![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
প্রচ্ছদঃ কনক চাকমা
কবিতাটির লেখার সময়কালঃ ১৯৯৮
সময়ের নীলিমাধারে অলিক দেবী ফিরে যায়,
ম্যানগ্রোভ প্রজাতিরা তারে দেহের বায়ুতে চায়,
যুগল বিকৃত বদনিকায় শিউলির নকশা আঁকা,
অনুরণনে পাচকিত নগরীর দেহখানি ফাঁকা ,
মরনের প্রহসনে পরিজনের নিমিত্তে অতৃপ্ত প্রেম;
বেঁধেছে তারে কৈশিক জালিকা সমীহ করে,
আপন ভেবে পাবে নৈতিকতার গহীনে তারে।
বিক্ষিপ্ত সবই মাটির গড়নে,
যেন এক বিপন্ন বিস্ময়;
আবারো মানব মস্তিষ্কের বিস্তৃতিতে।
রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, কায়কোবাদ,
জীবনের আলেখে নত –
অশ্রুর ভাষা কবিতায়।
যে জীবন কোন মানব – মানবীর নয়,
তবে কেন হবে সে জীবন আমার ?
আঁধারে নিভে – নিভে ভেবেছি বহুবার।
কবিরাই তবে জ্ঞানী !
জীবন কোথাকার কোন এক বিলীন সমাচার,
যেন তারে ঘষলে নবীন,
পোড়ালে মরনেই বিলীন,
জীবন যেন এক বিলীন সমাচার।
আমার তিমিরে মালতী তোমার হৃদয় রেখার জোছনা নেই।
যদি একবার আমার বেদনার খোলস মোচন করে যায় ফাগুন সারা,
আমার দরজায় রেখে যেও কৌমুদী তোমার মরমী সুর।
বেলা বয়ে এলে সাঁঝের মিথুন গ্রহনে মালতী বেদী,
প্রনয় নগরী উজাড় করে বসে থেকো ঝিলের পারে;
আমি দেহের যতনে গড়ে নেবো মন পবনের নায়ের বৈঠা ।
নরকের কীট যদি এসে বসে সোনালী ধানের শীষে,
পাটের পচন যদি হয় আঁটি বেঁধে পুকুরের জলে,
আমারও মরন তবে হবে ধরণীর নীড়ে নরকের পাপে।
প্রণয় তপ্যাসার ক্ষত ফুরোলে তীর্থের মরনে হৃদয় জুড়োয়;
দেহের জঞ্জাল নিয়তির ভীতিতে ভাসিয়ে দিয়ে নদীর অলকে,
তবেই মালতী বেদী তুমি নিশিতের কৌমুদী নারী।
ধীরে অতি ধীরে চলো, মালতী বেদী
আমার যে আজ আর দ্রুত পথচলা হয়ে ওঠেনা তেমন।
মৃত্যু যেমনি জীবনের অমোঘ নিয়তি,
তুমি তেমনই আমার হৃদয়ের চির প্রেয়সী।
মানুষের স্মৃতি হতে পারে –
তার জীবনের পেছনে ফেলে আশা অতীত নিয়ে;
আমার স্মৃতিতে কেবলই প্রিয় জন্মভূমি –
আমার বাংলাদেশ;
এ দেশেরই এক নারী তুমি।
মৃত্যুতে বিদায়ের লগনে যদি কখনো বসন্ত আসে,
সে বসন্ত হবে তুমি আমার স্বপ্ন শিশির।
যেখানে তোমার আঙিনায় রংধনু সাত রং,
সেখানে দাড়িয়ে আমি দেখতে পারি
বিশাল ওই আকাশ হবার স্বপ্ন।
দেখো তাকিয়ে পথের প্রতিটি বর্গে ধুলোর শিল্পমেলা;
এখানে – ওখানে ছড়িয়ে আছে –
পলিথিন, সিগারেটের জীর্ণ ফিল্টার, ঝরা পাতা,
আর জীবনের যত নষ্ট আবর্জনা;
এ পথেই আমাদের প্রতিদিনের পথ চলা,
এ পথেই চলে যায় একদিন আমাদের মরদেহের ভেলা।
পথের দ্বিতীয় মোড়ে এসেই যেন থেমে গেছে,
জীবন আজ শূন্যের কোঠায়;
তবুতো যেখানে তোমার বাগানে শিউলির শুভ্র বাহার,
সেখানে ঘুমিয়ে আমি দেখতে পারি,
হেমন্তের ওই স্নিগ্ধ ভোর হবার স্বপ্ন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার মাসুম ভাই। শুভ রাত্রি
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ কবিতা।
ভাললাগা রেখে গেলাম।
++++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ শোভন ভালোলাগা বুঝে পেলাম
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
এহসান সাবির বলেছেন: কবিতায় ভালোলাগা। ++++++++
'' কবিতাটির প্রথম প্রকাশকালঃ ১৯৯৮ ''
কোথায় প্রকাশ হইছিলো?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
মানে বুঝাতে চেয়েছি লেখার সময়কাল, ভুলে লিখে ফেলেছি প্রকাশকাল ঠিক করে দিচ্ছি ক্ষমা করবেন।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
গোর্কি বলেছেন:
-পুরো কবিতা পাঠ-ই স্পর্শ করে গেল তবে শেষ স্তবকটি একটু বেশীই যেন। -পাঠে মুগ্ধময় ভাল লাগা রইলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এই কবিতাটি সে সময় কেন যে লেখেছিলা ঠিক মনে নেই এই মুহূর্তে। পুরনো লেখাগুলো ঘেটে পেলাম। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। পুরনো কিছু কবিতা যদি বিরক্তির কারণ না হয় তবে প্রকাশ করার ইচ্ছে রইল।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
বোকামন বলেছেন:
অ সা ধা র ণ !!
খুব ভালোলাগলো কবিতাটি !
সংগ্রহে রেখে দিলুম।
মৃত্যুতে বিদায়ের লগনে যদি কখনো বসন্ত আসে,
সে বসন্ত হবে তুমি আমার স্বপ্ন শিশির।
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ ...
লেখকের জন্য অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ।।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় বোকামন এভাবে বলবেন না ভাই। আপ্লুত হয়ে পরা ছাড়া আর কিছুই অবশিষ্ট থকবেনা। পুরানো লেখাগুলো ভেবেছিলাম পুরানোই থাকবে কিন্তু প্রিয় ছোট ভাই ব্লগার একজন আরমানের অনুরোধে ভাবছি এখন হতে অল্প অল্প করে প্রকাশ করব। যদি আপনাদের বিরক্তের কারণ হয়ে দাড়ায় প্লীজ জানাবেন। তবে এর পাশাপাশি নতুন লেখাও থাকবে। সবটাই নির্ভর করছে আপনাদের পরামর্শের উপর।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
টুম্পা মনি বলেছেন: যেখানে তোমার আঙিনায় রংধনু সাত রং,
সেখানে দাড়িয়ে আমি দেখতে পারি
বিশাল ওই আকাশ হবার স্বপ্ন।
অনেক ভালো লাগল প্রিয় কাণ্ডারি,
অজস্র শুভকামনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন এই অধমের ব্লগ নিয়মিত পাঠের জন্য।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২
অপর্ণা মম্ময় বলেছেন: কবির মনে এতো দহন কেন পাঠক জানতে চায় !!!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু দহন একান্তই নিজের সেগুলো প্রকাশ না করাই শ্রেয়। ভালো থাকবেন প্রিয় লেখিকা।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭
সোনালী ডানার চিল বলেছেন:
আপনি এত আগে এত সুন্দর লিখতেন!!
অবশ্যি সময়ে লেখার আবেগ, ধরন এবং বিষয় পাল্টায়।
শুভকামনা কান্ডারী ভাই।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
তখন বেকার স্টুডেন্ট ছিলাম। অনেক ভাবনার সময় পাওয়া যেতো তাই লেখায় যত্ন নিতে পারতাম। একধরনের নেশা কাজ করত।
এখন সংসার, অফিস আর সামাজিক ব্যস্ততার কারণে লেখায় মনযোগী হতে পারিনা। তাই লেখায় তেমন গুণগত কিছু সৃষ্টি হয়না। তবে আগেও যে খুব আহামরী কিছু লিখতে পারতাম সেটা বলছিনা। আমাকে একবার এক প্রকাশক গালি দিয়ে বলেছিলেন ছাইপাশ লিখলেই কি আর লেখক হওয়া যায়। রসময় গুপ্ত লেখেন তাই বলে কি তিনি লেখক হয়ে গেলেন। এরপর থেকে কখনো আর কবিতাগুলো কোথাও প্রকাশ করি নাই। মাঝেতে কিছুদিন একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করার চান্স পেয়েছিলাম তারপর দীর্ঘ দিন পর এই সামুতে চান্স পেয়েছি ফ্রি ফ্রি লেখা প্রকাশ করার। এখানে ইন্সট্যান্ট মন্তব্য পাওয়া যায়। যা নিজেকে যাচাই করে নিতে গড়ে তুলতে সাহায্য করে।
তবে এমন প্রেরনা আগে পেলে হয়ত ভালো কিছু লিখতে পারতাম। কৃতজ্ঞতা জানবেন প্রিয় চিল ভাই।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
সাদরিল বলেছেন: শব্দচয়ন দারুন হয়ছে।
অনুরণনে পাচকিত নগরীর দেহখানি ফাঁকা
পাচকিত মানে কি?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ নয় বরং বলি কৃতজ্ঞতা মন্তব্যে।
পাচকিত অর্থ হল একস্তর হতে অন্যস্তরে ছেঁকে ছেঁকে তরল জাতীয় পদার্থের শোধন প্রক্রিয়া।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। অসাধারন একটা কবিতা। বিষয়টা আবারও অনস্বীকার্য যে আপনি কবিতা অনেক ভালো লিখেন। প্রচ্ছদটাও দারুন হয়েছে।
সব মিলিয়ে দারুন একটা লেখা। ভালো লাগল।
প্লাস কিন্তু দিয়েছি, বুঝে নিয়েন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় কা_ভা ভাই আমার কবিতা আপনার ভালো লাগে এর চেয়ে সৌভাগ্য আমার জন্য আর কিবা হতে পারে। তবে কি ভাই কবি হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছিলাম না। আপনার জেদ আমাকে বাধ্য করল কবিতায় ফিরে আসতে। কিছু ভালোবাসা বুঝে নিতে হয় যেমনটা বুঝে নিয়েছি আমি। তাইত কবিতায় ফিরেছি। শুধু আপনার জন্য। নতুবা ফেরা হতনা।
কৃতজ্ঞ রইলাম আমার নিজের মাঝে নিজেকে ফিরিয়ে দেয়ার জন্য।
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনি এতো আগেই এতো দারুন লিখতেন।
মুগ্ধ হচ্ছি আমরা ১৫ বছর পর!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই ভালো লিখতাম সেটা হয়ত অতিরিক্ত বলা হয়ে যাবে। তখন কলেজের শেষ বর্ষের ছাত্র ছিলাম।
যাই হোক যদি অনুমতি দেন তবে পুরনো কিছু কবিতা প্রকাশ করব নতুবা বন্ধ করে দেব ।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চালিয়ে যান
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
সাহস পেলাম।
১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধুই সুন্দর
১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৬
সুমন কর বলেছেন: পাটের পচন যদি হয় আঁটি বেঁধে পুকুরের জলে,
আমারও মরন তবে হবে ধরণীর নীড়ে নরকের পাপে।
অসাধারণ।
আপনি বলেছেন, তখন (১৯৯৮) কলেজের শেষ বর্ষের ছাত্র ছিলেন। মানে ২য় বর্ষ?
আমি কিন্তু সে সময় মাত্র কলেজ শেষ করি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও কলেজ শেষ করি মাত্রই। ধন্যবাদ সুমন কর। শুভ দুপুর।
১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই
চমৎকার হয়েছে লিখাটি... খুব ভালো লাগলো আমার
শুভকামনা...
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
খুশি লাগল প্রিয় অদৃশ্য।
১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৯
মামুন রশিদ বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ । মুগ্ধতা শুধু কবিতার জন্য নয়, ৯৮ সালেও আপনি এত ভাল লিখতে পারতেন বলে
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু এখন আর লিখতে পারিনা মামুন ভাই।
১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮
লাবনী আক্তার বলেছেন: মৃত্যুতে বিদায়ের লগনে যদি কখনো বসন্ত আসে,
সে বসন্ত হবে তুমি আমার স্বপ্ন শিশির
খুব সুন্দর !!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগছে আপনার কাছে খুব সুন্দর লাগছে জেনে। শুভ দুপুর।
১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ১৯৯৮ সালে লিখিত কবিতার বক্তব্যে বিদগ্ধ হইলাম।
২০১৩ সালের কবিতা অতঃপর কেমন হইবে ভাবিতেছি
১৯৯৮ সাল! এতদিন কীভাবে কবিত্ব ধরিয়া রাখিয়াছেন, কবি?
শুভেচ্ছা কবিকে
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই কবিতা লিখলেই যদি কবি হতাম তাহলে হয়েই যেতো।
২০১৩ সালের কবিতাগুলো যাচ্ছে তাই হবে এর বেশি কিছু নয়।
১৯৯৮ বলেন আর ২০১৩ কখনওই ভালো লেখারগুন আমার ছিলোনা
১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
নেক্সাস বলেছেন: মরনের প্রহসনে পরিজনের নিমিত্তে অতৃপ্ত প্রেম...
কবিতায় তৃপ্ত ভাললাগা
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে চলুন হয়ে যাক এক কাপ চা
২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: যেখানে তোমার আঙিনায় রংধনু সাত রং,
সেখানে দাড়িয়ে আমি দেখতে পারি
বিশাল ওই আকাশ হবার স্বপ্ন।
সুন্দর কান্ডারী।চমৎকার।ভাললেগেছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ বড় ভাই। খুশি হলাম।
২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সময়ের নীলিমাধারে অলিক দেবী ফিরে যায়।
............................
............................
............................
হেমন্তের ওই স্নিগ্ধ ভোর হবার স্বপ্ন।
কবিতার চুল থেকে পায়ের নখের শেষ অংশ পর্যন্ত এতোটা নিপুন লাগলো যেন দীর্ঘদিনের যত্নে গড়ে তোলা এক নিখুঁত ভাস্কর্য।
সময় পালটে গেছে। এখন কিন্তু সেই জীবন নেই, যে জীবনে কোন মানব – মানবীর নয়, হাঃ হাঃ হাঃ
আমার না খুব বিস্ময় লাগে, যখন দেখি একজন কবি কিভাবে অন্যের মনের কথাগুলো অকপটে বলে ফেলে। কিভাবে বলে? কিভাবে জানে তারা?
এই সব বিস্ময় নিয়ে পড়ি আর ভাবি একদিন আমিও কিছু যদি বলতে পারি? এসব স্বপ্ন জানি আকাশের শূন্যতা। যেখানে বিশাল আঁধার এক। আলো নেই, বৃষ্টি নেই, রংধনু নেই। ভালো লাগায় ভেসে গেল মন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম সময় সত্যি পাল্টেছে এখন আমার স্ত্রী আছে সন্তান আছে।
আছে বেঁচে থাকার জন্য কিছু পিছু টান।
বাকিটার জন্য কিছুটা অপ্রস্তুত হয়েছি। এভাবে প্রশংসা পেলে আমি সবসময় ভ্যাবাচ্যাকা খাই। কি বলব বুঝে উঠতে পারিনা। তবে কৃতজ্ঞতা জানবেন।
শুভ দুপুর।
২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
জুন বলেছেন: আমি দেহের যতনে গড়ে নেবো মন পবনের নায়ের বৈঠা ।
নরকের কীট যদি এসে বসে সোনালী ধানের শীষে,
পাটের পচন যদি হয় আঁটি বেঁধে পুকুরের জলে,
আমারও মরন তবে হবে ধরণীর নীড়ে নরকের পাপে।
কান্ডারী আমি মুগ্ধ হয়ে গেলাম মালতী বেদীতে। কি অসাধারণ উপমা কবিতার প্রতিটি চরণে। অলস সময়ের লেখা বাকী কবিতাগুলো ব্লগে দেখার প্রত্যাশায় .....
+
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
শ্রদ্ধেয় জুন আপু আপনার মুগ্ধতায় আমি আমার প্রাপ্য বুঝে পেয়েছি। এমন মন্তব্য সত্যি আমাকে আগামী দিনগুলোতে নতুন করে চলার পথ দেখাবে।
২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: যুবক কবির কবিতারা একটা বিষয় বহন করে- সতেজতা। অভিজ্ঞ কবির কবিতারা হয় সজাগ- অনেকটা পিছু হটে ভাবার মত। এই ৯৮' এর কবিতা সতেজতা বয়ে আনল কাণ্ডারি।
অনেক ভালো লাগল রইল। নিয়মিত পুরানো কবিতারা আরও আসবে আশা করি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুন কথা বলেছেন। শতভাগ সহমত আপনার মন্তব্যের সাথে।
ইচ্ছে আছে নিয়মিত কিছু পুরাতন কবিতা দিয়ে আপনাদের বিরক্ত করার।
নিজগুণে ক্ষমা করলে খুশি হব।
২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
সায়েম মুন বলেছেন: আপনি একজন পুরোদস্তুর কবি। সেটা অনেক আগেই প্রমাণ করেছেন। কবিতাটা খুব ভাল লেগেছে। ভাল থাকুন। এখনও চালিয়ে যান এই সাধনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আমি এখন আর কেন জানি কবিতা লিখতে পারিনা। সাধনা করতেও খুব আলসেমি লাগে। তবে আপনার মন্তব্যে প্রেরনা পেলাম। তবে পুরাতন কবিতাগুলো ক্রমেই কিছুদিন প্রকাশ করার ইচ্ছে আছে। সাথে থেকে প্রেরনা দেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন।
২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
নাজিম-উদ-দৌলা বলেছেন:
থিমটা ধরতে ধরতেও ধরতে পারলাম কেন যেন!
ভাল লেগেছে কান্ডারি ভাই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসার সুখ দুঃখ আর আশা জাগানিয়া স্বপ্নের একটি রূপক কবিতা যা মালতী বেদী নামক একজন নারীকে কেন্দ্র করে কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমার নিজের কিছু ব্যাঞ্জনা রয়েছে, রয়েছে নিজের কিছু ভাবনা আর অভিমত। রয়েছে মৃত্যুভয় আর বেঁচে থাকার প্রেরনা।
শুভ রাত্রি প্রিয় লেখক।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর !