নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের ঈদ ভাবনা ও ঈদ আড্ডা

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫০



*** ঈদ মোবারাক ***







আমি প্রথমেই গভীর শোকের সাথে স্মরণ করছি এইতো কিছুদিন আগেই সাভার রানা প্লাজায় ঘটে যাওয়া ট্র্যাজেডি নিয়ে, যেসব শ্রমিকদের এই ঈদটা হয়ত আনন্দের কাটবেনা জীবনের এমন এক নিষ্ঠুর অভিজ্ঞতায় কাটিয়ে।







আমি গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় ব্লগার নোবেলবিজয়ী_টিপু যিনি ব্লাডক্যান্সারে ভুগে মাত্র ২২ বছর বয়সে মারা যান এবং ব্লগার ইমন জুবায়ের যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই ব্লগ প্ল্যাটফর্মটিতে মমতার সাথেজড়িয়ে ছিলেন। সুস্থ, সমৃদ্ধ, দায়িত্বশীল এবং আনন্দময় ব্লগিং এর জন্যআমরা তাঁর কাছে ঋণী। আমরা আর কখনওই তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারব না । এই দুই জন গুণী ব্লগারের অসীম ভালোবাসায় সিক্ত হতে ।







সবশেষে গভীর আক্ষেপ নিয়ে স্মরণ করছি, ছোট্ট ছেলে মেঘ যার আর কখনওই তার বাবার সাথে ঈদের জামাত আদায় করতে যাওয়া হবেনা, ফিরে এসে মায়ের হাতের সেমাই খাওয়া হবে না। সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার আজ ৫৪০ তম দিন । আমরা অন্ধকারে এখনও।







একমাস সিয়াম সাধনার পর সময় এসেছে ঈদ আনন্দ উদযাপনের। ঈদ মানেই বাঁধ ভাঙা আনন্দ। সেই আনন্দ বরণের জন্যই বাংলার মুসলমান সমাজ যেন উদগ্রীব। ক্ষীর, পায়েস, সেমাই, পোলাও, ভুনা খিচুড়ির, কোর্মা, কালিয়া এসব নানান ধরনের খাবার থাকবে খাবারের তালিকায়। নামাজ পড়ে মিষ্টি মুখ, এরপরই বন্ধু-বন্ধবীর সঙ্গে আড্ডা, বাদ যাবে না এর কোনো কিছুই। আর তাইত ঈদ এলেই মনের অজান্তেই গেয়ে উঠি আমাদের মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান।১৯৩১ সালে লেখার চারদিন পর শিল্পী আব্বাস উদ্দিনের গলায় গানটি রেকর্ড করা হয়। রেকর্ড করার দুই মাস পরে ঈদের ঠিক আগে আগে এই রেকর্ড প্রকাশ করা হয়।







ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে , শোন আসমানী তাগিদ।

তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ

দে যাকাত , মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী

সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,

তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।








ব্লগাররা একই সাথে ভার্চুয়াল ও বাস্তব জগতের বাসিন্দা। পাঠকরা ব্লগারদের সম্পর্কে অনেক কিছু জানতে চান। এখানে প্রাধান্য পাবে সমাজসেবার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা, সামাজিক সচেতনতা তৈরিতে তাঁদের অবদান, তাঁদের পারিবারিক জীবনের মধুর ও ইতিবাচক দিক কিংবা তাঁদের ব্লগিং ও সংগ্রামের ইতিহাস।



ঈদ ঘিরে যেমন সবার থাকে অনেক স্বপ্ন , তেমনি ঈদ ঘিরেই থাকে সারা বছরের আয়োজন। ঈদ এলেই চাঙ্গা হয়ে ওঠে আমজনতা থেকে আকাশগঙ্গার ওপারে থাকা নক্ষত্রকূলের সকলেই। ঈদ আসে, ঈদ চলেও যায়। কিন্তু ঈদ কী সত্যিই পূরণ করে আমাদের স্বপ্ন? আমরা কী কখনো ভাবি সেই ঈদের কথা, যা হবে আমাদের স্বপ্নের মতো। আমরা কী কখনো স্বপ্ন দেখি সেই ঈদের? এই অনুসন্ধিৎসা থেকেই আমি শরণাপন্ন হলাম আমাদের প্রিয় ব্লগারদের। জানতে চাইলাম, কেমন দেখতে চান আপনার স্বপ্নের ঈদ...







এই পোস্টে আমি ব্লগারদের নিকের বয়সের ক্রম অনুযায়ী তাদের ভাবনাগুলো সাজিয়েছি। তবে আমার যোগাযোগের এবং পোস্টের সীমাবদ্ধতার কারনে সবার ভাবনাগুলো দেয়া সম্ভব হয়নি বিধায় বাকিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু এটি ব্লগারদের ঈদ ভাবনা নিয়ে পোস্ট এবং সাথে আড্ডার আয়োজন করেছি তাই সকলের প্রতি আন্তরিক ভাবে চাইব যেন পোস্টের মন্তব্যের ঘরে এসে সবার ঈদ ভাবনা আমাদের সবার সাথে শেয়ার করবেন এবং মন-প্রান খুলে ঈদ আড্ডা জমিয়ে রাখবেন। পরিশেষে সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা।







*** ব্লগার অন্যমনস্ক শরৎ ***



যখন আমাকে প্রশ্ন করা হল, "এবারের ঈদে কি করছেন?" তখন প্রথমে একটু ঘাবড়ে গেলাম। শতহোক প্রশ্নটা করেছেন একজন ব্লগার, ফলে গুরুত্ব কিছুটা হলেও ভিন্ন। যে উত্তরটা শুরুতেই মাথায় এল, তা হল ব্লগেই ঈদের বেশিরভাগ সময় কাটবে সে বিষয়ে কোন সন্দেহ নেই। চাঁনরাতের প্রথম শুভেচ্ছা পোষ্টটা কার হবে সেটাও মাথায় রাখতে হবে। কে কি কেনাকাটা করছেন, এবং সেটা নিয়ে কেমন পোষ্ট দিচ্ছেন সেটাও খেয়াল রাখতে হবে। আবার নিজেদের আনন্দের বাইরেও যারা অন্যদের, বিশেষত সুবিধাবঞ্চিতদের জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন; সেটা খুব মনযোগ দিয়ে দেখার চেষ্টা করব। ঈদ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে সেটা কোনভাবেই মাথা থেকে বের করতে পারবো বলে মনে করছি না। সেটার প্রভাব অনেক আগে থেকেই ব্লগে উপস্থিত হবে মনে করছি। এছাড়া ব্যক্তিগত জীবনে, ঈদের দু-তিনদিন আগে একটু শপিং করার চেষ্টা করবো, প্রিয়জনদের উপহার দেবার জন্য। ঈদের সকালে নামাজ পড়ে বাসায় ফিরে আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে নিশ্চিত। অনেকদিন ছোট কাজিনদের সময় দেয়া হয় না, আশাকরি এবার সেই অপরাধ একটু হলেও কমানো যাবে। প্রিয় বন্ধু এবং শিক্ষকদের ঈদের এসএমএস পাঠানোর একটা অভ্যাস আছে। ফেইসবুক বন্ধুরাও বাদ যাবেন না নিশ্চয়ই। যদিও সবকিছুর পরও ব্লগে চোখ থাকবে। এই পোষ্টের সুবাদে ঈদ পূর্ব ভার্চুয়াল কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের আশা থাকবে সকল ব্লগারের সাথে। আবার সার্ভার এবং লগইন জটিলতার জন্য ঈদ পূর্ব ক্ষমাও চেয়ে নেবো। কিন্তু এর পরও কেউ কেউ যখন "মডু ঘুমায় মডু ঘুমায়" বলে ঈদ আনন্দ মিছিল করবে তখন "চউক্ষে পুরা পানি চইলা আসলেও" বলবো...ও মোর রমজানের ঐ রোযার শেষে এল খুশির ঈদ....শুভেচ্ছা আর কৃতজ্ঞতা সবার জন্য।







*** ব্লগার মিলটন ***



ঈদ। দুই অক্ষরের শব্দ একটি। কিন্তু এর ব্যাপ্তি অনেক। আমরা মুসলমানদের জন্য বছরে আল্লাহ কর্তৃক ঘোষিত দুটি দিন আনন্দের। আমরা পালন করি। অনেকে অনেক ভাবে পালন করে। আর আমাদের মত সৌহার্দ সপ্রীতির দেশে ধর্ম নির্বিশেষে সবাই কমবেশী উৎযাপন করি এই ঈদটাকে। আমি এক নষ্টালজিক টাইপের মানুষ। দিনের বেশীর ভাগ সময় যখন সাধারণত একা থাকি তখন নিজের স্মৃতির পাতা উল্টাই। কখনও হাসি আর কখনও কাঁদি। ঠিক সেই ভাবেই আমার মনে পড়ে আমার ছোটবেলার ঈদের কথা গুলো। কত রঙিন ছিল সেইদিনগুলো। কোন চিন্তা ছিল না। কোন দায়িত্ব ছিল না। শুধুই ঘুরে বেড়ানো। খুশিতে ঈদের আগের রাতে ঘুমই হতো না। সেলামির ব্যাপারটা তখন খুব একটা বুঝতাম না। আর নতুন জামা-কাপড়ের দিকে আমাদের পরিবারের ছেলেপুলেদের খুব নজর ছিল না। নিজের পছন্দ বলে কিছুই ছিল না। বাবা-মা যেটা দিতেন সেটাই সই। বাবার সাথে নামাজ পড়তে যেতাম। এক রাস্তা দিয়ে যেয়ে বাবা আরেক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাসায় ফিরতেন।



তারপর যখন কিশোর বয়সে আসলাম। তখন দু-চারটি বন্ধু হলো। তাদের বাড়ীতে বেড়ানো, তারা আমার বাসায় আসতো। এখানে ওখানে যাওয়া। তবে সত্যি কথা, কখনও সিনেমা দেখা হয়নি। যে বয়সটাতে অন্ততঃ অনেকেই ঈদের দিন সবার চোখের আড়ালে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতো। তবে আমাদের ঐ সময়ে সালামীর পরিমান খুবই কম ছিল। সেইটাই আমাদের কাছে অনেক ছিল। বাবা ঈদের বাজারটা আলাদা করে করতেন এবং সেটা বাসাতে আলাদা করেই রাখা হতো। একটা বাঁশের টুকরি/ডালাতে শেমাই, লাচ্ছি, পোলাওয়ের চাল, দুধের প্যাকেট, গরম মশলা ইত্যাদি রাখা হতো। এই দৃশ্যটা আমার খুব মনে পড়ে। আর ঈদের আগের রাতে পিঁয়াজ, রসুন, আদা ইত্যাদি মশলা বাটা হতো পাটায়। আর সারা বাড়ী একটা সুগন্ধে ভরে যেত। এখনও ঈদ আসলে আমি সেই সুগন্ধটা অদৃশ্য ভাবে পাই। ঈদের আগের রাতেই ঈদের দিনের জন্য দুই একটি রান্না করেন ফেলতেন আম্মা।



এরপর আসি, আমি যখন বড় হলাম। চাকুরীতে ঢুকলাম। প্রথমদিকে অল্প বেতন দিয়েই সবাইকে খুশি করতে চাইতাম। আমি চাইতাম পরিবারের সবাইকে কিছু না কিছু গিফট দিবো। তাই সবার জন্য শপিং করতাম। আমার ভালো লাগতো। বাবা-মা, বোন, আত্মীয়-স্বজন সবাইকে দিয়েছি আমার সাধ্য মত।



এখন সন্তানরা বড় হয়েছে। এখনও ঈদের নামাজ পড়ে এসে মা’র পা ছুঁয়ে সালাম করি। মা মাথায় হাত দিয়ে দোয়া করেন। তারপর আমাদের পরিবারের রেওয়াজ হিসেবে সবাই একসাথে বসে মাংশ দিয়ে খিচুড়ি খাওয়া হয়। আমার সন্তানরা এখন আনন্দ করে। আমি দেখি তাকিয়ে তাকিয়ে। আমার ভালো লাগে। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সাথে ঈদের শুভেচ্ছা মোবাইলে বিনিময় করি। ঈদের দিন বাসাতেই থাকতে পছন্দ করি। কারণ আমি ঘরকুণে একটা মানুষ। বড়ই অলস। বড়ই।



এভাবেই চলে আসছে আমার বছরের পর বছরের ঈদগুলো। সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা।







*** ব্লগার এস্কিমো ***



ছোটভাই জানতে চাইলো ঈদ নিয়ে আপনার ভাবনা কি? ১৮ ঘন্টার রোজা রেখে - বিশেষ করে রমাদানের শেষ দিকে তারাবী, কিয়ামুল লাইল আর পরপর নামাজগুলো নিয়ে ব্যস্ত থাকার সময় কেউ যদি জিজ্ঞাসা করে ভাই ঈদ কবে হবে, তখন প্রশ্নকারীর মুখের দিকে তাকিয়ে থাকি কিছুক্ষন - রমাদান শেষ হয়নি এখনই ঈদ নিয়ে চিন্তার সময় কই? সত্য কথা বলতে কি, ঈদের ভাবনা আসলে মনে একটা কষ্ট তৈরী করে - বিশেষ করে যখন মনে হয় একটা বিশেষ মাস শেষের দিকে চলে আসছে - আগামী রমাদান পর্যণ্ত হয়তো বেঁচে থাকবো না - আমি কি পারলাম পরম করুনাময়ের রহমত আর মাগফেরাত অর্জন করতে। যাই হোক ,তারপরও ঈদ আসবে, ঈদের দিনটা চমৎকারভাবে কাঁটানো একটা চিন্তাতো থাকেই। ছোট কালে ঈদকে আনন্দমুখর করার দায়িত্ব ছিলো সর্বসাধারনের - এখন সেই দায়িত্ব নিয়ে নিয়েছে লেখকরা - যারা অতিরিক্ত শ্রম দিয়ে ঈদ সংখ্যার ম্যাগসাইজ লেখাগুলো লেখেন, কিছুটা দায়িত্ব নিয়েছে ফ্যাশন ডিজাইনারা - নিত্যনতুন ফ্যাশান আর নামের বাহারের পোষাক বাজারে আনছেন আর আছে টিভি চ্যানেলগুলো - যারা রমাদানের কথা ভুলে গিয়ে ঈদের অনুষ্টান বানাচ্ছেন - সুতরাং আমাদের শুধু দরকার কিছু সময় আর অর্থ - যা ব্যয় করে ঈদের একটা প্যাকেজ আনন্দ কিনে ফেলা যায় সহজেই।



আমার জন্ম একটা দরিদ্র পরিবারের বড় হয়েছি - সেই কারনে ঈদের মুল আনন্দ ছিলো উন্নত মানের খাবারগুলো। আমাদের মতো পরিবারের শুধুমাত্র মেহমান আসলেই পোলাও কোর্মা রান্না হতো - আর যদি মেহমান ভোজনরসিক হতো - তাহলে শুধু ঘ্রানে অর্ধ ভোজনেই আমার তৃপ্ত থাকতে হতো। সেই বিবেচনায় ঈদের দিনটা রান্না হতো আমাদের জন্যেই - মন ভরে পেট পুরে খাও - সাথে সেমাই এর সংযোগ ঈদকে স্বপ্নীল আনন্দে ভরে দিতে। তার উপরে যদি কোন বছর নতুন কাপড় পেয়ে যেতাম - সেই ঈদের আনন্দ স্বর্নাক্ষরে লেখার মতোই হয়ে উঠতো।



বড় হয়ে উঠার সাথে সাথে ঈদের আনন্দ অনেকটা ফিকে হয়ে গেলো - দারিদ্রতা দুর হয়ে যাওয়ার সাথে সাথে খাবারের আনন্দ আর রইল না - আর পোষাক তো নিত্যদিনের সরবরাহের বিষয়ে পরিনত হওয়ায় ঈদকে আনন্দময় করতে মুলত প্রতিযোগীতার দিকে যেতে হতো - কে কত দামী পোষাক কিনলাম - আর কারটা কত ভাল স্টাইল - তারই প্রদর্শনী হয়ে উঠলো ঈদ। এক সময় এই প্রতিযোগীতার আনন্দও ফিকে হয়ে আসলো। এক সময় ঈদকে বিরক্তিকর বিষয় মতো হতো।



পরে যখন ধর্মকর্মের দিকে মন দিলাম - তখন ঈদ হয়ে উঠলো নতুন একটা আনন্দের দিন। সেই আনন্দ সম্পূর্ন ভিন্ন আনন্দ। রমাদানের সিয়াম শেষে ঈদের দিন ভোরে যখন মনে হয় আমি শেষ করতে পেরেছি একটা মাস - যা ছিলো সম্পূর্ন আমার স্রষ্টার জন্যে নিবেদিত - যেখানে ছিলো না কোন প্রতিবন্ধকতা - সরাসরি আমি ছিলাম আমার প্রতিপালকের অনুগত। ঈদের দিন মনটা ভরে উঠে এই ভেবে - আজ আমার আনন্দের দিন - কৃতজ্ঞতা প্রকাশের দিন - কারন মহান প্রতিপালকের কাছে পুরষ্কারের আশায় দাড়ানোর দিন।



এখন ঈদ মুলত অন্যের আনন্দের বিষয়টাই বেশী গুরুত্বপূর্ন হয়ে আসে। প্রথমত দেখি দেশে থাকা আত্নীয়স্বজনরা কিভাবে ঈদ করছেন - তাদের ঈদের সাথে নিজেকে সম্পৃক্ত করা যায় কি না - তাদের আনন্দের ভাগ পাওয়া যায় কিনা। তারপর প্রচেষ্টা থাকে বাচ্চাদের সাথে ঈদকে আনন্দময় করা। সাম্প্রতিক টরন্টোর বাঙালীপাড়ায় খোলা মাঠে ঈদের জামাতের আয়োজন করছে একটা গ্রুপ - এই আয়োজন ঈদের দিনকে আরো বেশী তাৎপর্যময় করে তুলছে। তবে প্রায়শই ভিন্ন ভিন্ন মসজিদ ভিন্ন দিনে দিন পালন করায় বন্ধুবান্ধবের মাঝে ঈদের দিন নিয়ে সমস্যা হয় - তা অবশ্য ঈদের আনন্দ খবি একটা কমাতে পারে না।



ঈদের দিনটাতে সবচেয়ে বেশী মনে পড়ে তাদের যারা গত বছরও ছিলেন আমাদের সাথে - কিন্তু এই বছর নেই। এইটাই নিয়ম - হয় তো আগামী ঈদে আমিও থাকবো না। সেই চিন্তা থেকে আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জানাই - এখনও আমি আমার স্বজন আর বন্ধুদের মাঝে ঈদের দিনটা উপভোগ করতে পারছি।







*** ব্লগার আমিনুর রহমান ***



আমিনুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন তার ঈদ নিয়ে আলাদা করে কোন ভাবনা নেই। সারাটা বছর নানান কাজের ব্যাস্ততায় কাটে তাই ঈদের এই ছুটির দিনটিতে তিনি সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিবেন। তবে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।



তবে তিনি ঈদ ভাবনা নিয়ে আরও কিছু ব্লগারদের কাজের সাথে সম্পৃক্ত থাকছেন যার আপডেট পাওয়া যাবে নিচের লিঙ্কটিতে



এবারের ঈদ যেন হয়ে উঠে সকলের জন্য আনন্দের...







*** ব্লগার ধীবর ***



রাজনৈতিক বিষয়ে ব্লগার পরিচিতি থাকলেও, খাদক বলেই বেশি পরিচিত বলে মনে করি নিজেকে। তাই ঈদের ঠিক আগের রাত থেকেই পরদিনের ভুড়িভোজনের দিকে মাথা কাজ করে বেশি। তবে এক মাসের সংযমের পর চোখের তুলনায় পেটের খিদে মিটে যায় বলে, প্রতি বছরই আক্ষেপে ভুগতে হয়। তবে চাঁদ রাত্রিটাই আমার কাছে সারা বছরের সব রাতের চাইতে বেশি মোহনীয় লাগে। ছিটেফোটা যা রোমান্টিসিজম আমার মধ্যে আছে, এই রাতেই সেটা প্রস্ফুটিত হয়। আর ঈদের নামাজ শেষ হবার ঘণ্টা খানেকের মধ্যেই ঈদের আমেজ শেষ হয়ে যায় আমার। গত নম্ভেবরে আমার বাবা ইন্তেকাল করেছেন। তাই এই বছর শ্রেফ সামাজিকতার জন্য ন্যূনতম যতটুকু দরকার, তার বেশি কিছু করা হবে না। ঈদ মোবারক সবাইকে।







*** ব্লগার নিমচাঁদ ***



খুব ব্যক্তিগত একটা বিষয় শেয়ার করবো ।ঈদ আনন্দের দিন , খুশীর দিন এই দিনে সবাইকে খুশী রাখতে হয়।কান্ডারী অথর্ব যখন বলল ঈদের ভাবনা লিখে দিতে , আমি হঠাত ই ভাবলাম জুলাই মাসের ৪ তারিখ থেকে যে কাহিনীটা অনলাইনের কারো সাথে শেয়ার করতে পারি নাই, সেটা নিয়েই কিছু লিখি। মাসুম আমার অফিসের হিসাব রক্ষক।জুলাই মাসের ৪ তারিখে আমি যখন নিউইয়র্কের ম্যানহাটনে আমেরিকার স্বাধীনতা দিবসের বাজি ফুটানো দেখছি, সেই সময় ঢাকার বনশ্রীতে তার বউ বাসার সুয়ারেজের জমানো গ্যাসের আগুনে ভীষণভাবে অগ্নিদগ্ধ হচ্ছে।বাসায় কারেন্ট ছিলো না , সুয়ারেজের বিষাক্ত গ্যাস লিক করে বাথরুমে ঢুকেছিলো, আর তার বউ পুড়ে গেলো মোমবাতির আগুনের উৎসে।৪৫% বার্ণ এবং ঢাকা মেডিক্যালে সাধারণ ward এ ভর্তি কিন্তু আই সি ইউ তে জায়গা হচ্ছিলো না।এই সময় আমি খবর পেলাম এবং সকল যোগাযোগের চূড়ান্ত সীমানায় পৌছে সামন্ত লাল সেনের কাছে পৌছালাম এবং মাসুমের বউকে ভর্তি করতে পারলাম ।সে এখনও বেচেঁ আছে , তবে শ্বাস নালী পুড়ে গেছে, আগুন ইনহেল করার কারনে। ভদ্রমহিলা সেন্ট্রাল কলেজের শিক্ষিকা এবং ফুটফুটে এক ছেলের মা ।মাসুমের ভাগ্য ভালো সে তার অফিসের ৫ জন মালিকের কাছ থেকে সব ধরনের সহায়তা পাচ্ছে এবং ঈদের দিনও পাবে। আমি খুব একটা পুণ্যবান মানুষ নই, কেনো জানি না , আমি নির্মমতা , ভাগ্যের পরিহাস এই সব জিনিস সহ্য করতে পারি না। মাসুমের বউকে ঈদের দিন দেখা আসাটা , তার পাশে বসে তাকে কিছুটা সময় দিয়েই ,আমার এই ঈদ কাটবে।এই ছাড়া আমার আর বিশেষ কোন কাজ নেই ।তার পর অবশ্য প্রথামাফিক আজিমপুর কবরস্থানে যেতে হবে , সব ঈদেই যাই , যেখানে আমার আত্মজ চিরদিনের মতোন ঘুমিয়ে আছে ।







*** ব্লগার ত্রিশোনকু ***



সারা জীবন আমার ঈদ ভাবনা একটাই-তিতাসের পাড়ের আমার গ্রামটিতে ঈদ করা। আমার নানার বাড়িটিও ছিল আরেকটি নদীর পাড়ে-যমুনার। গ্রামের নাম ছিল তারাকান্দি। সে গ্রামটি যমুনা গর্ভে বিলিন হয়েছে আমারো জন্মের আগে। নানা বাড়িত গ্রামে ঈদ করা আর সম্বব ছিল না। ছোট বেলায় ঈদের ছুটিল বেজায় লম্বা। এক মাসেরও বেশী দেখা। ছুটি শুরু হবার অনেক দিন আগে থেকেই শুরু হত তাদের ছুটি কাটানর সরব সব পরিকল্পনা। বালি হাসের ডিম চুরি করে এনে কিভাবে তা ধান সেদ্ধর হাড়িতে সেদ্ধ করে মজা করে খাবে। লম্বা সরু বাশের আগায় জিহবার আঠা লাগিয়ে তা দিয়ে ফড়িং ধরবে। সাঝ রাতে গ্রামের সব খেজুরের রসের হাড়ি খালি করবে। বড়দের সাথে ঈদের দুদিন আগে গ্রামের দুস্থদের কিভাবে সাহায্য করবে। বকের বাসা, ঘুঘুর বাসা থেকে কিভাবে বাচ্চা নিয়ে এসে পালা। ফাঁদ পেতে কিভাবে কাইম আর ডাহুক ধরবে। আমি হা করে শুনতাম। কখনোই ওদের কথায় অংশ নিতে পারতাম না। আমার কাছে তা ছিল রূপকথা। রাতে স্বপ্ন দেখতাম। ডাহুক ধরেছি ফাঁদ পেতে। আমার বড় চাচা বাবার চেয়ে উনিশ বছরের বড় ছিলেন। দাদা গত হন বাবা যখন সপ্তম শ্রেণীতে। বার চাচার শখ ছিল ডাক্তার হবার। ঢাকায় তখন কোন মেডিকেল কলেজ ছিল না। তিনি ঢাকা ইউনিতে বায়ো কেমিস্ট্রিতে ভর্তি হন। সম্ভবত তখন সেটা এপ্লায়েড কেমিস্ট্রি নাম ছিল। চাচা মাস্টার্স যে বছর শেষ করেন সে বছরই ঢাকা মেডিকেল কলেজের প্রথম ব্যাচ নেয়া হয়। তিনি ডাক্তারীতে ভর্তি হন। ডাক্তারী পাশ করে চাচা ব্রাহ্মণবাড়িয়া শহরে পশার জমিয়ে ফেলেন অতি অল্প দিনেই। একটা জমিও কেনেন ওখানে। একদিন তিনি দাদীকে বলেন যে গ্রামের ভিটার ওপর কাঠের বাড়িটি উনি শহরে অনার কেনা জমিটিতে উঠিয়ে নিয়ে স্থাপন করবেন। দাদীর সাফ জবাব তা বাবা তুমি যাই করোনাকেন আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কক্ষণো যাবো না কোথাও।



সে দিন গ্রামের ভিটা ঠকে চাচার শহরের জমিতে বাড়িটি উঠিয়ে নেয়া হয়, তার আগের রাতে দাদী মারা যান। এ সমস্ত ঘটনা আমার জন্মের আগের। আমার না আছে নানানাড়ি তারাকান্দি আর না আছে দাদা বাড়ি শাহবাজপুর। সারা জীবন আমি নিরানন্দ নাগরিক ঈদ করে এসেছি। নানা বাড়িত গ্রামে ঈদ করা আর সম্বব ছিল না। ছোট বেলায় ঈদের ছুটিল বেজায় লম্বা। এক মাসেরও বেশী।



আমার খুব সাধ যে শাহবাজপুর মির্দা বাড়িত ভিটিতে আমি একটা ছোট বাড়ি বানাবো যেখানে আমি আমার ঈদগুলো কাটাবো সারা জীবন।







*** ব্লগার জুল ভার্ন ***



প্রিয় কান্ডারী, আমি আজই সিংগাপুর থেকে চিকিতসা শেষে ফিরেছি। একটা লেখা দিলাম-প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজন করতে পারো নির্ধিধায়। শুভ কামনা।



ব্যাক্তি জীবনে আমি অনেকটাই একাকীত্ব প্রিয় মানুষ। আমার অন্যতম সুন্দর সময়টুকু হচ্ছে একা থাকা-তাইবলে আমি মোটেই নিঃসংগতা পছন্দ করিনা। তবে সেই ছেলে বেলা থেকেই ঈদ নিয়ে বাড়াবাড়ি রকম হৈ চৈ আমার ভাল লাগেনা বরং নানান কারনে আমার কাছে অনেকটাই বিরক্তিকর দিন হচ্ছে ঈদের দিন।ঈদের দিন ঈদের নামাজ শেষে বাকিটা সময় আমার কাছে “ঘুম দিবস”!



বর্তমানে ঈদ উতসব মিডিয়া রিপ্রেজেন্টেশন নির্ভর হয়ে পরেছে।এই উতসবে না আছে কোনো আন্তরিকতা, না আছে প্রানের স্পন্দণ। এখন ঈদ মানেই একশ্রেনীর মানুষের জৌলুশ প্রদর্শন। প্রাগাধুনিক কালে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধর্মীয় উতসব পালনে মধ্যস্থতার ভূমিকা পালন করত, আমাদের দৈনন্দিন জীবনের রীতিনীতি ও আচার সংস্কারের ছক বেঁধে দিতো। আর এখন সেই স্থান দখল করে নিয়েছে মিডিয়া। মধ্যযুগের সমাজে ধর্মের যে দাপট ছিল আজ সেই ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে মিডিয়ার হাতে। আমাদের চলন-বলন সবই নির্ধারিত হচ্ছে মিডিয়া মারফতে, এমনকি ধর্মের বিশ্বাসও এখন মিডিয়া নির্মিত। মিডিয়া আজ সর্বত্র, সর্বব্যাপী। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে মিডিয়া প্রবল প্রতাপে বিবর্তমান আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক-রাজনৈতিক চর্চাগুলোর ভিতর মধ্যস্থতায় লিপ্ত হয়েছে, ব্যক্তিক ও সামষ্টিক পরিচয় নির্মাণ করছে এবং আমাদের যাপিতব্য জীবনের নকশা নির্ধারণ করে দিচ্ছে। বাংলাদেশের মানুষের জীবনে আজ ঈদ উতসবও মিডিয়ার জলসিঞ্চনে সিক্ত। বস্তুত বলা চলে, আজ মিডিয়া নির্মিত প্রতীক ও ইমেজের মধ্যস্থতায় আমরা স্বার্বজনী্ন ঈদ উতসবকে ইলেক্ট্রনিকস বেড়াজালে আবদ্ধ করে রেখেছি-যেখানে শুধুই রংগের সমাহার, নেই অন্তরের নির্যাষ!



তবে পুরনো জামানার মানুষেরা নতুন যুগের মিডিয়া-সংস্কৃতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। আর নতুন প্রজন্ম গড়ে উঠছে মিডিয়া-সংস্কৃতির পেটের ভিতর থেকে, যাদের জীবনের ভাষা অর্থাত্ লাইফস্টাইল, হাঁটা-চলা-কথা বলা একেবারে আলাদা। ক্যারিয়ার, প্রফিট, উপভোগ, উদযাপন, গতি এদের অতি প্রিয় শব্দ। মিডিয়া থেকে এক মুহূর্তও এরা বিচ্ছিন্ন থাকতে জানে না-তাই ঈদের দিনে আন্তরিক কোলাকুলির যায়গায় এখন হাই-হ্যালো-হাই ফাইভে উন্নীত। মিডিয়া-ইন্ডাস্ট্রি নির্মিত এই সাংস্কৃতিক পরিসরের মানুষেরা এমন এক জীবনের স্বপ্নের হাতছানিতে প্রতিদিন আন্দোলিত হন যে জীবন শাহরুখ খানের, ঐশ্বরিয়া রাই-ক্যাটারিনা-কারিনায় বন্দী। বস্তুত এখন ইন্টারনেট-ফেসবুক-টুইটার ইত্যাদি নিত্যনতুন সব প্লাটফর্ম আমাদের ভার্চুয়াল জগতের নেশাতুর-সেখানে ঈদ কোথায়!

কালের পরিক্রমায় এত সুন্দর একটি ঐতিহ্যও আজ কর্পোরেটের কবলে পতিত।



সবার জন্য ঈদ শুভেচ্ছা।







*** ব্লগার রেজোওয়ানা ***



'ঈদের দিন কি করবেন'....এই প্রশ্নটা শুনলে নিজেকে কেমন জানি সেলিব্রেটি সেলিব্রেটি লাগে......হি হি হা হা হে হে!



ঈদের যে জিনিসটার জন্য অপেক্ষা করি সেটা হলো ঈদের আগের রাতে সোহার বাবা আমি, সোহা আর ওর সব ভাগ্নিদের হাতে মেহেদি পড়িয়ে দেয়। প্রতি ঈদের আগের রাতে তাই খুব এটা নিয়ে খুব মজা হয় বাসায়, সবাই চলে আমাদের বাসার। ঈদের দিনটির জন্য আসলে তেমন নির্দিষ্ট কোন প্লান থাকে না, তবে ঈদের নামাজ শেষ হলে আমার শাশ্বুড়ি মা'কে সলাম করতে যাই, এটা মাস্ট! উনি সেই বিয়ের পর থেকেই সালামি হিসেবে আমাকে একটা পাঁচ টাকার নতুন নোট দেন, আমি এই বিষয়টা খুব এনজয় করি। সালাম পর্ব শেষে আবার বাসায় ফিরে আসি, বিকেল পর্যন্ত বাসাতেই থাকি। সুতরাং কেউ আমার বাসায় আসতে চাইলে চলে আসতে পারেন এই সময়ে । আর আমি রান্না করতে খুব পছন্দ করি, প্রথাগত রান্না না, একটু ভিন্নধরনের কিছু। এবার হায়দারাবাদি বিরিয়ানি, হাঁসের রোস্ট করবো আর ছানার পায়েস এবং ছানার পোলাও। আর অন্য সব ফরমাল খাবার তো থাকবেই। এই তো আমার ঈদ, সাধারণ মানুষের সাধারণ ঈদ তবুও অনেক আনন্দের। সবাই কে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।







*** ব্লগার জুন ***



ঈদ আমার জন্য একদিকে খুশি আরেকদিকে মন খারাপ নিয়ে আসছে। ভেবেছিলাম এই অসুস্থ অবস্থায় ও গিয়ে ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনবো আড়ং থেকে। এক জন যাচ্ছে তার হাতে দেব। কিন্ত ছেলে আমার তখন জাপানের টোকিও ইউনিভার্সিটিতে একটা ওয়ার্কশপে যোগ দিতে জাপান থাকবে । ব্যাংককএ নিজের ক্যাম্পাসে ফিরে আসবে ১৫ দিন পর ১৪ই অগাস্ট।ঈদের শেষ।এমনিতে বিদেশ বিভুইতে ইদের আমেজ একদিনই থাকে কান্ডারী। আর জানোতো সন্তান হবার পর বাবা মা দুজনেরই ঈদ ঘিরে থাকে তাদের নিয়ে। ঈদ আসলেই আম্মু আমার বন্ধুদের কিন্ত দাওয়াত দিয়েছি ঈদের পরদিন। এটা রান্না করবে ওটা রান্না করবে। মজা যেন হয়।রান্নার সময় একশবার উকি ঝুকি। আজ আমরা টোনাটুনি দুজন চুপচাপ ঘরে বসে থাকি গত দুই ঈদ থেকে। শুধু বাসার সিকিউরিটি গার্ড দুজনের জন্য একটু পোলাও কোর্মা সেমাই রান্না করি এটা আমার স্বামির অনুরোধে। নিজের কিছু মুখে দিতে আমার ইচ্ছেই করে না। সুতরাং ঈদে আমাকে নিয়ে আর কি লিখবে বলো? ইন্ডিয়া থেকে অনেকগুলো থ্রি পিস আর শাড়ি কিনেছিলাম। অম্নি বাক্সবন্দি হয়ে পড়ে আছে। না থ্রি পীস সেলাই হয়েছে না শাড়ির ব্লাউজ ফলস লাগানো।ঈদ আর আমার কাছে তেমন আনন্দ নিয়ে আসে কই? তুমি আর কাউকে বেছে নাও যে হয়তো অনেক মজার মজার অভিজ্ঞতা শেয়ার করতে পারবে। আমি আগেই জানিয়েদিলাম আমার ব্যার্থতার কথা। নাহলে হয়তো তুমি আমার লেখার জন্য অপেক্ষা করবে কান্ডারী। অনেক অনেক ধন্যবাদ আমার কথা মনে করার জন্য। ভালো থেকো বাসার সবাইকে নিয়ে।







*** ব্লগার প্লিওসিন অথবা গ্লসিয়ার ***



ঈদ, ঈদের মাহাত্ম্যের তাত্ত্বিক বিশ্লেষণের ভিতরে মুসলিম ভাতৃত্ববোধ, ধনী গরিবের সাম্যতার যে সব গল্প বলা হয় সেসব বাস্তবিক অর্থেই পরীক্ষার খাতা আর পত্রিকার জ্ঞানগর্ভ কলামে সীমাবদ্ধ। আমাদের শহরে একপাশে সীমানহীন জৌলুসতা, আরেকপাশে মধ্যবিত্ত পরিবারের টানাপোড়ন আর নিম্নবিত্ত পরিবারে রাতে না খেয়ে ঘুমিয়ে যাওয়ার দীর্ঘশ্বাস! তবে এটা সত্য বছরের দুইটা ঈদ সমাজের প্রত্যেক শ্রেণীতেই আনন্দের উপলক্ষ হয়ে আসে, কোথাও ছোট ছোট সুখ আর আনন্দ, কোথাও ঝলমলে বিলাসিতা- বাস্তবিক অর্থে আনন্দেও শ্রেণী বৈষম্য!



সময়ের বিবর্তনের সাথে, আমাদের মনোটোনাস জীবন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষতা সবমিলিয়ে ঈদের আনন্দের কোমল পেলবতা থেকে এখন কেমন পেশাদারি আনন্দ চলে এসেছে, সেই ছোটবেলার আনন্দ কই? ঈদের স্মৃতি রোমন্থন করতে গেলেই মনে পড়ে শৈশবের কথা, হাড়কাপানো শীতের সকালে গোসল করে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মায়ের হাতের সেমাই খাওয়া, পিঠা খাওয়া, নতুন পায়জামা পাঞ্জাবি পড়ে বাবা-মা, চাচাচাচীদের সালাম করে সালামী বুঝে নেওয়া, কানে আতরসমৃদ্ধ তুলো গুজে নেওয়া – এসব কি গভীর আনন্দে আঁচড় কেটে যায় স্মৃতির ভেতর। তারপর গ্রামের মানুষের ভিড়ে কুয়াশাপূর্ণ ঈদগাহতে খুতবা শুনা, নামাজ শেষে অতীব আনন্দের শেষে বড় ছোট নির্বিশেষে কুলাকুলি করা, ঈদ্গাহ এড় পাশেই ক্ষণস্থায়ী ঈদমেলা, মেলা থেকে বন্দুক, কাঠের তলোয়ার কিনে টিপু সুলতান ভাব ধরতে ধরতে বাড়ি ফিরে আসা- আহ! এইসব স্মৃতি আজ বড় দীর্ঘশ্বাস।



এখনকার ঈদ মানে নাগরিক ব্যস্ততার মাঝে একটুখানি অবসর, ঘুম আর টিভি দেখে কাটানো, বড় হয়ে গেছি বলে হয়ত ভুলে গেছি আনন্দগ্রাম, ভুলে গেছি ঈদেরদিনের উচ্ছ্বাসঘ্রাণ! সময়ের সাথে তথাকথিত ব্যক্তিগত সাফল্য এবং তথ্যপ্রযুক্তির সুযোগসূবিধার মহাসড়ক যেমন সম্প্রসারিত হছে তেমন করে ব্যাস্তানুপাতিক হারে সঙ্কুচিত হচ্ছে সুখানুভূতির শিরা-উপশিরা। তবুও আমরা হাসি, শহরের ব্যস্ততা পেরিয়ে গ্রামে, মফস্বলে মা-বাবার কাছে ফিরে যাই, আমাদের শেষ আশ্রয়, সর্ববেশ আনন্দ!



সবাইকে ঈদ মোবারাক !







*** ব্লগার তন্ময় ফেরদৌস ***



ঈদ ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম। ঈদের দিনটা আসলে কিছুটা সিম্বলিক। নিজের ছোটবেলা বড়বেলা আলাদা করার একটা মাপকাঠি বলতে পারেন। ছোটবেলার কথা মনে পড়ে। নতুন জামা, বিশাল গেটটুগেদার, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, সালামী...ফ্রেন্ডের মায়ের হাতের সেমাই, পকেটে কচকচে নতুন টাকা নিয়ে ভাব দেখানো। হায় !! ছোটবেলার মত আর ঈদ করতে পারিনা। এখন আমি বড়দের মত ঈদ করি। কিন্ত ব্যাপারটা আসলে তেমন একটা সুখকর না। ঈদের আনন্দটা সোশ্যাল ফরমালিটির কাছে কেমন যেন ম্লান হয়ে যায়। গত বেশ কজ বছর ধরে আমার এক ঈদ একরকম যাচ্ছে। কোন ঠিক ঠিকানা নাই। গতবার ঈদ কাটালাম একা একা। আম্মু আব্বু ভাই বোন গুষ্টিশুদ্ধ হজ্বে। এর আগের বার সবাই গেলো গ্রামের বাড়িতে, আর আমি ঢাকায়। তার আগের বার ... এইবার সবার সাথে ঈদ করছি। দেখি, সকালে ঊঠে নামাজটা পরবো। অনেক দিন অভ্যাস নাই। ঈদের নামাযের নিয়ত টা আম্মুর কাছ থেকে মনে করে নিতে হবে। বাসায় এসে কিছু খেয়ে বহু পুরাতন আবাস কলোনীতে একটু ঘুরে আসবো। সেই সাথে কিছু স্কুল বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাবো। নষ্টালজিক হবো। দুপুরে বাসায় ফিরে কিছু খেয়ে বের হবো তাকে নিয়ে। লাগামছাড়া কিছুক্ষন ঘুরাঘুরি করবো। যে দিকে খুশি গাড়ি ছুটাবো। বিকালে গণহারে সব ফ্রেন্ডরা মিলে রাইফেল স্কয়ার, বেলী রোড আর বনানী ১১ তে থাকবো। রাতে পার্টি শেষ করে লেট নাইটে ঘরে ফিরবো। বলা যায় ফ্রেন্ডস, গার্লফ্রেন্ড আর কিছুটা ফ্যামিলি কেন্দ্রিক ঈদ হবে। আত্মীয় সজনের বাসায় যাওয়ার কোন ইচ্ছা আপাতত নাই। একটা সিক্রেট শেয়ার করি। এই ঈদে কিছুটা চাইল্ডিস্ট আর একটু উগ্র হতে ইচ্ছা করছে। আবার যদি পুরাতন আমিকে খুঁজে পাওয়া যায়, এই আরকি। তবে মনে হয় পারবো না। আমরা না বড় হয়ে গেছি ? আচ্ছা, আপনাদের ইচ্ছা করেনা ছোটবেলায় নিষ্পাপ ঈদের আনন্দটা আবার পেতে ? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।







*** ব্লগার নোমান নমি ***



ঈদ গ্রামে করি। তবে আমার কাছে ঈদের মজা আসলে ঈদের আগের রাতে। পুরো এক বছর পর গ্রামের বন্ধুদের সাথে দেখা হয়,এছাড়া দেশের বিভিন্ন জায়গার সব বন্ধুরাও তখন গ্রামে চলে আসে। এরকম এক চাঁন রাতে,সব বন্ধু বান্ধব গ্রামে হাজির। সারারাত ব্যাপী চলবে ডাব চুরি।হঠাৎ জানতে পারলাম এলাকায় এক ভদ্রলোক হঠাৎ বেশ টাকা পয়সা কামিয়েছেন এবং নিজের বাড়ীর নাম রেখেছেন “ইঞ্জিনিয়ার বাড়ী”। ছেলেপেলের যৌক্তিক দাবি খাওয়া দাওয়া মেজবান ছাড়া কোন ভাবেই এই পরিবর্তন তারা মানে না। তাদের দাবি জিয়া বিমান বন্দরের নাম চেঞ্জ করতে অনেক টাকা লেগেছে। আর এই ভদ্রলোক কেবল একটা সাইনবোর্ড লাগিয়ে দিবে তা হবে না! অতএব আজ রাতেই কিছু একটা করতে হবে। এক বন্ধুর আবার বিশেষ জ্বলুনি ছিলো সে বাড়ীর প্রতি। সে বাড়ীর মেয়ে দ্বারা ছ্যাকান্বিত হয়েছে।প্রাথমিক আলোচনায় সিদ্ধান্ত হলো তাদের বাড়ীর সাইনবোর্ড তুলে ফেলে দেয়া হবে। কনকনে শীতে হ্যাইয়ো হ্যাইয়ো বলে সাইনবোর্ড তোলা হলো। তখন রাত তিনটারও বেশী।হুট করে সিদ্ধান্ত পরিবর্তন করে সাইনবোর্ড একটা বড় পুকুরের মাঝখানে রেখে আসার সিদ্ধান্ত হলো। শীতকাল,পুকুরে পানি কম। কনকনে শীতের মধ্যে গ্রামের সবচে বড় পুকুরের মাঝখানে রেখে আসা হলো ইঞ্জিনয়ার বাড়ীর সাইনবোর্ড। পরদিন টক অব দ্যা ভিলেজ ছিলো এটা। এবং খুব খেয়াল করে দেখলাম বেশীর ভাগ মানুষ খুব খুশি!







*** ব্লগার মোস্তফা কামাল পলাশ ***



নীচের লিঙ্কটিতে দেখুনঃ



ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ঔষধ স্পন্সর দরকার





প্রবাস জীবনের ঈদ গুলো ঠিক ঈদ মনে হয় না আমার কাছে। আরও যদি সেই ঈদ হয় কোন কর্ম দিবসে। সকালে ঘুম থেকে উঠে পাবলিক বসে করে শহরের একমাত্র ঈদের নামাজ পড়ার স্থান একটা ইনডোর ফুটবল খেলার মাঠে গিয়ে নামাজ পড়া। সেখান থেকে বাসায় ফিরে মা-বাবা, ভাই-বোনের সাথে ঘণ্টা খানেক কথা বলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে আবার বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হওয়া।



আমরা প্রবাসীরা বিশেষ করে যারা ইউরোপ, কানাডা ও আমেরিকায় থাকি তাদেরকে ঈদ উদযাপন করার জন্য অপেক্ষা করতে হয় পরবর্তী শনি/রবিবার পর্যন্ত। আমাদের কাছে ঈদ আনন্দ হলো ঠিক যেন টেলিফোনের মাধ্যমে বিয়ের মত। বিয়ে হয়েছে এখন অপেক্ষা কবে বাসর রাতে বিড়াল মারব।



তবে এবারে আমার ঈদটা কাটবে একটু ভিন্ন ভাবে। কিছুদিন পূর্বে আম্মাকে কথা দিয়েছিলাম যে এবারের ঈদে গ্রামের ২০/৩০ জন গরিব মানুষকে শাড়ি ও লুঙ্গি কিনে দেব। কিন্তু রমজান শুরু হবার পড়ে মনে হল এর চেয়ে বেশি মানুষকে খুশি করা সম্ভব কি না?



অনেক ভেবে চিন্তে ছোটভাইকে বললাম তার ডাক্তার দুই বন্ধু ও এক মামাত ভাইয়ে সাথে কথা বলার জন্য যে আমাদের এলাকায় ঈদের ১ দিন পরে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে চাই তারা সাহায্য করবে কি না? আমাকে অবাক করে দিয়ে তাদের সকলেই রাজি হয়েছে।



তাই এবারে ঈদের পূর্বের কয়েক দিন সহ ঈদের পরের ২ দিন মনের ভিতরের একটাই ভাবনা কিভাবে সর্বোচ্চ সংখ্যক দুস্থ মানুষকে বিনে পয়সায় চিকিৎসার ব্যবস্হা করা যায়, সেই সাথে যথা সম্ভব ফ্রি ঔষধের ব্যবস্হা। আপনারা সকলেই দোয়া করবেন যেন আমাদের উদ্যোগটি সফল হয়।







*** ব্লগার আলাউদ্দিন আহমেদ সরকার ***



আজ দুপুরে কান্ডারী অর্থব ভাই বললেন ঈদ ভাবণা নিয়ে কিছু লিখতে! কলম হাতে নেই না অনেকদিন। সেখানে ঈদ ভাবণা নিয়ে লিখবো সে তো আরো বেশি কঠিন মনে হলো আমার কাছে! আর তখনই এই কবিতা এলো! আর তাই এই কবিতা কান্ডারী ভাইয়ের।



বেলাশেষের ঐকতান



মেঘজল চেয়ে অবিরাম তাকিয়ে আছি আকাশপানে

আজ ঊনআশি কিংবা সাতাশি দিন

সময়ের বড্ড স্রোত, মিনিটের কাঁটা অবিরাম ঘোরে

ঘন্টার কাঁটা মধ্যাহ্নভোজের তক্ষকসুর বাজিয়ে

দাপিয়ে বেড়ায় ক্ষুধার হাঁটে!



মন হারানো পথে কত মাইল বেগে

ছুটে গিয়েছি, হারিয়ে এসেছি সেই পুরনো বাঁকে

কালাকেশের সেই সিঁথি রামধনুর যার স্মৃতি

বরিষণ জাতক মন চাতক হয়ে ঘুরে বেড়ায়

ফোঁটা ফোঁটা বৃষ্টি টুপটাপ বৃষ্টির আশায়!



শান্ত সৌম্য অখেয়ালি বালক বসে আছে

সেই ফিনিক্স পাখির আশায় যার ঠোঁটে থাকবে

প্রতীক্ষার প্রহর শেষের গান!

ঘোর লাগা সন্ধ্যায় রক্তের দাগ আকাশে

বাতাসে ঘূর্ণি; শার্সিতে প্রানের স্পন্দন!



আজ ঊনআশি কিংবা সাতাশি দিন

না হিসেবের খাতায় ঊনপাজুরে খতিয়ান

প্রানের স্পন্দন তবু জাগে না প্রান

অঘ্রাণের শেষে নবান্নের আয়োজনে

কলমীলতা মেয়ে; ছলছল অভিমান!



তির তির করে করে কাঁপে

খামখেয়ালি এলোমেলো সব ভাবণা

বরিষন জাতক মেঘের কোল ঘেষে

তীব্র হয়ে আসে শীত

বিগত অধ্যায়

রাত জাগা পখিদের পাখা ঝাপ্টানোয়

শীতের প্রকোপ

বেলাশেষের ঐকতান!








*** ব্লগার আরজুপনি ***



আমার মাথায়তো কিছুই আসে না পুরাই জ্যাম তবে শুধু এটুকু বলতে পারি যে, বেশ কিছু নতুন এবং অল্প পুরনো কিছু কাপড় নিয়ে কয়েকদিনের মধ্যেই গ্রামের বাড়িতে যাব ওখান থেকে খোঁজ নিয়ে যাদের বেশি প্রয়োজন মনে হবে তাদেরকে দিয়ে আসবো। আপাতত ঈদ ভাবনা এই। এর বেশি আর তেমন কিছু নেই। আর প্রিয় মানুষগুলোর জন্যে বই উপহার চলছে।







*** ব্লগার সাবরিনা সিরাজী তিতির ***



ঈদ ! পিচ্চিবেলায় ভাবতাম ঈদ কেন মাত্র দুইবার । হিন্দু ধর্মে কি মজা । কতো পূজা হয় ! ( বাড়ির পাশেই মন্দির থাকার কারণে ওদের সব উৎসব দেখতাম ) । কতো রাতভর ওরা গান বাজনা করে ! আমাদের মাত্র দুইটা ঈদ । তখন তো এখনকার মত মোড়ে মোড়ে গান বাজাতো না ছেলেরা । মধ্যবিত্ত পরিবারের মেয়ে । সব কিছুতে ভীষণ হিসেব । রোজা না রাখলে বকা ! সেহরিতে গুঁড়া দুধ পেতাম ভাত খাবার জন্য । এটাই একমাত্র বিনোদন । ( আমি ঘুম থেকে উঠেই খেতে পারি না । কিন্তু সেহরিতে না খেলে রোজা রাখা কষ্ট । দুধের আশায় ভাত খেতাম । ) সারদিন বাধ্য করা হতো নামাজ পড়তে এবং কোরআন পড়তে । বাধ্য করলে আমার কিছুই ভালো লাগতো না । কিন্তু আম্মা , আব্বু এটা বুঝতেন না। কি আর করা ? তারপর ছিলো ছেলে মেয়ে বিদ্বেষ । এক ভাই এক বোন আমরা । কপাল গুণে আমি মেয়ে ! তাই মিনা কার্টুনের রাজুর মত সব ভালো কিছু আমার ভাইয়ের ভাগ্যে । ফালতু গেছে শৈশব । ক্লাস নাইনে ওঠার পর বন্ধুরা বাসায় এসে আমাকে ওদের সাথে নিয়ে যেতো । এটাই ছিল আমার আনন্দ । ওদের সাথে রিক্সায় ঘুরতাম । ওদের সাথে ওদের বাসায় যেতাম । ওদের আনন্দ দেখতাম । হিংসে হতো, কানা আসতো । মুখে ঝুলিয়ে রাখতাম হাসির মুখোশ ( এটা আমার বিরাট অস্ত্র ) । সবাই ভাবতো তিতির ! ও তো পৃথিবীর সবথেকে সুখি মেয়ে ! হা হা হা হা! তারপর বিয়ে হলো । আরেক জীবন । দায়িত্ব আর দায়িত্ব । খুব আগ্রহ নিয়ে ঢুকে গেলাম সংসারে । মাথায় সারাক্ষণ কাজ করতো কাকে কি করে সুখি করবো । শাশুড়ির জন্য নিজ হাতে শাড়ি কাজ করতাম , বরের জন্য নিজ হাতে পাঞ্জাবী । আমার হাতের রান্না ছাড়া কেউ খেতে পারে না । সব একা করতাম। কখনো এমন হয়েছে প্রায় সারাদিনে ২০০ লোক এসেছে । আমি ঈদের ড্রেস পরার ও সময় পাই নাই। গভীর রাতে মায়ের বাসায় গেছি ( এক পাড়ায় বাড়ি ) ।সালাম করেই দৌড় । আমার মা চোখের পানি ফেলতেন । বেচারি এই এক জিনিস পারেন । ঈদের পর তিন চার দিন ধরে চলে এক রকম। আমি সারামাস রোজা রেখে সবাইকে খুশি করার চেষ্টায় মত্ত থাকি । ঈদ কিভাবে চলে যায় টের পাই না। একরাশ ক্লান্তি আমাকে জানায় ঈদ শেষ । আমি হাঁপ ছেড়ে বাঁচি । এখন হয়তো একটু রেস্ট । এখন মেয়েরা বড় হয়েছে । ওদের জন্য করি । ভালো লাগে । ওরা খুশি হয় । ওদের বন্ধুরা আসে । আমার রান্না খুব ভালোবাসে ওরা । এটাই আমার ঈদ । ওরা ভালো থাকুক । আমি আমার জীবন ওদের দিতে চাই না । ওরা বাঁচুক ওদের মত । সবার জন্য করুক । নিজের জন্য করুক । দিনশেষে কিছু প্রাপ্তি নিয়ে ঘুমোতে যাক । এটাই একমাত্র চাওয়া । আমি এসব লিখতে চাইনি । কান্ডারী অথর্ব লিখতে বলল । বললাম আমার ঈদ এমন। লিখব? মিথ্যে সুখ লিখতে ভালো লাগে না । ও বলল , লেখ । তাই লেখা । অনেকে আনন্দের পোস্ট দেবে । আমার এই লেখা সেগুলোর মধ্যে কাঁটার মত বিঁধে থাকবে । কিন্তু আমার কোন ঈদ নাই । আমার মেয়েদের ঈদ মানেই আমার ঈদ । ভালো থেকো সবাই । ঈদ মোবারক ।







*** ব্লগার স্বপ্নবাজ অভি ***



ঈদ নিয়ে আমার ভাবনা অনেক সহজ এবং সরল ! পরিবার এবং বন্ধুদের সাথে মজা করাটাই সব সময় বুঝে থাকি ! বয়স যত বাড়ছে ঈদের মজা তত অন্য রকম হয়ে যাচ্ছে ! ছোটবেলা থেকেই ঈদের দুদিন আগে চলে যাই সোজা গ্রামের বাড়ি , দেশের বিভিন্ন প্রান্ত থেকে একান্নবর্তী পরিবার হিসেবে চাচারা দুদিন আগে থেকেই হাজির হত ! আব্বুরা চাচাত- জেঠাত মিলিয়ে মোট ৫১ জন , ৩০ জন তো থাকতোই ঈদের দিন ! এখন ১০ জন ও নেই ...সব বড় হয়ে গেছে , দেশের বাইরে ! ছোটবেলার ঈদের স্মৃতি অনেক মজার ! তখন ক্লাস ৫ এ পড়ি , আম্মু আমাকে একটা রোজাও রাখতে দেয় নি ! আমার এক চাচা বিমান বাহিনীতে চাকুরীরত , ঈদের দিন এসে আমার দুঃখগাথা শুনে সিদ্ধান্ত নিলাম আমরা আম্মুর বিরুদ্ধে আন্দোলনে নামবো ! ঈদের দিন নামাজে যাবার আগেই পুরো বাড়ি পোষ্টারে ভর্তি , গাছে , দেয়ালে , জানালায় ... "স্বৈরাচারী আম্মু মানিনা ... আমার রোজা ফিরিয়ে দাও " ! হাহাহা ! তবে এখনকার ঈদ একটু অন্য রকম , ঈদের আগের দিন যাই , চাচারা অনেকেই নেই ! ঘরে বসেই কাটে , ঈদের দিন নামাজে যাবার আগে আমি আর আমার ক্লাস ৬ এ পড়া ছোট ভাই দাদী আর আম্মুকে সালাম করে , তারপর আব্বুর জীবিত চাচীদের সালাম , পুরো বাড়ীর সবাইকে সালাম করতেই আমার লাগে ৩০ মিনিট ! তারপর ঈদের নামাজ ! এই প্রথম আমরা নামাজে যাবো আমার দাদাকে ছাড়া !ব্যাপারটা ভাবতেই কেমন জানি লাগছে ... নামাজের পর পারিবারিক কবরস্থান জিয়ারত্ , আব্বু , দাদাদের চোখে দেখতাম পানি , এবার সম্ভবত আমার চোখেও থাকবে ! তারপর বাড়ি গিয়ে হালকা একটু খেয়েদেয়ে সোজা কুমিল্লা শহরে , গ্রামের বাড়িতে এখন আর সময় কাটতে চায় না ! ওখানে ফ্রেন্ডরা মিলে সারাদিন ঘুরাঘুরি , তারপর রাতে কুমিল্লা শহরের ফ্ল্যাট শুধুই আমাদের , ইটস পার্টি টাইম , আম্মু তো গ্রামের বাড়িতে কে কি বলবে !আগে আমাদের গ্রামের বাড়ির ঈদ এতটাই জমাট হতো , ফুফুরাও চলে আসতো আঙ্কেলদের ফেলে ! কালের গহবরে হারিয়ে যাচ্ছে সে সব ! আর সালামীর কথা কি বলবো গত দুই ঈদে যা পাই তার দ্বিগুন দিতে হয় ~! দিয়ে আনন্দ পাবার বয়স টা বোধ হয় হয়েই গেলো ! সবাইকে ঈদের শুভেচ্ছে।







*** ব্লগার *কুনোব্যাঙ* ***



এটা যখন লিখছি তখনও জানিনা ঈদের দিনটা কোথায় কাটাতে যাচ্ছি ঢাকা নাকি ঘাটাইল। ঘাটাইলে থাকলে ছেলেবেলার বন্ধুদের সাথে সময় কাটানোটাই আমার কাছে সবচাইতে গুরুত্বপুর্ণ এবং আনন্দের। আবার ঢাকা থাকলে এখানকার বন্ধুদের সাথে সময় কাটানো এটাও একটা চমৎকার অনুভূতি। আসলে আমার জীবনটা অনেকাংশেই বন্ধু নির্ভর বলেই হয়তো বন্ধুদের কথা আগে চলে আসল। ঈদের যে জিনিষটা আমাকে সবচাইতে আবেগাপ্লুত করে সেটা হচ্ছে ঈদের নামাজের পর বা সারাদিন দেখা হওয়া মাত্রই সবার সাথে কোলাকুলি। কোন এক বিচিত্র কারণে ঈদের এই জিনিষটা আমার খুব ভালো লাগে।



যেখানেই থাকি ঈদের নামাজ পড়ে এসে আবার হালকা কিছু খেয়ে সবার আগে যে কাজটা করি সেটা হচ্ছে দুপুর পর্যন্ত ঘুম। কিন্তু ব্লগে আসার পর দেখতে পাচ্ছি ব্যাপারটার ব্যত্যয় ঘটছে। গত দুই ঈদের মত নামাজের পর থেকে দুপুর পর্যন্ত অনেকটা সময়ই মনেহয় প্রিয় সব ভার্চুয়াল সঙ্গীদের সাথে থাকতে মনিটরে চোখ রাখব। আর ঈদের সময়ে আমার সবচাইতে বড় কষ্টটা হচ্ছে আত্নীয় পরিজনদের বাড়ী ঈদের দাওয়াত খাওয়া। কি কারণে জানিনা, নিজের ঘর আর রেস্তোরা ছাড়া অন্য কোথাও খেতে আমার যথেষ্ট অনীহা এবং কারো বাড়ীতে বলতে গেলে আমি খেতেই যাইনা। কিন্তু ঈদের সময় এত বড় বড় ঢেঁকি গেলাটা ব্যাক্তিগতভাবে আমার কাছে দারুণ অসহ্য। টিভি আমি দেখিনা বললেই চলে কিন্তু কেন জানি ঈদের সময় চ্যানেলগুলোর ঈদ ঈদ আবহ আর নতুন নতুন বিজ্ঞাপন দেখতে বেশ ভালোই লাগে। তবে এবার আর সেটা হবে বলে মনে হয়না। কারণ সেই আরেকটা চতুষ্কোণ মনিটরে চোখ রাখা। তাই বলা যায় সব মিলিয়ে ঈদের বেশী সময়টা হয়তো ভার্চুয়াল সঙ্গীদের সাথেই কেটে যাবে। আর ঈদের খাওয়া দাওয়া। ঢাকা বা ঘাটাইল যেখানেই ঈদ করি মা'র আঁচল ধরেই করব যখন তাই সর্বোচ্চ চেষ্টা থাকবে মা'র হাতের মিষ্টান্ন পোলাও খেয়ে দিন কাটাতে। যদি না বাধ্যতামূলক ঢেঁকি গিলতে হয়।







*** ব্লগার চাঁপাডাঙার চান্দু ***



এই নিয়ে তৃতীয় বছরের মতো প্রবাসে ঈদ করছি। প্রবাসের ঈদটা সেই অর্থে কখনোই পূর্ণতা পায় না। ক্লাস, কাজ, পরীক্ষা সব কিছুই একই নিয়মে চলে। মায়ের হাতের সেমাই, বাবাকে সালাম করে নামাজে না গেলে বোধহয় ঈদটা অপূর্ণই থেকে যায়। তবুও বন্ধুরা মিলে টুকটাক একসাথে কিছু করার চেষ্টা করি। সবচেয়ে মজা লাগে নামাজ শেষে যখন দলবেঁধে পাঞ্জাবী পড়ে রাস্তায় নামি। স্থানীয়দের বিস্মিত দৃষ্টিটা উপভোগই করি। সবার জন্য সুন্দর সুস্থ ঈদ কামনা রইল। আর মুশাসির জন্য অনেক শুভকামনা রইল। এইবার তার পাশে দাঁড়াতে পারিনি, ভবিষ্যতে একদিন তার মহৎ কাজে শরীক হতে পারবো ইন শাআল্লাহ।







*** ব্লগার মনিরা সুলতানা ***



এই মুহূর্তে আমার ঈদ ভাবনার পুরটা জুড়ে আছে সামহোয়্যার ইন পরিবার এর সাথে আমার প্রথম ঈদ , পারিবারিক সকল কাজ এর মাঝে আমি অপেক্ষা করব ,আমার সহ ব্লগার দের সাথে ঈদ এর আনন্দ ভাগাভাগি করে নিতে ।,এর পর এক্সসাইটেড আছি দেশ এ যাচ্ছি ঈদ করতে ইনশাআল্লাহ দুই এক দিন এর মাঝে সেটা নিয়ে । মা এর সাথে দেখা করে একদম গ্রামে চলে যাব , প্রতিবার এর মত । শপিং আমার কোন কালেই আগ্রহের তালিকাতে ছিল না , যথেষ্ট বিরক্তিকর একটা ব্যাপার। এবার ও নাই । ছেলে কে ছেলের বাবা কে নামাযে পাঠিয়ে , সবার সাথে ঈদ এর রান্নায় যোগ দিব যেহেতু অনেক বড় পরিবার আমাদের , প্রতিবেলায় ৪০ জন এর রান্না হয় । সবাই মিলে মিশে ই করি । সারাজীবন আধা শহুরে জীবন কাটানো আমার কাছে এটা অনেখানি আনন্দের ব্যাপার । মাঝে মাঝে ব্লগিং ,ফোন এ কথা আর বিশেষ কারো কাছে থেকে কল এর অপেক্ষায় কেটে যাবে আমার ঈদ ।







*** ব্লগার একজন আরমান ***



আগে ঈদে অনেক মজা হতো। প্রতিবারই ঈদের ২/৩ দিন কাটানো হয় গৌরনদীতে। সেখানে এলাকার ভাই ব্রাদারদের সাথে আড্ডা দিতাম। এরপর কাজিনদের সাথে ঘুরতে যেতাম। ঈদের ২/৩ দিন পর যখন বরিশাল যেতাম তখন শুরু হতো স্কুল ফ্রেন্ডদের সাথে রেগুলার আড্ডাবাজি উইথ ঈদ ফ্লেভার কিন্তু গত ঈদ দুইটা আমার ঘুমের মাঝে কেটেছে। এইবার কেমন হবে তা জানি না। এর আগে প্রতিবার তো ঈদের প্রায় ২ সপ্তাহ আগে বরিশাল চলে যেতাম। কিন্তু এবার নতুন চাকরিতে জয়েন করলাম। ছুটি না পাওয়া পর্যন্ত আটকে গেছি।







*** ব্লগার কাল্পনিক_ভালোবাসা ***



প্রিয় কান্ডারী ভাই, আপনি যদি একান্তই আমার ঈদ ভাবনা জানতে চান তাহলে আমি বলব, ভাই, ঈদ নিয়ে আমার আপাতত তেমন কোন ভাবনা নেই। আগামী পাঁচ তারিখের মধ্যে ব্যবসায়িক বিল আদায় করতে হবে, বিল পরিশোধ করতে হবে, স্টাফদের স্যালারি ও বোনাস দিতে হবে। তাই এই নিয়ে অনেক ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছি। আপাতত ঈদ ভাবনা বলতে, ব্যবসায়ীক লেনদেন কেই বুঝছি। দ্বিতীয়ত যদি বলেন ভাই ফরমাল কিছু বলেন, তাহলে বলব, সবার জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি, আনন্দ এবং সাম্যবস্থা। ধনী, দরিদ্র, উচু, নিচু ইত্যাদি সামাজিক সকল বাঁধা পেরিয়ে ঈদ হোক সার্বজনীন। তৃতীয়ত, ঈদ মানে আমার জন্য কিছু সুন্দর ছুটির দিন। দেরী করে ঘুম থেকে উঠে টিভি দেখা। ভালো কিছু অনুষ্ঠান দেখতে চাই। ও হ্যাঁ "ভাবনা" নামে আমার জনৈক এক বান্ধবী ছিল, দেখি সময় সুযোগ করতে পারলে না হয় ভাবনাকে নিয়েই ভাবা যাবে। আপনার জন্য ঈদের অনেক শুভেচ্ছা!!!







*** ব্লগার মাক্স ***



ঈদ নিয়ে ভাবলেই আমার চোখের সামনে একটা ছবি ভেসে উঠে এবং একটা ঘটনা। অতি অবশ্যই পিচ্চিকালের! চার কি পাঁচ বছর বয়েসি এক বালক। স্কুলে ভর্তি হয়নি এখনো, তবে ভর্তির পায়তারা চলছে। এই শীতেই তাকে স্কুলে ভর্তি করানো হবে। ব্যাপারটা নিয়ে সে শঙ্কিত তবে আজকের শঙ্কার কারণ ভিন্ন। গ্রামের বাড়ি থেকে একটু দূরেই থানা সদরের পাকা সড়ক। একটা ছায়াদায়ী গাছের নিচে সে বসে আছে । তার পরনে নীল পাঞ্জাবী, কোন কারণে বালকের মন খারাপ হলে এসে এখানে একা একা বসে থাকে। আজ ঈদের দিন, তার এখানে বসে থাকার কথা না। তবুও বসে আছে। তার ভুলে যাওয়ার রোগ আছে। সকালে তার পকেটে কয়েকটা কয়েন ছিল কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সেগুলো খুজে পাচ্ছে না। না পেয়েই মন খারাপ, এবং একা একা বসে থাকার কারণ এটাই। সম্ভবত সারাদিনই সে এখানে বসে থাকবে। সারাদিন বসে ছিল কিনা মনে নেই কারণ আগেই বলেছি বালকের ভুলে যাওয়ার বাতিক আছে নিজ থেকে ঈদ নিয়ে ভাবলেই আমার ঐ ঘটনা মনে পড়ে, ছোটবেলায় কত ছোট অকারণেই না মন খারাপ হত। তবে কান্ডারী ভাই যখন আপনার ঈদ ভাবনা কি জিজ্ঞেস করল, তখন মনে হল, আজকে অবিবাহিত না হলে চুমু খেয়ে ঈদের দিনটা শুরু করা যেত, ভাগ্য খারাপ তাই দিন শুরু হবে অতিরিক্ত চিনি দেয়া মিষ্টি জাতীয় কিছু একটা গিলে। ছবির কথাতো বলা হয় নাই, এক বছরের কিছু বেশী বয়েসি একটা পিচ্চির ছবি। চেয়ারে বসে আছে, কোলে একটা অফ হোয়াইট রংয়ের তোয়ালে। পিচ্চির কপালের ডানদিকে বড় করে একটা কাজলের ফোটা দেয়া।(গ্রামের বাচ্চাদের কপালে এই ধরনের ফোটা দেয়া হত, যাতে বদ নজর না লাগে!) ছবিটা আমার! লোকমুখে শুনেছি জন্মের পরের তৃতীয় ঈদের দিন সকালের দিকে তোলা হয়েছিল। আমার বেডরুমের দেয়ালে এই ছবি অনেকদিন ছিল। এই ঈদ আমার ৫৩তম ঈদ। এইমাত্র হিসাব করে বের করলাম! ভাবতেসি এই ঈদে ছোট্টবেলার ঐ দিনের মত কাটাব! নো ফ্রেন্ডস নো ফ্যামিলি একলা একা আমার আমি! দেখি কতটুকু কি হয়?







*** ব্লগার সোনালী ডানার চিল ***



ঈদ এখন নিঃসঙ্গ, আলগা এবং সাদাকালো- অথচ, একটা সময় ছিল; ঘুম হতো না কয়েকরাত ধরে শুধু ঈদের প্রতিক্ষায়! নতুন জামা, সকালের গোছল অথবা সিমাই-এর সুঘ্রাণ এখনও কোন কোন ঈদে আমাকে পোড়ায়! তারপর তারুন্যের ঈদ, সলিমুল্লাহ হলে এক ঈদে একা ছিলাম, অভিমান করে সেবার বাড়ী ফেরা হয়নি, আসলে একটা সময় থাকে না! যখন অকারনে রাগ হয়, অভিমানে মনে হতো হিমু হয়ে যায়, আর সঙ্গী ছিল: সেই তারাভরা রাতে, দুঃখিনী দুঃখ করো না, সুইটি এসব অসাধারণ ট্রাক..... সেবার নিউমার্কেট ঘুরে সবচে দামী সিগারেট কিনেছিলাম পুরো এক প্যাকেট!! আহা! সে মোহময় সময়েরা, কেঁদেকেঁটেও ফেরানো যাবেনা আর।



তারপর, বেশ কিছু বছর এই দুর পরবাসে তারা গোনা। ভোতা আবেগ নিয়ে স্মৃতির সাথে দরকশাকশি কম হয় না, মিস্ করি খুব প্রিয় শহরকে, প্রিয় মানুষ আর ভুলে যাওয়া সেই সুগন্ধী সাবানের ঘ্রাণ। তবুও অতীতাশ্রয়ী এ দু'চোখে এ আমি একা একা গহীনে, অতলে ডুবে যাওয়া ম্লান নক্ষত্রের আলোয় খুঁজে ফিরি সেই ঈদ, সেই ময়দান, কোলাকুলির অন্তরঙ্গতা।।







*** ব্লগার তাসনুভা সাখাওয়াত বিথি ***



প্রতিটা ঈদেরই সবচাইতে বড় অনুভূতি হচ্ছে আম্মুর হাতের অসাধারণ পায়েশ আর আব্বু-আম্মুর ঈদ সালামি নিয়ে আমার ঈদের শুরু। এবার ঈদের দিনের অর্ধেক সময়টাই কাটবে হসপিটালে অসুস্থ সব রোগীদের সাথে। যারা নিজেদের পরিবার পরিজন ছেড়ে হসপিটালের বেডে শুয়ে সুস্থ হয়ে পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় আছেন। ঈদের দিনে আমার চেষ্টা থাকবে সেইসব রোগীদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়া। ডাক্তার হওয়ার পর প্রথম ঈদেই রোগীদের সাথে ঈদ ভাগ করে নেয়ার অনুভূতিটাও নিশ্চই অন্যরকম হবে। তবে সব মিলিয়ে ঈদে একটি সুন্দর সময় কাটাতে যাচ্ছি মনে হচ্ছে । তবে ঈদের দিন কিছুটা খারাপ লাগে কারণ একটি পবিত্র মাস চলে গেল আরেকবার এই পবিত্র মাস ভাগ্যে থাকবে কিনা কে জানে !!!







*** ব্লগার মামুন রশিদ ***



"ঈদ আনন্দ" মানেই ছোটবেলাকার ঈদ আনন্দ । কিংবা মানুষের জীবনের সকল নির্মল আনন্দই বুঝি ঘটে ঐ ছোটবেলায় । তখন ৮০'র শুরু, এত মিডিয়া ছিল না । তাই ঈদ নিয়ে তেমন শোরগোলও হত না । নতুন জামা কেনা তখনও ঈদের কোন সার্বজনীন অনুসঙ্গ হয়ে উঠেনি । ঈদের মুল উত্তাপ আসা শুরু হত ঘর থেকেই । সারাদিন কানে আসত ঢেঁকিতে আতপ চাল গুড়ো করার ধুপধাপ শব্দ । নতুন লাল মাটি দিয়ে ঘরে আল্পনা আঁকা হত । তারপর কয়েকদিন ধরে চলত পিঠা বানানোর ধুম । দাদী, মা-চাচী আর বোনরা সবাই ব্যস্ত হরেক রকম পিঠা বানানো আর ঘর সাজানো নিয়ে ।



অবশেষে আসত অনেক প্রতীক্ষার ঈদের সকাল । বাড়ীর সামনের বিশাল দিঘীতে সুগন্ধী সাবান দিয়ে গোছল সেড়ে এসে পিঠা-পায়েশ খেয়ে মিষ্টিমুখ করতাম । তারপর নতুন জামা গায়ে বড়দের সাথে বড় ঈদগাহের দিকে যাত্রা । আমার মা প্যান্টের দুই পকেট পুড়ে বাঁশের ব্যাংকে জমানো পাঁচ পয়সার কয়েন দিয়ে দিতেন । ঈদগাহে যেতে যেতে রাস্তার দুই পাশে বসে থাকা ভিখারীদের থালায় পাঁচ পয়সা ছুঁড়ে মারতাম, আর ঝুনঝুন পয়সা পতনের শব্দে মুগ্ধ হয়ে যেতাম । ঈদের নামায শুরু হওয়ার পর মুসল্লীরা যখন রুকুতে যেত, আমরা পিচ্চির দল সমস্বরে ইয়ায়া.. ধ্বনি তুলে আকাশ বাতাস বিদীর্ণ করে তুলতাম । একই কাজ সেজদার সময়েও, ডানে-বামে-সামনে-পিছনে হাজার হাজার কাতারবন্দী মানুষের সেজদারত দৃশ্য দেখে যারপরনাই আনন্দিত আর বিস্মিত হতাম ।



এখন নিজের সন্তান-পরিবারের আনন্দই আমাদের ঈদ আনন্দ । তবে গত ঈদুল ফেতর ছিল আমার জীবনের স্পেশাল । একটা ফেবু স্ট্যাটাসের সূত্র ধরে আমাদের এলাকার একজন অসুস্থ সহায়হীন মুক্তিযোদ্ধাকে সাহায্যের জন্য আমরা বন্ধুরা মিলে ক্যাম্পেইন শুরু করেছিলাম । দেশে এবং প্রবাসে থাকা এলাকার লোকজন এতে বিপুল সাড়া দেয়, বিশেষ করে আমাদের গ্রামের লন্ডন প্রবাসীদের অংশগ্রহন ছিল ব্যাপক । প্রায় দুই লাখ টাকা সংগ্রহ করেছিলাম, মুক্তিযোদ্ধা নির্ধন গোপ কে ঐ টাকা দিয়ে একটা থাকার ঘর আর একটা ছোট মুদি দোকান করে দিয়েছিলাম । ঈদের পরদিন এলাকায় আনুষ্ঠানিক ভাবে ঐ মুক্তিযোদ্ধার হাতে সাহায্য তুলে দেয়া হয় । এটা নিয়ে সামুতে একটা পোস্টও দিয়েছিলাম ।



সব শেষে প্রিয় কান্ডারী ভাইকে ধন্যবাদ, ঈদ নিয়ে কিছু মধুর স্মৃতিচারণার সুযোগ দেয়ার জন্য । সবাইকে ঈদের শুভেচ্ছা- ঈদ মোবারক !!







*** ব্লগার আজ আমি কোথাও যাবো না ***



কান্ডারী ভাই সেদিন নক করে বললেন ব্লগারদের ঈদ ভাবনা নিয়ে পোস্ট দিবেন। আমার ভাবনাও সেখানে দেয়া হবে। ভাবনা টুকু লিখে দিতে বললেন। আমি সম্মত হলাম এবং ঢোঁক গিললাম। ঈদ নিয়ে কি ভাবছি চিন্তা করার চেষ্টা করলাম। কিন্তু মাথায় ঘুরছে শপিং, পরীক্ষা, বন্ধু-বান্ধবদের কথা। লিখতে বসে মহাবিপদে পড়লাম। ভাবনা সব এলোমেলো হয়ে যাচ্ছে। রোবটের লিখলাম “ঈদ মানেই আনন্দ। আনন্দের এই দিনটা শুরু হবে আব্বুকে সালাম করার মধ্য দিয়ে। এরপর মিষ্টি মুখ। কিছুক্ষণ পরে নতুন জামা পড়ে..... ” এই যা এতো মনে হচ্ছে বাংলা পরীক্ষার খাতায় রচনা লিখছি। আসলে ঈদের নিয়ে অগ্রীম কিছু ভাবি না। ঈদ আমার কাছে “ইচ্ছাপুরন দিবস”। সেই ছোটবেলা থেকেই আব্বুর নিয়ম ঈদের দিন কোন কাজের জন্যে বকা দেয়া হবে না। ঈদের দিন যা ইচ্ছা হয় করতে পারি। আর কি কি ইচ্ছা পুরন করবো সেটাও ঠিক করি না আগে থেকে। তখন যা ইচ্ছা হয় করি। গতবছরে ঈদের দিন চলে গিয়েছিলাম নৌকাভ্রমনে। ঈদ নিয়ে বাস্তবিক অর্থেই ভাবতাম ছোটবেলায়। ঈদ শুরু হওয়ার দিন পনেরো আগ থেকে নিজ হাতে ঈদ কার্ড বানানো থেকে শুরু করে কার কাছ থেকে কত সালামী আদায় করবো তার একটা লিস্ট করে ফেলতাম! আর কাজিন বন্ধুবান্ধবদের নিয়ে কত মজাই না হবে ভেবে ঘুম আসতো না রাতে। এখন বড় হয়ে গেছি (সবাই তাই বলে) আগের মতো হুল্লোড় করতে পারবো না। শুধু চেষ্টা করবো আম্মুর কাজের লোডটা কমাতে। আমাদের আম্মুদের ঈদের দিনের প্রায় অনেক খানি রান্নাঘরেই কাটে। একফোঁটা বিরক্ত না হয়ে হাসিমুখে সবাইকে আপ্যায়ন করতে থাকেন। এবার আমার চিন্তা আম্মুর এসিসটেন্ট হবো। আম্মুর মতো হাসিমুখে আন্তরিক ভাবে সবাইকে ঈদ মোবারক বলবো আর আপ্যায়ন করবো। ঈদ মোবারক শব্দ দুটোর মধ্যে একটা জাদু আছে। আনন্দ বন্টন হয় এই শব্দ দুটিতে। তবে বিকালের পরের সময় টুকু আমার। তখন জামাকাপড় পড়ে রেডি হয়ে যা করতে ইচ্ছা হয় তাই করবো। আর ইচ্ছা গুলো তখনই জানার চেষ্টা করবো। নিজেকে নিজেই সারপ্রাইজ করবো। এই সময়টুকু নিয়ে অগ্রীম কিছু ভেবে সারপ্রাইজ নষ্ট করতে চাই না! সবাইকে ঈদ মোবারক!







*** ব্লগার অপর্ণা মম্ময় ***



আমার ঈদ ভাবনা লিখলাম সংক্ষেপে। অনেক মানুষরে লেখা তো যাবে তাই ছোট করেই দিলাম । ছোটবেলার ঈদ ভাবনা, ঈদের আমেজ বড় হবার পর অতটা আন্দোলিত না করলেও " ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ ..." এই গানটা শেষ রোজার দিন শুনলে এখনো সেই ছোটবেলার মতো প্রচণ্ড ভাল লাগা দেয় সাময়িক সময়ের জন্য।



এই বয়সে এসে মনে হয় ঈদের প্রথম খুশির ঝলক এই একটি মাত্র গান থেকেই আমি পাই । ছোট বেলায় তো ঈদ মানেই সকালে ঘুম থেকে উঠে নতুন জামা পড়ে বড়দের কাছে সালামী আদায় করা । আর এখন ছোটদের সালামী দিয়ে দিয়ে দীর্ঘশ্বাস কে চাপা দিয়ে রাখতে হয় ! ওই সময়ে মনে হয় কেন যে বড় হয়ে গেলাম ! ভাইয়াকে সালাম করতে গেলে এক লাফ দিয়ে সামনে থেকে সরে যায় " আরে করে কি , করে কি বলে ! " জোর করে সালাম করলেও সালামী দেয় না ! আফসোস ! ঘ্যান ঘ্যান করে মায়ের কাছ থেকে কিছুটা বখশিশ আদায় করি অবশ্য। আর সিজনাল রাঁধুনি বলে ভদ্রতাবশত একটু রান্নাঘরে উঁকি দিতেই হয় । তবে দুপুরের পর থেকে ঘুমিয়ে ঘুমিয়েই কাটাই। একটা ব্যাপার খেয়াল করে অবাক হলাম, ঈদে আমার বেড়াতে যাওয়ার কোনো জায়গাই নাই ! সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।







*** ব্লগার ঘুড্ডির পাইলট ***



ঈদ বলতে আমার কাছে মনে হয় এইটা এক্টা খরচের বিষয় !!! মনে হচ্ছে ঈদের সঠিক ধারনা থেকে আমরা সরে আসছি। প্রতি ঈদে নতুন জামা কাপড় না কিনলে সকলের সামনে লজ্জা পাওয়াটা আমাদের মজ্জাগত হয়ে গেছে । অথচ এমন অনেক মানুষ আছে যারা খালিগায়ে ঈদের দিনটা পার করে । ধর্মীয় মূল্যবোধ হতে সরে আসা এই ঈদ আমি মানি না । এটাই আমার ঈদ ভাবনা।







*** ব্লগার না পারভীন ***



ঈদের দিন যেন ঈদ ঈদ লাগে সে জন্য নতুন জামা পরেই সালামী আদায় করার জন্য সব বড়দের পা খুঁজে বের করব , আর উদার হস্তে সালামী দিবে এটাই আশা করব । শুধু সালামী নিলেই হবে ? দিতেও হবে । কিপ্টার মত ছোটদের সালামী দিব। তারপর ই ফোনবুক নিয়ে বসে পড়ব ।বন্ধু বান্ধব গুটিকয়েক কে ফোন দিয়ে ঈদ মোবারক বলব । তারপর ল্যাপি নিয়ে বসব । ফেসবুকে যারা যারা ঈদের শুভেচ্ছা লিখে স্ট্যাটাস দিবে , সেগুলিতে লাইক দিব । এরপরপর ই আমার ওয়ান এন্ড ওনলি ব্লগ সামুতে চলে যাব ।এটাই সামুর আত্নীয়দের সাথে আমার প্রথম ঈদ । তাই বাকি সময় পুরোটাই সামুর জন্য । প্রিয় ব্লগারদের পোস্টে " পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,” লিখব মন্তব্যের ঘরে। সারাদিন হৈ চৈ করব আর বিটিভিতে বাংলা ছবি দেখব। প্রার্থনা থাকবে আমাদের সবার প্রতিটি দিন যেন ঈদের দিনের মত আনন্দের হয় ।







*** ব্লগার এরিস ***



ঈদের চেয়েও বেশি ভাবছি বিয়ে নিয়ে। ঈদের ৬ দিন পর বিয়ের ডেট পড়েছে। সব কিছু ঠিক গুছিয়ে নিতে হবে। রাশেদ বলেছে যত টাকা যাক, ভালো পার্লার ঠিক করতে হবে। এতোসব ঝামেলা। ফেইস আর্টজে গিয়েছিলাম চুল কাটতে। ওরা ভলিউম কাটতে জানে না। পরে রেডরোজে গিয়ে চুল কেটে আসলাম। ওদিকে ও বলছে ঈদের দিন বেরুবে। শাড়ি নিয়েছি। কিন্তু ম্যাচ করে বাকিসব মেলাতে পারছিনা। আসলে বিয়ে মানেই ঝামেলা, এর উপরে ঈদ আরও বেশি ব্যস্ত করে রেখেছে। ফুলের অর্ডার করেছি শাড়ির সাথে পরার জন্যে। ফেসিয়ালটা কোথায় নিলে ভাল হয় বুঝতে পারছিনা... ব্লা ব্লা ব্লা... আমার বান্ধবীর ঈদ এবং ঈদোত্তর বিবাহপ্রস্তুতি। আমি নীরব শ্রোতা। আমার ঈদের ব্যস্ততা বলতে ঐ গাধীটার ফোনের উপর ফোন। আর কিছু না। প্রতি ঈদে প্ল্যান থাকে আমরা একসাথে বাইরে বেরুবো। সব ঠিকঠাক। জাস্ট ঈদের দিন আমি আউট অফ রিচ হয়ে যাই। বাসাতেই থাকি। বাইরে কোথাও না। ঈদের সকালে আম্মু কাঁদবে, আমিও একটু কাঁদবো, লুকিয়ে কাঁদবো। আব্বুর কথা সেদিন বেশিই মনে পড়বে। আম্মুকে মিথ্যে হেসে জিজ্ঞেস করবো, মা, কাঁদতেছছ তুই? আম্মা বলবে, নারে গাধী, চুলার তাপে চোখ জ্বলতেছে। প্রতি ঈদের শুরু এভাবেই। ফেসবুক ডিঅ্যাক্টিভেট হবে, ফোন অফ। সকাল ৭ টা থেকে বাসার ভেতর লাইন শুরু হবে। আমি যেখানে থাকি, সেই বস্তির সব আণ্ডা, বাচ্চা, কিশোরী, তরুণী, বৌয়েরা এসে জুটবে, সাজগোজ করিয়ে দিতে। ঈদের আগের রাতে যারা হাতে মেহেদী লাগানোর জন্যে লাইন দিয়েও শিডিউল পায়নি, তারাও ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর করতেই থাকবে। ওদের নিজেদের কিছুই আনবেনা, সাজুগুজু, মেহেদী। সব আমাকেই দিতে হবে, শপিং বলতে ওটাই। কোন মেহমান আসবেনা, আর সব ঈদের মতো। চাচাতো ভাই টেলুরিয়াম( টেলি সামাদ এর ব্রিফ) আসবে, ৩ প্লেট হালিম খাবে। ওর মেয়েলি সাজ নিয়ে হাসাহাসি করবো। ব্যস, এইতো , আমার ঈদ, আমাদের ঈদ। জীবন থেকে জীবনে উৎসব উদযাপনের বিস্তর ভেদাভেদ আমরা ঘোচাতে পারবোনা। তবু মানুষ ভিন্নতা বুঝতে পারুক, কষ্টের ক্ষতে মুছে দেয়া যাবে না, অন্তর ব্যথা বুঝতে পারুক। একদিন সব বঞ্চিত মানুষগুলোকে নিয়ে একসাথে হাসতে চাই। সবার ঈদ ঈদের মতো হোক।







এই পোস্টের জন্য যারা লেখা দিয়েছেন, সেই সকল শ্রদ্ধেয় ও প্রিয় সহব্লগারদের প্রতি চিরকৃতজ্ঞ রইলাম এবং সকলের প্রতি রইল আমার ঈদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। শুভকামনা রইল সকলের পরিবারের প্রতি।







ছবির জন্য কৃতজ্ঞতায় ব্লগার অন্যমনস্ক শরৎ











মন্তব্য ২৬০ টি রেটিং +৩৫/-০

মন্তব্য (২৬০) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

কয়েস সামী বলেছেন: প্রথম ভাল লাগা!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:
ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল ভাই। ঈদ নিয়ে আপনার ভাবনা শেয়ার করতে পারেন, সেটাও চমৎকার হবে আশা করি।

২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেকের ভাবনা দেখি।
পড়তে হবে সময় করে।

ঈদ মোবারক!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম একটু একটু করে এই পোস্টের সাথে ঈদের দিনটিও চলে আসবে। ততদিন আড্ডা চলুক এখানে। ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:০১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: সবাই ভালো থেকো । ঈদ মোবারক । !:#P !:#P !:#P

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

নিশ্চয় সবগুলো রোজা সুস্থ থেকেই করতে পেরেছেন ?

৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো করে পড়তে হবে। প্রিয়তে নিলাম।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

এই পোস্টের মাধ্যমে নিশ্চয় আপনার ঈদ ভাবনাগুলো আমরা জানতে পারব। ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।

৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঈদ মোবারক! ইনশাল্লাহ! এই পোষ্ট পড়া শেষ করতে করতে ঈদ চলে আসবে। প্রতিদিন চেষ্টা করব দুইটা করে ব্লগারের ভাবনা পড়ার জন্য। একদিন এত ভাবনা গ্রহন করিলে ভাবনা বাড়ার সাথে সাথে ভাবও বাড়িয়া যাইতে পারে। ;) ;)

ঈদ উপলক্ষে এই ধরনের এইধরনের একটি মেগা ও ভাবনা মূলক পোষ্টের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। যারা দুঃখজনক ভাবে মন্তব্য করতে পারবেন না, তাদের হয়ে আপনাকে এই বিশাল, দারুন এবং আনন্দময় পোষ্টের জন্য অনেক কৃতজ্ঞতা।

ঈদ মোবারক :)

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার প্রিয়া ভাবনার সাথে খুব ভাব নিয়ে যে ঈদের আনন্দ শেয়ার করবেন না সেই শুভ কামনা রইল। :D

ভাবনার সাথে ঈদ কেমন কাটালেন জানাবেন নিশ্চয়। :!>

সকলেই আপনাকে ঈদের সেমাই খাওয়াবে এই কামনা রইল ও আর হ্যাঁ ঈদের সালামী নিতে ভুল করবেন না যেন আবার। ;)

৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: এবং আমি পরিবেশ বন্ধু
চমৎকার একটি পোষ্ট
থাকল ঈদ শুভেচ্ছা
কাণ্ডারি এত কিসে ভয়
হবে ববে জয়
সত্যর মুক্তি কাটয়ে সংশয়

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রিয় পরিবেশ বন্ধু আপনার ভাবনা জানা অতীব জরুরী এখানে। অগ্রীম ঈদের শুভেচ্ছা রইল।

৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৮

বাংলার হাসান বলেছেন: ঈদ মোবারক!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার ঈদ ভাবনা জানতে মন চায় ?

৮| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২৪

মামুন রশিদ বলেছেন: সেলিব্রেটি ব্লগারদের সাথে নিজেকে দেখতে পেয়ে ভালো লাগছে । বিস্তারিত পরে কমেন্ট দিব ।

ঈদ মোবারক সবাইকে । :)

ঈদ মোবারক প্রিয় কান্ডারী :)

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আড্ডা জমে উঠলে মন্দ হয় না মামুন ভাই। !:#P

৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২৫

একজন আরমান বলেছেন:
সময় নিয়ে পড়লাম।

দারুন আইডিয়া, দারুন পোস্ট।
সকলের ঈদ ভাবনা জানলাম।

প্রিয় ব্লগার এরিস কে বিয়ের অগ্রীম শুভেচ্ছা।

আর সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা।

এই ঈদ হয়ে উঠুক সকলের জীবনের সেরা আনন্দের ঈদ।

ঈদ মুবারক

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক ধন্যবাদ আরমান সুন্দর একটি মন্তব্যের জন্য তবে বিয়ে কিন্তু এরিসের নয়। এরিসের বান্ধবীর বিয়ে তুমি হয়ত খেয়াল করনি।

১০| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯

একজন আরমান বলেছেন:
দুঃখিত। পরে খেয়াল করেছি। আসলে ব্লগে কমেন্ট ডিলিট আর এডিট অপশনটা থাকলে ভালো হত।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
অসুবিধা নাই আরমান, আমরা আমরাইতো :D

১১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার বেশ কয়েকজন সুপ্রিয় ব্লগারের ঈদ উদযাপন নিয়ে জানা গেল। সবাই বেশ ভাল অভিব্যক্তি ব্যক্ত করেছেন। রমযানের ঈদ আসলে তাদের জন্য যারা সারামাস রোজা রেখেছেন আর তারবীহ আদায় করেছেন।তাদের জন্য পরম করুণময় আল্লাহতায়ালা রেখেছেন বিশেষ পুরস্কার সে জন্যই ঈদ এত তাৎপর্য পূর্ণ তাদের কাছে। সুন্দর পোস্টে ভাল লাগা।++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর বলেছেন সেলিম ভাই। আপনার ভাবনাগুলো সত্যি হৃদয় ছুয়ে গেলো। অগ্রীম ঈদের শুভেচ্ছা রইল।

১২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: উপস্থিতি জানান দিয়ে গেলাম! কিছুক্ষণ পর পর এসে মন্তব্য দেখার চেষ্টা করবো, আর সবার ভাবনা পড়ে শেষ করতে পারিনি, ওটার ও একটি আকর্ষণ আছে! আর আড্ডা পোষ্ট যেহেতু প্রিয় মুখ গুলো আশা করি প্রতিনিয়ত ঈদ সংক্রান্ত মজার অভিজ্ঞতা এখানে লাইভ শেয়ার করবে বলেই বিশ্বাস! ব্লগ টা কিভাবে যেন জীবনের 10 আনাই দখলে নিয়ে নিলো।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমারত অভি পুরো ১৬ আনাই দখলে নিয়ে নিয়েছে এই সামু।

আড্ডা পোষ্ট যেহেতু প্রিয় মুখ গুলো আশা করি প্রতিনিয়ত ঈদ সংক্রান্ত মজার অভিজ্ঞতা এখানে লাইভ শেয়ার করবে বলেই বিশ্বাস!

১৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫০

আমিনুর রহমান বলেছেন:


আমার ঈদ ভাবনাটা কাল কমেন্ট্স করে জানিয়ে যাবো।

পোস্টে আপাতত +++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ঈদ ভাবনার জন্য অপেক্ষায় রইলাম ভাই।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫০

আমিনুর রহমান বলেছেন:


আমার ঈদ ভাবনাটা কাল কমেন্ট্স করে জানিয়ে যাবো।

পোস্টে আপাতত +++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:
প্লাসে চিরকৃতজ্ঞ ভাইয়া।

১৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫৪

দি সুফি বলেছেন: কেমনে কেমনে যেন পুরোটা একবারেই পড়ে ফেলেছি! :| পড়ার পরে খেয়াল হল পোষ্টটা মেলা বড়! :-*

জাদীদ ভাইয়ের মত ভাবনা নামে কোন বান্ধবীও নাই, আর ঈদের তেমন কোন ভাবনাও নাই। ২৮ রমজানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এবারই প্রথমবারের মত বড় বোনকে ছাড়া রোজার ঈদ কাটবে। ঈদের কিছুদিন পরে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থাকায় আপু-দুলাভাই ঈদটা ঢাকাতেই করবেন!
ঈদের নামাযের পর ঘুম দেব। ঘুম থেকে উঠে দুপুরের খাবার খেয়ে আবার ঘুম। সন্ধার দিকে কিছু আত্মী-স্বজনের বাসায় যাব। এইত ঈদ শেষ! ১২-১৩ তারিখ হরতাল দেয়ায় একটু ঝামেলা হয়ে গেল। সম্ভবত ১১ তারিখেই ঢাকায় ফিরে আসতে হবে :( শিবির তুই নিপাত যা X( X(

ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য। !:#P !:#P

পরিবেশ বন্ধুর জন্য ঈদের স্পেশাল শুভেচ্ছা। ঈলে কখন কি হয়ে যায় ঠিক নাই - রেজা ঘটক! :D

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার ভাবনাগুলো জেনে খুব খুব ভালো লাগল সুফি ভাই। কৃতজ্ঞতার সাথেই গ্রহন করলাম আপনার ঈদ ভাবনা।

ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল আপনার জন্য। তবে পাশাপাশি দোয়া করি যেন আপনি ভাবনা নামের কাউকে না পেলেও যেন অন্য কাউকে পেয়ে যান জীবন সঙ্গিনী হিসেবে।

হ্যাঁ পরিবেশ বন্ধুর জন্য অবশ্যই ঈদের স্পেশাল শুভেচ্ছা রইল।

১৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭

দি সুফি বলেছেন: *****শেষ লাইনে নইলে কখন কি হয়ে যায় হবে********

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

বুঝে নিলাম।

১৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার ব্লগ জীবনে আরমানের মন্তব্যগুলো মাঝে মাঝে অনেক বিনোদনের খোরাক যোগায়! আরমানের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।!!!! :) :D

অটঃ দুঃখিত কিছুটা অপ্রাসংগিক মন্তব্য করায়।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার জন্য রইল একরাশ আরমানীয় শুভেচ্ছা। B-)


উফ !!! আপনিও না কাল্পনিক_ভালোবাসা ভাই পারেনও :P

১৮| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:২০

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: তবে পাশাপাশি দোয়া করি যেন আপনি ভাবনা নামের কাউকে না পেলেও যেন অন্য কাউকে পেয়ে যান জীবন সঙ্গিনী হিসেবে।

হেহেহেহে :D ভাই এত তারাতারি কোন ইচ্ছা নেই! আগে গ্রাজুয়েশনটা শেষ হোক! :#>
এবার ঈদে ছোট একটা অপূর্ণতা রয়ে গেল। মোবাইলটা কিছুদিন আগে পার্মানেন্টলী শেষ হয়ে গেছে। আপাতত অফিসের মোবাইলটা দিয়েই চালিয়ে দিচ্ছি। ভেবেছিলাম ঈদের আগে একটা নতুন মোবাইল কিনে নেব। কিন্তু বিধি-বাম! টাকাই তুলতে পারলাম না। :( তবে সেটা নিয়ে খুব একটা দুঃখ নেই।ঈদের পরে কিনে নেব ইনশাআল্লাহ।

আর আপনার ঈদ ভাবনা কই? কোথাও খুজে পেলাম না!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

দোয়া করি গ্রাজুয়েশনটা শেষ হোক ! তারপর না হয় :!>


মোবাইল না থাকাই ভাল একটা বিশেষ যন্ত্রণার জিনিসরে ভাই । :(


এই যে আপনাদের সাথে ঈদের ভাবনা গুলো জানতে পারছি, ঈদের শুভেচ্ছা জানাতে পারছি এবং আপনারা শুভেচ্ছা জানাচ্ছেন এটাই আমার ঈদ ভাবনা।

১৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ঈদ মোবারক!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

অগ্রীম :)

২০| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: আজ সাভার ট্র্যাজিডির 100 তম দিন! তাদের ঈদ ভাবনাগুলো আমাদের ঈদ ভাবনার মাঝে নেই!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ঠিক তাই অভি, ওদের কথা ভাবলে সত্যি ঈদ নিয়ে আর কিছু ভাবতে ইচ্ছে করেনা।

২১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৩

পেন্সিল চোর বলেছেন: ++++++++++++++++++++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইজান ঈদের কথা শেয়ার করলেন না যে ?

২২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:০৫

আমি তুমি আমরা বলেছেন: আগাম ঈদ মোবারক প্রিয় ব্লগার :)

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আগাম ঈদ মোবারাক বললেই হবে ? এবার ঈদে কি করছেন ?

২৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৫১

আরজু পনি বলেছেন:

স্ক্রুল করতে করতে তো অন্ধকারে চলে এলাম !

আমি কিছু বলছিলাম না কি?! :||
আমারেতো বাদ দিতে বলছিলাম, যতটুকু মনে আছে ... :|

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:
না না আপনি কিছুই বলেন নিতো, আমিই না নিজে নিজে বানিয়ে বানিয়ে লিখলাম ;)

এভাবে সেমাইয়ের দাওয়াত আপু আপনি এড়িয়ে যেতে পারেন না X(

অন্ধকারে নিয়ে আসার জন্য দুঃখিত :(

২৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: প্রিয় সব ব্লগারদের ঈদ ভাবনা পড়ে ভালো লাগল। সকলের ঈদ ভাবনা সংগ্রহ এবং চমৎকার সব ব্লগারদের সাথে আমার ভাবনাটিও নিয়েছেন দেখে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।



কিন্তু সবার ভাবনা যে সংগ্রহ করলো যে কান্ডারী ভাই তার ঈদ ভাবনাটিই তো জানলাম না!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

কোলাকুলি করবেন কিন্তুক আমার সাথে ঈদের দিন

এই যে আপনাদের সাথে ঈদের ভাবনা গুলো জানতে পারছি, ঈদের শুভেচ্ছা জানাতে পারছি এবং আপনারা শুভেচ্ছা জানাচ্ছেন এটাই আমার ঈদ ভাবনা।

২৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৫৪

আরজু পনি বলেছেন:

আজকে কাজটা শেষ করে এলাম। ভোরে রওনা দিয়েছিলাম...ঢাকায় ফিরে আসতে আসতে রাত ১১টা বেজেছে... সারাদিন এতো কাজের চাপ গেছে যে এখন পায়ের ব্যাথায় দাড়াতে পাচ্ছি না, তবু্ও শান্তি যে, উদ্দেশ্য সফল করতে পেরেছি।

সবার জন্যে ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আপু ঈদে সেমাই খাওয়ার দাওয়াত রইল।

নহি দেবী, নহি সামান্যা নারী। এইতো আপনি। হ্যাটস অফ !!!

২৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৫৭

তারছেড়া লিমন বলেছেন: যখন ছোট ছিলাম তখন ঈদ এর মজাটাই ছিল আলাদা.......তবে প্রতিবার যা হয় এইবার ও তার ব্যতিক্রম আল্লাহর রহমতে হবে না। সকালে ঘুম থেকে দেরি করে ওঠার ও গোসল করার জন্য আব্বার বকা, আব্বার সাথে নামাজ পড়া, বাড়ী ফিরে দাদা-দাদীর কবর জিয়ারত করা , মায়ের হাতের রান্না সেমাই , খিচুরী+ভূনা মাংশ ভক্ষন, ফুপুর বাড়ীর দিকে যাবার পথে ছোট ভাই এর কবর জিয়ারত করা , ফুপুর হাতে দুপুরের খাবার খাওয়া ......বন্ধুদের সাথে কিছুক্ষন আড্ডা ...............এই গতানুগতিক রুটিন ।


সবাই কে অগ্রীম ঈদ মোবারাক

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

নারে ভাই আমার দিন এখন ঠিক এর বিপরীত। বরং আমি আমার বড় ছেলেকে সকালে ডেকে তুলি। প্রথম যেদিন ওকে ঈদের জামাত পড়তে নিয়ে গিয়েছিলাম একটু ভয়ে ছিলাম কিন্তু দেখলাম না খুব সুন্দর ধৈর্য নিয়ে সবার সাথে নামাজ পড়ল। কিন্তু বাসায় ফিরে বলল বাবা পা ব্যথা করছে একটু টিপে দাও। আমি ওর পা টিপে দিয়ে কপালে চুমু দিলাম। এখনতো এটাই আমার ঈদ আনন্দ দুই ছেলে, স্ত্রী আর বাবা-মা পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়া।

তবে সামু এখন আমার আরেক পরিবার। তাই বেশির ভাগ সময় কাটবে ঈদে সামুর সাথেই।

অগ্রীম ঈদের শুভেচ্ছা রইল।

২৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

কান্ডারী ভাইকে আলাদা করে অনেক ধন্যবাদ, চমৎকার আইডিয়ার জন্য।।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া প্রবাসে ঈদ কাটাবেন পরিজন ছেড়ে ভাবতেই খারাপ লাগে।

দোয়া করি ভাল থাকুন সব সময়।

২৮| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: হাইকোর্ট থেকে রুল জারি হয়েছে " কান্ডারী অথর্ব যদি এই পোষ্টে নিজের ঈদ ভাবনা আর দশ জনের মত করে শেয়ার না করে তাহলে দেশজুড়ে তার বিরিয়ানি আন্দোলন ছড়িয়ে দেয়া হবে , এমন কি ফাসিও হতে পারে ! " তাই আপনাকে বিশেষ ভাবে অনুরোধ রইলো এই কমেন্ট দেখা মাত্র তা লিখে আপডেট দেয়ার জন্য আর না হয় কমেন্টে শেয়ার করার জণ্য !

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ঈদের দিন বিরিয়ানি রান্না করবে তোমার ভাবী। দেখব তখন কত বিরিয়ানি খেতে পার । !:#P !:#P !:#P

আগে সালামী করলে টাকা পেতাম কচ কচে যা দিয়ে ঘুরে বেড়াতাম কিন্তু এখন নিজেরই পকেট ফাঁকা হয়ে যায় সালামী দিতে দিতে পরে আর নিজেই ঘুরতে পারিনা।

২৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:২৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এই ধরণের সকল পোস্টে নিজের নাম থাকবে এমনটা আশা করে ক্রমাগত নীচের দিকে স্ক্রল করে যাই , ভেতরটা পড়া হয় না ।


সবাইকে ঈদের শুভেচ্ছা !

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই এইটা আমার মোটেও উচিত হয় নি। এর জন্য যে কোন শাস্তি মাথা পেতে নেবো।

এবার অন্তত আপনার ঈদের ভাবনা শেয়ার করেন। ঈদের সালাম রইল মন্ত্রী মহোদয় । তবে আপনি আমার রাইডারস অন দা রোড গল্পটি পড়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।

৩০| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:২৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অনেক বছর হইল আমি সামনা সামনি ঈদ দেখি না।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

কেন কেন ভাইয়া ? প্লীজ আমাদের সাথে শেয়ার করুন। খুব জানতে ইচ্ছে করছে এমন করে কেন বললেন।

৩১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৪২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: লেখক বলেছেন:

কেন কেন ভাইয়া ? প্লীজ আমাদের সাথে শেয়ার করুন। খুব জানতে ইচ্ছে করছে এমন করে কেন বললেন।


-আমি যেখানে থাকি সেখানে আমদের দেশের ঈদের মতো এমন প্রাণ-প্রাচুর্য থাকে না। দেশটা সৌদি আরব। নামাজ শেষের সঙ্গে সঙ্গে ঈদও পালায়। সারাদিন রুমেই থাকি। ঈদ সামনে রেখে ছুটি পাওয়ারও উপায় নেই। ঈদ মানেই তো সেমাই পায়েশ পোলাও কোর্মা খাওয়া নয়। আপন জনদের নিয়ে যে ঈদ (তা যেমনই হোক) তার আবেদনটাই বিশাল।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া আমার মা একসময় বিদেশ ছিলেন আমি তখন খুব ছোট ছিলাম। বাবার কাছে মানুষ হয়েছি। তবে তখন আমাদের যদিও ৫১ বর্তী পরিবার ছিলো কিন্তু তবু মাকে ছাড়া ঈদ পালন করতে পারতাম না। খুব কাঁদতাম সারাদিন। কিছুই মুখে দিতাম না। তখন ফোন ছিল না। তাই চাইলেও মায়ের সাথে কথা বলতে পারতাম না। চিঠি ছিল একমাত্র মাধ্যম। মা আমাকে ঈদের আগে একটি চিঠি আর ঈদ কার্ড পাঠাত। সেই চিঠি পড়েই সারাদিন কাটিয়ে দিতাম ঈদে।

আপনার ভাবনা জেনে আমার সেদিনের সেই কান্নার দিনগুলোর কথা মনে পরে গেলো। অথচ এখন মা কাছেই রয়েছে অথচ হয়ত সারাদিনে একবার কিংবা দুইবার মায়ের খোঁজ নেয়া হয়।

৩২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৫২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল!!!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ঈদ ভাবনা কি বর্ষণ ?

৩৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ঈদ মোবারক +++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ঈদের শুভেচ্ছা রইল কিন্তু আপনার ঈদ নিয়ে ভাবনা জানা হল নাতো।

৩৪| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:২৭

লিঙ্কনহুসাইন বলেছেন: ভাই ঈদ নিয়ে ভাবনা একটাই বন্ধু বড় ভাইরে নিয়া , সে যদি ঈদের দিন এসে উপস্থিত হয় তাহলে আমার ঈদ মাটি ।
আর ঈদের দিনে সেই আনন্দ আর পাইনা । ছোট বেলায় আব্বা যখন ঈদের বাজার করে দিতো তখন সেই নতুন জামা পরে যেই আনন্দ পেতাম তায় এখন আর নেই । নিজেই নিজের জামা কাপর কিনতে হয় , তাই গত ৪-৫ বছরে কোন ঈদেই নতুন জামা কিনিনাই । আসলে বড় হইছি তো আর বড়দের ঈদের আনন্দ করতে হয় না । তবে আনন্দ লাগে তখন যখন ছোট ছোট পথ শিশুদের নতুন জামা পেয়ে তারা খুসিতে আত্মহারা হয় তখন ।
দোয়া করবেন ভাই আমরা গত ৪ বছর থেকে ফেইস বুকে 'আড্ডাঘর' নামক গ্রুপ পেজ থেকে পথ শিশুদের জন্য প্রতি রমজানের ঈদে আমাদের সমর্থন অনুযায়ী নতুন জামা কারপ দিয়ে থাকি , নতুন জামা পেয়ে তাদের হাসি দেখলে সত্যি ঈদের আনন্দের চেয়েও বেশি আনন্দিত হই ।

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার আড্ডাঘরের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি বা আপনারা যা করছেন এটাই প্রকৃত ঈদ পালন।

৩৫| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Amar kotha keu jante chay na.

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

কে বলেছে জানতে চায় না ? আমিত বলেই দিয়েছি পোস্টের উপরে সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি তাই আপু প্লীজ আপনার ভাবনা আমাদের সাথে এখানে শেয়ার করুন।

৩৬| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:২৫

মাহমুদ০০৭ বলেছেন: ভালো লাগলো সবার কথা ।
সবচেয়ে মুগ্ধ হয়েছি আপনার পরিশ্রম এ । অনেক কষ্ট করেছেন ।
আপনার নিজের কথাও জানতে পারলে ভাল লাগত ।
আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ।

ভাল থাকবেন কাণ্ডারি ভাই :)
শুভকামনা রইল অনেক ।

ইমন ও টিপু ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি ।

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার কথা মন্তব্যের জবাবে ফাঁকে ফাঁকে পেয়ে যাবেন। তবে আপনি কিন্তু আপনার ভাবনা শেয়ার করলেন না।

আপনাকেও ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই। শুভকামনা নিরন্তর।

৩৭| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল পোস্ট

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
মাসুম ভাই আপনার ঈদ ভাবনা জানালে ভাল লাগত।

৩৮| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:০৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপাতত এই বাসতে ১৫ টা ব্লগার খতম ;) =p~ :P


এখন যদি আমারে কেউ জিগান ঈদের দিনে কি মিস করবেন উত্তরটা হবে রেজওয়ানা আপার বাসার "হাঁসের রোস্ট " :-P :(( :((


কান্ডারী অথর্ব ভাই দয়াকরে একটা আইডিয়া বিক্রির দোকান দিন। সেই সাথে প্রথম ক্রেতা হিসাবে আমার নামটা বুক দিন।



০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার তরফ থেকে না হয় আমিই হাঁসের রোস্ট খেয়ে নিব। তাহলে আমার ও আপনার ভাগেরটা মিলে ডাবল খাওয়া হয়ে যাবে। :P


উফস !! ভাইয়া একটি দারুন আইডিয়া দিয়েছেন, যাক আয়ের একটি ভাল উৎস হবে এখন থেকে। আপনার জন্য প্রথম ক্রেতা হিসেবে ৫ % ডিস্কাউন্ট থাকবে।

৩৯| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:২২

জুন বলেছেন: খুব ভাললাগলো একটু ভিন্ন ধর্মী পোষ্ট কান্ডারী। তবে সবার এত আনন্দের মাঝে আমার বিষন্নতার কাহিনী একটু বেমানান লাগছে। তারপরও অনেক অনেক ধন্যবাদ।
+

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনি যে আপনার ঈদ ভাবনা লিখে দিয়েছেন তাতেই আমি ধন্য।

আপনার প্রতি রইল ঈদের একরাশ শুভেচ্ছা।

৪০| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

আমিনুর রহমান বলেছেন:



আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা এধরনের একটি চমৎকার পোষ্টের জন্য।
আমার মনে হয় ব্লগার পলাশ এর এই পোষ্ট লিঙ্কটা যদি পলাশের ভাবনার নিচে দিতেন তাহলে আরো কিছু মানুষ জানতে পারতো।

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আপনার প্রতি কৃতজ্ঞতার সীমা নেই। আমি পলাশ ভাইয়ের পোস্টের লিঙ্ক তার ভাবনার উপরে যুক্ত করে দিয়েছি।

৪১| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৭

মামুন রশিদ বলেছেন: নাহ, এটা একদম উচিত হয় নি । যার কাছ থেকে এত সুন্দর আইডিয়াটা এলো, সেই কান্ডারী ভাইয়ের ঈদ ভাবনা জানতে পারলাম না ।

নাকি ভাবনা নামক কারো ব্যাপারে ভাবীর ঈর্ষার ভয়ে বলেন নি ?? :P

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


সারা বছর বাবা-মা র পায়ে ছুঁয়ে সালাম করা হয় না কিন্তু এই একটি দিন আসে যে দিনটিতে আমি বাবা - মায়ের পা ছুঁয়ে সালাম করি। ভীষণ আনন্দ লাগে।


না না আমার স্ত্রী আমার একমাত্র ভাবনা। :!>

৪২| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০১

ঢাকাবাসী বলেছেন: অন্তর থেকে অনেক ভালবাসা নিয়ে লিখেছেন, অনেক বড়, ভাল লেগেছে। শুভেচ্ছা।

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

সত্যি ভাইয়া সকলের ঈদ ভাবনা পড়ে আমি ভীষণ আবেগ আপ্লুত হয়েছি।

আপনার ঈদ ভাবনা শেয়ার করলে খুশি হতাম।

৪৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

শরৎ চৌধুরী বলেছেন: মৌলিক এবং অত্যন্ত পরিশ্রমী একটা পোষ্ট। +। চোখ থাকবে সবসময়।

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া ঈদে সেমাই আর বিরিয়ানি খাওয়ার দাওয়াত রইল। ঈদের অগ্রীম শুভেচ্ছা। আর কৃতজ্ঞতা সীমাহীন।

ভাবনা আপুর সাথে ভালো থাকুন শুভ কামনা রইল। :P

৪৪| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮

মোঃ ইসহাক খান বলেছেন: এক পোস্টে এত কিছু, অনেক পরিশ্রমের ব্যাপার। শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানবেন।

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ গল্পকার ইসহাক ভাই। ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল। আপনার ভাবনা জানতে ইচ্ছে করে।

৪৫| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ। বেশ দারুন! কাল্পনিক ভাইয়ের মত আমারও ভাবনা নামে কোন বান্ধবী ন থাকলেও ঈদ নিয়ে কিন্তু ভাবনা আছে!

আমিও একটা ভাবনা লিখে ফেলবো!

পোস্টে অনেক গুলো প্লাস!




০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

অপেক্ষায় রইলাম আপনার ভাবনার জন্য। :)

৪৬| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬

মাহী ফ্লোরা বলেছেন: খুব ভাল লাগলো। সবার ঈদ ভাবনা পড়তে। :)

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার ঈদ ভাবনা পড়তেও আমাদের খুব ভাল লাগবে যদি শেয়ার করেন তবেই।

ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।

৪৭| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

রেজোওয়ানা বলেছেন: @ পলাশ ভাই, হাঁসের রোস্টের ছবি আমি নিজ দায়িত্বে আপনার ফেইসবুকের টাইম লাইনে আপলোড করে দিয়ে আছে, নো টেনশন B-))

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
এক দফা, এক দাবি হাঁসের রোস্ট চাই নাইলে রেজোওয়ানা আপুর বাড়ি ঘেরাও কর্মসূচী দেয়া হবে।

৪৮| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২

পেন্সিল চোর বলেছেন: আমি ভাই চোর,আমার আবার ঈদ ভাবনা!!!! তবে এইবার ঈদটা একটু বেশি আনন্দ করতে হবে কারণ সামনের বছরে হয়তো দেশের বাহিরে থাকতে পারি। যা মজা করার এইবারই করতে হবে।তাছাড়া ভার্সিটি লাইফও শেষ।তাই ডাবল মজা। দুয়া রাইখেন ভাইয়া।আপনাকে আর আপনার পরিবারের সকলকে ঈদের অগ্রিম সুভেচ্ছা রইলো পেন্সিল চোরের পক্ষ থেকে।

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রিয় পেন্সিল চোর আপনার এমন আনন্দ ঘন ঈদ উদযাপনে শরীক হতে পারলে সত্যি খুশি হতাম।

৪৯| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

সায়েম মুন বলেছেন: ভেবেছিলাম ঈদের দু'তিন দিন আগে পোস্ট আসবে। অনেক আগেই এসে গেল। খুব ভাল লাগলো প্রিয় ব্লগারদের ঈদ ভাবনা।

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভেবেছিলাম ঈদের দুই তিন দিন আগেই দেব, আবার খুব বেশিও আগেঈ পোস্ট দিয়ে ফেলেনি। অনেকেই এর মাঝে বাড়ি যাবে আবার ঈদের দুই একদিন আগে অনেকেই হয়ত ব্যাস্ত হয়ে পরবেন তাই একটু আগেই পোস্ট দিয়ে দিলাম।

৫০| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:২২

সায়েম মুন বলেছেন: এবার হায়দারাবাদি বিরিয়ানি, হাঁসের রোস্ট করবো আর ছানার পায়েস এবং ছানার পোলাও।-----রেজোওয়ানা

---সে খুব অতিথি পরায়ণ। সো এবার ঈদে যারা ঢাকায় থাকছেন তার বাসার দিকে দৌঁড়াবেন। দেরী করতে পস্তাতে হবে। :P

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

অবশ্যই আপনি, আমি সবাই মিলে আপুর বাসায় হানা দেব। নাইলে ঈদের দিন হরতাল কর্মসূচী দেয়া হবে।

৫১| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩

সায়েম মুন বলেছেন: *করলে

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ। আপনার ভাবনা এখানে শেয়ার করলে কৃতজ্ঞ থাকব থুক্কু ঈদ ভাবনা :P

৫২| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

আমি ইহতিব বলেছেন: সবারটা পড়ে শেষ করতে সময় লাগবে একটু। হাজিরা দিয়ে যাচ্ছি। আর আমার ঈদ মনে হয় সারাদিন বাসাতেই কাটবে, স্বামী সন্তানের সেবা করে ঈদ কাটিয়ে দেবো এবার। অন্যান্য বার বিকেলে হলেও ঘুরতে বের হই এবার তাও হবেনা মনে হয়। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

হাজিরা গৃহীত হল।

চেস্টা করবেন হাজার ব্যাস্ততার মাঝেও যেন পরিবার নিয়ে ঘুরতে পারেন। ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।

৫৩| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: "ঈদ" শব্দটাতে আগে যে একটা আনন্দামেজ ছিল, শব্দটাতেই সমস্ত হৃদয় জুড়ে যে একটা আনন্দের ঝড় বয়ে যেত, তা এখন আর বিন্দু মাত্র কাজ করেনা। না বড় হয়েছি বলেই না। অবস্থানের কারণেই।


নিজ দেশে, নিজ আত্মীয় স্বজন, নিজ পরিবার, ভাই বোন, মাকে নিয়ে যে ঈদ সেই ঈদ এখন প্রবাসীদের জন্য একটা মহা বেদনার হয়ে মনে উপর আছড়ে পড়ে। ঈদটা কেবল এখন মায়ের শাড়ি কেনা, ভাইয়ের পাঞ্জাবী কেনা, বাবুর ড্রেস কেনা, আর ছোট ভাইয়ের পাঠানো পাঞ্জাবীতের সীমাবদ্ধ।


ঈদের নামাজ পড়ে মায়ের সাথে কথা বলে, নাস্তা করে ঘুমেই কাটে দিনটা.....


তারপরও কস্টে সবাইকে বলি "ঈদ মোবারক"

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।

৫৪| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৬

চিরতার রস বলেছেন: আবহাওয়া উপযোগী পুষ্ট। +++++

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ঈদের দিন বৃষ্টি হলে দারুন হত। :)

৫৫| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪

বৃতি বলেছেন: সবার "ঈদ ভাবনা" পড়ে মন ভালো হওয়ার থেকে মন খারাপ হোল বেশি ।

সবার জন্য অনেক শুভেচ্ছা থাকলো ।

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

এখনকার ঈদ আসলে সেই আগের মত নেই। হয়ত আরও কয়েক যুগ পর ঈদ নামে যে কিছু একটা রয়েছে সেটাই হয়ত মানুষ ভুলে যাবে।

৫৬| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬

শুকনোপাতা০০৭ বলেছেন: আমিই বাদ পড়লাম!! /:) :(

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

কে বলেছে আপনি বাদ পরেছেন এইযে আপনি আছেন। এখন আপনার ঈদ ভাবনা শেয়ার করলেই হয়ে যায়।

৫৭| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩

কালোপরী বলেছেন: :)

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

:)

৫৮| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো আইডিয়া। সবারটা পুরো পড়তে পারি নি, একজনের ছাড়া। যাঁর পুরোটা পড়েছি তাঁর আব্বুর মাগফেরাত কামনা করছি। তাঁর ঈদ আনন্দে কাটুক। বিয়েটা সুন্দরভাবে শেষ হোক (যদিও কনফিউজ্‌ড, বিয়েটা তাঁর নাকি তাঁর বান্ধবীর)।

সবার জন্য ঈদ আনন্দময় হোক। শুভ কামনা।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ। সেই তারটাও পুরোটা পড়ে ফেলবেন আশা করি।

হুম তার আব্বুর জন্য মাগফেরাত কামনা করি। কনফিউশনের কিছু নেই, তার বান্ধবীর বিয়ে এটা আমি নিশ্চিত।

আপনার জন্য ঈদের অগ্রীম শুভেচ্ছা কিন্তু আপনার ঈদ ভাবনা জানতে পারলে আরও খুশি হতাম।

৫৯| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: পেছন থেকে পড়া শুরু করলাম ! প্রতিবার এসে ৩ জন করে শেষ করবো , সময় হলে আরো বেশী !

এরিসের বাবার রুহের মাগফিরাত কামনা করছি , আর সোনাবীজ ভাই বিয়েটা তার বান্ধবীর ! (.. ব্লা ব্লা ব্লা... আমার বান্ধবীর ঈদ এবং ঈদোত্তর বিবাহপ্রস্তুতি। আমি নীরব শ্রোতা। )
এরিসের ঈদ কাটুক যেভাবে সে ভালো থাকতে চায় ঠিক সেভাবে ! আসলে ভালো থাকাটা একেক জনের কাছে একেক রকম !


না পারভীন আপুর জন্য ভার্চুয়াল শুভেচ্ছা ! ওটা আমার ঈদের একটা অংশ বটেও ! দূরে থাকা কাছের মানুষদের কাছে থাকার চেষ্টা করা !
পাইলট ভাইয়ের ঈদ ভাবনায় অগনিত শ্রদ্ধা !

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

অভি ঈদে কত টাকা সালামী পেলে জানিও ভাই।

৬০| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

প্রিয়ভাষিণী বলেছেন: নিজের শোকেসে নিয়ে রাখলাম/এতোবড় পোস্ট একবসাতে শেষ করা যাবে না |-)

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার ঈদ ভাবনা কিন্তু জানা হল না।

ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল। আপনার শোকেসে আমার পোস্ট স্থান দিয়ে আমাকে ঋণী করে ফেললেন।

৬১| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাঁর বান্ধবীর বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হোক, আগামীতে তাঁরটা যেরমভাবে তিনি চান সেভাবে।

ধন্যবাদ অভি ভাই।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমরা সবাই সেই বিয়েতে নিমন্ত্রন পাব এই আশায় থাকছি ভাই।

৬২| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

লিন্‌কিন পার্ক বলেছেন:

বছরদুয়েক যাবত আমার ঈদ নিরামিষ কাটে ! /:)

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই সেম টু ইউ। :(

৬৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

খাটাস বলেছেন: রাজনিতি , মত নির্বিশেষে সুন্দর একটা আড্ডা ময় পোস্ট পড়ে অনেক ভাল লাগল। এমন সুন্দর একটা পোষ্টের জন্য অনেক ধন্যবাদ কাণ্ডারি ভাই কে। পোস্ট পড়েই ঈদ ঈদ একটা ভাব পাচ্ছি।।
সুন্দর আগামির জন্য অনেক শুভ কামনা ও অগ্রিম ঈদ মোবারক। ভাল থাকবেন। সালাম জানেবন।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ঈদ মানেই আনন্দ, খুশি। এই একটি দিন, যেদিন ধনী-গরীব, শত্রু - মিত্র ভুলে গিয়ে আমরা বুকের সাথে বুক মিলিয়ে সুখ দুখ ভাগ করে নেই। তাই এখানে কোন প্রকার মত ভিন্নতার প্রশ্নই আসেনা।

শুভ কামনা ও অগ্রীম ঈদ মোবারাক।

৬৪| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :)

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল। :)

৬৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৩১

তাহিতি তাবাসুম বলেছেন: নানাজনের নানারকম ঈদ ভাবনা।জেনে ভাল লাগলো।++++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

সাথে আপনার ঈদ ভাবনা জানতে পারলে আরও আনন্দ বেড়ে যেতো।

৬৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৪১

জুল ভার্ন বলেছেন:
ঈদের আনন্দের দিনটাকে আমি "ঘুম দিবস" বলায় কিছুটা অস্বস্তিতেই ছিলাম! সেই অস্বস্তি অনেকটাই কেটে গিয়েছে-যখন আমার সমগোত্রীয় অনেকেই এই দিনটাতে 'সুখ নিদ্রা' উদ্বযাপন করেন দেখে...... :P

খুব খারাপ লাগছে "গেরস্ত ঘরের তুলসী মঞ্চে প্রদীপ জ্বলেনা" -প্রবাদের সত্যতা দেখে! অর্থাৎ এই মহতী পোস্টের উদ্যোক্তা কান্ডারী অথর্বের নিজ ঈদ ভাবনা আমরা কেউ জানতে পারলামনা!!! :(

অনেক জন গুনী ব্লগারদের ঈদ ভাবনা সংগ্রহে রাখার মত!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া অসুস্থতার মাঝেও যে এভাবে সময় করে লেখা দিয়েছেন আবার সুন্দর একটি মন্তব্য করেছেন আমি বিস্মিত হয়েছি। কৃতজ্ঞতা চির দিনের জন্য রইল। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক আমিন।

আমিও এই দিনটিতে সুখ নিদ্রা যাপন করব। তবে প্রতিবার আমার গ্রামের গরীব মানুষদের জন্য বাজেট থাকে শুধু এবারই অর্থ সংকট ও ঋণের বোঝা অতিরিক্ত থাকার কারনে এই কাজটি করা হবে না। তাই ভীষণ খারাপ লাগছে। হয়ত এই কারনে লজ্জায় কিছুদিন বাড়িতেই যেতে পারব না।

৬৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

মাহতাব সমুদ্র বলেছেন: সুন্দর একটি পোস্ট

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ কিন্তু আপনার ঈদ ভাবনা শেয়ার করুন ভাই।

৬৮| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:২১

মামুন রশিদ বলেছেন: ঈদে যে সেলামী পাবেন, সেটা কি একলাই খাবেন ?? :| :-0


@স্বপ্নবাজ অভি

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

মামুন ভাই, আমিও কিন্তু আপনার কাছ থেকে সালামী পাওনা থাকব। তবে শুনেছি আমিন ভাই এবার মুক্ত হস্তে আমাদের সব ছোট ভাইদের সালামী দেবেন।

৬৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সেলিব্রেটি সব ব্লগারের সাথে নিজের নামটা দেখে খুব সম্মানিত অনুভব করছি।

ধন্যবাদ প্রিয় কান্ডারী অর্থব ।

"আমি প্রথমেই গভীর শোকের সাথে স্মরণ করছি এইতো কিছুদিন আগেই সাভার রানা প্লাজায় ঘটে যাওয়া ট্র্যাজেডি নিয়ে, যেসব শ্রমিকদের এই ঈদটা হয়ত আনন্দের কাটবেনা জীবনের এমন এক নিষ্ঠুর অভিজ্ঞতায় কাটিয়ে।



আমি গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় ব্লগার নোবেলবিজয়ী_টিপু যিনি ব্লাডক্যান্সারে ভুগে মাত্র ২২ বছর বয়সে মারা যান এবং ব্লগার ইমন জুবায়ের যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই ব্লগ প্ল্যাটফর্মটিতে মমতার সাথেজড়িয়ে ছিলেন। সুস্থ, সমৃদ্ধ, দায়িত্বশীল এবং আনন্দময় ব্লগিং এর জন্যআমরা তাঁর কাছে ঋণী। আমরা আর কখনওই তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারব না । এই দুই জন গুণী ব্লগারের অসীম ভালোবাসায় সিক্ত হতে ।



সবশেষে গভীর আক্ষেপ নিয়ে স্মরণ করছি, ছোট্ট ছেলে মেঘ যার আর কখনওই তার বাবার সাথে ঈদের জামাত আদায় করতে যাওয়া হবেনা, ফিরে এসে মায়ের হাতের সেমাই খাওয়া হবে না। সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার আজ ৫৪০ তম দিন । আমরা অন্ধকারে এখনও। "
কথা গুলো হৃদয় ছুঁয়ে গেল ।

২৩ তম ভাল লাগা এবং পোস্ট প্রিয়তে।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

বিথি আপু আপনিও নিঃসন্দেহে একজন গুনী ও সন্মানিত ব্লগার। তাই আপনার সন্মান রাখা আমার কর্তব্য বলেই মনে করেই আপনার ঈদ ভাবনা এখানে রেখেছি।

ঈদের কেনাকাটা কি শেষ করে ফেলেছেন ?

৭০| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

মনিরা সুলতানা বলেছেন: POST osombhob VALO laglo Journy Te thakai addai Boste PARCHI na .

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম তা আমাদের জন্য কি কোন উপহার থাকছে ঈদে ?

৭১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মোটামোটি শেষ । টুকটাক বাকি আছে ঐগুলো কয়েকদিনের মধ্যে শেষ হবে বলে আশা করছি ।

আপনার কেনাকাটা শেষ ?

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম শেষ, বাচ্চাদের জামাকাপড় কিনে দিতেই হল কারণ ওদের জন্যই আসলে আনন্দ ।

তবে যারা পথ শিশুদের ঈদ নিয়ে কাজ করছেন তাদের জানাই স্যালুট।

৭২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: আরো তিনটি শেষ করলাম।
@ অপর্ণা আপু :রমজান এর ওই রোজার শেষে এলো খুশির ঈদ, গান টার আবেদন ই আলাদা! আপনার বড় ভাই পা সরিয়ে নিলে কি হবে আমি কিন্তু ছাড়ছিনা!
আজ আমি কোথাও যাবোনা : ইচ্ছে পূরন দিবস সফল হোক!
মামুন ভাই সে আমলের ঈদ জানানোর জন্য ধন্যবাদ!
এবার কমেন্টের দাত ভাঙ্গা জবাব দিবো :
@ ভান্ডারী থুক্কু কান্ডারী ভাই : গুরু সালামী কত পাবো সেটার হিসাব টা ঢাকায় আসার পর আপনাদের টা না পাওয়া পর্যন্ত করা যাবেনা, কত দিবেন ঠিক করে ফেলেন!
@ মামুন ভাই : আপনি ঠিক করে রাখেন সালামী কিভাবে পাঠাবেন! আর সালাম এবং সে টাকা দিয়ে দেয়া পার্টিতে আপনাকে কিভাবে শরীক করা যায় সেটা আমি ঠিক করে জানান দিবো! আপনার মন্ত্রীকে কাব্যিক ভ্রমণ টিমে নিয়ে আসতে আমার কিছু একটা অফার করতে হয়েছিলো, সেটার দায় দায়িত্ব বড় ভাই হিসেবে আপনাদের ই. ( সাসপেন্স ইমু হপে)

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি তোমার জন্য সালামী ৫ টাকা আলাদা করে রেখেছি।

আর মামুন ভাই সালামীটা ফ্লেক্সী করে মোবাইলে পাঠিয়ে দিলেই পেয়ে যাব।

মন্ত্রী সাহাবের তুলনাই হয় না, একসাথে গল্প আর কবিতা দুই টিমেই কাজ করছে। মন্ত্রী সাহেবের জন্য পদ্মা সেতুর দুর্নীতির কিছু ভাগ বরাদ্দ হলে মন্দ হয় না।

৭৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

সুপান্থ সুরাহী বলেছেন:
ঈদের আনন্দটা এখন অনেকটাই মিইয়ে এসেছে...

এখন ঈদ মানেই ঈদগাহে গিয়ে সমাজ বদলে স্বপ্ন দেখানো। নামাজ শেষে মতবিনিময়। তার পর আবার বস সেই পুরনো নিয়মে...

নাহ ঈদ এখন আর ভাললাগেনা...

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাবতেছি এবার ঈদে নিজের ঘরের ভেতর সোজা হয়ে হাসি মুখে দাড়িয়ে থাকব পাশে থাকবে আমার স্ত্রী। আর সবাই লাইন ধরে এক এক করে সালাম করে এগিয়ে যাবে। ভাবনা নামের কেউ এলে আমি না হয় হেন্ড শেক করে নেব চামে :P

আর খুধার যন্ত্রণায় কাতর যারা, যাদের এই ঈদেও এক মুঠো ভাত জুটবেনা, কাপড়ের অভাবে পথ শিশু গুলো যখন আমাদের দিকে অসহায়ের মত তাকিয়ে থাকবে, আমি তখন আমার সন্তানকে মোরগ-পোলাও রেঁধে খাওয়াব।

৭৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:১১

মনিরা সুলতানা বলেছেন: Obosshoi ACCHE sobarr JONNO upohar , Seta hocche samur BOIbriddha Ke salam korar suborno Sujog , age ASLE AGE paben VITTITE ei sujog helay haraben na , Dua korte korte klant Hoye Jabar agei , Nij Dayitte Songroho Korte Hobe B-)

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার মোবাইলে ব্যালেন্স নাই, একটু যদি এনসিওর করেন যে সালামীটা ফ্ল্যাক্সি করে পাঠাবেন তবে আমি সবার আগে সালামী নেয়ার টেন্ডার দাখিল করছি।

সাবধান আমার টেন্ডার এরপর যেন সবাই টেন্ডার দাখিল করে, মনিরা আপায় আমার বুবু লাগে কয়া দিলাম।

৭৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: আরো তিনটি শেষ করলাম!
@ বিথী আপু : শুভেচ্ছা, অভিনন্দন, আর অনেক দোয়া থাকলো আপনার রোগীদের সাথে কাটানো ঈদের জন্য। এক হবু ডাক্তারনী তার প্রফ সংক্রান্ত জটিলতায় আমাকে খুব পেইন দিচ্ছে, তাই ব্লগে ফেসবুকে ডাক্তার দেখলেই পেট ব্যাথা করে! এখন শ্রদ্ধা বোধ কাজ করছে! অনেক শুভকামনা আপু!
@ প্রিয় কবি সোনালী ডানার চীল : আপনার ঈদ ভাবনা আপনার কবিতার মতই মুগ্ধতা ছড়ালো!
@ প্রিয় গল্পকার মাক্স : আপনার ঈদ ভাবনায় মাক্সীয় স্টাইল লক্ষনীয়! ঈদ কাটুক সুখী নি:সঙ্গতায়। ঈদের শুভেচ্ছা।
@ গুরু : দিন দিন এমন চ্যাচড়া হয়ে যাচ্ছেন কেন! 5 বছরের বাচ্চারেও মানুষ 5 টাকা দেয় না, আমার তো 25 হয় হয়! লজ্জায় মাটি ফাক করে লুকাইয়া থাকতে মন চায়!

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

অভি কি কইতাম ভাই আমার এখন বড়ই দুর্দিন যাচ্ছে। ৫ টাকাই এখন অনেক সালামী দেয়ার জন্য আমার কাছে।

৭৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: @ কাল্পনিক ভাইয়ের ব্যবসা সংক্রান্ত সফলতা কামনা করছি ! কাল্পিনীক ভাবনাকেও ঈদুল মোবারক বলে দিলাম এই পোষ্ট এর মাধ্যমে!
@ আরমান ভাই : আপনার আর আমার ঈদ ভাবনায় মিল লক্ষনীয়! এর পেছনে কার হাত?
@ মনিরা সুলতানা আপু পোষ্টের সাথেই থাকুন, সামু পরিবার এখানেই অবস্থান করছে!
@ চান্দু : প্রবাস জীবনের ঈদের আমেজ টা আমাদের ফিল করার কথা না! আপনার টা ভালো লেগেছে!

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাবনা কে নিয়ে কাল্পনিক ভাই ভাবুক আমরাও তাই চাই।

আরমান কি তোমারটা নকল করে লিখল নাকি :P

পোষ্টের সাথেই থাকুন, সামু পরিবার এখানেই অবস্থান করছে!

৭৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: @ প্রিয় কুনোব্যাঙ ঈদ যেখানেই কাটুক, মনিটরে চোখ থাকুক।
@ তিতির আপু : জীবনের গল্প শুনালেন! আপনার মেয়েরা সুখী হোক, তাদের আনন্দে আপনি আনন্দ পান! ঈদ মোবারক আপু!
@ পনি আপু : আপনার ঈদ ভাবনা যথেষ্ঠ ইউনিক! ভালো লাগলো, বই উপহার চলতে থাকুক!
@ কবি আলাউদ্দিন ভাই : অসাধারন! কবিদের এমনই হয়, যখন তখন কবিতা পেয়ে বসে! ঈদের শুভেচ্ছা জানবেন!!

@ গুরু : সালামি নিয়ে চুদুরবুদুর চইলতোনো!

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আচ্ছা যাও আর এক টাকা বেশি নিও। ৬ টাকা তোমার জন্য বরাদ্দ করলাম।

৭৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:০৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভালো লাগলো পোস্টখানা। পোস্টের আইডিয়াটা চমৎকার।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ উৎকৃষ্টতম বন্ধু । এবার ঈদে আপনি কি হবেন আমার উৎকৃষ্টতম বন্ধু ?

৭৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:২১

নস্টালজিক বলেছেন: ঈদ ভাবনা ও ঈদ আড্ডা ভালো লাগলো!

ঈদের অগ্রীম শুভেচ্ছা রইলো কান্ডারী!

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক অনেক খুশি হলাম ভাইয়া। ঈদে কি করছেন জানালে আরও খুশি হতাম।

ইদের অগ্রীম শুভেচ্ছা রইল।

৮০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৭:৫০

না পারভীন বলেছেন: প্রথমেই অন্যমনস্ক শরৎ ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর ছবি দেয়ার জন্য । দেখেই নস্টালজিক হয়ে যাচ্ছি । যেন ছুডু বেলার আমি আর আমার ছোট বোন । :) এরকম একই রকম জামা , একই সাজগোজ পেয়ে যেতাম ঈদে ।


আর এই বনবাস থেকে বাসায় যেয়ে নিই , আড্ডা পোস্ট এ বার বার চলে আসব । কান্ডারি ভাই আপনি রেডি থাকেন , আপনি ঈদে কি কি করছেন , তা লিখে ফেলার জন্য । সেটা জানার জন্য ঘ্যান ঘ্যান কিন্তু শুরু করে দিলাম । =p~


০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
অন্যমনস্ক শরৎ ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটি ছবি দিয়ে পোস্টের আকর্ষণ বৃদ্ধির জন্য।


বনবাস থেকে মুক্তি পান শীঘ্রই।

একটা টুপি কিনতে হবে ভাবছি। এখন যেটা পরি সেটা অনেক পুরানো হয়ে গেছে।

৮১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩

না পারভীন বলেছেন: ব্লগার আমিভূত
ব্লগার সমুদ্র কন্যা
ব্লগার নীল দর্পন
ব্লগার সায়েদা সোহেলী
ব্লগার আমি ইহতিব
ব্লগার আলোর পরী
ব্লগার তানজিয়া মোবারক মণীষা
ব্লগার মায়াবতী নীলকন্ঠী
ব্লগার টেস্টিং সল্ট
ব্লগার নৈঋত
ব্লগার টুম্পা মনি


ঝাতি আপ্নারার ঈদ ভাবনা ঝান্তে চায় । =p~ =p~ :#)

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

খাইছে পুরাই দেখি সিন্ডিকেট :-& :-& যাই হোক

ব্লগার আমিভূত
ব্লগার সমুদ্র কন্যা
ব্লগার নীল দর্পন
ব্লগার সায়েদা সোহেলী
ব্লগার আমি ইহতিব
ব্লগার আলোর পরী
ব্লগার তানজিয়া মোবারক মণীষা
ব্লগার মায়াবতী নীলকন্ঠী
ব্লগার টেস্টিং সল্ট
ব্লগার নৈঋত
ব্লগার টুম্পা মনি

আমিও এই সিন্ডিকেটের সকলের ঈদ ভাবনা জানতাম চাই। !:#P

৮২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩

অদৃশ্য বলেছেন:





কান্ডারী ভাই


সুন্দর পোষ্ট... শুরুটা অত্যন্ত সুন্দর

আর ভেতরে যথেষ্ট বিনদোন পেলাম ঈদ অনেকের ঈদ ভাবনায়... আশাকরছি এটা বাড়তেই থাকবে...

বুঝতে পারছি অনেকবার আসতে হবে এখানে...


শুভকামনা...

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার ঈদ ভাবনার জন্য অপেক্ষায় থাকলাম।

পরবর্তী কথা আপনার ঈদ ভাবনা জানার পরেই হবে।

৮৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ পরিশ্রম করেছেন । সময় নিয়ে ধীরে ধীরে পড়ব

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

পড়ার ফাঁকে যদি আপনার ঈদ ভাবনাটাও জানিয়ে যেতেন

৮৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৪

সিয়ন খান বলেছেন: ঈদ এর শুভেচ্ছা সবাইকে।
পোস্টে +++ :)

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

হলনা, আপনার ঈদ ভাবনা কোথায় ? আবার ভাবনাকে এনে যেন হাজির করবেন না :P

৮৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪

মিলটন বলেছেন: একটি ভালো উদ্যোগ নিয়েছেন। আপনার পছন্দের মানুষগুলোর লেখা পেয়েছেন। এই তারাদের মেলাতে আমি নিজেকে অনুজ্জল মনে করি। কারণ আর যারা এখানে তাদের ঈদের ভাবনা দিয়েছেন তারা অনেক গুণে গুনান্বিত।

শুভ হোক আপনার ব্লগের পথচলা। ফিরে আসুক ব্লগের আবার সেই সোনালী দিন।

ধন্যবাদ সবাইকে।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

এটা আপনার একান্তই বিনয়ের পরিচয় ভাইয়া। আপনি অবশ্যই একজন গুনী ব্লগার ও ভাল মানুষ। আসলে সবাই আমার খুব পছন্দের কিন্তু পোস্ট অনেক দীর্ঘ হয়ে যায় বলেই অনেকে বাদ পরেছেন যে কারণে যারা বাদ পরেছেন তাদেরকে অনুরোধ করছি মন্তব্যের ঘরে যেন তাদের ভাবনা দিয়ে যান।

জী ভাইয়া চেষ্টা করব সাধ্যমত যেন নিজেকে আরও শুধরে নিতে পারি। আরও ভাল কিছু নিয়ে পোস্ট দিতে পারি। তবে আমার কাছে মনে হয় যে এখন ব্লগে সোনালী দিনের হাওয়া বইছে।

আসলে যা কিছু অতীত হয় সবই সোনালী হয়ে রয়।

কৃতজ্ঞতা চির দিনের জন্য।

৮৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

টুম্পা মনি বলেছেন: বাহ দারুন তো!!!!!

খুবই ভালো উদ্দ্যোগ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

আসসালামুয়ালাইকুম

আপনার জন্য ঈদ কি আনন্দের হবে নাকি নিরামিষ জাতিয় কিছু ?

৮৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

এরিস বলেছেন: অনেক ধন্যবাদ কাণ্ডারী ভাই। এক একজন ব্লগারের ঈদ ভাবনা আমার কাছে একটি একটি ঈদের দিন মনে হচ্ছে, হোক সে সুখের, কিংবা দুঃখের। নিজের মতো করে আনন্দে থাকার নামইতো ঈদ।
একবার পুরো পোস্টটা পড়ে ফেলেছি। আবার পড়তে চাই সম্মানিত ব্লগারদের একজন একজন করে শুভেচ্ছা জানানোর জন্যে। :)

সুন্দর একটি কষ্টসাধ্য পোস্টের জন্যে প্রিয় কাণ্ডারী ভাইকে অনেক শ্রদ্ধা।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

কৃতজ্ঞ আমি আপনার কাছে এরিস যে, আপনি কষ্ট করে আপনার ঈদ ভাবনা আমাদের সাথে শেয়ার করেছেন।

অবশ্যই আপনার আলাদা আলাদা করে শুভেচ্ছা জানানোর প্রতি অপেক্ষায় থাকব।

এই ঈদ আপনার জীবনে সকল প্রকার সুখ বয়ে আনুক চির দিনের জন্য, এই দোয়া করি, আমিন।

৮৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রতি কমেন্টে সালামীর সাথে ১০ গুন দিলে যে অংক হয় সে হারে সালামী বাড়বে ! ;) ;) ;)
(দেইখেন আবার আমার কমেন্ট ভ্যান করে রাইখেন না , পোষ্ট সরানোর জন্য পরিবেশ বন্ধুর গায়েবী ক্ষমতা আছে না :P :P ) রেজা ঘটক !

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

তাইলেতো সব সালামী তোমারেই দিয়ে দিতে হবে, অন্যরা কি পাবে ?

আমি এই নিয়ে সন্মানিত পরিবেশ বন্ধুর কাছে ন্যায় বিচার দাবি করছি ।। রেজা ঘটক। :P

৮৯| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: Valo laga rekhe gelam vai.

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগা রেখে দিলাম। সুন্দর ও আনন্দ ঘন পরিবেশে ঈদ পালন করে ফিরে এসো এই শুভ কামনা রইল।

৯০| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: 6 * 10 = 60!
60 * 10 = 600!
আপাতত 600 তে আছে সম্মানজনক সালামীর প্রস্তাব দেন নাইলে চলতেই থাকবে! শেষে বাড়ীঘর বেচেঁ সালামি দেয়া লাগবে!
আর @ মামুন ভাই কই?

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

পরিবেশ বন্ধু জানতে পারলে তোমার খপর আচে কয়া দিলাম

৯১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: Ovir sathe line e darailam :D ;)

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

তোমার জন্যও ৫ টাকা বরাদ্দ করে রাখলাম।

৯২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৩

নিমচাঁদ বলেছেন: কান্ডারীর সাথে তেমন একটা পরিচয় নাই, তার এই কষ্ট সাধ্য পোষ্টের মাধ্যমে সাইবার পরিচয় হয়ে গেলো ।

আমার প্রিয় ব্লগার দের অনেকের ই ঈদের ছবি পেলাম না , আশা করি তারা ও লিখবেন ।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া পরিচয় যখন একবার হয়েই গেলো, ইনশাল্লাহ এই বন্ধন অটুট থাকবে। সুখে দুঃখে আমাকে ছোট ভাই হিসেবে আপনার পাশে পাবেন সবসময়।

তবে ঈদের সালামীর জন্য কিন্তু ছাড়ছিনা আপনাকে :P

আপনার প্রিয় ব্লগারদের উপস্থিতি কামনা করছি।

৯৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪

তন্ময় ফেরদৌস বলেছেন: পরীশ্রমী পোস্ট।

ঈদের শুভেচ্ছা নিবেন কান্ডারী ভাই।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ঈদের দিন চুটিয়ে আড্ডা দেব আপনার সাথে ইনশাল্লাহ।

৯৪| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

কত বরাদ্দ করলেন বুইঝা নিলাম । পাবলিক প্লেস এ পুরা এমাউন্ট না বলাই ভাল ;)

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

পুরাটাইতো বললাম B:-)

৯৫| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১২

ভিয়েনাস বলেছেন: ব্লগারদের ঈদ ভাবনা দেখে অনেক ভালো লাগলো। মজার ব্যাপার হচ্ছে একজনার ঈদ ভাবনা একোরকম। কিছুই তো মিলল না। তবু মজার মজার শেয়ারিং গুলো পড়তে ভালো লাগছিল।

অভিনব উদ্যোগ ... পরিপূর্ন ঈদ আডডা জমে উঠুক।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

কিন্তু আপনার ঈদ ভাবনা না জানতে পারলে যে অপূর্ণতা থেকে যাবে।

৯৬| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৯

নেক্সাস বলেছেন: ব্লগারদের ঈদ ভাবনা ভাল লাগলো।

আমার কাছে ঈদ বলতে স্পেশাল কোন দিন নাই।

বড় জোড় একটা ছুটির দিন।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আল্লাহর কাছে শোকর যে আপনি সুস্থ হয়ে ফিরেছেন এর চেয়ে আনন্দ আর কি হতে পারে ?

৯৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২

নেক্সাস বলেছেন: সুসটো হোটে পারিনি ভাই .। ব্যাথা কিছুতেই কমছেনা। আজ আবার যাবো

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

কমে যাবে ইনশাল্লাহ ভাই, একটু ধৈর্য ধরতেই হবে।

৯৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

অদৃশ্য বলেছেন:





কান্ডারী ভাই

ঈদ ভাবনায় আসলে অনেক কিছুই থাকে... সেই ছোটবেলা থেকে এখন অবধি ঈদ ভাবনায় অনেক প্লানই করে থাকি... হওয়া না হওয়া পরের ব্যপার...

যেমন ইদানিং ঈদের আগে প্রথমেই মনে আসে যাকাত এর কথা... কতটুকু দেয়া হলো আর কতটুকু বাদ থাকলো, তা কিভাবে দেয়া যায়... অতঃপর পরিবারের সবাইকে কিছু গিফ্‌ট করার ব্যপারটা মাথায় কাজ করে... এখানে বেশ হিম সিম খেতে হয়... কত দ্রুত তা করা যায় সেটাও চিন্তা... ঈদের দিনে সবাইকে সালাম করা...তারপর সবাই একসাথে নামাজে যাই, আমার জ্ঞান হবার পর থেকে আজ অবধি ঈদের নামাজ পরিবারের সাথে ছাড়া হয়নি...তারপর সালামি ... সালামিটা বেশি দিতে হয় আবার কিছু পেয়েও যাই...

এরপর একান্ত নিজের পরিকল্পনা... প্রথমেই বন্ধুবান্ধব... মধ্যেও বন্ধুবান্ধব...শেষেও বন্ধুবান্ধব ( ঘুমানোর আগ পর্যন্ত )... ঈদের সারাদিনের পরিকল্পনায় শুধুই বন্ধুবান্ধবের সাথে আড্ডা আর আড্ডা... অবশ্য এর মধ্যে সকাল ও বিকেলের কিছু অংশ পরিবারের সাথে থাকে...

এইতো কান্ডারী ভাই... জানিয়ে গেলাম সংক্ষেপে আমার ঈদভাবনা...

শুভকামনা... ও ঈদের অগ্রিম শুভেচ্ছা...


০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আসলে ঈদের কিছু ব্যাপার দেখলাম কম বেশি সবারই একরকম। তবে যাদের কাছে ঈদ তেমন কোন পরিবর্তন নিয়ে আসেনা বরং মনের মাঝে কষ্টের সৃষ্টি করে, তাদের জন্য শুভ কামনা রইল।

তবে আমার এই দিনটিতে কিছু করার থাকেনা, ঘুমিয়ে কাটিয়ে দিতে পারলেই ভাল লাগে। তবে যাকাত নিয়ে ভাবছিনা কারণ আমার আর্থিক অবস্থা যাকাত দেয়ার মত নেই।

শুভ কামনা ও ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।

৯৯| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: এক বসাতেই ব্লগারদের ঈদ ভাবনা পড়েছিলাম।
জেনে ভালো লেগেছে একেক রকমের ভাবনা। হাসি , আনন্দ , অতৃপ্তি মিলিয়েই ঈদের দিনটা পার করেন সবাই।
তবে অনেক ধৈর্য আর শ্রম নিয়ে পোস্ট করেছেন , বোঝাই যাচ্ছে। এজন্য কাণ্ডারী ভাইকে অনেক ধন্যবাদ।

সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনাকে বিশেষ ভাবে আমার কৃতজ্ঞতা জানাই। আপনার প্রতি রইল একরাশ শুভকামনা।

১০০| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২

দুঃস্বপ্০০৭ বলেছেন: অনেক গুলো প্রিয় ব্লগারের ঈদ ভাবনা পড়ে ভাল লেগেছে । সংগ্রহে রাখার মত পোস্ট । আপনার লিস্ট থেকে কয়েকজনকে অনুসরন করতে সুবিধা হয়েছে।

ধন্যবাদ কান্ডারী অর্থব ভাইকে এমন একটি উদ্যোগের জন্য । নিঃসন্দেহে একটি কষ্টসাধ্য কাজ ।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার ঈদ ভাবনা শেয়ার করলে অনেক খুশি হব ভাই। ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।

১০১| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬

আমিনুর রহমান বলেছেন:



সামুকে ধন্যবাদ এই পোষ্টটি কে সামুতে ডান পাশে "বিশেষ প্রসঙ্গ" তে স্থান দেয়াতে ...

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

শুধু ধন্যবাদ বললে আমার মতন একজন অতীব সাধারন মানুষের পক্ষে কম বলা হয়ে যাবে। শুধু বলব আমার এই পোস্টটি সামহোয়্যার ইন ব্লগের বিশেষ প্রসঙ্গে স্থান দিয়ে, আমাকে ব্লগটি চিরদিনের জন্য ঋণী করে ফেলল। আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা চিরদিনের জন্য থাকবে এই সামহোয়্যার ইন ব্লগের জন্য।

১০২| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯

আমিনুর রহমান বলেছেন:



০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ঈদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল সামহোয়্যার ইন ব্লগ ও সকল সহ ব্লগারদের প্রতি।

কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল সামহোয়্যার ইন ব্লগ এর প্রতি ।

১০৩| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২

বোকামন বলেছেন:






সময় নিয়ে পড়ার উদ্দেশ্যে পোস্টটি বুকমাকর্ড করলাম। আপাতত চোথ বুলিয়ে বুঝতে পারছি- আপনি অত্যন্ত বিনয়ী মানুষ তো অবশ্যই এবং সেই সাথে যথেষ্ট পরিশ্রমী লেখক ও বটে। প্রশংসা না করে পারলাম না :-)
আমার আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

আল্লাহ আপনার ও আপনার পরিবারের মঙ্গল করুন।।

আস সালামু আলাইকুম।


০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ওয়ালাইকুম আসসালাম বোকামন ভাই।

আপনার জন্য রইল অনেক অনেক দোয়া যেন আপনার মঙ্গল করেন আল্লাহ।

পোস্টটি ধৈর্য নিয়ে পড়ার জন্য কৃতজ্ঞ, তবে আপনার ঈদ ভাবনা জানার অপেক্ষায় রইলাম।

১০৪| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৩

এহসান সাবির বলেছেন: ভাই পুরো টা এখনো পড়িনি, পড়ব।
বুঝতেছি সুন্দর পোস্ট এটা।


ঈদের শুভেচ্ছা।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই আপনার ফিরে আসার অপেক্ষায় রইলাম। ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।

১০৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় সামহোয়্যার ইন ব্লগ,

আমার এই পোস্টটি ব্লগের বিশেষ প্রসঙ্গে স্থান দিয়ে, আমাকে ব্লগটি চিরদিনের জন্য ঋণী করে ফেলল। আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা চিরদিনের জন্য থাকবে এই সামহোয়্যার ইন ব্লগের জন্য।

ঈদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল সামহোয়্যার ইন ব্লগ ও সকল সহ ব্লগারদের প্রতি।

কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল সামহোয়্যার ইন ব্লগ এর প্রতি ।






০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

এই পোস্টের জন্য যারা লেখা দিয়েছেন, সেই সকল শ্রদ্ধেয় ও প্রিয় সহব্লগারদের প্রতি চিরকৃতজ্ঞ রইলাম এবং সকলের প্রতি রইল আমার ঈদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। শুভকামনা রইল সকলের পরিবারের প্রতি।

১০৬| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২

না পারভীন বলেছেন: এখন বিশেষ প্রসংগ দিয়ে পোস্টে এলাম । পরিচিত ছবিটাতে ক্লিক করে চলে এলাম । B-)

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

নাপা আপু বনবাস থেকে কবে ফিরছেন ?

১০৭| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫২

মোমেরমানুষ৭১ বলেছেন: প্রিয় সামুর সাথেই ঈদের আনন্দটা বেশি কাটবে। সামু চালু থাকা মানে সমস্ত ব্লগারদের সাথে থাকা। কে কিভাবে ঈদ উদযাপন করছে সবই পড়ব।

আমনে এবং ভাবীজান সহ সকল ব্লগারদের

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ঈদের শুভেচ্ছা পৌঁছে দিলাম আমার স্ত্রীর কাছে।

আপনার ও আপনার পরিবারের জন্য ঈদের সুভচ্ছা রইল কিন্তু আপনার ঈদ ভাবনা জানালে খুশি হব।

১০৮| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

এ্যাপোলো৯০ বলেছেন: ব্লগার কান্ডারী অর্থবের ঈদ ভাবনা কি?

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

১০৯| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১

আমিনুর রহমান বলেছেন:


@ না পা আপনে দেখি সিন্ডেকেটের সব সদস্যকে ডাকাডাকি শুরু করছেন :P

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

এমন ওপেন সিন্ডিকেট বাজী চইলতনা X(

১১০| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৭

মেহেদী হাসান '' বলেছেন: কান্ডারী অথর্ব ভাই ,আপনার ঈদ অনেক ভালো কাটুক এই কামনা করি।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইয়া আপনার জন্য রইল হাজারো শুভকামনা ও ঈদের শুভেচ্ছা।

১১১| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোস্টটি ব্লগের বিশেষ প্রসঙ্গে স্থান দেওয়ার জন্য সামুকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ । এমন একটি স্থানে প্রিয় ব্লগারের পোস্ট দেখার অনুভূতিই অন্য রকম । :)

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার মত একজন প্রিয় ব্লগারকে সাথে পাওয়াও সত্যি অনেক ভাগ্যের ব্যাপার।

১১২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫২

এরিস বলেছেন: সাভার ট্র্যাজেডিতে আহত, নিহত শ্রমিকদের স্মরণ করছি; স্মরণ করছি ব্লগার নোবেলবিজয়ী_টিপু এবং ইমন জুবায়ের ভাইকে, আমি যাদের সশরীরে পাইনি; মেঘকে নিয়ে কিছু বলার নেই, আমরা নির্বাক।

অন্যমনস্ক শরৎ- ঈদের আর দুইদিন বাকি। কেনাকাটা শেষ করেছেন তো!! আগেভাগে বলে রাখি, সরি বলে কাজ হবেনা। লগিন করতে না পারলে মিছিল করে বলবো "মডু ঘুমায় মডু ঘুমায়" , চউক্ষে পানি যতই আসুক আপনার। ঈদের অনেক অনেক মুবারকবাদ( সুষ্ঠুভাবে লগিনের শর্ত সাপেক্ষে)

ব্লগার মিলটন- সন্তানের আনন্দ দেখে ঈদ আনন্দে কাটুক। মা বাবা পাশে থাকুক আজীবন। ঈদের অনেক শুভেচ্ছা।

ব্লগার এস্কিমো- এস্কিমো, আপনার শৈশবের বর্ণনা পড়ে মন খারাপ হয়েছে কিছুটা। এই চিত্র আমাদের আশেপাশের অনেক অনেক পরিবারের। ... যারা গত বছর ছিলেন আমাদের সাথে তারা হয়তো এই বছর নেই, হয়তো আগামী ঈদে আমরা থাকবনা। প্রিয়জন আজীবন সাথে থাকবেনা, আমোঘ সত্য। তবু দোয়া করি যেন সবাই মিলে ঈদ করতে পারি। ঈদের শুভেচ্ছা।

ব্লগার আমিনুর রহমান- শ্রদ্ধেয় আমিনুর ভাই, আপনার জন্যে অনেক শ্রদ্ধা রইল। আপনার প্রচেষ্টা সফল হোক। ঈদের অনেক মুবারাকবাদ।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার বান্ধবীর বিয়েতে আমরা দাওয়াত পাবতো নাকি ?

১১৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আবার আসছি ! সালামীর অঙ্ক টা বাড়িয়ে নিতে হবে না B-)) B-)) B-)) B-))
এক্কেবারে ফাকা হাতে যাবোনা কিছু একটা লিখে দিয়ে যাই
"আজ রাতে আমি সম্ভবত লিখতে যাচ্ছি পোড়া চোখের গান , আমার জানালার অমাবস্যা রাতের বৃষ্টিভ্রান্তি আর তোর দেয়া উপেক্ষার গান কটা সাথী বিদায়ী ২২ শে শ্রাবণ রাত ২ টা ভেজে ৩৫ মিনিট ! "
লিখতে পারলে আমার জন্মদিন পোষ্ট হবে আর লিখতে না পারলে সব ফেলে এই পোষ্টে পড়ে থাকবো ! ;) ;) ;)

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

১১৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: "আজ রাতে আমি সম্ভবত লিখতে যাচ্ছি পোড়া চোখের গান , আমার জানালার অমাবস্যা রাতের বৃষ্টিভ্রান্তি আর তোর দেয়া উপেক্ষার গান কটা আমার সাথী ! ২২ শে শ্রাবণ রাত ২ টা বেজে ৩৫ মিনিট ! "
টাইপো হইছিল একটু !

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

:D :D :D

১১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আজ হাতে অনেক সময় আসে, আরাম করে পড়বো এ পোস্টটা।
আগেই ভাল লাগা দিয়ে রাখসিলাম। লিখা কেমন হৈসে ওটা পরের কথা-এত কষ্ট যে করা হৈসে তার জন্য অবশ্যই ভাল লাগা বাটনে আগেভাগে প্লাস দেয়াই উচিৎ ||

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

মুন ভাই আপনার প্লাস এর জন্য কৃতজ্ঞ।

ঈদ আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক অনাবীল আনন্দ।

১১৬| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সালামীর অঙ্ক 6000 এ দাড়ালো! আবার আর 10 দিয়ে গুন দিলাম না! শেষ এ কান্দাকাটি করবেন!

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

তোমার জন্য ০.০১ পয়সা সালামী বরাদ্দ করা হল। B-))

১১৭| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২১

গ্রীনলাভার বলেছেন: ঈদ মোবারক।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

ঈদ মোবারাক !:#P !:#P !:#P

১১৮| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: হেহেহেহহে আপ্নেরে পরিবেশ বন্ধু লোকটায় কামড় দিসে তাই না গুরু?

০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০১

কান্ডারি অথর্ব বলেছেন:



ওই খবরদার উনি কিন্তু আমার পরিবেশ বন্ধু X(

ওহ বন্ধু তুমি শুনতে কি পাও B-))

১১৯| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৪

বাংলাদেশী দালাল বলেছেন:
দুঃখিত কান্ডারী ভাই সময় মত আসতে পারলাম না। যদিও আমার কোন ঈদ ভাবনা কাজ করছে না স্মৃতিচারণ ব্যতিত। ভালো থাকবেন ঈদ মোবারক।

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


দেরী করে মন্তব্যের জবাব দেয়ার জন্য দুঃখিত। ঈদের অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২০| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ঈদ মোবারক কান্ডারী ভাই! খুব ভাল আছেন আশা করি। ঈদ ভাবনায় আমার শুধুই বন্ধুদের মিস করা। এবং ছোটভাইদের। ভাবছি, বয়েসি হয়ে গেলে আরো কত নি:সঙ্গ হয়ে যাব!

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আলহামদুলিল্লাহ বলতে হয় তাই বলছি তবে আমি ভাল নেই ভাই।

আপনার মত আমিও তাই ভাবছি যে বয়স হয়ে গেলে আরও অনেক নিঃসঙ্গ হয়ে যাব হয়তবা। ঈদের শুভেচ্ছা জানবেন।

১২১| ০৯ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

টুম্পা মনি বলেছেন: ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

ঈদ মোবারক।

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:



১২২| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯

না পারভীন বলেছেন: প্রিয় ব্লগারদের যাদের ব্লগে আমার ঈদ মোবারক লেখা উঠে নি , এর কারণ হল যান্ত্রিক গলযোগ । নেটের গতির কারণে মন্তব্য শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি ।

কান্ডারি ভাই , আপনাকে ও শেষ বেলায় ঈদ মুবারক বলে যাই ।

১০ ই আগস্ট, ২০১৩ রাত ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় ব্লগারদের ও প্রিয় মানুষদের কাছ থেকে ঈদের শুভেচ্ছা পাওয়ার আনন্দটাই অন্য রকম। ভাল থাকুন সবসময়। ঈদের শুভেচ্ছা রইল।

১২৩| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঈদ মোবারক

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

ঈদ মোবারাক, আল্লাহ আপনাকে ভাল রাখুক আমিন।

১২৪| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর পোষ্ট, ব্লগবন্ধুদের ঈদ ভাবনাগুলো জানার সুযোগ হলো। ধন্যবাদ ও ঈদ শুভকামনা রইল।

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:



ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২৫| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১০

গোর্কি বলেছেন:
-অত্যন্ত শ্রমলব্ধ পোস্ট। সাধুবাদ জানুন।
-ঈদের অবকাশ দিনগুলি ভরে থাকুক উৎসবমুখর ও অনাবিল আনন্দে।
-ঈদ মোবারক।

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যে তবে দুঃখিত ভাই বাসি ঈদ মোবারাক জানাতে হচ্ছে বলে। :(

১২৬| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৪

মনিরা সুলতানা বলেছেন: এত ভাল লাগলো এমন একটা পোস্ট এর সাথে যুক্ত হতে পেরে, ।।
অনেক গুলো প্রিয় ব্লগার এর পোস্ট এক সাথে অনেক অনেক ধন্যবাদ ভাই । এত দিন অনেক বিজি ছিলাম, পুরো পোষ্ট পড়ে শেষ করতে পারি নাই , এখন ইনশাল্লাহ পড়ে ফেলবো ।


ঈদ মোবারক

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

কিন্তু এই মুহূর্তে বাসি ঈদ মোবারাক দেয়া ছাড়া যে আমার অন্য কোন উপায় নেই :(

১২৭| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: মেডিকেল ক্যম্প নিয়ে ব্যস্ত থাকায় বিলম্বিত ঈদ মোবারক।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

সালাম জানবেন। লেট ঈদ মোবারাক

১২৮| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২২

রেজোওয়ানা বলেছেন: আড্ড এখনও চলছে!!

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম ঈদের আমেজ এখনও কাটেনি আপু !:#P

১২৯| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৫

রহস্যময়ী কন্যা বলেছেন: ঈদ নিয়ে সবার অনুভূতির প্রকাশগুলো ভালো লাগলো অনেক। প্রিয়তে রেখে দিলাম :) :)......কান্ডারী ভাইয়া ঈদ কেমন কাটলো??

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

সাধারণ দিনের মতই। আপনার ঈদ নিশ্চয় ভালই কেটেছে।

১৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩২

তাসজিদ বলেছেন: অনেক দেরিতে পরলাম চমৎকার লেখাটি।

আসলে ঈদ সবার কাছে ব্যতিক্রমী সত্তা নিয়ে ধরা দেয়।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

:) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.