নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

আকাশে উড়ে যায় একপাল গরু

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫

ধরে নেয়া যাক আমি লিখলাম, “ আকাশে উড়ে যায় একপাল গরু ”



সঙ্গে সঙ্গে দেখা যাবে দুটি দলে বিভক্ত হয়ে গেছে সবাই। একদল বলছে যে এটি একটি অতীব উচ্চ মর্গের স্যাটায়ার আর একদল বলছে যে বাংলা ভাষার বিপক্ষে কোন গভীর ষড়যন্ত্রের জাল বুনেছি। আসলে আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনেকটা এমনই হয়ে দাঁড়িয়েছে। কোন বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারিনা। সব কিছুতেই বিভাজন না করলে আমাদের মনোবাসনা পূর্ণ হয়না। আমরা তৃপ্ত হই বিভাজনে।



পথে, ঘাটে, বাসে, টেম্পুতে, টং দোকানে, এমনকি ব্লগে আর ফেসবুকে যেখানেই যাই না কেন দেশ প্রেমিক বুদ্ধিজীবীদের অভাব নেই। সবাই যেভাবে দেশ ও দেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়ে মাতামাতি করে যে কোন ইস্যুতে তাতে করে আমিও আর নিজের বুদ্ধি নিয়ে চুপ করে বসে থাকতে পারিনা। কিন্তু যাই হোক এত বুদ্ধির পরেও যে কেন দেশের উন্নতি হয়না সেটা বুঝিনা ! আমরা শুধু বুদ্ধি খাটাই নিজ নিজ পছন্দের দলের প্রতি আস্থা ভাজন হতে। আমরা আসলে দেশ নয় যেন দলের প্রতি অন্ধ ভক্ত। আমরা প্রকৃত দেশ প্রেমিক না হয়ে দল প্রেমিক একটি জাতিতে পরিনত হয়ে গেছি। আসলে আমরা হয়ে যায়নি খুব সুক্ষ ভাবেই আমাদের মাঝে এই বিভেদ সৃষ্টি করে দেয়া হয়েছে। আমরা ভুলে যাই একজন ব্যাক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়।



রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত কোন গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও রাজনীতি বলতে সাধারণত নাগরিক সরকারের রাজনীতিকেই বোঝানো হয়, তবে অন্যান্য অনেক সামাজিক প্রতিষ্ঠান, যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যেখান মানুষের মধ্যে পারস্পারিক সম্পর্ক বিদ্যমান, সেখানে রাজনীতি চর্চা করা হয়। রাজনীতি কতৃত্ব ও ক্ষমতার ভিত্তিতে গঠিত সামাজিক সম্পর্ক নিয়ে গঠিত। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে শিক্ষার এমন একটি শাখা যা রাজনৈতিক আচরণ শেখায় এবং ক্ষমতা গ্রহণ ও ব্যবহারের উপায় সম্পর্কে আলোচনা করে।



কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে যারা রাজনৈতিক নেতা রয়েছেন কিংবা রাজনীতি করছেন বাস্তবে অথবা ভার্চুয়ালি তাদের অধিকাংশেরই রাজনীতি করার কোন যোগ্যতাই নেই। একদল রয়েছেন যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করেন অর্থাৎ বাকিরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি সেই হিসাবে। আর একদল রয়েছেন যারা নিজেদের জাতীয়তাবাদী বলে দাবি করেন অর্থাৎ বাকি যারা রয়েছেন তাদের ভেতর আর যাই হোক জাতীয়তা নেই। স্বাধীনতার বেয়াল্লিশ বছর পরেও যে দেশের রাজনীতিতে এমন বিভাজন থাকে তাদের দিয়ে আর যাই হোক দেশের উন্নতি সম্ভব নয় কিংবা সেটা প্রত্যাশা করা নিছক ছেলেমানুষী ব্যতীত আর কিছুই নয়। সেই সাথে যুক্ত রয়েছে ধর্মীয় দল যারা ধর্ম মেনে দেশ চালাতে প্রস্তুত। অবশ্যই ধর্মীয় অনুশাসন আমাদের মেনে চলতে হবে কিন্তু শুধু যদি সেটা মূর্তি ভাঙ্গা, মসজিদ-মন্দির অথবা আস্তিক-নাস্তিক দন্দ নিয়ে আন্দোলন অথবা নারীর পর্দার মাঝেই সীমাবদ্ধ থাকে তবে দেশ যে রসাতলে হারিয়ে যাবে সেটা নিশ্চিত। ধর্ম ব্যবসা অথবা চেতনা ব্যবসাই যখন রাজনীতির মূলমন্ত্র তখন দেশের উন্নয়ন যে শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে সেটা নিশ্চিত করেই বলা যায়।



পরিতাপের বিষয় এই যে আমরা আজও একাত্তুরে শহীদদের সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করি, দ্বিমত পোষণ করি আমাদের জাতীয় নেতাদের অবদান নিয়ে। ইতিহাস বিকৃত হতে হতে এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে মাঝে মাঝে সন্দেহ হয় আসলেই দেশে একাত্তুরে মুক্তিযুদ্ধ হয়েছিলো নাকি শুধু একটু গণ্ডগোল হয়েছিলো। মাত্র নয় মাস তাই হয়ত স্বাধীনতা শব্দটি আমাদের কাছে খুব সস্তা হয়ে গেছে। যদি প্যালেস্টাইনের মত যুগের পর যুগ নির্যাতিত হতে হত হয়ত আমরা তাহলে ইতিহাস বিকৃত করার উন্মাদনায় মেতে থাকার মত হীন মানসিকতা থেকে বের হয়ে আসতে পারতাম।



আমরা স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর বুকে অযথাই গর্ব করি। আমাদের ইতিহাসের কোন ঠিক ঠিকানা নেই। আমরা আজও পরে আছি ইতিহাস নিয়ে। দেশের জাতীয় ইস্যুগুলো নিয়ে কোন মঞ্চ গড়ে ওঠেনা, হয়না কোন আন্দোলন কিংবা হরতাল। আমাকে শুধু হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নতুবা আমি রাজাকার অথবা আমাকে হতে হবে জাতিয়তাবাদী নতুবা আমি ভিনদেশী। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই বিষয়টি আমার সল্পজ্ঞানে বুঝতে কষ্ট হয়। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে সেই কবে আর এই দেশ এখন স্বাধীন। দেশে যদি এখনও যুদ্ধ চলত তবে মেনে নেয়া যেত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আমাকে যুদ্ধ করতে হবে। তবে মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারন করতে হবে আর যেসব রাজাকার এখনও এই বাংলাদেশের মাটিতে জীবিত রয়েছে তাদের সকলের বিচার করতে হবে। এবার বলি জাতিয়তাবাদী হতে হবে এই কথাটিও আমার সল্পজ্ঞানে বোধগম্য হয়না। যার ভেতর জাতীয়তা নেই সেতো এই দেশের একজন নাগরিকই হতে পারেনা। বাংলাদেশের নাগরিক হতে হলে এবং দেশ প্রেমিক হতে হলে অবশ্যই জাতীয়তা থাকতেই হবে। নাকি যারা মুক্তিযুদ্ধ নিয়েই কেবল পরে থাকতে পছন্দ করে তারা কেউ জাতীয়তা বোধ জীবনে লালন করেন না। আর যদি নাকরে থাকেন তবে কিসের এতো মুক্তিযুদ্ধের চেতনা, যার ভেতর জাতীয়তা নেই সেতো দেশ প্রেমিক কিংবা দেশের নাগরিকই হতে পারেনা।



পৃথিবীতে হিটলার নামটি ঘৃণার সাথেই নেয়া হয়। কিন্তু এই হিটলার ক্রিকেট খেলা নিয়ে একবার তাচ্ছিল্য প্রকাশ করেছিলো সেই কারনে আজও জার্মানিতে ক্রিকেট খেলা তাদের আর হয়ে উঠল না কিন্তু ফুটবল বিশ্বে তারা নিজেদের পরাশক্তি হিসেবেই প্রতিষ্ঠিত করতে পেরেছে। জাপানে আগ্নেয়াস্ত্রের উপর নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু তারা প্রযুক্তি দিয়ে নিজেদের ধনী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। যে জাপান সবচেয়ে বেশি ভূমিকম্পের দেশ তারা নিয়েছে ভূমিকম্প রোধের সর্বাত্মক আধুনিক ব্যবস্থা তাই বলে কি তারা অস্ত্র বানাতে নাপারার বেদনায় আজও বেদনাসিক্ত হয়ে রয়েছে ! তাকিয়ে দেখা যাক মালয়েশিয়ার দিকে কোথা হতে কোথায় তারা পৌঁছে গেছে কিংবা যুদ্ধ বিদ্ধস্ত একটি দেশ চীন শুধু মাত্র অগাধ দেশপ্রেম ও পরিশ্রম তাদের আজ পৃথিবীর মানচিত্রে একটি পরাশক্তিতে রূপান্তরিত করেছে। যতদূর জানি জাপানে তাদের নিজ ভাষা ছাড়া অন্য কোন ভাষার প্রাধান্য নেই। অথচ তাদের ভাষার জন্য যুদ্ধ করতে হয়নি। আর আমরা বাংলাদেশিরা ভাষার জন্য প্রান দিয়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যেখানে গৌরব অর্জন করেছি সেই আমরাই ইংরেজি আর হিন্দির মিশ্রণে এক অদ্ভুত ভাষায় কথা বলতেই নিজেদের স্মার্ট মনে করি।



পথ চলতে গেলে দেখতে পাওয়া যায় ভ্রাম্যমান দরিদ্রদের সংসার, মধ্যবিত্তদের নাভিশ্বাস জীবন যাপন কোথায় এসব নিয়ে কখনও কোন জাগরণ মঞ্চ কিংবা হরতাল হতে দেখা যায় না। এসব নিয়ে তর্ক বিতর্ক হতেও দেখা যায় না। অথচ আমরা যে যার দলের প্রশংসা আর অন্যদলের প্রতি কাঁদা ছিটিয়েই আমাদের রাজনৈতিক চেতনার স্বাক্ষর রাখতেই পছন্দ করি আর নিজেদের বড় নেতা গোছের কিছু হতে পারার আনন্দে দু একটি জ্বালাময়ী শ্লোগান দিয়েই তৃপ্ত হই।



রাজনীতি করাই মানে যে শুধু কোন দলের হয়ে কাজ করা সেটা কিন্তু নয়। যার যার অবস্থান থেকে দেশের জন্য মঙ্গল জনক কাজ করে যাওয়াই রাজনীতি এবং পাশাপাশি যাকে জনপ্রতিনিধী হিসেবে নির্বাচিত করা হয় তার কাছে রাজ্যের সঠিক নীতি তুলে ধরা এবং তাদের নীতিতে ভুল থাকলে সেটাও তুলে ধরার নামই রাজনীতি। যেহেতু আমার ভোটে একজন রাজনীতিবীদ দেশ পরিচালনা করার প্রতিনিধী হিসেবে নিযুক্ত হন তাই না ভোট বলে আমি নিজের কর্তব্যকে এড়িয়ে যেতে পারিনা। আমাকে যে রাজনিতীবীদ তাদের মিশন এবং ভিসনে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারন করে জাতিয়তাবাদী হিসেবে প্রমান করতে পারবে আমি তাকেই ভোট দেব। আমি সেই রাজনীতির পক্ষে।



গতকাল রাতে স্বপ্নে দেখি, শান্তি ফিরে এসেছে যদিও শান্তির মা মারা যাবার পর থেকেই শান্তি প্রায় একরকম নিখোঁজ হয়েই দিন যাপন করে আসছিলো। শান্তি ফিরে এসেই তার নতুন জীবনের উন্নতি ও সমৃদ্ধি বৃদ্ধির লক্ষে আপন কাজে মনোনিবেশ করেছে। তারপর স্বপ্ন ভেঙ্গে গেলো। স্বপ্ন যেন সত্যি হয়, শান্তি যেন সত্যি ফিরে আসে এই কামনা করি। কিন্তু শুনেছি শান্তি ফিরে আসার সোনার চাবিখানা গলায় বেঁধে রেখেছে দৈত্য। এখন সেই দৈত্যর গলা হতে সোনার চাবি ছিনিয়ে নেয়ার যুদ্ধ শুরু হওয়া উচিত।



















মন্তব্য ৭২ টি রেটিং +২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৭

গরম কফি বলেছেন:
এই যুদ্ধে কে যাবে ! চারি দিকে উগ্রপন্থি এদের কে নম্র ভাবে নম্রতা শেখানোর জো নেই ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে নতুবা আরও বেয়ল্লিশ বছর কেটে যাবে আশায় আশায় আর দেখা যাবে সেই দিন হয়ত এভাবে ভাবার মতোও একজন লোকও খুঁজে পাওয়া যাবেনা।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: উদ্ভুত উটের পিঠে চলছে বাংলাদেশীরা :|

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই এখনতো মনে হয় উটে চড়িয়া আমরা হাটিয়া চলিতে শুরু করিয়াছি।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩১

দি সুফি বলেছেন: ++++++
যোগ্য ব্যক্তি নয়, মার্কা দেখে ভোট দিন! মার্কার পিছনে চোর-ডাকাত যেই থাকুক না কেন! এটাই এখন আমাদের শিখানো হচ্ছে!
আমরা বড় বড় বুলি আওরাতে পারি, আর কাজের বেলায় নিজের পকেট ভর্তি করা ছাড়া আর তেমন কিছুই করতে পারি না।
এ থেকে পরিত্রানও খুব শীঘ্রই আসবে না। আমার একটা আশা ছিল, এই পুরাতন বিদায় নিয়ে যখন নতুন প্রজন্ম আসবে, তখন দুর্নীতি-অনাচার কমবে। কিন্তু আসে-পাশে তাকিয়ে দেখতে পাচ্ছি তরুনরাও পিছিয়ে নেই। যে যার মত পারছে দুর্নীতিতে লিপ্ত হচ্ছে, নিজের আখের গুছিয়ে নিচ্ছে!
হতভাগা দেশটাকে দেখার কেউ নেই!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আর তাইতো নির্বাচন এলেই শ্লোগানে শ্লোগানে মুখরিত হতে দেখা যায় মার্কাটা কি ? উমুক তমুক

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৯

বটবৃক্ষ~ বলেছেন: ১ম লাইন আর ১ম প্যারা পইরা হাসতেই আছি ভাইয়া! হাহাহাহা!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
তুই বল মিথ্যা কিছু বলেছি ?

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯

সুমন কর বলেছেন: ধারুন চিন্তা শক্তি আপনার। অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন। ভালো লাগল এবং মজাও পেয়েছি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম ভাই শুধু চিন্তা শক্তিই দারুন কিন্তু কাজের বেলায় সেই একই পথে হেটে চলা।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩১

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট অসৎ অশিক্ষিত রাজনীতিবিদরাই এদেশে ঐটা করেন। লেখা ভাল লাগল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

রাজনীতির ভেতরে এদের পলিটিক্স না করলেই যেন নয়।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন । লাভ কি! ওদের সার্কিটে ঢুকবে না ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

মামুন ভাই আগে নিজের সার্কিট ক্লিয়ার করার চেষ্টা করছি ওদের কথা না হয় বাদই দিলাম।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২১

এহসান সাবির বলেছেন: হুম....!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

শুধুই কি হতাশা ?

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

গোর্কি বলেছেন:
-পোস্ট পড়ে মধ্যযুগীয় সপ্তদশ শতাব্দীর খাঁটি বাঙালি কবি আব্দুল হাকিমের লেখা একটি কবিতার স্তবক মনে হয়ে গেল,

যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে-সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়।।


-যে জাতি তার অতীতকে ভুলে যায় সেই জাতির কোন ভবিষ্যৎ নেই, বর্তমানও হয় অস্থিতিশীল, বিশৃঙ্খল, সেই সামনে যাওয়া দূরে থাকুক, সামনের দিকে তাকাতেও পারে না। শুধু এক বৃত্তে ঘুরপাক খেতে থাকে। যে জাতি অতীত থেকে শিক্ষাগ্রহণ করে না, সেই জাতি সামনে এগোবে কেমন করে?

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:
হুম কবি উপযুক্ত কবিতাই লিখে গেছেন। তবে এই দেশে দেখা যায় যে শুধু অতীত ভুলে যাওয়াই নয় বরং সেই সাথে অতীতকে বিকৃত করার এক অপচেষ্টা চলছে। দেখা যায় একজন লিখেছেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস , অন্য আরেকজন লিখেছেন স্বাধীনতার সঠিক ইতিহাস কিন্তু দুটি বইতে দেখা যাবে বিস্তর পার্থক্য। তাহলে অতীত নিয়েই বা আর কি হবে?

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

জুন বলেছেন: ব্লগার গোর্কির সাথে একমত কান্ডারী ।
এ দেশে একটা সুনামী দরকার এই নৈতিকতাবিহীন রাজনীতির নামে খল চরিত্রগুলোকে ভাসিয়ে নেবার জন্য।
+

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

সহমত।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

সায়েম মুন বলেছেন: রাজনৈতিক নেতাদের নৈতিক স্খলন এবং বেশীর ভাগ মানুষের মানসিকার ওলটপালট না হলে শান্তির মা আর এই দেশে আসবে না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

নীচের মন্তব্যে স্বপ্নবাজ অভি বলেছেন সব বাইনারী অবস্থায় আছে।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: সব বাইনারি অবস্থায় আছে !

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ওরা সৌরজগতের মরা তারা

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমরা শুধু বড় বড় কথা বলতে পারি। কাজে ঢুঁঢু।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
এই যেমন আমিও কিছুটা দ্বায় সারা পোস্ট দিলাম ঠিক এমনই।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: দেশ ও ব্যাক্তির মনে শান্তি ফিরে আসুক ।
অন্যায় অবিচার কমুক, যা বোঝা দরকার সেটা যেন সঠিক পথে বুঝতে পারি ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

সঠিকপথের সন্ধানে আছি

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

খাটাস বলেছেন: অসাধারণ পোস্ট। প্লাস।
আমরা শুধু বুদ্ধি খাটাই নিজ নিজ পছন্দের দলের প্রতি আস্থা ভাজন হতে।
এই ব্যাপার টা থেকে আমাদের বেরিয়ে আশা উচিত।


মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন । লাভ কি! ওদের সার্কিটে ঢুকবে না ।
শ্রদ্ধেয় মামুন ভাই লাভ লসের হিসেবে চেতনা ছড়ায় না। ওদের জায়গায় এক দিন নতুন রা যাবে, সেই নতুন দের সার্কিটে ঢোকানোর দায় টা আমাদের, তবে তার আগে যা করতে হবে, কাণ্ডারি ভাই বলে ই দিয়েছেন।

লেখক বলেছেন:

মামুন ভাই আগে নিজের সার্কিট ক্লিয়ার করার চেষ্টা করছি ওদের কথা না হয় বাদই দিলাম।


২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

খাটাস ভাই যদি নিজেরা নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারি তবে সমষ্টিগত ভাবে একটা পরিবর্তন অবশ্যই আসবে।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমরা এমন একটি জাতি, যাদের বেশিরভাগই টাকা-পয়সা দেখলে আর কোনো দিকে মনোযোগ ধরে রাখতে পারে না। আমাদের লোভ না কমলে স্বপ্ন পূরণের কোনো সম্ভাবনা নাই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

লোভে পাপ, পাপে মৃত্যু।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: দরকার একটা ভুমিকম্প যেন শুধু ডুপ্লেক্স বাড়ি গুলো পড়ে যায়,আর বহুতল ঠায় দাড়িয়ে থাকুক,যেখানে অনন্য সাধারণের বাস।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আর সেই সাথে থাকুক বেঁচে একচালা টিনের ঘর।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটার বেশ কিছু পয়েন্টের সাথে সহমত

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
সবজায়গায় এত রাজনীতি দেখতে দেখতে আর ভালো লাগেনা তাই কথাগুলো ক্ষোভ আকারে প্রকাশ করা।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

নেক্সাস বলেছেন: খুব যুগপুযোগী লেখা। ভাল লেগেছে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ নেক্সাস ভাই।

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন ভাবে বললেন।
এই দ্বিধাবিভক্ত জাতিকে জাগাবে কে, কোন উপায়ে?
ঈশ্বর ভালো জানেন।।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

ঈশ্বর আমাদের ক্ষমা করবেন কিনা জানা নেই।

২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

অদৃশ্য বলেছেন:





কান্ডারী ভাই

এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে লিখলেন যে এসব বিষয় আলোচনায় আসলেই যুদ্ধাংদেহি মনোভাব চলে আসে... কথার খই ফুটতে চায়...

না সেসব পজিটিভ কিছু না, নেগেটিভ... নেগেটিভ_____ তাই চুপ করেই থাকলাম...

শুভকামনা...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

দেশে আবার নতুন আইসিটি আইন হয়েছে কি বলতে কি বলে ফেলি তার চেয়ে চুপ থাকাই শ্রেয়।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৯

প্রত্যাবর্তন@ বলেছেন: অদ্ভূত জাতিতে পরিণত হয়ে গেছি আমরা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:
হয়ত একদিন আর এসব নিয়ে এভাবে ভাবাও হবেনা।

২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

শূন্য পথিক বলেছেন: লেখাটা দারুন হয়েছে দাদা। ভিন্ন ভাবে চিন্তার খোরাক পেলাম।
আর আমরা সবাই শুধু এক ব্যাপারে একমত - অনন্ত জলিলকে পচানির ব্যাপারে!

হালকা টপিকঃ অনেক আগে কোথায় জানি পড়েছিলাম-
কী সুন্দর শরতের এই রাতি,
আকাশে উড়ে বেড়ায় এক ঝাঁক হাতি!

শুভকামনা।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

দারুণ বলেছেন অনন্ত জলিল কে পচাতে পারলে যে আমরা নিজেদের স্মার্ট হিসেবে প্রমান করতে পারি।

কী সুন্দর মাঠের এই তরু,
আকাশে উড়ে যায় একপাল গরু!
শুভকামনা নিরন্তর।

২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

নিরপেক্ষ মানুষ বলেছেন: ভাল লিখেছেন।যতদিন পর্যন্ত আমাদের মানসিকতায় পরিবর্তন আসবে না ততদিন পর্যন্ত এই দেশের কোন উন্নতি হবে না

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

সহমত।

২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৬

শান্তির দেবদূত বলেছেন:
কঠিন সত্যগুলো অনেক গুছিয়ে লিখেছেন। মহৎ চিন্তা। নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে কাজ করে যাওয়াই দেশপ্রেম, এতেই দেশের সেবা করা হয়। এর জন্য কোন দল করতে হয় না।

আমি প্রায় ৭/৮ বছর ধরে দলমুক্ত মানুষ। :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনাকে স্যালুট ভাই। শুভ কামনা জানবেন।

২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
সত্য কিছু পয়েন্ট গুছিয়ে তুলে ধরেছেন।

+++++ভাল লাগা রেখে গেলাম ভ্রাতা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ বুঝতে পারার জন্য।

২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

খাটাস বলেছেন: কাণ্ডারি ভাই, আপনার এই পোস্ট টির লিঙ্ক আমার একটি পোস্ট এ এড করতে চাই। অনুমতি দিলে করব।
আপনার কোন মেইল জানা নেই, বা কন্টাক্ট করার কোন উপায় না থাকায় পোস্টে এসেই জানালাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

অনুমতি চাইবার কিছু নেই ভাই। আপনার পছন্দ হলে এড করবেন তাতে আমার কোন আপত্তি থাকার প্রশ্নই আসেনা।

[email protected]

এটা আমার মেইল আইডি।

২৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

মাহমুদ০০৭ বলেছেন: বুকে বাড়ি দেয়া কথামালা , আমাদের অনেক অপূর্ণতা আছে এটা সত্যি , এর
মধ্যেও পজিটিভ দিক কম নেই ।
একদিন আশা রাখি আমরা নিশ্চয়ই সব কাটিয়ে উঠতে পারব ।
সঠিক ও পরিপূর্ণ শিক্ষাই এ থাকে উত্তরণের প্রধান উপায় ।

ভাল থাকুন কান্ডারি ভাই :)
শুভকামনা রইল অনেক ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

দুচোখে তবু স্বপ্ন আমার একদিন আমাদের সন্তানেরা পাবে একটি সুন্দর বাংলাদেশ যেখানে থাকবেনা কোন হত্যা আর নৈরাজ্য।

২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০০

চলতি নিয়ম বলেছেন: পোস্টে +

আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা সবাই সব বিষয়ে বিশেষজ্ঞ। যার যেটা কাজ না সেটা করতে যাই আসল টা বাদ দিয়ে। যেমন ডাক্তার ডাক্তারি বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে জ্ঞান দেয় আবার কোনো ব্যারিস্টার হয় সাস্থমন্ত্রী অথবা কোন ইঞ্জিনিয়ার হয় আইন মন্ত্রী। আর প্রধান মন্ত্রীদের ব্যাপারে কিছুই বললাম না। অথবা এই যেমন আমার কাজ ব্লগিং না অথচ ব্লগিং (মানে কমেন্ট) করে যাচ্ছি =p~

আমাদের দেশপ্রেম আবার প্রচার না করলে কেউ দেখে না =p~ যেমন আমার চেয়ে বড় দেশপ্রেমিক আর কেউ নেই অথবা আমি চুরি করলেও দেশপ্রেমিক, আমাকে ছাড়া দেশ-উদ্ধার হবে না।


২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার সাথে সহমত এই যেমন আমি এই পোস্ট দিয়েছি এখন দেখার বিষয় আমার ভেতর সত্যিকারের দেশ প্রেম কতটুকু বিদ্যমান। :(

৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

টুম্পা মনি বলেছেন: ভালো লিখেছেন। অনেক চিন্তার বহিঃপ্রকাশ! আপনার ভাবনাক্যা স্বাগত জানাই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আমরা যদি নিজেদের চেতনাকে ঠিক রাখতে পারি অবশ্যই সুদিন আসবে।

৩১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

পিনিকবাজ বলেছেন: অনেক কিছুই তুলে ধরেছেন।
বেশ হয়েছে।

ফিরে আসুক শান্তি

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ফিরে আসুক শান্তি।

৩২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

প‌্যাপিলন বলেছেন: আশায় থাকি :(

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আশায় থাকতে দোষ নেই :(

৩৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


স্বাগতম আপু।

৩৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭

বৃতি বলেছেন: অনেকগুলো সুন্দর চিন্তার বহিঃপ্রকাশ । অনেক ভাল লাগা রেখে গেলাম ।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয় বৃতি। শুভ সকাল।

৩৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

স্বপ্নসমুদ্র বলেছেন: শান্তি জীবনেও ফিরিবে না আমাদের দেশে। রাজনীতি ভালো লাগে না। তবু মন দিয়ে পড়লাম। হিটলারের কথার কারনেই জার্মানি ক্রিকেট খেলে না নাকি অন্য কোন কারন আছে?

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ মন দিয়ে পড়ার জন্য আর জার্মানি এই একটি কারনেই ক্রিকেট খেলেনা এই তথ্য সঠিক।

৩৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০

গেন্দু মিয়া বলেছেন: ও মা! একি?

আমি তো ভাবলাম জম্পেস একখানা সায়েন্স ফিকশন পড়বো। ভেতরে দেখি গুরুগম্ভীর আলোচনা!

:-B

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ প্রিয় গেন্দু মিয়া ভাই। নিরাশ করার জন্য দুঃখিত ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.