নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

একজন স্বপ্নবাজের কাল্পনিক ভালোবাসা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৭









তোমাকে বড় বেশি প্রয়োজন আমার,

চাঁদরূপ জোছনার মায়া তুমি,

অন্ধকার রাতে পথ চলতে গিয়ে

যদিওবা কখনো হোঁচট খাই;

আমাকে জানি তুমিই পথ দেখাবে।

তাইতো তোমাকেই বড় বেশি প্রয়োজন আমার,

আমি জানি,

আমি টের পাই,

ভাঙ্গা পথের পাথুরে কণাগুলো বড় বেশি এলোমেলো,

সেখানে নির্লিপ্ত ধুলোবালি মাখা এই তোমাকেই আমি আপন করেছি,

লজ্জা ছেড়ে এবার তবে ফিরে এসো আমার হিমঘরে,

যেখানে ভাত আর খুধার সংগ্রামে;

বুড়ো চাঁদটারে আমি বলে দিয়েছি,

সে যেন তোমার জন্য ঘোমটা হয়ে সাঁজে,

আমার সুখগুলো তোমাকে দেবো বলে আজ আমি বাসর সাজিয়েছি;

জানি তুমি আসবে বলে তাই।



আশা আর আলোকেরা ঝি ঝি পোকাদের মত গান গায়,

মিছিল করে ফিরে বনে বাদারে,

রাত জাগা পেঁচার চাহনিতে যে মায়া আছে,

আমার চোখেও সেই নিশাচর সাতটি তারার স্বপ্ন বিলাসিতা খেলা করে।

হরিনের গল্প শুনেছ নিশ্চয়,

শুনেছ রাজকুমারী ব্যাঙের গল্প,

অথবা রূপকথার সিন্ড্রেলা কিংবা প্যাগানদের মীথ কোন;

সেসব সত্যি নয় জানি,

তবু কল্প বিলাসি আমার স্বপ্নের মীথ, তোমাকেই শোনাবো।

মরুভূমিতে শুনেছি সোনা ফলে,

তুমিও একদিন আমারই বুকের পরে মাথা গুঁজে দিয়ে কাঁদবে জানি,

অধরের মায়ায় আমাকেও উষ্ণ করবে জানি,

কারন আমি যে তোমারই সেই শীত।



এসো পাহাড়ের মায়া কান্না কান পেতে শুনি দুজনে,

এসো তবে আমার ঘরে যেখানে সাগর এসে মিশেছে।



মাদুরে আঁকা কোন ছক করা ঘর নয় জানি তোমার মন,

শয়নে লালিত কোন স্বপ্ন নয় জানি তোমার জীবন,

আমিও কেটে যাওয়া কোন ঘুড়ি নই,

তবু আমার ঠোঁটে আগুনেরা ধোঁয়া হয়ে খেলা করে,

আমিতো জন্মেছি স্বপ্নবাজ হয়ে তোমাকে স্বপ্ন দেখার কৌশল শেখাবো বলে।

শহরে জেগে থাকা রাতের ল্যাম্পপোস্ট একা আমি,

তোমাকেই পথ দেখাবো বলে এসেছি।



*******



না না ছিঃ ছিঃ

ওভাবে ভাবতে বলিনি,

তাকাতে বলিনি

আমার ওষ্ঠপাণে।

রসিকতা করোনা জানু,

মনে নেই আকাশদের বাড়িতে

উঠোনে কাঁদায় পিছলে

দুজনাতে সে কি মাখামাখি,

তারপর কি লজ্জা !

ঈশ ! সবাই কি ভেবেছিলো ভাবতো একবার ।

এভাবেই যদি প্রেমের সূচনা হতো ?

তুমি নায়াগ্রা হতে কলসি কাঁখে

জল ফেরি করে আনতে,

আর আমি মুগ্ধ নয়নে

তোমার ভেজা আঁচলে স্বপ্নের বসন্ত সাজাতাম।

বড়ই নির্লজ্জ তুমি,

এভাবে কি ভালোবাসা হয় ?

শুকনো মাটিতে সেচ দিতে হয়।

তারপরই না ফসল ফলবে,

তোমার আমার মন বাসনায়।

মনে কি পরে ?

সেই বিলেতী বাবুর চোখের সানগ্লাসটি দেখে,

তুমি হয়েছিলে হেসে কুটু কুটু।

আহ ! কি সুমিষ্ট সেই হাসি তোমার।

বাবা, বলতেন কি পাগলী মেয়েরে বাবা !

এমন মেয়েকে কে বিয়ে করবে ?

আমি আড়ালে লুকিয়ে হাসতাম,

সত্যি কি পাগলী মেয়েরে বাবা !



মন্তব্য ৯৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

রাইসুল সাগর বলেছেন: মনে নেই আকাশদের বাড়িতে
উঠোনে কাঁদায় পিছলে
দুজনাতে সে কি মাখামাখি,
তারপর কি লজ্জা

ভাই লজ্জা কে??? :P :P


চমৎকার কাব্যে +
শুভকামনা জানিবেন নিরন্তর।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ইহা তসলিমা নাসরিনের লজ্জা অথবা ওমর সানি ও মৌসুমি অভিনীত লজ্জা সিনেমা ভাবিয়া ভুল করবেন না যেন ভাই। :P

ভালো থাকুন।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

মেহেদী হাসান '' বলেছেন: এত সুন্দর করে লেখেন কিভাবে??
দুটাই অসাধারন লাগলো।
দ্বিতীয়টা বেশি ভালো লাগলো। খুব সাধারন এক পাগলী মেয়ের কথা অসাধারন ভঙ্গিতে বলেছেন।
চমৎকার!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

সত্যি কি পাগলী মেয়েরে বাবা !

আর একটু বিস্তারিত লেখার ইচ্ছে ছিলো কিন্তু আর কিছু মাথায় আসছেনা।

শুভ দুপুর।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

শায়মা বলেছেন: অমর প্রেম কবিতাটা মনে পড়ে গেলো ভাইয়া।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:
আমরা অমর সঙ্গী

আমারতো এই গানটার কথা মনে পরে গেলো কবিতার নাম শুনেই।

আপুমনি শুভ কামনা জানবেন নিরন্তর।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ লিখেছেন। ভাল লাগলো।+

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু বড় ভাই। খুশি খুশি লাগছে খুব।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

নেক্সাস বলেছেন: অনেক অনেক অনেক জটিল একটা কবিতা ভাই...


আশা আর আলোকেরা ঝি ঝি পোকাদের মত গান গায়....


আশা আর আলো এখন প্রতিশ্রুতিহীন.....
সবকিছুতেই আলেয়ার দূর্ভিসন্ধি....

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

যদিওবা আশা আর আলো এখন প্রতিশ্রুতিহীন.....
সবকিছুতেই আলেয়ার দূর্ভিসন্ধি
তবু অমাবস্যার মাঝেও রাত জাগা নিঃশ্বাস বাতাসের চাদর টেনে ঘুমাতেই বেশি পছন্দ করে।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতার শাশ্বত প্রতিশ্রুতি ভাল লাগল।

শুভেচ্ছা, কাণ্ডারি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালোবাসার বন্ধন না যাক খণ্ডন এই কামনা করি সব সময়। কৃতজ্ঞতা প্রিয় ব্লগার।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: ভালোবাসায় হোক বসবাস । শুভেচ্ছা ভাইজান

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসার নিমিত্তেই আমার বসবাস। ধন্যবাদ দিদি।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২

নূর আদনান বলেছেন: কত বড় কবিতা!! কেমনে যে আপনার মাথায় আসে...আল্লাহ্ জানে...
বরাবরের মতোই ভাল লাগা রইল।



বুড়ো চাঁদটারে আমি বলে দিয়েছি,
সে যেন তোমার জন্য ঘোমটা হয়ে সাঁজে
,
আচ্ছা চাদ বুড়ো হল কেন? বুড়ো চাদকে আবার ঘোমটা!! আসলে কবি-গুনিনদের কথা সবাই বুঝতে পারিনা।

আবার পড়তে হবে সময় নিয়ে...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

পৃথিবীর শুরু থেকে আজো যেভাবে একই ভাবে চাঁদের জেগে থাকা তাতে করে বুড়ো না বলে উপায় কি কিন্তু এখনো দেখলে মনে হয় যেন সদ্য কোন এক কিশোরী তাই এই কুমারী চাঁদের মাথায় ঘোমটা দেয়ার আবেদন জানিয়েছি।

আমিও বুঝিনা এত ভাব কোথা হতে আসে :(

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো ভীষণ,,,,,,,,,,শুভকামনা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালোলাগায় আমার তৃপ্তি। ভালো থাকুন জীবনে ভালোবাসা লালন করে।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

মাহতাব সমুদ্র বলেছেন: বড়ই নির্লজ্জ তুমি,
এভাবে কি ভালোবাসা হয় ? দারুন

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

সেটাইতো বুঝাতে পারিনা মাহতাব ভাই :!> :P

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শিরোনামের কারণে মামলা খেতে পারেন !

আর কবিতা ভালো হয়েছে !
কবিতা পড়ার পর বলতে ইচ্ছে করছে

আসুন , ব্লগে আসুন , দেখুন বৃদ্ধদের প্রেম :P :P !
শুভকামনা গুরু !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
শিরোনামের কারণে মামলা :-& :-& :-&

আমাকে বাঁচাও কেউ :-/

কেন বৃদ্ধরাও মানুষ; ওদের কি প্রেম-ভালোবাসা বাসি করার কোন অধিকার নাই নাকি X( X((

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা। শুভকামনা অনেক।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ সায়েম ভাই। মন্তব্যে প্রেরণা পেলাম। ভালোবাসায় পূর্ণ থাকুক আপনার জীবন।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

মামুন রশিদ বলেছেন: আমিও কেটে যাওয়া কোন ঘুড়ি নই,
তবু আমার ঠোঁটে আগুনেরা ধোঁয়া হয়ে খেলা করে,
আমিতো জন্মেছি স্বপ্নবাজ হয়ে তোমাকে স্বপ্ন দেখার কৌশল শেখাবো বলে। ;) :)


আচ্ছা ভাবী কখনো আপনাকে বলে না, 'এত প্রেম আমি কোথা পাব নাথ তোমারে হৃদয়ে রাখিতে..." :P :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
:|| :|| :|| মামুন ভাই সত্যি যদি এমন প্রশ্ন কখনও করে বসে তখন উত্তর দেব কি ভাবতেছি :((

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

ভিটামিন সি বলেছেন: ভাইজান, এক্কেরে কোপাই হালাইছেন। ভাল্লাগছে....

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

জ্বালোরে জ্বালো
আগুন জ্বালো
আগুন জ্বালো

কিন্তু ভাই এভাবে কোপা কুপি করলে না আবার শেষে প্রেম পালিয়ে যায় :-*

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

একজন আরমান বলেছেন:
তুমিও একদিন আমারই বুকের পরে মাথা গুঁজে দিয়ে কাঁদবে জানি,
অধরের মায়ায় আমাকেও উষ্ণ করবে জানি,
কারন আমি যে তোমারই সেই শীত।


উত্তর প্রতি উত্তর কাব্য ভালো লেগেছে। প্রথম পার্ট বেশি ভালো লেগেছে।


অভির কমেন্ট পইড়া আমার তো হাসতেই আছি...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

দ্বিতীয় পার্ট এত কষ্ট করে লিখলাম ভালো লাগল না :(

দেখিস আবার হাসতে হাসতে যেন লুঙ্গি খুলে না যায় =p~

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

ভিটামিন সি বলেছেন: কবিতা নাকি পড়ে না কেউ
কে বলেছে ভাই?
এই দেখোনা এই কবিতায়
পাঠকের লাইন দেখা যায়।
রাইসুল পড়ে ফোকলা দাঁতে
মেহেদী পড়ে চিকন সুরে
শায়মা পড়ে স্মৃতি হাতড়িয়ে
তাই না দেখে সেলিম ভাইয়ের
পিলে চমকে যায়।।
নেক্সাস পড়ে কফি হাতে
শঙ্কু মিয়া কলম নেড়ে
লাইলী, মামুন বন-বাদাড়ে,
সায়েম পড়ে ভঙ্গি ধরে;
এতো পাঠক দেখে দেখে
ভিটামিন সি উষ্ঠা খায়।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

দুর্দান্ত কবিতা ++++++++++++++++++++++++ অসাধারণ।

ভিটামিন সি ভিটামিন সি উষ্ঠা খেওনা ভাই
এই দেখোনা তোমার কবিতা পড়ে আমার হুশ নাই

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

ঢাকাবাসী বলেছেন: চমৎকার কবিতা, ভাল লেগেছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

ঈশ ! ভাই আর একটু আগে মন্তব্য করলে ভিটামিন সি ভাইয়ের কবিতায় আপনার নামটাও থাকত নিশ্চিত :D

ভালো থাকুন ভাই। শুভকামনা রইল।

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

ভিয়েনাস বলেছেন: ভালোবাসায় মাখামাখি কবিতা দুটোই অনেক সুন্দর হয়েছে :)

জয় হোক ভালোবাসার.....

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
জয়তু ভালোবাসার প্রিয় ভিয়েনাস

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালবাসাময় কবিতায় ভালোলাগা! +++ আপনাকে কবিতায় পেয়ে ভাল লাগছে!

শিরোনাম দেখে তো চমকে গেলাম!, কাল্পনিক ভালবাসা ভাই স্বপ্নবাজ ভাইয়ের হয়ে গেল কিভাবে এইটা নিয়ে চিন্তায় পড়ছিলাম, ঢুকে দেখলাম-, না, সবকিছুই ঠিকাছে! :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
ইফতি ভাই আপনাদের দলে আমাকে স্বাগতম জানিয়েছেন তাতে আমি ভীষণ লজ্জিত এবং ধন্য।

হলেও মন্দ হতনা কি বলেন ? :P কিন্তু সব দোষ ওই একজনের। ;)

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

গোর্কি বলেছেন:
ওগো, তুমি না এলে যে কাঁটাতে ভরে গো আমারো ফুলেরও শয্যা! মরি মরি একি লজ্জা!!
-কোন এক গানের কলি যেন, এ মুহূর্তে ঠিক মনে পরছে না।
-আমাদের বাঙালি ঐতিহ্যবাহী প্রেম-ভালবাসারই একটি বিশুদ্ধ অংশ।
-সুন্দর পঙ্ক্তিমালা সংবলিত পাঠে মুগ্ধতা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

আমাদের বাংলাদেশীদের প্রেম ভালোবাসা বিশুদ্ধতায় পরিপূর্ণ ও ঐতিহ্যময়।

ধন্যবাদ ভাই।

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

সিয়ন খান বলেছেন: ওরে প্রেম রে। সবাই কত প্রেম করে। :P
খুব ভাল হইছে ভাইয়া :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালোত, ভালোনা :D প্রেম করা সাস্থের জন্য ভালো।

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

রাইসুল নয়ন বলেছেন:

অসাধারণ।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ নয়ন। ভালো থেক।

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

সোমহেপি বলেছেন: এর আগেও একটা পড়েছি । আর কোথাও কোথাও আবেগের আতিশয্যে কবিতা একদম ভিজে গেছে। আরেকটু টানটান চাই।

তোমাকে বড় বেশি প্রয়োজন আমার,
চাঁদরূপ জোছনার মায়া তুমি,
অন্ধকার রাতে পথ চলতে গিয়ে
যদিওবা কখনো হোঁচট খাই;
আমাকে জানি তুমিই পথ দেখাবে।
তাইতো তোমাকেই বড় বেশি প্রয়োজন আমার,
আমি জানি,
আমি টের পাই,
ভাঙ্গা পথের পাথুরে কণাগুলো বড় বেশি এলোমেলো,
সেখানে নির্লিপ্ত ধুলোবালি মাখা এই তোমাকেই আমি আপন করেছি,
লজ্জা ছেড়ে এবার তবে ফিরে এসো আমার হিমঘরে,


এখান পর্যন্ত ঠিক ছিলো তারপরেই-


যেখানে ভাত আর খুধার সংগ্রামে;
বুড়ো চাঁদটারে আমি বলে দিয়েছি,
সে যেন তোমার জন্য ঘোমটা হয়ে সাঁজে,
আমার সুখগুলো তোমাকে দেবো বলে আজ আমি বাসর সাজিয়েছি;
জানি তুমি আসবে বলে তাই।


এ কথাগুলো কবিতাটাকে কেমন যেনো হেলো করে দিলো।


আশা আর আলোকেরা ঝি ঝি পোকাদের মত গান গায়,
মিছিল করে ফিরে বনে বাদারে,
রাত জাগা পেঁচার চাহনিতে যে মায়া আছে,
আমার চোখেও সেই নিশাচর সাতটি তারার স্বপ্ন বিলাসিতা খেলা করে।
হরিনের গল্প শুনেছ নিশ্চয়,
শুনেছ রাজকুমারী ব্যাঙের গল্প,
অথবা রূপকথার সিন্ড্রেলা কিংবা প্যাগানদের মীথ কোন;
সেসব সত্যি নয় জানি,
তবু কল্প বিলাসি আমার স্বপ্নের মীথ, তোমাকেই শোনাবো।
মরুভূমিতে শুনেছি সোনা ফলে,
তুমিও একদিন আমারই বুকের পরে মাথা গুঁজে দিয়ে কাঁদবে জানি,
অধরের মায়ায় আমাকেও উষ্ণ করবে জানি,
কারন আমি যে তোমারই সেই শীত।


এ অংশটা কিন্ত্ত অনবদ্য

এসো পাহাড়ের মায়া কান্না কান পেতে শুনি দুজনে,
এসো তবে আমার ঘরে যেখানে সাগর এসে মিশেছে।


প্রথম লাইনটা অনেক সুন্দর ।পরের লাইনটাতে এসেই সে ভাবটা আর থাকেনা। কেনো থাকেনা সেটা কিন্ত্ত জানিনা। :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

"আবেগের আতিশয্যে কবিতা একদম ভিজে গেছে" দারুন একটি কথা বলেছেন। কবিতার উৎস সন্ধান করলে আসলে আবেগের কাছেই ফিরে যেতে হয়। টান টান কবিতা সাধারনত আবেগী প্রেমের জীবন নিয়ে লেখা কবিতায় খাটে না। টানটান কবিতা শোভা পায় যখন আপনি কিছু জ্বালাময়ী কবিতা লিখবেন। ধরেন আপনি যদি জীবনানন্দ দাশের লেখা

জানি না সে কারে দেবে – জানি না সে চিনি আর সাদা তালশাঁস
হাতে লয়ে পলাশের দিকে চেয়ে দুয়ারে দাড়ায়ে রবে কি না …
আবার কাহার সাথে ভালবাসা হবে তার – আমি তা জানি না;
মৃত্যুরে কে মনে রাখে ?… কীর্তিনাশা খুঁড়ে খুঁড়ে চলে বারো মাস
নতুন ডাঙার দিকে – পিছনের অবিরল মৃত চর বিনা
দিন তার কেটে যায় – শুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ ??


অথবা

সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি,
বোলো নাকো কথা ওই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে;

ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;

দূর থেকে দূরে – আরো দূরে
যুবকের সাথে তুমি যেও নাকো আর।
কি কথা তাহার সাথে? তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ
তার প্রেম ঘাস হয়ে আসে।


এই লাইনগুলো লক্ষ করেন সেখানে আবেগের আতিশয্যতাই পাবেন কিন্তু তাতে কবিতার আবেদন এতটুকু ম্লান হয় নি।

আবার তিনি ঠিকই টানটান ভাবে তার অন্য একটি প্রেমের কবিতায় লিখেছেন,

আমাকে সে নিয়েছিলো ডেকে;
বলেছিলোঃ ‘এ নদীর জল
তোমার চোখের মত ম্লান বেতফল;
সব ক্লান্তি রক্তের থেকে
স্নিগ্ধ রাখছে পটভূমি;
এই নদী তুমি।’


তাই কোন কোন ক্ষেত্রে কবিতায় আবগেরে আতিশয্যতা যেমন প্রয়োজন রয়েছে তেমনি টানটান কবিতার ভাষারও প্রয়োজন রয়েছে। দুটি দিকই কবিতার জন্য দরকার রয়েছে। কোনটাকেই খাটো করে দেখার স্কোপ নেই।

আপনি বলেছেন, "এ কথাগুলো কবিতাটাকে কেমন যেনো হেলো করে দিলো।"

যেখানে ভাত আর খুধার সংগ্রামে;
বুড়ো চাঁদটারে আমি বলে দিয়েছি,
সে যেন তোমার জন্য ঘোমটা হয়ে সাঁজে,
আমার সুখগুলো তোমাকে দেবো বলে আজ আমি বাসর সাজিয়েছি;
জানি তুমি আসবে বলে তাই।


কিন্তু এই অংশে একজন অভাবগ্রস্ত মানুষ তার প্রেমিকার কাছে করুন স্বীকারুক্তি মূলক ভাবে আবেদন করছে যেন তার গরীব অবস্থার কথা ভেবেও যেন তার প্রতি আস্থা রাখে তার প্রেমিকা সে আর যাই হোক অন্তত ভালোবাসা দিয়ে তাকে সুখি করতে পারবে। এবং কবির নিজেরও আত্মবিশ্বাস রয়েছে তার প্রেমিকার প্রতি যে সে আসবে বধু হয়ে।

এসো পাহাড়ের মায়া কান্না কান পেতে শুনি দুজনে,
এসো তবে আমার ঘরে যেখানে সাগর এসে মিশেছে।


সব কষ্ট মেনে নিয়ে যখন কবির প্রেমিকা এসেছে তখন দুজনেই দুঃখ গুলো ভাগ করে নিয়ে জীবন সংসার রচনা করবে এটাই স্বাভাবিক এবং সেই সংসারে সাগরের মত সুখের ঢেউ এসে ভিড়বে এতটুকু আশা কবি করতেই পারে এখানেই ভালোবাসার সার্থকতা।

তবে বাকি অংশ আপনার ভালো লেগেছে জেনে আমি আন্তরিক ভাবে আপনার কাছে কৃতজ্ঞ। শুভ রাত্রি।

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

সুমন কর বলেছেন: সবাই বলেছে, আপনি এত সুন্দর কবিতা কিভাবে লিখেন?
আপনি অনেক সুন্দর করে কবিতা লিখেন।
+++++++++++++++++++++++++++++++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই আসলে এটা আপনাদের বড় মনের পরিচয় যে আমার কবিতায় এভাবে ভালোলাগা জানাচ্ছেন। আমি নিজেও এমন প্রশ্নের উত্তর দিতে পারবনা। তবে কৃতজ্ঞতা চিরদিনের জন্য আমাকে প্রেরনা দিচ্ছেন তাই।

২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

বোকামন বলেছেন:





যেখানে ভাত আর খুধার সংগ্রামে;
বুড়ো চাঁদটারে আমি বলে দিয়েছি,
সে যেন তোমার জন্য ঘোমটা হয়ে সাঁজে,
আমার সুখগুলো তোমাকে দেবো বলে আজ আমি বাসর সাজিয়েছি;
জানি তুমি আসবে বলে তাই।


রোজকার হাজারো সংগ্রামে বেঁচে থাকুক এই অনুভূতিগুলো, ইচ্ছেগুলো, প্রতীক্ষাগুলো। চলার পথে কখনো হঠাৎ থেমে বিশ্রামের আহার হোক আমাদের ভালোলাগাগুলো ...
আমরা যে মানুষ... রোবট নই...

অনেক অনেক ভালোলাগা ও শুভকামনা রইলো।।
ভালো থাকুন সবসময় :-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার ভাবনাগুলোকে চমৎকার ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ। হ্যাঁ আমরা মানুষ রোবট নই।

আমাদের সকল সংগ্রাম ছাপিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতে হয়।

২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

সোনালী ডানার চিল বলেছেন:

কান্ডারী ভাই, কবি হিসাবে আপনার শক্তিশালী উপস্থিতি
আমাদের মুগ্ধ করছে; চলুক কবিতা, চলুক কান্ডারীর কলম.......


মাদুরে আঁকা কোন ছক করা ঘর নয় জানি তোমার মন,
শয়নে লালিত কোন স্বপ্ন নয় জানি তোমার জীবন,

সুন্দর প্রকাশ।।

শুভকামনা রইল।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
সোনালী ডানার চিল ভাই জানিনা আমি আপনাদের এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা। তবে কবিতা চলুক আর নাইবা চলুক আপনাদের এই ভালোবাসা আমার জীবনের অংশ হয়ে থাকবে।

কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই তবে ভালোবাসা রইবে চিরকাল।

২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

আমি ইহতিব বলেছেন: দারুন লাগলো কবিতা দুটো,

তোমাকে বড় বেশি প্রয়োজন আমার,
চাঁদরূপ জোছনার মায়া তুমি,
অন্ধকার রাতে পথ চলতে গিয়ে
যদিওবা কখনো হোঁচট খাই;
আমাকে জানি তুমিই পথ দেখাবে।
তাইতো তোমাকেই বড় বেশি প্রয়োজন আমার,
আমি জানি,
আমি টের পাই,
ভাঙ্গা পথের পাথুরে কণাগুলো বড় বেশি এলোমেলো,
সেখানে নির্লিপ্ত ধুলোবালি মাখা এই তোমাকেই আমি আপন করেছি -

এই কথাগুলো পড়ে মনে হচ্ছিলো যেনো আমারই মনের কথাগুলো আপনি বলছেন কবিতার ছন্দে।

শুভ কামনা সব সময়ের জন্য।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

সত্যি কথা বলতে গেলে প্রায় সব মানুষের ভেতরকার প্রেমের অনুভূতিগুলো হয়ত প্রায় একই রকম তাই ভাবনায় মিল থাকবেই।

ভালোবাসার বন্ধন অটুট থাকুক আপনার জীবনে চিরদিনের জন্য।

শুভ কামনা জানবেন।

২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

রাতুল_শাহ বলেছেন: বেশ ভাল লাগলো।

অন্তরের ভাল লাগা রইলো, সামুর ভাল লাগা দিতে পারলাম না।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

বুঝতে পেরেছি রাতুল ভাই এখনও টেকনিক্যাল সমস্যা ঠিক হয়নি। :(

অসুবিধা নেই আমি আমার প্রাপ্য বুঝে নিয়েছি।

২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১

গৃহ বন্দিনী বলেছেন: কবিতা বুঝি না তাই পড়িও নাই , জাস্ট বুড়াবুরিদের প্রেম কেমন হয় তাই দেখে গেলাম :P :P :P

বাই দ্যা ওয়ে, শিরোনাম নাম তো ''একজন স্বপ্নবাজের বাস্তবিক ভালোবাসা'' হওয়ার কথা , ওয়াই কাল্পনিক ??? :-&

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

বুড়া বুড়ির প্রেম চির তরুন হয়েই আছে।

আমি একটু কল্পনার জগতে বাস করতে পছন্দ করি কিনা তাই কাল্পনিক ভালোবাসা; তবে ব্লগার কাল্পনিক ভালোবাসা ভাইয়ের সাথে একে মিলিয়ে ফেলবেন না দয়া করে। :P

৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: তুমি নায়াগ্রা হতে কলসি কাঁখে
জল ফেরি করে আনতে... দৃশ্যটা কল্পনা করছিলাম!!! ;)


জোছনা রাতে প্রেমের কবিতায় আপ্লুত! শুভেচ্ছা!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

জোছনা রাতের পটভূমিকায় কল্পনা করলে আরও চমৎকার হবে সেই জল ফেরি করে আনার দৃশ্য।

৩১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ তন্ময় ভাই। আপনার প্লাসগুলো সযত্নে রেখে দিলাম।

৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার!!

ভাললাগা রেখে গেলাম।
++++

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালোলাগা রেখে দিলাম যত্ন করে।

৩৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার!!

ভাললাগা রেখে গেলাম।
++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালোলাগা বুঝে পেলাম।

৩৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মনের দহনে লিখা কবিতা পাঠকের জন্য অবশ্য আনন্দের।
কিন্তু কবির মনে দহন? মিলিয়ে যাক।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রিয় দূর্জয় ভাই যেদিন এই দহন মিলিয়ে যাবে আমার আর কবিতা লেখা সম্ভব হয়ে উঠবে না। বরং কবিতা লিখতে হলে মনের মাঝে কিছুটা দহন থাকাই শ্রেয়। কিছু কিছু দহন কখনো নেভানো হয়ত সম্ভব নয়।

৩৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

মায়াবী ছায়া বলেছেন: দহনে যেন কবিতায় সোনার ঝলক ।
অনেক ভাল লাগা ।।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
যে দহন মনের মাঝে বিচরন করে সদা সর্বদা তারে আমি পারিনা নেভাতে।


ধন্যবাদ মায়াবী ছায়া।

৩৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
বুড়ো চাঁদটারে আমি বলে দিয়েছি,
সে যেন তোমার জন্য ঘোমটা হয়ে সাঁজে,




আজকের চাঁদটার এই অবস্থা কেন এখন বুঝলাম।

ভালো লিখেছেন। শুভ রাত্রি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আজ চাঁদটা সত্যি যেন বধু রূপে সেজেছে।

আজকের এই রাত তবে হোক ভালোবাসায় পরিপূর্ণ।

৩৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২

তারছেড়া লিমন বলেছেন: ভাল লাগা রইল ভাই+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++কবিতার শেষ লাইনটা অসম্ভব সুন্দর।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ওরে কত প্লাস। লিমন ভাই কৃতজ্ঞতা হাজারো।

৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩২

টুম্পা মনি বলেছেন: আমার ঘরের জানালা দিয়ে আকাশ দেখা যায়। আকাশ দেখছিলাম আর আপনার কবিতা পড়ছিলাম। চমৎকার অনুভূতি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আকাশ দেখার অনুভূতি সত্যি চমৎকার। নিঃসঙ্গ সময়গুলো খুব দ্রুত কেটে যায়। হতাশা ভুলে থাকা যায়।

৩৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩০

বটবৃক্ষ~ বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: শিরোনামের কারণে মামলা খেতে পারেন ! =p~ =p~ =p~ B-) B-) হেহেহহে আমিও তাই ভাবসিলাম! কাভা ভাই আর ওভি ভাইয়ের কোন ঘটনা নিয়ে বুঝি!! হাহহাহা

কবিতা্য় এত্তোগুলা ভালোলাগা ভাইয়াআআআ!!

মনে কি পরে ?
সেই বিলেতী বাবুর চোখের সানগ্লাসটি দেখে,
তুমি হয়েছিলে হেসে কুটু কুটু।
আহ ! কি সুমিষ্ট সেই হাসি তোমার।
বাবা, বলতেন কি পাগলী মেয়েরে বাবা !
এমন মেয়েকে কে বিয়ে করবে ?
আমি আড়ালে লুকিয়ে হাসতাম,
সত্যি কি পাগলী মেয়েরে বাবা !

কি সুইট!! :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

লজ্জার ইমো দিতে হচ্ছে এমন মন্তব্যের পর :#>

৪০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: শিরোনাম দেখে ভাবছিলাম ব্লগার স্বপ্নবাজ আর কাল্পনিক ভালবাসা নিয়া লেখা মনে হয় :)

কবিতা ভালা লাগছে

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম ! মাসুম ভাই ওদের নামগুলো বেশ কাব্যিক।

৪১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

রুপ।ই বলেছেন: কেন যে কবিতা বুঝি না , রাগ লাগে !

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

তাহলে আমার কি হবে :(

৪২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

এহসান সাবির বলেছেন: এতো দেখি চরম কবিতা হইছে ভাই........!!!!!!!!

++++++++++++++++++

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই কিছুই বলার নাই। সবই আপনাদের ভালোবাসা।

৪৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক সুন্দর কবিতা ভাইয়া :)

ভিটামিন সি ভাই কি কবিতা লিখলো =p~ =p~ =p~ =p~ :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনাকে অনেক দিনপর ব্লগে দেখে ভালো লাগল।

ভিটামিন সি ভাই একটা অনবদ্য কবিতা লিখেছেন।

৪৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

তাসজিদ বলেছেন: কবিতা পাঠের পর ত কবিতা লিখতে মন চাঁচ্ছে। কিন্তু লিখতে পারি না :( :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

চেষ্টা করুন দেখবেন লিখে ফেলেছেন দুর্দান্ত কবিতা

৪৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কবিতা একেবারে বুঝিনা :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

মনটাই খারাপ করে দিলেন। :(

৪৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫

মেহেদী হাসান মানিক বলেছেন: কবিতা ভালা হইছে । কিন্তু আমি প্লাস দিতে পারিনা :( :( :( :(
প্লাস বাটনটা কাজ করে না ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

প্লাস আমি বুঝে পেয়েছি। কৃতজ্ঞতা মানিক ভাই।

৪৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

পিনিকবাজ বলেছেন: হুম আমিও জানি,
তোমাকেই প্রয়োজন আমার

অন্তত আমার মন খারাপের
বিষন্ন রাতে
ভার্চুয়াল বিলি কাটার জন্যে হলেও


+++++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভাই।

৪৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

অপ্রচলিত বলেছেন: দুর্দান্ত অসাধারণ লিখেছেন। ++++++++++++++

চমৎকার শব্দচয়নে লেখা বিষাদে ভরা প্রেমের প্রথম কবিতাটিই বেশি ভালো লাগলো। আর দ্বিতীয়টি মোটামুটি। সরল স্বীকারোক্তি আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন।

নতুন বছরে পুরনো পোস্টে একটি ফাউ মন্তব্য করে যাচ্ছি। ;)
ভালো থাকুন সদা সর্বদা।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


কোন মন্তব্যই ভাই ফাউ না সেটা পুরাতন অথবা নতুন পোস্ট যাই হোক না কেন। মন্তব্য পেলে অনুপ্রাণিত হওয়া যায়। প্লাস ও মন্তব্যের জন্য আমার কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.