![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
স্বংবিধীবদ্ধ সতর্কীকরণঃ
এটি একটি অতীব উচ্চ মাত্রার তৈল মর্দন মূলক পোস্ট। অতএব সন্মানিত মডারেটর ও নির্বাচক মন্ডলীদের প্রতি সবিনয় নিবেদন এই যে, আমার এই পোস্টটি নির্বাচিত পাতায় স্থান দিয়ে আমাকে লজ্জা দিবেন না।
খুধার রাজ্যে পৃথিবী গদ্য ময় চাঁদ যেন ঝলসান রুটি আবার চাঁদের হাসি বাঁধ ভাঙে প্রেয়সির রূপের মতো। ঠিক তেমনই চাঁদের মতই আমাদের সকলের প্রিয় সামহোয়্যার ইন ব্লগ সংক্ষেপে আদরের সামু।
আচ্ছা বলুন দেখি,
আমি নইলে মস্তবড় লেখক হবার জন্য নিজের পকেটের অর্থ নষ্ট করে সামুকে ফ্রী পেয়ে এখানে পোস্ট দিয়ে হিট কামাই করি কিন্তু আমাদের সকলের শ্রদ্ধেয় জানা আপু নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত সামু চালিয়ে কি এমন দেশটা উদ্ধার করছেন ? এখানে বলে রাখি সামু চালায় বলে জানা আপুকে গালি দিলেও দিতে পারেন কিন্তু আমাকে গালি দিলে আমার পক্ষে সেটা মেনে নেয়া সম্ভব হবেনা কারন আমি জানা আপার মত ভদ্র মানুষ না।
হায় ! ব্রো, সামু আর আগের মত নেই, দেখুন না সামু আমাকে শুধু শুধু ব্যান করেছে। কেন সামান্য গালিগালাজ করেছি বলে ? হায় ! এরই নাম বুঝি বাক স্বাধীনতা ? এরচেয়ে নিজেই একটি ব্লগ খুলেছি, সেখানে রাজত্ব করবো। চলুন আমার সাথে আমি আপনাদের সব রকম ফ্যাসিলিটি দেবো।
নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই। পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে...
সত্যি বলতে কি, ব্লগের এরুপ অবস্থা এবারই প্রথম দেখলাম। তবে কিছু বলার নাই। ভেবেছিলাম ব্লগ আবার দারুন হয়ে গেছে। কিন্তু পাঁচ বছর আগে যে কারনে তিক্ততা এসেছিলো, তার চেয়ে খারাপ এখন। কখনোই এমন দেখি নাই। গালাগাল, স্ক্রিন শট নিয়ে হামলা, ব্যক্তি বিদ্বেষ দেখেছি। কিন্তু এমন? কিসব ছাইপাশ লিখছে তা দেখার সময় কারও থাকে না। সামু নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করছে শাহবাগের সাথে ওতোপ্রতো ভাবে জড়িয়ে। শাহবাগ নিজেরা ডুবেছে সাথে সামুকে নিয়ে ডুবতে বসেছে। কোনো ইতিবাচক দিক নাই। "এক্সট্রমলি ফ্রেন্ডস এ্যান্ড ফ্যামিলি" সম্পর্ক। আর তেলবাজি। শত শত পোস্টে কোনো পাঠক খুঁজে পাওয়া যায়না। বেশ কিছু প্রতিভাবান লেখক ছিলেন। ওদের এক একটা লেখা ছিলো মাস্টারপিস।
আমার প্রশ্ন হল, যেখানে 'নির্বাচিত পোস্ট' নামক অপশানের মাধ্যমে মেধাবী ও মানসম্পন্ন লেখকদের প্রমোশন পাবার কথা, সেখানে তাঁরা তা পাচ্ছেন না কেন? তাহলে কি এর দ্বায়ভার মডারেটরদের উপর বর্তাবে?
নির্বাচিত পাতা যদি রাখতেই চান তাহলে নির্বাচক নির্ধারন করার আগে ছোট একটা ওয়ার্কশপ আয়োজন করে তাদের কি করা যাবে আর কি করা যাবে না সেই সম্পর্ক একটা ছোট ট্রেনিং দিন আগে। এই নির্বাচিত পাতা এবং নির্বাচিত পাতায় পোস্ট রোলিং এর ধারাটা খুবই বিরক্তিকর এবং হতাশাজনক হয়ে উঠছে দিনে দিনে। সকল নির্বাচক আপ টু দ্যা মার্কের নন; সরি টু সে ।
আসুন এবার দেখে নেয়া যাক এখানে
ব্লগার ফিউশন ফাইভ - একটি বা দুটি রামছাগল এই মুহূর্তে 'নির্বাচিত পোস্ট' সিলেক্ট কর্তেছে
২৩৬ নং মন্তব্যে শ্রদ্ধেয় জানা আপু স্বয়ং কি বলেছেনঃ
ধন্যবাদ ফিউশন ফাইভ, ধন্যবাদ অংশগ্রহণকারী সকল ব্লগার।
সবার বোঝার সুবিধার্থে এখানেই কিছু কথা বলা দরকার মনে হচ্ছে।
সর্বোচ্চ সংখ্যক ব্লগারের চাওয়াকে প্রাধাণ্য দিয়েই এই প্ল্যাটফর্মটির সাম্প্রতিক নানান পরিবর্তন/পরিবর্ধনে আমরা 'নির্বাচিত ব্লগ' পাতাটি যোগ করেছি। কথা হলো, কে বা কারা এই পোস্টগুলো নির্বাচন করবেন, কোন মানদন্ডে করবেন, কতখানি নিরপেক্ষতা রক্ষা হবে, কেন বা কোন কারনে পোস্ট নির্বাচকদের উপর আস্থা রাখা হবে ইত্যাদি হাজারো যৌক্তিক প্রশ্ন আমরা নিজেরাই ভাবেছি। পাশাপাশি ব্লগাররাও তাঁদের দীর্ঘদিনের ব্লগ বিষয়ক অভিজ্ঞতা, সৃজনশীলতা, বিবেচনা বোধ এবং সর্বোপরী দায়িত্বশীলতা নিয়ে এই বিষয়টিতে স্বেচ্ছায় সহযোগিতার কথা ইমেইল সহ ব্লগেই জানিয়েছেন বহুবার। ব্লগারদের এই স্বতঃস্ফূর্ত আগ্রহটি আমাদের ভাল লেগেছে এবং কার্যকরী হবে বলে মনে হয়েছে। পাশাপাশি মডারেশন টিমের প্রতি প্রচলিত(!!!) অনাস্থা পোষনের সুযোগ থাকবেনা এবং ব্লগটির গতিময় পরিচালনার একটি বিশেষ দিকে ব্লগারদের সরাসরি অংশ গ্রহণও আনন্দদায়ক হবে বলে মনে করেছি।
এই 'ব্লগ নির্বাচক' নির্বাচনের বিষয়টি আমরা অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সাথে করার চেষ্টা করেছি যাতে কোনরকম ভুল বোঝাবুঝি বা সন্দেহের সুযোগ না থাকে। এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যে বিষয়গুলি মোটামুটিভাবে বিবেচনা করেছি তা হলোঃ
ক) ব্লগে নিয়মিত অংশগ্রহণকারী (অর্থাৎ ব্লগের গতি প্রকৃতি এবং নিয়ম.নীতির সংগে পরিচিত এবং অভ্যস্ত ব্লগার)
খ) অপপ্রচার, ব্যক্তিআক্রমণ এবং বিভ্রান্ত সৃস্টি, অসততা (সব অর্থেই) ইত্যাদি বিষয়গুলোর সাথে যে ব্লগারের সম্পৃক্ততা নেই।
গ) স্বদেশ, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং যেকোন ধর্ম-বর্ণ গোত্র নিয়ে বিরোধ বা বিরুদ্ধাচরণ এবং অস্থিরতার সাথে যুক্ত নন/ছিলেননা।
এরপর আমরা সেই ব্লগারদের ইমেইল করি এবং প্রতিউত্তরে তাঁদের সম্মতি, আগ্রহ ও দায়িত্বশীলতার প্রতিশ্রুতি পাওয়ার পর পোস্ট নির্বাচনের সুযোগ দেয়া হয়েছে।
এখানে একটি কথা বলা খুব দরকার। সেটা হলো পোস্ট নির্বাচনে যারা অংশ নিচ্ছেন, তাঁদের কেউ কেউ ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে প্রাধাণ্য দেয়ায় আমরা তাঁদের সেই একসেস বন্ধ করে দিয়েছি এবং পোস্ট নির্বাচন পদ্ধতিটি আরেকটু ভিন্ন করার লক্ষ্যে কাজ করছি যাতে চাইলেই কেউ ব্যক্তিগত/ব্যক্তি স্বার্থ ইত্যাদি বিষয়গুলো চর্চা না করতে পারেন।
ইতিমধ্যে অনেকগুলো উদাহরণই এসেছে। তবে আমি একটি উদাহরণ এবং তার ব্যাখ্যা দিতে চাইছি।
আগস্টের মাঝামাঝি সময়ে একটি ছুটির দিন দুপুরে বিগত সরকারের দু'জনকে নিয়ে একটি অত্যন্ত নিম্নরুচীর পোস্ট দেখতে পাই এবং আরও লজ্জাষ্কর ব্যপার যে সেটি ছিল নির্বাচিত পোস্টে। অত্যন্ত দুঃখজনক যে যিনি এটি নির্বাচন করেছেন নিশ্চয়ই তিনি ভিন্ন মতাবলম্বী এবং পোস্টটিতে তাঁর একরকম অন্যায় সমর্থন থাকায় তা তিনি নির্বাচিত পাতায় তুলে দিয়েছেন। আমরা তাঁকে এই কাজটি থেকে সরিয়ে দিয়েছি। দায়িত্ব প্রাপ্ত ব্লগারদের বলছি, আপনার একান্ত ব্যক্তিগত ভাললাগায় প্রভাবিত না হয়ে সুস্থ ও সুষ্ঠু ব্লগিংকে সবার নজরে রাখতে সঠিক পোস্টটিতে 'ভাল লাগা' জানান।
পুরো বিষয়টি যেন সুযোগ অপব্যবহারের শিকারে পরিনত না হয় সে চেষ্টাই করছি আমরা। আমাদের সমালোচনার পাশাপাশি সহযোগিতাটুকুও করুন। সামহোয়্যার ইন ব্লগ আপনার, আমার, আমাদের সবার।
ভাল থাকুন সবাই।
এবং এর প্রতি উত্তরে ব্লগার ফিউশন ফাইভ কি বলেছেন সেটাও একবার পড়ে দেখা যাকঃ
ব্লগ নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা যারা সাধারণ ব্লগার, তাদের ধারণা ছিল না এতোদিন। আপনার এই মন্তব্য থেকে পুরো বিষয়টি স্পষ্ট হল। ইতিমধ্যে যারা দায়িত্বে অবহেলা কিংবা পক্ষপাত দেখিয়েছেন, তাদের কারো কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার খবরেও আমরা আশ্বস্ত হলাম। আমরা মনে করি, পোস্ট নির্বাচনে প্রশ্নাতীত নিরপেক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। পোস্ট বিচারের প্রশ্নে কে বন্ধু-কে শত্রু-কে ভাসুর-কে অসূর সেটা দেখার সুযোগ নেই। পোস্ট নির্বাচন পদ্ধতি নিয়ে একটি গাইডলাইন প্রস্তাব করছি আপনার কাছে। সেটি নিম্নরূপঃ
১. লেখাটি মৌলিক কিনা? মৌলিক মানে আবার গল্প-কবিতা-উপন্যাসের ছড়াছড়ি নয়।
২. লেখাটা কপি-পেস্ট কিনা? সূত্র হিসেবে কোনো সংবাদ বা বিশ্লেষণের কথা অবশ্যই আসতে পারে, তবে সেখানে নিজস্ব মতামত বা বক্তব্য থাকা জরুরি।
৩. লেখার ব্ক্তব্য মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কিনা? লেখায় উপাদান যা-ই থাকুক না কেন, সেটি যতো ভালোভাবেই লিখিত হোক না কেন, তাতে স্বাধীনতাবিরোধীদের স্বার্থ রক্ষা করা হচ্ছে কিনা? রাজাকারিতা প্রকাশ পাচ্ছে কিনা?
৪. লেখক স্বাধীনতাবিরোধী অপশক্তির সহযোগী হিসেবে ইতিপূর্বে চিহ্নিত ও সমালোচিত কিনা?
৫. প্রপাগান্ডামূলক ধর্মীয় পোস্ট কিংবা আক্রমণাত্মক ধর্মবিরোধী পোস্ট - কোনোটিই নির্বাচিত পোস্টে আসা উচিত নয়। তবে যুক্তিপূর্ণ সমালোচনা গ্রহণযোগ্য।
৬. ছবিব্লগ হলে সেটি নিজের তোলা কিনা।
৭. অনেকে ফেসবুক স্ট্যাটাসের মতো করে দু চার লাইন লিখেই পোস্ট দিয়ে ফেলেন, ব্লগ পোস্টের সঙ্গে ফেসবুক স্ট্যাটাসের পার্থক্য আছে। ফলে অপরিণত কোনো লেখা, বিষয়বস্তু তার যতো ভালোই হোক, নির্বাচিত পোস্টে আসা উচিত নয়। তবে যদি ব্রেকিং কোনো নিউজ হয়, তাহলে একলাইনের পোস্টও গুরুত্ব বিবেচনায় নির্বাচিত পোস্টে আসতে পারে। যেমন ভূমিকম্প, ঘটনা-দুর্ঘটনা।
৮. গল্প ও কবিতা নির্বাচন সবসময়ই দুরূহ। সামহোয়্যারে এমন কেউ কেউ আছেন, যাদের লেখা যে কোনো গল্প কিংবা কবিতার মান নিয়ে ভরসা রাখা যায়। তবে তুলনামূলক নবীন যারা, তাদের গল্প ও কবিতা নির্বাচনে সংশ্লিষ্ট লেখায় পাঠকের প্রতিক্রিয়া দেখলে মান সম্পর্কে মোটামুটি নিঃসন্দেহ হওয়া যায়। আবার নির্বাচিত পোস্টকে যেন গল্প-কবিতা দিয়ে ভারাক্রান্ত করে ফেলা না হয় - খেয়াল রাখতে হবে সেদিকেও। প্রকৃতপক্ষে ব্লগ সাহিত্যচর্চার জায়গাও নয়।
৯. যে বা যারা নির্বাচিত পোস্টের দায়িত্বে থাকবেন, নবীন-প্রবীণ সব ধরনের ব্লগার সম্পর্কে ধারণা থাকতে হবে তাদের। ব্লগে কার কী রকম আচরণ, লেখালেখির ধরন ও মান কেমন - সে সম্পর্কে যতোটা সম্ভব ধারণা রাখতে হবে।
১০. সবকিছুর ওপরে থাকা চাই বিবেচনাবোধ।
আপনাকে ধন্যবাদ, কর্তৃপক্ষের তরফে আন্তরিক সদিচ্ছা প্রকাশের জন্য।
আসুন এবার দেখি আমাদের সকলের প্রিয় ব্লগার ইখতামিন ভাইয়া সম্প্রতি ব্লগের এহেন করুণ পরিনতি দেখে বিশেষ ভাবে চিন্তিত হয়ে পরে কি সাজেশন দিলেনঃ
সামহোয়্যারইন ব্লগে আমার বর্ষপূর্তির হালখাতা ও ব্লগ কর্তৃপক্ষের কাছে আমার কিছু প্রস্তাবনা
আসুন এবার ব্লগ নিয়ে একান্তই কিছু ভাবনার কথা জেনে নেয়া যেতে পারে এমন কিছু পোস্ট দেখে নেয়া যাকঃ
ব্লগার ফিউশন ফাইভ - ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত
ব্লগার ফিউশন ফাইভ - টার্গেট সামহোয়্যারইন... ব্লগ মুক্তমত প্রকাশের এই জায়গাটুকু বাঁচাতেই হবে
ব্লগার তন্ময় ফেরদৌস - প্রসংগ সামহোয়্যার ইন , ব্লগিং এবং ট্যাগিং
ব্লগার অপূর্ন - ব্লগ বিতর্কঃ ব্লগ শুধুই নাগরিক সাংবাদিকতার স্থান !? ব্লগে সাহিত্যের স্থান ও অবদান কতোটুকু !?
ব্লগার আশিকুর রহমান অমিত - প্রিয় সামু,সময় এসেছে একটু জোরে দৌড়ানোর
ব্লগার তাসনুভা সাখাওয়াত বিথি - প্রিয় সামহোয়্যার ইন ফিরে যাক তার আপন মহিমায়
আচ্ছা নাহয় মেনে নিলাম সামুতে এখন আর আগের মতো ভালো পোস্ট আসেনা। কিন্তু কিছু পুরানো নিক ছাড়া যে কটাই ভালো পোস্ট আসে তার কতটাই আমরা পড়ে দেখি ? আর না পড়লে কেন না পড়েই অপবাদ দেই সামুতে ব্লগিং রত ব্লগারদের ? আসুন তবে এমেচার মেধাহীন কিছু ব্লগারদের পোস্ট দেখি যেগুলো নির্বাচিত পাতায় স্থান পেলেও পাঠকের অভাবে লজ্জা পাচ্ছেঃ
* শামসুর রাহমানের কবিতায় রাজনৈতিক বোধ ও দৃষ্টিভঙ্গি - ব্লগার গোলাম কিবরিয়া পিনু
* বই ও ঋতু ঋতু বৈচিত্র অনুযায়ী সাজানো বইয়ের তালিকা - ব্লগার গোঁফওয়ালা
* কবিতাঃ হ্যানিবল - ব্লগার ইসতিয়াক অয়ন
* ক্ষুধা, মৃত্যু আর বিলাসী ভালোবাসা........ একটু কষ্টকরে পুরোটা পড়ুন - ব্লগার েমাঃ মামুনুর রশীদ (রাজীব)
* নীড়মহলের মাধবীলতা এবং পানকৌড়ির ডানায় কবি কাব্যনাট্য - ব্লগার মিশু মিলন
* আলোকিত অন্ধকারের জনপথ - ব্লগার শাশ্বত স্বপন
* শিরোনামহীন একটি কবিতা এবং ভালোলাগার কিছু কথা - ব্লগার ইমানুয়েল নিমো
* শিশু নির্যাতনঃ শেষ কোথায়? - ব্লগার এসিড খান
* খোলা চিঠি দিলাম তোমার কাছে - ব্লগার দ্বিপ্রহরের রোদ্দুর
* বধূ ও বুলবুলি - ব্লগার মিজান মল্লিক
* নুপি লানঃ মনিপরী ইতিহাসে নারীদের গৌরবময় প্রতিরোধ সংগ্রামের নাম - ব্লগার মিঠুন চাকমা
আর এই যখন অবস্থা তখন গিভ এন্ড টেক কমেন্ট বিজনেসের বাইরে এসে যারা হিট খরায় ভুগছেন এবং ইতিমধ্যে যারা হিট পেয়ে সেলিব্রেটি হয়ে গেছেন তাদের সমন্বয় করে যখন নিতান্তই সকলকে উৎসাহ প্রদানের জন্য কিছু সংকলনের আয়োজন করা হয় তখনই দেখা যায় অনেকের মাঝে এলারজী।
যাই হোক বর্তমানে সামুর এমন দুর্দশা দেখে আর সামুর প্রতি যেহেতু নানা সময় নানা প্রকারের অপবাদ এসেছে তাই এর সব কিছু ভিডিওতে ধারন করে সর্বস্তরে ছড়িয়ে দিয়ে সামুকে বন্ধ করে দেয়ার ব্যাবস্থা গ্রহন করলেই সকল সমস্যার সমাধান হয়ে যায়।
নির্বাচিত পাতায় যে পোস্ট নির্বাচন করছে সে কি আসলে মডু ?
আসুন এবার দেখি বিজ্ঞজনদের কিছু অভিমত সঙ্গত কারনেই কারও নাম প্রকাশ করছিনাঃ
নিজের পোস্ট নির্বাচিত হলো কী হলো না সেটাকে আমি গুরুত্ব দিই খুব কম। আমি গুরুত্ব দিই আমার ‘অনুসারিত’ বন্ধুদেরকে। বর্তমান ভার্সনটা অর্থাৎ ‘নির্বাচিত’, ‘অনুসারিত’ ইত্যাদি সম্বলিত ভার্সনটির বয়স বোধ হয় এক বছর কালের সামান্য বেশি। ‘নির্বাচিত’র শর্তাবলি নিয়ে ব্লগে খুব কড়া সমালোচনা দেখেছি, তাতে নিজের খুব উন্নতি হয় না বলেই মনে করি, অধিকন্তু নিজেরা হয়ে যান বিতর্কিত বা হাস্যকর। ধরুন, আমার একটা পোস্ট নির্বাচিত হলো, কিন্তু পাঠকসংখ্যা হলো খুব নগণ্য, তাতে লাভ কী হলো? এর চেয়ে ‘অনুসারিত’ ব্লগারদের সংখ্যা বাড়ানো, তাঁদের ব্লগে নিয়মিত ভিজিট করা, ইত্যাদি দ্বারা নিজের পরিচিতি বাড়ানো এবং নিজের লেখা শেয়ার করার সুযোগও অনেক বেশি বলে মনে করি।
কোনো বুদ্ধিমান ব্লগারের উচিত নয়, নিজের পোস্ট কেন নির্বাচিত হলো না, তা নিয়ে প্রশ্ন উত্থাপন করা।
সামুর মডারেটর কেনো কোন ব্লগারের সাথে আমার নূন্যতম পরিচয়টুকু নেই। অথচ আমার লেখাতো নির্বাচিত পাতায় আসছে। আমিতো কোন সিন্ডিকেট করিনা। কারোর পা ধরিনা। আর ধরবোই বা কার পা, পা - ই - তো চিনিনা। সামুতে আমি লিখছি বছরখানেক। এরমধ্যে পোস্ট করেছি ৪৪ টা। আমার অনেক ছোট গল্প (পোস্ট) আসেনি নির্বাচিত পাতায়। আবার যেটা এসেছে, সেটা সত্যি নির্বাচিত হওয়ার মত।
সামহোয়ারইন ব্লগে পোস্ট নির্বাচন এখন পর্যন্ত একটা বিতর্কিত বিষয়; এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা-বিতর্ক-অপবিতর্ক হয়েছে।
আপনাকে একটা বিষয় পরিষ্কার করি-
ব্লগে পোস্ট নির্বাচিত হয় ২ ভাবেঃ
১. মডারেটর উপস্থিত থাকলে তিনি পোস্ট নির্বাচন করেন,
২. কোন নির্বাচক উপস্থিত থাকলে সেই নির্বাচক কাজটি করেন
এই ২ নাম্বার পদ্ধতিতে নির্বাচনে কিছু "বিষয়" রয়েছে। নির্বাচক একজন ব্লগার যিনি অনেকদিন যাবৎ ব্লগিং এর সাথে জড়িত, যিনি ইতিমধ্যে তার ব্লগিং, মন্তব্য, পোস্টে আলোচনা, সমালোচনার মাধ্যমে নিজেকে একজন দায়িত্বশীল ব্লগার হিসেবে চিহ্নিত করতে পেরেছেন। ফলে তিনি "একটি সাধারণ প্রক্রিয়ার" মধ্য দিয়ে পোস্ট নির্বাচন করতে পারেন, এই সুবিধা (অথবা দায়িত্ব) ব্লগ কতৃপক্ষ উক্ত ব্লগারকে দিয়েছেন ৩ টি শর্তে (ক) তিনি কাজটি ভলান্টিয়ারলি করবেন, এজন্য তিনি কোন আর্থিক সুবিধা বা অন্যকোন সুবিধা, অন্য কোন এডমিনস্ট্রিটিভ প্রিভিলেজ পাবেন না, (খ) যেকোন সময় কতৃপক্ষ চাইলে তার দ্বারা নির্বাচিত পোস্ট নির্বাচিত পাতা থেকে সরিয়ে দিতে পারেন এবং (গ) চাইলে কতৃপক্ষ যেকোন সময় তার পোস্ট নির্বাচনের যে ক্ষমতাটি দেয়া আছে সেটি তুলে নিতে পারেন, কোন কারণ দর্শানো ছাড়াই।
এখন যদি আপনি (খ) বিষয়টা বোঝেন তাহলে একটি পোস্ট নির্বাচিত পাতায় যাবার পরেও সেখান থেকে সরে যাওয়ার কারণ বোঝা অসম্ভব নয়!
একটি পোস্ট কী ভিত্তিতে নির্বাচিত পাতায় যাবে তার কিছু মানদন্ড অবশ্যই আছে। নির্বাচক সেই মানদন্ডের উপর ভিত্তি করেই পোস্ট নির্বাচন করেন। তবে "ভুল" হতে পারে এবং সেই ভুলের কারণে সংঘটিত ভুলটিকে সঠিক করার প্রক্রিয়াও রয়েছে।
আবার এটাও অসম্ভব নয় মাঝে মাঝে টেকনিক্যাল কিছু কারণে পোস্ট নির্বাচিত পাতা থেকে সরে যেতে পারে।
যাহোক, একটি পোস্টে কত লাইক পরলো, কতবার পঠিত হলো, কতজন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্টটিকে শেয়ার করলো বা কয়টা মন্তব্য পেলো তা পোস্ট নির্বাচনে ভূমিকা রাখেনা।
নির্বাচকরা কি বেতন পায়? জানা আপুর দৃষ্টি আকর্ষণ করছি, যদি বেতন দেয়া হয় তাহলে সিডিওল করে দেয়া যায় কে কখন ব্লগে থাকবে! শুরুর দিকে আমি মনে করতাম মডু মনে হয় কোন সিস্টেম, পরে শুনি না উনি আমাদের মতই ব্লগার, জানা আপু নাকি ওনাদের সেচ্ছাসেবকের মত কাজটা করতে বলেন! আমাকে বেতন দিন, সবার প্রতি সুবিচার করা হবে!
যিনি পোস্ট নির্বাচনের দায়িত্ব পেয়েছেন, তিনি কি কখনো ব্লগ কর্তৃপক্ষের কাছে বেতন প্রত্যাশা করেছেন ? যদি না করে থাকেন তবে কেন ?
আমরা যারা ব্লগে নিজের টাকা খরচ করে, মেধা খরচ করে ব্লগে লেখালিখি করি, কিলোবাইটের অপচয় করি, কেন করি ? এরচেয়ে পত্র পত্রিকায় কিংবা বই ছাপালে কিছু টাকা রোজগার করা যেতো তাই নয় কি ? কিন্তু এতসব বুঝেও কেন আমরা ব্লগে পরে থাকি ?
কারন হিসেবে যা বুঝি যে পত্রিকাগুলো খুব ভালো লেখা না হলে ছাপাবেনা। তারা শুধু মাত্র বড় বড় লেখকদের লেখাই ছাপাবে। আর বই, যদিও ছাপাতে সক্ষম হও সেখানে নিজের পকেটের টাকাই খরচ করতে হবে কিন্তু পাঠক কিংবা ক্রেতা পেতে একজন নতুন লেখক হিসেবে হতাশায় নিমজ্জিত হতে হবে। তারপর দেখা যাবে নিজের বই নিজেই কিনে নিতে হচ্ছে। ব্লগে কিছু লিখে বেশ মন্তব্য পাচ্ছি বা হিট হচ্ছে কিন্তু বাস্তবে যদি একটি বই বের করি সেগুলো ঘুণপোকায় কাটবে। তারচেয়ে ব্লগ আমাকে লেখার মান উন্নয়ন করার জন্য ফ্রী সুযোগ করে দিচ্ছে ধীরে ধীরে পরিচিতি এনে দিচ্ছে। এইযে এতটা সুযোগ আমাকে ফ্রী ফ্রী করে দিচ্ছে তার জন্য কৃতজ্ঞ। আর নিজের লেখা নিজের কাছে সবসময়ই সেরা লাগবে এটাই স্বাভাবিক। আজকে এই ব্লগে লেখার সুযোগ করে দিয়ে নিশ্চয় ব্লগ কর্তৃপক্ষ কোন অপরাধ করে ফেলেনি। আমি যেমন এই ব্লগের কাছে কিছুই না এক কান্ডারী অথর্ব চলে গেলে ব্লগের কিছু যাবে আসবেনা কিন্তু যা হারাবো আমি নিজেই হারাবো। এইযে কষ্ট করে লেখা লিখি এগুলো কাকে তখন পড়াবো। সবাই নিশ্চয় হুমায়ুন আহমেদ হয়ে জন্মায় না। তবে চর্চা করার জন্য যেহেতু ফ্রী সুযোগ পেয়েছি তখন ক্ষতি নেই আর যে আমাকে এই সুযোগ করে দিলো তাকেই বা কেন দোষা ?
এবার বলি, সব ব্লগারদের মাঝ থেকে যদি ব্লগ কর্তৃপক্ষ বিবেচনা করে কাউকে নির্বাচক করেই থাকেন তাহলে সেখানে নিশ্চয় সন্মান টাকেই প্রাধান্য দেয়া উচিত যা সে পেলো। এখানে তখন বেতন এই শব্দটি বেশ হীন মানসিকতার পরিচয় দেয়া ছাড়া আর কিছুই নয় বলে আমি মনে করি। এটা আমার ধারনা। এই জন্যই হয়ত যিনি নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি বেতন আশা করেন না।
যখন আপনি একটি দায়িত্ব গ্রহন করবেন তখন সেখানে টাকা পান কি পান না তার চাইতে বড় বিষয়টা হচ্ছে আপনি দায়িত্বটা গ্রহন করেছেন। সামহোয়্যারইন কোন পাড়ার মোড়ের আড্ডার ক্লাব বা পাড়ার সাহিত্য পাঠের সংগঠন না। এখন আপনি নির্বাচক হয়ে টাকা পান না বলে দায়িত্ব জ্ঞানহীন ভাবে হুট করে এসে সদ্য দেয়া একটি মাত্র পোষ্টকে নির্বাচিতে তুলে দিবেন সেখানে সিন্ডিকেটবাজীর অভিযোগ আসতেই পারে। ব্যাপারটা সিন্ডিকেটবাজীর না ব্যাপারটা দায়িত্বজ্ঞানহীনতার। মোদ্দা কথা টাকাটাকে বড় করে না দেখে দেখতে হবে আপনি দায়িত্বটা সজ্ঞানে নিয়েছেন কিন্তু সেই দায়িত্ব খেয়ালিপনা করে পালন করছেন।
এখানে যারা লিখতে আসে তাদের অধিকাংশই প্রতিষ্ঠিত লেখক/লেখিকা না যে তারা অনেক ক্রাইটেরিয়া মেইনটেইন করে লিখবে। তার চাইতে বলা যায় ব্লগগুলো অনেকাংশেই নতুন লেখক তৈরীর ফ্যাক্টরী। গুনাবলী বিচার করতে গেলে আবার প্রশ্ন আসবে যে গুনাবলী বিচারকদের আবার কি কি গুনাবলী থাকতে হবে। কপিপেষ্ট বা ক্যাচালধর্মী বা খুচরা ২/৩ লাইনের হেল্পচাই জাতীয় পোষ্ট ছাড়া ব্লগার পরিশ্রম করেছে এবং মোটামুটি মৌলিক ধর্মী লেখা এমন সব পোষ্টই নির্বাচিতে যাওয়া উচিত মনেহয় তাও আবার নিয়মিত বিরতিতে। এই জাতীয় ঘটনা ঘটতে থাকলে জ্ঞাতে অজ্ঞাতে সিন্ডিকেটবাজী বা পিঠ চাপড়াচাপড়ির অভিযোগ আসবেই। যারাই নেপথ্যে থাকুক টাকা পাক বা না পাক তাদের দায়িত্বটা কিন্তু এতটা ছোট নয় যে এখানে এত সিলি খামখেয়ালির অবকাশ আছে। সামু একটি বড় প্ল্যাটফর্ম তাই সেখানে দায়িত্ব সম্পর্কেও ঠিত তত বেশী সচেতন থাকার প্রয়োজন আছে।
কাম কাজ ফালাইয়া বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ কেউ হয়ে উঠার চেষ্টা না করে সারাদিন ব্লগে থেকে দু একটা ভুলের জন্য যদি গালি খেতে হয় তাহলে তার গালে আমি আরেকটি থাপ্পড় দিলাম! বেক্কলের দল!
অনেক দীর্ঘ পোস্ট পড়ে অনেকের হয়ত ইতিমধ্যে এনার্জি ড্রিংক পানের তৃষ্ণা পেয়ে গেছে। পরিবেশ হয়ত কিছুটা গুমোট হয়ে গেছে। তাই যেতে যেতে চলুন একটি মীথ পড়া যাক।
দেবদূত হার্মেস, দেবতা জিউসের পুত্র হলেও স্বর্গের দূত হিসেবেই নিযুক্ত ছিলেন। এই নিয়ে হার্মেসের অনেক অহংকার ছিলো। সারাক্ষণ সবার উপর মাতবরী ফলাতো। সকলের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, উমুকে এই করছে, তুমুকে ওই করে, আমার এইটা পছন্দ না, ওইটা এমন হলে ভালো হতো এইসব আর কি ! ক্ষমতা পেলে যা হয় আর কি ! সে ভাবতে শুরু করে দিলো তার অনেক দাম। লোকে তাকে অনেক সন্মান করে, কদর করে। একদিন দেবতা জিউসের কাছে গিয়ে বলল আচ্ছা আমারত অনেক দাম তাইনা দেবতা জিউস। জিউস বললেন তোমার দাম কত সেটা জানতে তুমি এক কাজ কর একদিন মানুষের বেশে ঘুরে দেখতে পারো।
হার্মেস, দেবতা জিউসের কথা অনুযায়ী একদিন মানুষ বেশে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে এক মূর্তির দোকানে এসে হাজির হলো। দোকানে দেবতা জিউসের সোনার তৈরি একটি মূর্তি দেখে এর দাম জানতে চাইলে দোকানি তাকে জানাল অনেক দামী। তারপর পাশেই পিতলের তৈরি আরেকটি জিউস মূর্তি দেখে দাম জানতে চাইলে দোকানি বলল অপেক্ষাকৃত কম দামের তবে এটিও মূল্যবান। তারপর পাশেই রাখা একটি বিশাল আকারের দেবদূত হার্মেসের মূর্তি দেখে দাম জানতে চাইলে দোকানি জানাল সোনার আর পিতলের তৈরি দেবতা জিউসের মূর্তি দুটি কিনলে সাথে এই বিশাল আকারের দেবদূত হার্মেসের মূর্তিটি ফ্রি দেয়া হবে।
দেবদূত হার্মেসের আর বুঝতে বাকি থাকেনা এতদিন সে যে অহংকার করে আসছিলো স্বর্গের দূত হিসেবে প্রকৃত পক্ষে সাধারণ মানুষের কাছে তার কোন মূল্যই নেই। অতএব তার আর মুই কি হনুরে ভাব থেকে দূরে থাকাই শ্রেয়।
সবশেষে সবাইকে শুভেচ্ছা। শুভ ব্লগিং।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু বাছাই কৃত ব্লগারদের পোস্ট না পড়ে আসুন ভালো পোস্টগুলো পড়ি এবং মন্তব্য করে তাদের উৎসাহিত করি।
২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: হমম। কেমন আছেন ?
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
বুঝতেই পারছেন ভাই
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০২
ইমানুয়েল নিমো বলেছেন: একটানে পরলাম। আপনার বক্তব্যের সাথে একমন আছি। আসলে ব্লগার হিসাবে আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে। সামুতে অনেক সুন্দর সুন্দর লেখা আসে, অনেক নতুন নতুন ব্লগারেরে লেখা পড়ে চমকিত হই- কিন্তু মন্তব্যের ঘরে গিয়ে আশাহত। আমাদের সবাই কে একে অন্যের লেখায় উৎসাহ যোগাতে হবে। সামুর বেলায়ও একই কথা প্রযোজ্য।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দর পোষ্টের জন্য।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এই ক্ষেত্রে মডারেশন প্যানেলের দায়িত্ব হচ্ছে নতুন যারা ভালো লেখেন তাদের পোস্ট নির্বাচিত পাতায় দেয়া এবং ব্লগারদের দায়িত্ব হচ্ছে বাছাই না করে সব ব্লগারদের পোস্টে মন্তব্য করা এবং পড়ে উৎসাহিত করা।
৪| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩
শান্তির দেবদূত বলেছেন: এক মত এক মত। ফিউশন ফাইভ ভাই এর সাথে জানা আপুর কনভার্সেশনটা ভাল লেগেছে।
আর কিছু বিতর্ক সব সময়ই থাকবে, মানুষ তো আর ফেরেস্তা না, মানবিয় ভুল টুল থাকতেই পারে। আমি প্রায় ৬ বছর ধরে এই ব্লগের সাথে আছি, আমি মোডারেশনের উপর সন্তুষ্ট।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
মানুষ ফেরেশতা নয় সত্যি কিন্তু ইচ্ছে করে কিংবা নিজের সিন্ডিকেট মেইন্টেইন করতে যেয়ে যদি অবিচার মূলক আচরন করা হয় সাধারন ব্লগারদের প্রতি তাহলে তার দ্বায় কার ?
৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭
ধূর্ত উঁই বলেছেন: দারুণ পোস্ট অনেক কিছু জানা গেল। আমার অল্প কয়দিনে অভিজ্ঞতায় যা জেনেছি মডারেশন প্যানেল ভালই কাজে করছেন।যদিও এখন পর্যন্ত আমার কোন পোস্ট নিরবাচিততে যায় নি। আজকে একটা কবিতা লিখেছি ওটাও হয়তো নির্বাচিত হবে না। মডালেশন প্যানেল নিয়ে সমালেঅচনা ব্লগাররা করতেই পারেন। তাইবলে কর্তৃপক্ষ দায়িত্ব পালনে অসফল বলা যাবে না।তারা হয়তো অনেক বিচক্ষণতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সুন্দর পোস্টে ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আর যারা এই ব্লগ নিয়ে কটূক্তি করে সামুর উপর আঙ্গুল তুলে ব্লগিং করে যাচ্ছেন তাদের দ্বায়ভারটা কে নেবে ?
৬| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯
ঢাকাবাসী বলেছেন: অনেক কিছু লিখলেন। এদেশে আদর্শ সব কিছু আশাই করিনা, সেটা ঠিক হবে বলে মনে করিনা! ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
আশা করিনা কিন্তু আশার জন্য প্রতিবাদ করতে দোষ কোথায় ? দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো।
৭| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: সময়ের কথা
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অবশ্যই।
৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি নির্বাচিত পোষ্ট নিয়মিত দেখি। কিন্তু দেখা যায় নির্বাচকরা মনে হয় নির্বাচিত পোষ্টে ভ্যারাইটি আনতে অন্যরকম একটা পোষ্ট পেলেই নির্বাচিত করে দেয়। ফর এক্সাম্পল, একজন একটা মুভি পোষ্ট দিল, সেটা ওইদিনের একমাত্র মুভি পোষ্ট। এজন্যই কি সেটা নির্বাচিত করে দিতে হবে, মান না থাকলেও?
আবার কয়েকদিন আগে ব্লগার তানজিয়া মোবারক মণীষার পোষ্টের ভিত্তিতে একজন একটা পোষ্ট দিল সেটা নির্বাচিত পাতায়, হা হা। মণীষার পোষ্টে আমার মন্তব্যের জবাবে মণীষার মন্তব্য "আর নির্বাচক প্যানেলের কথা কি বলবো আপু, মডু যদি এইসব ব্লগারদের একাউন্ট এক্টিভ রাখতে দ্বিধাবোধ না করেন, তবে পোস্ট নির্বাচিততে নিলে আর অবাক হয়ে লাভ নেই। "
@ধূর্ত উঁই,
আপনার অন্য আইডির প্রায় সব পোষ্ট নির্বাচিত পাতায় গেছে, এটা নির্বাচকদের আরেকটা বিষয় ইন্ডিকেট করে।
অটঃ সামুতে অনেক খারাপ, অশ্লীল, দেশ বিরোধী পোষ্ট/মন্তব্য রিপোর্ট করলেও সেই পোষ্ট/ মন্তব্য থেকে যায়। এমনকি একদিন জানা আপুর পোষ্টে একটা অনেক খারাপ মন্তব্য রিপোর্ট করলাম, পরের দিন এসেও দেখি সেই মন্তব্য আছে।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথমেই দুঃখিত আপু আপনি বলেছেন আপনি নিয়মিত নির্বাচনী পাতা দেখেন তাহলে পোস্টে মন্তব্য করেন না কেন ? আগে যেখানে প্রায় সব ধরনের পোস্টে আপনার মন্তব্য ব্লগারদের অনুপ্রেরনা যোগাতো কি নতুন আর কি পুরান এখন সেটা হয় না কেন ? পোস্ট যখন দেখেনই তখন মন্তব্য আমরা আপনার কাছে থেকে আশা করতেই পারি। অন্তত আপনার মন্তব্য আমাদের অনুপ্রেরনা যোগায়।
নির্বাচক প্যানেলের কি দোষ আছে বলুন ? আমি পোস্টে কিছু লিংক দিয়েছি অনেক ভালো পোস্ট যায় সেগুলো কেন পড়ে মন্তব্য করা হয় না এখানে তাহলে নির্বাচক প্যানেলের দোষ কোথায় ?
আর নির্বাচকদের যে বিষয়টি নিয়ে ইন্ডিকেট করার কথা বলছেন সেটা অন্য ব্লগারদের মাঝেও বিদ্যমান। নিজ গন্ডির বাইরে গিয়ে কয়টা পোস্ট আমরা পড়ি।
৯| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪
বেকার সব ০০৭ বলেছেন: আমার মনে হয় ভালো পোস্ট প্রসব করাই সবচেয়ে উওম যাতে করে পাঠক সংখ্যা বেশি হয়। নির্বাচিত পাতা ,মন্তব্য,লাইক নিয়ে মাথা ঘামানু বোকামি ছাড়া কিছুই না। এটা মত্য সামু আর আগের মত নেই অধিকাংশ ব্যক্তি রাজনীতি নিয়ে বেশি (৬০%) লেখে, যা দেখতে খুব বিরক্ত লাগে। রাজনীতি লেখার কারনে ভাল লেখা গুলো হারিয়ে যায়।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো পোস্ট প্রসব কেন করবে বলুন ? আমরা যদি শুধু পোস্ট পড়েই চুপচাপ বসে থাকি লাইক আর মন্তব্য না করি তাহলে উৎসাহ পাবে কোথায় ?
ভালো ভালো লেখা বেশি করে দিলেই না রাজনীতি চাপা পড়ে যাবে। আর ভালো পোস্ট বেশি আসবে তখনই যখন আমরা মন্তব্য করে লাইক দিয়ে উৎসাহিত করব।
১০| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬
ধূর্ত উঁই বলেছেন: ব্লগ নিয়ে যারা কটুক্তি করে তারা ব্লগ ছেড়ে দিলেই পারে। নতুন কোন ব্লগের মালিকান হয়ে যা খুশি তাই করবে।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই ছোট বেলা বাবার সাথে রাগ করে কতবার ঘর ছেড়েছি কিন্তু খুধা লাগলে ঠিকই ঘরের ছেলে ঘড়ে ফিরে এসেছি। এটাই জগতের নিয়ম।
১১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৭
শান্তির দেবদূত বলেছেন: নির্বাচকরা অনৈতিক/আনপ্রফেসনাল কিছু করলে সেটার দায়িত্বতো তাকেই নিতে হবে, সে ক্ষেত্রে ব্লগ মডারশন প্যানেল তার নির্বাচন ক্ষমতা ফিরিয়ে নিতে পারে। যেটার কথা জানা আপু অলরেডি বলেছেন। ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে দিনদিন ব্লগ আরও সুন্দর হবে, মেচুরিটির দিকে যাবে সে প্রত্যাশা করি।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমিও ঠিক এই কথাটাই বলি কিন্তু সামু আর আগের মত নাই তাহলে আজ থেকে ৫ বছর আগের যারা ব্লগিং করছেন কিংবা নতুন যারা ভালো লিখছেন তাদের পোস্টে যখন দেখি হিটে সয়লাভ হয়ে যায় তখন মেনে নিতে কিছুটা কষ্টই হয় যে সামু আর আগের মত নাই। খুব সম্ভবত সামু কখনই আগের মত ছিলো না। ভালো ইঞ্জিনিয়ার প্রয়োজন যে সামুকে ঠিক করতে পারবে।
১২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক কিছু জানা হল। অনেক ক্ষেত্রে স হ ম ত!
তয় নির্বাচিত পাতা'র ব্যপারে আরেকটু সচেতন হয়নের দরকার আছে। কেউ যদি ভালো একটা পোস্ট দেয় কিন্তু সেটা নির্বাচিত পাতায় না আসে, তখন লেখকের মন খারাপ হয়, মন খারাপের মাত্রাটা আরো বাড়ে যখন সে দেখে তার পোস্টের চেয়ে আরও অনেক নিম্নমানের পোস্ট, কপি পেস্ট পোস্ট নির্বাচিত পাতায় আছে। এনি হাউ নির্বাচিত পাতায় লেখা গেলে লেখক বুঝতে পারে লেখাটা হয়ত সে ভালো লেখতে পেরেছে। ফিউশন ফাইভের ব্লগ নির্বাচন পদ্ধতিগুলো অনেক ভালো লাগছে।
আলাদা আলাদা প্যানেল করলে মন্দ হয় না, যেমন ধরেন একটা কবি প্যানেল থাকলে যারা শুধু কবিতা সিলেক্ট করলেন। ঠিক সেরকম গল্প প্যানেলে থাকলেন গল্পকার, ছহবি ব্লগে থাকলেন ফটোগ্রাফার ইত্যাদি ইত্যাদি!
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মোদ্যা কথা নির্বাচক মণ্ডলীদের রাজনৈতিক আদর্শ এবং সিন্ডিকেটের বাইরে এসে নির্বাচন করতে হবে। অনেক ক্ষেত্রেই সজন প্রীতি এবং হিট সিকিং সামুর বদনামের কারন হয়ে দাড়ায় যা পুরো প্যানেলকে এবং সামুকে কলুষিত করে।
১৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নির্বাচিত ট্যাব নিয়ে যদি কেউ অভিযোগ শুনি ফেসবুক কিংবা ব্লগে তখনই যাই, এই ছাড়া যাওয়া হয় না। নিজের পোস্ট নির্বাচিত হলো কিনা জানাটা ও গুরুত্বের মনে করি না। আমার কাছে বর্তমান সংস্করনে নির্বাচিত ট্যাবটা প্রয়োজনহীন ই মনে হয়।
যারা বিনে পয়সায় নির্বাচকের দায়িত্ব পালন করছেন, তাদের সাধুবাদ। কিন্তু একই সাথে বলবো, গত কয়েক মাসের স্টিকি পোস্ট নির্বাচন ছিলো আমার দেখা সামুর ৫ বছর (রেজিঃ ৪ বছর + ১ বছর যখন আমুতে শুধু লগইন করতাম) এ সবচেয়ে বাজে। (ব্যতিক্রম এক দুটো থাকবে।)
আপনার পোস্টের মাধ্যমে একটা আর্জি,
সাত দিনে জেনারেল এবং কিছুদিন পর সেফ হবার কথা থাকলেও অনেকে দীর্ঘদিন অপেক্ষায় আছেন। আর এই দীর্ঘদিন টা অনেকের জন্য এতোই যে এটা অসহ্যকর।
মড়ুরা আরেকটু সচেতন হবেন আশা করছি।
আমি একজনের কথা এখানেই বলে যাই।
আফ্রি আয়শা যিনি ১ বছর ৪ মাস অপেক্ষা করছেন সেফ হবার। আর অন্যের পোস্টে মন্তব্য করতে না পারার যন্ত্রনায় আছেন।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
দুঃখিত ভাই, আপনার কাছে নির্বাচন ট্যাব প্রয়োজনহীন মনে হয় কারন আপনি নির্বাচিত পাতায় যান না। আর নিয়মিত যদি যেতেন তবে নিশ্চয় শুধু মাত্র একটি বা দুটি পোস্টের জন্য কে কি ফেবুতে শেয়ার করল সে কথায় পাত্তা না দিয়ে বরং নির্বাচিত পাতায় আসা অন্য ভালো পোস্টগুলো পড়ে সেখানে মন্তব্য করে অনুপ্রানিত করতে পারতেন। যাই হোক এটা আপনার ব্যাক্তিগত অভিরুচি।
ঐযে আমি বলেছি গিভ এন্ড টেক কমেন্ট বিজনেসের বাইরে এসে যারা হিট খরায় ভুগছেন এবং ইতিমধ্যে যারা হিট পেয়ে সেলিব্রেটি হয়ে গেছেন তাদের সমন্বয় করে যখন নিতান্তই সকলকে উৎসাহ প্রদানের জন্য কিছু সংকলনের আয়োজন করা হয় তখনই দেখা যায় অনেকের মাঝে এলারজী।
মডুদের পাশাপাশি ব্লগারদের সচেতন হওয়াটাও অনেক জরুরী। শুধু মডুদের উপর দ্বায় চাপিয়ে দেয়াটা উচিত হবেনা।
আর সেফের জন্য মডারেশন প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি।
১৪| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩০
বটবৃক্ষ~ বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক কিছু জানা হল।
আপাতত এটুকুই বলতে পারলাম!!
অনেক গুরুত্বপূর্ন পোস্ট!!
ধন্যবাদ ভাইয়া!
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু মডারেশন এবং ব্লগার উভয়ের কিছু দায়িত্ব রয়েছে যা যথাযথ পালন করাই উচিত নতুবা সামুকে আজীবন শুনে যেতেই হবে সামু আর আগের মত নাই।
১৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪২
*কুনোব্যাঙ* বলেছেন: নন্দ ঘোষ সামু বাবাজির বোধহয় দোষের অন্ত নেই সেই আদ্দি থেকেই। সামু যেহেতু রাজনৈতিক দল হিসেবে আত্নপ্রকাশ না করে একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম হিসেবে আত্নপ্রকাশ করেছে সেহেতু মনেহয় যৌক্তিক সমালোচনা সহ্য করে যাচ্ছে নিয়মিত। নিজ প্ল্যাটফর্মের বিরুদ্ধে এমন সমালোচনা এবং সেই সমালোচনার কন্ঠ রোধ না করে নিজেকে সংশোধনের চেষ্টার জন্য সামু অবশ্যই সাধুবাদ ও সম্মান পাওয়ার যোগ্য।
মাস তিনেক সামুতে আসা ফিচার ধর্মী পোষ্টে মাসিক সংকলনের জন্য পোষ্ট খুঁজে এমনটা আমিও দেখেছি যে অনেক চমৎকার চমৎকার পোষ্ট পাঠক খরায় ভুগছে। ঠিকই বলেছেন, যারা বলে সামুতে এখন আর ভালো পোষ্ট আসেনা তারাই কি ভালো পোষ্টগুলোর খোঁজ রাখে? যদি না রাখে তাহলে নতুন লেখনি নিয়ে যারা আসছে তাদের এত অপমান করা কোন যুক্তিতে? এবং শুধু বলেই ক্ষান্ত হননি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
আর নির্বাচনী পাতা। সামুর নানাবিধ অম্ল মধুর সমস্যার সাথে যোগ হয়েছে নতুন সমস্যা। বুঝতে পারি সুন্দর একটি উদ্দেশ্য সামনে রেখে নির্বাচিত পাতা তৈরী হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে পাতাটি বিতর্কিত হচ্ছে বারবার। নির্বাচিত পাতা নিয়ে বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে যেটা বুঝেছি সেটা হচ্ছে কিছু স্বেচ্ছাসেবী নিয়মিত ব্লগার দিয়েই অধিকাংশ সময় নির্বাচিত পাতাটি পরিচালিত হয়। কিন্তু এটা কিভাবে? ব্যাপারটি কি এমন যে আমাকে নির্বাচক বানানো হলো আর বলা হলো যে আপনার যে পোষ্টটি ভালো লাগবে সেটিকে নির্বাচিত পাতায় উঠিয়ে দিবেন? যদি তাই হয় তাহলে ধরুন আমি নির্বাচক হঠাৎ অবসরে আমি ব্লগে গেলাম একটা পোষ্ট ভালো লেগে গেলো আর সেটাকে তুলে দিলাম। কিন্তু আমি জানলাম না যে অন্য নির্বাচক যে অন্য যে ভালো পোষ্ট আছে সেগুলো তাদের চোখে পড়বে কিনা বা আদৌ তারা ব্লগে এখন আছে কিনা। হয়তো একটি বা দুটি পোষ্ট তুলেছি এমন সময় আমার ব্যক্তিগত অফিস ডেস্কে একটি ফাইল এসে জমে গেলো আমি ব্লগ থেকে বের হয়ে নিজ কাজে মনোনিবেশ করলাম। তার ফলে কি হলো হয়তো আমি যেইসব পোষ্ট পড়ে নির্বাচিতে দিয়েছি তার চাইতেও অনেক ভালো মানের পোষ্ট হয়তো তারো আগে এসেছে যেটা শুধু মাত্র আমার না দেখার কারণে অনেক পাঠকের চোখের অগোচরে চলে গেলো। কি ভীষণ অন্যায়। আর এই অন্যায়টা হচ্ছে হয়তো আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে কিন্তু তার জন্য একজন সুলেখক তার লেখনির মর্যাদা না পেয়ে অপমানিত হলো আর সব ব্লগার পাঠক হলো একটু সু-লেখনি পড়া থেকে বঞ্চিত। মাঝে মাঝে অগোছালো নির্বাচিত পাতা দেখে কিছুটা এমনই মনেহয় যে এটা কি নির্বাচকদের সম্পুর্ণ ইচ্ছা স্বাধীন যে পোষ্ট যখন পড়বে তখন ভালো লাগলে নির্বাচিতে তুলবে।
কথায় আছে লঙ্কায় গেলে সবাই হয় রাবণ আর জিউসের বার্তা বাহক হলে সবাই হয় হর্মিস। ডিনামাইট ইঞ্জিনিয়ারের হাতে পড়লে যেমন কনস্ট্রাকশনের মতো সৃষ্টিশীল কাজে ব্যবহৃত হয় আবার যোদ্ধার হাতে পড়লে সেটাই হয় মারণাস্ত্র। এখন সেটা সামুকেই বুঝতে হবে যে কে সামুকে বিভাবে ব্যবহার করতে চায়। কে চায় সৃষ্টিশীলতাকে উৎসাহ দিতে আর কে চায় সুবিধা নিয়ে নিজের আখের গোছাতে বা হিট কমেন্ট লাইক সিন্ডিকেটিং করতে। আর একই সাথে চিহ্নিত করতে হবে হর্মিসদের। অযোগ্যের ক্ষমতায়ন ভয়ংকর।
সামুকে দুটো কথা মন খুলে শোনানো যায় বলেই হয়তো সামু অনেকের এত আপন। আর এই ফাঁকে আমিও একটু শোনালাম হয়তো কিছুটা ভালোবাসার অধিকারের দাবী নিয়েই।
প্রয়োজনীয় পোষ্টে অনেক ভালোলাগা কান্ডারী ভাই। আর পাঠক খরায় ভোগা চমৎকার কিছু পোষ্টের সংকলন সাথে থাকার কারণেই বোধহয় পোষ্টটি প্রিয়তে নিতেই হলো।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমি শুধুমাত্র স্যাম্পল হিসেবে গুটিকয়েক পোস্ট তুলে ধরেছি যা অনেক উঁচু মাপের পোস্ট হয়েও পাঠক খরায় ভুগছে এমন আরও বহু পোস্ট নির্বাচিত পাতায় শোভা পায় আবার অনেক পোস্ট নির্বাচিত পাতায় স্থান পায় না সেগুলো তুলে ধরতে গেলে একটি নতুন সংকলন পোস্ট দেয়ার প্রয়োজন পরবে আর তখনই দেখা যাবে সংকলন নিয়ে কারও কারও এলারজী তারচেয়ে কিছু স্যাম্পল দিলাম ইচ্ছে করেই।
পোস্ট প্রিয়তে নিয়ে আমাকে ঋণী করলেন।
আর আপনার প্রতিটি কথার সাথে সহমত জানাই।
১৬| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫০
অপরাজিত একজন বলেছেন: একটা ব্লগ কমিউনিটির একটি বড় সংখ্যার ব্লগাররা যখন নির্বাচিত পাতা নিয়ে অভিযোগ করে তখন আমার মনে হয় পোস্ট নির্বাচিত করার ক্ষেত্রে নির্বাচকদের আরো সচেতন হওয়া দরকার। অদক্ষ অযোগ্য ও পক্ষপাতদূষ্ট নির্বাচকদের বাদ দিয়ে যোগ্য লোককে নির্বাচক বানানো হলে এরকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আশা করসি।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি হলফ করেই বলতে পারি আপনি যত ভাল নির্বাচক এনেই বসিয়ে দেন না কেন সামুকে আজীবন এই অপবাদ শুনতে হবে। কারন আমার পোস্ট না গেলেই সামু আর আগের মত নাই। নির্বাচক ভালো না ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন কারও পোস্ট নির্বাচিত পাতায় স্থান পায় কেউ কি নির্বাচকদের ধন্যবাদ দিয়েছে ? উত্তর হলো না।
১৭| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: সহমত ।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ।
১৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫১
তাহমিদুর রহমান বলেছেন: Onek boro post
View this link
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এভাবেই কিন্তু অনেক বড় বড় ভালো পোস্ট হারিয়ে যায়। এটাও একটা উদাহরন হতে পারে।
১৯| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
একটা বিষয় ভাই,
হিট খরা বলুন আর যাই বলুন, এমন অনেকেই আছে যারা ইন্ট্যার্যাকশন বিহীন হওয়ায় আপনার আমার চোখ যেমন এড়িয়ে যায়, সংকলনের ও চোখ এড়িয়ে যায় সমভাবে। এটা নিজের চোখে দেখা। সো, বিতর্কের বাইরে কিছুই না। তারচেয়ে বরং ব্যক্তিগত অভিরুচিরই জয় হোক।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হ্যাঁ ভাই ইন্ট্যার্যাকশন বিহীন হয়ে পড়ে তখনই যখন নিজেকে হনু ভাবতে শুরু করে দেয় এবং নিজ গন্ডির বাইরে না যেতে চাইলেই। ব্যাক্তিগত কোন্দলের কারণে পুরো সামুকে দোষারোপ করা অনুচিত। বিতর্কের বাইরে যেমন কিছুই না তেমনি একান্ত ব্যক্তিগত অভিরুচির কারণে যাচাই না করে পুরো সামুকে দোষ দেয়াও অনুচিত। যেটা আমরা প্রায়ই করে থাকি।
২০| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
সামুর নির্বাচিত পাতার প্রতি সকল পাঠক ও ব্লগারদের নজর থেকেই থাকে। আজকে কি কি পোষ্ট নির্বাচিত হল ? ভাল কোন পোষ্ট পড়া বাদ পড়ল কিনা তা দেখার জন্য।
যেই বলুক না কেন নির্বাচিত পাতা আমি পড়ি না ইত্যাদি ইত্যাদি। আমি বলবো তারা নিতান্তই ভাব ধরার জন্য বলে। কারণ এত সংখ্যক পোষ্টের মাঝে সকল পোষ্ট পড়ার মত সময় আসলে কার আছে বলে আমার মনে হয় না। কেবল মাত্র যারা সামুকে নিজের নেশা ও পেশা বানিয়ে ফেলেছেন এবং যাদের কাছে সামুই ধরণী।
আমি ব্যক্তিগত ভাবে ব্লগে লগইন করার পর নির্বাচিত পাতাতে ঢুকি তারপর অনুসারিত ব্লগে এবং সময় থাকলে সকল পোষ্টে গিয়ে নতুন কিছু পোষ্ট পড়ে আসি। তাই আমি ভাল পোষ্ট পড়ার জন্য নির্বাচকদের উপর নির্ভরশীল।
নির্বাচিত পাতায় আমার পোষ্ট আসল কি আসলনা সে ব্যাপারে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। কিন্তু নির্বাচিত পাতায় নির্বাচকদের আরেকটু দায়িত্বশীল হতে হবে বলে মনে করছি।
যাদের পোষ্ট পোষ্ট করার সাথে সাথে নির্বাচিত পাতায় চলে যায় তা নিয়ে আমার দ্বিমত নাই। কারণ তারা তাদের লেখা লিখির মাধ্যমে সামুতে পরীক্ষিত।
নির্বাচিত পাতা নিয়ে আমার ব্যক্তিগত কিছু অভিমত যেগুলো নির্বাচকরা মানলে নির্বাচিত পাতা আর দৃষ্টি নন্দিত হত বলে আমার ধারনাঃ-
১) সময়ের ভিত্তিতে পোষ্ট নির্বাচিত পাতায় নিয়ে আসা। আগে পোষ্ট করা পোষ্ট আগে এবং পরে পোষ্ট করা পোষ্ট পরে। হুট করে নতুন কোন পোষ্ট নির্বাচিত না করে আগের পোষ্টগুলো দেখে এসে কোন ভাল পোষ্ট এর আগে বাদ গেল কিনা তা দেখা।
২) ব্লগে আমরা কেউ কার আপনজন না। কমিউনিটি ব্লগ বলে ব্লগে আসা যাওয়ার কারণে একজনের সাথে আরেকজনের সম্পর্ক গড়ে উঠে। আমরা মানুষ বলে আমাদের ভিতর পারশিয়ালিটি ব্যাপারটা থাকবেই। তবে এই দিকে খেয়াল রাখতে হবে আপনার পারশিয়ালিটির জন্য অন্য কোন উদিয়মান ব্লগার মনে কষ্ট পেল কিনা বা নির্বাচিত পেইজ দৃষ্টি কটু দেখা যাচ্ছে কিনা।
৩) পোষ্ট নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত বিরোধ বা ভিন্ন মতাদর্শের( রাজনৈতিক ও ধর্মীয়) কিছু মাথায় না রাখা উত্তম বলে মনে করছি ।
আমার কাছে যে বিষয়গুলো ধরা পরেছে সে বিষয়গুলো বললাম।আপনাদের পছন্দ না হলেও হতে পারে। একজন ব্লগার ও পাঠক হিসেবে আমার ব্যক্তিগত অভিমত।
আপনাদের দায়িত্বশীলতাই দূর করতে পারে সকল অভিযোগ।
@ সকল পাঠক,
ইদানিং সামুতে নতুন ব্লগারদেরকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে পুরানো ব্লগারদের কিছুটা কিপটে মনে হচ্ছে। অনেক অনেক ভাল লেখাই কমেন্ট না পেয়ে লেখকরা হতাশ হচ্ছে। যেই পোষ্টি পড়ুন না কেন নিজের ভাল লাগা ও খারাপ লাগা জানিয়ে আসতে আশাকরি কার ক্ষতি নাই। আপনার উৎসাহে তৈরি হবে নতুন প্রজন্মের শক্তিশালি ব্লগার।
সব শেষে, শুভ হোক সকলের ব্লগিং জীবন।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
যেই বলুক না কেন নির্বাচিত পাতা আমি পড়ি না ইত্যাদি ইত্যাদি। আমি বলবো তারা নিতান্তই ভাব ধরার জন্য বলে। কারণ এত সংখ্যক পোষ্টের মাঝে সকল পোষ্ট পড়ার মত সময় আসলে কার আছে বলে আমার মনে হয় না। কেবল মাত্র যারা সামুকে নিজের নেশা ও পেশা বানিয়ে ফেলেছেন এবং যাদের কাছে সামুই ধরণী।
দারুণ বলেছেন।
যাদের পোষ্ট পোষ্ট করার সাথে সাথে নির্বাচিত পাতায় চলে যায় তা নিয়ে আমার দ্বিমত নাই। কারণ তারা তাদের লেখা লিখির মাধ্যমে সামুতে পরীক্ষিত।
এই ব্যাপারে আমার কিছু দ্বিমত আছে। আপনি পরীক্ষিত ব্লগার হতেই পারেন তাই বলে যে আপনার সব পোস্ট খুব ভালো মানের হবে সেটাও কিন্তু নয়। তাই যাচাই বাছাইটা সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত।
আর আপনার দেয়া তিন নাম্বার পয়েন্টের সাথে শতভাগ সহমত।
পোষ্ট নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত বিরোধ বা ভিন্ন মতাদর্শের( রাজনৈতিক ও ধর্মীয়) কিছু মাথায় না রাখা উত্তম বলে মনে করছি ।
আর সেই সাথে সবচেয়ে বেশি দোষ দেব আমাদের নিজেদের সাধারন ব্লগারদের যারা পোস্ট পড়ে মন্তব্য করি হিট পাবার আশায়। ধরুন উমুক ব্লগার আমার ভাই নিক খুলেছে ফেবুতে লিংক দিয়ে এলাম ব্যাস এরপর তার পোস্টেই মন্তব্য কিন্তু অন্য অনেক মান সম্পন্ন পোস্ট পড়ে থাকে অপঠিত অবস্থায় অথবা মন্তব্য হীন অবস্থায়। এটা খুব ভয়ংকর একটি ব্যাপার।
২১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১২
অপরাজিত একজন বলেছেন: তবে আমি আপনার এই কথার সাথে একমত যে সামুর ব্লগাররা পাঠক সংকটে ভুগছে। আমি ব্লগে জেনারেল হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০০০ টি নির্বাচিত পোস্ট দেখেছি। মাত্র হাতে গোনা কয়েকটি পোস্ট ১০০০ বারের বেশি পঠিত। ১০ থেকে ১৫ টি পোষ্টে শতাধিক মন্তব্য আসলেও পঠিত সংখ্যা খুব কম।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
তবু আমি ভাগ্যবান যে অন্তত একটি বিষয়ে আপনি আমার সাথে সহমত হতে পেরেছেন। তাই কৃতজ্ঞতা জানবেন।
২২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
যাদের পোষ্ট পোষ্ট করার সাথে সাথে নির্বাচিত পাতায় চলে যায় তা নিয়ে আমার দ্বিমত নাই। কারণ তারা তাদের লেখা লিখির মাধ্যমে সামুতে পরীক্ষিত।
এই কথাটা কেবল মাত্র কথার বসেই বলতে হল। কারণ এরকম নজর নির্বাচিত পাতায় সবসময় দেখা যায়। বলতে গেলে মনকে শান্তনা দেওয়ার একটা উপায়
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব সম্ভবত নির্বাচক মন্ডলীরা ভয় পান পাছে যদি আবার সম্পর্ক নষ্ট হয়ে যায়। যদি নিজের পোস্টে হিট কমে যায়।
জাস্ট কিডিং
২৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এই পোস্ট নির্বাচিত পাতায় নেয়া হয়েছে দেখছি। এইরে এবার বুঝি আমাকে ব্যান করে দেয়া হবে শেষ পর্যন্ত। :-& :-& :-&
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কান্ডারি অথর্ব এবার তুই শেষ বাছাধন। তোর এবার ব্যান নিশ্চিত।
২৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১০
এম ই জাভেদ বলেছেন: আপনার বিশদ বর্ণনায় অনেক কিছু খোলাসা হল। একই সাথে আপ্নাকে মডু হিসাবে সন্দেহ প্রকাশ করে গেলাম।
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি দেখছি ভীষণ বুদ্ধিমান। আমার তরফ থেকে আপনাকে নোবেল দিলাম।
২৫| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
মামুন রশিদ বলেছেন: আমি মুলত প্রথম পাতায় পোস্ট পড়ি । প্রথম পাতায় পড়া হয়ে গেলে অনুসারিত পাতায় যাই এবং নিশ্চিত দুই-একটা ভাল পোস্ট পাই যেগুলো প্রথম পাতায় চোখ এড়িয়ে গিয়েছিল । তারপর নির্বাচিত পাতায় যাই, আর সেখানেই আসল মজা । যে পোস্টের শিরোনাম এবং ব্লগারের নাম দেখে আমি পোস্টে ঢুকিনি, সেই পোস্টকেই যখন নির্বাচিত পাতায় দেখি । হ্যাঁ, কোন না কোন নির্বাচক এই পোস্ট পড়েছেন, তার পোস্ট ভালো লেগেছে এবং সেজন্যই পোস্ট নির্বাচিত করেছেন । এটা নিশ্চিত হয়েই আমিও সেই পোস্ট পড়তে যাই এবং বেশিরভাগ সময়ই নির্বাচকদের মনে মনে ধন্যবাদ জানাই এত ভাল একটা পোস্ট সামনে তুলে ধরার জন্য । এই নির্বাচিত পাতা থাকার জন্যই আমি আমার পরিচিত এবং অনুসারিত তালিকার বাইরের ভাল পোস্ট পড়ার সুযোগ পাই ।
সামু নিয়ে অনেকের ভেতর উন্নাসিকতা দেখতে পাই । আমি একটা জিনিস পরিষ্কার বুঝি, ভালো-মন্দ মিলিয়েই একটা প্লাটফর্ম । যেদিন আমার সামু ভালো লাগবে না, সেদিন এই প্লাটফর্ম ছেড়ে চলে যাব । কিন্তু 'একই থালায় খাওয়া এবং শূচিকর্ম করা' আমার পক্ষে সম্ভব নয় ।
দুঃখ লাগে, অনেকেই সামুতে " যে থালায় খান সেই থালায় শূচিকর্ম করেন" ।
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই আমিও আপনার মতই প্রায় পুরোপুরি কিন্তু মাঝে মাঝে নির্বাচিত পাতায় যেয়ে কিছু বিতর্কিত পোস্টও পাই যেটা নির্বাচিত পাতায় যাওয়ার মত নয় কিন্তু এর চেয়ে অনেক ভালো পোস্ট পরে থাকে প্রথম পাতায়। আর এটা হয়েই থাকে কিছু রাজনৈতিক আদর্শগত আর হিট সিকিং এর মোহের জন্য খুব সম্ভবত। যাই হোক আমিও আপনার সাথে সহমত জানিয়ে বলতে চাই "যে থালায় খান সেই থালায় শূচিকর্ম করার অভ্যাস ত্যাগ করুন"
২৬| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯
এহসান সাবির বলেছেন: এটি একটি অতীব উচ্চ মাত্রার তৈল মর্দন মূলক পোস্ট। অতএব সন্মানিত মডারেটর ও নির্বাচক মন্ডলীদের প্রতি সবিনয় নিবেদন এই যে, আমার এই পোস্টটি নির্বাচিত পাতায় স্থান দিয়ে আমাকে লজ্জা দিবেন না।
এই পোস্ট নির্বাচিত পাতায় নেয়া হয়েছে দেখছি।
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমাকে লজ্জা দেয়ার জন্যই হয়ত এমনটা করা হলো। অসুবিধা নাই এরপর ব্যান হলে ব্যান। তবু ভালো পোস্টগুলো পাঠক পাক।
২৭| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা একটা তথ্যমূলক পোস্ট। তবে পোস্টের আড়ালে কোনো সুপারিশ বা দাবি আছে কিনা তা আমার কাছে স্পষ্ট হলো না।
আশরাফুল ভাইয়ের মতো আমিও ‘নির্বাচিত তালিকা’ দেখি খুব কম। বেশি সময় কাটাই ‘অনুসারিত তালিকা’ভুক্ত পোস্টগুলোতে।
আপনি দেখবেন, জীবনে যাঁরা সেলিব্রেটি হয়েছেন, তার পেছনে ছিল কত শ্রম, কত সময়ের খরচ। ব্লগে সেলিব্রেটি হতে হলে শ্রমের বিকল্প একদম নেই। এই শ্রমটা হলো অন্যের পোস্ট ভিজিট করা ও কমেন্ট করা। আপনি প্রতিদিন নিঃস্বার্থভাবে ২০০ জন ব্লগারের পোস্টে কমেন্ট করলে কমপক্ষে ৫০ জন ব্লগার আপনার পোস্টে কমেন্ট করবেন। এভাবে দিনের পরিক্রমায় আপনি একদিন সেলিব্রেটি হবেন। এখন, আমি যদি অতি উচ্চমার্গীয় একটা পোস্ট লিখে ওটাতেই মুখ গুঁজে পড়ে থাকি, আর অন্য কারো পোস্টে যাওয়ার কথা বেমালুম ভুলে থাকি, তাহলে আমার পোস্টে হয়তো ভুলক্রমে দু-একজন ব্লগার এসে ঢুঁ মারবেন, আমাকে কমেন্ট খরায় হারিয়ে যেতে হবে। সামাজিক পরিমণ্ডলেও দেখবেন- আমি যদি জ্ঞানের ভাণ্ডার মাথায় চেপে এক কোণে গো ধরে বসে থাকি, আমার কাছে কেউ আসবে না, আমার জ্ঞানটারও কোনো কার্যকারিতা থাকলো না।
আমার লেখা নির্বাচিত হলো কিনা তা নিয়ে উচ্চবাচ্য করা শুধু বোকামিই না, হীনমন্যতাও। আমার গল্পকবিতা আমার কাছে ব্লগের শ্রেষ্ঠ গল্পকবিতা মনে হয়, এরকম আপনার গল্পকবিতা আপনার কাছে; আপামর পাঠকেরাই বুঝবেন আমার আস্ফালনের মাহাত্ম্য কতখানি।
সবাই যখন ‘আগে কী সুন্দর ব্লগ ছিল’ বলছিলেন, তখন আমিই প্রথম কোনো এক ব্লগে এ কথার নরম প্রতিবাদ উত্থাপন করি। কারণ, এ কথাটা আমার জন্য অপমানজনক। আমার বিগত ৫ বছর ৩ মাস ব্লগজীবনে আমার দেখা মতে বর্তমানে ব্লগের স্বর্ণযুগ যাচ্ছে। ফিচার, কলাম, সাহিত্য- ইত্যাদিতে এই ব্লগ এর আগে এতখানি উৎকর্ষ ছিল বলে আমি মনে করি না। তবে কিছু বাঘা বাঘা ব্লগার, যেমন ফিউশন ফাইভ, প্রমুখ নিয়মিত লিখতেন, কিন্তু একজন চলে গেছেন, প্রবেশ করেছেন ঐরকম অন্তত ৫ জন। সুতরাং আগেই ভালো ছিল- আমি এ মতবাদের ঘোর বিরোধী।
সময় হাতে নেই। সময় হলে আরেকবার আসবো আরো কিছু কথা নিয়ে। তবে, বর্তমানের ব্লগে আমার কোনো সিরিয়াস অবজারভেশন নেই। ব্লগার শান্তির দেবদূত ঠিকই বলেছেন- সব মানুষকে সমভাবে সন্তুষ্ট করা সম্ভব নয়। কোনো সিস্টেমই ফুলপ্রুফ নয়। সুতারং আপনি যেভাবেই ব্লগ সাজান না কেন, কোনো কোনো ব্লগার তাতেও মন খারাপ করবেন হয়তো বা।
শুভ কামনা।
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
পুরো পোস্ট জুড়েই দাবি আর দাবি এরপর আর কিভাবে যে দাবি পেশ করবো সেটা বোধগম্য নয় আমারও।
যাই হোক আমাদের মুল সমস্যা হলো আমরা কদাচিৎ নিজের অনুসারিত ব্লগারদের পোস্ট ছাড়া মূল পাতায় যাই না এতে ফায়দা একটাই নিজের পোস্টের মন্তব্য ফিক্সড থাকে। পোস্ট হিট হয়। কিন্তু সবাই মিলে যদি নিজ গণ্ডীর বাইরে এসে সবাই সবাইকে মন্তব্য করতাম পোস্ট ভিজিট করতাম তবে ভালো ব্লগার যারা রয়ে যান অন্তরালে তারাও অনুপ্রাণিত হতো। আর যখন নিজ গণ্ডীর বাইরে আমরা যাই না সেখানে মাঝে মাঝে সামু আর আগের মত নাই কিংবা আমি নির্বাচিত পাতা পছন্দ করিনা ওইটা একটা সামুর গারভেজ এমন অভিযোগ যখন করা হয় তখন সত্যি হাসি পায়।
মন খারাপ হলে চয়েজ আছেত অনেক কিন্তু মাঝে মাঝে চোখে আঙ্গুল দিয়ে না দেখিয়ে দিলে নিজেকে হিরো বলেই মনে হবে তাই সামনে আয়না তুলে ধরার দরকার আছে।
আপনাকে আবারও স্বাগতম জানাই।
২৮| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
ড. জেকিল বলেছেন: ভালো লিখার মুল্যায়ন অবশ্যই, অতি অবশ্যই হওয়া উচিৎ। কেউ যদি অনেক কষ্ট করে পোস্ট দেওয়ার পরে সেখানে মন্তব্য না পান তাহলে সেটা যেমন মন খারাপের কারন হতে পারে, তেমনি একটি ভালো পোস্টে দুই একটি উৎসাহ লেখক কে আরও অনেক ভাল পোস্টের জন্য অনুপ্রেরণা দিতে পারে।
নির্বাচিত পাতায় সিলেক্ট করার সময়ের ব্যাপারেও মনযোগী হওয়া দরকার। পোস্ট করার ৬ ঘন্টা পরে সেটি যদি নির্বাচিত পাতায় আসে তাহলে সেটি বেশি সময় প্রথম নির্বাচিত পাতায় থাকেনা। ততক্ষনে অন্য পোস্ট গুলো তার যায়গা দখল করে।
পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
নির্বাচকদের অবশ্যই টাইম শিডিউলের প্রতি দায়িত্বজ্ঞানহীন হলে চলবে না। দায়িত্ব যখন নিতে পেরেছেন তখন তা সঠিক ভাবে পালন করুন নতুবা দায়িত্ব থেকে অব্যাহতি নিন। তবু আর মানুষের গালি খাইয়েন না।
২৯| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০২
লাবনী আক্তার বলেছেন: বেশ গুরুত্বপুর্ন পোস্ট। সত্যি অনেক কিছু জানলাম। ভাইয়া অনেক ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
দোয়া করবেন আমার জন্য। আর যাই হোক যেন ব্যান না হয়ে যাই।
৩০| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
জুন বলেছেন: আমিও তেলের বোতল নিয়ে আসলাম আর সহমত জানিয়ে গেলাম তোমার এই বিশাল তৈলাক্ত পুষ্টে
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু সাথে মাখনও দিয়ে দিলাম। যদি তাতে করে কিছু কাজ হয়।
৩১| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০
লাবনী আক্তার বলেছেন: ব্যান কেন হবেন ?
যা বলেছেন ঠিক বলেছেন। আমরা সবাই আপনার সাথে সহমত পোষণ করছি।
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
যাক ভরসা পেলাম। আপু কৃতজ্ঞতা জানবেন।
৩২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
বশর সিদ্দিকী বলেছেন: পোস্টে প্লাস।
আমি দীর্ঘ ৪ বছর ধরে এই ব্লগের সাথে আছি।
ব্যাপারটা হচ্ছে সামুর বর্তমান মডারেশন প্যানেল নিয়ে। ফেব্রুয়ারির দিকের নির্বাচিত পাতার পোস্ট গুলোর দিকে তাকালে দেখবেন অনেকে জামাত বিরোধিতা করতে গিয়ে সরাসরি ইসলাম নিয়ে প্রচন্ড কটুক্টি করেছে। আবার হেফাজতের বিরুদ্ধে একটা ব্যাপক প্রচারনা চালিয়েছে অনেকে এবং সামুব্লগের পুরো মডারেশন সেগুলো একাধারে নির্বাচিত পাতায় এনেছে। অথচ পক্ষের পোস্টগুলোকে কোন ভাবে যে প্রথম পাতাথেকে বিতারন করতে পারলে তারা বাচে। অনেক পোস্ট প্রথম পাতা থেকে সরানোর জন্য তারাতারি উল্টাপাল্টা পোস্ট দিয়া রেখেছে।
আর সরকারি দলে গুন্ডামির কথা বা নাই বললাম। শুধু সিপি গ্যংএর অত্যাচারের কারনে অনেক ভাল লেখক এবং ব্লগার লেখালেখি ছেরে দিয়েছেন। তাদের ব্যবস্থা খুব ভালভাবে নেয়া হবে। সেটা পরের কথা।
কিন্তু বর্তমান সরকার চেঞ্জ হলে তখন তো এটার একটা প্রচন্ড বিরুপ প্রভাব পরবে এই ব্লগটার উপর। কারন তাদের এই এক পাশে বৈঠামারার কুফল।
আর বাংলাদেশে কোন অনলাইন কমুউনিটি যদি শুধু মাত্র লেখালিখির কারনে বেদম মার খায় তারা হল সিপি গ্যং। তাদের ফেইট তারা নির্ধারন করে ফেলসে। এখন সেটার বাস্তবায়ন সময়ের ব্যাপার।
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সামুকে সব দলই চায় নিজ নিজ স্বার্থে ব্যবহার করতে। আস্তিক, নাস্তিক, সিপি আর জিপি যাই বলেন না কেন সবার লক্ষ্য এক। আর যখনই সুবিধা করতে না পারে তখনই সামু খারাপ। সামুকে বন্ধ করে দেয়ার হুমকি। সেটা এ টিম, বি টিম আর যেই টিমের কথাই বলেন না কেন একই কথা। নিজেরা নিজেরা মারামারি করবে আর দোষ তুলে দিবে সামুর ঘাড়ে।
আর আপনি এই আমল বলেন আর যেই আমলের কথাই বলেন না কেন কিংবা আপনি সামুতে ভালো ইঞ্জিনিয়ার নিয়োগ করে দেখেন না কেন রেজাল্ট একটাই। এ বলবে আমার পোস্ট কই আর বি বলবে আমার পোস্ট কই ? আর যারা এর মাঝের তারাও বলবে আমার পোস্ট নাই কেন ? তাইলে আমি বলি এত পোস্ট যায় কই ?
৩৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
আরজু পনি বলেছেন:
পড়তে পড়তে অস্থির হয়ে গেলাম !
শেষের দুই প্যারা আর পড়তে পারলাম না...
তবে এই অংশটা দারুণ পছন্দ হলো ...
কাম কাজ ফালাইয়া বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ কেউ হয়ে উঠার চেষ্টা না করে সারাদিন ব্লগে থেকে দু একটা ভুলের জন্য যদি গালি খেতে হয় তাহলে তার গালে আমি আরেকটি থাপ্পড় দিলাম! বেক্কলের দল!...
একটু দম নিয়ে শেষ টুকু পড়ে ফেলবো...সকাল সকাল দারুণ একটা মজার পোস্ট পেলাম ।
কান্ডারীকে ধন্যবাদ জানাতেই হয় ।।
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু মোদ্যা কথা নির্বাচক মণ্ডলীদের রাজনৈতিক আদর্শ এবং সিন্ডিকেটের বাইরে এসে নির্বাচন করতে হবে। অনেক ক্ষেত্রেই সজন প্রীতি এবং হিট সিকিং সামুর বদনামের কারন হয়ে দাড়ায় যা পুরো প্যানেলকে এবং সামুকে কলুষিত করে।
যারা এই ব্লগ নিয়ে কটূক্তি করে সামুর উপর আঙ্গুল তুলে ব্লগিং করে যাচ্ছেন তাদের বলি "যে থালায় খান সেই থালায় শূচিকর্ম করার অভ্যাস ত্যাগ করুন"
৩৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১
মামুন রশিদ বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ের মন্তব্যের সাথে কঠিন ভাবে একাত্মতা ঘোষনার সহিত দাগাইলাম,,,
আমার লেখা নির্বাচিত হলো কিনা তা নিয়ে উচ্চবাচ্য করা শুধু বোকামিই না, হীনমন্যতাও। আমার গল্পকবিতা আমার কাছে ব্লগের শ্রেষ্ঠ গল্পকবিতা মনে হয়, এরকম আপনার গল্পকবিতা আপনার কাছে; আপামর পাঠকেরাই বুঝবেন আমার আস্ফালনের মাহাত্ম্য কতখানি।
সবাই যখন ‘আগে কী সুন্দর ব্লগ ছিল’ বলছিলেন, তখন আমিই প্রথম কোনো এক ব্লগে এ কথার নরম প্রতিবাদ উত্থাপন করি। কারণ, এ কথাটা আমার জন্য অপমানজনক। আমার বিগত ৫ বছর ৩ মাস ব্লগজীবনে আমার দেখা মতে বর্তমানে ব্লগের স্বর্ণযুগ যাচ্ছে। ফিচার, কলাম, সাহিত্য- ইত্যাদিতে এই ব্লগ এর আগে এতখানি উৎকর্ষ ছিল বলে আমি মনে করি না। তবে কিছু বাঘা বাঘা ব্লগার, যেমন ফিউশন ফাইভ, প্রমুখ নিয়মিত লিখতেন, কিন্তু একজন চলে গেছেন, প্রবেশ করেছেন ঐরকম অন্তত ৫ জন। সুতরাং আগেই ভালো ছিল- আমি এ মতবাদের ঘোর বিরোধী।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই এই কথাগুলোর সাথে আমিও সহমত কিন্তু আমাদের বুঝতে হবে কেন মাঝে মাঝে ব্লগাররা আক্ষেপ করেন। আক্ষেপ করাটা খুবই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় মাঝ খান হুট করে একটি পোস্ট নির্বাচিত পাতায় তুলে দেয়া হচ্ছে অথচ পেছনে আরও ভালো পোস্ট রয়ে যাচ্ছে। এক্ষেত্রে স্বজনপ্রীতি অনেকটা দ্বায়ী যা থেকে নির্বাচক মণ্ডলীদের বেরিয়ে আসতে হবে।
দেখুন আজকে কেন সামুকে পক্ষপাতমূলক দৃষ্টি ভঙ্গি অথবা রাজনৈতিক ট্যাগ খেতে হয়। কারণ হিসেবে একটি উদাহরণ দেই।
ধরুন একজন নির্বাচক বা মডু আর্জেন্টিনা দলের ভক্ত অন্যজন ব্রাজিল দলের। কিন্তু যখন তাকে দায়িত্ব দেয়া হলো তখন আর দল দেখলে চলবে না। আর্জেন্টিনা দলের বিপক্ষে কোন পোস্ট এলো নির্বাচক সেটি তুলে দিয়ে বসে আছেন কিন্তু যেখানে ব্রাজিল দলের বিপক্ষের দেয়া পোস্টটি দিব্বি প্রথম পাতায় পরে আছে তখনই ঘটে বিপত্তি।
তাই কেউ যদি এই নিয়ে আক্ষেপ করে এবং স্বজনপ্রীতির দোষ দেয় তবে নির্বাচকদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবেই।
৩৫| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
শায়মা বলেছেন: মানুষ যেমন পরিবর্তনশীল, জগতও তেমনি পরিবর্তনশীল। কাজেই আগে এমন ছিলো আর এখন তেমন নাই বলার মত বোকামীও আর নাই। সর্ব যুগে সর্বকালেই মানুষ এমনই বলে থাকে, সেটা মনুষ্যজাতের অভ্যাস। মানুষ বর্তমানের চাইতে অতীত নিয়েই সুখস্মৃতি রোমন্থন করতে বড়ই ভালোবাসে।
নদীর এ পার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপারেতে যত সুখ আমার বিশ্বাস...
উপরে বলা সোনাবীজভাইয়ার মত আমারও মনে হয় এটা ব্লগের সর্বশ্রেষ্ঠ সময়।কারণ ইদানিং কেচাল,বেচাল গালিগালাজ, মারামারি, হানাহানি একেবারে নেই বললেই চলে। যাও দু একজন চেষ্টা চালায় তারাও কেমনে যেন না পাত্তা পেয়ে শেষে ঝিমিয়ে যায়।
আর সত্যিই ব্লগে আমার পছন্দনীয় লেখাগুলোর মত কবিতা, গল্প, সাহিত্য, রম্য অনেক অনেক আসছে। জানিনা ব্লগে আসলেই কোন কোন লেখাগুলো আসা উচিৎ বেশি বেশি। রাজনীতি, কেচাল নাকি গল্প,সাহিত্য, কাব্য ও রম্য।
তবে আমার পছন্দের বিষয়গুলো বেশি বেশি পেয়ে আমি খুশি ও মারামারি, কাটাকাটি হানাহানিগুলো এক্কেবারে কমে যাওয়াতে মনে হয় ব্লগে শান্তিতে মানুষ চোখ বুলাতে পারে আজকাল।
আর অনেক ভালো ভালো গল্পকার, কবি বা সাহিত্যকরা হারিয়ে গেছে হয়তো তবে ইদানিং এত ভালো ভালো পুচ্চিপাচ্চি ভাইয়া আর আপুগুলোও যে এত্ত এত্ত অবাক করা ভালো ভালো কবিতা গল্প লিখছে যে দেখে বিস্ময়ে অবাক হয়ে যাই আমি। মন ভরে যায় ভালো লাগায় একটু একটু দুঃখও লাগে, ভাবি এই বয়সে এদের এত বুদ্ধি আর আমার এখনও এত কম কেনো?
সে যাই হোক, নির্বাচিত পাতা ছিলো ভালো উদ্যোগ তবে সব উদ্যোগই যে শতভাগ সফলতা পাবে সেটাও আশা করাটা বোকামী। নির্বাচিত পাতার উদ্যোগ যত ভালোই হোক না কেনো সেখানে প্লানিং ও এপ্লিমেন্টে কিছু সমস্যা আছে যার হয়তো কোনো সমাধান এত সহজ নহে।
যেহেতু অনেকদিন হতেই আমরা কিছু কিছু ব্লগারগণ সিন্ডিকেট, পারস্পারিক মনোমালিন্য, বিবাদ, হানাহানি, রেষারেষি বা সম্পুর্ন ব্যাক্তিগত কারণে কাউকে কাউকে বিশেষভাবে পছন্দ করিনা মানে অপছন্দ করি কাজেই নির্বাচক মন্ডলী যদি ব্লগারদের মধ্যে থেকেই নির্বাচিত করা হয় তবে অনেক ব্লগারের নিজেদের পোস্ট নিয়ে এমন অনেক সমস্যায় পড়তে হবে বা সম্পূর্ণ মন গড়া মনোভাবের বশবর্তী হয়েই মনে হবে যে নির্বাচক বুঝি সিন্ডিকেটকারী, তাকে পছন্দ করেনা বলে তার পোস্ট নির্বাচিত করেনি বা সে সিন্ডিকেটের সদস্য না বলে তার পোস্ট নির্বাচিত হলোনা।
কাজেই সবচাইতে ভালো হ্ত এবং অতি অবশ্য তা আমার মতে, ( আমার উন্নত মস্তিস্ক প্রসুত)
১. নির্বাচকদের নাম প্রকাশ করা
২. কখন কার সিডিউল থাকবে তা সকলকে অবগত করা
৩. নির্বাচিত হবার যোগ্যতা মানে পোস্ট যেটা কিনা নির্বাচিত হতে পারে তার ক্রাইটেরিয়া (কমপক্ষে ১০ টা) ডিসাইট করা
৪. নির্বাচিত কেনো হলো না, তার সদুত্তর নির্বাচকের কাছে পাওয়া
৫. সর্বপরি যে নির্বাচক সে তার নিজের পোস্ট নির্লজ্জের মত পাবলিশ না হবার আগেই ( কথার কথা আর কি) নির্বাচিত পাতায় দিয়ে বসে থাকতে পারবেনা সেটা নিশ্চিৎ করা।
আর সবশেষে সবকিছু চিন্তা করে লেখার পরে ভাবছি কার এত দায় পড়েছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর???
কাজেই লেখক, কবি, সাহিত্যিকগণ মানে আমাদের এই ব্লগে যারা লিখছে সবাইকেই লিখতে হবে নিজের আনন্দে, ( যেহেতু ব্লগ লিখে এইখানে কেউ এক পয়সা পায়না আবার ব্লগের জন্যও পোস্ট নির্বাচন করেও যদিও কেউ এক পয়সা পায়না) কাজেই কার পোস্ট নির্বাচিততে গেলো, কে বেশি কমেন্ট পেলো, কে ঢঙ করলো, কে ফান্দে পড়লো, কারা কারা সিন্ডিকেট করলো, কারা কারা আড্ডা দিলো এসব নিয়ে মাথা না ঘামিয়ে আমার ভাইয়া আপুনিরা যারা হঠাৎ একঝাঁক তারার মত এসে গেছো আবার নতুন করে এই ব্লগাকাশে তারা মনের আনন্দে লিখে যাও। আর পুরোনোরা মনে মনে যত রাগ ক্ষোভ আর বিদ্বেষ থাকুক না কেনো ঢেকে ফেলো কালো চাদরে আর নিজের মনে লিখে যাও ( আমি পন্ডিৎ এর অনুরোধ বা মতামত বা যাই বলো তাই )
তবে হ্যাঁ ভালোবাসার স্থানে অভিমান বড় আজব চিড়িয়া। যা অকারনেই মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে।
কেউ পারে তা সামলে নিতে আর কেউ তা পারে না।
এত বড় লেকচারের জন্য স্যরি কিন্তু হরতাল ছুটি তো তাই বসে বসে মনের কথাগুলো বলেই ফেললাম।
সবশেষে একটা গান শোনো ভাইয়া.........
http://www.youtube.com/watch?v=5GSWEb6wvq8
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথমেই আপু বলি আপনি যে প্রস্তাব দিয়েছেন সেখানে ক্যাচাল আরও বেড়ে যাবে। কারণ যারা ভলেন্টিয়ার হয়ে নির্বাচকের ভূমিকায় আছেন তারা কারও না কারও স্বজন। এতে করে যখন কারও প্রাণ প্রিয় পোস্ট নির্বাচিত পাতায় স্থান না পাবে তখন সে আরও বেশি ক্যাচাল সৃষ্টি করার সুযোগ পাবে এবং নির্বাচক মণ্ডলীরা মন খুলে নির্বাচন করতে পারবেনা। গোপন আছে বলেই স্বজন প্রীতি অনেক কম হয়।
ধরেন কেউ উমুককে দেখতে পায়না তাই তার বিরুদ্ধে একটি পোস্ট দিয়ে দিলো তখন তার পক্ষের নির্বাচক পোস্ট উঠিয়ে দিলো নির্বাচনী পাতায় তখন আসলে কলুষিত হবে সামুরই পরিবেশ।
আপনি জানতে চেয়েছেন এত দায় পড়েছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর?
দীর্ঘদিনের পথ চলায় সামহোয়্যার ইন ব্লগ থেকে অনেক কিছুই পেয়েছি। কিন্তু বিনিময়ে কিছু দিতে পারিনি এই ব্লগটিকে। আমার এই দীর্ঘদিনের পথ চলায় যে ব্যাপারটি সবচেয়ে বেশী চোখে পরেছে সেটি হল এর নির্বাচনী পাতা নিয়ে কঠোর সমালোচনা। নির্বাচক মণ্ডলী নিয়ে আমার কোন সংশয় নেই। তবে ব্লগটির একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি নির্বাচনী পাতা নিয়ে আমার একান্ত কিছু সাজেশন দিতে চাই। যদিও এমন সাজেশন দেয়া আমার মানায় কিনা কিংবা বেয়াদবি হয়ে যায় কিনা বলতে পারছিনা আর যদিও হয়েও যায় আমাকে ক্ষমা করে দেবে ব্লগ কর্তৃপক্ষ এই প্রত্যাশা রইল।
আমার দৃষ্টিতে নির্বাচনী পাতার একটি নির্দিষ্ট টাইম শিডিউল মেনে চলা উচিত। অনেক সময় দেখা যায় ধরুন ১১ টার সময় কেউ পোস্ট দিল সেটি সাথে সাথে নির্বাচনী পাতায় চলে যাচ্ছে আর যে কিনা পোস্ট দিল ৯ টার সময় তার পোস্ট নির্বাচিত পাতায় গেল ১২ টার সময়। তাই আমি মনে করি নির্বাচনী পাতার সকল প্রকার সমালোচনা উতরাতে হলে একে একটি নির্দিষ্ট টাইম শিডিউল মেনে চলা উচিত। আবার অনেক সময় রাত ১ টা হতে সকাল ৬ টা পর্যন্ত যেসব পোস্ট আসে অনেক সময় সেগুলো থেকে পোস্ট নির্বাচিত হয় না। তাই আমার সাজেশন হল;
যেমন ধরুন রাত ১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত একটি স্লট থাকবে এর মাঝে কোন পোস্ট নির্বাচনী পাতায় যাবেনা। এই সময়ের মাঝে যত পোস্ট আসবে সব নির্বাচিত পাতায় দেয়া হবে দুপুর ১২ টার পরে। আর দুপুর ১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত যত পোস্ট আসবে সেগুলো নির্বাচনী পাতায় দেয়া হবে রাত ১২ টার পর। তাহলে মোটামুটি বেশীরভাগ ভাল পোষ্টগুলো স্থান পাবে নির্বাচনী পাতায় আর এতে করে কেউ মান অভিমান করতে পারবেনা।
শেষ আর একটি কথা আগে যেভাবে নির্বাচনী পাতার ট্যাব টি সামনে ছিল সেভাবে সামনেই ফিরিয়ে আনলে ভাল হয়। এবং নির্বাচনী পাতা নিয়ে যেন কারো কোন প্রকার কনফিউশন না থাকে সেজন্য নোটিশ বোর্ডের মাধ্যমে সবাইকে এর কার্যপ্রণালী জানিয়ে দিলে ভাল হয়।
সবশেষে বলতে চাই, নির্বাচনী পাতায় পোস্ট বিভাগ হিসেবে আশা উচিত। যেমন প্রতিদিনের পোস্ট গুলো থেকে সবচেয়ে ভাল একটি বা দুটি করে গল্প, কবিতা, ছবি ব্লগ, ভ্রমন, শিক্ষা মূলক, ফিচার, চলমান দেশ, আন্তর্জাতিক, অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি সব বিভাগ থেকে ওই দিনের সবচেয়ে ভাল পোস্টের মাঝে একটি বা দুটি করে পোস্ট অথবা বেশী হলে তিনটি করে। এতে করে সবার মাঝে একটি প্রতিযোগিতা মূলক মনোভাব আসবে। ব্লগের কোয়ালিটি বাড়বে বলেই আমি মনে করি।
অনেক কিছু লিখে ফেললাম। আমি সবসময় চাই আর কিছু হোক বা না হোক এই ব্লগটির ভাল হোক।
এতগুলো কথা লিখে ফেললাম এর একটি কারন আমি নিজের অজান্তেই এই ব্লগটিকে ভীষণ ভালবেসে ফেলেছি। কেন ভালোবাসি সেটা হল ব্লগটির কাছ থেকে যা পেয়েছি সেটা আমি অতি খুদ্র একজন মানুষ হিসেবে অনেক বেশী কিছু পেয়েছি।
৩৬| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: "আর বই, যদিও ছাপাতে সক্ষম হও সেখানে নিজের পকেটের টাকাই খরচ করতে হবে কিন্তু পাঠক কিংবা ক্রেতা পেতে একজন নতুন লেখক হিসেবে হতাশায় নিমজ্জিত হতে হবে। তারপর দেখা যাবে নিজের বই নিজেই কিনে নিতে হচ্ছে। ব্লগে কিছু লিখে বেশ মন্তব্য পাচ্ছি বা হিট হচ্ছে কিন্তু বাস্তবে যদি একটি বই বের করি সেগুলো ঘুণপোকায় কাটবে। তারচেয়ে ব্লগ আমাকে লেখার মান উন্নয়ন করার জন্য ফ্রী সুযোগ করে দিচ্ছে ধীরে ধীরে পরিচিতি এনে দিচ্ছে। এইযে এতটা সুযোগ আমাকে ফ্রী ফ্রী করে দিচ্ছে তার জন্য কৃতজ্ঞ। আর নিজের লেখা নিজের কাছে সবসময়ই সেরা লাগবে এটাই স্বাভাবিক। আজকে এই ব্লগে লেখার সুযোগ করে দিয়ে নিশ্চয় ব্লগ কর্তৃপক্ষ কোন অপরাধ করে ফেলেনি"
সহ্মত
আর একটি কথা, নতুন ব্লগার...পুরাতন ব্লগার ইস্যুটা শুনলেই খুব কষ্ট পাই। ভাই, নতুন ব্লগাররা কি এতটাই অর্বাচীন? তারা কোন ভাল লেখাই দিতে পারছেনা? আর আগের তথাকথিত মহাতারকা ব্লগাররা পরতিদিন একটি করে "মহাকাব্য" রচনা করতেন? (সরি টু সে)। একটা কথাই বলব, প্রতিটি ব্লগারকে সমানভাবে সম্মান দেখানো একান্ত জরুরী। কারণ, সকল ব্লগার (হয়ত দু'একজন ব্যাতিক্রম হতে পারে) বল্গে লেখালেখি করেন মনের খোরাক জগাতে, অন্য কোন স্বার্থ হাসিল করতে নয়; আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি।
গুরুত্বপূর্ণ পোষ্টের জন্য 'কান্ডারি অথর্ব' ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রতিটি ব্লগারকে সমানভাবে সম্মান দেখানো একান্ত জরুরী।
ধন্যবাদ।
৩৭| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: যতই বলি না কেনো , কেউ যদি এই মুহুর্তে আমাকে নির্বাচক বানিয়ে দেয় আমি নিজেও পারবো না শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পোস্ট নির্বাচিত করতে ।
কিছু ত্রুটি সব সময়ই থাকবে ! কিছু সমালোচনা আমাদের নিচু মানসিকতারও পরিচয় বহন করে !
আপনার দেয়া " নির্বাচকের বিরুদ্ধে পোস্ট " উদাহরণে আপনি একটি উল্লেখযোগ্য উদাহরণ বাদ দিয়েছেন ।
একজন আছেন যার বেশীরভাগ পোস্টই নির্বাচিত পাতায় যায়,এমনকি সেটা যদি সাময়িক পোস্ট হয়ও তবেও যায় । তিনি ভালো লেখেন না খারাপ লেখেন সেই প্রশ্নে যাচ্ছি না , সেটা বুঝার ক্ষমতা বা যোগ্যতাও আমার নাই ।
তবে একবার তার একটা পোস্ট নির্বাচিত পাতায় যায় নি বলে তিনি ফেসবুকে এসে হাউমাউ শুরু করে দিয়েছিলেন । পোস্ট নির্বাচিত পাতায় যাওয়া বা না যাওয়া ব্লগের অভ্যন্তরীন বিষয় । সেটাকে ফেসবুকের মত ওপেন প্ল্যাটফর্মে নিয়ে এসে হাউমাউ করা কতটা সমীচীন সেদিন আমার বোধগম্য হয় নি ।
যে ব্যাক্তির প্রত্যেকটা পোস্ট নির্বাচিত পাতায় গেলে তিনি নির্বাচকদের প্রশংসা করেন না , একটা পোস্ট নির্বাচিত পাতায় না গেলে নির্বাচকদের বিরুদ্ধে হাউমাউ করাটা কি তার উচিত ?
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
দুঃখিত মন্ত্রী মহোদয় আমি এই পোস্ট নির্বাচক মণ্ডলীর বিরুদ্ধে কোন ভাবেই দেই নি। বরং আমাদের নিজেদের উপর ক্ষোভটাই বেশি। অনেকে নিজ নিজ ব্লগেই লিখে রেখেছেন সামুর বিরুদ্ধে প্রতিবাদী শ্লোগান মানে তাদের মতে সামু সবসময় খারাপ। কিন্তু ওই সব মানুষগুলো যখন সামুর পক্ষে গুন গাইতেন কিন্তু পরবর্তীতে কর্ম দোষে ছিটকে গেছেন তখনই হয়ে যায় তাদের কাছে সামু খারাপ। সামু আর আগের মত নাই। এই দোষ নিশ্চয় সামুর নয়।
অনেকে আবার দেখেছি কোথাও কোথাও ডিম ভাঁজি খেয়ে তুষ্ট হয় আবার কোথাও ডিম ভাঁজি খেতে চায়না বলেই জাহির করে। তাদের চরিত্র বোঝা বড় দ্বায়। সেই কারণেই যত ভালো বুয়েট থেকে ইঞ্জিনিয়ার এনেই আপনি সামুকে ঠিক করার ব্যাবস্থা নেন না কেন সামু কখনই আগের মত থাকবেনা।
আপনার উদাহরণের সাথে আমি শতভাগ সহমত জানাই। সামুর দোষ অন্য কোথাও প্রচার করা আরও বেশি ঘৃণার কাজ। কিন্তু একবার ভেবে দেখুন এই জন্য কি নির্বাচকরাও তাদের স্বজন প্রীতির জন্য দোষী নন এবং যেসব ব্লগার নিজ পাতে খেয়ে নিজ পাতেই ছিদ্র করে তারাও কি দোষী নয় ?
৩৮| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
শায়মা বলেছেন: ভাইয়া তোমার জবাবের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই বলার আছে আমার! হয়তো কখনও বলবো নয়তো কখনও না!
তোমার পুরো পোস্ট বা আমার কমেন্টের জবাবের স্পেসিফিক কনক্লুশনটা আমি ভালো বুঝিনি, আবারও পড়তে হবে বুঝতে হবে আমাকে তুমি আসলে ঠিক কি বলতে চেয়েছো!
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আমি নিজেও ঠিক বুঝতে পারছিনা আপনার মন্তব্যে কিছু সাজেশন ছিলো তার বিপরীতে আমিও কিছু সাজেশন দিয়েছি। এখানে অন্য কিছু আমি বলিনি। তবে সবারই একান্তই কিছু ভাবনা থাকে যা শেয়ার কেউ করে কেউ করেনা। আপনি হয়ত আপু আমার এই পোস্ট ঠিক বুঝতে পারেন নি।
আমার কথা খুব স্পষ্ট
নির্বাচক মণ্ডলীদের মাঝে নিরপেক্ষতা থাকুক এবং ব্লগাররা যারা পোস্ট এবং নির্বাচনী পাতা যাচাই না করেই নির্বাচক মণ্ডলীদের ঘাড়ে দোষ চাপায় এবং সামুর দিকে আঙ্গুল তুলে বলে যে সামু আর আগের মত নাই তাদের উভয়ের প্রতি বিনীত অনুরোধ যেন এমনটি না করেন।
৩৯| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
বাংলার হাসান বলেছেন: শুধু বাছাই কৃত ব্লগারদের পোস্ট না পড়ে সকলের লেখা পড়া উচিৎ।
অন্যদের বিষয়ে বলতে পারবো না। চেষ্টা করি যে কোন পোষ্ট পড়তে সময় এবং কাজের চাপে মাঝে তো দীর্ঘ দিন ব্লগেই আসতে পারি নাই।
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার মূল বক্তব্য এটিই,
শুধু বাছাই কৃত ব্লগারদের পোস্ট না পড়ে সকলের লেখা পড়া উচিৎ।
৪০| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মডুদের গ্রহনযোগ্য ও যৌক্তিক সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে। কেউ মডুদের ভুলের প্রতিবাদে পোস্ট দিলে মডুদের দোষ না দেখে মডুর বন্ধু হওয়াই বা অন্য যেকোন কারণে সে মডুর দালালি করতে অনেককে দেখা যায়।
দালাল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০১৩ সালের নভেম্বর মাসের আপনার পোস্ট পর্যন্ত সব যায়গায় থাকতে পারে।
আপনি মানেন আর না মানেন এটিই সত্য যে সামুর সবচেয়ে বিতর্কিত বিষয় হচ্ছে নির্বাচিত পাতা। নির্বাচকরা নিজের ভুলের জন্য অনুতপ্ত না হয়ে কেউ তাদের ভুলের সমালোচনা করলে সমালোচনাকারীর পেছনে নিজে লাগা বা অন্য কাউকে লেলিয়ে দেওয়া দুঃখজনক।
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
দালাল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০১৩ সালের নভেম্বর মাসের আপনার পোস্ট পর্যন্ত সব যায়গায় থাকতে পারে।
সুপার লাইক। হয়ত এই পোস্ট দিয়ে আমি আজকে নিজেও সকল ব্লগার এবং সকল মডুদের শত্রুতে পরিণত হয়ে গিয়েছি এর মধ্যেই।
আমি যখন বহু কষ্ট করে একটি পোস্ট দেই তখন সেটা নির্বাচিত পাতায় না গেলে মন খারাপ হতেই পারে। তবে আমার পোস্ট নির্বাচিত পাতায় যাওয়ার পরিসংখ্যান হিসেব করেই মন খারাপ করা উচিত। আমার সব পোস্ট যে মান সম্পন্ন হবে সেটাও ঠিক না। তবে মান সম্পন্ন পোস্ট রেখে যদি অপেক্ষাকৃত কম মান সম্পন্ন পোস্ট নির্বাচিত করা হয় অথবা হুট করে বলা নেই কওয়া নেই একটি পোস্ট নির্বাচিত পাতায় উঠিয়ে দেয়া হয় তখন ব্যাপারটা সত্যি দুঃখ জনক হয়ে থাকে।
তবে নির্বাচকরা মানুষ আমার মতই সাধারণ ব্লগার। যখন আপনাকে দায়িত্ব দেয়া হবে আপনিও দেখবেন পরিপূর্ণ ভাবে নির্বাচিত করতে পারছেন না। অনেক সময় ভালো পোস্ট নজর এড়িয়ে যেতেই পারে ।
আর এই নিয়ে নির্বাচকদের বিরুদ্ধে ঢালাও ভাবে অভিযোগ করা কিংবা তাদের নিয়ে তীব্র সমালোচনা না করে বরং যদি আমি নিজে ধৈর্য ধারণ করি এবং পরবর্তী পোস্টের প্রতি মনোযোগ দেই তবেই সার্থকতা। আর সবচেয়ে বড় কথা আমার কাছে আমার পোস্ট সেরা হবে এটাই স্বাভাবিক কিন্তু যিনি নির্বাচক হয়ত তার কাছে ভালো লাগতে নাই পারে। এইজন্য যে নির্বাচকদের গুষ্ঠি উদ্ধার করতে হবে সেটাও কাম্য নয়।
আমি মানি সামুর সবচেয়ে বিতর্কিত বিষয় এই নির্বাচনী পাতা কিন্তু সেটা কেন হচ্ছে আর কারা করছে সেটাও ভেবে দেখা উচিত। তবে নির্বাচনী পাতায় বেশির ভাগই ভালো পোস্ট যায় যে দুই একটি নিয়ে বিতর্ক হয় শুধু সেই কারণেই পুরো নির্বাচনী সিস্টেম এবং নির্বাচকদের দোষ দেয়া ঠিক নয়। আপনি দেখবেন নির্বাচনী পাতায় অনেক ভালো পোস্ট পাঠকের অভাবে লজ্জায় মুখ থুবরে পরে থাকে কিন্তু এই অবস্থার জন্য নিশ্চয় নির্বাচক নয় আমরা নিজেরা দোষী।
আর নির্বাচনী পাতায় কারও পোস্ট স্থান নাপেলে যেমন বলেছেন সমালোচনা করার কথা তেমনি নির্বাচনী পাতায় স্থান পেলে অন্তত ধন্যবাদ দিতে কেন এত কার্পণ্য।
যাই হোক আমি আপনার এই কথার সাথে মর্মাহত যে নির্বাচকরা নিজের ভুলের জন্য অনুতপ্ত না হয়ে কেউ তাদের ভুলের সমালোচনা করলে সমালোচনাকারীর পেছনে নিজে লাগা বা অন্য কাউকে লেলিয়ে দেওয়া দুঃখজনক। এমনটা যদি কেউ করে থাকেন তবে সেটা ভীষণ অন্যায়।
৪১| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
তৈল মর্দন যুগউপযোগী ও কার্যকরী । দিতে সমস্যা কি?
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
তাইত দিচ্ছি।
৪২| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ একটি কমিউনিটি ব্লগ ! এক কথা , এখানে সকল ধরনের মন মানসিকতার ব্লগার আছেন , সামু যদি সরকারের পক্ষের পোষ্ট গুরুত্ব দেয় তাহলে বিপক্ষের লোখজন নাখোশ হয় , বিপক্ষের টা দিলে পক্ষের লোকজন ! এক্ষেত্রে সামু কি করতে পারে ! কিছুই না ! স্বাভাবিক নীতির বিরুদ্ধে গেলে যা হবার তাই হয় !
এবার আসি এর বাইরে নির্বাচিত ট্যাব নিয়ে , নির্বাচিত ট্যাব নিয়ে ব্লগারদের ক্ষোভ আজন্ম ! সামুতে প্রতিদিন কত পোষ্ট আসে ?
অনেক ভালো লেখক পাঠক পান না , এখানে স্বাভাবিক ভাবেই গিভ এন্ড টেক এর ধারণা টি চলে আসে , কথা হচ্ছে এটা কি উচিৎ নাকি ?
সত্য কথা হচ্ছে উচিৎ না হলেও কিছু করার নেই , কেননা সামুর ব্লগাররা পোষ্টে মন্তব্য করার জন্য বাধ্য নয় , আপনি আমার ব্লগে আসবেন , কষ্ট করে লিখা পোষ্টের কন্টেন্ট অনুযায়ী আলোচনার অংশ নিবেন , আমি আপনার পোষ্টে যাবো , আপনি ভালো লিখলে আপনার লিখা আমি পড়বো , কেননা আমি আমার দিনের সব কাজ শেষে ভালো কিছু শেখার জন্য সামুতে আসি ! আপনি যদি ছাইপাস লিখেন তাহলে ৪র্থ দিন থেকে আমি আর আমার সময় নষ্ট করবোনা , অনেকে শুধুমাত্র নাম দেখে পোষ্টে যান ,কেননা তারা প্রমাণ করেছেন তাদের ব্লগে গেলে আপনি হতাশ হবেন না , যারা ভালো লিখছেন তাদের উচিৎ অন্যের পোষ্টে আলোচনায় অংশ নেয়া !
আমি সবার আগে অনুসারিত ট্যাব দেখি , তারপর নির্বাচিত পাতা , তারপর সকল পাতা ,যতক্ষণ আমার ব্লগের জন্য বরাদ্দকৃত সময় থাকে !
অনেকেই দেখি নির্বাচিত পাতায় যান না , আবার ভালো লেখক রা পাঠক পান না , সামুতে ভালো পোষ্ট নেই বলে চিৎকার চেচামেচী করেন তাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে আপনি কি নিজে সব ভালো পোষ্ট পড়েন ? সব জায়গায় আপনার মন্তব্য আছে , আপনি মন্তব্য করলে সাম্প্রতিক মন্তব্যের ঘরে সেই পোষ্টে অনেকের নজর পড়ে , হয়তো মডূদের ও !
যদি না করে থাকেন হুদাই চিল্লাচিল্লি করে লাভ নাই , আগে নিজের কাজে সচেতন হলে আপনি অন্যকে জ্ঞান দেয়ার অধিকার রাখেন , আর নিজেই মানুষের ব্লগে কমেন্ট করেনা না , অথচ এই পোষ্ট কেন নির্বাচিত পাতায় নেই বলার অধিকার ও আপনার নেই !
একজন ভালো লেখক যেভাবে পাঠকের নজরে পড়বেন, ঠিক একই ভাবে নির্বাচকদের নজরেও পড়বেন , এর জন্য তাকেও একটু দায়িত্বশীল হতে হবে ! ব্লগের স্বাভাবিক কিছু নিয়ম নীতির ভিতরে আসতে হবে , কিছু তো অলিখিত এই যেমন ধরেন গিভ এন্ড টেক ব্যাপারটা !
নির্বাচিত করেন নির্বাচক রা , তাদের নিজস্ব পছন্দের ভিত্তিতে ! আপনি যদি সত্যিকার অর্থে দায়িত্বশীল ব্লগার হোন কোন ভালো পোষ্ট দেখলে সেটা ফেসবুকে শেয়ার করতে পারেন , নির্বাচকদের সাহায্য করার এটা একটা উপায় হতে পারে !
কথা একটাই সবাই নিজের কাজ টা করলে সব কিছু সুন্দর হয় !
আর বাছাইকৃত পোষ্ট না পড়ে সব পোষ্ট পড়ার মন মানসিকতা যেভাবে ঠিক একই ভাবে এটা কিছুক্ষেত্রে কঠিন ও বটে , কেননা সবাই নিজের সব কাজ এর ফাঁকে ব্লগে আসেন , কারো হাতেই অফুরন্ত সময় নেই , সারাদিন বসে দেখে দেখে সব পোষ্ট পড়ার ,মন্তব্য করার !
এক্ষেত্রে ব্লগীয় ইন্টারেকশনের গুরুত্ব অসীম !
চমৎকার পোষ্টে শুভেচ্ছা !
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তোর কাছে একটি প্রশ্ন তুই সারাদিনে ব্লগে থাকিস কত ঘন্টা ? এরপর তোর মন্তব্যের জবাব দেবো।
তবে কথা হলো একটাই সবাই নিজের কাজ টা করলে সব কিছু সুন্দর হয়।
অনেকেই দেখি নির্বাচিত পাতায় যান না , আবার ভালো লেখক রা পাঠক পান না , সামুতে ভালো পোষ্ট নেই বলে চিৎকার চেচামেচী করেন তাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে আপনি কি নিজে সব ভালো পোষ্ট পড়েন ? সব জায়গায় আপনার মন্তব্য আছে , আপনি মন্তব্য করলে সাম্প্রতিক মন্তব্যের ঘরে সেই পোষ্টে অনেকের নজর পড়ে , হয়তো মডূদের ও !
যদি না করে থাকেন হুদাই চিল্লাচিল্লি করে লাভ নাই , আগে নিজের কাজে সচেতন হলে আপনি অন্যকে জ্ঞান দেয়ার অধিকার রাখেন , আর নিজেই মানুষের ব্লগে কমেন্ট করেনা না , অথচ এই পোষ্ট কেন নির্বাচিত পাতায় নেই বলার অধিকার ও আপনার নেই !
৪৩| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
শায়মা বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ একটি কমিউনিটি ব্লগ ! এক কথা , এখানে সকল ধরনের মন মানসিকতার ব্লগার আছেন , সামু যদি সরকারের পক্ষের পোষ্ট গুরুত্ব দেয় তাহলে বিপক্ষের লোখজন নাখোশ হয় , বিপক্ষের টা দিলে পক্ষের লোকজন ! এক্ষেত্রে সামু কি করতে পারে ! কিছুই না ! স্বাভাবিক নীতির বিরুদ্ধে গেলে যা হবার তাই হয় !
এবার আসি এর বাইরে নির্বাচিত ট্যাব নিয়ে , নির্বাচিত ট্যাব নিয়ে ব্লগারদের ক্ষোভ আজন্ম ! সামুতে প্রতিদিন কত পোষ্ট আসে ?
অনেক ভালো লেখক পাঠক পান না , এখানে স্বাভাবিক ভাবেই গিভ এন্ড টেক এর ধারণা টি চলে আসে , কথা হচ্ছে এটা কি উচিৎ নাকি ?
সত্য কথা হচ্ছে উচিৎ না হলেও কিছু করার নেই , কেননা সামুর ব্লগাররা পোষ্টে মন্তব্য করার জন্য বাধ্য নয় , আপনি আমার ব্লগে আসবেন , কষ্ট করে লিখা পোষ্টের কন্টেন্ট অনুযায়ী আলোচনার অংশ নিবেন , আমি আপনার পোষ্টে যাবো , আপনি ভালো লিখলে আপনার লিখা আমি পড়বো , কেননা আমি আমার দিনের সব কাজ শেষে ভালো কিছু শেখার জন্য সামুতে আসি ! আপনি যদি ছাইপাস লিখেন তাহলে ৪র্থ দিন থেকে আমি আর আমার সময় নষ্ট করবোনা , অনেকে শুধুমাত্র নাম দেখে পোষ্টে যান ,কেননা তারা প্রমাণ করেছেন তাদের ব্লগে গেলে আপনি হতাশ হবেন না , যারা ভালো লিখছেন তাদের উচিৎ অন্যের পোষ্টে আলোচনায় অংশ নেয়া !
পুরো কমেন্ট এখনও পড়িনি। এতটুকু পড়েই আমি অভিভাইয়ার ফ্যান হয়ে গেলাম।
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি এত কষ্ট করে পোস্ট দিলাম আর আপু আপনি কিনা অভির ফ্যান হলেন। আমি কি দোষ করলাম ? আমিত নির্বাচক এবং ব্লগার সবার উপকারই করতে চাইলাম।
৪৪| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭
আমিনুর রহমান বলেছেন:
আজাইরা পোষ্টে +++
কথায় আছে যার নয়ে হয় না তার নব্বইয়ে হবে না, সেটাই সত্য, অতএব এই ধরণের পোষ্ট আমার কাছে আজাইরা মনে হয়। যারা এই পোষ্টের ভাষ্য বুঝবে বা বোঝার চেষ্টা করবে তারা যৌক্তিক বিশ্লেষণ করার চেষ্টা করবে এবং তার প্রমাণও দেখা যাচ্ছে। আর যারা অতিশয় ইন্টেলেকচুয়াল (যাদের জ্ঞান চোয়ালে গিয়ে আটকে গেছে বের হতে পারছে না) তারা আক্রমনমূলক মনোভাব নিয়ে ঝাপিয়ে পড়বে।
মাননীয় মন্ত্রী মহোদয় ও স্বপ্নবাজ অভি'র কমেন্টে সুপার্ব লাইক।
পরিশেষে বলতে চাই আপনে কি সামুর দালাল যে এই ধরণের পোষ্ট দিলেন !!!
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এই কারণেই হয়ত আমি অথর্ব। এই কলি আবতারের যুগে এমন এক আজাইরা মার্কা পোস্ট দিলাম যে এর পাঠ উদ্ধার করতে যেয়ে অনেকেই হিমশিম খাচ্ছে। এখন মনে হচ্ছে আমি নিজেই সেই জ্ঞানের সাগরে হাবুডুবু খাচ্ছি। বঙ্কিমচন্দ্র হয়ত বেঁচে থাকলে আমার এই বেহাল অবস্থা দেখলে নিজেও লজ্জা পেতেন। যাই হোক আপনি জানতে চেয়েছেন,
আমি সামুর দালাল কিনা ?
আচ্ছা ভাই ধরেন আমার এলাকায় পানির খুব সংকট এখন আমি যদি সেখানে একটা নলকূপ খনন করে আমার বাবার নামে চালাই তাহলে যদি আমি সেইক্ষেত্রে আমার বাবার দালাল হই তাহলে সামুতে লিখে লেখক হিসেবে নিজেকে ভাবতে শুরু করলে, বিশাল সাহিত্য জ্ঞানী হিসেবে ভাবতে শুরু করে দিলে অবশ্যই আমি সামুর দালাল।
৪৫| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , আমি কতক্ষণ ব্লগে থাকি ?
ছুটির দিনে সারাক্ষণ ই আমার সামু খোলা থাকে , আর তা ছাড়া দিনের বেলা সময় পেলে ঘন্টাখানেকের জন্য , আর আমি রুটিন করে রাত ৮-১০ টা পর্যন্ত ব্লগে থাকি , কিন্তু তার মানে এই নয় যে আমি এই দু ঘন্টা কন্টিনিউসালি পোষ্ট পড়ি , অন্য কাজ ও থাকে ! আবার মাঝে মাঝে ঘুম না পেলে গভীর রাতেও ঘুরে যাই !
আগেও বলেছি আমি সবার আগে আমার অনুসারিত ট্যাব দেখি , কেননা আমি জানি আমি হতাশ হবোনা ! তারপর নির্বাচিত ট্যাব , এখানে কিছু পরিক্ষীত লোকের ভালোলাগা কিছু পোষ্ট আছে তারপর সময় থাকলে অন্য পোষ্ট পড়ি !
উত্তর দিলাম এবার জবাব দেন !
আর আবার যখন এলাম আরো কিছু কথা বলেই যাই , নির্বাচিত ট্যাব নিয়ে ব্লগারদের ক্ষোভ থাকাটা স্বাভাবিক কেননা এত ব্লগারকে খুশি করা সম্ভব না , একজন সাধারণ পাঠক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ভালো পোষ্টে মন্তব্য করা , ভালো পাঠক হতে না পারলে আপনি ভালো লেখক ও হতে পারবেন না , যতোই ভালো লিখেন ! নির্বাচিত ট্যাব নিয়ে সমালোচনা আমি মনে করি চলবেই , তবে এক্ষেত্রে সামুকে একটু দায়িত্বশীল হতে হবে ! আর এটা অস্বীকার করার উপায় নেই এই সমালোচনা গুলো সামু ভালোভাবেই নেয় , সাহায্য করার দায়িত্ব কিন্তু আপনার আর আমার !
আমি ১০ দিন পর একদিন ব্লগে এলাম , এসেই বলে গেলাম দূর কি সব পোষ্ট নির্বাচিত হয়ে আছে এর চেয়ে ভালো পোষ্ট বাইরে পড়ে আছে ! আমি বলবো ইউ আর এ বুলশিট , আপনার অধিকার নেই এই কথা বলার ! আপনি যদি ১০ দিন পর একদিন ব্লগে এসে নিজের গন্ডীর ভিতরে থাকা পোষ্ট শেষ করে অন্য ভালো পোষ্টে মন্তব্য করেন , তাহলে আপনি কিছু একটা বলতে পারেন !
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
সময় ...... নিয়ে তোকে এই কারনেই প্রশ্ন করেছি কারন তুই কবিতা সংকলন করে আসছিস। আর সংকলন করতে হলে অবশ্যই তোকে সব কবিতাই পড়তে হবে। এক্ষেত্রে নিশ্চয় শুধু অনুসারিত ব্লগ এবং শুধু যারা তোকে মন্তব্য করে শুধু তাদের কবিতা পড়লে তোর সংকলন সঠিক হবেনা। এই কথা তুই ভালো করেই জানিস। এবং যখন সব কবিতা তোকে পড়তেই হয় সেই সব পোস্টে নিশ্চয় কবিতার ভালো মন্দ নিয়ে মন্তব্যও করিস। আর যদি সেটা না করিস তবে তোর সংকলন করার অর্থ বৃথা যাবে।
ঠিক তেমনই একজন নির্বাচক যিনি হবেন তার সকল পোস্ট পড়েই নির্বাচন করতে হবে। এই ক্ষেত্রে কেবল নিক দেখেই পোস্ট নির্বাচন করলে সেটা সঠিক নির্বাচন পদ্ধতি বলে বিবেচিত হবেনা।
আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি।
৪৬| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ও ! নতুন ফ্যান পেয়ে ভালোই লাগলো ! অবশ্য শীতকাল এসে পড়েছে !
যাই হোক আমি নিজেই শায়মা আপুর ফ্যান , আপনার পোষ্টে সুযোগ পেয়ে বলে দিলাম আর কি !
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
তুই বলেছিস, ছুটির দিনে সারাক্ষণ ই আমার সামু খোলা থাকে , আর তা ছাড়া দিনের বেলা সময় পেলে ঘন্টাখানেকের জন্য , আর আমি রুটিন করে রাত ৮-১০ টা পর্যন্ত ব্লগে থাকি , কিন্তু তার মানে এই নয় যে আমি এই দু ঘন্টা কন্টিনিউসালি পোষ্ট পড়ি , অন্য কাজ ও থাকে ! আবার মাঝে মাঝে ঘুম না পেলে গভীর রাতেও ঘুরে যাই !
এই কথার পর আমি তোর ফ্যান না বরং এসি হয়ে গেলাম।
৪৭| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হ্যা আপনি ঠিক বলেছেন।পোস্ট হিট বাড়ানোর বা মন্তব্য বাড়ানোর একমাত্র উপায় হলো ব্লগিং ইন্টারেক্সান। যার সবচেয়ে বড় উদাহারণ শায়মা আপু। শায়মাপুর একটি পোস্টও আমি দেখিনি যে পোষ্ট কম পঠিত হয়েছে বা কম মন্তব্য পেয়েছে। তার জনপ্রিয় হওয়ার পাশাপাশি প্রতি পোষ্টে এতগুলো মন্তব্য পাওয়ার একমাত্র কারণ হলো তার ব্লগিং ইন্টারেকশান প্রশংসা করার মত।
আমি আপনার এ কথাও মানি নির্বাচকরাও মানুষ। তাদের ভুল হতেই পারে। এখানে কারো কোন সমস্যা নেই। সমস্যা হলো নির্বাচকরা যখন নিজের ভুল স্বিকার করতে চাননা তখন। আমিএকজন মানুষ আর মানুষ মাত্রই ভুল। ভুল না হলে আমি এলিয়েন। কিন্তু আমি যখন আমার ভুল বুঝতে পারবো তখন আমার নিজের ভুলটি স্বিকার না করে যে আমার ভুল ধরেছে তাকে যদি আমার শত্রু মনে করা শুরু করি তাহলে সেটা কী যৌক্তিক?? নিশ্চয় না। আমি এটাই বলতে চেয়েছি।
আপনার পোস্টের সাথে সহমত পোষন করছি।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আপনিত একজন ডাক্তার। আর এই পেশাটি পৃথিবীতে মানব সেবার জন্য সবচেয়ে বেশি মূল্যবান। একজন ভালো আদর্শবান ডাক্তারের কর্তব্য হচ্ছে ধনী গরীব যাচাই না করে চিকিৎসা করা। এটা নিশ্চয় আপনি মানবেন। আর একজন গরীব মানুষের চিকিৎসা করে হয়ত আপনার পকেট ভরবেনা কিন্তু ধনীর চিকিৎসা করলে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এখন টাকা ইনকামের জন্য যদি আপনি গরীবের চিকিৎসা না করে শুধু ধনীর চিকিৎসা করেন তবে আপনার ডাক্তারি পেশা আর মহান থাকবেনা। এটাও নিশ্চয় মানবেন।
ঠিক এমনই ব্লগে যদি শুধু নিজের পোস্টের হিটের চিন্তা না করে অন্য ভালো পোস্টগুলোতে মন্তব্য করেন তবে একজন নতুন ব্লগার হয়ত আপনার পোস্টে মন্তব্য না করলেও অনুপ্রানিত হবেন। এখন বাকি বিচার আপনার উপর আপনি কি করবেন।
৪৮| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
@ শায়মাপি,
অভির কথা কইতাছি
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত অভির এত্তগুলা এসি হয়ে গেছি।
৪৯| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: @ পনি আপুঃ
কাম কাজ ফালাইয়া বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ কেউ হয়ে উঠার চেষ্টা না করে সারাদিন ব্লগে থেকে দু একটা ভুলের জন্য যদি গালি খেতে হয় তাহলে তার গালে আমি আরেকটি থাপ্পড় দিলাম! বেক্কলের দল!...
এই অংশ টা কোণ একটা পোষ্টে আমার মন্তব্য !
পোষ্টদাতার ফাঁসি চাই !
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অভি এবং পনি আপু আমার পোস্টে পড়ে দেখুন আমি বলেই দিয়েছি যে,
আসুন এবার দেখি বিজ্ঞজনদের কিছু অভিমত সঙ্গত কারনেই কারও নাম প্রকাশ করছিনাঃ
এখন অভি নিজের নাম প্রকাশ করে খুশি হলে আমার কিছু করার নাই। সেটা অভির অভিরুচি।
৫০| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আজকেও এক প্রিয় আপুর সঙ্গে বলছিলাম যে, গিভ এন্ড টেক' বিষয়টা নিয়ে। আপু ছি ছি করলেন একবার, যেহেতু আপু আমি পালিয়ে বাঁচলাম ছিছি শুনে।
ইন্টারেকশানের ব্যাপারটাই অনেক কিছু। ব্লগে আপনি পোস্ট দিয়ে ঝিমাবেন, আর অন্যেরা আপনার পোস্টে ফুলঝুরি ফোটাবে এমন ভাবনাটাও অন্যায় মনে করি।
যে কোনো পোস্টের ব্যাপারেই এ কথা সত্য। ইন্টারেকশানের ব্যাপার এজন্যে আসে, আপনি আমার পোস্টে না আসলে আমি জানতামই না যে কান্ডারি অথর্ব বলে কেউ আছেন বা আপনার পোস্টে আমি মন্তব্য না করলে আপনি টেরই পেতেন না যে আমিও সামুতে ব্লগাই।
সুতরাং এমন ব্যাপারটাকে হালকা ভাবে বা অভিমানের চোখে অথবা সিন্ডিকেটবাজির দূরবীনে না দেখলেই বোধকরি ভালো। আপনার পচা পোস্টকে ভালোবেসে আমি ভালো বললাম, তাতে আপনার উৎসাহ বাড়লো সত্য, কিন্তু আপনার ক্ষতিটা কেমন হলো তা বুঝবেন না। সিন্ডিকেটবাজি করে বা পিঠ চাপড়িয়ে এমন কি নেমন্তন্ন করে পোস্ট পড়াতে পারবেন, কিন্তু আপনার লেখার মানের কী অবস্থা সেটা টের পাবেন না।
সবচেয়ে জরুরি আপনি সময় নিয়ে একটি পোস্ট পড়ুন, আপনার ভালো লাগা মন্দ লাগা পরিষ্কার করে বলুন। কিন্তু সময় বাঁচাতে বা সখ্য টিঁকিয়ে রাখতে কেবল ঢুঁ মেরে চলে এলাম এতেও পোস্ট দাতার উদ্দেশ্য পূরণ হলো না।
আমি কারো পোস্টে গেলাম কয়েকবার, তিনি আমার পোস্টে আসবেন না একবারও, তাহলে আমার কি ভালো লাগবে? হোক তিনি মহা পণ্ডিত বা হিরা চুন্নি পান্না পোস্ট দেন আমার তাতে যায় আসে না কিছু। তিনি তার ওজন নিয়ে স্থির থাকুন তার কাটের পিঁড়িতেই। এমন ব্যাপারগুলোও ভাবতে হবে। আমিই অন্যের ভালো ভালো পোস্টে যাবো আর আমার পোস্ট থাকবে মন্তব্যহীন তা-ই কে প্রত্যাশা করবেন?
সামু কেমন হলো তা নিয়ে ভীত হবার কিছু দেখি না। সময় বলে একটা কথা আছে, আছে যোয়ার-ভাটা শব্দও, আছে মানুষের ব্যস্ততা অবসর। সেই সঙ্গে বিষফোঁড়া হয়ে আছে সামুর সার্ভার বৈকল্য।
কাজেই হতাশ না হন বাহে। সব ঠিক হইয়া যাবে।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
যে কোনো পোস্টের ব্যাপারেই এ কথা সত্য। ইন্টারেকশানের ব্যাপার এজন্যে আসে, আপনি আমার পোস্টে না আসলে আমি জানতামই না যে কান্ডারি অথর্ব বলে কেউ আছেন বা আপনার পোস্টে আমি মন্তব্য না করলে আপনি টেরই পেতেন না যে আমিও সামুতে ব্লগাই।
প্রিয় জুলিয়ান ভাই এইত আপনি আমার পয়েন্টে এসেছেন। এখন বলুন
আপনি আর আমি যদি শুধু একে অন্যের পোস্টে মন্তব্য করেই খুশি থাকি তাহলে যারা অনেক ভালো লিখেন তাদের পোস্টে না গেলে তারাই বা আমাকে আপনাকে চিনবে কি করে ? আর আমি আপনিই বা তাদের চিনবো কি করে ? তো তারা পোস্ট দিয়ে ঝিমাবে এটাই স্বাভাবিক। যে ঝিমানোটা শুরু শুরুতে আমি আর আপনি ঝিমিয়েছিলাম।
আপনার পুরো মন্তব্যেই আমার পোস্টের উত্তর লুকিয়ে রয়েছে।
৫১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১
সায়েম মুন বলেছেন: বাপরে ভারী কথায় দেখি পোস্ট ভারী হয়ে গেছে। পোস্টের শুরুতেই তৈলবোতল দেখে ...
আমি ব্লগে তেমন একটা সময় দিতে পারতেছি না। তবে কম দেই বা বেশী দেই আগে অনুসারিত ব্লগ তারপর ফনুসারিত (নির্বাচিত) তারপর অন্যসারিত। ফনুসারিত বা অন্যসারিত থেকে আস্তে ধীরে অনুসারিত ব্লগ এ তুলে ফেলি। গিভ এন্ড টেক এর ব্যাপারটা আমি ভাল করে জানি। তবে অনেক ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া মেইনটেইন করা সম্ভব হয় না।
তবে যাই হোক না কেন। ব্লগের পরিবর্তনটা কিন্তু আস্তে ধীরে টের পাচ্ছি। সামুতে যে জিনিসটা ইদানীং ভাললাগে ক্যাচাল নেই বললেই চলে। একটা সময়তো ক্যাচাল দেখতে দেখতে দিনের আধখানা চলে যেত।
আর একটা আকস্মিক পরিবর্তন চোখে পড়ে, হুট করে সাহিত্য ঘরানার অনেক গুণী ব্লগার এখানে এসে গেছেন। যারা একদিন নামকরা লেখক, কবি বা সাহিত্যিক হয়ে যাবেন। তবে একটা বিষয় খারাপ লাগে মন রক্ষার্থে পীঠ চাপড়াচাপড়ি ধরনের কমেন্টে দেখে। কেউ এখানে পুরোদস্তুর লেখক হয়ে আসেন না। ভুলভ্রান্তি থাকতেই পারে। পাছে সহব্লগার মন খারাপ করবে এই ভয়ে আর সেটুকুও তুলে ধরা হয় না বেশীরভাগ সময়।
এই পোস্টের কল্যাণে ব্লগারগণ ব্লগ বিষয়ে তাদের মনোভাব প্রকাশ করতে পারছেন। এজন্য পোস্টে অনেক ভাললাগা।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
সায়েম ভাই এই মুহূর্তে ব্লগে ১৪৮ জন ব্লগার ও ৯৪৭ জন ভিজিটর (২৫০ জন মোবাইল থেকে) রয়েছেন। এখন ১৪৮ টি মন্তব্য আপনি একটি পোস্টে পাবেন সেটা আশা করা নেহায়েত বোকামি। কিন্তু একবার ভেবে দেখুন যারা শুধু মাত্র ভিজিটর হিসেবে রয়েছেন এনারা কারা ? সবাই যে আমার আর আপনার মতন ব্লগার সেটা কিন্তু নয়। অতএব আমি আর আপনি নির্বাচনী পাতা নিয়ে মাথা না ঘামালেও ভিজিটরদের এত সময় নেই যে উনারা সব পাতা ঘুরে দেখবেন। উনারা নির্বাচনী পাতার উপরই নির্ভর করবেন। আর সেখানে এতটুকু গাফিলতি মানে সামুর বদনাম। তাই নির্বাচনী পাতার গুরুত্ব অনেক।
আবার দেখুন যখন একটি পোস্ট ইস্টিকি হয় তার মানে হচ্ছে কোন বিশেষ পোস্ট অথবা গুরুত্বপূর্ণ পোস্ট সকল পোস্টের পাতা থেকে বাছাই করেই ইস্টিকি করা হচ্ছে। দেখবেন ইস্টিকি পোস্টে লাইক এবং মন্তব্যের হিরিক পরে যায়। কিন্তু কেন ? কারন সকলের পছন্দ হয় তাই। এখন বলেন এমন অনেক ইস্টিকি পোস্ট রয়েছে যারা আপনার আমার পোস্টে কখনও মন্তব্য করেনা। কিন্তু আমি আপনি যেয়ে কিন্তু ঠিকই মন্তব্য করে আসি। আবার কোন পরিচিত নিকের পোস্ট যদি ইস্টিকি হয় সেখানেও সবাই মন্তব্য করে। কিন্তু সেইসব নিকে ইস্টিকি হোল্ডার মহাশয় দেখবেন কখনও ঢু মেরেও দেখেনা।
অতএব আমার একটাই কথা শুধু বড় গাছেই পানি আর সার না দিয়ে চাড়া গাছগুলোর প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। নতুবা এরা অকালেই মারা যাবে।
৫২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: নতুন করে কিছু বলার নেই। আদতে সামহোয়ারইন ব্লগ এক টুকরো বাংলাদেশ। এটাই এই ব্লগের ইউনিক ফিচার
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
আর ভাই এই এক টুকরো বাংলাদেশটিকে আমাদের নিজেদের জন্যই সুন্দর করে তুলতে হবে। কেন নিজেরাই একে নষ্ট করব।
৫৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
শায়মা বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: ও ! নতুন ফ্যান পেয়ে ভালোই লাগলো ! অবশ্য শীতকাল এসে পড়েছে !
যাই হোক আমি নিজেই শায়মা আপুর ফ্যান , আপনার পোষ্টে সুযোগ পেয়ে বলে দিলাম আর কি !
ভাইয়া তোমার ঠিকানা দাও শীতকাল যেহেতু এসেই পড়েছে একটা রুমহিটার পাঠিয়ে দেই। পোস্ট হিট হিট করে মাথা হিট/হট আর কষ্ট করে করতে হবেনা (যদিও তোমার মাথা ঠান্ডা ঠান্ডা কুল কুল বুঝাই যায়) তবুও আমার দেওয়া রুম হিটারটা কম্পু এর সামনে রেখেই ছাতা মাথা যা ইচ্ছে তাই ( আমার মাথা থেকে ধার নিতে পারো চাইলে, এই সব আমি অবশ্য অবাধে ধার দিতে পারি
) লিখে দিলেও একদম হট কেক, পেস্ট্রি, পিজ্জা বনে যাবে। জানোই তো আমি পাঁকা রাঁধুনী, যত রকম রান্না আছে সব আমাকে শিখিয়েছে আমার মামনি।
ভাইয়া আমি সত্যিই কিন্তু তোমার কাব্যের ফ্যান আর চিন্তাশীল মন্তব্য দেখে মন্তব্যের ফ্যানও হয়ে গেলাম।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ ! আপু আর আমি বুঝি এতই পচা। নাহয় তোমাদের মত ভালো লিখতে পারিনা তাই বলে কি আমাকে একটু অনুপ্রেরনাও দেয়া যাবেনা।
৫৪| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমার মতো নাবালক নালায়েক ব্লগার যখন সামু’তে স্থান পায়, তখন বুঝতেই পারা যায়, মন্তব্য কেমন আসবে। তবু স্থান পাবার জন্য সামু’কে কৃতজ্ঞতা জানাতেই হয়। বড় কথা হলো, ছাইপাশ যা হোক লিখতে তো পারছি। তা আবার প্রথম পৃষ্ঠায়ও আসে। পঠিতও হয় বেশ কয়েকবার! থাকুক না মাত্র ২০ কি ১৫মিনিট, নিজের নামটি তো দেখতে পাচ্ছি!
আমি দেখেছি, দু’একটি ভালো লেখা নির্বাচিত কলামে না আসলে, কোন নিয়মিত ব্লগার যদি তা সামনে নিয়ে আসেন, তবে নির্বাচকরা তা বিবেচনা করেন। অবশ্য ব্যতিক্রমও থাকতে পারে।
সামু’র আশ্রয়ে আমার মতো অনেকেই নিজের লেখক সত্ত্বাকে খুঁজে পায় - এই খরার কালেও! আমার লেখার মন্তব্যকারীদের প্রতি আমি কত যে কৃতজ্ঞ তা সবসময় প্রকাশ করতে পারি না! সমস্যা হলো পর্যাপ্ত সময় দিতে পারি না
আমার চেয়েও আরও দুর্বল ব্লগাররা দিব্বি লিখে যাচ্ছেন, অথচ দেখা যায় তারা শিরোনামটিও সঠিক বানানে লিখেন না! তাদেরকেও মন্তব্য পেতে দেখি। এটি দেখে আমার অদ্ভুত ভালো লাগে! নতুন ব্লগে মন্তব্য দিতে আমারও ভালো লাগে, অবশ্য!
আপনার বিশ্লেষণটি ভালো লেগেছে, প্রিয় কান্ডারি অর্থব। যারা দীর্ঘদিন ধরে ব্লগিং করছে, তাদের মূল্যায়নের অবশ্যই যুক্তি থাকে। আপনারই তো ব্লগটাকে ধরে রেখেছেন! আশা করছি, এরকম চেষ্টার ফলে মডারেশন এবং ব্লগীয় যোগাযোগের উন্নয়ন হবে।
হ্যাপি ব্লগিং
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই বিশ্বাস করেন আমি এমন অনেক পোস্ট দেখেছি যার মান অনেক পরিচিত নিকের চেয়ে অনেক বেশি ভালো শুধু মাত্র নিকের অপরিচিতের কারণে মুখ থুবড়ে পরে লজ্জা পায়। তখন নিজের দিকে একবার তাকাই। আর ভাবি আরে আমার পোস্টে এত কমেন্ট তাও আবার ছাই পাশ লেখা অথচ এত সুন্দর লেখা যা আমি হাজার চেষ্টা করলেও পারবনা সেখানে মন্তব্য নাই। আর এই কারণে এরা একসময় হারিয়ে যায়। আর আমরা বলি সামু আর আগের মত নাই। আরে আমরা নিজেরাই ঠিক নাই আসি আবার সামুর দোষ ধরতে।
৫৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১২
শায়মা বলেছেন: বিথীমনি লাভইউ লাভ ইউ লাভ ইউ আপুনি!!!!! আমাকে এত এত ভালো ভালো বলার জন্য তবে তাই বলে ভেবোনা আমি আসলেও ভালোমানুষ খুব খুব !! তোমার মন্তব্য দেখে কেউ কেউ মনিটরের দিকে মাউস ছুড়ে মনিটরের গ্লাস ভেঙ্গে ফেলেছে কিনা চিন্তায় পড়লাম। (আহারে )
যাইহোক শোনো তুমি এত্তা লক্ষী মেয়ে ( কারণ আমাকে ভালো বলো আর ভালোবাসো তাই একদিন কোথায় যেন দেখলাম আমাকে অনেক সুন্দরও বলেছো( না দেখেই অবশ্য) আর তাই আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আপুনিমনি!!!!!! তাড়াতাড়ি ডাক্তার হয়ে যাও।
শোভন ভাইয়া তুমি ঠিকই বলেছিলে আসলেই পোলা তো নয় যেন জিনিয়াসের গোলা আমাদের অভিভাইয়া।
সায়েম ভাইয়া আর জুলিয়ানভাইয়াদের মন্তব্য পড়ে তাদেরও ফ্যান হয়ে গেলাম আর কান্ডারী ভাইয়া পোস্টের বেশি ফ্যান হইনি কারন পোস্টের বক্তব্যের চাইতে মন্তব্যগুলোতেই সুস্পষ্ট বক্তব্য ফুটে উঠেছে তবুও কষ্ট করে পোস্ট দেবার জন্য থ্যাংকু থ্যাংকু থ্যাংকু আর অনেক অনেক গুড উইশ!
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এই কে আছিস আমার জন্য দড়ি নিয়ে আয়।
আরে না না আমি কেন আত্মহত্যা করব আমি অভির হাত বেঁধে রাখব যেন আর মন্তব্য করতে না পারে।
৫৬| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১২
আদনান শাহ্িরয়ার বলেছেন: আমি প্রথম দিকে নির্বাচন পাতার বিষয়টাই বুঝতাম না । যখন একটু একটু বুঝতে শুরু করলাম, তখন মনে হতো নির্বাচন পাতায় যেতে পারলে ভালই হতো । কিন্তু সেখানে যাওয়ার আগেই কিছু প্রিয় সহ ব্লগার আমার পোস্টে কমেন্ট করে আমাকে উৎসাহ দিলেন তখন বুঝলাম নির্বাচন পাতায় যাওয়া না এমন কোনও বিশাল বিষয় নয় । এরপরে ওটা নিয়ে মাথা ঘামায়নি আর । কোনও পোস্ট গেলে দেখেছি, কিন্তু সেটা আছে নাকি সরিয়ে ফেলা হয়েছে এগুলান খোঁজও রাখিনি কারণ দেখেছি লিখা ভালো হলে অনেকে খুঁজে এসেই পড়ে । এরপরে আমি নিজেও সেই নীতি গ্রহণ করেছি । যদিও পর্যাপ্ত সময় দিতে পারিনা বলে সবসময় সব ব্লগে ঢোকা হয়না । কিন্তু আমি নবীন লেখক হিসেবে যেরকম উৎসাহ পেয়েছি আমিও চেষ্টা করি কারও লিখা ভালো লাগলে মন্তব্য করার । পরে কারও কারও নির্বাচন পাতা নিয়ে অভিযোগ অনুযোগ দেখে আবার এই পাতাটি নিয়ে আগ্রহী হই এবং আমার মনে অনেক প্রশ্ন জাগে । আপনার পোস্টটি পড়ে প্রায় সব প্রশ্নের উত্তরই পেলাম । অনেক ধন্যবাদ ।
এখন আমার দুইটি উপলদ্ধি বলি, এক
আমার মনে হয় মডারেশন প্যানেলটি স্বেচ্ছাসেবা দিয়ে না চালিয়ে পেশাদারিত্ত নিয়ে আসা প্রয়োজন । সামু এখন এতো বড় একটি প্লাটফর্মে এসে দাঁড়িয়েছে যে এখানে স্বেচ্ছাসেবা দিয়ে চালানো সেটিকে বিতর্কিত করতে পারে । পেশাদারভাবে কাউকে নিয়োগ দিলে নীতিমালা আরও কঠোরভাবে মানা সম্ভব এবং ভুলের জায়গা কমিয়ে আনা সম্ভব ।
দুই,
যারা বলেন আগে সব ভালো ছিল এখন কিছুই হয়না আমার নিতান্তই আত্মগর্বী, হতাশাবাদি মনে হয় । প্রত্যেকটা পর্যায়ই একেকভাবে অনন্য , একেক পর্যায় একেকভাবে এগিয়ে নিয়ে যায় । যেমন আমরা একদিন যেখানে রেখে যাবো ব্লগকে তার পরের পর্যায়ের ব্লগাররা সেটাকে আরেকভাবে এগিয়ে নিয়ে যাবে । তারমানে এই নয় যে আমরা সব ভালো করেছি, পরের তারা কিছুই করতে পারবে না, যদি তাই হতো তাহলে সমস্ত প্লাটফর্মটিই স্থির হয়ে যাবে ।
যাই হোক মাত্র চার মাসের ব্লগ করার অভিজ্ঞতায় ( আমার আইডির বয়স এক বছরের বেশি হলেও আমি ব্লগিং শুরু করেছি আগস্ট মাস থেকে) এতো বড় বড় কথা বলা ঠিক হলো কিনা জানি না । আশা করি, কোনও ভুল হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন ।
ভালো থাকবেন । শুভেচ্ছা জানবেন গুণী ব্লগার ।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া একটি কথা বলি তার আগে সামুর যেন কান বন্ধ থাকে না হলে বেশি প্রশংসা শুনলে আবার অকর্মণ্য হয়ে যেতে পারে।
সামু এখন এমন একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে যে আর পিছু ফিরে দেখার সময় নেই। যারাই বলছেন যে সামু আর আগের মত নাই, সামু হিট খরায় ভুগছে তাদের পরিসংখ্যান সম্পর্কে জ্ঞান নেই। আমি, আপনি না থাকলে সামুর কিছু যায় আসেনা। সামু চলছে এবং চলবে তার আপন গতিতে। যারাই মনে করেন আমি না থাকলে সামু শেষ তাদের বলছি আজ পর্যন্ত সামু কারও জন্য থেমে থাকেনি কিংবা থেমে যায়নি। এবং থেমে থাকবেওনা কোন দিন ইনশাল্লাহ। আমিন।
৫৭| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২
মামুন রশিদ বলেছেন: তাসনুভা সাখাওয়াত বিথীকে বলছি..
আপনার একটা পোস্ট নির্বাচিত পাতায় না যাওয়ায় আপনি রেগে গিয়ে একটা পোস্ট দিয়েছিলেন । আমরা অনেকেই ঐ পোস্টে গিয়ে আপনার প্রতি সহানুভূতি-সহমত প্রদর্শন করেছি । অনেকে ব্লগের নির্বাচনি ব্যবস্থা এবং নির্বাচকদের সীমাবদ্ধতা নিয়ে কথা বলেছেন । এবং সবশেষে সবাই আপনাকে ব্যাপারটা ভুলে গিয়ে পোস্ট তুলে নেয়ার অনুরোধও করেছেন ।
আপনি পোস্ট প্রত্যাহার করেননি, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার ।
তবে এই পোস্টে যেভাবে আপনি 'দালাল' হিসাবে ট্যাগ দিলেন, তাতে আপনার সুস্থতা নিয়ে প্রশ্ন এসে যায় । কারণ ঐ পোস্টে আমরা কেউ মডুর দালালী করতে যাইনি, ব্লগিং সম্পর্কের কারণেই আপনাকে সহানুভূতি জানাতে গিয়েছিলাম ।
ব্যক্তিগতভাবে আপনার সাথে একটা নির্মল ব্লগিং রিলেশনের জন্যই আপনাকে বুঝাতে গিয়েছিলাম । কিন্তু সেটা আপনি এভাবে ফিরিয়ে দিবেন সেটা আশা করিনি ।
একটা ছোট্ট প্রশ্নঃ এর আগে আপনার যতগুলো পোস্ট নির্বাচিত পাতায় গিয়েছিল, কখনো কি আপনি পোস্ট দিয়ে মডুদের ধন্যবাদ দিয়েছিলেন ? না দেননি বা তার দরকারও নাই । তাই একটা পোস্ট নির্বাচিত পাতায় না গেলে মডুদের শাপশাপান্ত করা গুড ব্লগিং ক্রাইটেরিয়ায় পড়ে না । তারপরও আমরা আপনাকে মানবিক কারণে শান্তনা দিতে গিয়েছিলাম- সেটাকে আপনি উল্টো বুঝলেন ।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই আমি একটু ভিন্ন দৃষ্টি কোন থেকে যদি দেখি তবে একজন ব্লগার হিসেবে বিথির রাগ করাটাও জায়েজ ছিলো যদিও তার ফিরতি পোস্ট দেয়াটা অন্যায় হয়ে গেছে এবং ওই ফিরতি পোস্টটি যেন বিথি আপু না সরিয়ে নেন এই জন্য অনুরোধ করব। কারন ওখান থেকে আমরা সকলেই শিক্ষা নিতে পারব সামুতে আজীবন ধরে যে নির্বাচক এবং ব্লগার হিসেবে আমাদের কতটা সচেতন থাকা উচিত। এখন বিথি যদি সেই পোস্ট সরিয়ে নেয় তবে আমাদের জন্য শিক্ষাটা হাতে কলমে শেখার পথটি বন্ধ হয়ে যাবে।
৫৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখা নির্বাচিত হলো কিনা তা নিয়ে উচ্চবাচ্য করা শুধু বোকামিই না, হীনমন্যতাও। আমার গল্পকবিতা আমার কাছে ব্লগের শ্রেষ্ঠ গল্পকবিতা মনে হয়, এরকম আপনার গল্পকবিতা আপনার কাছে; আপামর পাঠকেরাই বুঝবেন আমার আস্ফালনের মাহাত্ম্য কতখানি
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ার সাথে কঠিন সহমত ।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
মনিরা আপু সামুর শ্লোগান হচ্ছে বাক স্বাধীনতা এবং বাক দায়িত্বশীলতা এবং এটি সামুর মূল মন্ত্র। অতএব সবার জবাদিহিতার সামু সুযোগ করে দিয়েছে। তবে কেউ গালাগালি করলে অন্যহিসাব।
৫৯| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
*কুনোব্যাঙ* বলেছেন: মনিরা আপু, ব্যাপারটি শুধু হীনমন্যতার নয় দাবীরও একটা ব্যাপার আছে। এটাকে শুধু হীনমন্যতা হিসেবে না দেখে দাবী হিসেবেও মনেহয় দেখা যায়। আমার লেখা নাই যেতে পারে আবার না গেলে আমার লেখা কেন গেলোনা সেটার ব্যাক্ষাও আমি চাইতে পারি। আর এই দাবীর জায়গাটা সামু নিজেই ব্লগারদের জন্য তৈরী করে দিয়েছে।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
৬০| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮
যুবায়ের বলেছেন: ব্লগে একসময় অনেক সিনিয়র ব্লগার ছিলেন যাদের লেখাগুলি অনেক মানসন্মত ছিল। তাদের লেখা পড়ে নিজের জানার পরিধীটা অনেক ব্যপ্তি হতো। বর্তমানে সেইসব ব্লগারের পোষ্ট দেখা যায়না। হয়তো তারা আগ্রহ হারিয়েছেন!!... নতুনেরা এসেছে অনেকে...তারাও বেশ ভালোই লিখছে..
তবে ব্লগের প্রতি আমার নিজেরই অনেক আগ্রহে ভাটা পড়ে গেছে..
কেমন জানি আগের মত নিয়মিত হতে পারছিনা...
আর খুব একটা লিখতেও ইচ্ছা করেনা।
হয়তো লেখালেখির ধারটা আগের মত নেই। অনেকটা লোপ পেয়েছে।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
যুবায়ের ভাই
আমি যখন স্কুল থেকে মেট্রিক পাশ করে বের হই মনে হয়েছিলো আরে আমাদের ব্যাচের চেয়ে আর কোন ব্যাচ বুঝি এত ভালো রেজাল্ট করতে পারবেনা। কিন্তু পরে দেখি আমাদের চেয়েও আরও বেশি ভালো করেছিলো পরবর্তী ব্যাচগুলো। আসলে প্রতিটা সময় তার নিজ সময়ের জন্য সেরা। এবং যা অতীত হয়ে গেলে আমরা বলি অল্ড ইজ গোল্ড। এটাই প্রকৃতির নিয়ম। তাই বলে এটা বলাটা সমীচীন নয় যে শুধু পূর্বের সময়টাই ভালো ছিলো। বলতে শোনা যায় একসময় গোলা ভরা ধান ছিলো, পুকুর ভরা মাছ। কিন্তু সেই সময় মোবাইল, এসি আর গাড়ি ছিলোনা। এখন দেখেন মোবাইল ছাড়া চলাই যায় না। হয়ত অদূর ভবিষ্যতে আপনি আমি মনে মনে ভাবলেই হয়ে যাবে।
আপনার জন্য শুভ কামনা রইল আপনি আপনার লেখার ধার ফিরে পান পুনরায়।
৬১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১১
এহসান সাবির বলেছেন: ভাই এত আলোচনা সমালোচনা... শেষে কি হবে? আমরা কি পাব? আগে যা ছিল তাই থাকবে? নাকি পরিবর্তন আসবে? ফিউশন ফাইভের ঐ পোস্টের পর কি কোন পরিবর্তন এসেছিল?
পোস্ট + দিতে ভুলে গেছিলাম। এখন দিলাম।
+++++++++++
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
সাবির ভাই কথায় আছে একবার না পারিলে দেখ শতবার। এখন যদি একবার চাকরীর ইন্টারভিউ দিয়ে না টিকে বলে বেড়াই অফিসটা ভালো না। আমাকে নিলো না। অতএব অফিস খারাপ আমি আর চাকরী করবনা এখন থেকে চুরি করব তাহলে কি সমস্যার সমাধান হয়ে গেলো।
বসে পথ দেখায় গেছেন এখন আমরা চ্যালা বেলারা সেই পথে এগুবো। চেষ্টা করে দেখতে দোষ নাই কোন।
আর সামু যত ভাল অবস্থায় থাকুক না কেন কেউ কেউ থাকবেই বলার জন্য সামু আর আগের মত নাই।
ধইন্যা প্লাসের জন্য।
৬২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মামুন রশিদ ভাইয়া আমাকে ভুল বুঝলেন এবং দুঃখ দিলেন। আমার পুরানো পোষ্টের কমেন্টের কারণে মন্তব্যটি করি নায়। এই পোষ্টের দুই একটা কমেন্টের কারণে বলেছি। কমেন্টটি কার উদ্দেশ্যে হয়েছে জানিনা তবে তেমন ঘটনার মিল আমার মধ্যেও কিছু আছে বলে ব্যাপারটি আমারো কিছুটা লেগেছে। কারো পরিশ্রম করা পোষ্ট নির্বাচিত পাতায় না গেলে সে তার রাগ ঝাড়তেই পারে। আর ঝাড়বে না কেন, মুখ বুজে সব দেখে যাওয়াই কি সবচাইতে ভালো? ভুল হতেই পারে কিন্তু একটা ভুল একজন ব্লগারের জন্য অনেক কষ্টের কারণও হতে পারে। ভুল হবে আবার সেটা নিয়ে রাগ করা যাবেনা কিছু বলা যাবেনা সে কেমন কথা? তাছাড়া এমন তো কোন নিয়ম নায় যে সামুর কোন ব্যাপার নিয়ে বাইরে অন্য কোথাও কিছু বলা যাবেনা। সামুর ব্লগাররা যেখানে আছে সেখানে সামুর সমস্যা নিয়ে কেউ কথা বলতেই পারে। যে বলেছে যারা বলেছে তারা তাদের ক্ষোভ থেকেই বলেছে। আর দেশ চালানোর জন্য যখন আমরা সরকার নিয়োগ করি তখন সরকারের ভালো কাজ করা দায়িত্ব কারণ তার জন্যই তারা সরকারে রয়েছে। এর জন্য যদি আলাদা ভাবে ধন্যবাদ পেতে চায় সরকার তাহলে সে তার পদের মর্যাদা এবং দায়িত্ব জানেনা।
আমার সাময়িক পোস্ট নির্বাচিত হয়েছে সো আমার মনে হতেই পারে এখানে আমাকে পারসোনাল এট্যাক করা হয়েছে। অনেকেই নির্বাচিত পাতা নিয়ে কথা বলেছে কিন্তু তার থেকে স্পেসিফিক দুই একজনের নামে পার্সোনাল এটাক আসে কেন ?
তারা কার গরম ভাতে ছাই দিলো আর কিভাবে দিলো। সামুর ব্লগাররা ফেসবুকেও সবাই সবার ফ্রেন্ডলিস্টে আছে। আমি অনেক ব্লারের নাম এখানে বলতে পারবো যারা সামুর ব্যাপার ফেসবুকে আলোচনা করেছে। ব্লগ ও ব্লগার নিয়ে ফেসবুকে গ্রুপ ওপেন করা গেলে সে সব গ্রুপে ব্লগ সম্পর্কে আলোচনা করা যাবেনা এরকম কোন নীতি কী ব্লগে আছে?
সামুর নির্বাচক নিয়ে হাজার হাজার অভিযোগ কয়েকটি উদাহারণ এখানে দিয়ে গেলাম। নির্বাচকদের সমালোচনা মূলক সকল পোস্ট যৌক্তিক। নির্বাচকদের বিরুদ্ধে সকল অভিযোগ সত্য। নির্বাচকদের পক্ষপাতমূলক আচরনের অভিযোগ সত্য। দেখা যাক সামুর নির্বাচিত পাতা নিয়ে কতজন ব্লগারের অভিযোগ আছেঃ
নির্বাচিত পাতা , পুরাই একটা প্রহসন
নির্বাচিত পাতা নামক যন্ত্রণা থেকে মুক্তি চাই !!
মাননীয় সামু কতৃপক্ষ- জানতে মুঞ্চায়(নির্বাচিত পাতা
নির্বাচিত পাতা দেখলে হাসতে হাসতে গড়াগড়ি খাই মাঝে মাঝে !!
সুন্দর একটা পোস্ট যখন নির্বাচিত পাতার বাইরে থাকে তখন পাঠকের কষ্ট বাড়ে, লেখকের মন ক্ষুণ্ণ হয়।
এই পোষ্ট নির্বাচিত পাতায় স্থান পাবার জন্য নহে
একটি বা দুটি রামছাগল এই মুহূর্তে 'নির্বাচিত পোস্ট' সিলেক্ট কর্তেছে.- এর আর জনি
মডারেটর, পোস্ট নির্বাচকদের রুচির প্রতি আস্থা রাখতে চাই।
এরকম আরো শত শত পোস্টের লিঙ্ক আমি এখানে দিতে পারবো।
আবারো বলি ভুল বুঝবেন না মামুন ভাইয়া। আপনি সিনিয়র ও সম্মানিত মানুষ এবং সেভাবেই সম্মান করি করব। যা কিছু বলেছি এই পোষ্ট আর পোষ্টের দুই একটা কমেন্টের উপর ভিত্তি করে বলেছি ।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
বিথি আপু আমি আপনার জন্য অনেক দুঃখিত। আমার নিজের পোস্ট অনেক সময় দেখছি নির্বাচিত পাতায় যায় নাই। তাই বলে কিন্তু আমি ক্ষোভ দেখাই নাই কারন আমার অন্যান্য পোস্ট নির্বাচিত পাতায় গেছে। তেমন আপনার অনেক পোস্ট নির্বাচিত পাতায় গেছে আর কয়েকটা যায় নাই। যাই হোক আমিও বুঝি নির্বাচিত পাতায় পোস্ট না গেলে মন খারাপ হয় অনেক।
আপনি যাদের পোস্টের লিংক দিছেন তাদের সবার বহু বহু পোস্ট নির্বাচিত পাতায় গেছে এবং এর মধ্যে অনেকের পোস্ট ইস্টিকি পর্যন্ত হইছে বহুবার। কিন্তু তারপরেও দেখা গেছে একটি বা দুটি পোস্ট যায় নাই বলেই তারা যে অভিযোগ তুলছে তাদের ক্ষেত্রেও একই কথা সাজে। তবে আপনার দেয়া কিছু লিংক নির্বাচনী পাতায় পোস্ট যাওয়া নিয়ে ক্ষোভ থেকে নয় বরং স্যাটায়ার ধর্মী পোস্ট যেমন আমার এই পোস্ট অনেকের মাথার এন্টেনার উপর দিয়া চলে গেছে।
৬৩| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৫
সান কিং-১ বলেছেন: ধুর্বাল এত কথা কওনের কি আছে। সামু হইলো বাকশালের খোঁয়াড়। বাকশালীগো পা চাটতে পারব যারা তাগো জন্যে সামুর সাত খুন মাফ, তারাই সামুর মডু নির্বাচক হইব। বিশ্বাস হয়না? বিশ্বাস না হইলে কন এই এই দুই পোষ্ট নির্বাচিতে দিয়া সামু নিজেরে কি প্রমাণ করতে চাইছে?
কেন তত্ত্বাবধায়ক প্রয়োজন বিএনপির?
সংলাপ না প্রতারণামূলক সময়ক্ষেপণ
প্রথম লিংকের স্ক্রিণশট
বাকশালীগো কাছে দাবী করে স্বচ্ছতা নিরপেক্ষতা, হা হা প গে
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনি যে অভিযোগ করেছেন সেটা আশা করি ব্লগ কর্তৃপক্ষ যাচাই করবেন এই জন্য ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
কিন্তু ভাই যে মধুময় ভাষার ফুলঝরি ছড়ালেন অবাক হলাম।
৬৪| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৮
যুবায়ের বলেছেন: বর্তমানে ব্লগে যারা আসছে তরাও বেশ ট্যলেন্ট...
আসলে ব্লগিংয়ের জন্য প্রয়োজন অফুরন্ত সময় আর
দ্বায়িত্বশীল ভূমিকা যেটা আমার মধ্য কমতি হয়েছে বর্তমানে।
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
যুবায়ের ভাই মোটেও মানতে পারলাম না। আপনার এক একটি পোস্ট ক্লাসিক। আশা করি আবার নিয়মিত হবেন। আপনার পোস্ট ভীষণ মিস করি আমি।
৬৫| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: @ শায়মা আপুঃ এই শীতে আমরা কেউ কারো ফ্যান হবোনা , সবাই সবার হিটার হবো !
এক কাজ করলে খুব ভালো হয় নির্বাচিত ট্যাব টা বন্ধ করে দিলেই ভালো হয়, শুধু শুধু কি দরকার শীতের দিনে কষ্ট করার !
নির্বাচিত পাতা থাকলে সেটা নিয়ে মডুদের আরো দায়িত্বশীল হবার আহবান করে গেলাম ! তবে আমার স্বল্প ব্লগীয় অভিজ্ঞতা যা বলে এই নিয়ে ব্লগারদের কেউ না কেউ রেগে থাকবেন ই , যতই সিস্টেম ফিল্টারিং করুক না কেন !
সবাইকে খুশি করা সম্ভব না , আমি দেখেছি ভালো কোন পোষ্ট নির্বাচিত না হলে সেটা নিয়ে কেউ যদি পোষ্ট দেয় তারপর নির্বাচিত হতে ! তার মানে মডু যে ছিল তখন সে ভুল বুঝতে পেরেছে ! মত প্রকাশের এই জায়গাটা সামুতে আছে বলেই এ নিয়ে আলোচনা , আলচোনা - সমালোচনার ভিতরেই সামু গরম থাকবে ! একবার কেউ রাগ করলে সে রাগ আর বাদ দিতে চায় না , কেউ কেউ নির্বাচিত পাতাতেই যান না অনেক দিন কিন্তু ফেসবুক হোক ব্লগ হোক নির্বাচিত পাতা নিয়ে সমালোচনা হলেই সেখানে মহা সমারোহে ঝাপিয়ে পড়ে , এই চিন্তা ধারা থেকে আমি মনে করি বের হয়ে আসা উচিৎ ! আগেই বলেছি নিয়মিত ব্লগারদের কমেন্ট অনেক সময় নির্বাচকদের সাহায্য করতে পারে , সমালোচনার পাশাপাশি আমি এই কাজ টাই করেতে পারি , নিজের সময় সুযোগ হলে ভালো পোষ্টে মন্তব্য করতে পারি !
একবার রাগ করেছি তো আজীবন রাগ করেছি , একবার বলেছি সামু আগের মত নেই ব্যাস সামু আর আগের মত নেই ! এই ধারণা থেকেও বের হয়ে আসা উচিৎ ! এখানে সবাই নিজ গরজে ব্লগিং করে , তাই দালালীর ব্যাপার টা আমার ক্ষুদ্র মস্তিস্কের উপর দিয়ে গেল !
আমি ঠিক বুঝতে পারছিনা আমার নিজস্ব ধারণার এই কমেন্ট আবার কার দালালী করে ফেললো !
এভাবেই ব্লগ চলবে ! পোষ্ট টিকে স্টিকি করা যায় , সবাই যদি সমাধানের পথ বাতলে দেয় আদতে সামুর ই লাভ !
হ্যাপি ব্লগিং !
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
একটি কমিউনিটি ব্লগ যেহেতু এবং যেহেতু ব্লগারদের জন্য এই ব্লগ তাই সকলের যৌক্তিক আলোচনা থেকেই ভালো কিছু বের হয়ে আসবে।
এছাড়া ব্লগারদের রুচি এবং সামু সম্পর্কে তাদের ধারনা স্পষ্ট হবে।
এমনকি দোষ ত্রুটি পর্যন্ত বের হয়ে আসবে।
৬৬| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: এই পোষ্টে নির্বাচিত ট্যাব ছাড়াও , ব্লগীয় ইন্টারেকশনের গুরত্ব নিয়েও অনেক কথা হচ্ছে , পুরাতন গুনী ব্লগাররা অনেক সময় এ নিয়ে অনেক কথা বলেছেন!
এখানের আলোচনা দেখে মনে হচ্ছে খালি মানুষের ব্লগে মন্তব্য করলেই মনে হয় অনেক পাঠক পাওয়া যাবে , হিট হয়ে কম্বল ছাড়া ঘুমানো যাবে ।
ব্যাপারটা তা নয় কিন্তু , ইন্টারেকশন তৈরী হবার পর ভালো পোষ্ট দিলেই একটা শ্রেণীর পাঠক পাওয়া যায় । আমি আরেকজনের পোষ্টে অংশ নিলাম তাতে উনি জানবেন যে আমি এইখানে আছি , আমি পোষ্ট দিলে হয়তো উনি আসবেন , এসে যদি ভালো কিছু পান আবার আসবেন । তাই শুধু মানুষের ব্লগে মন্তব্য করলেই পাঠক পাওয়া যাবে এই ধারণা টাও ভুল । এটা একটা ধাপ মাত্র । খুবই যৌক্তিক একটা ব্যাপার , এখানে কেউ আমার মামা - খালু না যে আমি কষ্ট করে একটা পোষ্ট লিখলেই সবাই এসে আমার সাথে আলোচনা করবে , এই জায়গাটা বানিয়ে নিতে হয় !
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
তুই আসলে বুঝিস নাই আই এম ভেরি মাচ সরি টু সে।
ইন্টারেকশন তৈরী হয় দেখেই এই ব্লগের নাম কমিউনিটি ব্লগ। কিন্তু কথা হচ্ছে কথা তা না, কথায় কথা বাড়ে.... অনেক ভালো ব্লগার আছে যারা হয়ত ব্লগিয় এই ইন্টারেকশন এর ব্যাপারটা বোঝেন না। কিন্তু চমৎকার সব পোস্ট দেন। কিন্তু আমরা অপরিচিত নিক দেখে সেসব পোস্টে যাই না তৈল মর্দন পোস্ট না হলে। এমন বহু পোস্টের লিংক আমি তোকে দেখাতে পারব কি গল্প, কি কবিতা আর কি ফিচার দুর্দান্ত। আর এক কাণ্ডারি অথর্ব যে কিনা ছাই পাশ লিখে চেয়ে দেখ তার পোস্টে কত হিট কম্বল কেন কোন শীত বস্ত্রই লাগবেনা।
৬৭| ১২ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা সংকলন নিয়ে যেহেতু বলেছেন , সেক্ষেত্রে বলতেই হয় , সংকলনের জন্য কবিতা বাছাই করার সময় আমি সবগুলো ট্যাব ই ভিজিট করি , এক্ষেত্রে যাদের পোষ্ট আগেই পড়া আছে সেগুলো পড়ার দরকার মনে করিনা , যেগুলো পড়া নেই সেগুলো তখন পড়ি , সময়ের অভাবে হয়তো মন্তব্য করা হয় না , সবগুলোতে ! মোটকথা অন্তত কবিতা সংকলন করার ক্ষেত্রে আমার সীমাবদ্ধতা আমার অনুসারিত পাতা নয় , মাসের দুটা ছুটির দিন আমি আলাদা করেই রাখি এই জন্য ! তারপরেও সীমাবদ্ধতা থাকতে পারে , এই জন্য পোষ্টেই বলা থাকে যাতে কমেন্টে আমাকে সাহায্য করে ! সংকলন নিয়ে তাই যে কোন রকম আলোচনা - সমালোচনা সেই পোষ্টে এসে করলেই আমার বরং ভালো লাগবে । জানিনা কত দিন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো সম্ভব হবে । ব্যাস্ততা বেড়ে গেলে ছুটির দিনেও হয়তো সম্ভব হবেনা ।
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
যেগুলো পড়া নেই সেগুলো তখন পড়ি , সময়ের অভাবে হয়তো মন্তব্য করা হয় না ,
ভাই পড়ার সময় পেলে মন্তব্য করার সময় পাওয়া যায় না ঠিক বুঝলাম না। একটি পোস্ট পড়লাম আর মন্তব্য করলাম না এটা কেমন। সামান্য সৌজন্য বোধ বলে কিছু আছে তাই নয় কি ? নাকি অফ লাইনে গিয়ে পড়িস তাহলে অন্য কথা। এইজন্য ব্লগাররা মন্তব্য না পেয়ে পেয়ে নিরুৎসাহিত হয়ে পরে। পরে অনেকে আবার গেন্দু মিয়া হতে বাধ্য হয়।
৬৮| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৪
মামুন রশিদ বলেছেন: তাসনুভা সাখাওয়াত বিথি@
আপনার এই মেন্টাল স্টেজে কিছু বলতে যাওয়া মানেই নিজেকে আপনার বিরোধীতাকারী বা প্রতিপক্ষ হিসাবে প্রতিপন্ন হওয়ার রিস্ক থেকে যায় ।
আপনার একটা মাত্র পোস্ট নির্বাচিত পাতায় না আসায় আপনি প্রতিবাদ করে পোস্ট দিয়েছিলেন । আপনার প্রতিবাদি পোস্ট দেখার সাথে সাথেই কিন্তু মডুরা ঐ পোস্ট নির্বাচিত করেছিল । এর অর্থ এই যে, আপনার প্রতিবাদ সঠিক ছিল এবং মডুরা তাদের ভুল বুঝতে পেরে তাৎক্ষনিক সেটা সংশোধন করেছিল ।
মডুরা যদি তাৎক্ষনিক এ্যাকশন না নিত, তাহলে আপনার প্রতিবাদ চালিয়ে যাওয়া জাস্টিফাই হত । কিন্তু আপনি কি করলেন, মডুরা সংশোধন করে দেয়ার পরে ঐ পোস্টের শতাধিক কমেন্টের (যে কমেন্টগুলোতে আমরা আপনাকে সহমর্মিতা জানিয়েছিলাম) আপনি ব্লগ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষেদাগার করেছেন । এমনকি এই কয়মাস পরে এই পোস্টে এসেও ব্লগ কর্তৃপক্ষের বিরুদ্ধে আক্রমনাত্মক মন্তব্য অব্যাহত রেখেছেন । এমনকি যারা আপনাকে শান্তনা দেয়ার জন্য ঐ পোস্টে গিয়েছিল তাদের মডুদের 'দালাল' ট্যাগ পর্যন্ত দিয়েছেন ।
আপু, মাত্রাজ্ঞান সৌন্দর্য্যের অংশ । কোনকিছুতে মাত্রাতিরিক্ত রিয়েকশন সুস্হ এবং সুন্দর জীবনের অন্তরায় । জানি এই মুহূর্তে আপনাকে পিঠ চাপড়ে দিয়ে উস্কিয়ে দিয়ে মজা দেখা অনেক সহজ । আর আপনিও ক্রমাগত রিয়েকশন দেখাতে দেখাতে নিজেকে কখন যে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছেন, টেরই পাননি ।
এটাও জানি, এই মুহূর্তে আপনাকে কোনকিছু বোঝানো মানে নিজেকে আপনার বিষেদাগারের দিকে ঠেলে দেয়া হবে । তবু আপনি ব্লগের একজন স্বনামধন্য ব্লগার এবং আপনার সাথে অতীতের সুন্দর ব্লগিং ইন্টারেকশন জন্য আমাকে এই রিস্ক নিতে হচ্ছে । আমাকে বলতেই হচ্ছে, আপু এইবার থামেন, এনাফ ইজ এনাফ ।
আমাকে ভুল বুঝেন আপত্তি নেই, এমনকি এই কমেন্ট পড়ার পর গালির ঝাপি খুলে দিলেও আমি আর এই বিষয়ে দ্বিতীয়বার কথা বলতে আসবোনা ।
শুধু আপনার সুনামের জন্য, মঙ্গলের জন্য বলছি, প্লিজ থামেন.. নিজেকে হাস্যকর আর খেলো বানাবেন না ।
সুস্থতা আর শুভকামনা জানাই নিরন্তর ।
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
জানি এই মুহূর্তে আপনাকে পিঠ চাপড়ে দিয়ে উস্কিয়ে দিয়ে মজা দেখা অনেক সহজ ।
পয়েন্ট টু বি নোটেড।
কিন্তু মামুন ভাই আপনিও পারেন। শুধু শুধু কেন বিথিকে এত কথা বলতেছেন। আপনি সিনিয়র। আপনি থাকবেন আপনার স্থানে। একবার বুঝাবেন না বুঝলে দরকার নাই। কি এমন আপনার ঠ্যাকা যে নিজের খেয়ে বনের মোষ আপনাকে তাড়াতেই হবে আই মিন অবুঝ একজন মানুষকে আপনার বোঝাতেই হবে। ভুলটাত আর আপনি করেন নাই। যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নাই। যেভাবে আপনি বিথিকে বুঝাচ্ছেন তাতে করে মনে হচ্ছে আপনারই বিয়ে। আশা করি ভাই আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। আমি নিশ্চয় আপনাকে বোঝাতে পেরেছি।
৬৯| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
আমিনুর রহমান বলেছেন:
পয়েন্ট টু বি নোটেড।
যার না হয় নয়ে, তার হবে না নব্বইয়ে (চিরন্তন সত্য)
অফ.টপিক.
আইচ্ছা আপনি যদি কোন কারনে রেগে যান ব্লগের কোন অসংগতির কারনে তাহলে কি একজন মডু'র মডু কর্ম নিয়ে নাকি তাকে ব্যাক্তিগতভাবে আক্রমন করবেন? যদি ব্যাক্তিগত আক্রমন করেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজের মানুসিকতা কোন পর্যায়ের মনে করেন?
আজাইরা পোষ্টে আবারো এসে নিজের সময় নষ্ট করলাম।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। এটাও চিরন্তন সত্য।
আজাইরা একটি পোস্টে এসে আপনি কেন আরও যারা সময় নষ্ট করলেন তাদের কাছে ক্ষমা প্রত্যাশি।
৭০| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
জানা বলেছেন:
গতকাল এই পোস্ট পড়ে আমি একেবারে বিগলিত। কারণটা সহজ এবং সবারই জানা। তবুও আরেকটু বলি ।
প্রথমত: পোস্টে ঢোকা মাত্রই এই দুর্মূল্যের বাজারে বিনা পয়সায় চার-চারটি লিটার তেল পাওয়া। চারটিখানি কথা নয় । যাক বাবা, বাঁচা গেল। আমার রান্নাঘরে কমপক্ষে পরবর্তি ছ'মাসের তেলের যোগান নিয়ে আর দুশ্চিন্তা দূর হলো
।
দ্বিতীয়ত: এই ব্লগপ্ল্যাটফর্মটিকে নানাভাবে বিশেষ্য-বিশেষণ-কারক-অব্যয়ে চুবিয়ে একেবারে চপচপে করে সুস্বাদু এক 'চপ' তৈরীর কারণে রসনা চনমনে হয়ে উঠেছে আমার। মেটাবলিজমের ব্যারোমিটার হু হু করে উপরের দিকে উঠছে। আহা! :!>
তৃতীয়ত: এমন পোস্ট বেশ ভাল করেই লোক জড়ো করে তিক্ত-মধুর বাক্যে ব্লগজুড়ে 'হিট' নামক বস্তুটিকে চাঙ্গা রাখতে সক্ষম । সেই সুবাদে আমার আর আরিল সাহেবের হাতে অনায়সেই সেই প্রসিদ্ধ 'কফির মগ' উঠে আসে
, 'হিট কাউন্টার' ইভিল বাটনে আটকে থাকা আমাদের চকচকে চোখে আনন্দাশ্রু নেমে আসে
, পুরো অফিস জুড়ে 'কফির মগ' হাতে মডুকূলের অস্থির পায়চারী দ্রুত থেকে দ্রুততর হয়
।
এহেন অজস্র কারণে পোস্ট পড়ে আমি আজ আবেগে আপ্লুত।
প্রিয় (স্নেহের) বোন এবং ভাইয়েরা ,
স্নেহ (তৈল, দূর্জনেরা বলেন) বড় গুরুত্বপূর্ন দ্রব্য আমাদের প্রাত্যহিক জীবনে। এর অবদান আমরা কেউই অস্বীকার করতে পারনি, পারিনা। 'চর্ব্ব- চোষ্য-লেহ্য-পেয়ো' এর জীবন আমাদের। (তৈল) দান-অনুদান-প্রতিদান, গ্রহণ-বর্জন, তোষণ-শোষণ- এর কোথায় এর মূল্যবান দ্রব্যটি যুৎসই নয় বলুন? কেবল 'সময়-কাল-পাত্র' এর হিসেবটুকু কোনমতে মনে রাখতে পারলেই কেল্লা ফতে। মানুষের আর দোষ কি! স্নেহ (তৈল) এর স্বভাব পিচ্ছিল হওয়ায় এর যথাযথ নিত্য ব্যবহারে মানুষের (..) স্বভাবটিও পিচ্ছিল নাহয়ে আর উপায় কি
!
তবে, স্নেহের (তৈল) রকমফের আছে বৈকি! এই যেমন ধরুন, সরষের তৈল, রূপচাঁদা তৈল, রাঁধুনী তৈল, গোপালের ঘি-মাখন থেকে শুরু করে 'জানা আপুকে চার লিটার তৈল উপঢৌকন পর্যন্ত'। আমাদের(..) মনে রাখা দরকার, তৈলই আমাদের ধ্যান, তৈলই আমাদের জ্ঞান
:!>
।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
জানা আপু আমার একটি বেশ খারাপ বদনাম রয়েছে আমি বেশ আবেগি একটি মানুষ। মাঝে মাঝে সেই আবেগের বহিপ্রকাশ অতিমাত্রায় হয়ে যায়। যাই হোক এই পোস্টে যদিও আপু আমি বলেছি তৈল মর্দন মূলক পোস্ট হয়ত সেটা উচিত হয়নি কিংবা এই পোস্ট দেয়াই উচিত হয়নি।
আপু আমি খুব সাধারন একজন মানুষ। নিজের যোগ্যতা সেটা আমার নামেই বলে দেয়া আছে আমি একজন অথর্ব। এই অথর্ব সামুতে এসে যা পেয়েছে হয়ত বাজারে কিছু বই ছাপালেও পেতনা। পোস্টে অনেক মন্তব্য অনেক লাইক আর হিট। যেটা আমার মত একজন ছাইপাশ লেখকের জন্য হাতে চাঁদ পাওয়ার সমান।
তেমন একজন মানুষের পোস্ট নিয়মিত নির্বাচনী পাতায় যাওয়া এবং ৪ টি পোস্ট ইস্টিকি হওয়া ও একটি পোস্ট সাইড বারে আসা অনেক গৌরবের একটি বিষয়। এসব দিক বিচার করলে সামু থেকে আমি যা পেয়েছি বিনিময়ে ভালোবাসার বহিপ্রকাশ করার ক্ষমতা আমার নেই।
এমন একটি চিন্তা ভাবনা থেকেই মূলত এই পোস্ট দিয়েছি। কারন সামুকে দেবার আমার কিছু নেই শুধুমাত্র একটি পোস্ট ছাড়া। আমি এও জানি সামু আমার কাছ থেকে কিছু আশা করেনা কিন্তু যেখানে ভালোবাসা পেয়েছি বিনিময়ে সামুকে ভালবাসবনা তেমন মানুষ আমি নই।
বহুদিন থেকেই দেখছি নির্বাচনী পাতা নিয়ে এবং সামুতে প্রকাশিত পোস্ট নিয়ে অনেকেই অভিযোগ করেন সামু নাকি আর আগের মত নেই। তাই অনেকটা ক্ষোভের বসেই এই পোস্ট দিয়েছি।
যদি এমন একটি পোস্ট দিয়ে কোন ভুল করেছি বলে মনে করেন তবে আমাকে ক্ষমা করবেন।
তবে আমি সত্যি চিরদিন কৃতজ্ঞ থাকব সামুর প্রতি।
৭১| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এপিক পোষ্ট! এপিক সব কমেন্ট! এপিক সব কাউন্টার কমেন্ট।
এপিক সব উত্তেজনা! এপিক সব বিশ্লেষন!! এপিক সুরেষ খাটি সরিষার তেল!!
ফলাফল, পা পিছলে আলুর দম!!
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
তবে তেলের চেয়ে রাস্তায় ফেলে রাখা কলার ছোকলায় পা পিছলে কখনও কখনও আরও মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়। তখন শুধু আলুর দম নয় কোমর, পা সবই ভেঙে যায়। তাই যেন কেউ রাস্তা ঘাটে যত্রতত্র কলার ছোকলা ফেলে না রাখে সেই ব্যাপারে সচেতন থাকা কর্তব্য।
৭২| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
শরৎ চৌধুরী বলেছেন: একটা তেল বাদ পড়েছে...মাথা ঠান্ডাকারী কদুর তেল।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া এখন অন্তত তাই মনে হচ্ছে সয়াবিন তেল না দিয়ে কদুর তেল দিলে হয়ত এমন উত্তেজনা সৃষ্টি হতোনা।
আমরা বুঝি এক, করি এক আর হয় আরেক। এখানেই হয়ত মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতা।
৭৩| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
আমিনুর রহমান বলেছেন:
*কুনোব্যাঙ* বলেছেন: মনিরা আপু, ব্যাপারটি শুধু হীনমন্যতার নয় দাবীরও একটা ব্যাপার আছে। এটাকে শুধু হীনমন্যতা হিসেবে না দেখে দাবী হিসেবেও মনেহয় দেখা যায়। আমার লেখা নাই যেতে পারে আবার না গেলে আমার লেখা কেন গেলোনা সেটার ব্যাক্ষাও আমি চাইতে পারি। আর এই দাবীর জায়গাটা সামু নিজেই ব্লগারদের জন্য তৈরী করে দিয়েছে।
মামুন তোমার সাথে সহমত। কিন্তু তা নিশ্চয়ই ভাষার প্রয়োগ সুন্দর হওয়া উচিত কি নয় ! আমি নাম বলতে চাই না যারা এমন অনেকেই প্রতিবাদ করেছেন নির্বাচনী পাতা নিয়ে যারা শুধু মডারেশনে বিপক্ষেই তাই নয় শুধু মডু'র/নির্বাচকের আড়ালে থাকা মানুষটার সামাজিক অবস্থান নিয়েও কথা বলার চেষ্টা করেছে। কই আমার শেষ পোষ্ট ৭ ঘন্টা পর নির্বাচিত পাতায় গিয়েছে আমার পোষ্ট যখন নির্বাচিত পাতায় আসলো তার আগে অন্তত আরো কমপক্ষে ১০টা পোষ্ট নির্বাচিত হয়েছিল। আমার পোষ্ট হয়ত চোখ এড়িয়ে গিয়েছিলো তাই আসেনি, যখন এসেছে তখন দেখেছে তাই।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
যারা এমন অনেকেই প্রতিবাদ করেছেন নির্বাচনী পাতা নিয়ে যারা শুধু মডারেশনে বিপক্ষেই তাই নয় শুধু মডু'র/নির্বাচকের আড়ালে থাকা মানুষটার সামাজিক অবস্থান নিয়েও কথা বলার চেষ্টা করেছে তাদের মানসিকতা কেমন সেটা নিয়ে ভাবতেই আমি শিউরে উঠি। মানুষ এভাবেও ভাবতে পারে ?
৭৪| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
*কুনোব্যাঙ* বলেছেন: @মামুন ভাই,
ব্লগারদের দিয়েই ব্লগ। যেহেতু কম্যুনিটি ব্লগ সেহেতু এখানে সকলের সাথে সকলের ইন্টারেকশনও বেশী। বিভিন্ন সময় নানাবিধ অসংগতিগুলোও অধিকাংশ সময়ই সর্বোচ্চ সংখ্যক ব্লগারদের সুবিধা বিবেচনা করেই করা হয় বলে মনেহয়। কথাটি বললাম এই কারণে যে এটা একটি ওপেন প্ল্যাটফর্ম আর একটি নিক সেফ করার অর্থও হলো তাকে কম্যুনিটির অংশ হিসেবে সামু তাকে মেনে নিলো। ব্যাক্তি আক্রমণ বা অল্প কয়েকজনকে টার্গেট করে কিছু বলা সামুতে নতুন কিছু নয়। এই পোষ্টের কমেন্টগুলো ভালো করে খেয়াল করলেই দেখবেন যে ব্যাক্তি আক্রমণের শুরুটা কোথা থেকে হয়েছে। এবং অবশ্যই এইসব আক্রমণের জন্য সামু দায়ী নয়। ব্যাক্তিগত ভাবে মনে করি সামু অবশ্যই ব্লগারদের কাছে দায়বদ্ধ কারণ সামু নোটিশ বোর্ড বা কোন অথরিটিকে কখনও বলতে শুনিনি যা হয়েছে হয়েছে এনাফ ইজ এনাফ। বিভিন্ন ঝামেলা পারষ্পরিক কাঁদা ছোঁড়াছুড়ির পরও ব্লগাররা সামুতে থাকে তারা সবাই সামুকে ভালোবাসে বলে। এখন যদি সামু পক্ষ বা সামুর নির্বাচিত নির্বাচক মন্ডলী যদি মনে করে যে না এই ভালোবাসার অধিকার শুধু তাদেরই সামুর ভালো বোঝার দায় শুধু তাদেরই আছে তাহলে হয়তো অজ্ঞাতে কোথায় একটা ভুল বোঝাবুঝি থেকে যায়। একটা সামগ্রিক বিষয়কে ইস্যু করে স্পেসিফিক ২/১ জনের নামে ব্যাক্তি আক্রমণের শুরুটা মনেহয় এই পোষ্টের কমেন্টগুলো পড়লেই অনেকটা পরিষ্কার হবে। এভাবে পুরানো ঘটনা যদি বারবার আসে তাহলে এটাই বা কেমন হবে।
কে কে কখন ফেসবুকে নির্বাচনী পাতা নিয়ে কি বলেছে এটা তো এই পোষ্টের ইস্যু না তাহলে জোর করে সেগুলো টেনে এনে অল্প ২/১ জন যারা ফেসবুকে কথা বলেছে তাদের এখানে টেনে আনার মানে কি। যারা টেনে আনলো তাদের দিকে নজর না দিয়ে তার কাউন্টার কমেন্টের রিপ্লাইকারীকে এনাফ বলাটাও কিন্তু অত্যুক্তি।
এখনে নির্বাচনী পাতা নিয়ে যার যার অভিব্যক্তি সবাই প্রকাশ করছে কারণ পোষ্টটা সম্ভবত সেই ভিত্তিক। এখানে এনাফ ইজ এনাফ বলে কোন ব্লগারকে থামিয়ে দেয়াটাও কতটা যুক্তিযুক্ত সেটাও কিন্তু দেখতে হবে।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার মনে হয় নির্বাচক মন্ডলী এবং ব্লগারদের মাঝে পারস্পরিক সহমর্মিতা এবং সহযোগী মনোভাব থাকাটা একান্তই জরুরী। পুরো বিষয়টি যেন সুযোগের অপব্যবহারের শিকারে পরিনত না হয় সে চেষ্টা থাকাটা জরুরী। সমালোচনা ও আলোচনা হতে পারে কিন্তু সেটা কখনোই ব্যাক্তি আক্রমনের পর্যায় যেন না গড়ায়। সামহোয়্যার ইন ব্লগ আপনার, আমার, আমাদের সবার।
৭৫| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
অপরাজিত একজন বলেছেন: এ পোষ্টে সাধারণ ব্লাগদের অংশগ্রহণ এত কম কেন? প্রথম দিকে কয়েকজন সাধারণ ব্লগার অসাধারণ কিছু মন্তব্য করলেও এখন আর কেউ মন্তব্য করছেনা। সাধারণ ব্লগারদের মন্তব্য দেখতে ইচ্ছুক। উপরে কয়েকজনের মন্তব্য পড়ে মনে হলো তারাই নির্বাচক তারাই মডু।
নির্বাচক বা মডুরা তাদের নিজেদের পক্ষেই কথা বলবে এটাই স্বাভাবিক। আমি একজন সাধারণ ব্লগার হিসেবে অন্য সাধারণ ব্লগাররা পোস্ট সম্পর্কে কী মতামত দিচ্ছে বা এই এই পোস্ট সম্পর্কে তাদের বক্তব্য কী সেটা শুনতে ইচ্ছুক।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি কি নির্বাচক কিংবা মডু কে চেনেন ? এখানে শুধু মাত্র জানা আপু এবং অন্যমনস্ক শরৎ ভাই ছাড়া আর সবাই সাধারন ব্লগার। অতএব আমি বলব আপনার পর্যবেক্ষণ সঠিক নয়।
৭৬| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
@ অপরাজিত একজন,
ভাই আপনিও কি মডু নাকি?? আপনিও কমেন্ট করছেন দেখলাম
আর কে কে আছে একটু জানান তেল দেওন লাগবো। না হয় হিট ব্লগার কেমতে হমু।
তার মানে আমিও মডু !!!
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি কি নির্বাচক কিংবা মডু কে চেনেন ? এখানে শুধু মাত্র জানা আপু এবং অন্যমনস্ক শরৎ ভাই ছাড়া আর সবাই সাধারন ব্লগার। অতএব আমি বলব আপনার পর্যবেক্ষণ সঠিক নয়।
৭৭| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫
সোনালী ডানার চিল বলেছেন:
হলিকাউ পোষ্টে ++++++
আমার ছোটখাট ব্লগভাবনার সাথে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ের মন্তব্যের পুরোটা মিলে গিয়েছে!!
শুভকামনা কান্ডারি ভাই।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভকামনার জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।
ব্লগারদের জন্য যেহেতু এই প্ল্যাটফর্ম তাই ব্লগাদের আলোচনার কিংবা ভাবনার প্রয়োজন রয়েছে। তবে যারা বলেন সামু আর আগের মত নাই তাদের জন্য সত্যি ভীষণ কষ্ট হয়। এত ভালো ভালো পোস্ট রোজ সামুতে আসে অথচ কত পোস্ট অপঠিত রয়ে যায় সে খবর কয় জন রাখে।
৭৮| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
অপরাজিত একজন বলেছেন: @ স্নিগ্ধ শোভন ভাইঃ
পোস্টটি আমি প্রথম থেকে পর্যবেক্ষনে রেখেছি। সব মন্তব্য আমি পড়েছি । একটু ক্যাচালের গন্ধ পাচ্ছি। ৩৫ নাম্বার মন্তব্য মনে হয় ক্যাচাল শুরু করেছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের মন্তব্য ক্যাচাল শুরু করেছে মনে হলো। মাননিয় মন্ত্রী মহোদয়, তাসনুভা সাখাওয়াত বিথি, মামুন রশিদ আমিনুর রহমানে ও কুনোব্যানঙ এর মধ্যে পুরানো কোন ক্যাচাল নিয়ে এই পোষ্টে আলোচনা হচ্ছে মনে হলো। যা এই পোস্টের মোড় অন্য দিকে নিয়ে যাচ্ছে। এই পোস্টের মন্তব্য পড়ে বুঝা যাচ্ছে মামুন রশিদ ও আমিনুর রহমান নির্বাচকদের সাথে জড়িত।
একজন সাধারণ ব্লগার হিসেবে মডুরা এরকম ক্যাচাল করছে দেখাটা আমার কাছে ভালো লাগছেনা।অন্য পোস্টের কথা এখানে আনাটা অযৌক্তিক মনে হলো। তাই আমি বললাম মডুরা মডুর দোষ কোনদিন দেখবেনা সেজন্য সাধারণ ব্লগারদের মন্তব্য করার অনুরোধ করেছি। তাদের বক্তব্য শুনতে ইচ্ছে করছে এই পোস্টের বিষয়বস্তু সম্পর্কে।
ধন্যবাদ আপনাকে
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ইতিমধ্যে যারা মন্তব্য করেছেন তাদের সবাই সাধারন ব্লগার বরং আপনি এখন নতুন করে ক্যাচাল লাগাবার চেষ্টা করছেন কিছু ব্লগারদের নাম নিয়ে উস্কে দিয়ে। এই পোস্টে শুধু যৌক্তিক আলোচনা গ্রহন করা হবে।
ধন্যবাদ।
৭৯| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১
শায়মা বলেছেন: ঐ অপরাজিত ভাইয়া তোমার খবর আছে !!!!!!!!!!!!!!!!!!!!
আমার মন্তব্য ৩৫ নাম্বারে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি ক্যাচাল শুরু করেছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
মাননীয় মন্ত্রীভাইয়া আর আমাকে তোমার এক মানুষ মনে হলো!!!!! দাঁড়াও তোমার জন্য ভেঁজাল তেলের বোতল খুঁজে আনছি। এমনি ভেঁজাল তেলে তোমাকে বিরিয়ানী খাওয়ানো হবে সে তেলের মজা বের হয়ে যাবে!!!!!!!!!!
যাইহোক এই পোস্টে আর থাকা ঠিক না মনে হচ্ছে কখন কে ভুল বুঝে লাঠি নিয়ে আমাকেই মারতে আসে। তার থেকে পিঠটান দেই এই বেলা।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু ভাবছি পাছে না লোকে আবার আমাকেই মডু বলে ভাবতে শুরু করে দেয়। ইতিমধ্যে মনে হচ্ছে ভেবেও ফেলেছে। আমিও তোমার মতই পিঠ টান দিতে চাইছি কিন্তু পোস্ট যেহেতু আমার দেয়া তাই বিপদেই পরেগেছি। আমাকে উদ্ধার কর প্লীজ।
৮০| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
অপরাজিত একজন বলেছেন: শায়মা@
আমি দুঃখিত আপু ঐ মন্তব্য ৩৭ নাম্বার মন্তব্য সরি ভুল হয়ে গেছে
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভুল মানুষেরই হয় ম্যান ইজ মরটাল।
৮১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
অপরাজিত একজন বলেছেন: শায়মা@
আমি দুঃখিত আপু ঐ মন্তব্য ৩৭ নাম্বার মন্তব্য সরি ভুল হয়ে গেছে
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তবে জেনে শুনে ভুল করাটা উচিত নয়।
৮২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: ব্লগ নিয়ে ব্লগারদের মনোভাব বুঝতে পারছি। সুন্দর পোস্ট।
ব্লগিং চলুক আনন্দে-উৎসাহে!
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগিং চলুক আনন্দে-উৎসাহে! আমি ভীষণ অভিভূত ব্লগারদের ব্লগ নিয়ে ভালোবাসা দেখে। এখন মনে হচ্ছে সামু সামুর মতই আছে। লোকে ভুল বলে যে সামু নাকি আর আগের মত নাই।
৮৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
আমিনুর রহমান বলেছেন:
অপরাজিত একজন বলেছেন: @ স্নিগ্ধ শোভন ভাইঃ
পোস্টটি আমি প্রথম থেকে পর্যবেক্ষনে রেখেছি। সব মন্তব্য আমি পড়েছি । একটু ক্যাচালের গন্ধ পাচ্ছি। ৩৫ নাম্বার মন্তব্য মনে হয় ক্যাচাল শুরু করেছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের মন্তব্য ক্যাচাল শুরু করেছে মনে হলো। মাননিয় মন্ত্রী মহোদয়, তাসনুভা সাখাওয়াত বিথি, মামুন রশিদ আমিনুর রহমানে ও কুনোব্যানঙ এর মধ্যে পুরানো কোন ক্যাচাল নিয়ে এই পোষ্টে আলোচনা হচ্ছে মনে হলো। যা এই পোস্টের মোড় অন্য দিকে নিয়ে যাচ্ছে। এই পোস্টের মন্তব্য পড়ে বুঝা যাচ্ছে মামুন রশিদ ও আমিনুর রহমান নির্বাচকদের সাথে জড়িত।
একজন সাধারণ ব্লগার হিসেবে মডুরা এরকম ক্যাচাল করছে দেখাটা আমার কাছে ভালো লাগছেনা।অন্য পোস্টের কথা এখানে আনাটা অযৌক্তিক মনে হলো। তাই আমি বললাম মডুরা মডুর দোষ কোনদিন দেখবেনা সেজন্য সাধারণ ব্লগারদের মন্তব্য করার অনুরোধ করেছি। তাদের বক্তব্য শুনতে ইচ্ছে করছে এই পোস্টের বিষয়বস্তু সম্পর্কে।
ধন্যবাদ আপনাকে
@অপরাজিত একজন, আপনি কোথায় দেখলেন আমি পোষ্টের বাইরে কথা বলেছি? আমি এই পোষ্ট এবং এর কমেন্টস এর উপর ভিত্তি করেই কমেন্টস করেছি। যদি না বুঝে থাকেন আমার কমেন্টস তাহলে চুপ করে থাকাই শ্রেয় নয় ! আপনি তো ৫০০ নির্বাচনী পোষ্ট পড়ে একটা সংকলন দিয়েছেন। আমাকে বলতে পারবেন ওখানে কয়টা আখাদ্য পোষ্ট গিয়েছে বা তা পারসেন্টিস কত? সামু আমাদের ব্লগ তার ভালো-মন্দের দায়িত্ব আমার আপনার উপরই পড়ে। আপনি বলেছেন আমি নির্বাচকদের সাথে জড়িত, আন্দাজ করেন ভালো কথা কিন্তু না জেনে এই ধরনের ট্যাগ দেয়া এক ধরনের অন্যায়। আমার যদিও এসব বলা কিছু আসে যায় না। আপনার নিকটা নতুন হওয়ায় বললাম। আশা করছি ভবিষ্যতে এই ধরণের ট্যাগ দেয়া আগে চিন্তা করবেন।
ভালো থাকবেন।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
ট্যাগিং একটি মারাত্মক ব্লগিয় ব্যাধি। ব্লগের পরিবেশ নষ্ট হওয়ার জন্য একটি মাত্র ব্যাক্তি আক্রমণই যথেষ্ট।
৮৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২০
অপরাজিত একজন বলেছেন: হায় !! ক্ষমতা !! হায় পাওয়ার !! মানুষ আর কত তোর অপব্যবহার করবে!!
লেখক বলেছেন:
ইতিমধ্যে যারা মন্তব্য করেছেন তাদের সবাই সাধারন ব্লগার বরং আপনি এখন নতুন করে ক্যাচাল লাগাবার চেষ্টা করছেন কিছু ব্লগারদের নাম নিয়ে উস্কে দিয়ে। এই পোস্টে শুধু যৌক্তিক আলোচনা গ্রহন করা হবে।
আমি আপনাকে ব্রেইনলেস ও অবিবেচক বলে সারাজীবনের জন্য আপনার ব্লগ থেকে চলে গেলাম।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি যে ব্রেইনলেস ও অবিবেচক সেটা বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞ আপনার সঠিক বিবেচনায়।
৮৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২২
অপরাজিত একজন বলেছেন: @আমিনুর রহমান দুঃখিত ভাই আমার ভুল হয়ে গেসে। আমায় ক্ষমা করবেন। আপনাকে ভুলে নির্বাচক মনে করেছিলাম।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিনুর রহমান ভাই নিশ্চয় আমার মতন ব্রেইনলেস ও অবিবেচক নন। তিনি হয়ত আপনাকে ক্ষমা করে দেবেন। এটাই প্রত্যাশা।
৮৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩২
গৃহ বন্দিনী বলেছেন: বাপ্রে উপরের কমেন্ট গুলোর বিশালতা দেখে তো আমার কমেন্ট করার সাহসই হচ্ছিল না। কিন্তু সামুর একাল সেকাল নিয়ে যাদের আফসোস আর বিলাপের শেষ নাই তাদের জন্য একটা কথা বলতে খুব ইচ্ছা করছে -
সেটা হল , যে গাছে ফল মিস্টি সে গাছে ঢিল পড়বে বেশি , পোকা ধরবে বেশি এটাই নিয়ম।
পোস্টে কয়েকটা জায়গায় প্লাস (পুরাটাতে দিতে পারলাম না কারণ
পুরাটা পড়ি নাই
)
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
তারপরেও যতটা প্লাস দিছেন অনেক দিছেন।
৮৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: @কুনোব্যাঙ ব্রাদার, যেহেতু নির্বাচক , নির্বাচিত পাতা নিয়ে কথা উঠেছিলো এবং কান্ডারী ভাই ফিফার একটি পোস্টের উদাহরণ দিয়েছিলেন তাই আরেকটি উদাহরণ দিতে গিয়েই আমাকে উক্ত কমেন্টটি করতে হয়েছে ।
আর এর চাইতে ভালো উদাহরণ আমার কাছে আর একটাও ছিলো না । কসম !
ডোন্ট টেক ইট পার্সোনালি প্লিজ । বাট আই মিন্ট হোয়াটহেভার আই সেইড ।
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
খাইছে কসম কাইটা মন্তব্য এই প্রথম দেখলাম।
মন্ত্রী ভাইয়ের কসমের অনেক মূল্য সেটা বৃথা যেতে পারেই না।
৮৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: @মাননীয় মন্ত্রী মহোদয়,
সত্যি বলতে কি আপনার একটি কমেন্টের প্রত্যাশা করছিলাম অনেক্ষণ ধরেই। আপনাকে দুটো কথা বলেই এই পোষ্ট আনফলো করব।
এই যে ব্লগের কোন কিছু নিয়ে অভিযোগ সেটা মূলত করা হয় কার কাছে? ব্লগ পরিচালতা পর্ষদের কাছে নিশ্চই? এখন যতদূর জানি তাতে মাত্র দুইজন ব্যাতিত সামু আনুষ্ঠানিক ভাবে পরিচালনা পর্ষদের অন্য কোন সদস্যকে স্বীকৃতি দেয়না। (জান্য ভুল থাকলে আন্তরিক ক্ষমাপ্রার্থী) না কোন সম্পাদক সদস্যমন্ডলী নাক কোন ঢাকা বা সিলেট বা চট্টগ্রাম কমিট না কিছু। এমনকি সামু বিভিন্ন ভাষ্য থেক যতটূকু বুঝি নির্বাচিত পাতা আসার পর থেকে স্বেচ্ছাসেবী নির্বাচক রয়েছেন কিন্তু তারা ব্লগ কমিটির বা পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক স্বীকৃত কেউ নয়। এখন ধরুন আমি সামুর প্রসেসিং এর কোন কিছুর উপর অসন্তুষ্ট হয়ে কিছু অভিযোগ করলাম, সামুর সিস্টেম বা পরিচালকদের মুন্ডুপাত করলাম। যেহেতু সামু তার সমালোচনা করার উপর আনুষ্ঠানিক কোন নিষেধাজ্ঞা দেয়নি। এরপর কি দেখা গেলো? দেখা গেলো যে আমারই কোন সহব্লগার তাতে রূঢ় ভাবে কাউকাউ হাউহাউ এসব ভাষায় কথা বলতে গেলে একরকম ইনসাল্ট করে গেলো। হ্যাঁ, একজন সহব্লগার হিসেবে আমার পয়েন্টে ভুল থাকলে সেটা নিয়ে আলোচনা সমালোচনা করতে পারেন কিন্তু কাউকাউ হাউহাউ জাতীয় শব্দ ব্যবহার করে কথাটা আক্রমণাত্বক বা ইনসাল্ট মূলক হয় তাহলে সেটা কেমন হয়? সেটার মানেই বা কি দাঁড়ায়? অভিযোগ বা রাগটা তো আপনার কাছে বা আপনার বিপক্ষে নয় ভাই, তাহলে আপনি কেন অসংযত হচ্ছেন? আমি তো আপনার মুন্ডুপাত করিনি?
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সবশেষে কথার ওই একটাই উপসংহার প্রযোজ্য যে কারও ক্ষেত্রেই যে আজকের যে হার্মেস সে নিজেকে যতই হুনু ভাবতে শুরু করুক কালকে সেই মহা জোকার।
৮৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৫
*কুনোব্যাঙ* বলেছেন:
*(জানায় ভুল থাকলে
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
বুঝে নিয়েছি।
৯০| ১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৫
বেঈমান আমি. বলেছেন: হাহাহাহা ওরস্যালাইন পোস্টে ভালোই কমেন্ট হচ্ছে মানে আলোচনা হচ্ছে।
আইতাছি একটু পরে।
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কারও কারও যদি পোস্ট পড়ে ডাইরিয়া শুরু হয়ে যায় তাহলে তার মাথায় ওরস্যালাইনের চিন্তা আসাটাই স্বাভাবিক। তবে সেই ক্ষেত্রে ওরস্যালাইন তার নিজেকেই ব্যাবস্থা করে নিতে হবে।
আইতাছি একটু পরে বলে চোখ টিপ দেয়ার দুটি অর্থ থাকতে পারে এক আপনি আসছেন না দুই আসলেও অন্যভাবে। আমি কোনটা ধরে নেবো বেইমান ভাইয়া।
৯১| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
অদৃশ্য বলেছেন:
প্রিয় কান্ডারী ভাই
পড়ে গেলাম... অনেকটা দীর্ঘ হলেও পড়েছি
শুভকামনা...
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কষ্ট করে পড়ার জন্য কৃতজ্ঞতা জানবেন।
ব্লগিং চলুক আনন্দে-উৎসাহে!
৯২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
জালিস মাহমুদ বলেছেন:
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
৯৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহা আমি কাউকাউ হাউহাউ বলিনি ব্রাদার ,বলেছি হাউমাউ। বি স্পেসিফিক
আপনি মনে হয় আমার লাস্ট কমেন্টটাতে ঠিকঠাক মনযোগ দেননি । আপনার কমেন্টটা প্রি-ডিটার্মাইন্ড মনে হলো ।
যাই হুক, আমার লাস্ট কমেন্টে আমি বলেই দিয়েছি এর আগের কমেন্টে আমি কি বলতে চেয়েছি ।
আমি কোথাও কোন অভিযোগ করিনি ।একখান উদাহরণের পিঠে আমার চোখের সামনে ঘটে যাওয়া আরেকখান জলজ্যান্ত উদাহরণ বসিয়েছি । সুতরাং কে পরিচালনা পর্ষদের সাথে সাথে যুক্ত কে যুক্ত না সে প্রসংগ শুধু শুধুই টানছেন ।
আর সামু কর্তিক প্রণোদিত আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার কথা বললেন ??
বিবেক নামক জিনিস থাকলে এইসব নিষেদ্ধাজ্ঞা বিষেদ্ধাজ্ঞা কোন ব্যাপার না ব্রাদার।
জানা ম্যাডামকে নিয়ে গালি দেওয়াও সামু নিষিদ্ধ করেনি । তাইলে চলুন ফেবুতে যাইয়া জানা ম্যাডামরে গালি দিয়া আসি ।
তারপর আমিনুর ভাই যখন বলবে,
" রূপমের বাচ্চা তুই খুব খারাপ,তুই জানা ম্যাডামরে গালি দিছছ।" তখন আপনি এসে বলবেন " জানা ম্যাডামরে গালি দেওয়া তো সামু নিষিদ্ধ করে নাই । আমিনুর সাহেব আপনি এইটা নিয়া কথা বলার কে , জানা ম্যাডাম তো কিছু বলেন নাই । আপনি কেন তুই তুই করে রূপমকে ইনসাল্ট করছেন ?আমরা কি এমন সহব্লগার আমিনুর রহমান চেয়েছিলাম ? " ব্লা ব্লা ব্লা ...
তখন আড়াল থেকে আমিনুর রহমান হাসবে , আর বলবে ছেলেটা দৃষ্টি শক্তি হারিয়েছে ।
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তারপর আমিনুর ভাই যখন বলবে,
" রূপমের বাচ্চা তুই খুব খারাপ,তুই জানা ম্যাডামরে গালি দিছছ।"
একটি ঘটনার কথা মনে পরে গেলো। একবার কোন এক ব্লগার এমনই জানা আপুকে গালাগালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলো।সেই নিয়ে আমিনুর রহমান ভাই রাতদিন এক করে সে কি ফাইট। আর যাই হোক আমিনুর রহমান ভাই সামু এবং জানা আপুর জন্য সত্যি একজন নিবেদিত প্রাণ ব্লগার।
৯৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪
আমিনুর রহমান বলেছেন:
R U POM তোর হাচা হাচা খবর আছে এইবার। পরেরবার সিলেট যখন যাবো তোর নাকটা ভচকাইয়া দিমু
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই ছেলেটার এখনও বিবাহ হয় নাই। তাই নাকটা না ভচকাইয়া দিয়া একটা উপযুক্ত পাত্রী দেখে বিয়ে দিয়ে দিলেই মনে হয় ভালো হবে। তখন প্রতিদিন ওর বউই ওর নাক ভচকায় দিবে।
৯৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
*কুনোব্যাঙ* বলেছেন: @মাননীয় মন্ত্রী মহোদয়,
ভালো একটা বিষয় তুলেছেন গালিগালাজ তীব্র নোংরামী। সামহোয়্যারের দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের নামে তীব্র অশালীন নোংরামীর উদাহরণ অপ্রকাশিত কোন বিষয় নয়। আবার চিহ্নিত অশালীন আচরণকারী গালিবাজদের সাথে অনেক সম্মানিত জনপ্রিয় সুলেখকের হৃদ্যতাপুর্ণ সম্পর্কের ব্যাপারটা অপ্রকাশিত কোন বিষয় নয়। কিন্তু তারপরও সামহোয়্যারইন তাদের অবস্থান অনিশ্চিত করছেনা বা তাদের আগমন বা পুনরাগমনে প্রতিবন্ধতার সৃষ্টি করছেনা। আর এখানেই সামহোয়্যারইন ব্যক্তির ঊর্ধ্বে থেকে প্ল্যাটফর্মের নীতি আদর্শকে সম্মান জানিয়ে যাচ্ছে। আর ব্যাক্তিগত মতে সামহোয়্যারইন তুমুল জনপ্রিয়তা ও সকলের ভালোবাসার সামু হয়ে উঠার পেছনে এটাকেও অন্যতম একটি কারণ মনে হয়।
যাইহোক, মুন্ডুপাত কথাটি উল্লেখের সময় সম্পুর্ণই ভুলে গিয়েছিলাম যে এখানে কিছু বিচিত্র এবং সভ্যতা বিবর্জিত মুন্ডুপাতও হয়। তবুও কথাটি তুলে ভালো করেছেন, প্রসঙ্গ আসায় এইসব নোংরামীর ব্যাপারে ব্যক্তিগত মনোভাবের কিঞ্চিত প্রকাশ করতে পারলাম।
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমাদের আশেপাশেই এমন অনেকের বিচরণ হরহামেশাই লক্ষ্য করা যায়। জানিনা এখানে থাকলেও থাকতে পারে। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা গালিবাজদের চিনে রাখা উচিত। যারা ভদ্রতার মুখোশ পরে থাকলেও সম্পর্ক গড়ে জানা আপু অথবা সামুর বিরুদ্ধে গালিবাজদের সাথে। অথচ নির্বিঘ্নে বিচরণ তাদের এই প্ল্যাটফর্মটিতে যা একটি সুস্থ ও সুন্দর ব্লগিং পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট।
নোংরা ভাষা ব্যবহারকারীদের সামাজিক ভাবে বয়কট করুন। সামুতেত বটেই কারণ এটিও একটি সামাজিক যোগাযোগের মাধ্যম।
৯৬| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯
অপরাজিত একজন বলেছেন: লেখক@ দুঃখিত আরো একটি মন্তব্য করা উচিৎ বলে মনে করসি তাই আরো একটা মন্তব্য করলাম।
কুনোব্যঙ ভাই @ এত কথা বলার দরকার কী? এই ব্লগে কী অশিক্ষিত ব্লগার আছে? সাধারণ ব্লগাররা কী অন্ধ নাকি বোবা যে কিছু জানেনা কিছু বুঝেনা। ব্লগ নিয়ে ফেসবুকে হাজার হাজার আলোচনা সমালোচনা আছে। এটা কী আপনি বা বিথি একা করছেন ? আমি তো দুই ঘন্ঠা আগেও সামুর নির্বাচক নিয়ে একটা গ্রুপে সামুর বিরুদ্ধে দেওয়া একটা পোস্ট দেখলাম। এত গুলো পোস্ট থেকে শুধু একটা উধাহারণ দিসে এবং বলসে এটাই তার একমাত্র চোখে দেখা আর কোন কিছু চোখে দেখেনি। এটাই তো প্রমাণ করে ঐ মন্তব্য পরিকল্পিত। পূর্ব ক্যাচালের জের ধরে এই পোষ্টে মন্তব্যটি করা হয়েছে সেটাও তো নিশ্চিত হলো। প্রথম দিকে এই পোস্ট গুরুত্ব পেলেও সাধারণ ব্লগাররা ইতিমধ্যে এই পোস্ট বর্জন করসে এবং পোস্টটি তার গ্রহণযোগ্যতা ও মুল্য হারিয়েছে। তাই চুপ থাকাই শ্রেয় বলে মনে করি। অনুরোধ শুনবেন কী শুনবেন না আপনার ব্যপার। একজন ব্যক্তি কখনো একটি সিন্ডিকেটের সাথে পারেনা। এটা জানা কথা। তাই চুপ থাকাই বুদ্ধিমানের কাজ হবে।
১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
১৩৪ নং মন্তব্যে আমাকে গালি দিয়ে চলে গেলেন আমি কিছু মনে করিনি। এখন আবার ফিরে এসে কুনোব্যাঙ ভাইকে টার্গেট করে মন্তব্য করলেন এবং আমাকে বললেন যে এই পোস্টে আপনি আরেকটি মন্তব্য করার প্রয়োজন মনে করলেন বলে ফিরে এসেছেন। তাই আপনি প্রমান করে দিলেন যে এই পোস্ট এখনও তার গুরুত্ব বিন্দু পরিমান হারায় নি। নাহলে আপনি আবার ফিরে এসে মন্তব্য করতেন না যেখানে আমাকে একবার গালি দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। আর আপনি বলছেন সাধারন ব্লগাররা এই পোস্ট বর্জন করেছে। ভাই এখন আমার মনে হচ্ছে আপনি একজন অসাধারন ব্লগার যিনি বার বার ফিরে আসছেন একটি ক্যাচালকে উস্কে দেয়ার জন্য। আপনার কল্যানে আমি আজ সাধারন ব্লগার এবং অসাধারন ব্লগার চিনে নিলাম। ভাই যেহেতু আপনি একজন অসাধারন ব্লগার অতএব আপনাকে আমার ব্লগে স্বাগতম।
আপনি আরও বললেন যে একজন ব্যাক্তি কখনও একটি সিন্ডিকেটের সাথে পারেনা। চিরন্তন সত্য। কিন্তু আমার মনে হচ্ছে আপনি একাই যথেষ্ট যেভাবে মন্তব্য করে থ্রেট দিচ্ছেন তাতে আমি ভীষণ ভয়ে আছি।
৯৭| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০
অপরাজিত একজন বলেছেন: লেখক বলেছেন:
১৩৪ নং মন্তব্যে আমাকে গালি দিয়ে চলে গেলেন আমি কিছু মনে করিনি। এখন আবার ফিরে এসে কুনোব্যাঙ ভাইকে টার্গেট করে মন্তব্য করলেন এবং আমাকে বললেন যে এই পোস্টে আপনি আরেকটি মন্তব্য করার প্রয়োজন মনে করলেন বলে ফিরে এসেছেন।
আমি মন্তব্য করবোনা বলে আবার করসি সেজন্য দুঃখিত বলছি।
আমি কোথায় গালি দিলাম ? কেউ আপনাদের সমালোচনা করলে তাকে গালিবাজ প্রমাণ করে পিছে হাটা কী আপনাগো কাম ? আর আপনাকে গালি দেইনি আপনাকে ব্রেনলেস অবিবেচক বলেছি কারণ আপনি বলছেন আমি এ পোষ্টে ক্যাচাল লাগাতে আসছি। এই পোষ্টে ক্যাচাল লাগানো যদি ইচ্ছে থাকতো তাহলে আপনার পোস্টের সমর্থনে আমি এই পোস্ট পাঠক এবং মন্তব্য সংকটে ভুগছে সামুর ব্লগাররাঃ অভাব ব্লগিং ইন্টারেকশানের ও নিরপেক্ষ নির্বাচক দিতামনা। আপনার পোস্টের সমর্থনে পোস্ট দেওয়া কী প্রমাণ করেনা আমি আপনার পোস্টকে সমর্থন করি ?
আমি আপনাকে কই গালি দিলাম ? দেখি দেখান । আমি কী গালিবাজ? ফেসবুকে হাজার হাজার সামু নিয়ে পোস্ট থাকতে একটা পোস্ট নিয়ে কেন আলোচনা হবে? তার পেছনে উদ্দেশ্য কী ?
সাধারণ ব্লগাররা কিন্তু আপনাদের এসব দেখসে। যেদিন সবাই মিইলা ধরবে সেদিন বুঝতে পারবেন। মনে রাখবেন বাঘের উপ্রেও টাগ আছে।
আপনে আমি আপনার পোস্ট সমর্থন দিয়ে বললাম ৩৭ নাম্বার মন্তব্যে ক্যাচাল শুরু হয়েছে যা পোস্টের মোড় অন্য দিকে নিয়ে যাচ্ছিলো। সেটা আপনি উলটা বুঝে আজাইরা ত্যানা প্যাঁচায়তাসেন।
কুনোব্যাঙ কে টার্গেট করসি নাকি কিছু একটা বুঝানোর চেষ্টা করসি সেটা কুনোব্যঙ ভালো বুঝবে। আপনে কেন উত্তেজিত হচ্ছেন?
আমি কী মিথ্যা বলসি ? পুরানো ক্যাচাল নিয়েই তো এ পোষ্টে ৩৭ নাম্বার মন্তব্যে থেকে এ পোষ্টে ক্যাচালটা শুরু করসে কে ?
১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি ভাই বাঘ না টাগও না। আমি সামান্য অথর্ব। পোস্ট যখন দিয়েছি তখন সবাই পড়বে এটাই কাম্য। তারপর টাগ কেন বাঘ হয়েও যদি কেউ আক্রমন করে তবে সেটা আপনার এই মন্তব্যটি তখন ভীষণ কাজে লাগবে প্রমানের জন্য। যে আক্রমনের আভাস রেখে গেলেন তাতে আমি এখন সত্যি ভীষণ ভয় পাচ্ছি।
আপনি বলছেন আমাকে গালি দেন নি অপমান করেন নি বেশ ভালো কথা আমি দুঃখিত ভাই বুঝতে পারিনি যে আমাকে আপনি ব্রেইনলেস বলেছেন সেটা গালি নয় ইংরেজিতে প্রশংসা মূলক শব্দ। যাই হোক ভাই আমি ইংরেজি কিছু কম বুঝি তাইত সামুতে বাংলায় ব্লগিং করি।
আপনি আমার সমর্থনে যে পোস্ট দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। সাধারন ব্লগাররা দেখছে যে আপনি সহ আরও যারা অসাধারন ব্লগার এখানে মন্তব্য করছেন তাদেরকে অতএব যেহেতু আমি ব্রেইনলেস তাই বিবেচনা তাদের উপরই ছেড়ে দিচ্ছি।
৯৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৪
অপরাজিত একজন বলেছেন: এই পোষ্টে আমার ২য় মন্তব্য এবং জবাবে আপনার ধন্যবাদ দেওয়া এবং আপনার পোস্টের সমর্থনে আমার পোস্ট দেওয়া প্রমাণ করে আমি ক্যাচাল লাগাতে আসিনি এখানে । আপনার পোস্ট আমি স্টিকি করার দাবী পর্যন্ত জানিয়েছে এবং সাধারণ ব্লগারদের সেখানে তাদের মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। বিশ্বাস না হলে পোস্টটি পড়ে মন্তব্য গুলো পড়ে আসবেন দয়া করে।
কিন্তু আপনি বললেন আমি ক্যাচাল লাগাতে আসছি । একটা পুরানো ক্যাচাল এই পোষ্টে টেনে এনে ক্যাচালটা শুরু করে ৩৭ নাম্বার মন্তব্য প্রদানকারী।
যে ক্যাচাল লাগালো তাকে কিছু কইলেন না আর আমাকে বললেন আমি ক্যাচাল লাগাতে আইছি । আপনার সমর্থনে আলাদা পোস্ট দেওয়ার পরো কইলেন আমি ক্যাচাল লাগাইতে আইছি এখানে।
এটা কী কোন বুদ্ধিমান লোকের কাজ ??
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার করা সেই ১২৮ নং মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনি কিছু ব্লগারের নাম উল্ল্যেখ করে যে মন্তব্যটি করেছেন তাতে করে আপনার সাথে নতুন করে ক্যাচাল লাগার একটি সম্ভাবনা তৈরি হবে ভেবেই আমি বলেছি ক্যাচাল লাগাবার কথা। আপনার ভাগ্য ভালো যে এখানে যারা মন্তব্য করছেন তারা সবাই নেহায়েত ভদ্র লোক আপনার সাথে কেউ ক্যাচাল করে নি। কিন্তু এখন আমার ধারনা স্পষ্ট হচ্ছে যে আপনার এখনকার মন্তব্যগুলো এবং আমাকে ব্রেইনলেস বলে ইংরেজিতে প্রশংসা করা এবং বারবার ৩৭ নং মন্তব্যের পেছনের আসল কারন হচ্ছে যেন ক্যাচাল ভাল মতই লাগুক সেটাই আপনি চাইছেন।
আপনি যা করছেন সেটা মনে হচ্ছে ভীষণ বুদ্ধিমানের কাজ। আসলেই অনেক কিছু শেখার এখনও আমার বাকি রয়েছে।
৯৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ব্লগের পরিবেশ ঠিক রাখার জন্য আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম। ব্লগের চিহ্নিত গালিবাজদের নতুন কোন নিক প্রকাশ পাওয়ার সাথে সাথে ব্যান করা প্রয়োজন বলে মনে করছি।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু নতুন নিকে এসে যদি গালি না দেয় তাহলে শুধু শুধু ব্যান করবে কেন ?
১০০| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
কারণ তারা নতুন নিকে আসে আবার পরিবেশ নষ্ট করার জন্য।
আমি একবারে নতুন ব্লগারদের কথা বলছি না।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
এর উদাহরন কি এই পোস্টে খুজলে পাওয়া যাবে নাকি ?
১০১| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: @কুনোব্যাঙঃ বিচিত্র এবং সভ্যতা বিবর্জিত মুন্ডুপাত !! আহা মধুমাখা শব্দ । শুনে ভীষণ প্রীত হলাম । :!> :!>
@আমিনুর রহমানঃ সিন্ডিকেট লইয়া আইবেন , নাকি একলাই আইবেন ?
@অপরাজিত একজনঃ ভাইজান আমি আপনার কি ক্ষতি করছি ? বারবার শুধু ৩৭ নাম্বার মন্তব্যকারী ৩৭ নাম্বার মন্তব্যকারী বলছেন আমায় । ৩৭ নাম্বার মন্তব্যকারীর কি কোন নিক নাই ?? নাকি আপনার মত সাধারণ ব্লগারের আমার মত অসাধারণ সিন্ডিকেট সদস্য ব্লগারের নিক বলতে শরম লাগে ? ?
@কান্ডারী ভাইঃ দিলাম তো আপনার পচা পোস্টরে হিট কৈরা !! আমি যদি মন্তব্য না করতাম তাইলে এই পোস্ট মনে হইতাছে ৩৬ নাম্বার কমেন্টেই আটকে যাইতো । সাধারণ ব্লগারের কথাবার্তা শুইন্যা সেইরকমটাই মনে হৈল ।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্ত্রী ভাইরে ভুল আপনার চেয়ে বেশি কমেন্ট করছে অসাধারন ব্লগার ভাই তাই তার ক্রেডিট বেশি আমার পোস্টের হিটের জন্য।
তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন সবচেয়ে বেশি কমেন্ট দাতা হলেও হতে পারেন। :#>
যে বেশি কমেন্ট করবে তার জন্য রয়েছে বিশেষ পুরস্কার।
১০২| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
উদাহরণ পুরো ব্লগ জুড়েই আছে।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আগে বুঝিনাই। এখন ম্যাগ্নিফাইং গ্লাস দিয়ে খুঁজে খেয়াল রাখতে হবে।
১০৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ !!!
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ম্যানশন নট
১০৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৭
আমিনুর রহমান বলেছেন:
মন্ত্রী তুই তো ভালোই জানিস আমি একা চলি না, আইলে পুরা সিন্ডিকেট নিয়াই আমু
১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমারেও কিন্তু সাথে নিয়েন।
১০৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২
আমি তুমি আমরা বলেছেন: আসল সমাধান হল পোস্ট নির্বাচক ও ব্লগ মডারেটর স্বেচ্ছাসেবী না হয়ে পেশাদার হতে হবে। তখনই তাদের প্রশ্ন করা যাবে কেন তারা উপযুক্ত পোস্ট নির্বাচিত পাতায় দিলেন না বা তাদের পেশাদার দায়িত্ব সঠিকভাবে পালন করলেন না।সামুর এখন নিয়মিত মডারেটর ও নির্বাচক নিয়োগ দেয়া উচিত।
১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভেবে দেখার মত কথাই বলেছেন। যদিও সামুর পক্ষে সেটা বেয়ার করা সম্ভব হবে কিনা সেটা দেখার বিষয়।
১০৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: মৌলিক মানে আবার গল্প-কবিতা-উপন্যাসের ছড়াছড়ি নয়
ব্লগার ফিউশন ফাইভ অন্য একটা পোস্টে বলেছিলেন "ব্লগ সাহিত্য চর্চার যায়গা নয়। ব্লগে যারা গল্প কবিতা লেখে তারা প্রকৃত ব্লগার নয়"। আমি কমেন্টে বলেছিলাম "আমি তো ভাই গল্প লেখার জন্যই ব্লগে এসেছি। তাহলে আমি কোথায় যাব?" এই প্রশ্নের কোন সদুত্তর তিনি দেন নি। আমাকে পরামর্শ দিয়েছিলেন ওয়ার্ড প্রেসে গল্প লিখে মানুষ জনকে ডেকে ডেকে দেখানোর জন্য। আমি আর কথা বাড়াইনি কিন্তু সেদিন খুব খারাপ লেগেছিল।
১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগ হচ্ছে তথ্য সঞ্চিত করে রাখার স্থান। যেন যে বিষয়টি নিয়ে জানতে চাইছি তা সার্চ দিলে সহজেই পেয়ে যাই সেই সঞ্চিত তথ্য ভাণ্ডার থেকে। এখন গল্প কবিতার জন্যও ব্লগ হতে পারে। কারও যদি গল্প কবিতা পড়তে ইচ্ছে করে সে গল্প কবিতার ব্লগ সার্চ দেবে। আর সামু যেহেতু সব ধরনের লেখার জন্যই তাই এখানে গল্প কবিতা লিখতেই পারেন। তবে ফিউশন ফাইভ কিন্তু কথা খারাপ বলেন নাই।
১০৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
ইখতামিন বলেছেন:
জন্মদিন শুভ হোক..
শুভ হোক আপনার প্রতিটি দিন..
১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ইখতামিন ভাই এত কেক, এত সুন্দর সুন্দর দামী কেক পেয়ে ভীষণ ভালো লাগছে।
এই কেক গুলো আমি কাটবোনা। রেখে দিলাম শোকেসে উঠিয়ে।
১০৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
ইখতামিন বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লেগেছে খুব
-----------------------
এই পোস্ট টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দিন পরে এলাম। মিস হয়ে গেল.. যাই হোক.. জানিনা পোস্ট রিলেটেড কিনা.. তবুও ১৩ নং মন্তব্যের রেশ ধরে আমার মন্তব্যটা করেই ফেলি.. আপনার এই পোস্টের মাধ্যমে যদি তারা জানতে পারে.. তবেই স্বার্থক।
একলা ফড়িং নামের একজন ব্লগার আজ ৯ মাস ৪ দিন যাবৎ ওয়াচে রয়েছেন। ব্যাপারটা জেনে খুবই খারাপ লাগলো।
মডারেশন প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি
১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ইখতামিন ভাই আপনার মাধ্যমে আমিও মডারেশন প্যানেলের কাছে অনুরোধ করব বিষয়টি বিবেচনায় এনে শীঘ্রই যেন নিকটি সেফ করে দেন।
১০৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
ইখতামিন বলেছেন:
কান্ডারি ভাই...
আরও একজন ব্লগার আছেন, যিনি সামু ব্লগে আমার চেয়েও সিনিয়র.. অথচ ১ বছর ৩ মাস অতিক্রান্ত হবার পরও গত ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬ পর্যন্ত তিনি ওয়াচ থেকে মুক্তি পেতে পারেননি। এখন কী খবর.. জানিনা.
মডারেশন প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি
http://www.somewhereinblog.net/blog/ilaumy
তার শেষ পোস্ট মনে হয় আপনারও একটা মন্তব্য রয়েছে।
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৯টি
মন্তব্য করেছেন: ১৩৪টি
মন্তব্য পেয়েছেন: ২৪০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৩ মাস
ব্লগটি মোট ৯৭৭ বার দেখা হয়েছে
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ইখতামিন আপনাকে। আপনার মাধ্যমে আমিও মডারেশন প্যানেলের কাছে অনুরোধ করব বিষয়টি বিবেচনায় এনে শীঘ্রই যেন নিকটি সেফ করে দেন।
১১০| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৩
সুমন কর বলেছেন: হুম!! পড়লাম
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
পড়ার জন্য ধন্যবাদ।
১১১| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যাপি বার্থডে
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপু কিন্তু আমার গিফট কোথায় ?
১১২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১২
নীলসাধু বলেছেন: পুষ্ট পইড়া আমার মাথা আউলাইয়া গেসে যদিও জানি এইডা ঠিক হয় নাই, আরো মন দিয়া পড়া উচিত ছিল।
তবে আমি পোষ্টের বক্তব্যে মজা পেয়েছি।
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
নীল দা এতে আপনার বিন্দু মাত্র গাফেলতি নেই পোস্ট দিয়েছি মাথা আউলাইয়া যাওয়ার মতই। আমিও মন্ত্যবের জবাব দিতে দিতে অনেকটা আউলাইয়া গেছি।
তবে মজা দিতে পেরে কিছুটা হলেও ধন্য।
১১৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩
নীলসাধু বলেছেন: আজকে আপনার জন্মদিন!!
শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা।
আনন্দে থাকুন সবসময়।
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় নীল দা কেক পাওনা রইলেন।
১১৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৫
সাহিদা আশরাফি বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া !
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ আপু !!!
১১৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
গোর্কি বলেছেন:
শুভ জন্মদিন সুপ্রিয়। একটু দেরি হওয়াতে ক্ষমা প্রার্থী। স্বর্ণপ্রজ হোক আপনার কী-বোর্ড। বেরিয়ে আসুক ক্ষুরধার লেখনি।
শুভকামনা সতত। খুব ভাল থাকা হোক।
১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভ কামনা নিরন্তর তবে ক্ষুরধার লেখা আর লিখতে পারব কিনা বলতে পারছিনা।
১১৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
নূর আদনান বলেছেন: জিউসের মূর্তি দুটি কিনলে সাথে এই বিশাল আকারের দেবদূত হার্মেসের মূর্তিটি ফ্রি দেয়া হবে।
হা হা... এই গল্পটা খুব ভাল লাগল গুরু...
আচ্ছা এসব দেবতাদের গল্প কোথায় পান? এসব গল্গ থেকে অনেক সময় শিক্ষণীয় কিছু পাওয়া যায়।
এ পোষ্ট থেকে অনেক জ্ঞান পেলাম সামু সম্পর্কে।
একটি কথা বলব, আপনাকে আমি ব্লগে গুরু মনে করি। আপনার লেখা পড়ে আমি অনুপ্রানিত হয়েছি। যদিও আমি এখনও কোন ভাল পোষ্ট দিতে পারিনি, তবে মাঝে মাঝে যে একটু সাহস করি, আশাকরি আপনি তাতে পরামর্শ দিয়ে উপকৃত করবেন।
ভাল থাকবেন ভাইয়া
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
গুরু যখন বলছেন তখন শিস্যকে অনুসরণ করতেই হয়। যদি গুরু হয়ে শিস্যর কাছ থেকে কিছু শিখতে পারি তবে মন্দ হবে না।
ভালো থাকুন। শুভ কামনা রইল অনেক।
১১৭| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ চমক লাগ্ল
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ পরিবেশ বন্ধু।
১১৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১
অনিকেত রহমান বলেছেন: পড়লাম এবং সামু সম্পর্কে অনেক কিছু জানলাম।।
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অনিকেত রহমান এবং শুভকামনা জানবেন।
১১৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
আমি আলোচনায় অংশ নিলাম না। কারন এখানে পোস্টে যা বলা হয়েছে এবং কমেন্টে যা এসেছে তার বাইরে আমার নতুন কোন মেসেজ নেই।
আপনাকে সাধুবাদ জানাই পোস্টটির জন্য। অনেক ব্লগারের বেশ কিছু দ্বিধা কাটবে এই পোস্ট পড়ে।
২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই বিরক্তি চলে আসছিলো নির্বাচিত পাতা নিয়ে ক্যাচাল দেখতে দেখতে তাই অসহ্য হয়ে পোস্ট দিলাম।
পোস্টটি ধৈর্য নিয়ে পড়ার জন্য কৃতজ্ঞতা। আমিত আপনার অনেক দিন ব্লগে না থাকা দেখে ভেবেছিলাম আপনার দেয়া গল্পটি আবার সত্যি কিনা এখন ভয়টা কেটে গেছে যাক।
শুভ কামনা অনেক অনেক অনেক আপনার জন্য।
১২০| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
কান্ডারি ভাই, ব্লগে এক ঘন্টা থাকলে পরের ১০ ঘন্টা মাথায় শুধু ব্লগ ই ঘুড়ে। তাই কাজের সময় ব্লগ থেকে দূরে থাকি। অনেক বিশেষ দিন তখন চোখ এড়িয়ে যায়।
better late than never, শুভ জন্মদিন। রুশ দেশের উপকথা থেকে ধার নিয়ে আমার উইশ, একটি ভাল্লুকের গায়ে যত লোম থাকে, বেঁচে থাকুন তত সহস্র বছর :#P
২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এইটা একটা দোয়া করলেন
আমি আরও জলদি মরতে চাই এখন ভাল্লুকের গাঁয়ের লোমের সমান বেঁচে থাকলে আমার আর দ্রুত মৃত্যু হবে না।
জন্মদিনের শুভেচ্ছা পেয়ে এখন আপনাকে কেক খাওয়াতেই হবে। দেখা হলে খাওয়াব ইনশাল্লাহ।
১২১| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
আদম_ বলেছেন: নির্বাচিত পাতা নিপাত যাক। ওয়াক থুহ।
২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
থুতু যত্রতত্র ফেলিয়া পরিবেশ দূষণ করিবেন না। মন্তব্য শালীনভাবে করার চেষ্টা করুন। সুস্থ আলোচনা না করতে পারলে আপনি নির্বাচিত পাতা এড়িয়ে চলুন সেটা আপনার স্বাধীনতা কিন্তু যেখানে থুতু দিচ্ছেন সেখানে আপনি নিজেই লিখছেন অতএব থুতু নিজের দিকে এসে পরল কিনা সেটা বিবেচনা করে দেখুন। ধন্যবাদ।
১২২| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬
চানাচুর বলেছেন: তেলের যা দাম!! এতো তেল দেন কেন?? একটা পাম্পার কিনে পাম্প দিলেই তো পারেন
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
চানাচুর আপা যা বলেন না আমিত লজ্জায় পরে যাই আপা
:!> :!> :!> :!> :!> :!> :!>
১২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
তন্দ্রা বিলাস বলেছেন: কেমন আছেন ভাই? অনেক দিন পর সামুতে আসলাম।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
এইত ভাই ভালো আছি তবে আমিও ভীষণ ব্যাস্ততার মাঝেই দিন যাপন করছি।
১২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: বলে রাখি,
৩ বছর ধরে আমি সামুর পাঠক। আইডি খুললাম বেশিদিন হয় নাই। গ্রুপব্লগ নিয়া কিছু কইবার চাই।
গ্রুপব্লগ প্রসঙ্গ
গ্রুপব্লগ জায়গাটা একদম শ্মশানের মত। দিন আর রাতের কোন পার্থক্য নাই। অলটাইম নিঝুম।
গ্রুপব্লগ হইতে পারত, সামু পাঠকদের জন্য একটা চৌম্বকক্ষেত্র।
ধরি, আমি পাঠক। আমার ইচ্ছা এখন কবিতা পড়ব। তাই কবিতাব্লগে গিয়া আমি কবিতা পড়া শুরু করতে পারি। কিন্তু কবিতা, রম্য, রিভিও, এলাকা ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক সব গ্রুপ আজ ডেড এন্ডে।
গ্রুপব্লগ খোলার কোন অপশন নাই। চালানর কোন উদ্যোগ নাই। হয় এইটা পুনরায় আলোয় নিয়া আশা হউক অথবা বাড়তি বোঝা টানার দরকার কি?
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
১২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১
মুদ্দাকির বলেছেন: ভয়ানক পোষ্ট
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আসসালামুয়ালাইকুম। কেমন আছেন ?
১২৬| ২৭ শে জুন, ২০২০ রাত ৩:৩৪
রাকু হাসান বলেছেন:
পোস্টটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম । এই সময়টা আমি ছিলাম না । যদি শিক্ষণীয় দিকটা নিতে পারি তাহলেই স্বার্থক । ফিরে আসুন আবারও ব্লগে । যেখানেই থাকুন ভালো থাকুন । শুভকামনা করছি।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
বেকার সব ০০৭ বলেছেন: সেইরাম পোস্ট আমি আপনার সাথে একমত