![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
বুশম্যানঃ
আফ্রিকার দক্ষিণাংশে শিকার প্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বুশম্যান বা স্যান জনগোষ্ঠী দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, লেসোথো, মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, বতসোয়ানা, নামিবিয়া এবং অ্যাঙ্গোলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাসরত আদিবাসী। জু ভাষী লোকজন জু কিংবা হোয়ানসি এবং কাং জনগোষ্ঠী কাং নামে পরিচিত। সম্মিলিতভাবে তাদেরকে বুশম্যান নামে আখ্যায়িত করা হয়। তারা খোইসান ভাষাভাষী ও খোইখোই জাতির সাথে সম্পৃক্ত।
কয়েক হাজার বছরে ধরে কালাহারি তাদের আশ্রয় স্থল। জ্ঞান, অধ্যবসায়, অস্তিত্ব টিকিয়ে রাখার প্রস্তুতিই তাদেরকে টিকে থাকতে সহায়তা করেছে। স্যান জনগোষ্ঠীর কাছে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতি অল্প সময়ের জন্যে আসা বর্ষা ও বন্যার জলকে সংগ্রহ করে সারা বছর ধরে ব্যবহারের উপযোগী করে তোলে তারা। বায়ুমূলের তন্তুগুলো পানির সংগ্রহস্থল। কয়েক মাসব্যাপী খড়ার কবলে পড়ার কারণে তারা বালুর নীচে পূর্বেই সংরক্ষিত গর্ত খুঁড়ে উটপাখির খালি ডিমে সঞ্চিত পানির মাধ্যমে তৃষ্ণা নিবারণ করে। এরপর তা পুণরায় বালুর নীচে বিশেষভাবে ঘাষ দিয়ে ঢেকে রাখে।
শুষ্ক চারণভূমিতে তাদের বেঁচে থাকার সাফল্যের মূল চাবিকাঠি হলো পরবর্তী প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ জ্ঞান বিলিয়ে দিয়ে যাওয়া। এটি করা হয় পরিকল্পিত নাঁচ, ধর্মীয় আচার-আচরণ আর গল্পের মাধ্যমে। আর তাই, জীবন রক্ষাকারী জ্ঞান ওঅভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের মাঝে বাহিত হয়। শিশুরা বড়দের দেখে শেখে। শেখা শুরু হয় অনেক ছোটবেলা থেকে। বিষাক্ত কীট-পতঙ্গ, মারাত্মক প্রাণীসহ ভয়ঙ্কর কাঁকড়া বিছে ইত্যাদি থেকে নিজেকে সামলানোর বিদ্যা বয়স্কদের কাছ থেকে শেখে যা তাদের প্রতিদিনের লড়াইয়ে মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত।
বুশম্যানদের সমাজব্যবস্থায় শিশুদের কোন দায়বদ্ধতা নেই। অন্যান্য সকল বয়সীদের ন্যায় তারাও খেলাধূলা এবং অবসরকালীন বিনোদনে অভ্যস্ত। আলাপ-আলোচনা, স্ফূর্তি-মজা করা, গান করাসহ উদ্যাম নৃত্যে মেতে উঠে তারা। স্যান সমাজে মহিলারা উচ্চ মর্যাদার অধিকারী ও সকলের সম্মানীয়া। তারা নিজস্ব পরিবারের প্রধান হয়ে থাকেন। পানির সন্ধানে পরামর্শ, খাদ্য সংগ্রহ সহ কখনোবা শিকারেও অংশ নিয়ে থাকেন।
খাবার খোঁজা তাদের প্রধান শিক্ষা। বুশম্যানদের বাঁচা-মরার লড়াইয়ে শিকার খুবই জরুরী ও মৌলিক উপাদান। দলবদ্ধভাবে পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে শিকারের সন্ধান করে। পুরুষেরা ছেলেদের শিকার করতে শেখায়। বেশীর ভাগ কৌশলই শিকারের গল্পগুলোর নাটকীয় অভিনয়ের মাধ্যমে শেখানো হয়। প্রাণঘাতি অস্ত্ররূপে লাঠি ছোড়ার অভ্যাস করানো হয় শৈশব থেকেই। যখন তারা অস্ত্র ছোড়ায় পারঙ্গমতা প্রদর্শন করে, তখন তাদেরকে অন্যান্য অস্ত্রের ব্যবহার শেখানো হয়। শিকার করার জন্য দরকার পড়ে ধৈর্য্য আর সহনশীলতা।তীর আর ধনুক তাদের প্রথম ও প্রধান অস্ত্র। শিকারের নাগালের ২৫ মিটারের মধ্যে তাদের গোপন জায়গায় অবস্থান করতে হয়। অন্যতম গোপন অস্ত্র গাছ কিংবা ডিয়ামফিডিয়াগোত্রের গোবরে পোকা থেকে বিশেষ কায়দায় সংগৃহীত বিষ তীরের অগ্রভাগে মিশিয়ে লক্ষ্যভেদে অগ্রসর হয় ও সাফল্যতা পায়। কয়েক হাজার বছর ধরে তারা এ বিদ্যাকে কাজে লাগিয়ে আসছে। একবার লক্ষ্যস্থলে তীর লাগার পর শিকারকে ধরতে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হলেও মৃত্যু অনিবার্য্য। সুদক্ষ শিকারী হিসেবে তাদের পছন্দের প্রাণীর তালিকার মধ্যে রয়েছে - কুদু, এন্টিলোপ, হরিণ, বানর, দিকদিক, মহিষ ইত্যাদি।
জুলুঃ
জুলু একটি জনগোষ্ঠীর নাম যাদের মূল বসতি হল দক্ষিণ আফ্রিকার কোয়া-জুলু নাটাল প্রদেশে । জুলুদের উৎপত্তি উত্তর কোয়া-জুলু নাটাল প্রদেশের একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে। জুলু জাতির জনক হিসেবে অভিহিত করা হয় জুলু কান্টোমভেলাকে যিনি ১৭০৯ সালে জুলু জাতির গোড়াপত্তন করেন। তখন এই প্রদেশটিতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উনগুনি জ্ঞাতিগোষ্ঠীর বসতি ছিল যাদের অপর নাম হল ইমজি।
জুলু জনগোষ্ঠীর ভাষা হল জুলু বা ইসিজুলু যা বান্টু ভাষাগোষ্ঠীর অন্তর্গত। আরো নির্দিষ্টভাবে বলতে গেলে জুলু ভাষা হল বান্টু ভাষার উনগুনি উপগোষ্ঠীর ভাষাশ্রেণীর অন্তর্গত। জুলু দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশী কথিত ভাষা। উনবিংশ শতাব্দীতে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে জুলুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তখন কৃষ্ণকায় জুলুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হত। কিন্তু বর্তমানে তারা সর্ববৃহৎ জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত এবং তাদের অধিকার বর্তমানে সংরক্ষিত রয়েছে। মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে বসবাসকারী জুলুরা খৃস্টান (রোমান ক্যাথলিক অথবা প্রোটেস্ট্যান্ট)। তবে জিম্বাবুয়েতে অনেক জুলুই আধা খৃস্টান এবং আধা প্রকৃতি পূজারী। অন্যান্য সব জুলুই প্রকৃতি পূজারী।
জুলু এবং তাদের সাথে উনগুনি জনগোষ্ঠীর ঐতিহ্যগত সঙ্গীত বিশেষ প্রশংসার দাবীদার। বিশেষ করে আফ্রিকার সকল মানুষেরই একটি সাধারণ বিশ্বাস হল গানের মাধ্যমে আবেগ ও অনুভূতির যে বহিঃপ্রকাশ এবং আদান প্রদান ঘটানো সম্ভব তা কথোপকথন বা এরকম অন্য কিছুর দ্বারা কোন ভাবেই সম্ভব নয়। জুলু সঙ্গীতে সুর, তাল এবং লয়ের অপূর্ব সমন্বয় ঘটেছে, বিশেষত লয়ের মূর্ছনা। জুলুরা লয়কে সাধারণত ইসিগুবুডু নামে অভিহিত করে থাকে যার অর্থ করা যেতে পারে; পশুর উন্নত শিং, নিগূঢ় অনুভূতি ইত্যাদি। মাসকান্ডা এবং উমবাকাঞ্জা অন্য দুটি প্রভাবশালী জুলু সঙ্গীতধারা। জুলু সঙ্গীত আন্তর্জাতিক পরিমন্ডলেও বেশ পরিচিতির দাবীদার; কারণ অনেক সময়ই শেতাঙ্গ গায়কেরা তাদের গানের সাথে জুলু গায়কদের সহকারী গায়ক হিসেবে নিয়ে থাকেন। মাঝে মাঝে জুলু সঙ্গীত নির্মাতাদের অনেক গানই ভীনদেশীরা গেয়ে থাকেন।
পৃথকীকরণ নীতির আওতায় জুলু জনগোষ্ঠীর জন্য একটি নিজস্ব আবাসভূমি তৈরি করা হয়েছিল যার নাম দেয়া হয় কোয়া-জুলু। কোয়া-জুলু হল গুটিকতক বিচ্ছিন্ন ভূমিখন্ডের সমষ্টি যার বর্তমান নাম কোয়া-জুলু নাটাল। ১৯৭০ সালে বান্টু মাতৃভূমি নাগরিকত্ব আইনের মাধ্যমে বলা হয় যে, জুলু জনগোষ্ঠীর সবাইকে দক্ষিণ আফ্রিকান নাগরিকত্ব ত্যাগ করে কোয়া জুলুর নাগরিক হতে হবে। কোয়া-জুলুর বাইরে বসবাসকারী লক্ষ লক্ষ জুলুকে জোরপূর্বক কোয়া জুলুর ভিতরে আনা হয়। আধুনিক জুলু জনগণ শহর এবং গ্রাম উভয় অঞ্চলেই ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। যদিও কোয়া-জুলু নাটালই এখনও তাদের মাতৃভূমি হিসেবে স্বীকৃত, তথাপি জুলুদের অনেকেই এখন পার্শ্ববর্তী গটেং প্রদেশের তুলনামূলক অর্থনৈতিক সমৃদ্ধি দেখে সেখানে বসতি গড়েছে।
পিগমিঃ
আফ্রিকার নিরক্ষীয় অঞ্চল যেখানে বৃষ্টিবনের নিবিড় সমারোহ সেখানেই পিগমিদের বসবাস। ক্ষুদ্রাকৃতির নৃগোষ্ঠী হিসেবে পিগমিদের সবাই চেনে। পিগমি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে যারঅর্থ বামনাকৃতি। পিগমি শিশুরা ১২/১৩ বছর পর্যন্ত মোটামুটি স্বাভাবিক আকৃতির হয়ে থাকে। তাদের বৃদ্ধিও স্বাভাবিক থাকে কিন্তু তারপর তাদের দেহ বৃদ্ধি বন্ধ হয়ে যায়। পিগমিদের উচ্চতা সাধারণত ৪ ফুট থেকে ৫ ফুটের মধ্যে হয়ে থাকে। শরীরে আইজিএফ নামক একটি গ্রোথ ফ্যাক্টর কমে যাওয়াই এর প্রধান কারণ।
এই নৃগোষ্ঠী পেশায় শিকারি। এরা মূলত যাযাবর সম্প্রদায়। জঙ্গলে পিগমিরা নিজেরাই ঘরবাড়ি তৈরি করে। তাদের ঘরবাড়িগুলোও আকারে, উচ্চতায় ছোট হয়। জঙ্গলবা্সী এই আদিমানব শিকার করে জীবন ধারণ করে। আদিম মানুষের মতো দলবেঁধে পিগমিরা শিকারে যায় এবং বন্যপশু শিকার করে। এরা সবচেয়ে পছন্দ করেন "বল্লু ডুকার" নামে এক ধরনের ছোট হরিণ। পিগমিরা শিকার ধরে জালে আটকে। এই জাল তৈরি করা হয় এনকুসা নামে এক ধরনের দৃঢ় গুল্ম দিয়ে। ফলে জালগুলো হয় খুবই শক্ত। পশু শিকারের সময় তারা কোমর সমান করে জালগুলো পেতে ছোট কাঠের টুকরা দিয়ে নিচগুলো ভালো করে আটকে তারপর শিকারকে তাড়িয়ে জালে এনে আটক করেন। শিকার যদি হাতি বা ওই ধরনের বড় আকৃতির কিছু হয়, তবে জালবন্দি অবস্থায় তীর মেরে দুর্বল করে দেওয়া হয়। শিকার নিয়ে তারা দলবেঁধে গ্রামে ফেরেন। এ সময় পিগমি নারীরা দলবেঁধে নাচে। তাদের বিশ্বাস, গর্ভাবস্থায় কোনো মহিলার সামনে এ শিকার ও শিকার পরবর্তী উৎসব সৌভাগ্যের প্রতীক। পিগমি জাতিগোষ্ঠীরও দলনেতা থাকে আর এ দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে তুখোড় শিকারি হতে হয়।
বর্তমানে এদের সমাজে চাষাবাদের প্রচলন হওয়ায় এরা কিছুটা স্থায়ী হয়েছে। পিগমি সমাজে শিকারি পুরুষের চাহিদা বেশি এবং মেয়েরাও বিয়ের পাত্র হিসেবে ভাল শিকারি পুরুষকে পছন্দ করে। এরা শরীর খোদায় করে বিভিন্ন উল্কি আঁকে। পিগমিদের জীবন সমাজবদ্ধ। এদের পারিবারিক বন্ধন খুব মজবুত এবং গোত্রের নিয়ম মেনে চলে। অতি সাধারন এদের বাসগৃহ। গাছের ডাল পুঁতে কাদা দিয়ে পাতা জুড়ে এরা বাসা তৈরি করে। পিগমিরা সংগীত খুবই ভালবাসে। শিকারে উৎসবে সংগীত তাদের অপরিহার্য অঙ্গ। পিগমি শিশুরা কথা শেখার সাথে সাথে গানও শেখে। পিগমিদের আরাধ্য দেবতা হচ্ছে বনদেবতা মোকুন্ডি। বনদেবতা একজন নয় অনেকেই আছেন। সবচেয়ে শক্তিশালী মোকুন্ডির নাম হচ্ছে এজেন্সি।
পিগমি জনগোষ্ঠী পৃথিবী থেকে ক্রমশ বিলুপ্ত হতে চলেছে। এদের সম্পর্কে জানা গেছে খুব কমই। প্রায় ১০ হাজার বছর ধরে আফ্রিকার বিষুবীয় অঞ্চলে পিগমিদের একাধিপত্য ছিল। ক্রমশ বানাঞ্চল উজাড় ও অন্যান্য গোষ্ঠেীর আগ্রাসনে বর্তমানেএদের সংখ্যা এক লক্ষের কাছাকাছি। উন্নত সভ্যতার চোখে পিগমিরা আদিম ও অসভ্য হলেও এরা বিশ্ব ঐতিহ্যের অংশ।
(তথ্য ও ছবি নেট হতে সংগৃহীত)
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাহাদাত ভাই। ভালো থাকুন।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জুলু সমন্ধে কিছু জানতাম।
বাকিগুলো একেবারেই অজানা ছিলো।
কি বিচিত্র মানুষগুলো, মানুষের জীবন।
দারুন পোস্ট, ভাই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ দূর্জয় ভাই। খুব কমন কিছু বিষয় তবু শেয়ার করতে ভালই লাগে।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১
মাহবু১৫৪ বলেছেন: বিচিত্র মানুষ, বিচিত্র তাদের জীবন
পোস্টে ভাল লাগা
++++++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ওদের জীবন যাপনগুলো নিয়ে জানতে বেশ থ্রিল অনুভূত হয় নিজের কাছেই। ধন্যবাদ ভাই।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১
গোর্কি বলেছেন:
-পোস্ট পড়তে পড়তে 'গড মাস্ট বি ক্রেইজি' বায়স্কোপটির কথা বার বার মনে হচ্ছিল।
-তথ্যবহুল চমৎকার পোস্ট!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
দুর্দান্ত একটি মুভি ভাই। আমার প্রিয় মুভিগুলোর মধ্যে অন্যতম প্রিয় একটি মুভি। ভালো জিনিস মনে করিয়ে দিলেন। কৃতজ্ঞতা জানবেন।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩
শিব্বির আহমেদ বলেছেন: গডস মাস্ট বি ক্রেজি " এই মুভি দেখলে বুশ ম্যানদের সম্পরকে জানা যাবে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
মুভিটি সত্যি বেশ আলোড়ন সৃষ্টিকারী একটি মুভি এই জাতিটি উপর ভিত্তি করে। ধন্যবাদ ভাই।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১
স্নিগ্ধ শোভন বলেছেন:
কিছু বিচিত্র মানব গুষ্টির সাথে পরিচয় হল।
দারুণ পোষ্টে +++++++++++
ভাললাগা রেখে গেলাম ভ্রাতা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোলাগা আমার ভালোবাসার সিন্দুকে গুছিয়ে রেখে দিলাম ভ্রাতা।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৮
নষ্ট কাক বলেছেন: অনেক কিছু জানলাম ।
পোস্ট সুন্দর হইছে
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার মন্তব্যে অনেক ভালো লাগল নষ্ট কাক। শুভরাত্রি।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ভিন্নরকম একটা পোস্ট ।।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার পরিবেশ বন্ধু। আপনার ভালো লাগায় আমার সার্থকতা।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৬
প্রিন্স হেক্টর বলেছেন: কান্ডারি ভাই.. পোষ্ট ভালো তবে ছবি নিয়ে আমার আপত্তি আছে। বিশেষ করে আপনি যখন জানেন প্রথম ছবিটাই থাম্বনেইল হিসেবে ফ্রন্ট পেজে শো করে। :-&
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবিতে আপত্তিকর কিছু আছে বলে আমি মনে করিনা। আদিবাসীদের ছবি এমনই হবে সেখানে আপনার পছন্দ অনুসারে ছবি খুঁজে পাওয়া সম্ভব নয়। ধন্যবাদ প্রিন্স। ভালো থাকুন।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৬
বটের ফল বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন: কান্ডারি ভাই.. পোষ্ট ভালো তবে ছবি নিয়ে আমার আপত্তি আছে। বিশেষ করে আপনি যখন জানেন প্রথম ছবিটাই থাম্বনেইল হিসেবে ফ্রন্ট পেজে শো করে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
জী আমিও বলেছি যে, ছবিতে আপত্তিকর কিছু আছে বলে আমি মনে করিনা। আদিবাসীদের ছবি এমনই হবে সেখানে আপনার পছন্দ অনুসারে ছবি খুঁজে পাওয়া সম্ভব নয়।
ধন্যবাদ বটের ফল। ভালো থাকুন।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩২
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে পোস্টটা ||
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন প্রিয় মুন। সুপ্রভাত।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬
ম্যাংগো পিপল বলেছেন: মনে হচ্ছিল Harny Raider Hagerd এর বই পরছি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সুন্দর এই কমপ্লিমেন্টের জন্য ম্যাংগো পিপল ভাই। হেনরির লেখাগুলো পড়লে মনে হয় যেন জীবন্ত কোন ঘটনা চোখের সামনে দেখতে পাচ্ছি।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
মামুন রশিদ বলেছেন: দারুণ ফিচার । বর্ননা, তথ্য, ছবি সব মিলিয়ে চমৎকার
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
খুশি লাগছে সকালবেলা এমন প্রশংসা পেয়ে। সারাদিন হয়ত ভালোই যাবে ইনশাল্লাহ। মামুন ভাই কৃতজ্ঞতা জানবেন।
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
দীপান্বিতা বলেছেন: ভাল লাগলো......
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
খুশি হলাম অসংখ্য আপনার মন্তব্যে। ভালো থাকুন ।
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল পোষ্ট, অসম্ভব ভালো লাগলো। কয়েক জায়গাতে দেখেছি আধুনিক সভ্যতার আক্রমনে এরা নাই হয়ে যাওয়ার পথে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
তবু এরা বেঁচে আছে এদের শেকড় আঁকড়ে ধরে। আধুনিকতার ছোঁয়া আবার অনেক স্থানে এখনও এদের স্পর্শ করতে পারেনি।
ধন্যবাদ ও শুভ দুপুর।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
একজন আরমান বলেছেন:
পিগমি সম্পর্কে আগেই পড়েছিলাম। বুশম্যান আর জুলু সম্পর্কে নতুন জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্টের জন্য।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আরমান পুরনোর সাথে নতুন কিছু জানাতে পেরে ভালো লাগছে।
ভালো থাকিস।
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: বুশম্যান সম্পর্কে জানতাম , বাকীগুলা এখান থেকে জানলাম!
সুন্দর পোষ্ট !
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অভি, এই আদিবাসীদের সম্পর্কে কিছু শেয়ার করতে পেরে ভালো লাগছে। শুভকামনা রইল।
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
সেলিম আনোয়ার বলেছেন: আমার একজন প্রিয় ক্রিকেটার ছিলেন জুলু। ল্যান্স ক্লুজনার। সেইরকম হার্ডহিটার। বুশম্যান সম্পর্কে ভাল জানা গেল।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
দুর্দান্ত একজন ব্যাটসম্যান ছিলেন। অসাধারণ সব শর্টস খেলতেন। ধন্যবাদ বড় ভাই কৃতজ্ঞতা জানবেন।
১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
শূন্য পথিক বলেছেন: বুশম্যান সম্পর্কে জেনেছিলাম 'গড মাস্ট বি ক্রেজি' আস্থির ছিল পার্ট গুলি। আর জুলু সম্পর্কে জানলাম। ++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি শূন্য পথিক ভাই সিরিজগুলো দুর্দান্ত, আমার কালেকশনে রাখা আছে সবকটি। শুভকামনা রইল ।
২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
সোনালী ডানার চিল বলেছেন:
কান্ডারী ভাই, খুবই সমৃদ্ধ একটা পোষ্ট।
(অসহিঞ্চু, বেয়াদপ সময়ে আপনার ছবি সংক্রান্ত ছাড়ের জন্য আপনি আর একবার আমার শ্রদ্ধাভাজন হয়ে গেলেন!!)
শুভকামনা রইল.........
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় সোনালী ডানার চিল ভাই আমি মনে করি, একজন লেখকের কখনো কোন একটি বিশেষ শ্রেণীকে টার্গেট করে কিছু লেখা উচিত নয়। প্রত্যেক শ্রেণীর পাঠকের প্রতি এবং তাদের রুচির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমি আমার এই আদর্শ থেকেই ছবিটা বদলে দিয়েছি। কেউ যদি মনে করে কারো প্রতি কাঁদা ছুড়ে সুখ লাভ করেছে তবে তাকে সেই সুখ থেকে বঞ্চিত হতে দেয়া উচিত নয়। আমি বিশ্বাস করি একটা সময় আসে যখন প্রত্যেকেই তার কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয় আর যদি কারও ভেতর অনুশোচনা বোধ না থাকে তবে তাকে মানুষ হিসেবে গন্য করা উচিত নয়। আমি শুধু আমার নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।
চিরদিনের জন্য কৃতজ্ঞতা জানবেন।
২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
শীলা শিপা বলেছেন: কালাহারি মরুভুমিতে চলাচল কারী বুশম্যান দের পানি সংগ্রহ আর পানির কষ্ট নিয়ে যখন পড়তাম বিশ্বাস হতনা। বিভিন্ন উপায়ে পানি জমিয়ে রাখার ব্যপারটি আসলেই অবাক হওয়ার মতো।
অনেক কিছু জানতে পারলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
পৃথিবীতে সত্যি বিস্মিত হবার মত কত কিছু রয়েছে। জানার আগ্রহ অনেক কিন্তু সময়ের সীমাবদ্ধতার কাছে আমরা বাঁধা পরে থাকি।
ধন্যবাদ শীলা শিপা। ভালো থাকুন।
২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ভাল পোস্ট।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সুমন কর, খুশি হলাম। ভালো থাকুন।
২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
ধুম্রজ্বাল বলেছেন: নরমাংসভোজীদের চোখে পিগমী রা নাকি খুব উপাদেয় যা বুশমিট হিসাবে পরিচিত।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ক্যানিবালিজম উফফ !!! ভয়ানক এই নিয়ে লিখতে গেলে গাঁ শিউড়ে উঠবে।
২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
ড. জেকিল বলেছেন: জ্ঞানটা শুধু নাম জানা পর্যন্তই সীমাবদ্ধ ছিলো। অনেক কিছু জানতে পারলাম। সুন্দর হয়েছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু শেয়ার করতে পারার মাঝে ভীষণ আনন্দ রয়েছে। ধন্যবাদ ভাই।
২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০
সায়েম মুন বলেছেন: বুশম্যান, জুলুদের সম্পর্কে কিছুটা জানতাম। এখন আরও বিস্তারিত জানলাম। খুব ভাল লাগলো পোস্টটা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সায়েম ভাই এভাবে সব সময় সাথে থেকে অনুপ্রেরনা দিয়ে যাওয়ার জন্য।
২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: বুশম্যানদের নিয়ে অসাধারণ একটা (সম্ভবত ২ টা পর্ব, মনে নেই) ম্যুভি আছে- দ্য গড মাস্ট বি ক্রেইজি! হাসতে হাসতে গড়াগড়ি খেতে হয়েছিল
জুলুদের সম্পর্কে বেশি আগ্রহ জন্মায় প্রিয় ক্রিকেটার ক্লুজনারের জন্য। আর সবগুলো উপজাতি সম্পর্কেই মোটামুটি জানাশোনা আছে বিভিন্ন অ্যাডভেন্চার গল্পের কল্যানে।
চমৎকার পোস্ট
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
এদের নিয়ে আসলে একটি কম্পেক্ট পোস্ট করাটা উচিত হয়নি। অনেক অনেক তথ্য বাদ পরে গেছে। তিনটি সিরিজ করতে পারলে ভালো হত। কিন্তু আলসেমির কারণে একটি পোস্টে সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চেষ্টা করেছি।
ভীষণ খুশি হলাম প্রিয় ব্লগারের মন্তব্য পেয়ে।
২৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ চমৎকার একটা পোষ্ট! ভালো লাগল।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ভালো লেগেছে মানে পোস্ট সত্যি বুঝি ভালো হয়েছে।
২৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনার কল্যাণে অনেক কিছু জানলাম কাণ্ডারি। বুশম্যানদের সম্পর্কে আগ্রহ ছিল অনেক, একসময় ঘাঁটাঘাঁটিও করেছি- এই পোস্ট সেই সুপ্ত আগ্রহকে জাগিয়ে দিল আবার।
অনেক ধন্যবাদ জানাচ্ছি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আবার নতুন করে ঘাটাঘাটি শুরু করুন এবং শেয়ার করুন প্লীজ আমার অজানাগুলো জানা হয়ে যাবে।
২৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮
তন্দ্রা বিলাস বলেছেন: পিগমি নিয়ে একটা লেখা পড়ে ছিলাম। বুশম্যান এবং জুলু সম্পর্কে জানলাম।
চমৎকার তথ্য বহুল পোস্ট। আপনার পোস্ট মানেই নতুন কিছু।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ওদের নিয়ে অনেক লেখালিখি হয়েছে। আমারও সাধ জাগল আমিও কিছু লিখি। তবে বেশ বিস্ময়কর তাদের জীবন যাপন।
ধন্যবাদ প্রিয় তন্দ্রা বিলাস। শুভ রাত্রি।
৩০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১
জুন বলেছেন: আফ্রিকান উপজাতি নিয়ে যাই দেখি বা পড়ি সেটাই বৈচিত্রময় আর কৌতুহলদ্দীপক। কত সিনেমা আর গল্পের বই যে পড়েছি তার শেষ নেই। বিচিত্র তাদের জীবন যাত্রা যা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন কান্ডারী আপনার পোষ্টে।
সম্ভবত ৩ নং ছবিটার মত একটি দৃশ্য দেখেছিলাম ন্যাশ জিও তে। পুরুষরা শিকার করে আনার পর কেটেকুটে খেয়েদেয়ে আকাশ ফুড়ে ওঠা গাছের উপর একদম উপর দিকে উঠে এ গাছ থেকে ও গাছে বেয়ে থাকা লতার উপর হাত পা ছেড়ে শুয়ে দোল খাচ্ছে ! অবিশ্বাস্য সেই দৃশ্য।
কোন কোন গাছের কান্ডে পানি জমানো থাকে তাও তারা জানে। যেমন বাওবাব গাছের কান্ডে।
অনেক অনেক ভালোলাগলো পোষ্ট, অনেক ধন্যবাদ জানার সুযোগ করে দেয়ার জন্য
+
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আফ্রিকা নিয়ে লেখার রয়েছে অনেক কিছু। যেমন তাদের ট্যাটু নিয়ে যদি শুধু লেখা যায় তবে একটি বিশাল পোস্ট হবে। এমন তাদের ইতিহাস, তাদের ধর্ম, তাদের ঐতিহ্য সব কিছুই অদ্ভুত বিচিত্রতায় পূর্ণ।
কৃতজ্ঞতা জানবেন আপু।
৩১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: আর...প্রিয়তে নিলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার।
৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট। আদিবাসীদের ব্যাপার স্যাপারই অন্যরকম। আমাদের দেশের আদিবাসীদের নিয়ে কিছু লিখতে পারেন।
++++++
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার একদম প্রথম দিকের একটি পোস্ট আছে আমাদের দেশের আদিবাসীদের নিয়ে। পড়ে দেখতে পারেন। আপনি তাহলে হবেন ওই পোস্টের দুই নাম্বার পাঠক।
৩৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০
তারছেড়া লিমন বলেছেন: চমৎকার পোস্ট।+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
মাথাই নষ্ট !!! এত প্লাস। লিমন ভাই কৃতজ্ঞতা জানবেন।
৩৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১
ঘুড্ডির পাইলট বলেছেন: একটা মুভি দেখছিলাম গড মাস্টবি ক্রেজি । অনেক আগে ছুটু বেলায় । তথ্য মুলক পোষ্ট টি খুব ভালো লেগেছে ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগালাগি পরে আগে কন অহন থিকা নিয়মিত হইবেন কিনা ?
৩৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
নেক্সাস বলেছেন: ভাইরে আপনি এতকিছু জানেন কিভাবে?
অনেক কিছু জানলাম.....
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই পড়ার রোগটা ছোট বেলা থেকেই বই পড়ি, নেট ঘাটি।
৩৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
খাটাস বলেছেন: উপজাতি নিয়ে সবার সম্পর্কে একই ধারনা ছিল। আলাদা আলাদা ভাবে জানা ছিল না। নতুন জানলাম।
সুন্দর পোস্ট প্লাস।
এসব উপজাতিরা আমাদের চেয়ে কত ভাল, দল নেতার নির্দেশ, নিজেদের রিতি নিতি মেনে চলে। আর আমরা.।.।.।।।
ভাল থাকবেন কাণ্ডারি ভাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আমাদের দলনেতারা তাদের মত সৎ আর আদর্শবান হলে ঠিকই মেনে চলতাম
৩৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
চেনা মুখ, অচেনা ছায়া বলেছেন: তথ্যবহুল পোস্ট। শেয়ারের জন্য ধন্যবাদ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চেনা মুখ, অচেনা ছায়া আপনার জন্য শুভেচ্ছা রাশি রাশি।
৩৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
খাটাস বলেছেন: লেখক বলেছেন:
আমাদের দলনেতারা তাদের মত সৎ আর আদর্শবান হলে ঠিকই মেনে চলতাম
সহমত ভাই। কিন্তু আমরা নিজেদের রিতি নিতি ই মেনে চলি না।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আফসোস
৩৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১২
অশ্রু কারিগড় বলেছেন: বুশম্যানদের নিয়ে অনেক আগে একটা মুভি দেখেছিলাম , গড মাস্ট বি ক্রেজ।
।
।
বুশম্যান হইতে মুঞ্চায়
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
বলেন কি ভাই
ভাই হতে পারলে জানাবেন আমি আপনার সাথে দাড়িয়ে একটি ছবি তুলে রাখব।
৪০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩
সোমহেপি বলেছেন: অসাম !
দুপুরে পড়ে কিছু বলতে গিয়ে পারিনি নেট জটিলতায়।
আগেই কিছু জানা ছিলো।
এবার আরো জানলাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল নতুন করে কিছু জানাতে পেরে। শুভ বিকেল।
৪১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯
এম ই জাভেদ বলেছেন: আফ্রিকার আরেক বৈচিত্র্যময় সম্প্রদায় হচ্ছে দোজো সম্প্রদায় । এদের সাথে আমার সাক্ষাত হয়েছিল। পেশায় মূলত এরাও শিকারি । বিচিত্র তাদের বেশভূষা। আপনার পোস্ট পড়ে মনে হল দোজো দের নিয়ে একটা পোস্ট দেওয়া যেতে পারে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই শীঘ্রই দোজো দের নিয়ে একটি পোস্ট দিবেন, অপেক্ষায় রইলাম আপনার সেই অভিজ্ঞতা জানার জন্য।
৪২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
এম এম ইসলাম বলেছেন: দারুন পোস্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় এম এম ইসলাম। শুভেচ্ছা রাশি রাশি।
৪৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
বটবৃক্ষ~ বলেছেন: পোস্টে ভালোলাগা...... অনেক তথ্য বহুল!
আর ছবি নিয়ে যে বাড়াবাড়ি ফেবুতে হয়েছে তার জন্যে আসলেই লজ্জা পেয়েছি যে আমরা সবাই একই সামু পরিবারের সদস্য!! আপনি ছবি না সরালেও চলতো ভাইয়া! সবাই আপনার উদারতার মূল্য বুঝবেনা!
আজকাল কিছু মানুষ মনে করে দুচারটা রাবিশ স্ল্যাং ওয়ার্ড বলতে পারলেই স্মার্ট হওয়া যায়!
শুভেচ্ছা আপনাকে~
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় বটবৃক্ষ একজন লেখকের কখনো কোন একটি বিশেষ শ্রেণীকে টার্গেট করে কিছু লেখা উচিত নয়। প্রত্যেক শ্রেণীর পাঠকের প্রতি এবং তাদের রুচির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমি আমার এই আদর্শ থেকেই ছবিটা বদলে দিয়েছি। কেউ যদি মনে করে কারো প্রতি কাঁদা ছুড়ে সুখ লাভ করেছে তবে তাকে সেই সুখ থেকে বঞ্চিত হতে দেয়া উচিত নয়। আমি বিশ্বাস করি একটা সময় আসে যখন প্রত্যেকেই তার কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয় আর যদি কারও ভেতর অনুশোচনা বোধ না থাকে তবে তাকে মানুষ হিসেবে গন্য করা উচিত নয়। আমি শুধু আমার নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।
আপনার প্রতি আমি চিরদিনের জন্য কৃতজ্ঞ হয়ে পরেছি। শুভ কামনা নিরন্তর।
৪৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৭
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল পোষ্টে অনেক কমেন্ট পড়ে, এটা আবার প্রমান হল।
শুভেচ্ছা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এমন মন্তব্যের কি প্রতিউত্তর হতে পারে ভেবে পাচ্ছিনা।
তবে কৃতজ্ঞতা জানবেন। এরপর নিজের দ্বায়ীত্তশীলতা বেড়ে যায় অনেক।
৪৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫
টুম্পা মনি বলেছেন: পোষ্টটা গতকালই পড়েছিলাম। জাস্ট অসাম।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কস আপনাকে অনেক অনেক টুম্পা মনি। কৃতজ্ঞতা জানবেন।
৪৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২
বটবৃক্ষ~ বলেছেন: ভাইয়া আপনার কাছ থেকে আপনি শুনতে কিমুন কিমুন জানি লাগে!! আমি যে বুঢঢী হয়ে গেসি এটা অবশ্য জানি!
তুমি বা তুই যেকোন একটা তো বলতে পারেন!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আসলে আপনি করে বলা আমার একটি সহজাত প্রবৃত্তি। তবে আপনি যদি কিছু মনে নাই করেন তবে তুই করে বলতে রাজী আছি। তুমি বলতে খুব সংকোচ বোধ হয়।
৪৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই বুশ ম্যান এর কথা শুনে "গডস মাস্ট বি ক্রেজি" সিনেমার কথা মনে পড়ে গেল !!!
আফ্রিকা, বড় আজব এক মহাদেশ !! বড়ই বিচিত্র...
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
এই বিচিত্র দেশটিকে জানার আগ্রহ থেকেই এই পোষ্ট। সামনেও আশা করি আফ্রিকার উপর কিছু পোষ্ট থাকবে।
৪৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪০
বটবৃক্ষ~ বলেছেন: ইয়েএএএএএ!!!!!!
প্লিজভাইয়াআআআ!! তুই করে বললে যে কি ভাল্লাগে শুনতে!!!
আপ্নি এত্তোগুলা ভালু!! জ্বালাইয়া শ্যাষ কইরা ফেলমু কিন্তু!! হিহিহিহিহ!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
৪৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮
বোধহীন স্বপ্ন বলেছেন: সেই রাকিব হাসানের বই পড়ার সময় বুসম্যান-দের নাম শুনেছিলাম । তথ্যগুলো পেয়ে ভালো লাগল
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ বোধহীন স্বপ্ন । আপনাকে জানাতে পেরে ভালো লাগছে।
৫০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বেেশি ক্যাচাল না কইরা প্রিয়তে রাখলাম । তোর সব লেখাই প্রিয়তে রাখার মতো !
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল হয়েছে।