,
আমি একজন মানুষ,
তবু কেন অন্ধকারেই খুঁজে ফেরা এই আমাকে ?
যখন মাটির সকল কান্না মাটি নিয়েছে বুঝে,
ধানের শীষে লেগেছে সোনালী রং,
আমি তখন বুঝতে পেরেছি জীবনের যত ঢং।
মৃত্যুর মায়া জাগে;
যাপিত জীবনের ক্লান্তির অনুরাগে,
আমি তাকে কিছুতেই পারিনা এড়াতে।
প্রেম নয়, উষ্ণতা নয়,
তবু কি যেন এক অনুভূতি জাগে,
যেন এক কষ্ট-কষ্ট ভালোলাগায়
বুকের ভেতর বাঁশি বাজে।
গোধূলি অস্তগামী হলে পরে
যখন আমার কফির মগে বিষবাষ্প উড়তে থাকে,
আমি তখন টের পাই
হৃদপিণ্ডের প্রতিটি গরম অনুভূতিগুলো;
কফির প্রতিটি চুমুকে।
এ হয়না ! কখনো হবার নয়,
তুমি কি দেখেছো কখনো রেললাইনের দুটি পাতকে এক হয়ে মিশে যেতে ?
তাতে মৃত্যুরা খুসি হয়, আনন্দিত হয়;
আমিতো পারিনা মৃত্যুকে ভালোবাসতে,
হয়তোবা তুমিও আমারই মতো,
সূর্যের প্রতীক্ষায় চিরদিনই অবহেলিত।
সমুদ্র বিলাসী জলদেবী কোন,
তবু তোমাকেই বলছি শোন,
আমি ওই পথের ক্লান্তি নিয়ে
মৃত্যুর সাধ খুঁজে মেঘ কিনে নেবো;
ঝরবো বৃষ্টি হয়ে তোমারই উন্মাদনায়,
তুমি তখন না হয় আমাকে একটু ছুঁয়ে দেখো।
আর রাতের মানুষগুলো ঠিক এভাবেই ঘুমিয়ে থাকে
অন্ধকারে মাথা গুঁজে দিয়ে,
গলিত বরফের মতো হিমশীতল প্রদাহে,
চিরদিনের শান্তি নিয়ে ঘুমায় তারা,
কোন দিন আর জেগে ওঠা হবেনা জেনে;
আর আমি ! এসব কিছুই পারিনা এড়াতে।
৩৯| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪
লাবনী আক্তার বলেছেন: মৃত্যুরা খুশি হয়, আনন্দিত হয়;
আমিতো পারিনা মৃত্যুকে ভালোবাসতে,
আমি ওই পথের ক্লান্তি নিয়ে
মৃত্যুর সাধ খুঁজে মেঘ কিনে নেবো;
ঝরবো বৃষ্টি হয়ে তোমাদেরই উন্মাদনায়,
তোমরা তখন না হয় আমাকে একটু ছুঁয়ে দেখো।
দারুন লাগল!
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এ হয়না ! কখনো হবার নয়,
তুমি কি দেখেছো কখনো রেললাইনের দুটি পাতকে এক হয়ে মিশে যেতে ?
তাতে মৃত্যুরা খুসি হয়, আনন্দিত হয়;
আমিতো পারিনা মৃত্যুকে ভালোবাসতে,
হয়তোবা তুমিও আমারই মতো,
সূর্যের প্রতীক্ষায় চিরদিনই অবহেলিত।
৪০| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০
সোহাগ সকাল বলেছেন: আমাকে একটা কবিতা লিখে দিয়েন তো অথর্ব।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
জগৎ জুড়ে একই রীতি;
কেউবা দুঃখী,
কেউবা সুখী।
মন যা চায়,
করতে না পায়,
স্বাধীনভাবে চলতে না পায়।
না পারে সইতে,
না পারে কইতে,
কেউ চায়না মনের ব্যাথাটা বুঝতে।
শিকলে বাঁধা কুকুর যেমন;
জীবন তখন পরাধীন তেমন।
বয়সটা যখন তের হতে উনিশ;
এটাই ভীতি ,
এটাই রীতি।
পারেনা যেতে গণ্ডীর বাইরে;
হোক সে ভালো,
হোক সে মন্দ।
ভুল কর সামান্য যতই,
হবে তুমি রাম ধোলাই।
ভাঙ্গতে হবে এই রীতি,
নয়ত মরুক সকল জাতি।
৪১| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১
রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: ঝরবো বৃষ্টি হয়ে তোমাদেরই উন্মাদনায়,
তোমরা তখন না হয় আমাকে একটু ছুঁয়ে দেখো।
অসাধারণ++++++++++++++++++++++++++++
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রেম নয়, উষ্ণতা নয়,
তবু কি যেন এক অনুভূতি জাগে,
যেন এক কষ্ট-কষ্ট ভালোলাগায়
বুকের ভেতর বাঁশি বাজে।
৪২| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০২
সমুদ্র কন্যা বলেছেন: বোধহীন, জ্ঞানহীন প্রাণী নই,
আমি একজন মানুষ
সুন্দর কবিতা।
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অতপর বোঝাগেলো তার মনের কথা,
অন্ধকারে বিলাপ করে ওঠা কোন মায়াবিনী সে
নতুবা রাতের আকাশে ঝরেপরা নক্ষত্র কোন এক;
আমি তাকে কিছুতেই পারিনা এড়াতে।
৪৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৪
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগলো:++++++++++++
আপনার কবিতা লেখা অব্যাহত থাকুক......।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!!
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রেম নয়, উষ্ণতা নয়,
তবু কি যেন এক অনুভূতি জাগে,
যেন এক কষ্ট-কষ্ট ভালোলাগায়
বুকের ভেতর বাঁশি বাজে।
গোধূলি অস্তগামী হলে পরে
যখন আমার কফির মগে বিষবাষ্প উড়তে থাকে,
আমি তখন টের পাই
হৃদপিণ্ডের প্রতিটি গরম অনুভূতিগুলো;
কফির প্রতিটি চুমুকে।
এ হয়না ! কখনো হবার নয়,
তুমি কি দেখেছো কখনো রেললাইনের দুটি পাতকে এক হয়ে মিশে যেতে ?
তাতে মৃত্যুরা খুসি হয়, আনন্দিত হয়;
আমিতো পারিনা মৃত্যুকে ভালোবাসতে,
হয়তোবা তুমিও আমারই মতো,
সূর্যের প্রতীক্ষায় চিরদিনই অবহেলিত।
৪৪| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭
এহসান সাবির বলেছেন: আজকাল আমি আপনার লেখা জমিয়ে রাখি.. আস্তে ধীরে পড়ি..........
গোধূলি অস্তগামী হলে পরে
যখন আমার কফির মগে বিষবাষ্প উড়তে থাকে,
আমি তখন টের পাই
হৃদপিণ্ডের প্রতিটি গরম অনুভূতিগুলো;
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইরে এত ভালোবাসা কোথায় রাখি ?
প্রেম নয়, উষ্ণতা নয়,
তবু কি যেন এক অনুভূতি জাগে,
যেন এক কষ্ট-কষ্ট ভালোলাগায়
বুকের ভেতর বাঁশি বাজে।
৪৫| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি ওই পথের ক্লান্তি নিয়ে
মৃত্যুর সাধ খুঁজে মেঘ কিনে নেবো;
ঝরবো বৃষ্টি হয়ে তোমাদেরই উন্মাদনায়,
তোমরা তখন না হয় আমাকে একটু ছুঁয়ে দেখো।
+++++++++++++++++
অহর্নিশ ভাললাগা ।
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
অহর্নিশ কে আমি ঠিক চিনলাম না।
তাতে মৃত্যুরা খুসি হয়, আনন্দিত হয়;
আমিতো পারিনা মৃত্যুকে ভালোবাসতে,
হয়তোবা তুমিও আমারই মতো,
সূর্যের প্রতীক্ষায় চিরদিনই অবহেলিত।
৪৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:১০
স্নিগ্ধ শোভন বলেছেন: অহর্নিশ মানে অবিরাম ভাই।
১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি অবিরামকেও চিনিনা
৪৭| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫২
মোঃ ইসহাক খান বলেছেন: শক্তিশালী শব্দচয়ন, সুন্দর কবিতা।
১০ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আর রাতের মানুষগুলো ঠিক এভাবেই ঘুমিয়ে থাকে
অন্ধকারে মাথা গুঁজে দিয়ে,
গলিত বরফের মতো হিমশীতল প্রদাহে,
চিরদিনের শান্তি নিয়ে ঘুমায় তারা,
কোন দিন আর জেগে ওঠা হবেনা জেনে;
আর আমি ! এসব কিছুই পারিনা এড়াতে।
৪৮| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৭
মোঃ ইসহাক খান বলেছেন: এটাও সুন্দর।
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল আপনার কাছে সুন্দর মনে হয়েছে জেনে।
৪৯| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: কমেন্ট তবে হোক কবিতায়।
যে-বাণীবিহঙ্গে আমি আনন্দে করেছি অভ্যর্থনা
ছন্দের সুন্দর নীড়ে বার-বার, কখনো ব্যর্থ না
হোক তার বেগচ্যুত, পক্ষমুক্ত বায়ুর কম্পন
জীবনের জটীল গ্রন্থিল বৃক্ষে ; যে-ছন্দোবন্ধন
দিয়েছি ভাষারে, তার অন্তত আভাস যেন থাকে
বৎসরের আবর্তনে, অদৃষ্টের ক্রূর বাঁকে-বাঁকে,
কুটিল ক্রান্তিতে ; যদি ক্লান্তি আসে, যদি শান্তি যায়,
যদি হৃদপিণ্ড শুধু হতাশার ডম্বরু বাজায়,
রক্ত শোনে মৃত্যুর মৃদঙ্গ শুধু ;--- তবুও মনের
চরম চূড়ায় থাক সে-অমর্ত্য অতিথি-ক্ষণের
চিহ্ন, যে-মূহূর্তে বাণীর আত্মারে জেনেছি আপন
সত্তা ব'লে, স্তব্ধ মেনেছি কালেরে, মূঢ় প্রবচন
মরত্বে ; ক্ষণমন অনিচ্ছার অবশ্য বাঁচার
ভুলেছে ভীষণ ভার, ভুলে গেছে প্রত্যহের ভার |
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
আকাশের রুদ্ধ বৈঠকখানায় মেঘেদের সভা বসেছে,
সেখানে ফাঁসির আয়োজন করেছে অবকাশ।
জল্লাদ প্রস্তুত, একটু পরেই সদ্য ফোঁটা ফুলের
দেহদান কর্মসূচী পালিত হবে,
এমন লাবণ্য প্রভা কোন এক স্বপ্ন শিশিরের পুঁজ ঝরা
ঘৃণা নিয়ে তবু বেঁচে থাকে ঈশ্বর লীন হয়ে
আমার বুকে; আমি তারে পারিনা এড়াতে ।
এই বুঝি বুড়ো সূর্যের গলিত লালা
তেলাপোকার থেঁতলে যাওয়া মৃত দেহটাকে
পিঁপড়ে ধরেছে; যেমনটা ধরেছে ওই মেহগনিতে গড়া ওই ফার্নিচারে
কোন ঘুণ পোকা, আমি এসব পারিনা এড়াতে।
৫০| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৪
রাইসুল নয়ন বলেছেন:
আজ এত বছর যুদ্ধ করে যে জেনেছে তার রণকৌশলই ছিলো ভুল,
তাকে আর কি সভ্যতা চেনাবে ?
এমন গভীর ভাবেন বলেই আপনার কবিতা পড়ে শিখতে পারি আর মনের খোরাক? সেও হয় বটে।
আবার কবে কবিতা পোস্ট করবেন ভাইয়া?
চাতকের মতো অপেক্ষায় রইলাম।
২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষার প্রহর এইতো শেষ হয়ে এলো বলে।
৫১| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮
নিরপেক্ষ মানুষ বলেছেন: +++ শিরোনামটা প্রায় ২ বছর আমার ফেবু আইডির নাম ছিল
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে ভাবনাগুলো দেখছি মিলে গেলো
৫২| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯
নিরপেক্ষ মানুষ বলেছেন: +++ শিরোনামটা প্রায় ২ বছর আমার ফেবু আইডির নাম ছিল
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আগে জানলে হয়ত অন্য নাম দেয়া যেতো
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর!! সুন্দর !!!